Category: কক্সবাজার জেলা

  • কক্সবাজারের উখিয়া কুতুপালং চাচাতো জেঠাতো ভাইয়ের সংঘর্ষে জামায়াতের ওয়ার্ড আমির ও নারীসহ নিহত-৩

    কক্সবাজারের উখিয়া কুতুপালং চাচাতো জেঠাতো ভাইয়ের সংঘর্ষে জামায়াতের ওয়ার্ড আমির ও নারীসহ নিহত-৩

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ।

    কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং পশ্চিম পাড়া এলাকায় চাচাতো জেঠাতো ভাইয়ে সংঘর্ষে জামায়াতের ওয়ার্ড আমির ও নারীসহ নিহত ৩

    কক্সবাজারের উখিয়ায় ‘জমিসংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ জের ধরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়, সংঘর্ষে দূরবৃত্তদের হামলায় জামায়াত ইসলামীর ওয়ার্ড কমিটির আমির ও নারীসহ উভয়পক্ষের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

    অদ্য ৬ এপ্রিল-২০২৫ খ্রি: রবিবার দুপুরে স্থানীয় ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ১১টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, একই এলাকার নাজির হোছাইনের ছেলে মাওলানা আব্দুল্লাহ আল মামুন (৪৫), মোহাম্মদ হোছাইনের ছেলে আব্দুল মান্নান (৩৬) ও তার বোন শাহিনা বেগম (৩৮)। ঘটনায় উভয়পক্ষ কয়েকজন আহত হওয়ার তথ্য দিলেও তাদের নাম ও পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

    মৃত মাওলানা আব্দুল্লাহ আল মামুন রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াত ইসলামীর আমির ও কুতুপালং বাজার স্টেশন জামে মসজিদের ইমাম ও খতিব। নিহত তিনজনই পরস্পর আপন চাচাতো-জেঠাতো ভাইবোন। স্থানীয়দের বরাতে ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, উখিয়ার কুতুপালং এলাকার স্থানীয় বাসিন্দা মাওলানা আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল মান্নানের পরিবারের মধ্যে ভিটে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রবিবার সকালে বিবাদমান একপক্ষ বিরোধীয় জমিতে পাকা দেওয়াল নির্মাণ শুরু করে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে প্রথমে তর্ক-বিতর্ক এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয়পক্ষ ধারালো চুরি দা’সহ লাঠিসোটা ও দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

    তিনি বলেন, সংঘর্ষ উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

    উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, জমি বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে তিনজন নিহত এবং কয়েকজন আহত হবার খবর শুনেছি। তাৎক্ষণিক পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান বলেও জানান তিনি।

  • পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন- এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ।

    পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন- এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ।

    ঈদ মোবারক ukhiyavoice24.com ঈদ মোবারক

    জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার ও দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার উখিয়া প্রতিনিধি, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন উখিয়া উপজেলা শাখার প্রচার সম্পাদক এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ দেশ ও প্রবাসীসহ সকল পেশাজীবি মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক, মাসব্যাপী সিয়াম সাধনার পর এলো পবিত্র ঈদুল ফিতর, ঈদ মুসলিম উম্মাহের ইবাদত ও উৎসবের দিন, ঈদ মানি খুশি, ঈদ মানি আনন্দ, ঈদ বয়ে আনুক সকলের অনাবিল সূখ শান্তি সম্মৃদ্ধি। সকলের সূ স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

    ঈদ মোবারক।

  • শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন উখিয়া শাখার সম্মানিত সেক্রেটারি মাও: মিজানকে চাকরিচ্যুত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই

    শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন উখিয়া শাখার সম্মানিত সেক্রেটারি মাও: মিজানকে চাকরিচ্যুত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই

    www.ukhiyavoice24.com

    উখিয়া উপজেলার বালুখালী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন উখিয়া উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান সাহেবকে কোনো কারণ ছাড়াই অব্যাহতি দেওয়া হয়েছে। কোন কারণ ছাড়া এই চাকুরীচ্যুত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং স্বসম্মানে চাকরিতে পুনর্বহাল করা হোক এবং যারা এই ষড়যন্ত্রের পিছনে ছিল, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। UkhiyaVoice24.Com

  • ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ২৪ এর গণঅভ্যুত্থানের শহীদদের জন্য দোয়া ও মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন।

    ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ২৪ এর গণঅভ্যুত্থানের শহীদদের জন্য দোয়া ও মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন।

    www.ukhiyavoice24.com

    ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ২৪ এর গণঅভ্যুত্থানের শহীদদের জন্য দোয়া ও মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন, আলহামদুলিল্লাহ।
    প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজি।
    জেলা সভাপতি মুহাদ্দিস আমিরুল ইসলাম মীরের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি প্রভাষক রাশেদ আনোয়ার ও ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা আব্দুল হামিদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কক্সবাজার জেলা সভাপতি মাওলানা মুহসিন শরীফ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় সদস্য ও কক্সবাজার জেলা যুগ্ম আহ্বায়ক সাংবাদিক শামসুল হক শারেক, বাংলাদেশ খেলাফত মজলিস কক্সবাজার জেলা শাখার সেক্রেটারি এজে ইউনুস সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ শোয়াইব, সহ-সভাপতি মাওলানা এআরএম ফরিদুল আলম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা ও সহযোগী সংগঠনের বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ দায়িত্বশীল বৃন্দ।

  • উখিয়া উচ্চ বিদ্যালয় এসএসসি ২০০৭ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন।

    উখিয়া উচ্চ বিদ্যালয় এসএসসি ২০০৭ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন।

    www.ukhiyavoice24.com

    নিজস্ব প্রতিবেদক।

    উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি ২০০৭ ইং ব্যাচ এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    ২৪ মার্চ (সোমবার) এশিয়ান হাইওয়ে সড়ক সংলগ্ন রসি হাউস রেস্টুরেন্টে ব্যাচের অর্ধশতাধিক বন্ধুরা এই আয়োজনে অংশ নেয়।
    ইফতার পূর্ববর্তী বন্ধুদের মাঝে কুশল বিনিময়, স্মৃতি ধরে রাখতে গ্রুপ ছবি ও ভিডিও ধারণ করা হয়। এবং ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া ও মোনাজাত শেষ করে অংশগ্রহণকরী সকল বন্ধুরা ইফতার করেন।
    ইফতারের পরে মাগরিবের নামাজ আদায় করে সকলের অংশগ্রহণে সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়। আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে ঈদপূর্ণীমিলনী আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়। পরে সকল বন্ধুরা চা আড্ডায় মেতে উঠে এবং একে অপরের সাথে কুশল বিনিময় করে আয়োজনের সমাপ্তি ঘটে।
    অংশগ্রহণকরী সকলে আয়োজনে জড়িত থাকা বন্ধুদের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

  • উখিয়াতে ভেজাল ও নিম্নমানের সুয়ামিন তেল ব্যবহার করে চানাচুর তৈরির কারখানা।

    উখিয়াতে ভেজাল ও নিম্নমানের সুয়ামিন তেল ব্যবহার করে চানাচুর তৈরির কারখানা।

    www.ukhiyavoice24.com

    কক্সবাজার উখিয়াতে ভেজাল ও নিম্নমানের সুয়ামিন তেল ব্যবহার করে চানাচুর তৈরির কারখানা।
    উৎপাদন করে বাজারে বিক্রি করা হচ্ছে এতে স্বাস্থ্যের ঝুঁকিতে এলাকাবাসী, কক্সবাজার উখিয়া উপজেলা কুতুপালং উত্তর পাড়া বৌদ্ধ মন্দির সংলগ্ন বন ভুমি জায়গায় দালান নির্মাণ করে অনুমোদন বিহীন অবৈধভাবে জনি ফুড নামে একটি চানাচুর তৈরির কারখানা গড়ে উঠেছে।কারখানায় রোহিঙ্গা শ্রমিক দিয়ে বিভিন্ন রকমের ভেজাল পণ্য তৈরী করে বাজারে বিক্রি করে যাচ্ছে। প্রত্যেক দিন লক্ষ লক্ষ টাকার চানাচুর তৈরি করে বিভিন্ন হাটবাজারে ও গ্ৰামে গিয়ে গঞ্জে বিক্রি করে আসছে।ফলে এসব চানাচুর খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে বলে মন্তব্য করেছে এলাকাবাসী। এই বিষয়ে খবর পেয়ে
    বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে সরেজমিনে গিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে আনন্দ টিভির উখিয়া সাংবাদিক প্রতিনিধি নুরুল আলম কে প্রাণ নাসে হুমকি দেয় এই বিষয়ে নিউজ না করার জন্য প্রতিরোধ করে কারখানার মালিক জনি কতৃক তার সহযোগীরা মিলে ।এক পর্যায়ে নিউজ না করার জন্য চাপ প্রয়োগ করেন।
    এই বিষয় নিয়ে কক্সবাজার বিএসটিআইয়ের কর্মকর্তা রঞ্জিত কুমার মল্লিক পরিদর্শক,তিনি জানান,উখিয়া চানাচুর কারখানায় কোন ট্রেড লাইসেন্স নাই বলে জানাই ,তবে অবৈধভাবে কারখানা খুলে চানাচুর বাজারে বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

  • রামু ছাদিরকাটা মদিনাতুল উলূম মাদ্রাসা’র হিফজ বিভাগের ৭জন ছাত্র সবিনা সম্পন্ন।

    রামু ছাদিরকাটা মদিনাতুল উলূম মাদ্রাসা’র হিফজ বিভাগের ৭জন ছাত্র সবিনা সম্পন্ন।

    www.ukhiyavoice24.com

    কক্সবাজার জেলার রামু উপজেলার ছাদিরকাটা মদিনাতুল উলূম মাদ্রাসা ও এতিমখানার হিফজ বিভাগের ৭জন ছাত্রদের সবিনা (পবিত্র কুরআন শনিবার সকাল থেকে শুরু করে রবিবার বাদে যোহর দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করেন। দু’আ পরিচালনা করে ধেছুয়াপালং কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতীব মাওলানা ক্বারী আবু তাহের (দা.বা.)

    উপস্থিত ছিলেন বিশিষ্ট দানবীর জনাব মনিরিজ্জামান চৌধুরী, অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, জনাব মুহাম্মদ শফি ভুলু, মদিনাতুল উলূম এতিমখানা পরিচালনা কমিটির সেক্রেটারি জনাব জিয়াউর রহমান, শুরা কমিটির অন্যতম সদস্য জনাব সিকদার আলি, অত্র মাদ্রাসা সম্মানিত শিক্ষক শিক্ষার্থীবৃন্দসহ অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • উখিয়ার রাজাপালং ইউনিয়নের করইবনিয়া এলাকার স্কুল ছাত্রকে অপহরণ করেন একয় এলাকার সোহেল রানা।

    উখিয়ার রাজাপালং ইউনিয়নের করইবনিয়া এলাকার স্কুল ছাত্রকে অপহরণ করেন একয় এলাকার সোহেল রানা।

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ।

    কক্সবাজারের উখিয়া উপজেলা সদর রাজাপালং ইউনিয়নের পূর্ব অঞ্চলের করইবনিয়া এলাকার নুর হোসেন (প্রকাশ) এর ছেলে মোঃ রিদুয়ান খলিল (১২) একয় এলাকার আমির হামজা সওদাগরের ছেলে মোঃ সোহেল রানা (১৮) গত ১৮ মার্চ ২০২৫ খ্রি: মঙ্গলবার তারাবির নামাজের সময় আনুমানিক ৮.৪৫ ঘটিকার দিকে করইবনিয়া নতুন জামে মসজিদ সংলগ্ন কবরস্থানের পাশ দিয়ে হাঠাৎ মুখ বন্ধ করে নিয়ে যায়।

    তারাবির নামাজ শেষে খোঁজাখুঁজি করলেও কোন খোঁজ মিলেনিই, তখন এলাকার দোকানপাট ও এলাকার মানুষ জমিয়ত ঝড়ো হলে অপহরণকারী স্থানত্যাগ করে অন্য স্থানে অবস্থান করেন এবং উখিয়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান পরিচালনা করে ব্যর্থ হয় কিন্তু পরবর্তীতে ফজরের পর এলাকাবাসী যৌত অভিযান পরিচালনা পরিদর্শন করেন এলাকার পূর্ব পাশে গহীন জঙ্গলের পাহাড়, গহীন জঙ্গলে নিয়ে হাত পা ও মূখ বেঁধে ১ কোটি টাকা দাবি করা অপহরণকারী মোঃ সোহেল রানা।

    সকাল ১০ ঘটিকার দিকে করইবনিয়া এলাকার পূর্ব অঞ্চলেরর গহীন জঙ্গলের পাহাড়ের পাশে আমতলী ঝিরি নামক ঘোনাতে চাষাবাদী চাষের মালিক আব্দুস সালাম চাষ পরিদর্শন করতে গিয়ে হঠাৎ ছোট্ট কান্নার শব্দ শুনতে পায়, তখন সে হৈচৈ চিৎকার করে মানুষকে ডাকাডাকি করলে অপহরণকারী পালিয়ে যায়, সেখান থেকে স্কুল ছাত্র মোঃ রিদুয়ান খলিলকে আহত অবস্থায় জীবিত হাত পা বাঁধা উদ্ধার করা হয়। এ বিষয়ে উখিয়া থানায় অভিযোগ মামলা দায়ের করলেন বলে ভিকটিমের পিতার কাছ থেকে জানা যায়।

    এলাকায় আতঙ্কে থমথমে দিন কাটছে শিশু ও শিশুদের পিতা মাতারা। এবিষয়ে প্রশাসন শিশু অপহরণকারীকে গ্রেফতার করা না হলে ভবিষ্যৎ এলাকা আরো ঝুঁকিপূর্ণ ও ভয়ংকর হয়ে উঠবে এবং অপহরণকারী মোঃ সোহেল রানাকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি ও সহযোগীদের নাম প্রকাশ করার জোর দাবি করছি।

  • উখিয়ায় সিএনজি লাইন দখলে নিতে বিএনপির দু গ্রুপে সংঘর্ষ! আইনশৃঙ্খলার অবনতি।

    উখিয়ায় সিএনজি লাইন দখলে নিতে বিএনপির দু গ্রুপে সংঘর্ষ! আইনশৃঙ্খলার অবনতি।

    তানভীর শাহরিয়ার, উখিয়া।

    কক্সবাজারের ব্যস্ততম উখিয়া সদর স্টেশনের সিএনজি পার্কিং নিয়ন্ত্রণ নিতে রোববার সকাল ৯ ঘটিকায় স্থানীয় বিএনপির সহযোগী সংগঠনের দু গ্রুপের মধ্যে দিবালোকে ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
    জানাগেছে, আওয়ামী সরকার পতনের পর উখিয়া সদর স্টেশনের প্রায় ১২ শতাধিক সিএনজি ও টমটমের চালক’রা চাঁদাবাজ মুক্ত হলেও সাধারণ ড্রাইভার’রা একটু স্বস্তি ফেলেছে। দুঃখজনক হলেও সাম্প্রতিক সময়ে উখিয়ার ১০ টি লাইনে সাধারণ চালকেরা প্রতিনিয়ত ফের টোকেন বাণিজ্যের কবলে পড়েছে। রোববার সকাল ৯ ঘটিকায় সিএনজি সমিতির নবনির্বাচিত সভাপতি ও উখিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ মনির এবং সাধারণ সম্পাদক ছাত্রদলের উখিয়া কলেজের সাবেক সভাপতি বিএনপি নেতা মোরশেদের নেতৃত্বে সিএনজি লাইন নিয়ন্ত্রণ নিতে আসলে সাধারণ চালক শ্রমিক, ড্রাইভার, শ্রমিক নেতা ও উখিয়া উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল সিকদারের গ্রুপের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের অন্তত ১০/১৫ জন গুরুতর আহত হয়েছে।
    উখিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিএনজি সমিতির সভাপতি আহসান উল্লাহ মনির গণমাধ্যমে বলেন, আমরা সমিতির দায়িত্বে রয়েছি, দীর্ঘদিন ধরে উপজেলা যুবদলের প্রভাব বিস্তার করে সাইফুল সিকদার সিএনজি লাইন থেকে ওপেন চাঁদাবাজি করে যাচ্ছে, আমাদের সমিতির নেতৃত্ববৃন্দ অভিযোগ পাওয়ায় ঘটনা স্থলে চাঁদাবাজদের দমন করতে গেলে যুবদল নেতা সাইফুল সিকদারের নেতৃত্বে আমার সাধারণ সম্পাদক মোরশেদের উপর হামলা করে। এসময় আমাদের ৫/৬ জন গুরুতর আহত হয়েছে।
    সিএনজি সমিতির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রদল নেতা মোরশেদ গণমাধ্যমে জানান, যুবদল নেতা সাইফুল সিকদার চাঁদা দাবি করে, আমরা সমিতির নেতৃত্ববৃন্দরা প্রতিবাদ করলে ভাড়াটিয়া বাহিনী নিয়ে আমাদের উপর হামলা করে।
    যুবদলের আহবায়ক সাইফুল সিকদার গণমাধ্যমে জানান, সিএনজি লাইনে ড্রাইভারা দীর্ঘ ৪০ বছর ধরে লাইন পরিচালনা করে যাচ্ছে, হঠাৎ বিএনপি নেতা আহসান উল্লাহ মনির ও ছাত্রদল নেতা মোরশেদ কমিটি একটা এনে সিএনজি লাইনে দখল-বেদখলে লিপ্ত হয়। এবং সাধারণ শ্রমিকদের জিম্মি করে টোকেন বাণিজ্য ও চাঁদাবাজির অপচেষ্টা করলে আমরা শান্ত প্রিয় উখিয়াকে চাঁদাবাজ মুক্ত করার জন্য প্রতিরোধ করার চেষ্টা করি, এসময় সাধারণ সিএনজি চাকল সহ ৭/৮ জন গুরুতর আহত হয়েছে। পাশাপাশি যুবদল নেতা সাইফুল সিকদার জেলা প্রশাসক ও উখিয়া থানার ওসিকে চাঁদাবাজদের কঠোর ভাবে দমনের জন্য অনুরোধ করেন।
    এদিকে দিবালোকে উখিয়া সদর স্টেশনে টোকেন বাণিজ্য, চাঁদাবাজি সহ নানান অপরাধ পরিচালনা হলেও স্থানীয় প্রসাশন নিরব! পাশাপাশি উখিয়ার আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি লক্ষ্য করা গেছে।
    উখিয়া থানার ওসি জানান, বিষয়টি আমরা খতিয়ে দেখছি, টোকেন বাণিজ্য ও চাঁদাবাজদের দমনে আমরা কঠোর। পাশাপাশি উখিয়া গুরুত্বপূর্ণ স্টেশনে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

  • ঈদগাঁও আওয়ামী লীগ নেতার গুলিতে নিহত-১ আহত-৩

    ঈদগাঁও আওয়ামী লীগ নেতার গুলিতে নিহত-১ আহত-৩

    ঈদগাঁও ইসলামাবাদের খবর।

    কক্সবাজারের ঈদগাঁও ইসলামাবাদে প্রতিপক্ষের গুলিতে হাবিবুল হুদা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

    শুক্রবার রাতে ইসলামাবাদ ফাঁসিয়াখালী সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পরিবারের দাবি  ইসলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দু রাজ্জাকের নেতৃত্বে গুলিবর্ষণ করা হয়। আহতরা হলেন,  খুশিটা বেগম, আবিদুল হুদা, আমেনা বেগম।

    নিহতের স্ত্রী খুশিদা বেগম জানান, শুক্রবার জুমার নামাজের পর চেয়ারম্যান রাজ্জাককে পুলিশে ধরিয়ে দেওয়ার সন্দেহ নিয়ে তাদের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার ছেলেকে মারধর করা হয়। সে খবর শুনে ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয়। পরে তারা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসলে বাড়িতে গিয়ে গুলি চালায় চেয়ারম্যানের লোকজন।

    “এসময় গুলিত গুরুতর আহত আমার স্বামীকে হাসপাতালে আনা হয়। পরে ডাক্তার জানান সে মারা গেছে” বলেন খুশিদা বেগম।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত থাকায় চেয়ারম্যানকে পুলিশে ধরিয়ে দেওয়ার সন্দেহ করে দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। পরে চেয়ারম্যান আগুন দিয়ে বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেন।

    এ ঘটনায় আহত আমেনা বেগম নিরাপত্তা হীনতায় ভুগছেন দাবি করে বলেন, চেয়ারম্যান প্রতিনিয়ত হুমকি ধমকি দিচ্ছে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই আমরা।

    নিহতের ছেলে ও ছাত্র প্রতিনিধি সাইদুল হুদা জানান, ছাত্রদের বিভিন্ন কাজে চেয়ারম্যান বাঁধা প্রদান করে। এরপর বিভিন্ন ভাবে হুমকি দেন। এবং সর্বশেষ আজকের ঘটনায় আমার বাবাকে গুলি করে।

    সূত্র,,,, টিটিএন