Category: আইন আদালত

  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বনভোজনের গাড়িতে হিন্দি গান বাজানোয়,ফলে জরিমানা

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বনভোজনের গাড়িতে হিন্দি গান বাজানোয়,ফলে জরিমানা

    আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধিঃ

     

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চট্টগ্রামে শাহ আমানত সেতুর টোল প্লাজা এলাকা দিয়ে যাচ্ছিল বনভোজনের একটি ট্রাক। বেপরোয়া গতির ওই গাড়িতে তখন উচ্চস্বরে হিন্দি গান গেয়ে সবাই নাচানাচি করছিল। এমন অবস্থা দেখে গাড়িটিকে থামানোর সংকেত দেন কর্ণফুলীর ইউএনও। পরে গাড়িতে হিন্দি গান বাজানোর অপরাধে চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা সুলতানা এ জরিমানা করেন। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামে কর্ণফুলী এলাকায়।

    কিন্তু চালক তা না মেনে গতি বাড়িয়ে চলে যান। পেছন পেছন ধাওয়া করে দুই কিলোমিটার পর ক্রসিং এলাকায় গিয়ে ট্রাকটিকে আটক করেন তিনি। পরে পাঁচ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নিয়ে গাড়িটি ছেড়ে দেওয়া হয়। গাড়িটি পারকি সৈকতে যাচ্ছিল বলে জানান চালক।

    ইউএনও শাহিনা সুলতানা বলেন, রোববার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ ভাষার জন্য পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাঙালি জাতি। তাজা রক্তের বিনিময়ে পাওয়া ভাষাকে অসম্মান করে নেচে–গেয়ে বিদেশি গান গাওয়া হচ্ছে জনসম্মুখে। তাই জরিমানা করা হয়। বাংলা ভাষার সঠিক প্রয়োগ ও প্রসারের জন্য এ অভিযান অব্যাহত থাকবে।

  • ভোলায় ৫০ পিচ ইয়াবা সহ আটক-১

    ভোলায় ৫০ পিচ ইয়াবা সহ আটক-১

    জেলা প্রতিনিধি, সাহিদুর রহমানঃ

     

    ভোলায় ৫০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল সহ মোঃ আমির হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন জেলা গোয়েন্দা শাখা।

    ২১ ফেব্রুয়ারি, ২০২১ খ্রি.অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা ভোলার তত্ত্বাবধানে আজ রবিবার দুপুর ১৫:৩০ ঘটিকায় এস আই (নিঃ) মোঃ আসাদুজ্জামান খান ও সংগীয় অফিসার ফোর্স, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা মাদক অভিযান পরিচালনা করিয়া দৌলতখান থানাধীন পৌরসভা ০৩নং ওয়ার্ড এলাকা হইতে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

    আসামি মোঃ আমির হোসেন দৌলতখান থানার, পৌরসভা ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত হাবিবুর রহমানের ছেলে।

    জেলা গোয়ান্দা শাখায় এই বিষয়ে জানতে চাইলে জানান,আসামীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • ভোলায় পৌর নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে ৬৪ হাজার টাকা জরিমানা

    ভোলায় পৌর নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে ৬৪ হাজার টাকা জরিমানা

    সাহিদুর রহমান, ভোলা প্রতিনিধি

    ভোলা পৌর নির্বাচনে নির্বাচনী আচরন বিধি লঙ্ঘন করার অপরাধে ৮ প্রার্থীর কর্মীকে ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে ভোলা পৌরসভার ৪নং ওয়ার্ডে কাউন্সির প্রার্থী শওকত হোসেন ও আসাদ হোসেন জুম্মানের কর্মী সমর্থকদের মধ্যে সংর্ঘষ হামলা ভাংচুরের ঘটনায় ভোলা থানায় একটি মামলা হয়েছে।
    সংশ্লিষ্ট সূত্র জানান, ভোলা পৌর এলাকায় নির্বাচনী প্রচারনা কালে আচরন বিধি লঙ্ঘন করার অপরাধে শুক্রবার অভিযান চালিয়ে ৮ জনকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রায়হানুল ইসলাম ৬৪ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে বৃহস্পতিবার রাতে মোঃ ফারুক বাদী হয়ে আসাদ হোসেন জুম্মানের পক্ষে ভোলা সদর থানায় ৩০ জনের নামে এবং ১৭০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন। ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন মামলা হওয়ংার কথা নিশ্চিত করেন। অপরদিকে কাউন্সির প্রার্থী শওকত হোসেনের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

  • টেকনাফে পুলিশের অভিযানে ইয়াবাসহ এক নারী আটক

    টেকনাফে পুলিশের অভিযানে ইয়াবাসহ এক নারী আটক

    টেকনাফ প্রতিনিধি।

    কক্সবাজারে টেকনাফে পৌরসভা শাপলা চত্বর টমটম গাড়িতে অভিযান চালিয়ে ৩ হাজার ও নগদ ১ লাখ টাকাসহ এক মহিলা পাচারকারীকে আটক করেছে পুলিশ। আটককৃত আসামী হল, সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার মোঃ জয়নাল এর স্ত্রী রাশেদা বেগম (৩০)।

    ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৫ টার সময় টেকনাফ পৌরসভা শাপলা চত্বর থেকে এসব ইয়াবাসহ আটক করা হয়।

    বিষয়টি নিশ্চত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান বলেন, মঙ্গলবার বিকালে গোপন সংবাদে খবরে থানা পুলিশের এসআই বাতেন, জায়েদ সানাউল-এর নেতৃত্বে একটি দল টেকনাফ পৌরসভা শাপলা চত্বরে টমটম গাড়িতে অভিযান চালিয়ে এক নারীকে আটক করে। এসময় তার সাথে থাকা ব্যাগের ভেতর থেকে ৩ হাজার পিস ইয়াবা ও নদগ এক লাখ টাকা উদ্ধার করা হয়।

    তিনি বলেন, আটককৃত নারীর বিরুদ্ধে মাদক মামলা দিয়ে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে।

  • নিরাপদ সড়কের দাবীতে ইসলামী যুব আন্দোলন বাঁশখালী উপজেলা শাখার “যুব বন্ধন” অনুষ্ঠিত

    নিরাপদ সড়কের দাবীতে ইসলামী যুব আন্দোলন বাঁশখালী উপজেলা শাখার “যুব বন্ধন” অনুষ্ঠিত

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    সম্প্রতি বাঁশখালীর প্রধান সড়কে ক্রমবর্ধমান সড়ক দূর্ঘটনা রোধ ও নিরাপদ সড়কের জন্য ১৯ দফা দাবীতে ‘যুব বন্ধন’ এর অায়োজন করে ইসলামী যুব অান্দোলন বাঁশখালী উপজেলা শাখা।

    অদ্য ১১ ফ্রেব্রুয়ারী-২১ ইং (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২টায় শাখা সভাপতি এম মোবারক হোসাইন অাসিফ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাও. জাহাঙ্গীর এর সঞ্চালনায় অনুষ্টিত যুব বন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী অান্দোলন বাংলাদেশ- চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি আলহাজ্ব মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব অান্দোলন-চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক এস.এম. ফয়জুল্লাহ, ইসলামী অান্দোলন বাংলাদেশ- বাঁশখালী উপজেলা শাখার সেক্রেটারি, মাওলানা জসিম উদ্দিন মিজবাহ, যুব নেতা মাও. জাওয়াদুল করীম, ইসলামী শাসনতন্ত্র ছত্র আন্দোলন বাঁশখালী থানার সাবেক সভাপতি ছাত্রনেতা অব্বাস উদ্দীন, সহ-সভাপতি ছাত্রনেতা লোকমান হাকিম।

    বাঁশখালীতে ক্রমবর্ধমান সড়ক দূর্ঘটনা-রোধে ও যানযটমুক্ত নিরাপদ সড়কের দাবীতে যুব অান্দোলনের ১৯ দফা দাবী সমূহ মধ্যে রয়েছেঃ-
    ১. রাস্তা প্রশস্তকরণ, ড্রেন নির্মাণ ও কমপক্ষে ৩` (ফিট) ফুটপাত রেখে রাস্তা সংস্কার করতে হবে।
    ২. জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রীজ ও অান্ডার পাসের ব্যবস্থা করতে হবে।
    ৩. শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও ধর্মীয় উপসনালয়সহ সকল জনসমাগমপূর্ণ এলাকায় গতিরোধকের ব্যবস্থা করতে হবে।
    ৪. স্পীড ব্রেকারে সবসময় সচ্চ বুঝা যায় মতো রঙের ব্যবস্থা ও সড়কের মধ্যে দ্বিবিভাজন চিহ্নের ব্যবস্থা করতে হবে।
    ৫. সড়কের মূল সিমানায় স্থাপিত বৈদ্যুতিক খুঁটি ও অবৈধ স্থাপনা সরাতে হবে।
    ৬. প্রধান সড়কের পাশে বাজার বসা ও মালামাল রাখা নিষিদ্ধ করতে হবে।
    ৭. সড়কের প্রতিটি বাজার ও জনসমাগমে ট্রাফিক পুলিশের ব্যবস্থা করতে হবে।
    ৮. মোটর সাইকেলে দুইজনের অধিক চলা নিষেধ।
    ৯. হেলমেটবিহীন মোটর বাইক চালানো নিষিদ্ধ করতে হবে।
    ১০. যান্ত্রিক ত্রুটিযুক্ত ও ফিটনেসবিহীন যানবাহন নিষিদ্ধ করতে হবে।
    ১১. অপ্রাপ্ত বয়স্ক এবং লাইসেন্স বিহীন ড্রাইভারের গাড়ী চালনা নিষিদ্ধ করতে হবে।
    ১২. যানবহনে চালক-যাত্রী সকলের ধুমপানসহ যাবতীয় নেশাজাতীয় দ্রব্য ব্যবহারকারীদের কঠোর ব্যবস্থা গ্রহন করতে হবে।
    ১৩. গাড়ীতে গান-বাজনা নিষিদ্ধ করতে হবে।
    ১৪. ট্রাফিক অাইন অমান্যকারীদের যথযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
    ১৫. বাস, ট্রাক, পিকঅাপ ও সিএনজির টার্মিনাল করতে হবে।
    ১৬. মারাত্মক ঝুকিপূর্ণ বাঁক সংস্কার করতে হবে।
    ১৭. শব্দ ও বায়ু দূষনযুক্ত সকল যানবাহনকে দণ্ডায়িত করতে হবে।

    যুব বন্ধন শেষে মোবারক হোছাইন আসিফ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারক লিপি প্রদান করেন।

  • ভোলার তজুমদ্দিনে যৌতুকের দাবীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

    ভোলার তজুমদ্দিনে যৌতুকের দাবীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

    স্টাফ রিপোর্ট,ভোলা

     

    ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের শিবপুর ১ নং ওয়ার্ডের বাবুল মাহাজন বাড়ীর ফরহাদের স্ত্রী আকলিমা বেগম (২৭) কে যৌতুকের দাবিতে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। স্বামী ফরহাদ সহ শ্বশুর বাবুল মাহাজন ও শাশুড়ি সাহানারা, মহিউদ্দিন, জান্নাতের বিরুদ্ধে এ হত্যার অভিযোগ করেন নিহত আকলিমা বেগমের পরিবার। বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নিহত আকলিমার বাবা আজিজুল অভিযোগ করে বলেন, আমার মেয়ে আকলিমা বেগমের ৯ বছর আগে বিবাহ হয়। বিবাহের পর থেকে যৌতুকের জন্য নির্যাতন চালাত ফরহাদসহ তার পরিবার। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ মিমাংসা হয়। গতকাল বুধবার রাতে আকলিমার স্বামীসহ তার পরিবার আমার মেয়েকে পিটিয়ে হত্যা করে।
    এঘটনায় ফরহাদ ও তার পরিবারবর্গ পলাতক রয়েছে।

    এরিপোর্ট লেখা পর্যন্ত নিহত আকলিমা বেগমের লাশ স্বামীর বাড়িতে রয়েছে। স্থানীয়রা তজুমদ্দিন থানায় জানান।

  • ঘুমঘুম পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ইয়াবা সহ যুবক আটক

    ঘুমঘুম পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ইয়াবা সহ যুবক আটক

     এম ডি জসিম উদ্দিন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

     

    জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমঘুম পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ইয়াবা সহ যুবক আটক।
    নাইক্ষ্যংছড়ি থানার ওসি
    আলমগীর হোসেন এর নির্দেশে ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এস আই মোখলেছুর রহমান ও এস আই রবিউলের বিশেষ অভিযানে সোমবার ৮ ফেব্রুয়ারী বিকাল ০৩টা ১৫ মিনিটে ৫৬০০ পিচ ইয়াবা সহ মোঃ জুনায়েদ (২৫) নামের এক রোহিঙ্গা যুবক কে আটক করেছে।
    আটক কৃত রোহিঙ্গা যুবক কে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।উক্ত বিষয়ের সত্যতা নিচ্ছিত করেছেন ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার মহোদয়।

  • আনোয়ারায় বিদ্যুৎ খুটির যন্ত্রাংশসহ গ্রেফতার ২

    আনোয়ারায় বিদ্যুৎ খুটির যন্ত্রাংশসহ গ্রেফতার ২

    আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

     

    আনোয়ারা উপজেলায় জাতীয় গ্রেডের বিদ্যুৎ খুটির চোরাই যন্ত্রাংশ উদ্ধার শফিউল আলম সবুজ(২১) ও মোঃ জমির হোসেন(২৮) নামের ২ আসামীকে গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশ।

    শুক্রবার (৮ জানুয়ারি ) বিকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের পাঁচ সিকাদার ব্রিজ এলাকা হতে জাতীয় গ্রেডের বৈদ্যুতিক খুটির চোরাইকৃত যন্ত্রাংশ বিক্রির সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

    থানা সূত্রে জানা যায়,শুক্রবার (৮ই জানুয়ারি) উপজেলার বৈরাগ ইউনিয়নের পাঁচ সিকাদার ব্রিজ এলাকা থেকে এস আই ইকরাম,এস আই আবুল ফারেজ জুয়েলের নেতৃত্বে পুলিশের একটি টিম একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে আটক করে।এই সময় তাদের কাছ থেকে চোরাইকৃত জাতীয় গ্রেডের বৈদ্যুতিক খুটির যন্ত্রাংশগুলো উদ্ধার করা হয়।

  • নলছিটির দপদপিয়ায় রুম্মান হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

    নলছিটির দপদপিয়ায় রুম্মান হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

    মোঃ রাকিব”নলছিটি উপজেলা প্রতিনিধিঃ

     

    ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়ায় রুম্মান বিশ্বাসকে (২২) কুপিয়ে হত্যার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

    ৭ জানুয়ারি ( বৃহস্পতিবার ) সকালে বরিশাল কুুুয়াকাটা মহাসড়কে জিরোপয়েন্ট এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনতা।

    মানববন্ধনে অংশগ্রহণকারী স্থানীয় জনগণ এই জঘন্যতম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

    উল্লেখ্য, গেলো ৩ জানুয়ারি সন্ধ্যায় প্রভাব বিস্তার ও জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে প্রতিপক্ষের হাতে বাড়ির সামনেই নৃশংস ভাবে খুন হয় রুম্মান বিশ্বাস।

    রুম্মান বিশ্বাস দপদপিয়া জিরো পয়েন্টএলাকার আব্দুস ছাত্তার বিশ্বাসের ছেলে ও বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর টোল ক্যাশিয়ার।

    সোমবার রাতে ২২ জনকে আসামী করে নিহত রুম্মানের চাচাতো ভাই মিঠু বিশ্বাস একটি হত্যা মামলা দায়ের করেছেন।

  • আনোয়ারায় জাটকা ইলিশ জব্দ করে এতিমখানায় বিতরণ

    আনোয়ারায় জাটকা ইলিশ জব্দ করে এতিমখানায় বিতরণ

    আনোয়ারা প্রতিনিধি

     

    আনোয়ারায় রায়পুর ইউনিয়নে গহিরা এলাকায় একটি মাছের আড়তে অভিযান চালিয়ে দুইশত কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।

    সোমবার (৪ জানুয়ারি) রায়পুর ইউনিয়নের ফকির হাট এলাকায় উপজেলার সিনিয়র মৎস্য অফিসার রাশিদুল হক অভিযান চালিয়ে এই জাটকাগুলো জব্দ করেন।জব্দকৃত জাটকা সমূহ স্থানীয় আটটি এতিমখানায় বিতরণ করা হয়।

    এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শেখ জুবায়ের আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব জামিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব ফেরদৌস হোসেন ও চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ইয়াছিন হিরু।