Category: আইন আদালত

  • ঘুমধুমে ৩৬৬০ পিছ ইয়াবাসহ ওমর ফারুক আটক

    ঘুমধুমে ৩৬৬০ পিছ ইয়াবাসহ ওমর ফারুক আটক

    এমডি জসিম উদ্দীন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

    বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সুযোগ্য অফিসার ইনচার্জ, নাইক্ষ্যংছড়ি থানার দিক নির্দেশনায় এবং ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পুলিশ পরিদর্শক/নিঃ দেলোয়ার হোসেন এর সার্বিক তত্বাবধায়নে ১৮/০৪/২০২১খ্রিঃ তারিখ নাইক্ষ্যংছড়ি থানাধীণ ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই/নিঃ মুখলেছুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘুমধুম এলাকায় অভিযান পরিচালনা করে ২৩.১৫ ঘটিকার সময় আসামী ওমর ফারুক এর হেফাজত হইতে ৩৬৬০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।এ বিষয়ে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।

  • ভোলার লালমোহনে লকডাউন অমান্য করা ও মাস্ক না থাকায় ৬ জনকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত

    ভোলার লালমোহনে লকডাউন অমান্য করা ও মাস্ক না থাকায় ৬ জনকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত

    সাহিদুর রহমান,ভোলা প্রতিনিধিঃ-

    আজ ১১.০৪.২০২১ তারিখ লালমোহন উপজেলার নাজিরপুর এলাকায় স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় কয়েকজনকে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

    রবিবার লালমোহন নাজিরপুর এলাকায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব জরিমানা করেন উপজেলা সহকারী ( ভূমি) কমিশনার জাহিদুল ইসলাম এর পরিচালনাধীন ভ্রাম্যমান আদালত।

    সহকারী কমিশনার(ভূমি) জাহিদুল ইসলাম জানান, সরকার কর্তৃক ঘোষিত লকডাউন অমান্য করে ৬ জনকে মাস্কবিহীন বাইরে ঘোরাঘুরির কারণে বিভিন্ন অংকে মোট ২৬০০ টাকা জরিমানা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

  • লালমোহনে থানা পুলিশের এলারাম প্যারেড ও মহড়া অনুষ্ঠিত

    লালমোহনে থানা পুলিশের এলারাম প্যারেড ও মহড়া অনুষ্ঠিত

    সাহিদুর রহমানঃ-

    সারাদেশের ন্যায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং থানা ভবন সহ এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার নিমিত্তে ভোলার লালমোহনে থানা পুলিশের এলারাম প্যারেড ও কুইক রেসপন্স টিমের মহড়া অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় লালমোহন থানার অফিসার ফোর্সের সমন্বয়ে থানা ভবন থেকে একটি মহড়া বের হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় থানা ভবনে এসে সমবেত হয়।

    এর আগে থানা ভবনের নিরাপত্তায় পুলিশের সদস্যদের অংশগ্রহণে এলারাম প্যারেড অনুষ্ঠিত হয়।

    এলারাম প্যারেড ও মহড়ায় উপস্থিত ছিলেন-লালমোহন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদসহ সকল অফিসার ও ফোর্সবৃন্দ

  • ভোলার লালমােহনে লকডাউন অমান্য ও মাস্ক না থাকায় ১৬ জনের জরিমানা

    ভোলার লালমােহনে লকডাউন অমান্য ও মাস্ক না থাকায় ১৬ জনের জরিমানা

    সাহিদুর রহমান , লালমােহন (ভােলা) প্রতিনিধিঃ

    ভােলার লালমােহনে লকডাউন অমান্য করে দোকান খােলা রাখার দায়ে ৮ জন ব্যবসায়ী ও মাস্কবিহীন বাইরে ঘােরাঘুরির কারণে ৮জন পথচারী কে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে লালমােহন বাজারের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব জরিমানা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম বলেন, সরকার কর্তৃক ঘােষিত লকডাউন অমান্য করায় ৮ ব্যবসায়ী ও মাস্কবিহীন বাইরে ঘােরাঘুরির কারণে ৮ পথচারী কে বিভিন্ন অংকে মােট ২১হাজার টাকা জরিমানা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
  • সোনারগাঁও রির্সোটে মাওলানা মামুনুল হক ও তার স্ত্রীকে হেনস্তাকারীদের শাস্তির আওতায় আনতে হবে। হেফজতের শীর্ষ নেতৃবৃন্দ

    সোনারগাঁও রির্সোটে মাওলানা মামুনুল হক ও তার স্ত্রীকে হেনস্তাকারীদের শাস্তির আওতায় আনতে হবে। হেফজতের শীর্ষ নেতৃবৃন্দ

    ডেস্ক রিপোর্ট।

    ঢাকা, ৫ এপ্রিল, ২০২১
    আজ দুপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকাস্থ কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃবৃন্দের জরুরি বৈঠক জামিয়া রাহমানিয়ায় অনুষ্ঠিত হয়।

    নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরীর সভাপতিত্বে উক্ত সভায় নেতৃবৃন্দ বলেছেন, মাওলানা মামুনুল হক গত ৩ এপ্রিল তার স্ত্রীকে নিয়ে সোনারগাঁও রির্সোটে গিয়ে ছিলেন। ইসলামী শরিয়তের আলোকে তার বিবাহ পরিপূর্ণ শুদ্ধ মর্মে আমরা নিশ্চিত হয়েছি। এ নিয়ে বিভ্রাতির কোনো অবকাশ নেই। দেশের যে কোনো নাগরিক তার স্ত্রী-পরিবার নিয়ে যে কোনো স্থানে যাওয়ার অধিকার রাখে। কিন্তু মাওলানা মামুনুল হকের মত পরিচিত ও সম্মানিত ব্যক্তির উপর সন্ত্রাসীরা যেভাবে ঝাপিয়ে পড়েছে, আমরা তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং অভিযুক্তদেরকে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। জাতীয় সংসদে একজন নাগরিকের ব্যক্তিগত বিষয়কে যেভাবে উপস্থাপন করা হয়েছে, এটা জনগণ কখনোই আশা করেনি। আমরা এ বক্তব্য প্রত্যাহার করার আহবান জানাই।

    নেতৃবৃন্দ আরও বলেছেন, গত ২৬, ২৭, ২৮ মার্চ বাইতুল মুকাররম, হাটহাজারী, বি-বাড়িয়া, মুন্সিগঞ্জসহ সারাদেশে হেফাজত কর্মী ও প্রতিবাদী মানুষের উপর হামলা করা হয়েছে। এতে বি-বাড়িয়া ও হাটহাজারীতে ২০ জন শাহাদাৎ বরণ করেছে। এসব হত্যাকান্ড ও হামলার বিষয়ে বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদেরকে শাস্তির আওতায় আনতে হবে। সারাদেশের বিভিন্ন স্থানে আমাদের অসংখ্য কর্মীদের গ্রেফতার করা হয়েছে। তাদেরকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। হেফাজত নেতাকর্মীদের বাসায় বাসায় হয়রানি এবং মাদরাসা সমূহে হামলা ও হায়রানির ঘটনা ঘটছে, তা বন্ধ করতে হবে। শহিদ পরিবার ও আহতদের খোঁজ খবর নিতে হেফাজতের কেন্দ্রের পক্ষ থেকে একটি টিম শীঘ্রই বি-বাড়িয়া ও হাটহাজারীতে সফর করবে এবং হতাহতের একটি প্রতিবেদন তৈরি করবেন।

    নেতৃবৃন্দ আরও বলেছেন, মুন্সিগঞ্জের সিরাজদীখান এর মধুপুরে গত হরতালের দিনে সরকার দলীয় ক্যাডার ও পুলিশ বাহিনী যে তান্ডব চালিয়েছে তা বর্ণনাতীত। হেফজাতে ইসলামের নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ মধুপুরীকে গুলি করে আহত করা হয়েছে। তার পরেও সেখানকার স্থানীয় জনগণকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেয়া হচ্ছে। এ বিষয়ে আগামী ৮ এপ্রিল বৃহস্পতিবার মুন্সিগঞ্জ কুচিয়ামারাতে হেফাজতে ইসলামের উদ্যোগে দেশব্যাপী হত্যা ও হামল

  • ভোলায় তিন কেজি মাদকদ্রব্য গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    ভোলায় তিন কেজি মাদকদ্রব্য গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    সাহিদুর রহমানঃ

    অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানা ভোলার তত্ত্বাবধানে আজ মঙ্গলবার ১৮.৩৫ ঘটিকার সময় এসআই মোঃ ফরিদ, এএসআই মাইনুল হাসান, এএসআই গুলজার হোসেন ও সঙ্গীয় ফোর্স ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্র, ভোলা বিশেষ অভিযান পরিচালনা কালে ভোলা সদর থানাধীন ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ড কালুপুর সাকিনস্থ ইলিশা ফেরিঘাটের ২নং পল্টুন এর উপর হইতে মাদক ব্যবসায়ী ১। মোঃ সোহেল হাওলাদার (২৮), পিতা-আলী আকবর হাওলাদার, মাতা-আকলিমা বেগম, সাং-রুপাতলী ২৫নং ওয়ার্ড, থানা-কোতয়ালী, জেলা-বিএমপি বরিশাল এর হেফাজত হইতে ০৩ (তিন) কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এব্যাপারে মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • ছাত্রলীগের ঔদ্ধত্যপূর্ণ সন্ত্রাসী আচরণ বরদাশত করা হবে না৷ -ইশা ছাত্র আন্দোলন,চট্টগ্রাম মহানগর

    ছাত্রলীগের ঔদ্ধত্যপূর্ণ সন্ত্রাসী আচরণ বরদাশত করা হবে না৷ -ইশা ছাত্র আন্দোলন,চট্টগ্রাম মহানগর

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

     

    দাওয়াতি কাজ চলাকালীন নেতা-কর্মীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসী কর্তৃক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর সভাপতি মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ছাত্রলীগের ঔদ্ধত্যপূর্ণ সন্ত্রাসী আচরণ বরদাশত করা হবে না।

    গতকাল (১৪ মার্চ’২১) রবিবার ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মদ মামুনুর রশিদের নেতৃত্বে চকবাজার থানার একটি প্রতিনিধি দল কেন্দ্র ঘোষিত দাওয়াতি পক্ষের কার্যক্রমের অংশ হিসেবে বিকেল সাড়ে পাঁচটায় চট্টগ্রাম কলেজ সংলগ্ন প্যারেড ময়দানে দাওয়াতি কাজে অংশগ্রহণ করে। এসময় আচমকা ছাত্রলীগের এক দল কর্মী তাদের উপর ঔদ্ধত্যপূর্ণ সন্ত্রাসী আচরণ করে। যা সুস্পষ্ট রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। আমরা এহেন গর্হিত কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শুধু তাই নয় বিভিন্ন হুমকি ধামকি সহ ইশা ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের উপর হামলা করে। এই হামলায় নগর অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মদ মামুন রসিদ, চকবাজার থানা সভাপতি আফসার উদ্দিন ইফতি সহ ৩ জন গুরুতর আহত হন।

    ছাত্রলীগের সন্ত্রাসী কর্তৃক নেতা-কর্মীদের উপর এই হামলার মধ্য দিয়ে আবারও জাতির সামনে দেশের আইন শৃংখলার ভঙ্গুর চিত্র উঠে এসেছে। যা দেশের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি ও উদ্বেগের; যার দায় ক্ষমতাসীন দল কোনভাবেই এড়াতে পারে না।

    ইশা ছাত্র আন্দোলন একটি আদর্শিক ছাত্র সংগঠন এবং যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। ছাত্রলীগের দায়িত্বশীলদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন। আসেন আদর্শিক রাজনীতি চর্চার মাধ্যমে দেশে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে জ্ঞান ভিত্তিক রাজনীতি চর্চা করি। ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হলে ইশা ছাত্র আন্দোলন চট্টলার ছাত্র-জনতাকে সাথে নিয়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের রুখে দেবে ইনশাআল্লাহ।

  • চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে হাজতি নিখোঁজ জেলারকে প্রত্যাহার,তদন্ত কমিটি গঠন

    চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে হাজতি নিখোঁজ জেলারকে প্রত্যাহার,তদন্ত কমিটি গঠন

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

     

    চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে হাজতি নিখোঁজের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে জেলার রফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে খুলনার ডিআইজি প্রিজন মোহাম্মদ সগিরকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    সকালে এ তথ্য নিশ্চিত করে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন জানান, কমিটির প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

    চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তল্লাশি করেও গত ৩০ ঘন্টায় নিখোঁজ হওয়া হাজতি ফরহাদ হোসেন রুবেলের সন্ধান মেলেনি। কারা কর্তৃপক্ষ এ ঘটনায় নগরীর কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেছে।

    গতকাল শনিবার (৬ মার্চ ২১) রাতে নগরীর কোতোয়ালী থানায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মো. রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

    মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নিখোঁজ হাজতি ফরহাদ হোসেন রুবেল কারাগারের পঞ্চম তলার ১৫ নম্বর ওয়ার্ডে থাকতেন।

    শনিবার ভোর সোয়া পাঁচটা থেকে ছয়টার মধ্যে রুবেল উধাও হয়ে যান।
    এর আগে শনিবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শফিকুল ইসলাম খান কোতোয়ালী থানায় একটি জিডি করেন।

    কারা কতৃপক্ষ জানায়, নিখোঁজ বন্দি ফরহাদ হোসেন রুবেল নগরীর সদরঘাট থানার একটি খুনের মামলার আসামি। তার বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মীরেরকান্দি গ্রামে। তার বাবার নাম শুক্কুর আলী ভাণ্ডারি।
    গত ৯ই ফেব্রুয়ারি গ্রেপ্তারের পর তাকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়।

    কারাগারের ১৫ নম্বর কর্ণফুলী ভবনের পানিশমেন্ট ওয়ার্ডে রাখা হয়েছিল তাকে।
    নিয়ম অনুযায়ী প্রতিদিন সকালে কারাগারে থাকা বন্দিদের সংখ্যা মেলাতে গণণা করা হয়। শনিবার সকালে গণনাকালে বন্দি ফরহাদ হোসেন রুবেলের (হাজতি নম্বর: ২৫৪৭/২১) অনুপস্থিতির বিষয়টি কারা কর্তৃপক্ষের নজরে আসে।

    এ ঘটনার পর বিকেলে নিখোঁজ বন্দির সন্ধানে চট্টগ্রাম কারাগারে বাজানো হয় ‘পাগলা ঘণ্টা’। নিখোঁজের ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও হদিস মেলেনি।

  • আনোয়ারায় দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ নাছির আটক

    আনোয়ারায় দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ নাছির আটক

    আনোয়ারা প্রতিনিধিঃ

     

    চট্টগ্রামের আনোয়ারায় দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ মো. নাছির (৩৩) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

    মঙ্গলবার (৩ মার্চ)উপজেলার চাতরী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জালাল সওদাগরের ঘর থেকে র‌্যাব-৭ এর একটি দল তাকে আটক করেছে।

    আটককৃত নাছির উত্তর চাতুরী গ্রামের মৃত জালাল সওদাগরের পুত্র। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি, ছয়টি চাকু এবং ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ভোর রাতে আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের উত্তর চাতরী এলাকায় অভিযান চালিয়ে মো. নাছির নামে অস্ত্রধারী এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১ টি ওয়ান শুটার গান, ১ রাউন্ড গুলি, ৬ টি চাকু এবং ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

  • সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে আনোয়ারায় মানববন্ধন

    সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে আনোয়ারায় মানববন্ধন

    আনোয়ার প্রতিনিধি:

     

    আনোয়ারা প্রেসক্লাবের আয়োজনে শনিবার (২৭ ফেব্রুয়ারী)বেলা সাড়ে ১১ টায় উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় নোয়াখালীর কোম্পানিগঞ্জে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যাসহ সারাদেশে সাংবাদিকদের উপর মামলা-হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে।

    আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম. আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদুল হকের সঞ্চালনায় মানব বন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি এম. নুরুল ইসলাম, নির্বাহী সদস্য খালেদ মনছুর, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক হুমায়ূন কবির শাহ্ সুমন। এসময় উপস্থিত ছিলেন ,সাংগঠনিক সম্পাদক আক্কাস উদ্দিন, গ্রন্থাগার সম্পাদক মো. ইমরান হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সোহেল, সদস্য রেজাউল করিম সাজ্জাদ, মহিউদ্দিন মঞ্জু, সাংবাদিক রানা সাত্তার, মো. নিজাম উদ্দিন, রফিক আহমদ ও এস.এম গোফরান।

    বক্তারা সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরকে গুলি করে হত্যাকারিদের আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি করেন। একই সাথে তারা সারা দেশে সাংবাদিকদের উপর হামলা মামলা ও নির্যাতন করে বন্ধ করে সকল হত্যাকান্ডের বিচার দাবি করেন।