Category: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

  • বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা রেখে ভর্তি বন্ধের সিদ্ধান্ত ছাত্রজনতা মেনে নেবে না-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

    বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা রেখে ভর্তি বন্ধের সিদ্ধান্ত ছাত্রজনতা মেনে নেবে না-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

    ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

    শিক্ষার্থীদের ভর্তির সুযোগ থেকে বঞ্চিত করা শিক্ষার মৌলিক অধিকার পরিপন্থী। গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত ২০২০-২১ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কৃতকার্যদের ভর্তির সুযোগ না দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি বন্ধের সিদ্ধান্ত বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় দীর্ঘমেয়াদে গভীর সংকট সৃষ্টি করবে।

    আজ ২৫ এপ্রিল ২০২২ইং সোমবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা রেখে ভর্তি বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ উপর্যুক্ত মন্তব্য করেন।

    তিনি বলেন, গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষার সিদ্ধান্ত শিক্ষার্থীবান্ধব। এতে শিক্ষার্থীদের সময়, অর্থ ও শ্রম বেঁচে যায়। কিন্তু শিক্ষার্থীদের সুবিধা বিবেচনা না করে স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও মুনাফার স্বার্থে মেধাতালিকা অনুযায়ী মেরিট লিস্টে থাকা পরবর্তীদের সুযোগ না দিয়ে ভর্তি কার্যক্রম বন্ধ করে এ পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আমরা জানি, বিশ্ববিদ্যালয় জ্ঞান উৎপাদন, জ্ঞান বিতরণ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করার জায়গা, কিন্তু সেখানে জালিয়াতির কৌশল করা জাতির জন্য অশুভ সংকেত। শিক্ষাকে পণ্যায়ন করার এক নীলনকশা বাস্তবায়নের পথে হাঁটছে বর্তমান শিক্ষাব্যবস্থা। শিক্ষাব্যবস্থাকে অগ্রহণযোগ্য ও প্রশ্নবিদ্ধ করতে একটি মহল এমন হটকারি সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে আমরা মনে করি।

    মানববন্ধন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমাদ মানসুর, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম হুসাইন মৃধা, প্রশিক্ষণ সম্পাদক নুরুল বশর আজিজী, দাওয়াহ সম্পাদক শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী, তথ্য গবেষণা সম্পাদক সুলাইমান দেওয়ান সাকিব, দফতর সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম, প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক মুনতাছির আহমাদ, বিশ্ববিদ্যালয় উপ-সম্পাদক মুহাম্মাদ হাবীবুর রহমান এবং ঢাকা মহানগর ও ঢাকাস্থ শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

  • ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জালিয়াপালং ইউনিয়নের ইফতার মাহফিল ও ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

    ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জালিয়াপালং ইউনিয়নের ইফতার মাহফিল ও ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

    ওমর ফারুক সহকারী বার্তা সম্পাদক উখিয়া ভয়েস ২৪.কম

    উখিয়া থানা শাখার আওতাধীন জালিয়াপালং ইউনিয়নের এর আহবায়ক কমিটি ঘোষণা করা হয় অদ্য রবিবার ২৪শে এপ্রিল ২০২২ইং।

    উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও হলদিয়া পালং ইউনিয়ন এর সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জাহাঙ্গীর রফিক।

    প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সাবেক শুরা সদস্য ও উখিয়া থানা শাখার বর্তমান সভাপতি সাংবাদিক ওমর ফারুক।

    বক্তব্য রাখেন,ইসলামী যুব আন্দোলনে’র উখিয়া থানা শাখার সংগ্রামী সভাপতি সাইফুল্লাহ চৌধুরী। ইসলামী ছাত্র আন্দোলন এর সাবেক সভাপতি খাইরুল আমিন।
    ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জালিয়াপালং ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা নুরুল আমীন।

    আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ ও ইসলামী ছাত্র আন্দোলন এর সদস্য বৃন্দ।

    উক্ত বৈঠকে এক পর্যায়ে বক্তারা বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জাহেলীয়াতে অবসান ঘটিয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী কোলাফায়ে রাশেদার নমুনায় সমাজ ও রাস্ট্রকে গঠন করা ও নিজের আত্মশুদ্ধির ভিবেচনা করায় মূল লক্ষ।
    বর্তমান বাংলাদেশে ইসলামী সংগঠন এর মধ্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একপর্যায়ে বাতিলের পক্ষে আছে ও হকের পথে অনুসরণ করে।

    বর্তমান উখিয়া উপজেলায় প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের কমিটি গঠন এর কাজ চলতেছে।সে সমর্থনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পুরা দেশে অন্যায় অবিচার দূর্ণীতি ও মাদক মুক্ত দেশ গঠন করতে শ্রেষ্টা চলাচ্ছে।

    উক্ত বৈঠক শেষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর উখিয়া থানা শাখার সভাপতি ওমর ফারুক জালিয়াপালং ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করেন,আহ্বায়ক কমিটিতে যাদের নাম ঘোষণা করা হলো তারা হচ্ছে,
    আহ্বায়কঃ- মোহাম্মদ ইমরান।
    যুগ্ম আহ্বায়কঃ- মোহাম্মদ জুনায়েদ।
    সদস্য সচিবঃ- মোহাম্মদ আব্দুল্লাহ।
    সাধারণ সদস্যঃ- মোহাম্মদ মোরশেদ।

    উক্ত নতুন আহ্বায়ক কমিটির নতুন দায়িত্বশীলকে শপথ পাঠ করিয়ে আগামী পূর্নাঙ্গ কমিটি করার তারিখ ঠিক করে  মোনাজাতের মাধ্যমে বৈঠক শেষ করা হয়।