Category: আন্তর্জাতিক

  • আর্মেনিয়ানদের বিরুদ্ধে এখন বিজয়ের দ্বারপ্রান্তে আজারবাইজান: এরদোয়ান।

    আর্মেনিয়ানদের বিরুদ্ধে এখন বিজয়ের দ্বারপ্রান্তে আজারবাইজান: এরদোয়ান।

    মোঃ রাকিব,বিশেষ প্রতিনিধিঃ

     

    নাগার্নো ও কারাবাখ ইস্যু নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে চলমান যুদ্ধে আজারবাইজান জয়ের দ্বারপ্রান্তে পৌছে গেছে বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট ও আজারবাইজানের মিত্র রিসেপ তাইয়েপ এরদোয়ান।

    প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, আজারবাইজান নাগর্নো-কারাবাখের ৩০ বছরের দীর্ঘ দখলদারিত্ব শেষ করার প্রয়াসে আর্মেনিয়ার বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে চলে এসেছে।’

    মি. এরদোয়ান শনিবার তুরস্কের কাহরামানমারায় জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) ৭ম সাধারণ কংগ্রেসের বক্তব্য দানকালে এসব কথা বলেন।

    ঐ বক্তব্যে তিনি উল্লেখ করেছিলেন, যে তিনি তার “ভাই” আজেরি রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভের সাথে ফোনালাপ করেছে। তখন আজেরি প্রেসিডেন্ট তাকে নাগারনো-কারাবাখের অবস্থার উন্নতি হয়েছে বলেছেন।

    তিনি উল্লেখ করেন, তারা ৩০ বছর ধরে তাদের কাছ থেকে অন্যায়ভাবে দখলকৃত অঞ্চল থেকে বঞ্চিত ছিল। তবে আশা করি এখন তারা তাদের দখলকৃত অঞ্চল আবারও ফিরে পাবে।

    তিনি আর্মেনিয়ায় গত তিন দশক ধরে এসব অঞ্চল দখল করে রেখেছে তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিষয়।

    গত ২৭ শে সেপ্টেম্বর নতুন এক সংঘর্ষের সূত্রপাত হওয়ার পরে আর্মেনিয়া গত ১০ অক্টোবর থেকে তিনটি মানবিক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে আজারবাইজানের বেসামরিক নাগরিক এবং সামরিক বাহিনীকে বারবার আক্রমণ করেছে। তারপর শুরু হয় আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে তুমুল যুদ্ধ। যুদ্ধের শুরু থেকে আজারবাইজান এখন পর্যন্ত আর্মেনিয়ান দখল থেকে ২০০ টিরও বেশি গ্রামকে মুক্ত করেছে বলে জানিয়েছেন আজেরী মিত্র ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

    অন‍্যদিকে ফ্রান্স, রাশিয়া এবং আমেরিকা সহ বিশ্বের পরাশক্তি দেশগুলি একটি টেকসই যুদ্ধবিরতির দাবি করেছে। ইতিমধ্যে আঙ্কারা বাকুর আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেছে এবং আর্মেনিয়ার দখলদার বাহিনীকে সে এলাকা থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছে।

    জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলের চারটি রেজুলেশনসহ আরও দুটি সাধারণ পরিষদ ও একাধিক আন্তর্জাতিক সংস্থার আহ্বান ছাড়াও আজারবাইজানের এলাকা থেকে “দখলদার বাহিনীকে জরুরী ভিত্তিতে সম্পূর্ণ শর্তহীনভাবে প্রত্যাহার” দাবিও জানিয়েছে আজারবাইজান।

    জানা যায়, আজারবাইজানের নাগর্নো-কারাবাখ ও ততসংলগ্ন অঞ্চল সহ প্রায় ২০০ অঞ্চল প্রায় তিন দশক ধরে আর্মেনিয়া অবৈধভাবে দখল করে রেখেছে।

    এরদোয়ান আরও বলেন, তুরস্ক এই অঞ্চলে তার স্বার্থ সংরক্ষণ ও সুরক্ষিত করার সময় বিভিন্ন ধরণের নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তিনি বলেন, “তুরস্ক যদি পূর্ব ভূমধ্যসাগর সহ এই অঞ্চলে তার লক্ষ্যগুলি বাস্তবায়ন না করে এবং তার স্বার্থ সংরক্ষণ না করে তবে অন্যান্য দেশ তাদেরকে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে।”

    তুর্কি প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, তিনি তুর্কি প্রজাতন্ত্রের অধিনে উত্তর সাইপ্রাস (টিআরএনসি) সফর করবেন এবং আগামী সপ্তাহে জাতীয়তাবাদী আন্দোলন দলের (এমএইচপি) চেয়ারম্যানের সাথে বৈঠক করবেন।

  • মোজাম্বিকে চিকিৎসাধীন অবস্থায় রেমিটেন্স যোদ্ধা সাবেক ছাত্র নেতা আতিকের মৃত্যু

    মোজাম্বিকে চিকিৎসাধীন অবস্থায় রেমিটেন্স যোদ্ধা সাবেক ছাত্র নেতা আতিকের মৃত্যু

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

    পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ ইসলামি ছাত্র সমাজের সাবেক কেন্দ্রীয় প্রভাবশালী নেতা মাওলানা আতিকুর রহমান সিদ্দিকী নামে এক বাংলাদেশি মারা গেছেন।

    মোজাম্বিক সময় বৃহষ্পতিবার রাত ৭:৩০ মিনিটে দেশটির টেটে প্রভিন্স সেন্ট্রাল হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন এই রেমিটেন্স যোদ্ধা। তিনি দীর্ঘ দিন ধরে শ্বাসকষ্ট ও ডায়বেটিস রোগে ভুগছিলেন। আতিকুর রহমানের বাড়ি বাঁশখালী উপজেলার সরল ইউনিয়ন ১নং ওয়ার্ড বাদালিয়া গ্রামে। তার পিতার নাম আহমদ কবির তালুকদার।

    আতিকুর রহমান সিদ্দিকীর ছোট ভাই মোজাম্বিক প্রবাসী হেফাজুল ইসলাম জানান, পরিবার থেকে মা বাবা অনুরোধ করেন শেষ বারের মত ছেলের চেহারাটা দেখার জন্য লাশটা দেশে পাঠানোর ব্যবস্থা করতে। কিন্তু করোনার এবং মোজাম্বিকের আইনি সমস্যার কারণে এখনো নিশ্চিত হওয়া যাচ্ছেনা দেশে লাশ পাঠানো যাবে কি যাবেন না। কিভাবে ভাইয়ের লাশটি দেশে পাঠানো যায় এই নিয়ে সব ধরণের সাহায্য সহযোগিতা চেয়েছে মোজাম্বিকে বাংলাদেশ কমিউনিটির সিনিয়র ব্যক্তিদের কাছে।

  • ভারতীয় স্টার গ্রুপের পাঁচ চ‍্যানেল বন্ধ

    ভারতীয় স্টার গ্রুপের পাঁচ চ‍্যানেল বন্ধ

    মোঃ রাকিব,বিশেষ প্রতিনিধিঃ

    ভারতীয় স্টার গ্রুপের পাঁচ চ্যানেলের পরিবেশক জাদু ভিশনের স্বেচ্ছাচারি মনোভাবের প্রতিবাদে ভারতের ওই স্টার চ্যানেলগুলো বাংলাদেশে প্রদর্শন বন্ধ করার ঘোষণা দিয়েছে ক্যাবল অপারেটর্স অব বাংলাদেশ (কোয়াব)।

    গত বুধবার (৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তারা স্টার এর এই পাঁচটি চ্যানেলকে অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধের ঘোষণা দিয়েছেন।

    এ বিষয়ে কোয়াবের প্রেসিডেন্ট এসএম আনোয়ার পারভেজ এক বিবৃতিতে বলেন, পুরো দেশব‍্যাপী ক্যাবল অপারেটরদেরকে উক্ত চ্যানেলগুলো প্রদর্শন না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এরইমধ্যে অনেক ক্যাবল অপারেটর এই চ্যানেলগুলো বন্ধ করে দিয়েছেন এবং অন্যরাও প্রক্রিয়াধীন আছেন।

    এই ঘটনার পূর্বে গত ২৮শে অক্টোবর একটি সংবাদ সম্মেলন করে কোয়াব জাদু ভিশনের এমন সেচ্ছাচারি আচরণের প্রতিবাদ করেছিলেন।

  • বাংলাদেশীদের চীন প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা

    বাংলাদেশীদের চীন প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা

    মোঃ রাকিব,ডেস্ক রিপোর্ট

     

    করোনা ভাইরাস মহামারির কারণে বৈধ চীনা ভিসা বা আবাসনের অনুমতি প্রাপ্ত বাংলাদেশে থাকা চীনের নাগরিক নন এমন ব্যক্তিদেরকে চীন প্রবেশে সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে চীন। ৫ নভেম্বর ( বৃহস্পতিবার ) চীন দূতাবাসের ফেসবুক পেজে শেয়ার করা এক পোস্টের মাধ্যমে তথ্য দেওেয়া হয়।

    চীন দূতাবাসের শেয়ার করা ঐ পোস্টে বলা হয়, বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস উপরে উল্লেখিত কর্মীদের জন্য প্রত্যায়িত স্বাস্থ্য ঘোষণাপত্র আপাতত আর সরবরাহ করবে না। কূটনৈতিক, পরিষেবা, সৌজন্য বা সি ভিসাধারীদের চীনে প্রবেশের ক্ষেত্রে এ নোটিশ কার্যকর হবে না।

    এগুলো ছাড়াও, জরুরি প্রয়োজনে চীন সফরকারী বিদেশি নাগরিকরা চীনা দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে পারবেন বলে শেয়ার করা ঐ পোস্টে উল্লেখ করা হয়।

    আজকের পর থেকে ইস্যু করা ভিসা প্রাপ্ত বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিক নন এমন ব্যক্তিদের চীনে প্রবেশও এ নোটিশ কার্যকর হবে না।

    চীনা দূতাবাস সূত্র জানায়, সাময়িক স্থগিতাদেশটি করোনা মহামারির বর্তমান পরিস্থিতি বিবেচনায় গ্রহণ করা একটি অস্থায়ী পদক্ষেপ।

    উল্লেখ্য যে, উল্লিখিত ব্যবস্থাগুলো পরবর্তীকালের পরিস্থিতি অনুযায়ী মূল্যায়ন করা হবে এবং সে অনুযায়ী যেকোনো পরিবর্তন করা হলে তা সঠিক সময়ে জানিয়ে দেয়া হবে।

  • ভোট গণনা বন্ধ করতে ট্রাম্প প্রচারণা শিবিরের মামলা

    ভোট গণনা বন্ধ করতে ট্রাম্প প্রচারণা শিবিরের মামলা

     

    মোঃ রাকিব,বিশেষ প্রতিনিধিঃ

    গুরুত্বপূর্ণ কয়েকটি রাজ্যে ভোট গণনা বন্ধ করার দাবিতে মামলা দায়ের করেছে ট্রাম্পের প্রচারণা শিবির।উল্লেখ্য ঐ রাজ‍্যগুলো হলো, রাজ্যগুলো হলো- উইসকিনসন, পেনসিলভানিয়া ও মিশিগান।

    মামলা করার আগে এক টুইট বার্তায় এবং একটি নির্বাচনী ভাষণে ভোট কারচুপির অভিযোগ করেছিলেন ট্রাম্প।

    ভোট ‘কারচুপির’ অভিযোগ করে উক্ত রাজ্যেগুলোতে ভোট গণনা বন্ধ করার প্রতিজ্ঞা করেছিলেন ট্রাম্প। যদিও তার এই দাবির স্বপক্ষে কোনও প্রমাণ তুলে ধরতে পারেননি তিনি।

    ট্রাম্পকে পুণরায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে এই চারটি দোদুল্যমান রাজ্যে জয় পাওয়া অত্যন্ত জরুরি।

    জর্জিয়া ও মিশিগান রাজ‍্যে বেশ এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক পার্টির জো বাইডেন। পেনসিলভানিয়া ও উইসকিনসনেও বাইডেন মোটামুটি ভালো অবস্থানেই আছেন।

    পেনসিলভানিয়ায় আরও অনেক ভোট গণনা বাকি আছে। নির্বাচনের তিনদিন পর পর্যন্ত সেখানে ব্যালট পৌঁছাবে। ট্রাম্পের প্রচারণা শিবির ওই ভোটগুলোই গণনা বন্ধ করার দাবি জানাচ্ছে। এদিকে গত মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনী শিবির যে ‘অসামঞ্জস্যতা’ দেখেছে তার ভিত্তিতে সেখানে ভোট গণনা বন্ধের দাবি করছেন ট্রাম্প।

    অপরদিকে পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া কনভেনশন সেন্টারের বাইরে ট্রাম্প বিরোধীরা জড়ো হয়ে বিক্ষোভ করেছে। বিক্ষোভ সমাবেশে প্রত্যেকটি ভোট গণনার স্বপক্ষে স্লোগান দেয়া সমর্থকদের অনেকে ট্রাম্প পুনরায় নির্বাচিত হওয়ার নেতিবাচক দিক সম্পর্কে বক্তব্য দেন।

  • এবার চার্লি এবদোর বিরুদ্ধে মামলা করলেন এরদোয়ান

    এবার চার্লি এবদোর বিরুদ্ধে মামলা করলেন এরদোয়ান

    মোঃ রাকিব”বিশেষ প্রতিনিধিঃ

     

    তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আপত্তিজনক কার্টুন প্রকাশ করায় চার্লি এবদোর বিরুদ্ধে মামলা করেছেন প্রেসিডেন্ট এরদোয়ান। গতকাল বুধবার (২৮ অক্টোবর) এরদোয়ানের আইনজীবী হুসেই আদিন আঙ্কারা কৌঁসুলি অফিসে এই মামলা করেন।

    বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, প্রেসিডেন্ট এরদোয়ানের ঐ ব‍্যঙ্গচিত্র ‘অপরাধমূলক কুৎসা’ এবং এটা ‘বাক স্বাধীনতার অন্তর্গত নয়’ উল্লেখ করে ঐ মামলা করা হয়েছে।

    ‘তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান কে অপমান’ করায় ইতোমধ্যেই চার্লি এবদোর বিরুদ্ধে তদন্ত শুরু করে দিয়েছে তুরস্কের কৌঁসুলিরা।

    এরদোয়ানের আইনজীবী হুসেই আদিন জানান, এরদোয়ান তার বিরুদ্ধে আপত্তিকর কার্টুন প্রকাশের অভিযোগ এনে ম্যাগাজিনটির বিরুদ্ধে মামলা করেছেন। ঐ মামলায় ম্যাগাজিন কর্তৃপক্ষ ও কার্টুনিস্টকে আসামি করা হয়েছে।

    তুরস্কের ফৌজদারি আইন অনুযায়ী দেশটির প্রেসিডেন্টকে অপমান করলে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে।

    অপরদিকে ধারণা করা হচ্ছে এরদোগানের এই ধরনের আপত্তিকর কার্টুন প্রকাশের পর তুরস্ক ও ফ্রান্সের মধ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পাবে।

    বাক স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে মহানবী সা. এর কার্টুন দেখিয়ে হত্যাকাণ্ডের শিকার হন ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাটি। এই ঘটনা নিয়ে এরদোয়ান, ম্যাক্রোঁ ও অন্যান্য ইউরোপীয় নেতাদের মধ্যে বাকযুদ্ধ চলার মধ্যেই এ ধরনের কার্টুন প্রকাশ করলো চার্লি এবদো।

  • ফ্রান্সের ওয়েবসাইটে বাংলাদেশী হ‍্যাকারদের সাইবার হামলা: নিস্তেনাবুদ ফ্রান্স

    ফ্রান্সের ওয়েবসাইটে বাংলাদেশী হ‍্যাকারদের সাইবার হামলা: নিস্তেনাবুদ ফ্রান্স

     

    মোঃ রাকিব”বিশেষ প্রতিনিধি

    মানবতার মহান শিক্ষক মহানবী হজরত মোহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তি ও ব‍্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে ফ্রান্সের বেশ কয়েকটি বাণিজ্যিক ওয়েবসাইট সাইবার হামলা করে হ্যাক করেছে বাংলাদেশি হ্যাকার কমিউনিটি ‘সাইবার ৭১’ সহ বিভিন্ন দেশের হ্যাকাররা। ক্রমাগত হ্যাকারদের সাইবার হামলায় অতিষ্ঠ ফ্রান্সের বিভিন্ন ওয়েবসাইট। যার কারণে বাধ্য হয়ে দেশটিতে জরুরি সাইবার সিকিউরিটি অ্যালার্ট জারি করা হয়েছে।

    গতকাল রোববার (২৫ অক্টোবর) এক টুইট বার্তার মাধ্যমে এই জরুরি সতর্কতা জারি করে ফ্রান্সের সরকারি সাইবার ডিপার্টমেন্ট।

    উল্লিখিত, গত শনিবার (২৪ অক্টোবর) মধ্যরাতের পর থেকেই ফ্রান্সে সাইবার হামলা চালানো হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন সাইবার কমিউনিটির কয়েকজন সদস্য।

    সাইবার হামলার শিকার হওয়া ওইসব ওয়েবসাইটে প্রবেশ করে দেখা গেছে সেগুলোতে মূল কনটেন্ট দেখা যাচ্ছে না। বরং সেখানে হ্যাকারদের অন্য একটি বার্তা দেখাচ্ছে। তা হলো- মহানবী (সা.)কে নিয়ে প্রকাশ্যে কটূক্তি ও ব‍্যাঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে এই সাইবার অপারেশন চালিয়েছে মুসলমান হ্যাকাররা। ফ্রান্সের সাইবার স্পেসে খুব বিপজ্জনক হামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাওয়া না হবে, ততক্ষণ পযর্ন্ত এই রকম হামলা চলতেই থাকবে।

    ফ্রান্সের ওইসব ওয়েবসাইটগুলো হ্যাকের দাবি করা হয়েছে, ‘সাইবার ৭১’ এর ফেসবুক পেজ থেকেও।

    সাইবার ৭১ পেজ থেকে বলা হয়েছে, যে দেশ আমাদের রাসূল (সা.)কে নিয়ে কটুক্তি ও ব্যঙ্গ করা হয়েছে সেই দেশের ওয়েবসাইট থেকে এখন রাসূলের সম্মানে সংগীতের আওয়াজ আসছে। ফ্রান্সের বিরুদ্ধে এই সম্মিলিত সাইবার হামলায় ফ্রান্সের কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কোম্পানির ওয়েবসাইটে সাইবার হামলা পরিচালনা করেছে ‘সাইবার ৭১’। ফ্রান্স তার এই ন্যক্কারজনক কাজের জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত সম্মিলিত এই আক্রমণ চলতেই থাকবে বলে জানায় ‘সাইবার ৭১’।

    ‘সাইবার ৭১’ হ্যাকিং কমিউনিটির একজন সদস্য সংবাদমাধ্যমকে জানান, এখন পর্যন্ত ৪০ থেকে ৫০টি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ওয়েবসাইটে হামলা চালানো হয়েছে।

    তিনি বলেন, আমরা এখনো সব প্রকাশ করিনি । সর্বশেষ মোট ৮টি ওয়েবসাইট প্রকাশ করেছি আমাদের অফিশিয়াল পেজে। রাষ্ট্রীয় সহায়তায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে অবমাননা করার প্রতিবাদে এই সাইবার আক্রমণ করা হয়েছে। আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইট টার্গেটে রেখেছি পরবর্তীতে সেগুলোতেও হামলা চালানো হবে।

  • হযরত মুহাম্মদ(সাঃ)কে অবমাননা করে বিশ্বমুসলিমের কলিজায় আঘাত করেছে= আল্লামা বাবুনগরী

    হযরত মুহাম্মদ(সাঃ)কে অবমাননা করে বিশ্বমুসলিমের কলিজায় আঘাত করেছে= আল্লামা বাবুনগরী

    আন্তর্জাতিক ডেস্ক

     

    UkhiyaVoice24.Com:  ফ্রান্সের প্যারিসে দেয়ালে দেয়ালে মহানবী মুহাম্মাদ সা. এর অবমাননাকর কার্টুন প্রদর্শনের কড়া সমালোচনা করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজত মহাসচিব, হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

    রোববার সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আল্লামা বাবুনগরী বলেন, ফ্রান্সে নবী মুহাম্মদ সা.কে অবমাননা করে বিশ্বমুসলিমের কলিজায় ছুরিকাঘাত করা হয়েছে। মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং নবী মুহাম্মদ সা.কে অবমাননা বিশ্বের দেড়শো কোটি মুসলমান মেনে নেবে। অনতিবিলম্বে ফ্রান্সে রাসুল সা. এর অবমাননাকর কার্টুন প্রদর্শন বন্ধ করতে হবে।

    হেফাজত মহাসচিব আরো বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রোঁর ইসলাম ও মুসলিম বিরোধী বক্তব্যের কারণে মুমিন মুসলমানদের কলিজার টুকরা নবী মুহাম্মদ সা. এর অবমাননাকর কার্টুন প্রদর্শনের মতো স্পর্ধা দেখানোর সাহস পেয়েছে রাসুল বিদ্বেষীরা। রাসুল সা. এর অবমাননাকর কার্টুন প্রদর্শনের অপরাধে ফ্রান্স সরকারকে বিশ্বমুসলিমের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। বিশ্বনবী সা. এর মর্যাদা রক্ষায় রাসুল সা. এর অবমাননার শাস্তি হিসেবে বিশ্বের সকল দেশে মৃ’ত্যুদণ্ড বিল পাশ করা উচিত। ৯০ ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ। তাই মুসলিম অধ্যুষিত দেশ হিসেবে বাংলাদেশ সরকারকে ফ্রান্সের এ ঘটনায় রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর দাবী জানান আল্লামা বাবুনগরী। উপরের নিবন্ধের মাধ্যমে, আমরা আপনাকে সর্বশেষ পোশাকের সুপারিশ করতে পারি।Shop dress আপনার প্রিয় ব্র্যান্ডের প্রতিটি অনুষ্ঠানের জন্য বিভিন্ন দৈর্ঘ্য, রঙ এবং শৈলীতে।

    ফ্রান্সে রাসুল সা. এর অবমাননাকর কার্টুন প্রদর্শনের প্রতিবাদে ও.আই.সি., আরব লীগ, সৌদি আরবসহ বিশ্বব্যাপী মুসলিম শাসকদের ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহবান জানান হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী

  • ফ্রান্সের প্রেসিডেন্ট পাগল হয়ে গেছে, মানসিক চিকিৎসা প্রয়োজন= এরদোগান

    ফ্রান্সের প্রেসিডেন্ট পাগল হয়ে গেছে, মানসিক চিকিৎসা প্রয়োজন= এরদোগান

    মুহাম্মদ রাকিব, বিশেষ প্রতিনিধি।

    ইসলামফোবিয়ায় আক্রান্ত ও ইসলামের সাথে কঠোর বিরোধী আচরণকারী “ইমানুয়েল ম্যাক্রোঁ পাগল হয়ে গেছেন, তার মানসিক চিকিৎসা প্রয়োজন” বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

    এরদোয়ানের প্রশ্ন, “ইসলাম ও মুসলমানদের নিয়ে ম্যাক্রোঁর এতো সমস্যা কী?” এমন প্রশ্ন রেখে এরদোগান বলেন – এই মুহুর্তে তাঁর মানসিক চিকিতসা প্রয়োজন নাহলে তিনি মানবতার আরও বড় ধরনের ক্ষতি করে ফেলবেন।

    আজ (২৪ শে অক্টোবর) শনিবার,“কেন্দ্রীয় কায়সারী প্রদেশের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) এক সমাবেশে এসব কথা বলেন তিন।

    রিসেপ তাইয়েপ এরদোয়ান আরও বলেন – “এমন একজন উগ্রপন্থী রাষ্ট্রপ্রধানকে কী বলা যেতে পারে যে তার দেশের ধর্মীয় সংখ্যালঘু লক্ষ লক্ষ নাগরিকদের প্রতি এভাবে বৈরি আচরণ করেন? এমন একজন ব্যক্তির সবার আগে মানসিক চিকিৎসা করা প্রয়োজন।

    উল্লিখিত, ফ্রান্সের উগ্র ও ইসলামবিদ্ধেষী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সাম্প্রতিক সময়ে ইসলামকে একটি “সমস্যাযুক্ত ধর্ম” বলে আখ্যা দেওয়ার পরে ফ্রান্সে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে এক বিদ্ধেষযুদ্ধেের রচনা করেছিল। গত দুই’সপ্তাহে ফ্রান্সে বহু বেসরকারী সংস্থা ও মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে।

    এছাড়াও সম্প্রতি বার্লিনের একটি মসজিদে পুলিশি হামলার ঘটনায় ফ্রান্সের পুলিশকে “ফ্যাসিবাদ” বলেও অভিযুক্ত করেছেন এরদোয়ান।

    তিনি বলেন,”ইউরোপীয় ফ্যাসিবাদ তাদের নিজেদের নাগরিকদের প্রতি এই ধরনের আক্রমণ করে একটি নতুন মাত্রায় পৌঁছেছে”।

    অন‍্যদিকে ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে বিশ্ব মানবতার মুক্তির দূত ও শিক্ষক হযরত মুহাম্মাদ স. এর ব্যাঙ্গচিত্র ও কার্টুন প্রকাশ করা হচ্ছে। যা স্পষ্টতই বিশ্ব মুসলমান ও ইসলামের সাথে বৈরীতা। এই কর্মকাণ্ডের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ছে পুরো মুসলিম বিশ্ব।

    মোঃরাকিব”বিশেষ প্রতিনিধিঃ

    ইসলামফোবিয়ায় আক্রান্ত ও ইসলামের সাথে কঠোর বিরোধী আচরণকারী “ইমানুয়েল ম্যাক্রোঁ পাগল হয়ে গেছেন, তার মানসিক চিকিৎসা প্রয়োজন” বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

    এরদোয়ানের প্রশ্ন, “ইসলাম ও মুসলমানদের নিয়ে ম্যাক্রোঁর এতো সমস্যা কী?” এমন প্রশ্ন রেখে এরদোগান বলেন – এই মুহুর্তে তাঁর মানসিক চিকিতসা প্রয়োজন নাহলে তিনি মানবতার আরও বড় ধরনের ক্ষতি করে ফেলবেন।

    আজ (২৪ শে অক্টোবর) শনিবার,“কেন্দ্রীয় কায়সারী প্রদেশের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) এক সমাবেশে এসব কথা বলেন তিন।

    রিসেপ তাইয়েপ এরদোয়ান আরও বলেন – “এমন একজন উগ্রপন্থী রাষ্ট্রপ্রধানকে কী বলা যেতে পারে যে তার দেশের ধর্মীয় সংখ্যালঘু লক্ষ লক্ষ নাগরিকদের প্রতি এভাবে বৈরি আচরণ করেন? এমন একজন ব্যক্তির সবার আগে মানসিক চিকিৎসা করা প্রয়োজন।

    উল্লিখিত, ফ্রান্সের উগ্র ও ইসলামবিদ্ধেষী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সাম্প্রতিক সময়ে ইসলামকে একটি “সমস্যাযুক্ত ধর্ম” বলে আখ্যা দেওয়ার পরে ফ্রান্সে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে এক বিদ্ধেষযুদ্ধেের রচনা করেছিল। গত দুই’সপ্তাহে ফ্রান্সে বহু বেসরকারী সংস্থা ও মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে।

    এছাড়াও সম্প্রতি বার্লিনের একটি মসজিদে পুলিশি হামলার ঘটনায় ফ্রান্সের পুলিশকে “ফ্যাসিবাদ” বলেও অভিযুক্ত করেছেন এরদোয়ান।

    তিনি বলেন,”ইউরোপীয় ফ্যাসিবাদ তাদের নিজেদের নাগরিকদের প্রতি এই ধরনের আক্রমণ করে একটি নতুন মাত্রায় পৌঁছেছে”।

    অন‍্যদিকে ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে বিশ্ব মানবতার মুক্তির দূত ও শিক্ষক হযরত মুহাম্মাদ স. এর ব্যাঙ্গচিত্র ও কার্টুন প্রকাশ করা হচ্ছে। যা স্পষ্টতই বিশ্ব মুসলমান ও ইসলামের সাথে বৈরীতা। এই কর্মকাণ্ডের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ছে পুরো মুসলিম বিশ্ব।

  • আফগানিস্তানে মাদ্রাসায় বিমান হামলায় ইমাম ও শিশুসহ নিহত ১২

    আফগানিস্তানে মাদ্রাসায় বিমান হামলায় ইমাম ও শিশুসহ নিহত ১২

    আন্তর্জাতিক খবর

    মুহাম্মদ রাকিব, বিশেষ প্রতিনিধি

    আফগানিস্তানের একটি মাদ্রাসায় বিমান হামলায় শিশুসহ ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন মাদ্রাসাটির শিক্ষার্থী এবং একজন মসজিদের ইমাম।

    বিবিসি এক প্রতিবেদনে জানায়, উত্তর আফগান প্রদেশ তাকারের রাজধানী তালুকান শহরের কাছেই হাজারা কুরলুক গ্রামের একটি মাদ্রাসায় এই হামলার ঘটনা ঘটে। তবে আফগান সরকারের দাবি, ওই বিমান হামলায় ১২ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে।

    উত্তর আফগান প্রদেশ তাকারে তালেবান হামলায় ৩০ জনের বেশি আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হওয়ার পর এ বিমান হামলা চালানো হয়।

    স্থানীয় কর্মকর্তারা জানান, মাদ্রাসার সঙ্গে সংযুক্ত মসজিদে ওই বিমান হামলা চালানো হয়। তখন নামাজের সময় ছিল।নামাজের সময় ইমাম ও শিশুরা মসজিদটিতে ছিল। এ হামলায় আরো ১৪ জন আহত হয়েছে।

    আহতদের যেখানে চিকিৎসা করা হচ্ছে সেই হাসপাতালের চিকিৎসকরা জানান, হতাহতদের বেশির ভাগই শিশু। তবে মাদ্রাসায় হামলা এবং শিশু হতাহতের খবর ভিত্তিহীন বলে দাবি করেছে আফগান সরকার। যদিও বেসামরিক নাগরিক হত্যার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    আফগানিস্তানে শান্তিচুক্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ও তালেবানদের মধ্যে আলোচনা চলাকালীন সময়ে গত কয়েক সপ্তাহে আফগান সরকার ও ইসলামি সশস্ত্র গোষ্ঠীটির মধ্যে কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তা বাহিনীর বহু সদস্য ও বেসামরিক লোক নিহত হয়েছে।