Category: কক্সবাজার জেলা

  • প্রিয়বন্ধু মুফতি এমদাদুল্লাহ শামসী ও হাফিজা নুসরাত ফারজানা’র শুভ পরিণয়ের শুভেচ্ছা ও মারহাবা

    প্রিয়বন্ধু মুফতি এমদাদুল্লাহ শামসী ও হাফিজা নুসরাত ফারজানা’র শুভ পরিণয়ের শুভেচ্ছা ও মারহাবা

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ।

     

    ★প্রিয়বন্ধু হাফিজ মাওলানা মুফতি এমদাদুল্লাহ শামসী সাহেব ও মুছাম্মৎ হাফিজা নুসরাত ফারজানা গতকাল তোমাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছ, তোমার নতুন জীবনে যেন সবসময় সুখ, শান্তি আর ভালোবাসার ছোঁয়া লেগে থাকে। শুভ বিবাহ বন্ধন!

    ★প্রিয়বন্ধু এমদাদ তোমার জীবনের এই স্পেশাল দিনে একটাই কামনা তোমার আর তোমার সঙ্গী একসঙ্গে যেন সারাটি জীবন সুখে- শান্তিতে থাকতে পার। দোয়া করি, তোমার দাম্পত্য জীবন হোক মধুময়।

    ★বন্ধু, বিয়ে মানে শুধু একসঙ্গে থাকার প্রতিশ্রুতি নয়, এটা হলো একে অপরকে সবসময় সম্মান আর ভালোবাসা দেয়া। তোমাদের নতুন জীবনে অফুরন্ত সুখ আর আনন্দ কামনা করি।

    ★তোমার এই সময় থেকে একা না রে, তোমার জীবনে আরেকজন সঙ্গী যোগ হলো। তোমাদের ভালোবাসা যেন দিনকে দিন আরও গভীর হয়। শুভ বিবাহ বন্ধন!*

    ★তোমার জীবনের নতুন পথচলা শুরু হলো। তোমার আর তোমার সঙ্গীর জন্য রইলো অফুরন্ত শুভকামনা। তোমার জীবনের প্রতিটা দিন হোক আনন্দে ভরা। শুভ বিবাহ!

    ★বন্ধু, বিয়ে মানে জীবনের সবচেয়ে সুন্দর বন্ধন। সুখে-দুঃখে একে অপরের পাশে থাকার প্রতিজ্ঞা। তোমাদের দাম্পত্য জীবন যেন ভালোবাসায় পূর্ণ হয় এই কামনা।

    ★বন্ধু বিয়ে মানে শুধু একটা অনুষ্ঠান নয়, এটা হলো জীবনের নতুন যাত্রা। তোমার আর তোমার সঙ্গী যেন একে অপরকে সবসময় ভালোবাসা আর সম্মান দিতে পার। শুভ বিবাহ!

    ★তোমার জীবনে এই সময়ে এক নতুন সূচনা হলো। তোমার বিয়ের দিনটি যেমন সুন্দর, তেমনই তোমাদের জীবন যেন হয় আনন্দে ভরা। তোমাদের জন্য অফুরন্ত শুভকামনা।

    ★বন্ধু, এই সময় থেকে তোমার নতুন জীবনের দিকে পা বাড়াইলা! তোমার আর তোমার সঙ্গীর জীবন হোক মধুর, সুখময় আর ভালোবাসায় ভরা। দোয়া রইলো তোমাদের জন্য।

    ★শুভ বিবাহবন্ধন রে ভাই! তোদের দাম্পত্য জীবন যেন হয় এক আকাশের মতো বিশাল আর ভালোবাসায় ভরা। সারাজীবন যেন তোমরা একসঙ্গে সুখে থাকতে পার।

    ★তোমার জীবনের এই বিশেষ দিনটি যেন তোমাদের ভালোবাসার এক সুন্দর গল্প হয়ে ওঠে। শুভকামনা রইলো তোমার আর তোমার সঙ্গীর জন্য।

    ★বন্ধু, বিয়ে মানে শুধু দুটি মনের মিলন নয়, বরং এটা হলো একসঙ্গে থাকার চিরন্তন প্রতিজ্ঞা। তোমাদের জন্য রইলো অজস্র দোয়া আর শুভেচ্ছা।

    ★বন্ধু এই সময় থেকে তোমার শুধু নিজের জন্য না, তোমার জীবন সঙ্গীর জন্যও। সুখে-দুঃখে যেন তোমরা সবসময় একে অপরের পাশে থাকতে পার শুভ কামনা।

  • মাদ্রাসাতুন নুর উখিয়ার বার্ষিক ইসলামী মহাসম্মেলন ও দাওয়াহ কনফারেন্স সম্পন্ন।

    মাদ্রাসাতুন নুর উখিয়ার বার্ষিক ইসলামী মহাসম্মেলন ও দাওয়াহ কনফারেন্স সম্পন্ন।

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ উখিয়া।

    কক্সবাজার জেলার দক্ষিণ অঞ্চলের উখিয়ার সিকদার বিল গ্রামে গত ৭-৮ জানুয়ারী-২০২৫ খ্রি: মঙ্গলবার ও বুধবার, আন্তর্জাতিক ইসলামিক স্কলার শায়েখ আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ সাহেব হাফিজাহুল্লাহ’র হাতে গড়া সকলের সুপরিচিত দ্বীনি শিক্ষা কেন্দ্র, মাদ্রাসাতুন নুর উখিয়ায় প্রথম বারের মতো ২দিন ব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।

    উক্ত বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অন্তরবর্তীকালিন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন (দা:বা)।

    প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সকলের সুপরিচিত বিশ্বস্ত সেবামূলক প্রতিষ্ঠান: আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সকলের পরিচিতি মূখ, তরুণদের আইডল, আল্লামা শায়েখ আহমাদুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ।

    আমন্ত্রিত ওলামায়েকেরাম
    মাওলানা আমজাদ হোসেন আশরাফী ঢাকা। চাকবৈঠা দারুল হেদায়া মাদ্রাসার পরিচালক: মাওলানা মুফতি রিদওয়ানুল কাদির সাহেব হাফিজাহুল্লাহ। রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক: মাওলানা মুহছিন শরিফ। থাইংখালী দারুত্ তাহজীব মাদ্রাসার পরিচালক: মাওলানা আব্দুস সত্তার সাহেবসহ কক্সবাজার জেলার সর্বস্তরের আলেম ওলামা, ইমাম মুয়াজ্জিন ও ধর্মপ্রাণ তৌহিদী জনতা।

    আমন্ত্রিত অতিথি বৃন্দদের মাঝে উপস্থিত ছিলেন: সাবেক সংসদ আলহাজ্ব শাহ্ জাহান চৌধুরী। উখিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব কামরুল হাসান চৌধুরী। সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সরওয়ার জাহান চৌধুরী। বৃহত্তর রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মীর সাহেদুল ইসলাম চৌধুরী রোমান। জনাব হায়দার আলী কোম্পানিসহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    পরিশেষে প্রধান অতিথি ও প্রধান আলোচক এবং অতিথি বৃন্দদের নিয়ে অত্র মাদ্রাসার হেফজ সমাপনী ১০ জন ছাত্রদের দস্তারবন্দী/ পাগড়ি প্রদান করা হয়।

    www.ukhiyavoice24.com

  • মাদরাসাতুর রিসালাহ আল ইসলামিয়াহ উখিয়া’র শুভ উদ্বোধন ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন।

    মাদরাসাতুর রিসালাহ আল ইসলামিয়াহ উখিয়া’র শুভ উদ্বোধন ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন।

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ।

    কক্সবাজার জেলার দক্ষিণ অঞ্চলের সুপরিচিত উখিয়া উপজেলা সদর বৃহত্তর রাজাপালং ইউনিয়নের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসাতুর রিসালাহ আল ইসলামিয়াহ উখিয়া’র রিনা টাওয়ারে (বালিকা) মাদরাসার শুভ উদ্বোধন ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

    ০১ জানুয়ারি-২০২৫ খ্রি: বুধবার সকাল সাড়ে ১০ ঘটিকার দিকে মাদরাসা’র মিলনায়তনে মাওলানা নজির হোছাইনের সঞ্চালনায় ও তাহসীনুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ সানা উল্লাহ’র সুমধুর কন্ঠে কোরআন তেলাওয়াত ও পরিচালক মাওলানা মীম খোবাইব এর উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সূচনা করা হয়।

    কক্সবাজার লাইট হাউজ মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ আলী নাজিরের সভাপতিত্বে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহছিন শরীফ (দা:বা:) পরিচালক: আজিজুল উলুম মাদরাসা রাজারকুল রামু ও যুগ্মসচিব আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা সিরাজুল ইসলাম সিকদার, পরিচালক: দারুল উলুম রামু চাকমারকুল বড় মাদ্রাসা। হযরত মাওলানা মুফতি বোরহান উদ্দিন, মুহাদ্দিস: জামিয়াতুন নুর আল আলমিয়াহ বাংলাদেশ। মাওলানা জুবাইরুল হক আনসারী, হযরত মাওলানা আব্দুস সাত্তার সাহেব, পরিচালক: দারুত তাহজিব মাদ্রাসা থাইংখালী। মাওলানা কাজী এরশাদ উল্লাহ সাহেব। মাওলানা নিয়ামত উল্লাহ সাহেব, পরিচালক: চাইল্যাতলী মাদরাসা। মাওলানা হাফেজ দেলোয়ার হোসেন -পরিচালক হাফছা (রা:) মহিলা মাদরাসা রামু।মাওলানা ইউনুস সরওয়ার সাহেব,পরিচালক: ঘুমধুম রওজাতুল কুরআন মাদ্রাসা। মাওলানা ওবায়দুল্লাহ রফিক, পরিচালক: জামিয়া আশরাফিয়া আজিজুল উলুম মাদ্রাসা কোর্টবাজার। সাংবাদিক মাওলানা আবুল মনজুর সাহেব,পরিচালক: দারুল কোরআন একাডেমী। মাওলানা নুর মোহাম্মদ সাহেব, পরিচালক: তাজবিদুল কোরআন মাদরাসা পাগলীর বিল। মাওলানা জাহাঙ্গীর রফিক। মাওলানা মোহাম্মদ ইলিয়াছ, নির্বাহী পরিচালক: মা’হাদ আল ফুরকান মরিচ্যা। মাওলানা মুফতি গিয়াস উদ্দিন।
    মাওলানা ইকবাল তৌহিদী, মাওলানা জিয়াউল হক। মাওলানা কেফায়েত উল্লাহ। মাওলানা এমদাদ উল্লাহ, মাদ্রাসাতুর রিসালাহ আল ইসলামিয়া’র শিক্ষা সচিব আবু তাসনিম সাঈদ আশরাফি, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা কফিলউদ্দিন। তরুণ আলেম মাওলানা হাফেজ আয়াতুল্লাহ। মাওলানা আব্দুল্লাহ মাহমুদসহ কক্সবাজার জেলার শীর্ষস্থানীয় ওলামায়েকেরামগন ও অভিভাবকবৃন্দ।

    এসময় বক্তারা বক্তব্যে বলেন, আল্লাহপাকের সন্তুষ্টি লাভ, ইহকাল ও পরকালের মুক্তি এবং ইসলামের মূল আকিদায় জ্ঞান অর্জন করে প্রকৃত সফলতা লাভের উপায় হিসেবে কাজ করবে مدرسةالرسالة الإسلامية
    অনৈসলামিক সমাজ ব্যবস্থার সার্বিক পরিবর্তন সাধন করে কুরআন ও হাদিসের ভিত্তিতে ইসলামি জীবন ব্যবস্থা গড়তে সহায়ক ভূমিকা রেখে প্রতিটি ঘরে ঘরে পবিত্র কুরআনের আলো ছড়িয়ে দিবে। পরিশেষে শিক্ষার্থীদের সবক প্রদান শেষে মাওলানা মুহছিন শরীফ (দা:বা:) দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, এসময় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার প্রবীণ মুরব্বিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    নিউজ ডেস্ক: UkhiyaVoice24.Com

  • এনজিও শেড কর্তৃক আয়োজিত ধর্মীয় নেতাদের নিয়ে বার্ষিক ইমাম সমাবেশ-২০২৪ অনুষ্ঠিত।

    এনজিও শেড কর্তৃক আয়োজিত ধর্মীয় নেতাদের নিয়ে বার্ষিক ইমাম সমাবেশ-২০২৪ অনুষ্ঠিত।

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ উখিয়া।

    শেড ও ওয়ার্ল্ড ভিশন কর্তৃক আয়োজিত ইউনিয়ন ভিত্তিক ধর্মীয় নেতৃবৃন্দদের নিয়ে অদ্য ২৬ ডিসেম্বর-২০২৪ খ্রি: বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার দিকে উখিয়া উপজেলা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত ইউনিয়ন ভিত্তিক ধর্মীয় বার্ষিক ইমাম সমাবেশে-২০২৪ এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব কামরুল হাসান চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি জনাব আরিফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ বদরুল আলম, উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোহাম্মদ আল মামুন, রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মীর সাহেদুল ইসলাম চৌধুরী রোমান,

    মডেল কেয়ারটেকার ইসলামিক ফাউন্ডেশন উখিয়া উপজেলা শাখার দায়িত্বশীল মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ, রাজাপালং ও রত্নাপালং ইউনিয়নের ইমাম খতিব ও আলেম ওলামাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    বক্তারা বক্তব্যে শিশু সুরক্ষা ও বাল্য বিবাহ প্রতিরোধ করতে মসজিদের ইমাম খতিব এবং কাজী সাহেবদের প্রতি বিশেষ ভাবে অনুরোধ করেন, বক্তব্য বক্তারা আরো বলেন, ইমাম খতিব মানি নেতা সমাজে সবচেয়ে আলেম ওলামা ও ইমাম খতিবদের অবদান অনেক বেশি কিন্তু তার পরেও একজন সমাজের উচ্চ মানুষ আলেম ওলামা মাসিক হাদিয়া দিতেও ৬ মাসের বকেয়া থাকে। সর্বশেষে ধর্মীয় নেতৃবৃন্দদের মাঝে ব্যাক বিতরণ করা হয়।

  • উখিয়া হাতিমোড়ায় আসছেন মরহুম আল্লামা সাঈদীর (রহ:) এর ছেলে শামীম সাঈদী

    উখিয়া হাতিমোড়ায় আসছেন মরহুম আল্লামা সাঈদীর (রহ:) এর ছেলে শামীম সাঈদী

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ উখিয়া।

    উখিয়ার পূর্ব দরগাহ বিল হাতিমোরা ‘ইসলামী শিশু-কিশোর ও যুব কল্যাণ পরিষদ’র উদ্যোগে আয়োজিত সীরতুন্নবী(সঃ) মাহফিলে আসছেন বিশ্ববরেণ্য মুফাচ্ছির শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর পুত্র, সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান, বর্তমান সময়ের আলোচিত বক্তা, আল্লামা শামীম সাঈদী।

    বিষয়টি নিশ্চিত করে আয়োজক কমিটির অন্যতম সদস্য হাফেজ বোরহান উদ্দিন রাব্বানী বলেন, ৩০ ডিসেম্বর-২০২৪ খ্রি: সোমবার হাতিমোড়া ইসলামী শিশু-কিশোর ও যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রধান মুফাচ্ছির হিসেবে উপস্থিত থাকার সম্মতি প্রকাশ করেছেন আল্লামা শামীম সাঈদী।মাহফিলে সভাপতিত্ব করবেন, পূর্ব দরগাহ বিল ইবতেদায়ী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা ছৈয়দ আকবর।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সাবেক হুইপ ও কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি শাহজাহান চৌধুরী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর মাওলানা অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।

    প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, আল-মুমিন ফাউন্ডেশনের চেয়ারম্যান, হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমিন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল ও আগ্রাবাদ মহুরী পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা উসমান গণি পাটোয়ারী।

    সকলের প্রতি দ্বীনি দাওয়াত রহিল।

  • উখিয়া রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা দারুল হেদায়া মাদ্রাসা’র হিফজ বিভাগের সমাপনী ছাত্রদের দস্তারবন্দী/পাগড়ি প্রদানকালে

    উখিয়া রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা দারুল হেদায়া মাদ্রাসা’র হিফজ বিভাগের সমাপনী ছাত্রদের দস্তারবন্দী/পাগড়ি প্রদানকালে

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ উখিয়া।

    উখিয়া উপজেলার সর্ব বৃহত্তর রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা দারুল হেদায়া মাদ্রাসার হিফজ বিভাগের সমাপনী ছাত্রদের দস্তারবন্দী/ পাগড়ি প্রদানকালে উপস্থিত ছিলেন উখিয়ারই কৃতি সন্তান সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক ইসলামিক স্কলার শায়েখ আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ সাহেব (দা:বা:), সেক্রেটারি জেনারেল আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশে। আরো উপস্থিত ছিলেন, জনাব মাওলানা মোহাম্মদ আলী নাজির সাহেব হাফিজাহুল্লাহ, পরিচালক লাইট হাউস মাদ্রাসা কক্সবাজার। জনাব মীর সাহেদুল ইসলাম চৌধুরী রোমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বৃহত্তর রাজাপালং ইউনিয়ন পরিষদ উখিয়া কক্সবাজার। সর্বশেষ প্রধান আলোচকের মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করেন।

    অত্র দারুল হেদায়া মাদ্রাসা চাকবৈঠা ২০১৯ সালে করোনাকালীন সময়ে চাকবৈঠা বাজার সংলগ্ন বৃহত্তর কবরস্থানের পাশে তরুণ মুফাচ্ছির ও সুপরিচিত ওয়ায়েজ মাওলানা হাফেজ মুফতি রিদওয়ানুল কাদির সাহেব হাফিজাহুল্লাহ’র হাতে গড়া দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। পাশাপাশি সকল এলাকাবাসী মাদ্রাসায় সহযোগিতা করে যাচ্ছেন বলেও জানা যায়। চতুর পাশের এলাকাবাসী দোয়া ও সহযোগিতা করলে ইনশাআল্লাহ আরো সামনের দিকে এগিয়ে যাবে।

  • উখিয়া রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা দারুল হেদায়া মাদ্রাসার নুরানী বিভাগের ১৪ ছাত্র ছাত্রী কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণ করে আজকের ফলাফল প্রকাশে শতভাগ পাশ করেন

    উখিয়া রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা দারুল হেদায়া মাদ্রাসার নুরানী বিভাগের ১৪ ছাত্র ছাত্রী কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণ করে আজকের ফলাফল প্রকাশে শতভাগ পাশ করেন

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ উখিয়া।

    উখিয়া উপজেলা সদর বৃহত্তর রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামে ২০১৯ সালে তরুণ মুফাচ্ছির হাফেজ মাওলানা মুফতি রিদওয়ানুল কাদির সাহেবের হাত ধরে প্রতিষ্ঠিত হয়, অল্প সময়ের মধ্যে পড়ালেখার মানোন্নয়ন হওয়াতে নুরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণকারী ১৪ জন ছাত্র ছাত্রীদের মধ্যে ৮ জন এ প্লাস ও ৬ জন এ পেয়ে পরিচালনা কমিটিসহ এলাকাবাসী ধন্য মনে করেন এবং আগামী ২০২৫ শিক্ষাবর্ষের জন্য দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকধারা পাঠদান করা হবে।

     

    আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা দিন, প্রাথমিক শিক্ষা নুরানী শিক্ষা ছাড়া বিকল্প নেই।

  • ইত্তেফাক ও ইত্তেহাদ ঐক্যের ডাক রোহিঙ্গা শিবিরে উলামা ও ইসলামী ছাত্রদের ঐতিহাসিক সভা অনুষ্ঠিত।

    ইত্তেফাক ও ইত্তেহাদ ঐক্যের ডাক রোহিঙ্গা শিবিরে উলামা ও ইসলামী ছাত্রদের ঐতিহাসিক সভা অনুষ্ঠিত।

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ উখিয়া।

    অদ্য ২৫ ডিসেম্বর-২০২৪ খ্রি: বুধবার কুতুপালং ক্যাম্প-১ কক্সবাজারে রোহিঙ্গা সম্প্রদায়ের পক্ষ থেকে উলামা ও ইসলামী ছাত্রদের নেতৃত্বে এক ঐতিহাসিক সভা অনুষ্ঠিত হয়। সভার মূল বিষয় ছিল ইত্তেফাক (একমত হওয়া) ও ইত্তেহাদ (ঐক্য)। সভায় রোহিঙ্গাদের গুরুত্বপূর্ণ চারটি সংগঠন RSO, ARSA, ARA এবং Islam Mahaj এর নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তারা মতবিরোধ দূর করে ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব তুলে ধরেন। নেতারা জনসম্মুখে শপথ করেন যে, তারা নিজের অধিকার এবং মাতৃভূমি পুনরুদ্ধারের লক্ষ্যে শাহাদাতের আগ পর্যন্ত একতাবদ্ধ থেকে জিহাদের পথে অটল থাকবেন। তারা দৃঢ়ভাবে ঘোষণা করেন: “وما توفيق إلا بالله”।

    অংশগ্রহণকারীরা জীবনের মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেন এবং উন্নয়নের পথে যে সকল চ্যালেঞ্জ রয়েছে, তা চিহ্নিত করেন। একজন বক্তা বলেন, একমত না হলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো না, আর ঐক্য ছাড়া আমরা চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে পারবো না। এই দিনটি উপস্থিত সকলের জন্য এক অবিস্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হয়। সমাবেশটি এতটাই আবেগময় এবং অনুপ্রেরণাদায়ক ছিল যে, এর বর্ণনা ভাষায় প্রকাশ করা কঠিন। উপরন্তু, সমাবেশ চলাকালীন আল্লাহর রহমতের বারিধারাও উপভোগ্য হয়ে ওঠে।

    সমাবেশ জুড়ে এ স্লোগান মুখরিত হয়:
    “سبيلنا الجهاد الجهاد، طريقنا الجهاد الجهاد، الله أكبر الله أكبر”
    এই স্লোগানের ধ্বনিতে পুরো পরিবেশ কম্পিত হয়ে ওঠে। ইয়া আল্লাহ, আমাদের এই ঐক্যের প্রচেষ্টা ও সফরকে সফলতা দান করুন। আমিন।

  • কাল ১৬ ই ডিসেম্বর-২০২৪ খ্রি: সোমবার সকাল ৯ ঘটিকার দিকে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে খতমে কুরআন তেলাওয়াত অনুষ্ঠিত হবে।

    কাল ১৬ ই ডিসেম্বর-২০২৪ খ্রি: সোমবার সকাল ৯ ঘটিকার দিকে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে খতমে কুরআন তেলাওয়াত অনুষ্ঠিত হবে।

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ।

    আগামীকাল ১৬ ই ডিসেম্বর-২০২৪ খ্রি: সোমবার সকাল ০৯ ঘটিকার দিকে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে খতমে কুরআন অনুষ্ঠিত হবে। এবং ১৬ ই ডিসেম্বর-২০২৪ খ্রি: দুপুর ২ ঘটিকার দিকে কোট বাজার স্টেশনে বিজয়  র‌্যালি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

    পবিত্র কোরআন খতমের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ/ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ/ ইসলামী শ্রমিক আন্দোলন/ বাংলাদেশ মুজাহিদ কমিটিসহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উখিয়া উপজেলার সকল হাফেজ আলেম সকাল ৯ ঘটিকার দিকে উখিয়া শহীদ মিনার চত্বরে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল।

    অনুরোধক্রমে
    ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
    উখিয়া উপজেলা শাখা।