Category: উখিয়া উপজেলা

  • উখিয়া উপজেলায় পিএফজির ফলোআপ মিটিং অনুষ্ঠিত।

    উখিয়া উপজেলায় পিএফজির ফলোআপ মিটিং অনুষ্ঠিত।

    কক্সবাজারের উখিয়া, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র আয়োজিত পিএফজির ফলোআপ মিঠিং অনুষ্ঠিত হয়।

    ওমর ফারুক উখিয়া, কক্সবাজার।

    শনিবার ১৯ নভেম্বর বেলা ১২ঘটিকায় উখিয়া প্রেসক্লাব মিলনায়তনে হল কক্ষকে এই আয়োজন করা হয়।

    এতে পিএফজির কো-অর্ডিনেটর নুর মোহাম্মদ সিকদারের সভাপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর কক্সবাজার জেলার ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মুহাম্মদ আব্দুর রব খান’র সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন,কক্সবাজার জেলার সাহিত্য কবি ও বিশিষ্ট রাজনীতিবিদ বাংলাদেশ আওয়ামীলীগ উখিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি কবি আদিল চৌধুরী।

    এতে তিনি বলেন,দেশের ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা অর্থ সম্পদ অর্জনে ব্যস্ত রয়েছে। যে যার মত করে সম্পদ লুট করেছে। দেশের সমস্যা সমাধানে দেশ প্রেম নিয়ে কাজ করলে আজ সোনার বাংলা হতো। সোনার মানুষের বড়ই অভাব রয়েছে। নদ-নদী ও খালের পানিতে চাষ করা যায়। কিন্তু এই পানি খাওয়া যায় না।

    তিনি বলেন, সাগরের পানি লবণাক্ত। খাল ও নদীর পানি যখন সাগরে মিলিত হয় তখন এই পানিও লবণাক্ত হয়ে যায়। আমাদের রাজনৈতিক অবস্থাও আজ খাল ও নদীর পানির মতো হয়েছে। আমাদের একটি লবণাক্ত সাগর দরকার। সমতার ভিত্তিতে সমাজ উন্নয়নে কাজ করতে হবে। সবাই মানুষ হিসেবে স্রষ্টার গুণে-গুণান্নিত হতে হবে। নিজ নিজ অবস্থান থেকে সৎ থেকে কাজ করি তাহলেই আমরা প্রশান্তি খুঁজে পাবো।

    এসময় বক্তব্য রাখেন, দলিলুর রহমান শাহিন, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক, উখিয়া উপজেলা বিএনপি,রতন কান্তি দে, সিনিয়র সহ সভাপতি, উখিয়া উপজেলা যুবলীগ,জয়নব আলম লিপি, সাংগঠনিক সম্পাদক, উখিয়া উপজেলা মহিলা লীগ, রবীন্দ্র দাস রবি, সাধারণ সম্পাদক, উখিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ, মৃদুল আইচ, দারোগাবাজার সমাজ কমিটির সভাপতি।জন্নাত আরা বেগম, সহ সাংগঠনিক সম্পাদক, উখিয়া উপজেলা বিএনপি। সৈয়দ হোসেন চৌধুরী, আহ্বায়ক, আমার বাংলাদেশ পার্টি, উখিয়া,জাহাঙ্গীর রফিক, সাধারণ সম্পাদক, ইসলামী আন্দোলন, উখিয়া উপজেলা শাখা, হুমায়ুন কবির জুসান, সহ সভাপতি, উখিয়া প্রেস ক্লাব ফারুক আহমদ, সাংবাদিক ও সদস্য, উখিয়া প্রেস ক্লাব, সুবীর বড়ুয়া, অবসরপ্রাপ্ত শিক্ষক সহ প্রমুখ।

    এসময় উপস্থিত ছিলেন, পিএফজি সদস্য
    মনোয়ারা, রাশেদা বেগম, জেসমিন আক্তার, রহিমা বেগম, ইয়াসমিন আক্তার, আব্দুল মোস্তফা, জয়দীপ রুদ্র, কাজল আইচ,
    ইয়ুথ এ্যাম্বাসেডরঃ ইমরান মোহাম্মদ কাফি, তরুণ সাংবাদিক ওমর ফারুক, তাজুল ইসলাম, সুমাইয়া সারমিন, সালমা আক্তার মিমি, নুরুল ইসলাম সহ প্রমুখ।

  • কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৪তম প্রতিষ্টাবার্ষীক।

    কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৪তম প্রতিষ্টাবার্ষীক।

    আগামী ২৬শে নভেম্বর,২০২২ইং, রোজ শনিবার বাংলাদেশ সরকারের অনুমোদিত অন্যতম সরকারি মিডিয়ায় তালিকাভুক্ত জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

    অনুষ্ঠানস্থলঃ ২৬ নভেম্বর ২০২২ বিকাল ৩ ঘটিকায় কক্সবাজারের কলাতলী ডলপিন মোড়ে অবস্থিত হোটেল ওয়ার্ড বিচ রিসোর্ট’র ২য় তলায় সম্মেলন কক্ষ।

    প্রধান অতিথিঃ কক্সবাজারের মান্যবর জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ স্যার।
    বিশেষ অতিথিঃ কক্সবাজার জেলা,পুলিশ সুপার, মাহফুজল ইসলাম(পিপিএম বার)
    সভাপতিঃজাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক, শফিকুল ইসলাম।

    উক্ত অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি কামনা করি।

    আমন্ত্রণে, মোহাম্মদ

    ওমর ফারুক
    উখিয়া প্রতিনিধি জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকা।

  • উখিয়া পাতাবাড়ি শৈলেরঢেবা গোল্ডকাপ টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

    উখিয়া পাতাবাড়ি শৈলেরঢেবা গোল্ডকাপ টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

     

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    কক্সবাজের উখিয়া পাতাবাড়ি শৈলেরঢেবা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ১৪ নভেম্বর ২০২২ ইং, বিকেল সাড়ে ৩টায় পাতাবাড়ি খেলার মাঠে।

    উখিয়া পাতাবাড়ি শৈলেরঢেবা যুব ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জাহাঙ্গীর কবির চৌধুরী।

    উক্ত অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশ নিয়েছেন সিকদারবিল বাছাই একাদশ বনাম রুমখাঁ চৌধুরী পাড়া ফুটবল একাদশ, খেলায় দ্বিতীয় অধিবেশনে ০১ গোলে এগিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রুমখাঁ চৌধুরী পাড়া ফুটবল একাদশ।

    উক্ত ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল বি এম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিলন বড়ুয়া, উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শাহীন, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাহ উদ্দিন মেম্বার, রাজাপালং ইউনিয়ন ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল হক খান, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিনয় বড়ুয়া, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, পাতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, উখিয়া মডেল সরকারি প্রথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মেধু বড়ুয়া, শিক্ষক আদিত্য বড়ুয়া রাহুল, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুভাষ বড়ুয়া, উপজেলা যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মাসুদ আমিন শাকিল, উখিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি সাঈদুল আমিন টিপু সহ অন্যান্য অতিথিবৃন্দ।

  • ৭ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজারে শুভাগমন

    ৭ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজারে শুভাগমন

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    ৭ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজার শুভাগমন উপলক্ষে কক্সবাজার জেলা আওয়ামীলীগ আয়োজিত যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১০ নভেম্বর, সকাল সাড়ে ১০ টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরীর হলরুমে অনুষ্ঠিত যৌথ বর্ধিত সভায়
    প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জনাব, মাহবুবুল আলম হানিফ এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

    জেলা আওয়ামীলীগ সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে যৌথ বর্ধিত সভা সঞ্চালনা করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান সহ সকল সংসদ সদস্যবৃন্দ।

    আরো বক্তব্য রাখছেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জাহাঙ্গীর কবির চৌধুরী।

    এছাড়াও জেলার আওতাধীন প্রত্যেক উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ বক্তব্য রাখেন।

  • উখিয়ায় ইরতিজা টাইলস এন্ড সেনেটারী শুভ উদ্বোধন

    উখিয়ায় ইরতিজা টাইলস এন্ড সেনেটারী শুভ উদ্বোধন

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    কক্সবাজরের উখিয়া পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন ইরতিজা টাইলস এন্ড সেনেটারী শুভ উদ্বোধন করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জাহাঙ্গীর কবির চৌধুরী।

    ৪ নভেম্বর, জুমার নামাজ শেষে উখিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সকল প্রকার দেশী-বিদেশি টাইলস ও সেনেটারী সামগ্রী নিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে “ইরতিজা টাইলস এন্ড সেনেটারী” নামক এ প্রতিষ্টানের প্রোপ্রাইটরঃ মোঃ মনিরুল ইসলাম চৌধুরী ও মোঃ নজরুল ইসলাম অপু।

    ইরতিজা টাইলস এন্ড সেনেটারী প্রতিষ্টানটি শুভ উদ্বোধন কালে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাহ উদ্দিন, মাস্টার শাহজাহান, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, কৃষক লীগ নেতা কাজি আকতার উদ্দিন টুনু, সাবেক মেম্বার মোহাম্মদ উল্লাহ, সাবেক ছাত্রনেতা ওমর খাঁন, ছাত্রলীগ নেতা মোঃ ইব্রাহিম ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও মুরব্বীগন।

    ইরতিজা টাইলস এন্ড সেনেটারী, এইখানে সব ধরনের মালামাল পাইকারি ও খুচরা বিক্রি করা হয়।
    যোগাযোগঃ ০১৮৭২৬১৫১৭৮, ০১৮৭৭৬১৪০৬৯।

  • উখিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলহত্যা দিবস পালিত

    উখিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলহত্যা দিবস পালিত

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ৩রা নভেম্বর জেলহত্যা দিবস পালন করেছে উখিয়া উপজেলা আওয়ামী লীগ। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল।

    উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা নুরুল হুদা।

    উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম-বিষয়ক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক নুরুল হক খাঁন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক সাংবাদিক রাসেল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের নেতা আলী হোসাইন খাঁন, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ ইব্রাহিম, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা নুর মোহাম্মদ শেখর ও যুবনেতা জাহেদ আলম। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ, সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সম্পাদক ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

    সভায় বক্তারা মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও ৪ জাতীয় নেতাকে যথাযথ শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা আজকের দিনটিকে দেশের ইতিহাসের অন্যতম বর্বরোচিত কালো দিন হিসাবে পালন করে আসছে।

  • উখিয়া স্টেশন থেকে কলেজ বাস সার্ভিস শুভ উদ্বোধন

    উখিয়া স্টেশন থেকে কলেজ বাস সার্ভিস শুভ উদ্বোধন

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    কক্সবাজারের উখিয়া স্টেশন থেকে কলেজ বাস সার্ভিস শুভ উদ্বোধন করেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন।

    মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উখিয়ার ছাত্র-ছাত্রীদের কক্সবাজার সরকারি কলেজ যাতায়াতের সুবিধার্থে ৩ নভেম্বর ২০২২ইং, সকাল ০৮ টায় উখিয়া উপজেলা গেইটের সামনে কলেজ বাস সার্ভিসটি উদ্বোধন করা হয়েছে।

    কক্সবাজার সরকারি কলেজ কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, কক্সবাজার সরকারি কলেজের অধ্যাপক মহিব উল্লাহ। আরো উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক রাজিবুল হাসান মোস্তাক, যুগ্ম আহ্বায়ক সাহেদুর রহমান, সাকিব ও মনসুর।
    উখিয়া উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন মাহমুদ, কক্সবাজার শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল হক ও উখিয়া উপজেলা ছাত্রলীগের পক্ষথেকে উপস্থিত ছিলেন জুলহাস উদ্দিন টিপু, মোঃ ইব্রাহিম, সালাউদ্দিন, জামাল উদ্দিন, মিজানুর রহমান আরিয়ান সহ অসংখ্য কলেজ যাত্রি ছাত্র-ছাত্রীরা।

  • উখিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ডিজিটাল উদ্বোধনী মেলা অনুষ্ঠিত

    উখিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ডিজিটাল উদ্বোধনী মেলা অনুষ্ঠিত

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার।

    কক্সবাজারের উখিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ডিজিটাল উদ্বোধনী মেলা অনুষ্ঠিত হয় ৩ নভেম্বর ২০২২ খ্রিঃ বৃহস্পতিবার উখিয়া উপজেলা চত্বরে দিনব্যাপী জমজমাট মেলা অনুষ্ঠান পরিদর্শন করে ফিতা কেটে শুভ উদ্বোধনী সুচনা করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব।

    উক্ত আয়োজিত ডিজিটাল উদ্বোধনী মেলায় বিভিন্ন স্থরের স্টল প্রদর্শনী করেন অতিথিবৃন্দ।

    উপজেলা প্রশাসন ডিজিটাল উদ্বোধনী মেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি সালেহ আহমদ, উপজেলা শিক্ষা একাডেমির সুপারভাইজার বদরুল আলম, প্রকল্প কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ইরফান উদ্দিন, কৃষি কর্মকর্তা প্রসেঞ্জিত তালুকদার, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাংবাদিক রতন দে, সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার।

    এছাড়া এতে জানানো হয়, দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য র‌্যালি ও আলোচনা সভায় পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান মালা রয়েছে।

  • বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

    বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব
    মহিলা কলেজের ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

    কক্সবাজারের উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
    ২৯ অক্টোবর ২০২২, শনিবার সকাল সাড়ে ১১টায় আয়োজিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

    অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, ত্রিপিটকপাঠ ও গীতা থেকে পাঠ করে অতিথিবৃন্দদের ফুল দিয়ে বরণ করেন অত্র কলেজের শিক্ষার্থীরা।

    কলেজের অধ্যক্ষ শাহ আলম এর সভাপতিত্বে এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক নুরুল আমিন সিকদার ভূট্রো, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম রশিদ সহ অত্র বিদ্যালয়ের অধ্যাপক সহকারি অধ্যাপিকাবৃন্দ ও পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক হেলাল উদ্দিন।

    প্রধান অতিথির বক্তব্য ইউএনও ইমরান হোসাইন সজীব বলেন, “শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা সমাপন্তে উচ্চ শিক্ষায় গমন করে ছোট পরিসর থেকে বড় পরিসরে জীবনকে গড়ে তুলবে। তোমরাই দেশের ভবিষ্যৎ, জাতীর আশা-আকাঙ্খার প্রতীক। বর্তমান বিশ্ব পরিস্থিতির কারণে দেশের যে অর্থনৈতিক সংকট চলছে তা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অতি সত্তর উত্তরণ ঘটবে। ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে তোমাদের অগ্রণী ভূমিকা থাকবে এবং তোমরাই হবে সুখী-সমৃদ্ধ-উন্নত বাংলাদেশের অংশীদার। তোমাদের নেতৃত্বে বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে।

    অত্র কলেজের অধ্যক্ষ শাহ আলম বলেন, শিক্ষার্থীদের এ বিদায় তোমাদের শিক্ষা জীবনের ধারাবাহিকতার একটি অংশ, প্রকৃতপক্ষে শিক্ষার্থীদের কখনো বিদায় হয় না। তোমরা সবসময়ই তোমাদের এ প্রিয় প্রাঙ্গনে আসবে এটাই প্রত্যাশা। তিনি শিক্ষার্থীদেরকে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা পূর্বে প্রয়োজনীয় কাগজপত্রসহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশনা প্রদান করেন। শিক্ষার্থীরা অতীতের ন্যায় এবারও ভালো ফলাফলের মাধ্যমে কলেজের সুনাম অক্ষুন্ন রাখবে এ প্রত্যাশা ব্যক্ত করেন।

  • উখিয়ায় জাতীয় শিক্ষক দিবস পালিত-UkhiyaVoice24.Com

    উখিয়ায় জাতীয় শিক্ষক দিবস পালিত-UkhiyaVoice24.Com

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    কক্সবাজারের উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে জাতীয় শিক্ষক দিবস-২০২২, বৃহস্পতিবার (২৭ অক্টোবর) শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।এদিকে ‘শিক্ষক দিবস-২০২২’ উদযাপন উপলক্ষে কক্সবাজারের উখিয়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ শিক্ষকদের অংশগ্রহণের মধ্য দিয়ে উখিয়া উপজেলা শিক্ষা একাডেমির তত্বাবধানে দিবসটি পালন করা হয়েছে।

    উক্ত আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব, উপজেলা শিক্ষা অফিসার গোলসান আক্তার, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া থানা তদন্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে,
    মাধ্যমিক শিক্ষা একাডেমির সুপারভাইজার বদরুল আলম, উখিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ইরফান উদ্দিন, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী,

    এছাড়া এতে জানানো হয়, দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য র‌্যালি ও আলোচনা সভায়, আবৃত্তি, বৃক্ষরোপন ও পুরষ্কার বিতরণে অংশ নেন নেতৃবৃন্দ ও প্রতিটি সরকারি ও বেসরকারি কলেজ, সরকারি মাধ্যমিক ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীগন উপস্থিত ছিলেন।