Category: কক্সবাজার জেলা

  • কক্সবাজার পৌর নির্বাচনে ৭ মেয়রসহ ৮৮ প্রার্থীর মনোনয়নপত্র জমা

    কক্সবাজার পৌর নির্বাচনে ৭ মেয়রসহ ৮৮ প্রার্থীর মনোনয়নপত্র জমা

    কক্সবাজার প্রতিনিধি।

    কক্সবাজার পৌরসভার নির্বাচনের ঘোষিত তফশিল মতে মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় গতকাল মঙ্গলবার (১৬ মে) বিকাল পর্যন্ত ৮৮ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে মেয়র পদে ৭ জন, সংরক্ষিত নারী কাউন্সিলরের ৪ ওয়ার্ডে ১৬ জন এবং ১২ টি সাধারণ ওয়ার্ডে ৬৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

    কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ঘোষিত তফশিল মতে মনোনয়ন পত্র বাছাই ১৮ মে, প্রত্যাহারের শেষ সময় ২৫ মে আর ১২ জুন অনুষ্ঠিত হবে নির্বাচন।

    মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা নির্বাচন কার্যালয় ঘীরে ছিল মানুষের ভীড়। মেয়র, কাউন্সিলর প্রার্থীরা আচরণ বিধি না মেনে বিপুল সংখ্যক সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করতে যান। যদিও কার্যালয়ে প্রবেশের আগে কয়েকজন প্রবেশ করে মনোনয়ন পত্র দাখিল করেন।

    কক্সবাজার জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য মতে, মেয়র পদে মনোনয়নপত্র দাখিলকারি ৭ প্রার্থী হলেন, আওয়ামীলীলীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠণিক সম্পাদক মো. মাহাবুবুর রহমান চৌধুরী, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠণিক সম্পাদক মাসেদুল হক রাশেদ, তাঁর স্ত্রী জোসনা হক, স্বতন্ত্র প্রার্থী জগদীশ বড়ুয়া, মোহাম্মদ আল যুবায়ের চৌধুরী, সাবেক মেয়র সরওয়ার কামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. জাহেদুর রহমান।

    ৪ টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর হিসেবে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে ২ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর শাহেনা আকতার পাকি ও ফাতেমা বেগম। ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন, ৬ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর ইয়াছমিন আকতার, রোকেয়া আক্তার কেয়া, জেসমিন আকতার, হেলেনাজ তাহেরা, সাবেকুন্নাহার ও চম্পা উদ্দিন। ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৬ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর জাহেদা আক্তার, মমতাজ বেগম, সুমা দাশ, রোমেনা আফাজ, ছালেহা আক্তার, শাহিনা আক্তার শাহিন। ১০, ১১ ও ১২ ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ২ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর নাছিমা আকতার বকুল ও কোহিনুর ইসলাম।

    ১২ টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৬৫ প্রার্থী। এর মধ্যে ১ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৭ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর এসআইএম আক্তার কামাল আজাদ, জাহিদুল ইসলাম, মো. রিয়াজ উদ্দিন, মোস্তাক আহমদ, মো. আতিক উল্লাহ, রাহামত উল্লাহ ও আবদুল মান্নান। ২ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৫ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান, এম জাফর আলম হেলালী, শাহেদুল আলম, ফাতেমা শারমিন। ৩ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৬ জন। এরা হলেন, আবুল হোসেন, করিম উল্লাহ, মিঠুন কান্তি দাশ, আমিনুল ইসলাম, আবু আদনান, মোহাম্মদ আমিনুল ইসলাম। ৪ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন, ৯ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর মো. দিদারুল ইসলাম, আবদু গফ্ফর, মো. আবদুল মাজেদ, এহেছান উল্লাহ, মিজানুল করিম, আবদুল্লা আল মামুন রিয়াদ, শামশুল আলম, ওমর ফারুক ও সিরাজুল হক। ৫ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৫ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর সাহাব উদ্দিন, মামুনুর রশিদ, মো. তাহের আলম, গোলাম আরিফ লিটন, মোহাম্মদ জীবন। ৬ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন, ৬ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর ওমর সিদ্দিক, মো. জাবেদ মোস্তফা, ফজল করিম, মো. রিয়াজ মোর্শেদ, মোহাম্মদ শাহজাহান, মো. জসীম উদ্দিন। ৭ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৬ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, সরওয়ার ওসমান টিপু, শামশুল আলম, মো. সাফায়াত কামাল সৌরভ, মো. জাহেদুল হক ও জাফর আলম। ৮ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন, ৪ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর রাজবিহারী দাশ, খোরশেদ আলম চৌধুরী, বেলাল হোসেন ও উজ্জ্বল কর। ৯ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৩ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর মো. হেলাল উদ্দিন, জাহেদুল ইসলাম জাহেদ, আবু ওবায়েদ্দীন নাছের। ১০ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ২ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর সালাউদ্দিন সেতু ও আবছার কামাল। ১১ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৭ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর নুর মোহাম্মদ, মো. সেলিম রেজা, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, মো. শফিউল আলম, রিদুয়ান রশীদ, মো. মাইন উদ্দীন। ১২ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৫ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর এমএ মঞ্জুর, মো. এনামুল কবির, শামীম আহমেদ, মো. শহিদুল ইসলাম শহিদ, দিদারুল কবির।

    কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন, কক্সবাজার জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য বলছে, কক্সবাজার পৌরসভার ১২ টি ওয়ার্ডের বর্তমান ভোটার সংখ্যা ৯৪ হাজার ৮০২ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৪৯ হাজার ৮৭৯ জন ও নারী ভোটার ৪৪ হাজার ৯২৩ জন।

    কক্সবাজার পৌরসভার সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের ২৫ জুলাই। ওই নির্বাচনে মেয়র নির্বাচিত হন আওয়ামীলীগের প্রার্থী মুজিবুর রহমান। নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতিক নিয়ে রফিকুল ইসলাম, জামায়াত সমর্থিত নাগরিক কমিটির সরওয়ার কামাল ও জাতীয় পার্টির রুহুল আমিন শিকদার মেয়র পদে প্রার্থী ছিলেন।

  • স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদ শেখরের শুভ জন্মদিন পালিত হয়

    স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদ শেখরের শুভ জন্মদিন পালিত হয়

    শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া।

    কক্সবাজারের উখিয়া উপজেলা সদর স্টেশনে অবস্থিত নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হোটেল কাশ্মীরি কিচেন এন্ড বিরয়ানী হাউজ এর স্বত্বাধিকারী ও উখিয়া উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ শেখরের শুভ জন্মদিন অনুষ্ঠান সুন্দর ও মনোরম পরিবেশের মধ্য দিয়ে আলোকপাত সৃষ্টি করেছে।

    ১৫ মে ২০২৩ খ্রিঃ সোমবার সন্ধ্যার দিকে এই নেতার শুভ জন্মদিন অনুষ্ঠান পালনে একটাই স্লোগান “জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো” এই স্লোগান কে সামন বুকে ধারণ করে,”বিসমিল্লাহ্” শব্দ উচ্চারণে শুরু হয় কেক কাটা ও বিরয়ানী আপ্যায়ন।

    শুভ জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত শুভাকাঙ্ক্ষী বৃন্দরা বলেন আজ এমন একটি দিন এমন একটি সুন্দর মুহুর্তকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর উখিয়া উপজেলার যুগ্ম সম্পাদকের শুভ জন্ম দিন অনুষ্ঠান বিশাল পরিসরের আয়োজন কে আমরা মোবারক বাদ জানাই।

    সফল চিন্তায় চেতনায় উখিয়া সদর স্টেশন মসজিদ মার্কেট এর ২য় তলায় অবস্থিত (24) আওয়াজ হোটেল কাশ্মীরী কিচেনে সকলের উপস্থিতিতে প্রিয় নেতার শুভ জন্ম দিন অনুষ্ঠান ঝাঁকঝমক ভাবে পালিত হয়।

    উক্ত জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলার সাংবাদিক সংগঠন “উপজেলা প্রেসক্লাব-উখিয়া’র” সভাপতি এম আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাকুর মাহমুদ চৌধুরী, এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের রাজনৈতিক দলের নেতাকর্মী, মানবাধিকার কর্মী ও হোটেল শ্রমিক ফেডারেশনের কর্মীরাসহ মিলে মহান রবের নিকট প্রিয় নেতার দীর্ঘ আয়ু কামনা করে দোয়া প্রার্থনার মধ্য দিয়ে শুভ জন্ম দিন অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

  • উখিয়ায় ঘূর্ণিঝড় এ ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন জাহাঙ্গীর কবির চৌধুরী

    উখিয়ায় ঘূর্ণিঝড় এ ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন জাহাঙ্গীর কবির চৌধুরী

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার।

    কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ঘুর্ণিঝড় মোখার প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমরান হোসেন সজীব মহোদয়ের মাধ্যমে রাজাপালং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের এতিম খানা ও হেফজ খানার ছেলেদের জন্য শুকনো খাবার পৌঁছে দেওয়ার জন্য ইউপি সদস্য ও এতিম খানা ও হেফজ খানার শিক্ষক প্রতিনিধিদের কাছে এই শুকনো খাবার গুলো হস্তান্তর করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী। তিনি আরও বলেন ঘূর্ণিঝড় মোখা ধেয়ে আসার খবরের পর পরেই আমরা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের পদক্ষেপ গ্রহণ করি। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি মানুষের পাশে থাকতে।

    ১৫ মে ২০২৩ খ্রিঃ সোমবার রাজাপালং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত রাজাপালং ইউনিয়নের বিভিন্ন এতিম খানার ও হেফজ খানার মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ সালাহউদ্দিন, ইউপি সদস্য ইকবাল বাহার মেম্বার, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষযক সম্পাদক কাজি আকতার উদ্দিন টুনু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ ইব্রাহিমসহ রাজাপালং ইউনিয়ন সচিব, গ্রাম পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এসব ত্রাণের মধ্যে চিড়া, চিনি, বিস্কিট, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি রয়েছে।

  • মহাবিপদ সংকেতের আওতামুক্ত ৫ জেলার মধ্যে ঝুঁকিতে কক্সবাজার

    মহাবিপদ সংকেতের আওতামুক্ত ৫ জেলার মধ্যে ঝুঁকিতে কক্সবাজার

    নিজস্ব প্রতিবেদক।

    ঘূর্ণিঝড় মোখা ইতিমধ্যেই কক্সবাজার এবং চট্টগ্রাম সমুদ্রবন্দরের কাছাকাছি চলে এসেছে। চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দূরে অবস্থান করছে মোখা। পাশাপাশি উপকূলীয় জেলা বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহকে ৮ নম্বর মহাবিপদ সংকেতের আওতামুক্ত ঘোষণা করেছে আবহাওয়া অধিদপ্তর।

    শনিবার (১৩ মে) সকালে প্রচারিত আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ১৩ নম্বর বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

    আবহাওয়া বিশেষজ্ঞ মুহম্মদ আবুল কালাম মল্লিক বলেন, বড় ধরনের ঝড় আসছে। তবে উপকূলের কাছাকাছি কিছু জায়গায় আছে যেখানেতেমন প্রভাব পড়বে না। তিনি আরও বলেন, কিছু ছোট দ্বীপ ও এলাকা প্লাবিত হবে না।

    ঘূর্ণিঝড়ে ‘মোখা’ শুক্রবার মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৬৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আগামীকাল রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে।

    এ অবস্থায় কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। একইসঙ্গে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ভোলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৮ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। এসব জেলায় ৫ থেকে ৭ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৭০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

  • নিজের মালিকানাধীন রিসোর্টকে জনগণের জন্য আশ্রয় কেন্দ্র ঘোষণা করলেন-সাবেক এমপি বদি

    নিজের মালিকানাধীন রিসোর্টকে জনগণের জন্য আশ্রয় কেন্দ্র ঘোষণা করলেন-সাবেক এমপি বদি

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ, উখিয়া কক্সবাজার।

    ঘূর্নিঝড় মোখায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও জনগণের জানমাল রক্ষায় নিজের মালিকানাধীন সানরাইজ রিসোর্টকে জনগণের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা দিয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য জনাব আবদুর রহমান বদি।
    বৃহস্পতিবার রাত ১০ ঘটিকার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এই ঘোষনা দেন।

    এ ব্যাপারে জানতে চাইলে আবদুর রহমান বদি বলেন, ইতোমধ্যে আবহাওয়া বার্তায় বলা হয়েছে সম্ভাব্য ঘূর্নিঝড় মোখা আগামী দুই এক দিনের মধ্যে উপকূলে আঘাত আনতে পারে। আর এই আঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনে। সেজন্য দ্বীপবাসীর কথা চিন্তা করে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
    আশ্রয় কেন্দ্রের পাশাপাশি অন্যান্য সহযোগিতাও দেওয়া হবে বলে তিনি জানান।

    সাবেক এমপি বদি আরো বলেন, উখিয়া-টেকনাফবাসীকে ঘূর্নিঝড়ের ব্যাপারে সতর্ক থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।

    দুর্যোগের পরেও পাশে থাকবেন বলে জানান সাবেক এই এমপি।

  • উখিয়ার ডেইলপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পূনরায় নিয়োগ দিতে হবে

    উখিয়ার ডেইলপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পূনরায় নিয়োগ দিতে হবে

    নিজস্ব প্রতিবেদন।

    আমাদের দাবি মানতে হবে।
    ষড়যন্ত্রকারী জালাল আহমদ চৌধুরী নিপাতযাক, গফুর আলম স্যার জিন্দাবাদ, স্যারকে পূনরায় নিয়োগ দিতে হবে, এই স্লোগান ধারণ করে কক্সবাজারের উখিয়া উপজেলার সদর রাজাপালং ইউনিয়নের পূর্ব অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান ডেইলপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গফুর আলম কে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জালাল আহমদ চৌধুরী ষড়যন্ত্র ও ১২ লাখ টাকা ঘোষ দিতে না পারায় প্রধান শিক্ষককের দায়িত্ব থেকে প্রত্যহার করে অন্য একজন শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ করা হয়।

    ডেইলপাড়া উচ্চ বিদ্যালয় ২০০৭ ইংরেজি হইতে শুরু হয়ে ২০২৩ ইংরেজি পর্যন্ত দায়িত্ব পালন করে আসছেন মোঃ গফুর আলম, ২০২২ ইংরেজিতে অত্র বিদ্যালয় এমপিওভূক্ত হওয়ার পর পরেই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব জালাল আহমদ চৌধুরী ১২ লাখ টাকা ঘোষ চেয়েছেন, ঘোষ দিতে না পারায় প্রধান শিক্ষককের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছেন বলে জানান অত্র বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও প্রাক্তন ছাত্র ছাত্রী। শুধু তাই নয়, এমপিওভূক্ত হওয়ার পর পরেই জালাল আহমদ চৌধুরীর ছেলে ও পুত্রবধুকে নিয়োগ দেওয়া হয়। শুধু তাই নয়, অন্য শিক্ষকদের থেকেও ঘোষ নিয়েছেন বলে প্রমাণ করতে চান তারা, পরবর্তী পাস হয়ে যাওয়ার পর মাওলানা আব্দু শুক্কুরকে টাকা ফেরত দিতে রাজি হয় বলে জানান।

    সেখান থেকে গত ২০ দিন ধরে প্রধান শিক্ষক মোঃ গফুর আলম স্যারকে বহিষ্কার করা হলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে আজকে আমাদের এই মানববন্ধন।

    যদি আমাদের দাবি না মানলে পূনরায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান।

  • প্রধানমন্ত্রী বরাবরে ইউএনও’কে বিএমএসএফ এর স্মারকলিপি প্রদান

    প্রধানমন্ত্রী বরাবরে ইউএনও’কে বিএমএসএফ এর স্মারকলিপি প্রদান

    মোস্তাক আহমদ, টেকনাফ

    সারাদেশের ন‍্যায় সীমান্ত উপজেলা টেকনাফেও জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে উপজেলা প্রশাসন এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

    রবিবার (০৭ মে) দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এর নির্দেশনায় ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) টেকনাফ উপজেলা শাখা উদ্যোগে এ স্মারকলিপি প্রদান করেন।

    টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান এর নিকট মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিটি প্রদান করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম টেকনাফ উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আরাফাত সানি, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, প্রচার সম্পাদক মোস্তাক আহমদ, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইসলাম।

    স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম টেকনাফ উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ ক্যান্টিন এর হল রুমে সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আরাফাত সানী’র পরিচালনায় এতে আরও উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি ইব্রাহিম মাহমুদ।
    সভায় সাংবাদিকগণ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট দ্রুত জাতীয় গণমাধ্যম সপ্তাহটির রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান।

  • উপজেলা প্রেসক্লাব উখিয়া’র সাধারণ সম্পাদক শাকুর মাহমুদ চৌধুরীর শুভ জন্মদিন পালিত হয়েছে

    উপজেলা প্রেসক্লাব উখিয়া’র সাধারণ সম্পাদক শাকুর মাহমুদ চৌধুরীর শুভ জন্মদিন পালিত হয়েছে

    নিজস্ব প্রতিবেদক, উখিয়া।

    কক্সবাজারের উখিয়া উপজেলার সুনামধন্য সাংবাদিক সংগঠন উপজেলা প্রেসক্লাব-উখিয়া’ সদস্য বৃন্দদের উপস্থিততে উপজেলা প্রেসক্লাব-উখিয়া’র সম্মানিত সাধারণ সম্পাদক শাকুর মাহমুদ চৌধুরীর শুভ জন্মদিন অনুষ্ঠান শুরু হয় বিকেল ৪.৩০ মিনিটে।

    উক্ত জন্মদিন অনুষ্ঠান কেক কাটার মধ্যে দিয়ে ঝাঁকঝমক ভাবে পালিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সফল সভাপতি এম আবুল কালাম আজাদ, উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল আজিজি, উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মফিজুল আলম, ক্রীড়া সম্পাদক কামাল উদ্দিন জয়, সাংবাদিক নেতা ইকবাল বাহার চৌধুরী, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মোহাম্মদ কাসেদ নুর,নির্বাহী সদস্য(১)জয়নাল উদ্দিন, নির্ভীক কলম সৈনিক সাংবাদিক ইমরান হোসাইন জাহেদ, সংবাদকর্মী জাহাঙ্গীর আলম, দৈনিক আমাদের কক্সবাজারের উখিয়া প্রতিনিধি সালাহউদ্দিন, সংবাদকর্মী খালেকুজ জামান বিপ্লব, সাংবাদিক রাসেলসহ সদস্যদের মধ্যে অনেকে উপস্থিত ছিলেন।

    উক্ত শুভ জন্মদিন অনুষ্ঠান যথাযথ ভাবে পালিত হয়েছে। পরিশেষে সাধারণ সম্পাদক শাকুর মাহমুদ চৌধুরী’র দীর্ঘ আয়ু কামনা করে মহান রবের নিকট দোয়া প্রার্থনার মধ্য দিয়ে শুভ জন্মদিনের অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

  • দেশবাসিকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ

    দেশবাসিকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ

    নির্বাহী পরিচালক।। UkhiyaVoice24.Com

    কক্সবাজার জেলা ও উখিয়া উপজেলাবাসী সহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন- দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কক্সবাজার উখিয়া প্রতিনিধি ও উখিয়া ভয়েস২৪ ডটকম এর নির্বাহী পরিচালক এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ, তিনি বলেন মাস ব্যাপী সিয়াম সাধনার পর ফিরে এলো পবিত্র ঈদুল ফিতর, তার পরেই ঈদ আনন্দের বার্তা নিয়ে আসে। আমি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কক্সবাজার জেলা ও উখিয়া উপজেলার সকল এলাকার বাসিন্দা ও দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। তিনি আরো বলেন, আমি আশা করি ঈদুল ফিতর সবার মাঝে বয়ে আনক অনাবিল সূখ শান্তি ও সমৃদ্ধি। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদে হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে কাদে কাদ মিলিয়ে আবদ্ধ হয়। তিনি আরো বলেন, কক্সবাজার জেলা ও উখিয়া উপজেলা সহ পুরো দেশজোড়ে সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। সেই সাথে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হোক। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। পবিত্র ঈদুল ফিতরের দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ও সারাবিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।

    ঈদ মোবারক ঈদ মোবারক।

  • ঘুমধুমে ৩৪ বিজিবির উদ্যোগে ৩০০ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

    ঘুমধুমে ৩৪ বিজিবির উদ্যোগে ৩০০ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

    কপিল উদ্দিন (জয়)বান্দরবান জেলা প্রতিনিধিঃ

    বিজিবি কর্তৃক চোরাচালান ও আইন শৃঙ্খলা বিষয়ক জনসচেতনামুলক মতবিনিময় সভা এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

    রোববার ৫টার সময় নাইক্ষ্যংছড়ি জোনের আওতাধীন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনস্হ তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ ঘুমধুম ইউনিয়ন পরিষদ হল রুমে কক্সবাজার ৩৪ বিজিবি কর্তৃক আয়েজিত চোরাচালান ও আইন শৃঙ্খলা বিষয়ক জনচেতনামুলক মতনিনিময় সভা এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতারী সামগ্রী বিতরণ করা হয়েছে।
    উক্ত মতবিনিময় সভা ও ইফতারী সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সাইফুল ইসলাম চৌধুরী পদাতিক সাথে অপস্ অফিসার মেজর মোহাম্মদ আনোয়ার হোসেন পিএসসি, সহকারী পরিচালক এডি শফিকুল ইসলাম এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদ ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ , নাইক্ষংছড়ি থানার অফিসার ইনচার্জ টান্টু সাহা, স্থানীয় মেম্বার এবং কারবারি,গন্যমান্য ব্যক্তি বর্গ এবং স্থানীয় সংবাদ কর্মী।
    উক্ত মতবিনিময় সভায় চেয়ারম্যান, অধীনায়ক, মেম্বারসহ গন্যমান্য ব্যক্তিবর্গরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
    সভাশেষে বিজিবি স্হানীয় গরীব ও দুস্থদের জনসাধারণের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৩০০ প্যাকেট, ইফতার সামগ্রী বিতরণ করে।
    উক্ত ইফতার সামগ্রী পেয়ে স্থানীয় গরীব দুঃখীদের মাঝে খুশির আমেজ লক্ষ্য করা গেছে।