Category: উখিয়া উপজেলা

  • উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা সভা অনুষ্ঠিত

    উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক

    কক্সবাজারের উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে তৃণমূল পর্যায়ে স্বচ্ছতা, জনসম্পৃক্ততা, জবাবদিহীতা নিশ্চিত করণ ও জন অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় সরকারের টেকসই উন্নয়নের লক্ষ্যে রাজাপালং ইউনিয়ন পরিষদ ২০২৩-২০২৪ অর্থ বছরের উম্মুক্ত বাজেট সভা অনুষ্টান।

    “শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরে উন্নতি” এই স্লোগানকে ধারণ করে উক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জাহাঙ্গীর কবির চৌধুরী।

    ৩০ মে সকাল ১০ ঘটিকায় ২০২৩-২৪ অর্থ বছরের উম্মুক্ত বাজেট সভা অনুষ্ঠানে
    রাজাপালং ইউনিয়ন পরিষদের সচিব মৃনাল বড়ুয়া’র সঞ্চালনার মধ্যে দিয়ে উম্মুক্ত বাজেট সভায় তৃণমূল পর্যায়ে স্বচ্ছতা, জনসম্পৃক্ততা, জবাবদিহীতা মূলক

    উম্মুক্ত বাজেট সভায় মতামত ও পরামর্শ মূলক বক্তব্য রাখেন উখিয়া বাজার কমিটির সভাপতি একরামুল হক, উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরওয়ার আলম শাহীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে, ইউপি সদস্য নুরুল কবির, মীর শাহেদুল ইসলাম রোমান, হেলাল উদ্দিন, সরওয়ার কামাল পাশা, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রুখসানা বেগম, খুরশিদা বেগম, বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমদ, শিক্ষক আব্দুল খালেক, আকতার উদ্দিন টুনু, উখিয়া নিউজ ডটকমের সম্পাদক ওবাইদুল হক চৌধুরী, ইউপি সদস্য আব্দুল হক, মোহাম্মদ ইকবাল,সৈয়দ হামজা,সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শামসুন্নাহার, শিক্ষক রূপন দেওয়ানজী,গণমাধ্যম কর্মী কাজল আইচ,ছাত্রনেতা ইব্রাহিমসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    রাজাপালং ইউনিয়ন পরিষদের আগামী অর্থবছরের বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের সচিব মৃনাল বড়ুয়া। রাজাপালং ইউনিয়ন পরিষদের আগামী অর্থবছরের বিভিন্ন খাতের উপর মোট আয় ১ কোটি ৯৬ লাখ ১৫ হাজার ৮শত ৯৮ টাকা। বাজেটে বিভিন্ন উন্নয়ন মুলক কাজে ব্যায় ১ কোটি ৮০ লাখ ৪২ হাজার ৭শত ৯৮ টাকা।

    উন্মুক্ত বাজেট ঘোষণা শেষে রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, বাজেটে আমরা সময়পোযোগী ও জনকল্যানমূলক বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে রাখার চেষ্টা করেছি।
    তাই এ বাজেট যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে অর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সহায়ক হবে। এ জন্য আমি আমার ইউনিয়নের সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেণীপেশার জনগণের সহযোগিতা চাই। পরে তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড এবং ভবিষ্যত পরিকল্পনার বিষদ ব্যাখ্যা দেন।

    সভা শুরুতে কোরআন থেকে তেলোয়াত করেছেন মাস্টার আবদুল খালেদ, গীতা পাঠ শ্রী হারাধন চক্রবর্তী ও ত্রিপিটক পাঠ করেছেন কিরণ বড়ুয়া।

  • ইউ এনডিপি”র আয়োজনে ইনানী ডেরা রিসোর্টে রাজাপালং ইউনিয়ন মেডিয়েটর”স ফোরামের ২য় দিনের ট্রেনিং সভার ১ম দিনে ট্রেনিং সভা অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন জাহাঙ্গীর কবির চৌধুরী

    ইউ এনডিপি”র আয়োজনে ইনানী ডেরা রিসোর্টে রাজাপালং ইউনিয়ন মেডিয়েটর”স ফোরামের ২য় দিনের ট্রেনিং সভার ১ম দিনে ট্রেনিং সভা অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন জাহাঙ্গীর কবির চৌধুরী

    নিজস্ব প্রতিবেদকঃ

    উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং মেডিয়েটেরস ফোরাম, চেয়ারম্যান উখিয়া সদর ৪ নং রাজাপালং ইউনিয়ন পরিষদ,
    ইউএনডিপি’র প্রোগ্রাম কোর্ডিনেটর সামাত ও কেফায়েত ভাইয়ের আইন ও সালিশি বিষয়ের উপর অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন মেডিয়েটরস ফোরামের সকল নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিসহ অনেকেই।

  • উখিয়া প্রেসক্লাব পরিদর্শন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ্ব আব্দুর রহমান বদি

    উখিয়া প্রেসক্লাব পরিদর্শন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ্ব আব্দুর রহমান বদি

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ।

    উখিয়া প্রেসক্লাব পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) এর সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি।

    অদ্য ২৫ মে ২০২৩ খ্রিঃ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকার দিকে উখিয়া প্রেসক্লাবের আকস্মিক পরিদর্শনে আসলে প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার ও সাধারণ সম্পাদক রতন কান্তি দে’র নেতৃত্বে প্রেসক্লাবের নেতৃবৃন্দরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

    পরে প্রেসক্লাব পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি।

    মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ারের সভাপতিত্বে রতন কান্তি দে’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ সদস্য জনাব আলহাজ্ব আব্দুর রহমান বদি।

    এসময় তিনি বলেন, “উখিয়া-টেকনাফের যে উন্নয়নের পরিবর্তনের ছোঁয়া লেগেছে তা কক্সবাজার জেলায় অনন্য। তাই প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট শুভ উদ্বোধন করেন জাহাঙ্গীর কবির চৌধুরী-UkhiyaVoice24.Com

    বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট শুভ উদ্বোধন করেন জাহাঙ্গীর কবির চৌধুরী-UkhiyaVoice24.Com

    নিজস্ব প্রতিবেদক

    কক্সবাজারের উখিয়াতে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    অদ্য ২৫ মে ২০২৩ খ্রিঃ বৃহস্প্রতিবার সকাল ১০ ঘটিকার দিকে উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী।
    প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির চৌধুরী মহোদয় বলেন, শিশুদের শারীরিক, মানসিক বিকাশের লক্ষ্যে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে এ আয়োজন। তৃণমূল পর্যায়ে প্রতিভা বিকাশের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে এ ধরণের আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। খেলোয়াড় তৈরীর লক্ষ্যে এ ধরণের আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানাই। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমুল পর্যায়ে ফুটবল আয়োজনের উদ্যোগের ফলেই সাফ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে বাংলাদেশ। তৃণমুল পর্যায়ে এ সকল প্রতিভাবান খেলোয়াড়দের পৃষ্ঠপোষকতা করলে সাফের ন্যায় আগামীতে আরও সাফল্যের ধারা অব্যাহত রাখবে।

    রাজাপালং ইউনিয়ন পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট বিভিন্ন স্কুলের ছেলে ও মেয়ে দল অংশ মিলে, আজ তাঁরোই ধারাবাহিকতায় উদ্বোধনী ম্যাচের খেলায় তুতুরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম রাজাপালং সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহন করেন।

    উখিয়া উপজেলা সহকারি শিক্ষা অফিসার শাহাদত হোসাইন আখন্দ সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলভী হারুনুর রশীদ, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ সালাহউদ্দিন মেম্বার, ইউপি সদস্য মীর শাহেদুল ইসলাম রোমান চৌধুরী, আওয়ামী লীগ নেতা কাজি আকতার উদ্দিন টুনু, ছাত্রলীগ নেতা মোঃ ইব্রাহিম সহ আগত রাজাপালং ইউনিয়নের বিভিন্ন স্কুল পর্যায়ের প্রধান শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • বিএনপি’ নেতা আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে উখিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

    বিএনপি’ নেতা আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে উখিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

    নিজস্ব প্রতিবেদক

    কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার বেলা ৩ ঘটিকা সময় উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জাহাঙ্গীর কবির চৌধুরীর নেতৃত্বে উখিয়া সদর স্টেশন চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বিএনপি’র কুলাঙ্গার আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশ বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জাহাঙ্গীর কবির চৌধুরী, তিনি বলেন বিম্ব মানবকার মা, দেশরত্ন শেখ হাসিনাকে যারা হত্যা ও কবরস্থ করার হুমকি দেয়, ও চাঁদ সহ তাদেরকে রাজনিতি থেকে চীরতরে নির্বাসিত করবে এদেশের জনগন। আরো বরেন বাংলার আর কোন দিন ১৫ ই আগস্ট সঙগঠিত করার সুযোগ দেওয়া হবেনা খুনিদের।

    সহ-সভাপতি রিয়াজুল হক রিয়াজ, সাংগঠনিক সমাপাদক মুজিবুল হক আজাদ, তথ্যও গবেষনা বিষয়ক সম্পাদক সাংবাদিক রতন দে,কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কাজী আকতার উদ্দিন টুনু,দপ্তর সম্পাদক নুরুল হক খান, সাংগঠনিক সম্পাদক এমএ মঞ্জুর, উপজেলা স্বেচ্ছাসেক লীগের সাধারণ সম্পাদক স্বপন শর্মা রনি,
    রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাহউদ্দিন উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম রশীদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ ইব্রাহিম। উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুক্তার শেখ ও রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের আওয়ামী লীগের সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি /সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুলাতলী একতা যুব উন্নয়ন সমবায় সমিতির নতুন ক্লাব শুভ উদ্বোধন করেন জাহাঙ্গীর কবির চৌধুরী

    উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুলাতলী একতা যুব উন্নয়ন সমবায় সমিতির নতুন ক্লাব শুভ উদ্বোধন করেন জাহাঙ্গীর কবির চৌধুরী

    নিজস্ব প্রতিবেদকঃ

    কক্সবাজারের উখিয়া উপজেলার সদর ৪নং রাজাপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের তুলাতলী পাড়া একতা যুব উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর নতুন ক্লাব শুভ উদ্বোধন করা হয়।

    উক্ত শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির

    অদ্য ২২ মে ২০২৩ খ্রিঃ সোমবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে নতুন ক্লাবটি শুভ উদ্বোধন করেন জাহাঙ্গীর কবির চৌধুরী। এছাড়াও অত্র ক্লাবের সার্বিক উন্নয়নের জন্য ১,০০০০০ এক লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন। এর পূর্বে উপস্থিত অতিথিবৃন্দদের মধ্যে আরো বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামীগ নেতা কাজি আকতার উদ্দিন টুনু, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম রশীদ, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ৭নং ওয়ার্ডের জনপ্রতিনিধি জনাব আব্দুর রহিম মেম্বার সাধারণ সম্পাদক জাফর আলম, ৯নং ওয়ার্ডে ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, ৬নং ওয়ার্ড আওয়ামীগের সাধারণ সম্পাদক কক্ট্রাক্টর মুফিজ উদ্দিন, হাতিমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোঃ ইব্রাহিম সহ অন্যান্য ব্যক্তিবর্গ। উক্ত ক্লাবের বর্তমান সভাপতি যুবলীগ নেতা ইমাম হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।