Category: উখিয়া উপজেলা

  • বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

    বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব
    মহিলা কলেজের ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

    কক্সবাজারের উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
    ২৯ অক্টোবর ২০২২, শনিবার সকাল সাড়ে ১১টায় আয়োজিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

    অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, ত্রিপিটকপাঠ ও গীতা থেকে পাঠ করে অতিথিবৃন্দদের ফুল দিয়ে বরণ করেন অত্র কলেজের শিক্ষার্থীরা।

    কলেজের অধ্যক্ষ শাহ আলম এর সভাপতিত্বে এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক নুরুল আমিন সিকদার ভূট্রো, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম রশিদ সহ অত্র বিদ্যালয়ের অধ্যাপক সহকারি অধ্যাপিকাবৃন্দ ও পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক হেলাল উদ্দিন।

    প্রধান অতিথির বক্তব্য ইউএনও ইমরান হোসাইন সজীব বলেন, “শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা সমাপন্তে উচ্চ শিক্ষায় গমন করে ছোট পরিসর থেকে বড় পরিসরে জীবনকে গড়ে তুলবে। তোমরাই দেশের ভবিষ্যৎ, জাতীর আশা-আকাঙ্খার প্রতীক। বর্তমান বিশ্ব পরিস্থিতির কারণে দেশের যে অর্থনৈতিক সংকট চলছে তা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অতি সত্তর উত্তরণ ঘটবে। ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে তোমাদের অগ্রণী ভূমিকা থাকবে এবং তোমরাই হবে সুখী-সমৃদ্ধ-উন্নত বাংলাদেশের অংশীদার। তোমাদের নেতৃত্বে বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে।

    অত্র কলেজের অধ্যক্ষ শাহ আলম বলেন, শিক্ষার্থীদের এ বিদায় তোমাদের শিক্ষা জীবনের ধারাবাহিকতার একটি অংশ, প্রকৃতপক্ষে শিক্ষার্থীদের কখনো বিদায় হয় না। তোমরা সবসময়ই তোমাদের এ প্রিয় প্রাঙ্গনে আসবে এটাই প্রত্যাশা। তিনি শিক্ষার্থীদেরকে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা পূর্বে প্রয়োজনীয় কাগজপত্রসহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশনা প্রদান করেন। শিক্ষার্থীরা অতীতের ন্যায় এবারও ভালো ফলাফলের মাধ্যমে কলেজের সুনাম অক্ষুন্ন রাখবে এ প্রত্যাশা ব্যক্ত করেন।

  • উখিয়ায় জাতীয় শিক্ষক দিবস পালিত-UkhiyaVoice24.Com

    উখিয়ায় জাতীয় শিক্ষক দিবস পালিত-UkhiyaVoice24.Com

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    কক্সবাজারের উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে জাতীয় শিক্ষক দিবস-২০২২, বৃহস্পতিবার (২৭ অক্টোবর) শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।এদিকে ‘শিক্ষক দিবস-২০২২’ উদযাপন উপলক্ষে কক্সবাজারের উখিয়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ শিক্ষকদের অংশগ্রহণের মধ্য দিয়ে উখিয়া উপজেলা শিক্ষা একাডেমির তত্বাবধানে দিবসটি পালন করা হয়েছে।

    উক্ত আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব, উপজেলা শিক্ষা অফিসার গোলসান আক্তার, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া থানা তদন্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে,
    মাধ্যমিক শিক্ষা একাডেমির সুপারভাইজার বদরুল আলম, উখিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ইরফান উদ্দিন, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী,

    এছাড়া এতে জানানো হয়, দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য র‌্যালি ও আলোচনা সভায়, আবৃত্তি, বৃক্ষরোপন ও পুরষ্কার বিতরণে অংশ নেন নেতৃবৃন্দ ও প্রতিটি সরকারি ও বেসরকারি কলেজ, সরকারি মাধ্যমিক ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীগন উপস্থিত ছিলেন।

  • বালুখালী পানবাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর শুভেচ্ছা বিনিময়

    বালুখালী পানবাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর শুভেচ্ছা বিনিময়

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালীস্থ বৃহত্তর পানবাজারের ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর
    নব-নির্বাচিত সভাপতি/ সম্পাদক সহ কমিটির সকল সদস্যগন ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সাথে।

    ২৬ অক্টোবর সন্ধ্যায় চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর বাসভবনে শুভেচ্ছা বিনিময় করতে আসেন নবনির্বাচিত কমিটির সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক নুরুল বশর রানা, সহ-সভাপতি নুরুল আলম, কোষাদক্ষ মোঃ আনোয়ারুল ইসলম, জিয়াবুল হক,দিদারুল আলম, আব্দুল হাকিম, জসিম উদ্দিন,সাইফুল ইসলাম, মোঃ আলী, মোঃ রফিক, জাহাঙ্গীর আলম,

    এসময় আরো উপস্থিত ছিলেন
    পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রহিম রাজা,পালংখালী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহব্বাযক আব্দুল গফুর নান্নু ও নুরুল আবছার।

  • উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    কাজল আইচ, উখিয়া।

    কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন পরিষদের চলমান মতবিনিময সভায় গেঞ্জি, ক্যাপ, কাপ ও ব্যাগ চয়েস নির্ধারণ করণ প্রস্তুতি সম্পন্ন হয়েছে ।

    ২৫ অক্টোবর-২০২২ খ্রিঃ সোমবার রাতে উখিয়া মডেল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী। উদযাপন পরিষদের মহাসচিব অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্রো, উদযাপন পরিষদ প্রধান সমন্বয়কারী মৌলভী হারুন অর রশিদ, অধ্যাপক তহিদুল আলম তহিদ, মাষ্টার রফিক উদ্দিন, সাংবাদিক সরোওয়ার আলম শাহীন, সাংবাদিক কাজল আইচ ও উখিয়ার বিশিষ্ট তরুন ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির রুবেল, তোফাইল আহমদ, বাবু প্রদীপ সেন, পেক্স নুরুল ইসলাম, ছৈয়দ আলম ভুট্রো সহ বিভিন্ন ব্যাচ প্রতিনিধি ও বিশিষ্ট সম্মানিত প্রাক্তন ছাত্ররা উপস্থিত ছিলেন।

  • ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বন সভা অনুষ্ঠিত

    ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বন সভা অনুষ্ঠিত

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ।

    কক্সবাজার জেলাধীন উখিয়া উপজেলার সদর ৪নং রাজাপালং ইউনিয়নের ৫, ৭ ও ৮ নং এই তিন ওয়ার্ডের ৪৮ জন সদস্য নিয়ে রাজাপালং ইউনিয়ন ও ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বন সভা অনুষ্ঠিত হয়। উক্ত ওয়ার্ড দূর্যোগ ব্যবস্হাপনা কমিটি ও ইউনিয়ন দূর্যোগ ব্যবস্হাপনা কমিটি রাজাপালং ইউনিয়ন পরিষদ হলরুমে গতকাল ২৪ অক্টোবর ২০২২ খ্রিঃ সোমবার সকাল ১০ ঘটিকার দিকে অনুষ্ঠিত হয়।

    রাজাপালং ইউনিয়ন ও ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বন সভাটি কারিতাস বাংলাদেশ ও জার্মান কোপারেশন সংস্থার আয়োজিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত সভায় সৃষ্ট ঘুর্ণিঝড় সিত্রাং এর সমসাময়িক পরিস্থিতি মোকাবেলা করণে নানা বিষয় নিয়ে আলোচনা করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী।

    এসময় উপস্থিত ছিলেন কারিতাস এরিয়া কো-অরডিনেটর শশাঙ্ক রিছিল, কারিতাস বাংলাদেশ কক্সবাজার এরিয়া প্রোগ্রাম অফিসার জনাব মোঃ শরিফ, উখিয়া প্রোগ্রাম অফিসার মোজাম্মেল হক, রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জনাব ইন্জিনিয়ার হেলাল উদ্দিন মেম্বার, ইউপি সদস্য জনাব মীর সাহেদুল ইসলাম রোমান চৌধুরী, প্যানেল চেয়ারম্যান জনাব সালাউদ্দিন মেম্বার, ইউপি সদস্য জনাব আব্দুর রহিম মেম্বার, ইউপি সদস্য জনাব নুরুল কবির মেম্বা, ইউপি সদস্য জনাব আব্দুল হক মেম্বার, ইউপি সদস্য জনাব ইকবাল মেম্বার, সংরক্ষিত মহিলা সদস্য জনাবা শামসুন্নাহার, জনাবা খুরশিদা বেগম, জনাবা রোকসানা বেগম, কারিতাস বাংলাদেশ ইন্জিনিয়ার সুমন আহমেদ, ফিল্ড সুপারভাইজার নুরুল আমিন ও কারিতাস বাংলাদেশ রাজাপালং ৩ ওয়ার্ডের দায়িত্বশীল ভলান্টিয়ারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    উক্ত আলোচনা সমাপ্তি হওয়ার পূর্বে কারিতাস বাংলাদেশ রাজাপালং ইউনিয়নের কর্মযোগ্যের প্রতি আনন্দিত হয়ে রাজাপালং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী আন্তরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ক্রেস্ট প্রদান করেন কারিতাস বাংলাদেশ এর স্টাফদের।

  • জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন হুমায়ুন কবির চৌধুরী

    জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন হুমায়ুন কবির চৌধুরী

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ।

    কক্সবাজার জেলা পরিষদ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান জনাব শাহীনুল হক মার্শাল এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন জেলা পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য উখিয়া উপজেলা থেকে দ্বিতীয় বারের মতো নবনির্বাচিত, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মরহুম নুরুল ইসলাম চৌধুরী প্রকাশ ঠান্ডা মিয়া চেয়ারম্যান এর সুযোগ্য বড় ছেলে, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরীর বড়ভাই জনাব অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরীর, আরো উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, ৭নং ওয়ার্ডের জনপ্রতিনিধি জনাব আব্দুর রহিম মেম্বার, ইউপি সদস্য জনাব আব্দুল হক মেম্বার, ইউপি সদস্য জনাব ইকবাল মেম্বার প্রমুখসহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • উখিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের ৫৯ তম জন্মবার্ষিকী পালনে

    উখিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের ৫৯ তম জন্মবার্ষিকী পালনে

    কাজল আইচ, উখিয়া।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ৫৯ তম জন্মদিনের দিবসটি পালন করেন উখিয়া উপজেলা প্রশাসন।

    কক্সবাজারের উখিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দিবসটি পালন করা হয় অদ্য ১৮ অক্টোবর ২০২২ খ্রিঃ মঙ্গলবার সকাল ৮ ঘটিকার দিকে পরিষদ মিলনায়তনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে ৯ ঘটিকার দিকে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    উখিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইমরান হোসাইন সজীব, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া সহকারি কমিশনার ভূমি জনাব সালেহ আহমদ, উপজেলা নির্বাচন অফিসার জনাব মুহাম্মদ ইরফান উদ্দিন, শিক্ষা অফিসার গোলশানা আক্তার, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী, মুক্তিযুদ্ধা কমান্ডার পরিমল বড়ুয়া, কৃষকলীগ নেতা কাজি আকতার উদ্দিন টুনু, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ ইব্রাহিম, সহ শিক্ষক প্রতিনিধি ইমাম ও স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড থেকে সেদিনের নিষ্পাপ শিশু রাসেলও রেহাই পায়নি।

    প্রত্যক্ষদর্শী বঙ্গবন্ধুর ব্যক্তিগত সহকারী এএফএম মহিতুল ইসলামের মতে, ১১ বছরের শিশু রাসেল প্রতিদিনের মতো সেদিনও ঘুমিয়েছিল। আকস্মিক গুলির শব্দে তার ঘুম ভেঙে যায়। ঘুমভাঙা চোখে সে আতঙ্কিত হয়ে চমকে ওঠে। অবস্থা বুঝে বেগম মুজিব আদরের দুলাল রাসেলকে রক্ষায় বাড়ির কাজের লোকজনসহ পেছনের দরজা দিয়ে চলে যেতে বলেন। পেছনের ফটক দিয়ে বাইরে যাওয়ার সময় ঘাতকরা রাসেলকে আটক করে। এ সময় বাড়ির ভেতরে মুহুর্মুহু বুলেটের শব্দ, বীভৎসতা আর আর্তচিৎকার শুনে অবুঝ শিশু রাসেল কান্নাজড়িত কণ্ঠে ঘাতকদের বলেছিল, ‘আমি মায়ের কাছে যাব।’ পরে মায়ের লাশ দেখার পর অশ্রুসিক্ত কণ্ঠে জোর মিনতি করে বলেছিল, ‘আমাকে হাসু আপার কাছে পাঠিয়ে দাও।’ ছোট্ট নিষ্পাপ শিশুর আকুতিও নরপশুদের মন গলাতে পারেনি। মাত্র ১০ বছর ৯ মাস ২৭ দিন বয়সে এই প্রতিভাবান শিশুর জীবনপ্রদীপ নিভে যায়। বঙ্গবন্ধুর ঘাতক, আত্মস্বীকৃত খুনিরা সেদিন জাতির পিতা, বঙ্গবন্ধুর উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তাই নরপশুরা নিষ্পাপ শিশু ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র শেখ রাসেলকেও রেহাই দেয়নি। মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী, গত বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসাবে পালিত হচ্ছে।

  • রাস্তার পাশে ড্রেন না থাকায় করইবনিয়া এলাকার রাস্তার চলমান ঢালাই কাজ সম্পন্ন হওয়ার আগেই ভেঙ্গে যাচ্ছে সাইট

    রাস্তার পাশে ড্রেন না থাকায় করইবনিয়া এলাকার রাস্তার চলমান ঢালাই কাজ সম্পন্ন হওয়ার আগেই ভেঙ্গে যাচ্ছে সাইট

    ব্রেকিং নিউজঃ

    উখিয়া উপজেলার সদর রাজাপালং ইউনিয়নের করইবনিয়া এলাকার আমতলী ঘাট হইতে মৌলভীর দোকান রবি টাওয়ার স্টেশন পর্যন্ত রাস্তার চলমান ঢালাই এর কাজ সম্পন্ন হওয়ার আগেই ভেঙ্গে যাচ্ছে রাস্তার সাইট।

  • উখিয়াতে শারদীয় দূর্গাপূজায় মন্ডপ পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মামুনুর রশীদ

    উখিয়াতে শারদীয় দূর্গাপূজায় মন্ডপ পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মামুনুর রশীদ

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    কক্সবাজারের উখিয়া উপজেলার শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে ৪ অক্টোবর ২০২২, রোজ মঙ্গলবার রাতে উখিয়া উপজেলাতে (৫) টি পুজা মন্ডপে অংশগ্রহণ করেন জাহাঙ্গীর কবির চৌধুরী।

    উক্ত শারদীয় দূর্গা পূজায় পরিদর্শনে আসেন মাননীয় কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব, সহকারী কমিশনার ভূমি উখিয়া, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

    আরো উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এড রবীন্দ্র দাশ রবি, উখিয়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম রশিদ, উখিয়া দারোগা বাজার সমাজ কমিটির সভাপতি বাবু মৃদুল আইচ, সাধারণ সম্পাদক সাংবাদিক রতন দে, কৃষক লীগ নেতা কাজি আকতার উদ্দিন টুনু,
    রাজাপালং ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা ওমর খান, ছাত্রলীগ নেতা মোঃ ইব্রাহিম ও অন্যান্য পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

    হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার মহা নমমীতে উখিয়া উপজেলার উখিয়া সদর পূজা মন্ডপ, হারাশিয়া পুজা মন্ডপ, রাজাপালং কাশিয়ারবিল বিষ্ণু মন্দির, কাশিয়ারবিল হরি মন্দির ও বৃহত্তর হিন্দু ধর্মাবলম্বি এলাকা শর্মাপাড়া ধুরুমখালী পূজা মন্ডপে অংশগ্রহণ করেন, এবং ধর্মীয় নেতা ও পুজারীদের সাথে মত বিনিময় করেন চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

    মতবিনিময় কালে জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সকলের সাথে আনন্দ ভাগাভাগি করতে আমরা পুজামন্ডপ পরিদর্শনে এসেছি। আরো বলেন, শেখ হাসিনার সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বলেই সব ধর্মের মানুষ সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে প্রিয় জন্মভূমিকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান হলেও এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। তিনি সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি। এই দেশ আমাদের সকলের। আমরা প্রত্যাশা করি বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।

    “ধর্ম যার যার উৎসব সবার”
    এ প্রতিপাদ্যে দেশের অন্যান্য অঞ্চলের মতো কক্সবাজার উখিয়াতেও শতবছর ধরে উৎসব মুখর পরিবেশে সার্বজনীন দুর্গোৎসব উদযাপন হয়ে আসছে।

  • আসন্ন জেলা পরিষদ নির্বাচনের মতবিনিময় সভা আয়োজন করে উখিয়া উপজেলা আওয়ামী লীগ

    আসন্ন জেলা পরিষদ নির্বাচনের মতবিনিময় সভা আয়োজন করে উখিয়া উপজেলা আওয়ামী লীগ

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    আসন্ন জেলা পরিষদ নির্বাচন-২০২২, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোস্তাক আহমেদ চৌধুরী’র মোটর সাইকেল মার্কার সমর্থনে আয়োজিত উখিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উখিয়া উপজেলার জনপ্রতিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    ৪ অক্টোবর ইনানী অর্কিড ব্লো’তে সকাল সাড়ে ১০ টায় উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষযক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা,

    উক্ত মতবিনিময় সভায় উখিয়া উপজেলার জনপ্রতিদের উদ্দেশ্য বক্তব্য রাখেন আসন্ন জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোস্তাক আহমেদ চৌধুরী।

    উক্ত জনপ্রতিনিধি মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য ও উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মকুল, জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ইঞ্জিনিয়ার বদিউল আলম,

    আসন্ন জেলা পরিষদের নির্বাচনে ১৭ নভেম্বর মোটর সাইকেল মার্কার সমর্থনে মোস্তাক আহমেদ চৌধুরীকে উখিয়া উপজেলা জনপ্রতিধিদের সর্বসমর্থনে জয়যুক্ত করার আহ্বান জানান উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।