Category: কক্সবাজার জেলা

  • টেকনাফের হ্নীলা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৩.৫ কেজি গাঁজাসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫

    টেকনাফের হ্নীলা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৩.৫ কেজি গাঁজাসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫

    টেকনাফ উপজেলা প্রতিনিধি।

    কক্সবাজার জেলাধীন টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৩.৫ কেজি গাঁজাসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫

    র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয় যে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ পশ্চিম ফুলের ডেইল সাকিনস্থ জনৈক মহিলা তার বসত ঘরে গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে । উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল ২৯/০৯/২০২২ তারিখ অনুঃ ০৬.০০ ঘটিকায় বর্ণিত স্থানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতিতে একজন মহিলা কৌশলে পালানোর চেষ্টা করলে শাহানা আক্তার (৩৭), স্বামী-সাইফুল ইসলাম প্রঃ অলি আহমদ, সাং-পশ্চিম ফুলের ডেইল, ওয়ার্ড নং-০৩, ইউপি-হ্নীলা, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজারকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক তল্লাশী করে ধৃত মহিলার বসত ঘরের খাটের নিচ হতে তার নিজ হাতে বের করে দেয়া তিনটি বস্তার ভেতর হতে সর্বমোট ৩৩ (তেত্রিশ) কজেি ৫০০ (পাঁচশ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত মহিলা জানায় জব্দকৃত মাদকদ্রব্যসমূহ টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে টেকনাফ-কক্সবাজার এর বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
    উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

    ধন্যবাদ।

  • মদীনা সনদ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত-মেয়র মুজিবুর রহমান

    মদীনা সনদ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত-মেয়র মুজিবুর রহমান

    নিজস্ব প্রতিবেদনঃ

    মুজিবুর রহমান মেয়র, কক্সবাজার পৌরসভা ও সাধারণ সম্পাদক, জেলা আওয়ামীলীগ কক্সবাজার।

    ‘মহানবী হযরত মুহাম্মদ (স:) সর্বকালের সকল মানুষের জন্য রহমত এবং অনুকরণীয় আদর্শ। তাঁর প্রণীত ‘মদীনা সনদ’ সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করেছে। মদীনা সনদের মর্ম উপলব্ধি করে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি তথা সামাজিক সংহতি নিশ্চিত করব এবং মহানবীর শান্তি-সংহতির বার্তা মানুষের মাঝে প্রচার করব।

    সম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে ২৯/৯/২০২২ বৃহস্পতিবার সকাল ১০ টায় ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উদ্যোগে ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত ইমাম, খতিব ও উলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান একথা বলেন। ইফা: উপ-পরিচালক জনাব ফাহমিদা বেগমের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক জনাব সরওয়ার আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে- জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু উজ্জল কর ও সাধারণ সম্পাদক বাবু বেন্টু দাশ। জেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি কাজী সিরাজুল ইসলাম ছিদ্দিকী।

    সভাপতি জনাব ফাহমিদা বেগম বলেন, ইসলাম শান্তিপূর্ণ ধর্ম। সর্বক্ষেত্রে শান্তির বিধান নিশ্চিত করে প্রেম-প্রীতি, সৌহার্দ্য আর শান্তি ও সম্প্রীতির এক পরিমণ্ডল বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত করাই ইসলামের মূল লক্ষ্য। যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে এটাই ইসলামের শিক্ষা। কেননা একই আদম হাওয়া থেকে আমাদের সবার উদ্ভব। কে কোন ধর্মের অনুসারী তা মূল বিষয় নয়, বিষয় হল আমরা সবাই মানুষ। মানুষ হিসেবে আমরা সবাই এক জাতি।
    সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইসলাম এতই সোচ্চার, রাসূল (স:) নিজেদের জানমালের পাশাপাশি সংখ্যালঘু অমুসলিম সম্প্রদায়ের জানমাল রক্ষায় সচেষ্ট থাকার জন্যও মুসলমানদের প্রতি তাগিদ দিয়েছেন। শুধু তাই নয়, অন্য ধর্মাবলম্বী ও তাদের উপাসনালয়ের ওপর আঘাত-সহিংসতাও ইসলামে চিরতরে হারাম ও নাযায়েজ ঘোষণা করা হয়েছে।

    সভায় বক্তারা বলেন, কক্সবাজার তথা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কোন কুচক্রী মহল যাতে দেশের স্থিতিশীলতাকে বিনষ্টের মানসে কোন নাশকতা করতে না পারে, তজ্জন্য ইমাম-খতিবদের বয়ান করার জন্য আহবান জানান।

    একইভাবে সম্প্রতি ডেঙ্গুর প্রার্দুভাব বৃদ্ধির বিষয়ে জনগণকে সর্তককরণ, ডেঙ্গু মশার উৎপত্তিস্থল বন্ধ করার আহবান জানান এবং যাঁরা এখনো কোভিড-১৯ টিকা টিকা গ্রহন করেন নি, তাদেরকে আগামী ০৩ অক্টোবর ২০২২ এর মধ্যে টিকা গ্রহনের পরামর্শ দেন। উল্লেখ্য, ৩ অক্টোবর ২০২২ এর পরে করোনা টিকার ১ম ডোজ আর দেয়া হবেনা।

    উল্লেখিত বিষয়ে ২৮/০৯/২০২২ তারিখে ৮ উপজেলা পর্যায়ে অনুরুপ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা কার্যালয়ের কর্মকর্তাদের অংশগ্রহনসহ অনুষ্ঠানে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
    সভা শেষে, দেশ-জাতির সার্বিক কল্যাণ ও উন্নতি কামনায় মিলাদ, কিয়াম, দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

  • টেকনাফ সাবরাং ইউপিস্থ নয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১ অপহৃত ভিকটিমকে উদ্ধার করেছে র‍্যাব-১৫

    টেকনাফ সাবরাং ইউপিস্থ নয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১ অপহৃত ভিকটিমকে উদ্ধার করেছে র‍্যাব-১৫

    নিজস্ব প্রতিবেদন।

    র‌্যাব-১৫, কক্সবাজার জেলাধীন টেকনাফ উপজেলার ক্যাম্পে জয়নাল আবেদীন (২৮) নামক একজন ব্যক্তি অভিযোগ দায়ের করে যে, তার ছোট ভাই জাফর আলম (২৪), পিতা- নুরুল হাকিম, মাতা- ছকিনা খাতুন, সাং- শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া, ০৭ নং ওয়ার্ড, সাবরাং-ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার। ভিকটিম পেশায় একজন মাছ ব্যবসায়ী । গত ২৬/০৯/২০২২ তারিখ অনুঃ ১৩.০০ ঘটিকার সময় তার ভাই সুজোকি মটর সাইকেল নিয়ে টেকনাফ বাজার যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে দিন শেষে রাত হওয়ার পরও তার ভাই বাড়ি না ফেরায় ভিকটিমের পরিবার ও আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে ভিকটিমকে খোঁজাখুঁজি করে কোথাও সন্ধান পাওয়া যায়নি। খোঁজাখুঁজির একপর্যায়ে অজ্ঞাতনামা মোবাইল নম্বর হতে তার ব্যক্তিগত নম্বরে ফোন করে জানায় জাফর আলম অপহৃত হয়েছে এবং মুক্তিপণ বাবদ ১৫,০০,০০০/- (পনেরো লক্ষ) টাকা দাবি করে। এছাড়া মুক্তিপণ না দিলে ভিকটিমকে খুন করে লাশ গুম করে ফেলার হুমকিসহ বিভিন্ন রকম ভয়ভীতি প্রদান করে। পরবর্তিতে সে সাবরাং ইউপিস্থ বেইঙ্গা পাড়া সাকিনে অপহরণকারীচক্রের পাঠানো লোকের হাতে ০৩ ভরি স্বর্ণালংকারসহ ইসলামী ব্যাংক ও আল আরাফাহ ব্যাংকের দুইটি অলিখিত স্বাক্ষরবিহীন চেক প্রদান করা সত্ত্বেও অপহরণকারীরা ভিকটিমকে ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানায়। বিষয়টি র‌্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্প অবগত হয়ে অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে র‌্যাব-১৫, টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল বিভিন্ন গোয়েন্দা কার্যক্রম জোরদার করে। অতঃপর ২৮/০৯/২০২২ তারিখ অনুঃ ১৪.৩০ ঘটিকায় কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং ইউপিস্থ নয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার করে।

    ভিকটিমকে উদ্ধার করে হস্তান্তরপূর্বক অপরাধীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করার জন্য অভিভাবকদের পরামর্শ প্রদান করা হয়েছে।

  • উখিয়ায় ৯মাস ৮ দিনে কুরআন হিফজ সমাপ্ত করেন, ফাহিমা আক্তার কাজল

    উখিয়ায় ৯মাস ৮ দিনে কুরআন হিফজ সমাপ্ত করেন, ফাহিমা আক্তার কাজল

    ওমর ফারুক উখিয়া -কক্সবাজার।

    কক্সবাজারের উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়নের থাইংখালি উত্তর জামতলী এলকায় অবস্থিত হযরত আয়েশা ছিদ্দীকা (রা) বালিকা হিফ্জ খানা ও এতিমখানার বালিকা হিফ্জ বিভাগের ছাত্রী ফাহিমা আক্তার কাজল (১০) মাত্র ৯ মাস ৮ দিনে পবিত্র মহা গ্ৰন্থ আল কোরআন মুখস্থ করে হেফজ সমাপ্ত করেন।

    রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উক্ত মাদ্রাসার প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে সমাপ্তির বিষয়টি উল্লেখ করেন, উক্ত প্রতিষ্টানের পরিচালক মাওলানা মুহাম্মদ সেলিম।

    তিনি বলেন,আমার মাদ্রাসার শিক্ষিকা আমার সহধর্মিণী, তিনি উচ্চ শিক্ষিতা ও অনেক ভালোমানের হাফেজা,তিনি মাদ্রাসার প্রধান শিক্ষিকা হিসেবে মাদ্রাসা সকল ছাত্রীরা যেন দ্রুত সময়ে মহাগ্রন্থ আল কুরআন হেফজ সমাপ্ত করে পিতা-মাতা, উস্তাদসহ অত্র প্রতিষ্ঠানের সুনাম অর্জন করে এইটাই আমলে নিয়ে চেষ্টা চালিয়ে যায়।

    তিনি আরো বলেন,পবিত্র কোরআনই একমাত্র সর্বশ্রেষ্ট কিতাব, যেটা শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করা হয় মহান আল্লাহ তা’য়ালার অশেষ রহমতের মাধ্যমে। আল কোরআন মুখস্থকারীদের জন্য মহান আল্লাহ তা’য়ালার পক্ষ থেকে নানান পুরস্কারের কথা বলা হয়েছে। হাদিসে স্পষ্টভাবে এসেছে,পবিত্র কোরআনের ধারক-বাহকদের সম্মানের কথা। রাসুল (স.)বলেন,তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ঐ ব্যক্তি,যে ব্যাক্তি নিজে কোরআন মজিদ শিক্ষা করে,এবং অন্যদের শিক্ষা দেয়।

    অবাক হওয়ার বিষয় হলো,বিপুল সংখ্যক কোরআনের হাফেজ/হাফেজাদের কোরআন মজিদ মুখস্থ কারার নির্দিষ্ট কোনো বয়স নেই।
    কেউ বুড়ো বয়সে,কেউ কিশোর বয়সে, কেউ আবার শিশু অবস্থায় কোরআন মুখস্থ করছেন। এমনকি অন্ধ নর/নারীরা মহান আল্লাহ তা’য়ালার অশেষ রহমতের মাধ্যমে কোরআন তেলাওয়াত শুনে শুনে মহা গ্ৰন্থ আল-কোরআন মুখস্থ করার নজির রয়েছে।মহা গ্ৰন্থ আল-কোরআন মুখস্থ করার যেমিন নির্দিষ্ট কোনো বয়স নেই,তেমনি দিনে কিংবা মাসে কে কতটুকু মুখস্থ করবে তার কোন বিধি-নিষেধ নেই। এভাবেই সমগ্র পৃথিবীতে অল্প বয়সে,কম সময়ে পবিত্র মহা গ্ৰন্থ আল-কোরআনের হাফেজ/ হাফেজা হচ্ছেন।

    এরই ধারাবাহিকতায় মাত্র ৯ মাস ৮ দিনে পুরো কোরআন শরীফ মুখস্থ করে হাফেজা হওয়ার অনন্য গৌরব অর্জন করেছেন উখিয়ার ফাহিমা আক্তার কাজল।

    ফাহিমা আক্তার কাজল’র বাড়ি উখিয়া উপজেলা ৫নং পালংখালী ইউনিয়ন এর থাইংখালি উত্তর জামতলী আবুল বশর এর মেয়ে ফাহিমা আক্তার কাজল।

    বাবা,আবুল বশর তার মেয়ে অল্প সময়ে কুরআনের হাফেজ হওয়ায় মাদ্রাসার কতৃপক্ষ ও মহান আল্লাহ তা’য়ালার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন,এবং তিনি তার মেয়ে হাফেজা ফাহিমা আক্তার কাজল’র জন্য দোয়া প্রার্থনা করেন দেশ বাসীর কাছে।

    হযরত আয়েশা ছিদ্দীকা(রা) বালিকা হিফ্জ খানা ও এতিম খানার হিফ্জ বিভাগের ছাত্রী ফাহিমা আক্তার কাজল এর এর হেফজের শেষ সবক শোনেন অত্র প্রতিষ্টানের প্রধান শিক্ষিকা।

    উক্ত প্রতিষ্টানের প্রধান পরিচালক মাওলানা মুহাম্মদ সেলিম জানান, অল্প সময়ের মধ্যেই নাজেরা সহিহ শুদ্ধভাবে শেষ করে হিফজ শুরু করেন। হিফজ শুরুর পরই তার শিক্ষিকা, তার মাঝে মেধার শক্তি দেখতে পান। সে ধারাবাহিকতায় তার শিক্ষিকা অনেক চেষ্টা চালিয়ে মাত্র ৯ মাস ৮ দিনে কোরআনের হিফজ সমাপ্ত করার সহযোগিতা করেন,এতে হাফেজা ফাহিমা আক্তার খানমের শিক্ষিকা তার ছাত্রীর জন্য মহান আল্লাহ তা’য়ালার নিকট শুকুরিয়া আদায় করেন,এবং তাঁহার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন।

    উক্ত মাদ্রাসার শিক্ষিকা বলেন, গত ২০২১ সালে অত্র মাদ্রাসা থেকে ৫ জন হাফেজা হেফজ সমাপ্তি করে আনুষ্ঠানিক ভাবে বিদায় দিয়া হয়েছে। এবং চলিত বছরের ২০২২ সালে আরো ৫ জন’ হিফ্জ সমাপ্তি করে আনুষ্ঠানিক ভাবে বিদায় দিয়া হবে।

    প্রতিষ্টানের প্রধান পরিচালক মাওলানা মুহাম্মদ সেলিম শেষ পর্যায়ে চলিত বছরের যারা হিফ্জ সমাপ্তি করবে তাদের সময় নির্ধারণ করলে বলেন আগামী নবেম্বর মাসে ৫ জনের হিফ্জ পুর্ণাঙ্গ ভাবে শেষ হবে।

    যারা সমাপ্তি কারি আছেন, তৌহিদা ইয়াছমিন(১১)পিতা মোহাম্মদ আক্তার হোসেন গ্রাম মনখালী,বাহাস ছড়া,টেকনাফ শফিকা আক্তার (১৪)পিতা হাফেজ আব্দুল গনি হোয়্যাইক্ষ্যং লম্বাবিল, হ্নীলা, টেকনাফ, ।হারেসা আক্তার(১৩)পিতা মুহাম্মদ নুর গ্রামঃ দরহা পাড়া, হ্নীলা, টেকনাফ। সালেহা খাতুন কামাল(কোবরা)(১২)পিতা মোহাম্মদ কামাল উদ্দিন (বর্তমান মেম্বার ৬নং ওয়ার্ড , রহমতের বিল, পালংখালী উখিয়া।

    উল্লেখ্য উখিয়ার শেষ সিমান্ত ৫নং পালংখালী ইউনিয়ন এর থাইংখালি উত্তর জামতলী শুক্রর মেম্বার বাড়ির সংলগ্ন অবস্থিত আবাসীক ও অনাবাসিক বালিকা হিফ্জ মাদ্রাসা ও এতিম খানা’ মাদ্রাসাটি ২০২০সালে প্রতিষ্ঠিত হয়। মাদরাসাটি প্রতিষ্ঠতা করেন, অত্র এলাকার কৃতি সন্তান মৃত সোনালী সিকদার এর ছোট সন্তান মাওলানা মুহাম্মদ সেলিম। এতে ৪০ জন ছাত্রী ২ জন শিক্ষিকা দ্বারা পাঠদান করা হয়।
    মাদ্রাসা যোগাযোগ নাম্বারঃ-০১৫৭৫-১৬১৯৯৩

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম শুভ জন্মদিন পালন করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগ

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম শুভ জন্মদিন পালন করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগ

    কাজল আইচ, উখিয়া।

    উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম শুভ জন্মদিন উপলক্ষে উখিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্ম বার্ষিকী সুসম্পন্ন করা হয়।

    আলোচনা সভায় দোয়া মুনাজাত করান মৌলভী জাফর আলম,গীতা পাঠ, ত্রীপিটক পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের শ্রম-বিষয়ক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, অনুষ্ঠানে পরিচালনা করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নুরুল হক খাঁন, আলোচনা সভায় বক্তব্য রাখেন রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম রশীদ, হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, জালিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ সিকদার, এডভোকেট রাসেল,রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের সভাপতি কৃষকলীগ নেতা কাজি আকতার উদ্দিন টুনু, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিনয় বড়ুয়া, সাধারণ সম্পাদক সুবাস বড়ুয়া, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, রাজাপালং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুক্তার শেখ, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ ইব্রাহিম ও অন্যান্য নেতৃবৃন্দ।

    ২৮ সেপ্টেম্বর, ২০২২ দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন আজ। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা‘র জ্যেষ্ঠ সন্তান এবং আওয়ামী লীগের সভাপতি তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী জন্মদিনে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। প্রধানমন্ত্রী তাঁর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে গত ২৪ সেপ্টেম্বর অন্যান্য বিশ্বনেতাদের অংশগ্রহনে ইউএনজিএ’র সাধারণ আলোচনায় অন্যান্য বছরের মতো বাংলায় ভাষণ দেন।
    তাঁর অনুপস্থিতিতেই দিনটি উৎসব মুখর পরিবেশে নানা কর্মসূচি উদযাপন করবে তাঁর নেতৃত্বাধীন দল আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উখিয়া উপজেলা আওয়ামী লীগ বিকাল ৪টায় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে আলোচনা সভার আয়োজন করেছে। এছাড়াও উপজেলা আওয়ামী, ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে, পরে সকল নেতাকর্মীদের নিয়ে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী কেক কেটে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন পালন করেন

  • সাবরাংয়ের বাহার ছড়া নৌ-ঘাঁট থেকে ছৈয়দ আলমের নেতৃত্বে প্রতিনিয়ত মানবপাচার ও ইয়াবার হিড়িক চলছে

    সাবরাংয়ের বাহার ছড়া নৌ-ঘাঁট থেকে ছৈয়দ আলমের নেতৃত্বে প্রতিনিয়ত মানবপাচার ও ইয়াবার হিড়িক চলছে

    টেকনাফ উপজেলা প্রতিনিধি

    কক্সবাজারের টেকনাফ সাবরাং ইউনিয়ন,
    বাহার ছড়া এলাকার মেরিন ড্রাইভ সংলগ্ন সাগর উপকূলের বিভিন্ন ঘাট দিয়ে সন্ধ্যা নামতেই মানবপাচার ও ইয়াবার হিড়িক চলছে,আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারী জরুরি বলে মনে করছেন স্থানীয় লোকজন।

    স্থানীয় সূত্রে জানা যায়,উক্ত পাচারের মূল হোতা হলেন, ছৈয়দ আলম।
    এই ছৈয়দ আলম নেতৃত্বে প্রতিনিয়ত ইয়াবা উত্তোলনসহ মানবপাচার হচ্ছে বলে এলাকাবাসীর সূত্রে জানা গেছে।
    তার সহযোগীতায় রয়েছে স্থানীয় একটি বিশাল সিন্ডিকেট।
    এমনকি তার একটা মানবপাচারের অডিও ভয়েজ আমাদের হাতে চলে আসছে।
    এই ছৈয়দ আলম কে আইনের আওতায় আনা হলে সাবরাং ইউনিয়ন বাহার ছড়া এলাকার মানব পাচার ও ইয়াবা ব্যবসার জানা অজানা সব তথ্যসহ উক্ত সিন্ডিকেটে জড়িতদের নাম বেরিয়ে আসবে। এই ছৈয়দ আলম গেল কয়েক মাসের ব্যবধানে কোটি কোটি টাকা ও নামে-বেনামে সম্পত্তিসহ ১ টি নৌকার মালিক বনে গেছেন।
    এবং ছৈয়দ আলমের মালিকানাধীন ১টি নৌকা দিয়ে বিভিন্ন ঘাট দিয়ে ইয়াবা উত্তোলন করে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর অভিযোগ।তাদের ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে চাইনা।

    স্থানীয় সচেতন মহলের অভিমত অতি শীঘ্রই এই ছৈয়দ আলম কে আইনের আওতায় আনা না গেলে সাবরাং ইউনিয়ন বাহার ছড়া এলাকার উপকূলে মানব পাচার ও ইয়াবা ব্যবসাা বন্ধ হবে না।

    টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান আইন শৃঙ্খলা মিটিং বলেন, মানব পাচারকারী এবং ইয়াবা ব্যবসায়ী যত বড় শক্তিশালী হোক না কেন আমরা তাদেরকে আইনের আওতায় আনবো, আমাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করলে আমরা অভিযান পরিচালনা করবো।

    এলাকাবাসীর অভিযুক্ত ছৈয়দ আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,
    আমার সাথে এলাকার কিছু মানুষ দুশমনি করতেছে, আমি ইয়াবা কারবারের সাথে সম্পৃক্ত নই।

  • রামুতে সকল সম্প্রদায়ের অংশগ্রহণে আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

    রামুতে সকল সম্প্রদায়ের অংশগ্রহণে আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক

    ‘সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই’ এ শ্লোগানকে সামনে রেখে ২৫ সেপ্টেম্বর, ২০২২ বিকাল ০৩ টায় দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের সার্বিক সহযোগিতায় রামু উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ- পিএফজির উদ্যোগে উক্ত উপজেলার মিলনায়তনে রামুতে বসবাসরত সকল ধর্মের অনুসারীদের অংশগ্রহণে রামুর বিদ্যমান সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ঐক্যকে গতিশীল রাখার লক্ষ্যে এক আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়। রামু উপজেলা পিএফজির পিস এ্যাম্বাসেডর ও সুশাসনের জন্য নাগরিক-সুজন’র সভাপতি মোহাম্মদ আলম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতির উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন রামু ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মাহবুবুল আলম। সভায় আগত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সমগ্র বাললাদেশের মধ্যে রামু উপজেলা তার বৈচিত্রপূর্ণ সংস্কৃতির জন্য আলাদাভাবে পরিচিত। হাজার বছর ধরে এখানকার মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করে চলেছে। কিন্তু ২০১২ সালে কতিপয় দুস্কৃতিকারী এখানকার বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলা করে রামুর সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার পায়তারা করে। সাম্প্রতিক সময়েও দেশের বিভিন্ন জায়গায় এ ধরণের সাম্প্রদায়িক হামলার শিকার হচ্ছে সংখ্যালঘূরা। এমতাবস্থায় রামুতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে মুসলিম, হিন্দু ও বৌদ্ধদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পাশাপাশি রামুর উপজেলা ও পুলিশ প্রশাসনকে এ বিষয়ে সর্ব্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সম্প্রীতি রক্ষায় পাড়ায় পাড়ায় সকল ধর্মের অনুসারীদের নিয়ে সম্প্রীতি কমিটি গঠন করতে হবে। উক্ত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হোসাইন। অন্যদিকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার, বাংলাদেশ মানবাধিকার কমিশন রামু উপজেলার চেয়ারম্যান হাফেজ আহমদ, বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের কেন্দ্রীয় মহাসচিব সুরেশ বরুয়া বাঙ্গালী, বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রামু উপজেলার সভাপতি নুরুল হাকিম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রামু উপজেলার আহ্বায়ক সুজন শর্মা, সুশাসনের জন্য নাগরিক-সুজন’র সহ সভাপতি হোসনে আরা বেগম, সোশ্যাল এইডের চেয়ারম্যান প্রসূণ বড়ুয়া, রামু প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামশুল আলম মন্ডল, বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা নিশাত আক্তার মুন্নি, রামু উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মফিজুল আলম, সাংবাদিক সোয়েব সাঈদ, প্রমুখ। এছাড়াও সভার মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রামুর মুসলিম সম্প্রদায়ের মাওলানা বখতিয়ার আহমদ ও মাওলানা হেফাজতুর রহমান, হিন্দু সম্প্রদায়ের সজল ব্রাহ্মণ চৌধুরী ও প্রকাশ শিকদার, বৌদ্ধ সম্প্রদায়ের তাপস সেন বড়ুয়াও শরণ সেন বড়ুয়া প্রমুখ ধর্মীয় নেতৃবৃন্দ। পাশাপাশি রামুর সকল রাজনৈতিক দল, সুশীল ও তরুণ সমাজের নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে রামুর চলমান সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরো গতিশীল রাখার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন।

  • উখিয়া থানায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

    উখিয়া থানায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    কক্সবাজারের উখিয়া থানাস্থলে অদ্য ২৪ সেপ্টেম্বর ২০২২খ্রিঃ শনিবার বিকাল ৩ ঘটিকার দিকে উখিয়া থানা কর্তৃক আয়োজিত কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশীদ ও পুলিশ সুপার পিপিএম-বার মোঃ মাহফুজুল ইসলাম সভাপতিত্ব পুলিশই জনতা-জনতাই পুলিশ এই স্লোগানকে সানে রেখে উখিয়া থানা কমিউনিটি পুলিশিং সভার উখিয়া সার্কেল বিপিএম শাকিল আহাম্মেদ এর সঞ্চালনার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি স্বতঃস্ফূর্ত ভাবে সুসম্পন্ন হয়।

    পুলিশই জনতা-জনতাই পুলিশ এই স্লোগানকে সানে রেখে
    মাদক, সন্ত্রাস, মানব পাচার, বাল্য বিবাহ, ইভটিজিং, সাইভার ক্রাইম,কিশোর গ্যাং সহ সামাজিক অবক্ষয় প্রতিরোধ মূলক বক্তব্য রাখেন
    উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি উখিয়া উপজেলা কমিউনিটি পুলিশিং নুরুল হুদা ও উখিয়া থানা অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী, উখিয়া উপজেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়ছার।

    আরো বক্তব্য রাখেন জালিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সৈয়দ আলম, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মোঃ আনোয়ার, হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান সাজু, ইউপি সদস্য স্বপন শর্মা রনি, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন, রাজাপালং ইউপি সদস্য ইঞ্জিয়ার হেলাল উদ্দিন, কক্সবাজার জেলা যুব মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিমা আক্তার রোমানা, ছাত্রনেতা মোঃ ইব্রাহীম, পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর শুক্রুর মেম্বার, রত্না পালং ইউনিয়ন থেকে কার্শেদ নুর ও অন্যান্য প্রতিনিধিবৃন্দ।

    এর আগে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দদের ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন উখিয়ার রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

  • বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে হোয়াইক্যং সার্ভিস সেন্টারে পিএফটি মিটিং অনুষ্ঠিত

    বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে হোয়াইক্যং সার্ভিস সেন্টারে পিএফটি মিটিং অনুষ্ঠিত

    টেকনাফ প্রতিনিধি::

    টেকনাফে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে হোয়াইক্যং সার্ভিস সেন্টার টেকনাফ, কক্সবাজার অফিসে প্রজেক্ট ফ্যাসিলিটেশন টিম (পিএফটি) মিটিং এর আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর অর্থায়নে আরটিএম ইন্টারন্যাশনালের কারিগরি সহায়তায় প্রজনন স্বাস্থ্য সেবার কার্যক্রম পুরুষ- মহিলা, বালক-বালিকা এবং ট্রান্সজেন্ডারদের মধ্যে কক্সবাজার, উখিয়া এবং টেকনাফে স্থানীয় এবং জোরপূর্ব বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের মাঝে প্রজনন স্বাস্থ্য সেবা. মানসিক স্বাস্থ্য সেবা এবং লিঙ্গ ভিত্তিক সহিংসতা বিষয়ক সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।

    উক্ত প্রকল্পের আওতায় ২২ সেপ্টেম্বর রোজ বৃহস্পাতিবার সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ১ ঘটিকা পর্যন্ত বন্ধুর, হোয়াইক্যং সার্ভিস সেন্টারে পিএফটি মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত মিটিং এর শুভেচ্ছা বক্তব্য এবং জানুয়ারী’২০২২ থেকে আগষ্ট’২০২২ পর্যন্ত প্রকল্পের অগ্রগতি বিষয় উপস্থাপন করেন মো: আমিনুর রহমান, সার্ভিস সেন্টার ম্যানেজার এবং উন্মুক্ত আলোচনায় সকলের প্রশ্নোত্তর প্রদান করেন মো: নাজমুল হক, ট্রেনিং কাম প্রোগ্রাম স্পেশালিষ্ট। একজন সমাজ সেবক হিসাবে পিএফটি সদস্যের দায়িত্ব এবং আগামীতে পিছিয়ে পড়া লিঙ্গ বৈচিত্রময় জনগোষ্ঠীকে কিভাবে সমাজের বোঝা নয় সম্পদ হিসাবে গড়ে তোলা যায় সেই লক্ষ্যে ’কাউকে বাদ দিয়ে নয়’ শ্লোগানকে সামনে রেখে সকল পিএফটি সদস্যগণ কাজ করার জন্য একমত পোষন করেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ সদস্য জালাল আহমেদ, স্থানীয় গন্যমান্য, সাংবাদিক, ধর্মীয় নেতা, এনজিও প্রতিনিধি, ছাত্র এবং আরটিএম ইন্টারন্যাশনালের প্রতিনিধি ডা: মারুফা আক্তার কোয়ালিটি এ্যাসুয়েরেন্স অফিসার এবং মো: মোদাসির হক ফিল্ড মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার প্রমুখ।

  • মহেশখালীতে মদ তৈরির কারখানায় পুলিশের অভিযান: চোলাই ও ওয়াশ মদ সহ আটক-২

    মহেশখালীতে মদ তৈরির কারখানায় পুলিশের অভিযান: চোলাই ও ওয়াশ মদ সহ আটক-২

    মিছবাহ উদ্দীন আরজু, (মহেশখালী প্রতিনিধি)::

    মহেশখালীর গহীন পাহাড়ে মদ তৈরির কারখানায় অভিযান। প্রস্তুতকৃত ৩০০লিটার চোলাই, ২০০০ লিটার ওয়াশ মদ ও মদ তৈরির সরঞ্জাম সহ ২ ব্যক্তিকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ।

    বুধবার (২১শে সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড় মহেশখালীর দেবাঙ্গা পাড়ার গহীন পাহাড়ে শ্বাসরুদ্ধকর এই অভিযানটি পরিচালনা করেন, মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় একটি ফোর্স।

    মহেশখালী থানা সূত্রে জানা যায়, বড় মহেশখালীর দেবাঙ্গা পাড়ার গহীন পাহাড়ে নির্মিত স্থানীয় ফারুকের উক্ত মদ কারখানায় থানা পুলিশের অভিযানে ৩০০ লিটার চোলাই, ২০০০ লিটার ওয়াশ মদ ও মদ তৈরীর সকল উপকরণ জব্দ করা হয় এবং প্রস্তুতকৃত মদ সহ শাহাদাত উল্লাহ (২৮) পিতা: মৃত মোহাম্মদ ছিদ্দিক ও মহিম উদ্দিন(২২) পিতা: আবুল কাশেম নামের দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। এবং কারখানা মালিক মোহাম্মদ ফারুক পিতা: ওসমান, নামের অপর একজন পালিয়ে যায়। তাঁরা সকলে অত্র ইউনিয়েনের দেবাঙ্গ পাড়ার বাসিন্দা বলে জানা যায় ৷

    এব্যাপারে অভিযানটির নেতৃত্বদানকারী মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বড় মহেশখালীর দেবেঙ্গা পাড়ার মূল সড়ক হতে প্রায় ১ঘন্টা পায়ে হেঁটে গহীন পাহাড়ে থানা পুলিশের একটি বিশেষ টীম অভিযান পরিচালনা করে ৷ অভিযানে বিপুল পরিমান দেশীয় তৈরী চোলাই মদ, ওয়াস মদ জব্দ সহ দুই মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।

    আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারা অনুযায়ী আইনানুগ ব্যাবস্থা গ্রহন সহ আটককৃতদের জবানবন্দি অনুযায়ী অপরাপর মাদক ব্যাবসায়ী এবং মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

    বার্তা প্রেরক-
    মিছবাহ উদ্দীন আরজু
    (মহেশখালী)
    মোবাঃ 01811323339