Category: আইন আদালত

  • টেকনাফের হ্নীলা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৩.৫ কেজি গাঁজাসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫

    টেকনাফের হ্নীলা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৩.৫ কেজি গাঁজাসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫

    টেকনাফ উপজেলা প্রতিনিধি।

    কক্সবাজার জেলাধীন টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৩.৫ কেজি গাঁজাসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫

    র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয় যে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ পশ্চিম ফুলের ডেইল সাকিনস্থ জনৈক মহিলা তার বসত ঘরে গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে । উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল ২৯/০৯/২০২২ তারিখ অনুঃ ০৬.০০ ঘটিকায় বর্ণিত স্থানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতিতে একজন মহিলা কৌশলে পালানোর চেষ্টা করলে শাহানা আক্তার (৩৭), স্বামী-সাইফুল ইসলাম প্রঃ অলি আহমদ, সাং-পশ্চিম ফুলের ডেইল, ওয়ার্ড নং-০৩, ইউপি-হ্নীলা, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজারকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক তল্লাশী করে ধৃত মহিলার বসত ঘরের খাটের নিচ হতে তার নিজ হাতে বের করে দেয়া তিনটি বস্তার ভেতর হতে সর্বমোট ৩৩ (তেত্রিশ) কজেি ৫০০ (পাঁচশ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত মহিলা জানায় জব্দকৃত মাদকদ্রব্যসমূহ টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে টেকনাফ-কক্সবাজার এর বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
    উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

    ধন্যবাদ।

  • কিশোর গ্যাংয়ের ছু’রিকাঘাতে মাদরাসা পরীক্ষার্থীর মৃ’ত্যু

    কিশোর গ্যাংয়ের ছু’রিকাঘাতে মাদরাসা পরীক্ষার্থীর মৃ’ত্যু

    তালহা চৌধুরী রুদ্র :

    কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মো. সিয়াম (২২) নামের এক দাখিল পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলার তিতাস উপজেলার গাজীপুর মাদরাসার সামনে এ ঘটনা ঘটেছে।

    নিহত সিয়াম মজিদপুর ইউনিয়নের চর মোহনপুর এলাকার হেলাল উদ্দিনের ছেলে। তিনি গাজীপুর মাদরাসার দাখিল পরীক্ষার্থী ছিলেন।

    বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন দাস।

    তিনি বলেন, একটি হত্যার ঘটনা ঘটেছে সত্য। আমাদের অফিসাররা কাজ করছে এটা নিয়ে। আমি কুমিল্লায় মিটিংয়ে আছি। থানায় গিয়ে বিস্তারিত জেনে আপনাকে জানাব।

  • মহেশখালীতে মদ তৈরির কারখানায় পুলিশের অভিযান: চোলাই ও ওয়াশ মদ সহ আটক-২

    মহেশখালীতে মদ তৈরির কারখানায় পুলিশের অভিযান: চোলাই ও ওয়াশ মদ সহ আটক-২

    মিছবাহ উদ্দীন আরজু, (মহেশখালী প্রতিনিধি)::

    মহেশখালীর গহীন পাহাড়ে মদ তৈরির কারখানায় অভিযান। প্রস্তুতকৃত ৩০০লিটার চোলাই, ২০০০ লিটার ওয়াশ মদ ও মদ তৈরির সরঞ্জাম সহ ২ ব্যক্তিকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ।

    বুধবার (২১শে সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড় মহেশখালীর দেবাঙ্গা পাড়ার গহীন পাহাড়ে শ্বাসরুদ্ধকর এই অভিযানটি পরিচালনা করেন, মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় একটি ফোর্স।

    মহেশখালী থানা সূত্রে জানা যায়, বড় মহেশখালীর দেবাঙ্গা পাড়ার গহীন পাহাড়ে নির্মিত স্থানীয় ফারুকের উক্ত মদ কারখানায় থানা পুলিশের অভিযানে ৩০০ লিটার চোলাই, ২০০০ লিটার ওয়াশ মদ ও মদ তৈরীর সকল উপকরণ জব্দ করা হয় এবং প্রস্তুতকৃত মদ সহ শাহাদাত উল্লাহ (২৮) পিতা: মৃত মোহাম্মদ ছিদ্দিক ও মহিম উদ্দিন(২২) পিতা: আবুল কাশেম নামের দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। এবং কারখানা মালিক মোহাম্মদ ফারুক পিতা: ওসমান, নামের অপর একজন পালিয়ে যায়। তাঁরা সকলে অত্র ইউনিয়েনের দেবাঙ্গ পাড়ার বাসিন্দা বলে জানা যায় ৷

    এব্যাপারে অভিযানটির নেতৃত্বদানকারী মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বড় মহেশখালীর দেবেঙ্গা পাড়ার মূল সড়ক হতে প্রায় ১ঘন্টা পায়ে হেঁটে গহীন পাহাড়ে থানা পুলিশের একটি বিশেষ টীম অভিযান পরিচালনা করে ৷ অভিযানে বিপুল পরিমান দেশীয় তৈরী চোলাই মদ, ওয়াস মদ জব্দ সহ দুই মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।

    আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারা অনুযায়ী আইনানুগ ব্যাবস্থা গ্রহন সহ আটককৃতদের জবানবন্দি অনুযায়ী অপরাপর মাদক ব্যাবসায়ী এবং মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

    বার্তা প্রেরক-
    মিছবাহ উদ্দীন আরজু
    (মহেশখালী)
    মোবাঃ 01811323339

  • বাঁশখালীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রতি কঠোর নজর প্রশাসনের

    বাঁশখালীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রতি কঠোর নজর প্রশাসনের

    মোঃ রেজাউল আজিম (বাঁশখালী-প্রতিনিধি)

    চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে অবৈধ বালু উত্তোলন বন্ধে আজ ২০ সেপ্টম্বর মঙ্গলবার বিকেল ৫ ঘটিকা হতে রাত ৯ ঘটিকা পর্যন্ত বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্টেট খন্দকার মাহমুদুল হাসান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়, এই সময় বৈলছড়ির জনৈক সৈয়দের অবৈধভাবে ছরা হতে বালু উত্তোলনে করে পুকুর ভরাটে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন, বালু উত্তোলনে ব্যবহৃত আনুমানিক ৫০০ ফুট পাইপ ও ভরাটকৃত বালু জব্দ করে স্থানীয় ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোঃ সেলিমের জিম্মায় তুলে দেয়া হয়। এছাড়া একই ছরা থেকে বালু উত্তোলনের দায়ে পূর্ব বৈলছড়ির আবু তাহেরের ছেলে মোঃ সেলিম (৩৫) কে আটক করা হয়, পরে আটককৃত ব্যক্তি থেকে মুচলেকা নিয়ে ও দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় জরিমানা করে তাকে সর্তক করা হয়। একই সাথে তার উত্তোলিত বালু তাৎক্ষণিক নিলামের মাধ্যমে ১০,০০০ টাকা বিক্রয় করা হয়। জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মাহমুদুল হাসান।

  • বিরামপুরে রাজহাঁস চুরির অপরাধে এক যুবকের ৩ মাসের কারাদণ্ড

    বিরামপুরে রাজহাঁস চুরির অপরাধে এক যুবকের ৩ মাসের কারাদণ্ড

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

    দিনাজপুরের বিরামপুরে রাজহাঁস চুরির অপরাধে আবু সাঈদ (৩৫) নামে এক যুবককে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

    শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আবু সাঈদ নবাবগঞ্জ উপজেলার ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নের শওগুন খোলা গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

    পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে আবু সাঈদ পৌর শরের হাবিবপুর থেকে একটি রাজহাঁস চুরি করে তার নিজ বাড়ি শওগুণ খোলা যাচ্ছিলেন। পথে ঢাকামোড়ে আবু সাঈদকে দেখে সন্দেহজনক মনে হলে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। এসময় পুলিশ রাজহাঁস চোর আবু সাঈদকে আটক ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ্দ করলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার আবু সাঈদকে রাজহাঁস চুরির অপরাধে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন এবং রাজহাঁসটি জব্দ করেন।

    বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, দন্ডিত আসামীকে দিনাজপুর কারাগারে প্রেরণ প্রক্রিয়াধীন।

    উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার বলেন, শুক্রবার দুপুরে পুলিশ ও এলাকাবাসীর অভিযোগ পাওয়ার পরেই ঘটনাস্থলে গিয়ে সত্যতা খুজে পেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে হাঁস চুরির অপরাধে অভিযুক্ত আবু সাঈদকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও হাঁসের প্রকৃত মালিককে পেলে হাঁসটির বুঝিয়ে দেওয়া হবে।

  • ওসি সুমন কুমার মহন্তর অভিযানে গ্রেফতারী পরোয়ানামূলে ১১ জন আটক

    ওসি সুমন কুমার মহন্তর অভিযানে গ্রেফতারী পরোয়ানামূলে ১১ জন আটক

    এসএম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

    বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিরামপুর এবং এর বাহিরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারী পরোয়ানামূলে ৭ জন ও সিআর পরোয়ানামূলে ৪ জনসহ সর্বমোট ১১জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার ও শুক্রবার (১ ও ২ সেপ্টেম্বর) রাতে ও ভোরে বিরামপুর এবং এর বাহিরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন থানা পুলিশ। বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

    গ্রেফতারকৃত আসামীরা হলেন, ১। মোঃ রাজিব হোসেন (৩৩), পিতা-মোঃ মতিয়ার রহমান, সাং-পূর্বজগন্নাথপুর, সিআর মামলা নং-২৮/২২(নবাব) এর আসামী ২। মোঃ সেলিম মিয়া (৪০), পিতা- মৃত রফিজ উদ্দিন, সাং- বেগমপুর, ৩। মোঃ আঃ কাদের (৪৯), পিতা-মৃত আব্দুস সামাদ, সাং-শিয়ালা, ৪। মোছাঃ রহিমা বেগম, স্বামী-মোঃ সোলেমান আলী, সাং-শান্তিরমোড়, জিআর মামলা নং- ১১০/২০ (বিরাম) এর আসামী ৫। মোঃ সেলিম (৩৭), পিতা- মোঃ দেলোয়ার, ৬। মোঃ সোহেল রানা (২৭), পিতা -মোঃ দেলোয়ার, উভয় সাং-শিয়ালা, এনজিআর মামলা নং-২৮/২২ (বিরামপুর) এর আসামী ৭। মুন্সি (৩৫), পিতা- কুচা মিয়া, সাং- রানীনগর, ৮। জালাল (৫৫), পিতা- মৃত সাফাত, সাং- দেশমা, ৯। শাহিদ টুডু (১৯), পিতা-অনিল, ১০। বাসুন্তি (৩৮), স্বামী- ইসমাইল ও ১১। উজ্জল (৩৫), পিতা- আতিয়ার, সর্বসাং- রানীনগর, সর্ব থানাঃ বিরামপুর, জেলাঃ দিনাজপুরকে গ্রেফতার করে পুলিশ।

    বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ও শুক্রবার রাতে ও ভোরে বিরামপুর এবং এর বাহিরে বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে জিআর ও সিআর গ্রেফতারী পরোয়ানামূলে মোট ১১জন আসামীকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার সকালে গ্রেফতারকৃত আসামীদের দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, অভিযান চলমান আছে, সু-নির্দিষ্ট তথ্য দিন, সেবা নিন বলেও ওই পুলিশ কর্মকর্তা জানান।

  • রাজাপালং ইউনিয়নের বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

    রাজাপালং ইউনিয়নের বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

    কাজল আইচ, উখিয়া, কক্সবাজার

    কক্সবাজরের উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের হলরুমে বিট নং৬৭ এর মাদক, জঙ্গিবাদ, মানব পাচার,বাল্য বিবাহ, ইভটিজিং , সাইবার ক্রাইম সহ সামাজিক অবক্ষয় প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

    বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, তথ্য দিন সেবা নিন এই শ্লোগানগুলোকে সামনে রেখে উখিয়া থানা কর্তৃক আয়োজিত ৬৭ বিট এর রাজাপালং ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে বিট পুলিশিং কার্যক্রমের সভা। প্রতিটি বিটে ইনচার্জ হিসেবে রয়েছে একজন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তা। জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং সর্বোপরি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। বিট পুলিশিং এর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল এবং ধর্ষণবিরোধী সভার আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে বিট পুলিশিং কর্মকর্তারা। বিট পুলিশিং কার্যক্রমকে ফলপ্রসূ করতে উখিয়া থানা অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী নাদিম মনিটরিং করছেন।

    ৩১আগস্ট, ২০২২ বুধবার সকাল ১০টায় উখিয়া থানা কর্তৃক আয়োজনে অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উখিয়া থানা অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী নাদিম, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, বিট পুলিশিং ইনচার্জ সাব-ইন্সপেক্টর মনিরুল।

    এছাড়া উক্ত সভায় রাজাপালং ইউপি সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীগণ ও গণ্যমান্যব্যক্তিবর্গ। উপস্থিত সভায় বক্তাগণ সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে জেলা পুলিশের কার্যকর ভূমিকার জন্য ভূয়সী প্রশংসা করেন ও ধন্যবাদ জানান।
    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যাশিত ‘জনগণের পুলিশ’ হিসেবে আপামর জনসাধারণকে সেবা প্রদানের লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে উখিয়া থানা পুলিশের পক্ষ থেকে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
    আপনার পুলিশ, আপনার পাশে।

  • শেরপুর সদর উপজেলায় লাইসেন্স বিহিন ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

    শেরপুর সদর উপজেলায় লাইসেন্স বিহিন ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

    মেহেদী হাসান, শেরপুর সদর উপজেলা প্রতিনিধি

    সুযোগ্য সিভিল সার্জন ডাঃ অনুপম ভট্টাচার্য মহোদয়ের নেতৃত্বে শেরপুর সদর উপজেলায় ৫০টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করে লাইসেন্স না থাকার দরুন ০১টি ক্লিনিক ও ০৬টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষনা করেন। পরিদর্শন কালীন আরও উপস্থিত ছিলেন ডাঃ আহসানুল হাবিব হিমেল, মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস ও ডাঃ আকরাম হোসেন, মেডিকেল অফিসার, শেরপুর সদর, শেরপুর।

  • বাঁশখালীতে লাইসেন্স বিহীন ৪ ডায়াগনস্টিক সেন্টার ও ৩ হাসপাতালের কার্যক্রম বন্ধ।

    বাঁশখালীতে লাইসেন্স বিহীন ৪ ডায়াগনস্টিক সেন্টার ও ৩ হাসপাতালের কার্যক্রম বন্ধ।

    মোঃ রেজাউল আজিম (বাঁশখালী-প্রতিনিধি)

    চট্টগ্রামের বাঁশখালীতে আজ ২৯ আগস্ট সোমবার সকাল ১১.০০ টা হতে দুপুর ০১ টা পর্যন্ত অভিযান চালিয়ে বাঁশখালী উপজেলার পৌরসভা ও চাম্বল বাজারে লাইসেন্সবিহীন ২টি হাসপাতাল ও ৪ ক্লিনিকের বিরুদ্ধে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব খোন্দকার মাহমুদুল হাসান এর নের্তৃত্ব এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.শফিউর রহমান মজুমদার উপস্থিত ছিলেন।
    এই সময় লাইসেন্স না থাকায় চাম্বল জেনারেল হাসপাতাল, চাম্বল ন্যাশনাল হাসপাতাল, জলদী মাতৃসদন হাসপাতাল, জলদি ইউনিক ডায়াগনস্টিক সেন্টার, মা-মনি ডায়াগনস্টিক সেন্টার, মর্ডান ডায়াগনস্টিক সেন্টার ও মিনি ল্যাব ডায়াগনস্টিক গুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

    ইউনিক ডায়াগনস্টিক সেন্টার জলদি, মিনি ল্যাব জলদি, মা মণি ডায়াগনস্টিক সেন্টার জলদি, মর্ডান ডায়াগনস্টিক সেন্টার জলদি, ন্যাশনাল হাসপাতাল (প্রাঃ) লিঃ চাম্বল, জেনারেল হাসপাতাল চাম্বল এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

    উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. শফিউর রহমান মজুমদার বলেন, বাঁশখালী চাম্বল জেনারেল হাসপাতাল, চাম্বল ন্যাশনাল হাসপাতাল ও মাতৃসদন হাসপাতালসহ অনিবন্ধিত প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে চিহ্নিত করে সিলগালা দেওয়া হয়েছে।
    যদিও প্রতিষ্ঠান মালিকদের দাবি, তারা নিবন্ধনের জন্য দেড় বছর আগে অনলাইনে আবেদন করে টাকা ও কাগজপত্র জমা দিয়েছেন। এখনও নিবন্ধন নম্বর পাননি।

  • বিরামপুরে এক যুবকের মরদহ উদ্ধার

    বিরামপুরে এক যুবকের মরদহ উদ্ধার

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

    বিরামপুর পৌর শহর এলাকা দোশরা পলাশবাড়ি মৃত খাজের উদ্দীনের লিচু বাগান থেকে মাহবুব আলম সাকিব (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    গতকাল মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাহবুব আলম সাকিব পাবর্তীপুর উপজেলার সংকরপুর গ্রামের মিন্টু প্রামানিক এর ছেলে। বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) নওয়াবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৪ টার দিকে দোশরা পলাশবাড়ি মৃত খাজের উদ্দীনের লিচু বাগানে মাহবুব আলম সাকিবের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশে সংবাদ দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ব্যক্তির মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। আরো জানা যায়, নিহতের মাথায় ইট দিয়ে থেঁতলানো এবং গলায় গামছা পেঁচানো ছিলো। লাশের পরনে নীল রংয়ের লুঙ্গি ও গায়ে মিষ্টি রংয়ের টি-সার্ট রয়েছে।

    বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) নওয়াবুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লিচু বাগান থেকে মাহবুব আলম সাকিব নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
    নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এমআব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে পদক্ষেপ নেওয়া হবে।