Category: ইসলামি রাজনৈতিক

  • ৩৩ শতাংশ নারী নেতৃত্বের শর্ত : নির্বাচনে অযোগ্য হতে পারে ইসলামী দলগুলো= মুফতী সাখাওয়াত হোসেন রাজি

    ৩৩ শতাংশ নারী নেতৃত্বের শর্ত : নির্বাচনে অযোগ্য হতে পারে ইসলামী দলগুলো= মুফতী সাখাওয়াত হোসেন রাজি

    উখিয়া ভয়েস ২৪ ডটকম  

     

     

    রাজনৈতিক দলগুলোর নিবন্ধন আইন-২০২০’ এর খসড়ায় রাজনৈতিক দলের প্রতিটি স্তরের কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য রাখতে ২০২৫ সাল পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে ইসি। আগামী সপ্তাহে এ আইনের খসড়া চূড়ান্ত করতে আবারও বসবেন তারা। যদিও এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল।

    খসড়াটি মন্ত্রীসভার অনুমোদন এবং সংসদে পাশের জন্য সরকারের কাছে পাঠানো হবে শীঘ্রই। আইন পাসের পর কোন রাজনৈতিক দল প্রতিটি স্তরের কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য ২০২৫ সালের মধ্যে অন্তর্ভুক্ত না করতে পারলে তার নিবন্ধন বাতিল হবে। এ বাধা প্রচলিত রাজনৈতিক দলগুলো পার হতে পারলেও ইসলামী দলগুলো পড়ে যাবে বিপাকে। ফলে নিজ দলের মনোনয়ন ও প্রতীক নিয়ে নির্বাচনের ক্ষেত্রে অযোগ্য সাব্যস্ত হবে আইনের ভিত্তিতেই, আল্লামা মুফতী সাখাওয়াত হোসেন রাজি (হাফিজাহুল্লাহ) তার ফেসবুক পোষ্টএ কথা বলেন।

    এমনিতেই গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ইসলামী দলগুলোর নিবন্ধন আইনি জটিলতার মুখোমুখি হতে পারে যেকোনো সময়। যদিও বাধ্য হয়ে কোন কোন ইসলামী দল তাদের গঠনতন্ত্রে পর্যন্ত পরিবর্তন এনেছে। আর এখন তো নতুন করে আরেকটা বাধা সৃষ্টি হচ্ছে। সুতরাং শেষ পর্যন্ত ইসলামী দলগুলোর নিবন্ধন টিকে থাকতে এবং নির্বাচন করতে কারো ইচ্ছার উপর নির্ভর করতে হবে নিঃসন্দেহে!

    ইসলামী মূল্যবোধ ও ইসলামী আচার-অনুষ্ঠান টিকিয়ে রাখতে ইসলামী রাজনীতির বিকল্প নেই। এদেশে আমরা সংখ্যায় যত বেশি হই না কেন রাজনৈতিকভাবে মজবুত প্ল্যাটফর্ম না থাকলে একটা সময় সংখ্যালঘু দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে। ইতিহাস থেকে জানা যায়, ক্ষুদ্রগোষ্ঠী কর্তৃক সমর্থিত সরকার অনেক সময় ধরে কোন কোন দেশ শাসন করেছে। কবে বুঝবে এদেশের মুসলমান? কবে ঐক্যবদ্ধ হবে ইসলামী দলগুলো?? কবে বন্ধ হবে ইসলামী দলের নেতাদের পদ-পদবি নিয়ে লড়াই???

  • ইসলামী যুব আন্দোলন ঝালকাঠি জেলা শাখার মাসিক বৈঠক অনুষ্ঠিত।

    ইসলামী যুব আন্দোলন ঝালকাঠি জেলা শাখার মাসিক বৈঠক অনুষ্ঠিত।

    উখিয়া ভয়েস ২৪ ডটকম

     

    সাইফুল্লাহ আল মুনির, বরিশাল জেলা প্রতিনিধি।

    ইসলাম দেশ ও মানবতার অতন্দ্র প্রহরী হয়ে এগিয়ে যেতে হবে আমাদের। ইভটিজিং, মাদক, সন্ত্রাস ও উগ্রবাদ মুক্ত একটি সুস্থ সুন্দর সোনার বাংলাদেশ গঠন করতে ইসলামী যুব আন্দোলনকেই পালন করতে হবে স্বেচ্ছাসেবকের ভূমিকা। ইসলামী যুব আন্দোলন ঝালকাঠি জেলা শাখার মাসিক বৈঠকে উপরোক্ত কথা বলেন শাখার সাধারণ সম্পাদক হাফেজ ইব্রাহিম আল হাদী। এসময় বৈশ্বিক মহামারী করোনায় ক্ষতিগ্রস্ত যুবকদের কর্মসংস্থান এবং দেশব্যাপী চলমান বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পুণর্বাসন ও প্রয়োজনীয় সহোযোগিতা করার জন্য দেশবাসী ও সরকারের কাছে উদাত্ত আহবান জানান তিনি। বৈঠকে বিগত মাসের কার্যক্রমের পর্যালোচনা ও কেন্দ্রীয় সার্কুলারের আলোকে আগামী মাসের কর্মসূচি নির্ধারণকরা হয়। সংগঠনের জেলা সাধারণ সম্পাদক হাফেজ ইবরাহীম আল হাদীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহাঃ আরিফ বিল্লাহ্ এর সঞ্চালনায় বৈঠকে আরো উপস্থিত ছিলেন শাখার যুগ্ম সাধারন সম্পাদক মাওঃ রুম্মান গাজী আল আমিন, দফতর সম্পাদক মাওঃ মিজানুর রহমান, অর্থ সম্পাদক মাওঃ মোঃ তরিকুল আজাদ রেদওয়ান, যুব কল্যাণ ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোঃ মনির হোসেন খানসহ অন্যান্য জেলা দায়িত্বশীলবৃন্দ।

    বার্তা প্রেরক
    মুহাঃ নুরুল আলম
    প্রচার সম্পাদক
    ইসলামী যুব আন্দোলন, ঝালকাঠী জেলা
    মোবাইলঃ 01727-585543

  • ইসলামী যুব আন্দোলন টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন কমিটি গঠন সম্পন্ন।।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

    ইসলামী যুব আন্দোলন টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন কমিটি গঠন সম্পন্ন।।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

    UkhiyaVoice.24Com

     

     

     

    ওসমান আল হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি।

    কক্সবাজার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
    অদ্য (১৬ আগষ্ট’২০ইং) রবিবার সকালে বাহারছড়া হাফিজিয়া মাদরাসার হল মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন জামালপুর সদর উপজেলা পূর্ব শাখার উদ্যোগে শাখার আহবায়ক মাওলানা ওসমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা রফিকুল্লাহর সঞ্চালনায় টেকনাফ উপজেলার আওতাধীন বাহারছড়া ইউনিয়ন কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন টেকনাফ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল খালেক জিহাদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন টেকনাফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সেলিম পারভেজ বিন জাফর।

    উক্ত সভায় প্রধান অতিথি আব্দুল খালেক জিহাদী বাহারছড়া ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করে ২০২০-২১ ইংরেজি সেশনের নবাগত দায়িত্বশীলদেরকে শপথ বাক্য পাঠ করিয়ে টেকনাফ উপজেলা যুব আন্দোলনের সাধারন সম্পাদক সেলিম পারভেজ বিন জাফরের আখেরী মোনাজাতের মধ্যদিয়ে সভার সমাপ্তি হয়।
    ২০২০-২১ ইংরেজি সেশনের দায়িত্বশীল হয়েছেন।
    সভাপতি-মাওলানা মুহাম্মদ ওসমান গনী
    সহ সভাপতি-মাওলানা মনির আহমদ
    সাধারন সম্পাদক,মাওলানা রফিকুল্লাহ
    যুগ্ন সম্পাদক, হাফেজ আবু ছিদ্দিক
    সাংগঠনিক সম্পাদক, মাওলানা জসিম উদ্দিন
    দপ্তর সম্পাদক, মাওলানা মুহাম্মদ আলম
    অর্থ সম্পাদক, হাফেজ হেলাল উদ্দিন
    প্রচার সম্পাদক, হাফেজ আব্দুল্লাহ
    প্রকাশনা সম্পাদক, ক্বারি নুরুল আলম।

    উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
    ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ বাহারছড়া ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি মাওলানা মুফতী হাসান মোহাম্মদ গালিবসহ ছাত্র আন্দোলনের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল প্রমূখ।

  • ইসলামী আন্দোলন বাংলাদেশ উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী মনোনীত।।। উখিয়া ভয়েস 24 ডটকম

    ইসলামী আন্দোলন বাংলাদেশ উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী মনোনীত।।। উখিয়া ভয়েস 24 ডটকম

    উখিয়া ভয়েস 24 ডটকম

     

    কক্সবাজার।

    ইসলামী আন্দোলন বাংলাদেশ, কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়ন শাখার ঈদ পূনর্মিলনী ও সাধারণ সভা সভাপতি মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সেক্রেটারী জননেতা মওলানা মুহাম্মদ শোয়াইব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা হাফেজ মোহাম্মদ হোসাইন।
    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাফেজ নুরুল হক, শ্রমিক আন্দোলন উখিয়া উপজেলা সভাপতি জনাব আলী আকবর, ইসলামী আন্দোলন বাংলাদেশ রত্নাপালং ইউনিয়ন এর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোরশেদুল আলম এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ গিয়াস উদ্দিন, মাওঃ মোঃ আব্দুল আলীম, মাও. জামাল উদ্দিন, ফরিদ আলম, যুবনেতা মোঃ ফুরকান উদ্দিন রানা, খুরশেদ আলম, আজিজুল হক প্রমুখ।
    আজকের সভায় সকলের সর্বসম্মতিক্রমে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রত্নাপালং ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অত্র ইউনিয়নের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোরশেদ আলমকে মনোনীত করা হয়।

  • আ.লীগের কেন্দ্রীয় কমিটিতে সাঈদ খোকন

    আ.লীগের কেন্দ্রীয় কমিটিতে সাঈদ খোকন

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন বঞ্চিত সাঈদ খোকনকে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

    রবিবার দলের উপদপ্তর সম্পাদক সায়েম খান স্বাক্ষরিত বার্তায় বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত ২০ ও ২১ ডিসেম্বর ২০১৯ অনুষ্ঠিত দলের ২১তম জাতীয় কাউন্সিলে প্রদত্ত ক্ষমতাবলে সাঈদ খোকনকে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেন।

    ২০১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন সাঈদ খোকন। তিনি অবিভক্ত ঢাকার প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে।

    এবারের নির্বাচনেও দলের মনোনয়ন চেয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটির এই মেয়র। তবে দল তাকে মনোনয়ন না দিয়ে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসকে মনোনয়ন দেয়। তখনই ধারণা করা হচ্ছিল, সাঈদ খোকনকে ‘সান্ত্বনা পুরস্কার’ হিসেবে কেন্দ্রীয় কমিটিতে স্থান দেয়া হতে পারে।

  • ফেসবুকে ভুয়া খবরে বাতিল হবে বিজ্ঞাপন

    ফেসবুকে ভুয়া খবরে বাতিল হবে বিজ্ঞাপন

    তীব্র সমালোচনার মুখে অবশেষে ভুয়া খবর ঠেকানোর বিষয়ে আরও কঠোর হচ্ছে ফেসবুক। যেসব পেজ ও গ্রুপ থেকে ভুয়া খবর ছড়ানো হবে তা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। 

    গত ১১ ডিসেম্বর এ বিষয়ে সতর্ক করে ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, কোনও পেজ বা গ্রুপের ক্ষেত্রে যদি কমিউনিটি গাইডলাইন ভাঙার প্রমাণ না পাওয়া যায় এবং ভুয়া খবর ছড়ালে সক্রিয়ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ফরচুন অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    ফেসবুকের পক্ষ থেকে পেজের ব্যবস্থাপকদের সতর্ক করে বলা হয়েছে, ফেসবুক যদি কোনও কনটেন্ট মুছে ফেলে বা সরিয়ে দেয় বা যে পোস্টের কারণে কোনও পেজ বন্ধ হওয়ার ঘটনা ঘটেছে, তা আবার নতুন পেজে পোস্ট করা হয়, তবে সে পেজও বন্ধ করে দেয়া হবে।

    সম্প্রতি ফ্যাক্ট চেকিং কর্মসূচির মাধ্যমে প্ল্যাটফরমে কোনও খবর ভুয়া বলে শনাক্ত হলে সে পোস্টের বিষয়ে সতর্ক করা হবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ভারতে এএফপি ইন্ডিয়া, ফ্যাক্ট ক্রেসেন্ডো, ফ্যাক্টলি, নিউজমোবাইল, ইন্ডিয়া টুডের মতো প্রতিষ্ঠানের সঙ্গে ফ্যাক্ট চেকিং বিষয়ে কাজ শুরু করেছে ফেসবুক।

    ফেসবুক তাদের এক ব্লগ পোস্টে বলেছে, প্রযুক্তি ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট সরানোর পাশাপাশি ভুয়া খবর ছড়ানোর বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। ভুয়া পোস্টগুলোকে সরাসরি ‘ভুয়া’, ‘মিশ্র’, ‘ভুয়া শিরোনাম’, ‘মতামত’, ‘বিদ্রুপের’ মতো নানা সংজ্ঞা দেয়া হবে। ১২ ভাষায় পোস্টগুলোকে এভাবে সংজ্ঞায়িত করা হবে।

    ভারতের আগে সিঙ্গাপুর ও নেদারল্যান্ডসে ভুয়া খবর বিষয়ে সতর্ক করার বিষয়গুলো পরীক্ষা করেছে ফেসবুক কর্তৃপক্ষ। তারা বলছে, কোনও ভুয়া খবর শনাক্ত করার পর কর্তৃপক্ষ সেই খবর পর্যালোচনা করবে। পোস্টটি ভুয়া বলে প্রমাণিত হলে তা কারও কাছে পৌঁছাবে না।

    এমনকি, যেসব পেজ থেকে বারবার ভুয়া খবর ছড়ানো হবে, সে পেজের বিজ্ঞাপন থেকে অর্থ আয়ের সুযোগ কমিয়ে দেবে।

    ভুয়া খবরের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও রাজনৈতিক নেতাদের পেজ থেকে সরাসরি পোস্ট করা কোনও বক্তব্য, বিজ্ঞাপনের মতো বিষয়গুলোর ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেয়া হবে না বলেই জানিয়েছে ফেসবুক।

    বিশ্লেষকরা বলছেন, ফেসবুকের এ উদ্যোগ ভুয়া খবর ঠেকাতে সহায়ক হবে। এ ছাড়া ব্যবহারকারীর মধ্যে সচেতনতা সৃষ্টি করবে।

  • করোনার মতো আরও বহু ভাইরাস আছে: চীনা ভাইরোলজিস্ট

    করোনার মতো আরও বহু ভাইরাস আছে: চীনা ভাইরোলজিস্ট

    চীনের সুপরিচিত ভাইরোলজিস্ট শি ঝেংলি বলেছেন, যেসব ভাইরাস আবিষ্কার হচ্ছে, সেগুলো ‘বরফের চূড়া মাত্র’ অর্থাৎ এ ধরনের আরও বহু ভাইরাস আছে।চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিজিটিএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন। এসময় তিনি মহামারির বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক ঐক্যের ডাকও দেন। খবর ব্লুমবার্গের।চীনের ব্যাট ওমেন হিসেবে পরিচিত, উহান ইন্সটিটিউট অব ভাইরোলজির ডেপুটি ডিরেক্টর শি বলেন, ভাইরাসের গবেষণায় বিজ্ঞানী ও সরকারদের স্বচ্ছ ও সহযোগিতামূলক হতে হবে।আর যখন বিজ্ঞানকে রাজনীতিকরণ করা হয় তখন তা ‘খুবই দুঃখজনক।’সিজিটিএনকে শি বলেন, আমরা যদি পরবর্তী সংক্রামক রোগের প্রাদুর্ভাব থেকে মানুষজনকে বাঁচাতে চাই, তাহলে প্রকৃতিতে বন্যপ্রাণী বাহিত এই অজানা ভাইরাসগুলো সম্পর্কে আমাদের জানতে হবে এবং প্রাথমিক সতর্কতা দিতে হবে। আমরা যদি এগুলো সম্পর্কে না জানি তাহলে আরেকটি প্রাদুর্ভাব হওয়ার সম্ভাবনা রয়েছে।চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকেই ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ট্রাম্প ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের অভিযোগ উহান ইন্সটিটিউট অব ভাইরোলজি থেকেই ছড়িয়েছে করোনাভাইরাস। তবে শি বলেছেন, মানুষের শরীরে যে করোনাভাইরাস ছড়াচ্ছে তার সঙ্গে তিনি যে ভাইরাস নিয়ে কাজ করছেন তার জেনেটিক বৈশিষ্ট্যের মিল নেই।এদিকে সামাজিক মাধ্যমে একটি পোস্টে নিজের নামে শপথ করে শি বলেন, এই মহামারির সঙ্গে তার ল্যাবের কোনও সম্পর্ক নেই। অন্যদিকে সপ্তাহে সিজিটিএনকে দেয়া এক সাক্ষাৎকারে উহান ইন্সটিটিউট অব ভাইরোলজির পরিচালক ওয়াং ইয়ানই বলেন, এই ল্যাব থেকে ভাইরাস ছড়িয়েছে এটা ‘পুরোপুরি বানোয়াট।’উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বের ৫৬ লাখ ৩১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে।মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৮ হাজার ৯৬৪ জনের। আর সুস্থ হয়েছে প্রায় ২৪ লাখ মানুষ।

  • করোনায় আক্রান্ত ডা. জাফরুল্লাহ চৌধুরী

    করোনায় আক্রান্ত ডা. জাফরুল্লাহ চৌধুরী

    করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল রোববার তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে।

    আজ সোমবার রাতে করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি তিনি জানান। নিজ প্রতিষ্ঠানের উদ্ভাবিত কিটেই তার শরীরের নমুনা পরীক্ষা করা হয়।

    জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘গতকাল রোববার সন্ধ্যায় যখন আমি ইফতার করে বাসায় ফিরছিলাম তখন আমি জ্বর জ্বর অনুভব করি। সে সময়ই আমাদের নিজেদের উদ্ভাবনী কিট দিয়ে নমুনা পরীক্ষা করা হয়। তার এক ঘণ্টার ভেতরে আমি রিপোর্ট পাই। রিপোর্টে করোনা পজিটিভ আসে।

  • সরকারের ত্রাণ সহায়তা অব্যাহত

    সরকারের ত্রাণ সহায়তা অব্যাহত

    করোনা ভাইরাসের মতো দুর্যোগে সারাদেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত সারাদেশে সোয়া এক কোটি পরিবারের সাড়ে পাঁচ কোটির বেশি মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে সরকার।

    আজ শনিবার এক তথ্য বিবরণীতে বলা হয়, ৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ২২ মে পর্যন্ত সারাদেশে চাল বরাদ্দ দেয়া হয়েছে ১ লাখ ৮২ হাজার ৬৭ মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে ১ লাখ ৬২ হাজার ১৯৩ মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ১ কোটি ২৫ লাখ ২ হাজার ৯৪৮টি এবং উপকারভোগী লোক সংখ্যা ৫ কোটি ৬১ লাখ ৪৮ হাজার ৫৭৯ জন।

    শিশু খাদ্যসহ অন্যান্য সামগ্রী ক্রয়ের জন্য নগদ বরাদ্দ দেয়া হয়েছে ১০৪ কোটি ৭ লাখ টাকা। এরমধ্যে নগদ বরাদ্দ দেয়া হয়েছে ৮১ কোটি ৭৩ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা এবং বিতরণ করা হয়েছে ৬৯ কোটি ১০ লাখ ৩৮ হাজার ২৫৩ টাকা।

    এতে উপকারভোগীর পরিবার সংখ্যা ৭৫ লাখ ২৯ হাজার ৮৭২ টি এবং উপকারভোগী লোক সংখ্যা ৩ কোটি ৫১ লাখ ২১ হাজার ৫৪৭ জন।

    শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ ২২ কোটি ৩৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ১৭ কোটি ৩৫ লাখ ৫ হাজার ৩৬ টাকা । এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৫ লাখ ৪৫ হাজার ৩৭৬ টি এবং লোক সংখ্যা ১১ লাখ ৬৭ হাজার ৭৯৬ জন।