Category: ইউনিয়ন

  • বাঁশখালীতে ইউপি নির্বাচনে—চেয়ারম্যান পদে নৌকা ৭ ও স্বতন্ত্র ৬ বেসরকারিভাবে বিজয়ী।

    বাঁশখালীতে ইউপি নির্বাচনে—চেয়ারম্যান পদে নৌকা ৭ ও স্বতন্ত্র ৬ বেসরকারিভাবে বিজয়ী।

    আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

    নবম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৩টি ইউনিয়নের ভোট গ্রহণ শেষ হয়েছে।

    উপজেলার সরল ও গন্ডামারা ইউনিয়নে অনিয়ম-সহিংসতার খবর পাওয়া গেলেও বড় কোনো দুর্ঘটনা ছাড়াই অন্যান্য ইউনিয়নে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

    বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এসব ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো ১৩টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছে।

    এদিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তারা। বাঁশখালীতে সরকারদলীয় নৌকা প্রতীকে ৭ এবং স্বতন্ত্র ৬ প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

    নৌকা প্রতীকে বিজয়ীরা হলেন- খানখানাবাদ ইউনিয়নে জসিম উদ্দিন হায়দার, কালীপুর ইউনিয়নে আ.ন.ম শাহাদাত আলম, বাহারছড়া ইউনিয়নে তাজুল ইসলাম, বৈলছড়ি ইউনিয়নে মো. কপিল উদ্দিন, কাথরিয়া ইউনিয়নে ইবনে আমিন, সরল ইউনিয়নে রশিদ আহমদ চৌধুরী ও শীলকূপ ইউনিয়নে কায়েশ সরোয়ার সুমন।

    স্বতন্ত্র বিজয়ী প্রার্থীরা হলেন- পুকুরিয়া ইউনিয়নে আসহাব উদ্দিন, সাধনপুর ইউনিয়নে সালাহ উদ্দিন কামাল, গণ্ডামারা ইউনিয়নে লেয়াকত আলী, ছনুয়া ইউনিয়নে হারুণ অর রশিদ, পুঁইছড়ি ইউনিয়নে তারেক রহমান ও শেখেরখীল ইউনিয়নে মাওলানা মোরশেদুল ইসলাম ফারুকী।

  • উখিয়ায় রিয়্যাল সংগঠনের বার্ষিক বনভোজন অনুষ্ঠানে চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী

    উখিয়ায় রিয়্যাল সংগঠনের বার্ষিক বনভোজন অনুষ্ঠানে চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    রিয়্যাল সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে বার্ষিক বনভোজন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে ১০জুন,২০২২ইং
    শুক্রবার রাতে কক্সবাজারের উখিয়া উপজেলাধীন রাজাপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পুর্ব সিকদার বিল এলাকায় অত্র ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ বাদশার সভাপতিত্বে এ বনভোজন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথির সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন কমিটির সভাপতি সম্পাদক।

    উক্ত আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম কন্ট্রাকটর, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম রশিদ, অত্র এলাকা ইউপি সদস্য সরোওয়ার কামাল পাশা, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হক, কৃষক লীগের নেতা কাজি আকতার উদ্দিন টুনু, সাবেক ছাত্রনেতা ওমর খাঁন ও পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবনেতা জাহেদ আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এ সময় র‌্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণীতে সাজানো ছিল দিনব্যাপী কর্মসূচি পালন করে আয়োযোগ কমিটির।

    বেকারদের ব্যতিক্রমী একটি স্বেচ্ছাসেবী সংগঠন। স্বেচ্ছায় মানুষের পাশে দাঁড়ানোই এই সংগঠনের কাজ। এই সংগঠনের যুবকেরা নিজ উদ্যোগে স্বেচ্ছায় গ্রামের রাস্তা সংস্কার, মেরামত, রাস্তা পরিষ্কার করা, দরিদ্র মেয়ের বিয়েতে সাহায্য করা, গরিব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা, বিনা মূল্যে পড়ানো, কম্বল বিতরণ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, বনভোজন, মহান বিজয় দিবস ও স্বাধীনতা দিবস পালন করাসহ দরিদ্রদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে থাকেন।
    শীতার্ত মানুষের পাশে দাঁড়ায় স যুব সংগঠন। জানা গেছে, বিগত বেশ কয়েক বছর আগে সংগঠনটি গঠন করেন। গ্রাম উন্নয়নের কাজ দেখে আশপাশের অন্য বেকার যুবকেরাও এগিয়ে এসেছেন। অনেক স্কুল-কলেজের ছাত্ররাও যুক্ত হয়েছেন বর্তমানে এই সংগঠনে সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ১০০ জন।

    শেষপর্বে রাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
    ঈদ পুনর্মিলনী ও বনভোজন অংশগ্রহণকারী অতিথিরা বক্তব্য বলেন, ঈদের পরবর্তী সময়ে এ সংগঠনটি একত্রিত করে একটি পুনর্মিলনী আয়োজন করে আমাদের সবাইকে সুন্দর আনন্দঘন একটি মুহুর্ত উপভোগের সুযোগ করে দেওয়ায় ধন্যবাদ জানাই কমিটির সকল নেতৃবৃন্দদের।

    দিন শেষে অতিথি, সদস্য ও নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন সমিতির সভাপতি নুর মোহাম্মদ বাদশা ও সাধারণ সম্পাদক নুরুল কবির আজাদ

  • রাজাপালং ইউনিয়নের উম্মুক্ত বাজেট ঘোষণা ২০২২-২০২৩ অর্থ বছর।

    রাজাপালং ইউনিয়নের উম্মুক্ত বাজেট ঘোষণা ২০২২-২০২৩ অর্থ বছর।

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    কক্সবাজারের উখিয়া উপজেলাধীন ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের তৃণমূল পর্যায়ে স্বচ্ছতা, জন সম্পৃক্ততা, জবাবদিহীতা নিশ্চতকরণ ও জন অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় সরকারের টেকসই উন্নয়নের লক্ষ্যে রাজাপালং ইউনিয়ন পরিষদ ২০২২-২০২৩ অর্থবছরের উম্মুক্ত বাজেট ঘোষণা সভা অনুষ্ঠানে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে ও রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সচিব উম্মুক্ত বাজেট ঘোষণা পরিচালনা করেন মৃণাল কান্তি বড়ুয়া।

    ২৯ মে ২০২২ ইং, রবিবার সকালে রাজাপালং ইউনিয়ন পরিষদের আয়োজিত উম্মুক্ত বাজেট ঘোষণা সভায় রাজাপালং ইউনিয়নের নানা বাজেটের বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রাজাপালং ইউনিয়নের সচেতন মহলের প্রতিনিধি রাজাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাহ উদ্দিন, ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, ইউপি সদস্য মীর শাহেদুল ইসলাম রোমান, ইউপি সদস্যা খুরশিদা বেগম, উখিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রতন কান্তি দে, উখিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সরোওয়ার আলম শাহীন, মৌলভী জাফর আলম, চাকবৈঠা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেদ, চাকবৈঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ বড়ুয়া, রাজনৈতিক নেতা কাজি আকতার উদ্দিন টুনু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম রশিদ, রাজনৈতিক নেতা মোঃ সোহেল বিএ ও অন্যান্য নেতৃবৃন্দ।

    বাজেট সভা অনুষ্ঠানে দোয়া মুনাজাত করেন মৌলভী জাফর আলম, ত্রিপিটক পাঠ করেন ইউপি সচিব মৃণাল কান্তি বড়ুয়া ও উখিয়া সদর পুরোহিত হারাধন চক্রবর্তীর গীতা পাঠের মধ্যেদিয়ে এ ২০২২-২০২৩ অর্থ বছরের উম্মুক্ত বাজেট সভা সম্পন্ন করা হয়েছে এবং উক্ত রাজাপালং ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণাকালে ইউনিয়ন পরিষদের সকল সদস্যরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।