Category: কক্সবাজার জেলা

  • পদ্মাসেতু উদ্বোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানিয়ে উখিয়ায় আনন্দ মিছিল

    পদ্মাসেতু উদ্বোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানিয়ে উখিয়ায় আনন্দ মিছিল

    নিজস্ব প্রতিবেদকঃ-

    দেশের টাকায় পদ্মাসেতু, শেখ হাসিনার পদ্মাসেতু, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে দেশের টাকায় স্বপ্নের পদ্মাসেতু নির্মাণ কাজে সফলভাবে সম্পুর্ণ ও শুভ উদ্বোধন করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার ২৫ জুন ২০২২ খ্রিঃ সন্ধা ৭: টার সময় উখিয়া ষ্টেশন চত্বরে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর নির্দেশে রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল ও আতশবাজি ফোটানোর মাধ্যমে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণে বিশ্ব জয় করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানান।

    এসময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, উপজেলা আওয়ামী লীগ নেতা ইকবাল বাহার মেম্বার, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাহ উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম রশিদ, উখিয়া সদর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফিজ উদ্দিন কন্ট্রাক্টর।

    আরো উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইব্রাহীম, আওয়ামী লীগ নেতা শাহজাহান মুন্সি, দেলোয়ার হোসেন দিলো, ছৈয়দ হোসাইন, নুরুল ইসলাম বিজয়, নুর হোসেন, মনজুর আলম, আবছার কামাল ট্রাস্ট সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • মহানবী মুহাম্মদ (সঃ) কে কুটুক্তি করার প্রতিবাদে আবরার এন্টারপ্রাইজের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা।

    মহানবী মুহাম্মদ (সঃ) কে কুটুক্তি করার প্রতিবাদে আবরার এন্টারপ্রাইজের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা।

    মহানবী মুহাম্মদ (সঃ) কে কুটুক্তি করার প্রতিবাদে আবরার এন্টারপ্রাইজের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা।

    ওমর ফারুক উখিয়া – কক্সবাজার।

    মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নভীন জিন্দালের আপত্তিকর, বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের গয়ালমারা স্টেশন চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ শুক্রবার (২৪জুন) আসরের নামাজের পরে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়ন এর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গয়ালমারা স্টেশন চত্বরে জমায়েত হয়।

    বিক্ষোভ মিছিল নিয়ে গয়ালমারা থেকে কামরিয়ার বিল চৌরাস্তার মাথার সলোোোলড়ক প্রদক্ষিণ করে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ জানানো হয় ও দোষীদের শাস্তির দাবি করা হয়। বিক্ষোভ মিছিলে সাধারণ হাজারো মুসল্লী একত্রিত হয়ে স্লোগান ও তাকবির দিতে থাকে।

    বিক্ষোভ মিছিলে একত্রিত হয়ে গয়ালমারা থেকে কামরিয়ার বিল স্টেশন পর্যন্ত প্রায় ঘন্টা খানেক বিক্ষোভ সমাবেশ করা হয়। এসময় বিভিন্ন ইসলামী সংগঠনের নেতা,মাদ্রাসার শিক্ষক,ইমামেরা বক্তব্যে রাখেন।

    বক্তারা বলেন, ভারতের মত একটি সভ্য রাষ্ট্রে দায়িত্বশীল ব্যক্তিরা বিশ্ব নবীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে গোটা বিশ্বের মুসলিমকে আঘাত করেছে, যা কোন ভাবেই মেনে নেয়া যায় না।আজ শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে তাদের প্রতি ঘৃণা জন্ম নিয়েছে।এখন পর্যন্ত ভারত সরকার তাদের বিরুদ্ধে কার্যত পদক্ষেপ গ্রহন করছে না।অবিলম্বে তাদের শাস্তি নিশ্চিত করা না হওয়া পর্যন্ত ভারতের সকল পণ্য বয়কট করার আহ্বান জানান।

    এছাড়া বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন প্রতিবাদ না জানানোয় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়।মহানবীকে নিয়ে অবমাননাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে আরো কঠোর কর্মসুচি দেয়ার হুশিয়ারি উচ্চারণ করেন উপস্থিত মুসল্লিরা।

    রাজাপালং এম ইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবী প্রভাষক বলেন, অবিলম্বে বিজেপির বিরুদ্ধে সংসদে নিন্দা প্রস্তাব পাশ ও ভারতীয় দুতকে ডেকে সকল তাওহীদি ও নবী প্রেমিক জনতার পক্ষথেকে তীব্র প্রতিবাদ জানাতে হবে এবং সরকার প্রধানের পক্ষ থেকে উক্ত আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে বিবৃতি প্রদান করতে হবে।

    এই সময় উপস্থিত ছিলেন,রাজাপালং এম ইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসা’র আরবী প্রভাষক মাওলানা আবুল ফজল, আবরার এন্টারপ্রাইজ এর মালিক শফিউল ভুট্টু, গয়ালমারা দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল ওবায়েদ, বিশিষ্ট ব্যবসায়ী ও গয়ালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মুহাম্মদ সুজন, ডা.মনির চৌধুরী ও উপজেলা ছাত্রলীগের কর্মী মিজানুর রহমান সাকিব,সাংবাদিক হারুন অর রশীদ ও জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার উখিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক ওমর ফারুক,চ্যানাল সাংবাদিক রিদুয়ানুল হক ইমন গয়ালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার মুক্তার আহাম্মদ সহ প্রমূখ।

  • মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে কুটুক্তি করার প্রতিবাদে: উখিয়ায় ইমাম সমিতির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

    মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে কুটুক্তি করার প্রতিবাদে: উখিয়ায় ইমাম সমিতির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

    নিজস্ব প্রতিবেদক : উখিয়া

    কক্সবাজারের উখিয়া উপজেলা ইমাম সমিতি কতৃক আয়োজিত ভারতে বিজেপি’র মুখপাত্র কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সঃ) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা ছিদ্দিকা (রাঃ) কে নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক কুরোচিপূর্ণ কুটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (১৭ জুন) জুমার নামাজের পর উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদ থেকে উত্তর ষ্টেশন পদক্ষিণ শেষে উখিয়া মধ্যম ষ্টেশন চত্বরে উখিয়া উপজেলা ইমাম সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নুরুল আমিন মাহমুদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি রিদুয়ানুল কাদের, হাফেজ মাওঃ মুজিবুর রহমান, মাওঃ মোঃ ইউনুস।
    সঞ্চালনা করেন উখিয়া উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা জাফর আলম।

    অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, উখিয়া উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইব্রাহীম, উখিয়া দরোগা বাজার কালী মন্দিরের প্রধান পৌরহিত বাবু হারাধন চক্রবর্তী, বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধি স্বপ্ন বড়ুয়া প্রমূখ।

    বক্তারা বলেন, ভারতে বিজেপি’র মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল, মহানবী হযরত মুহাম্মদ (সঃ) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা ছিদ্দিকা (রাঃ) কে নিয়ে কুরোচিপূর্ণ কুটুক্তি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বাংলাদেশ সহ বিশ্বের মুসলমানদের ঐক্যের আহবান জানান, উপস্থিত সাংবাদিক, পুলিশ, গোয়েন্দা সংস্থা। বিভিন্ন মসজিদের ইমামগণ মিছিল সহকারে অংশগ্রহণ ও সাধারণ মুসলমানদের ধন্যবাদ নানান।

  • মিয়ানমারের পণ‍্য ও ইয়াবাসহ আটক ১

    মিয়ানমারের পণ‍্য ও ইয়াবাসহ আটক ১

    ইব্রাহীম মাহমুদ,টেকনাফ

    কক্সবাজারের টেকনাফ কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ৩শ পিস ইয়াবাসহ ১জন আটক হয়েছে।আটককৃত ব‍্যক্তি হলেন টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলী ৯নং ওয়ার্ডের দিল মোহাম্মদের ছেলে মোহাম্মদ আবু তাহের। বুধবার(১৫ জুন) দুপুর ২টার দিকে কেরুনতলী ঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

    কোস্ট গার্ড পুর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে.এস এম তাহসিন রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ,বুধবার ১৫ জুন কেরুনতলী ঘাট সংলগ্ন এলাকায় মাদক পাচার হবে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন কেরুনতলী ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালীন সময় আনুমানিক ২ ঘটিকায় কেরুনতলী খালে একজন ব্যক্তিকে কিছু বস্তা পানিতে ভাসিয়ে নিয়ে আসতে দেখা যায় ।লোকটিকে সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাকে থামার সংকেত দেয় কিন্তু লোকটি না থেমে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।এমতাবস্থায় কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে মো.তাহের ( ২৫ )কে আটক করে।

    তিনি আরও জানান,পরবর্তীতে বস্তাটি তল্লাশী করে অভিনব কায়দায় চায়ের প্যাকেটে লুকায়িত অবস্থায় ১৫হাজার ৩০০ পিস ইয়াবা , ১৩২ প্যাকেট রিচ কফি , ৮৫ প্যাকেট হ্যাপি টি মিক্স এবং ২৭ প্যাকেট ক্যালসিয়াম পাউডার জব্দ করা হয়।
    জব্দকৃত ইয়াবা এবং আটককৃত ব্যক্তিকে পরবর্তী
    আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • উখিয়া কুতুপালং উচ্চ বিদ্যালয়ের এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান

    উখিয়া কুতুপালং উচ্চ বিদ্যালয়ের এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    কক্সবাজারের উখিয়ায় কুতুপালং উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ২০২২ সালের এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    ১৫ জুন, ২০২২ইং, বুধবার সকাল সাড়ে ১০টা কুতুপালং উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ২০২২ সালের এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে
    উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কুতুপালং উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব।

    বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা একাডেমি সুপারভাইজার বদরুল আলম, রাজাপালং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, স্বাগত বক্তব্য রাখেন কুতুপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মান্নান, উখিয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল হক খাঁন। উপস্থিত ছিলেন প্রবীন শিক্ষক অরিবিন্দু বড়ুয়া, আওয়ামী লীগ নেতা মাস্টার রতন বড়ুয়া।

    অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা রীতা রানী দে ও আদিত্য বড়ুয়া রাহুল এবং পুরো অনুষ্ঠান সুন্দর ভাবে পরিচালনা করেছেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রুপন দেওয়ানজি।

    অনুষ্ঠান পরিচালনা শুরু করার আগে অতিথিদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকা মন্ডলি ও শিক্ষার্থীবৃন্দ।

    এ সময় বিদ্যালয়ের অন্যান্য সম্মানিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত থেকে ২২৪ জন পরীক্ষার্থীর জন্য দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

  • কক্সবাজারে মুহাম্মদ (সা.) এর বিরুদ্ধে বিজেপি নেতার আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে  বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

    কক্সবাজারে মুহাম্মদ (সা.) এর বিরুদ্ধে বিজেপি নেতার আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

    ওমর ফারুক উখিয়া কক্সবাজার।
    কক্সবাজার বদর মোকাম মসজিদ থেকে শুরু করে  শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ।
    ভারতের বিজেপি নেতা কর্তৃক নবী মুহাম্মাদ রাসূলুল্লাহ (সঃ) ও তার সহধর্মিণী আম্মাজান আয়েশা (রাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদ ও রাষ্ট্রকর্তৃক তার নিন্দা জ্ঞাপনের দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, কক্সবাজার  জেলা শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
    বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই বারবার ইসলাম ও মুসলিমদের  উপর খড়গহস্ত হয়। তাদের কাছে গরুর মূল্য থাকলেও মুসলমানদের রক্তে কোন মূল্য নেই। সম্প্রতি মুসলিমদের প্রাণের স্পন্দন নবী মুহাম্মাদ রাসূলুল্লাহ ও তার সহধর্মিণী নিয়ে কটুক্তি করে তারা সাম্প্রাদায়িক ও জঙ্গিবাদী আচরন করেছে আমরা এমন নোংরা হস্তক্ষেপের ঘোর নিন্দা জ্ঞাপন করছি।
     
    এতে,জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মাওলানা মোহাম্মদ শোয়াইব এর পরিচালনায় মিছিলোত্তর সমাবেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সাংগঠনিক সম্পাদক প্রভাষক রাশেদ আনোয়ার, প্রচার সম্পাদক মাওলানা সেলিম উদ্দিন, উপদেষ্টা ডা: মো: আমিন, অর্থ সম্পাদক মাওলানা হাফেজ ইসমাইল জাফর, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি আলহাজ¦ হাবিবুর রহমান, বামুক জেলা ছদর আলহাজ¦ বদিউল আলম, সাধারণ সম্পাদক আবদুর রহিম, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা ফজলুল করিম, মো: আবদুল খালেক,  মো: আনোয়ার হোসাইন, আবদুর রউফ লাভলু, মো: তকি উদ্দিন সিকদার জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ জেলা সাধারণ সম্পাদক হাফেজ জামাল উদ্দিন তাওহীদ, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মাও: শফিউল আলম, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর জেলা সভাপতি মিছবাহ উদ্দিন কায়সার সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
    বিক্ষোভ মিছিলে শহরের বিভিন্ন মসজিদ থেকে মিছিল সহকারে মুসল্লীরা অংশ গ্রহণ করেন। মিছিলোত্তর সমাবেশে বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে বিজেপির বিরুদ্ধে সংসদে নিন্দা প্রস্তাব পাশ ও ভারতীয় দুতকে ডেকে সকল তাওহীদি ও নবী প্রেমিক জনতার পক্ষথেকে তীব্র প্রতিবাদ জানাতে হবে এবং সরকার প্রধানের পক্ষ থেকে উক্ত আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে বিবৃতি প্রদান করতে হবে।
    এক পর্যায়ে জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ আলী শেষ বক্তব্যে  বলেন, বাংলাদেশ ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র হওয়ায়  সেখানে কোনো ধর্মীয় উস্কানি বাংলাদেশেও প্রভাব ফেলে। তাই আমাদের দাবী বাংলাদেশেও ধর্মীয় সংঘাত এড়াতে অতিসত্ত্বর সংসদে নিন্দা প্রস্তাব আনা হোক। এবং মুসলমানদের প্রাণে রক্তক্ষরণ রোধে অভিভাবকের ভূমিকা পালন করুন।
  • উখিয়ায় রিয়্যাল সংগঠনের বার্ষিক বনভোজন অনুষ্ঠানে চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী

    উখিয়ায় রিয়্যাল সংগঠনের বার্ষিক বনভোজন অনুষ্ঠানে চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    রিয়্যাল সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে বার্ষিক বনভোজন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে ১০জুন,২০২২ইং
    শুক্রবার রাতে কক্সবাজারের উখিয়া উপজেলাধীন রাজাপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পুর্ব সিকদার বিল এলাকায় অত্র ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ বাদশার সভাপতিত্বে এ বনভোজন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথির সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন কমিটির সভাপতি সম্পাদক।

    উক্ত আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম কন্ট্রাকটর, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম রশিদ, অত্র এলাকা ইউপি সদস্য সরোওয়ার কামাল পাশা, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হক, কৃষক লীগের নেতা কাজি আকতার উদ্দিন টুনু, সাবেক ছাত্রনেতা ওমর খাঁন ও পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবনেতা জাহেদ আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এ সময় র‌্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণীতে সাজানো ছিল দিনব্যাপী কর্মসূচি পালন করে আয়োযোগ কমিটির।

    বেকারদের ব্যতিক্রমী একটি স্বেচ্ছাসেবী সংগঠন। স্বেচ্ছায় মানুষের পাশে দাঁড়ানোই এই সংগঠনের কাজ। এই সংগঠনের যুবকেরা নিজ উদ্যোগে স্বেচ্ছায় গ্রামের রাস্তা সংস্কার, মেরামত, রাস্তা পরিষ্কার করা, দরিদ্র মেয়ের বিয়েতে সাহায্য করা, গরিব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা, বিনা মূল্যে পড়ানো, কম্বল বিতরণ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, বনভোজন, মহান বিজয় দিবস ও স্বাধীনতা দিবস পালন করাসহ দরিদ্রদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে থাকেন।
    শীতার্ত মানুষের পাশে দাঁড়ায় স যুব সংগঠন। জানা গেছে, বিগত বেশ কয়েক বছর আগে সংগঠনটি গঠন করেন। গ্রাম উন্নয়নের কাজ দেখে আশপাশের অন্য বেকার যুবকেরাও এগিয়ে এসেছেন। অনেক স্কুল-কলেজের ছাত্ররাও যুক্ত হয়েছেন বর্তমানে এই সংগঠনে সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ১০০ জন।

    শেষপর্বে রাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
    ঈদ পুনর্মিলনী ও বনভোজন অংশগ্রহণকারী অতিথিরা বক্তব্য বলেন, ঈদের পরবর্তী সময়ে এ সংগঠনটি একত্রিত করে একটি পুনর্মিলনী আয়োজন করে আমাদের সবাইকে সুন্দর আনন্দঘন একটি মুহুর্ত উপভোগের সুযোগ করে দেওয়ায় ধন্যবাদ জানাই কমিটির সকল নেতৃবৃন্দদের।

    দিন শেষে অতিথি, সদস্য ও নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন সমিতির সভাপতি নুর মোহাম্মদ বাদশা ও সাধারণ সম্পাদক নুরুল কবির আজাদ

  • উখিয়ায় বালুখালী ক্যাম্পে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রোহিঙ্গা মাঝি খুন

    উখিয়ায় বালুখালী ক্যাম্পে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রোহিঙ্গা মাঝি খুন

    নিজস্ব প্রতিবেদক

    কক্সবাজারের উখিয়ায় বালুখালী শরণার্থী শিবিরে মো. আজিমুল্লাহ (৩৩) নামে রোহিঙ্গা মাঝিকে (নেতা) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।বৃহস্পতিবার (৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে বালুখালী ১৮ ক্যাম্প-বি ব্লকে এ ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন।

    কামরান হোসেন জানান, বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীরা এসে দেশীয় অস্ত্র দিয়ে ক্যাম্পের হেড মাঝি আজিমুল্লাহকে কুপিয়ে গুরুতর আহত করে।পরে রোহিঙ্গারা তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ৮ এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

    নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন রোহিঙ্গা জানান, বালুখালী ক্যাম্পে ভেতরে আজিমুল্লাহ মাঝিকে ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা।পরে তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করায় আগে থেকেই তাদের হুমকি দিয়ে আসছিল সন্ত্রাসীরা।
    উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, উখিয়া বালুখালী ক্যাম্পে এক রোহিঙ্গা মাঝি মারা যাওয়ার খবর পেয়েছি। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • ৭,৯৯০ পিস ইয়াবাসহ আটক, এক রোহিঙ্গার মৃত্যুদণ্ড

    ৭,৯৯০ পিস ইয়াবাসহ আটক, এক রোহিঙ্গার মৃত্যুদণ্ড

    ইব্রাহীম মাহমুদ,টেকনাফ

    ৭,৯৯০পিস ইয়াবা পাচার মামলায় কক্সবাজারে
    এক রোহিঙ্গা যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (০৯ জুন) দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন।

    এ সময় তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, উপজেলার কুতুপালং ক্যাম্প ২ এব ডি ব্লকের মৃত আবদুল

    মোনাফ ও নামীয় খাতুনের ছেলে মো. আরিফ (৩৬)
    প্রকাশ মৌলভী আরিফ।

    রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী (এপিপি) রঞ্জিত দাশ রায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

  • জোর করে কক্সবাজার আল ফুয়াদ হাসপাতালে সিজার : মারা গেলেন সাংবাদিক এস এন কায়সার জুয়েলের ছোট বোন ফারজানা

    জোর করে কক্সবাজার আল ফুয়াদ হাসপাতালে সিজার : মারা গেলেন সাংবাদিক এস এন কায়সার জুয়েলের ছোট বোন ফারজানা

    টেকনাফ প্রতিনিধি

    কক্সবাজারের একটি বেসরকারি ক্লিনিক থেকে এক প্রসূতি রোগিকে তুলে নিয়ে ফুয়াদ আল খতিব হাসপাতালে জোরপূর্বক সিজার করে হত্যার অভিযোগ উঠেছে ডাক্তার ও সহকারীদের বিরুদ্ধে। স্বজনদের অনুপস্থিতির সুযোগে এমন কান্ড তৈরি করেছে ফুয়াদ আল খতিব হাসপাতালের চিকিৎসক ফাতিমা জান্নাত। এমন ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ আইনি ঝামেলা এড়াতে ভুক্তভোগি পরিবারের সাথে বারবার সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মৃত প্রসূতি রোগী ফারজানা (২৭) টেকনাফ পৌরসভার নাইক্ষ্যংপাড়া এলাকার জিয়াউর রহমানের স্ত্রী।

    জোর করে অন্য ক্লিনিক থেকে তুলে নিয়ে গিয়ে সিজারের মাধ্যমে হত্যা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেন ভুক্তভোগি পরিবার। অপরাধীদের বিচারের দাবীতে বুধবার (৮ জুন) দুপুরে কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষের এমন অনিয়ম ও ভুল চিকিৎসার অভিযোগ তুলেন ধরেন ভুক্তভোগিরা। এরপর পরেই কক্সবাজার আদালত প্রঙ্গনে মানববন্ধনের মাধ্যমের বিচার চান তারা।

    নিহতের স্বামী জিয়াউর রহমান বলেন, গত শনিবার (৪ জুন) টেকনাফ থেকে আমার স্ত্রী, আমি ও দুই সন্তানসহ কক্সবাজার এসে একটি হোটেলে উঠি। হোটেলে জিনিস পত্র রেখে বিকালে সমুদ্রসৈকতে বেড়াতে যায় স্ত্রীসহ সন্তানদের নিয়ে। ওখান থেকে সন্ধ্যায় হোটেলে ফিরে যায়। এরপর রাত ৮ টার দিকে ফুয়াদ আল খতিব হাসপাতালে আমার স্ত্রীকে ডাক্তার দেখা যায়। ডাক্তার দেখানোর পর পরীক্ষা দেওয়া হয়। পরীক্ষা দিতে শেভরন ক্লিনিকে নিয়ে যায় আমার স্ত্রীকে। ওখানে পরীক্ষা দিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষায় রাখা হয় রিপোর্টের জন্য। ওই সময়ে আমি দুই সন্তান নিয়ে খাবার খেতে কলাতলীর একটি রেস্টুরেন্টে যায়। খাবার খাওয়ার সময় রাত ১১ টার দিকে স্ত্রীর মোবাইল থেকে ফোন আসে ওনাকে দুইজন লোক ফুয়াদ আল খতিব হাসপাতালে নিয়ে যাচ্ছে। তখন আমি বলছি তুমি এখন যাবে না, আমি আসলে যাবে। এই কথা বলার পরও তারা জোর করে নিয়ে যায়।

    সাড়ে ১১ টার দিকে আমি হাসপাতালে গিয়ে দেখি আমার স্ত্রীকে অপারেশন রুমে নিয়ে গেছে। ওই সময় ডাক্তার ফাতিমা জান্নাত বলেন; আপনার স্ত্রীর অবস্থা বেশি খারাপ। এখন সিজার করতে হবে। ডাক্তারের এমন কথা শুনে আমি দিশেহারা হয়ে পড়ি।

    জিয়াউর রহমান বলেন- আমার স্ত্রী সম্পূর্ণ সুস্থ। সমুদ্রসৈকতে হাটা চলা ফেরাও করেছে বিকালে। আল্ট্রাসনোগ্রাফি রিপোর্ট অনুযায়ী আমার স্ত্রীর আরো ১ থেকে ২ সপ্তাহ সময় আছে। কিন্তু চিকিৎসক নিশ্চিত করে জানালেন এখনই সিজার করতে হবে। অন্যথায় বড় সমস্যা দেখা দিতে পারে। তখন বাজে রাত ১১ টা ৪০ মিনিট। এত রাতে সিজার করতে টাকা পাব কয়! আমি আমার স্বজনদের বাড়িতে যাওয়ার জন্য আমার স্ত্রীর বড় ভাই সাংবাদিক কাইসারুল হক জুয়েলকে নিয়ে বের হয়। আমার এক চাচার কাছে গিয়ে টাকা নিয়ে প্রায় রাত সাড়ে ১২টার সময় হাসপাতালে এসে দেখি আমার স্ত্রী নেই। হাসাপাতলের একজন দায়িত্বরত স্টাফ আমাকে বলল আপনার স্ত্রীকে সিজার করতে ডাক্তার ভেতরে নিয়ে গেছে।

    নিহতের স্বামী বলেন, প্রায় ৩ ঘন্টা পর আমাদেরকে ডাক্তারে এসে বলল; আপনার সন্তান নেন। আপনার স্ত্রীর অবস্থা ভালনা। তখন ডাক্তারকে জিজ্ঞেস করলাম কি সমস্যা হয়েছে। ডাক্তার উত্তর না দিয়ে চলে গেছেন এবং আমার স্ত্রীকে রেফার করলেন জেলা সদর হাসপাতালের আইসিইউতে। এরভিতরে ৭ ব্যাগ রক্তও সংগ্রহ করে দিয়েছি ডাক্তারের কথা মতো। কিন্তু তারা আইসিইউতে রেফার করেন।
    জিয়াউর রহমান বলেন- আমার ধারণা তারা যখন রেফার করছে আইসিইউতে এর আগে আমার স্ত্রী মারা গেছে। আমার স্ত্রীকে জোরপূর্বক সিজার করে হত্যা করা হয়েছে। এমনকি হত্যা করেও তারা গোপন রেখে অন্য হাসপাতালে রেফার করেন।

    নিহতের বড় ভাই সাংবাদিক কায়সারুল হক জুয়েল বলেন, আমাদের না জানিয়ে এবং আমাদের অনুপস্থিতিতে কেন আমার বোনকে সিজার করা হয়েছে। আমার বোন ফারজানা সম্পূর্ণ সুস্থ ছিল। ভুল চিকিৎসায় তাকে মেরে ফেলা হয়েছে।

    এবিষয়ে চিকিৎসক ডাক্তার ফাতিমা জান্নাতের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। এতে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

    কক্সবাজার ফুয়াদ আল খতীব হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা সাইফুদ্দিন খালিদ জানান, আমরা হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ বোর্ড গঠন করে চেষ্টা করেছি। হয়ত তার হায়াত এতটুকুই ছিল।
    তিনি বলেন, স্বামীর এবং তার স্বজনদের দরখাস্ত নিয়েই আমরা সিজার করেছি।

    কক্সবাজার সদর মডেল থানার (ওসি) তদন্ত মো. সেলিম উদ্দিন জানান, ফুয়াদ আল্ খতীব হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় এখনও কোনো অভিযোগ আসেনি। তবে রোগীর চিকিৎসার সব কাগজপত্র দেখা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।