Category: কক্সবাজার জেলা

  • নূরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ড.বিপ্লব গাঙ্গুলি

    নূরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ড.বিপ্লব গাঙ্গুলি

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার।

    কক্সবাজারের উখিয়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, নূরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে করেন চট্রগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সম্মানিত বিদ্যালয় পরিদর্শক জনাব ড.বিপ্লব গাঙ্গুলি।

    অদ্য ১৫ জানুয়ারি ২০২২ খ্রিঃ শনিবার দুপুর ১২ঘটিকার দিকে নূরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে আসেন চট্রগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সম্মানিত বিদ্যালয় পরিদর্শক জনাব ড.বিপ্লব গাঙ্গুলি মহোদয়।

    এসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলামের সাথে বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বিদ্যালয় পরিদর্শক মহোদয়।

    এছাড়াও বিদ্যালয়ের নানান কারণ বিষয় নিয়ে বক্তব্যআরোপ ব্যক্ত করেন অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের সম্মানিত সদস্য অধ্যাপক হুমায়ূন কবির চৌধুরী। অত্র প্রতিষ্টানের প্রতিষ্টাতা, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী।

    পরিদর্শনের আগে সম্মানিত বিদ্যালয় পরিদর্শক জনাব ড.বিপ্লব গাঙ্গুলি স্যারের সাথে পুষ্পিত অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সম্মানিত বিদ্যালয় প্রতিষ্টাতা মন্ডলি সহ সকল শিক্ষক শিক্ষিকাগন।

    এ সময় উপস্থিত ছিলেন নূরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল বিএম স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ বাবু মিলন বড়ুয়া, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলাম, সহকারি শিক্ষক মোঃ তহিদুল আলম, স্থানীয় ইউপি সদস্য আব্দুল হক, বিশিষ্ট সমাজ সেবক মুফিজ উদ্দিন ও সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • উখিয়ায় প্রতিশ্রুতিশীল সামাজিক সংগঠন স্বপ্নযাত্রা’র আত্মপ্রকাশ

    উখিয়ায় প্রতিশ্রুতিশীল সামাজিক সংগঠন স্বপ্নযাত্রা’র আত্মপ্রকাশ

    মোঃ শহিদ, উখিয়া।

    উখিয়ার তরুণ শিক্ষিত সমাজের অগ্রগতির যাত্রাকে ধারণ করে প্রতিশ্রুতিশীল সামাজিক সংগঠন স্বপ্নযাত্রা’র উদ্বোধন করা হয়েছে।

    ১৩ জানুয়ারী ২০২২ খ্রিঃ বৃহস্পতিবার সন্ধ্যার সময় উখিয়ার ফুডিস রেস্টুরেন্টের কনফারেন্সে রুমে প্রতিশ্রুতিশীল সামাজিক সংগঠন “স্বপ্নযাত্রা”র উদ্বোধন করেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়নের ৩ বারের নির্বাচিত সফল চেয়ারম্যান জননেতা জাহাঙ্গীর কবির চৌধুরী ।
    উখিয়ার একদল উচ্চ শিক্ষিত তরুণের স্বপ্নের বাস্তবায়নের লক্ষ্যে যাত্রা শুরু করে স্বপ্নযাত্রা। মানুষের বিভিন্ন প্রকারের সামাজিক ও মানবিক সমস্যা সমাধানের লক্ষ্যে ঘনিষ্টভাবে মানুষের সাথে কাজ করার এক দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের উদ্দ্যোক্তাগণ। উদ্দ্যোক্তাগণের মধ্যে আত্মপ্রকাশ অনুষ্ঠানের সঞ্চলনা করেন এডভোকেট এস এম সেলিম, সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য ব্যক্ত করেন ওমর ফারক আবির, সংগঠনের কার্যক্রম ও কর্মপরিকল্পনা সম্পর্কে ব্যক্ত করেন এডভোকেট শফিউল করিম মিঠু এবং সংগঠনের প্রত্যয় ও স্বপ্নয়ে ব্যক্ত করেন ব্যাংকার আব্দুল্লাহ রুবেল। এছাড়াও সভায় উপস্থিত ছিল- সংগঠনের অন্যতম উদ্দ্যোক্তা এইছ এম শহিদ, রিয়াজুল মার্শেল, মুহাম্মদ শাহজাহান এবং আবুল হাশেম। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংবাদকর্মী কাজল আইচ।
    উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের টানা তৃতীয় বারের নির্বাচিত সফল জননেতা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও কেক কেটে শুভ সূচনা করা হয় প্রতিশ্রুতিশীল সামাজিক সংগঠন “স্বপ্নযাত্রা” আত্মপ্রকাশ অনুষ্ঠানের। স্বপ্নযাত্রার পক্ষ থেকে অথিতিকে ক্রেষ্ট প্রধান করেন উদ্দ্যোক্তাগণ।

    সভায় প্রধান অথিতি হিসেবে জননেতা জাহাঙ্গীর কবির চোধুরী দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন। তরুন সমাজের এধরনের উদ্দ্যোগের সাথে নিজের একাত্মতা পোষণ করেন এবং সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন। শিক্ষা ও সামাজিক অগ্রগতির জন্যে তরুণদের চিন্তা ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে আগামীর উখিয়াকে সুন্দরভাবে পরিগঠনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এছাড়াও সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন তিনি।

  • কুতুপালং স্কুলের প্রাক্তন ছাত্র প্রতিনিধিদের মতবিনিময় সভা ও শুভেচ্ছা বিনিময়ে জাহাঙ্গীর কবির চৌধুরী

    কুতুপালং স্কুলের প্রাক্তন ছাত্র প্রতিনিধিদের মতবিনিময় সভা ও শুভেচ্ছা বিনিময়ে জাহাঙ্গীর কবির চৌধুরী

    কাজল আইচ, উখিয়া।

    কক্সবাজারের উখিয়া কুতুপালংয়ের স্কুল থেকে বেড়ে উঠা, হাঁটি হাঁটি পা পা করে আজঅব্ধি এই পর্যায়ে এসেছেন কুতুপালং স্কুল প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ, উখিয়া।

    অদ্য ১৪ জানুয়ারি ২০২২ খ্রিঃ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকার দিকে কক্সবাজারের উখিয়া বাসমতি রেষ্টুরেন্টে কুতুপালং স্কুল প্রাক্তন ছাত্র প্রতিনিধিদের মতবিনিময় সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান সভার সভাপতিত্ব করেন কুতুপালং উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী।

    “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ”

    ভাল শিক্ষক হতে হলে আপনাকে সৃজনশীল হতে হবে, সেই সঙ্গে প্রযুক্তিকে আলিঙ্গন করতে হবে৷ আপনাকে অবশ্যই শিক্ষকতার আধুনিক উপায়গুলোকে গ্রহণ করতে হবে৷ কাজ করতে হবে বেশি, কথা বলতে হবে কম৷” ছাত্রদের জানানোর জন্য বিশ্বের নিত্যনতুন জ্ঞানের সাথে পরিচিত হতে হয় তাঁকে৷

    অনুষ্ঠানের সভাপতি মহোদয়ের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করে মতবিনিময় সভা পরিচালনা করেন ২০০৯ ব্যাচের প্রতিনিধি ব্যাংকার বাবু সঞ্জয় বড়ুয়া ও স্বাগত বক্তব্য রাখেন শেখর বড়ুয়া (২০০৫) সুমদত্ত বড়ুয়া (২০০৬) মোঃ আলাউদ্দিন (২০১০) অরুপ বড়ুয়া তপু বড়ুয়া (২০১১) রুমন বড়ুয়া (২০১২) বিপন বড়ুয়া (২০১৪) আব্দুল খালেক বিজয় (২০১৬) আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাচের প্রতিনিধিরা।

  • উখিয়া রাজাপালং ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যাবৃন্দের ১ম সভা অনুষ্ঠান সম্পন্ন

    উখিয়া রাজাপালং ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যাবৃন্দের ১ম সভা অনুষ্ঠান সম্পন্ন

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার।

    কক্সবাজারের উখিয়ায় রাজাপালং ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্য সদস্যাবৃন্দের সমন্বিত ১ম সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ১৩ জানুয়ারি ২০২২ খ্রিঃ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায়, ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কক্ষে অত্র সকল ইউপি সদস্যদের নিয়ে প্রথম সভায় সভাপতিত্ব করেন রাজাপালং ইউনিয়ন পরিষদের টানা তৃতীয় বারের মত নির্বাচিত সফল চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী।

    সভা শেষে রাজাপালং ইউনিয়ন পরিষদের মান্যবর চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী মহোদয়ের সাথে পুষ্পিত অভিনন্দন ও শুভেচ্ছা জানান সকল ইউপি সদস্য সদস্যাগন।

    নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্য সদস্যাবৃন্দের ১ম সভা অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সচিব বাবু মৃণাল বড়ুয়া, এছাড়া অনুষ্টান সভায় স্বাগত বক্তব্যব্যক্ত করেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল কবির, ২নং ওয়র্ডের ইউপি সদস্য মোঃ সালাহউদ্দিন, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ছৈয়দ হামজা, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মীর শাহেদুল ইসলাম রোমান, ৫নং ইউপি সদস্য সরোওয়ার কামাল পাশা, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হক, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহিম মেম্বার , ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ইকবাল বাহার ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন।
    মহিলা সংরক্ষিত ইউপি সদস্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ১,২,৩ ওয়ার্ড থেকে রোকসানা বেগম, ৪,৫,৬ ওয়ার্ড থেকে খুরশিদা বেগম, ৭,৮,৯ ওয়ার্ড থেকে শামসুন্নাহার বেগম।

    অনুষ্টান সভার আগে চেয়ারম্যান মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জনান অত্র পরিষদের সচিব, উদ্যোক্তা ও গ্রাম পুলিশ।

  • জাহাঙ্গীর কবির চৌধুরী প্রাথমিক বিদ্যালয় এর বার্ষিক বনভোজন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

    জাহাঙ্গীর কবির চৌধুরী প্রাথমিক বিদ্যালয় এর বার্ষিক বনভোজন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    কক্সবাজারের উখিয়ায় রাজাপালং ইউনিয়নে ৬নং ওয়ার্ডের মধুরছড়া এলাকায় “জাহাঙ্গীর কবির চৌধুরী প্রাথমিক বিদ্যালয়” এর বার্ষিক বনভোজন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে, অত্র বিদ্যালয়ের প্রতিষ্টাতা ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী’র সভাপতিত্বে এই বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বনভোজন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

    অদ্য ১২ জানুয়ারি ২০২২ খ্রিঃ বুধবার সকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যেদিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন আহমেদ।

    বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উখিয়া থানা ইনচার্জ আহমেদ সঞ্জুর মুর্শেদ, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার গুলশান আক্তার, কক্সবাজার জেলা পরিষদের সদস্য অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবুল মনসুর চৌধুরী, উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম, প্রকল্প কর্মকর্তা আল মামুন ও সহকারি শিক্ষা কর্মকর্তা ও নুরুল ইসলাম চৌধুরী বিএম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিলন বড়ুয়া, উখিয়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি একরামুল হক, উখিয়া টেকনাফের মাননীয় সংসদ সদস্য শাহীন বদি’র রাজপুত্র শাউন আরমান, উখিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরোওয়ার আলম শাহীন ও অনুষ্ঠানের সার্ভিক পরিচালনা করছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি কন্ট্রাক্টর মুফিজ উদ্দিন।

    রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ডে ইউপি সদস্য আব্দুল হক, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সালাহউদ্দিন, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইকবাল বাহার, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহিম, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মীর শাহেদুল চৌধুরী রোমান ও মহিলা সংরক্ষিত মেম্বার খুরশিদা বেগম, রোখসানা বেগম, শামসুন্নাহার সহ রাজাপালং ইউনিয়ন পরিষদের সচিব মৃণাল বড়ুয়া ও সকল পরিষদ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

    উখিয়া উপজেলা রাজনৈতিক নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট এটিএম রশীদ ও রাজাপালং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল উদ্দিন সুজন, রাজাপালং ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হেডম্যান মোঃ ইব্রাহিম, উখিয়া উপজেলা ছাত্রনেতা মোঃ ইব্রাহিম এর সভাপতিত্বে ও অপরাপর রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

    অনুষ্টানের আলোচনার শেষে বিদ্যালয়ে শিক্ষার্থীরা নানান খেলাধুলায় প্রতিযোগিতা অংশগ্রহণের বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেন। পরে বিদ্যালয়ের প্রতিষ্টাতা সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীকে সাথে নিয়ে আনন্দ ভাগাভাগি করতে ঝমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যেদিয়ে আনন্দ উপভোগ করেন শিক্ষার্থীরা।

  • জেলা ভিত্তিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার লাভ করেন মা’হাদ আন-নিবরাসের ছাত্ররা

    জেলা ভিত্তিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার লাভ করেন মা’হাদ আন-নিবরাসের ছাত্ররা

    নিজস্ব প্রতিবেদক

    হুফ্‌ফাজুল কুরআন সংস্থা বাংলাদেশ কক্সবাজার জেলা কর্তৃক আয়োজিত জেলা ভিত্তিক হিফ্‌জুল কুরআন প্রতিযোগিতা ২০২২ এর ২০ পারা গ্রুপে প্রথম স্থান অধিকার করার সৌভাগ্য অর্জন করেছে কক্সবাজার শহরের সাড়াজাগানো শিক্ষাপ্রতিষ্ঠান মা’হাদ আন-নিবরাসের শিক্ষার্থী হাফেজ হা-মিম মুহাম্মদ এবং একই গ্রুপে ৫ম স্থান অধিকার করেছে মা’হাদেরই শিক্ষার্থী হাফেজ মুশফিকুর রহমান। পাশাপাশি ৩০পারা গ্রুপে বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছে মা’হাদ আন-নিবরাসের শিক্ষার্থী হাফেজ আবু বকর সিদ্দিক।

    মা’হাদ আন-নিবরাসের প্রশাসনিক কর্মকর্তা মাওলানা আনসারুল্লাহ জানান, আমাদের মা’হাদের শিক্ষার্থীরা মা’হাদের প্রতিষ্ঠালগ্ন থেকেই জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোড়ন সৃষ্টি করে আসছে। সেই ধারাবাহিকতায়, আমরা আজও (গতকাল) সাফল্যের প্রমাণ রাখতে পেরেছি।

    মা’হাদ আন-নিবরাসের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা জিয়াউল হক বলেন, ২০১৮ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠালাভের পর থেকেই মা’হাদ আন-নিবরাসের অর্জন ও সাফল্যযাত্রা সুচারুরূপে অব্যাহত রয়েছে এবং তা পুরো দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। কক্সবাজারের বুকে ইসলামি আধুনিক শিক্ষাব্যবস্থায় আমরা সকল সচেতন অভিভাবকের আদর্শের কেন্দ্র হতে চাই।

    মা’হাদ আন-নিবরাসের পরিচালকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ মা’হাদের সার্বিক সাফল্যের জন্য সকলের নিকট দু’আ কামনা করেছেন।

    Ma’had An Nibras معهد النبراس

  • কক্সবাজার জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পুলিশ সদস্যদের কিট

    কক্সবাজার জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পুলিশ সদস্যদের কিট

    নিজস্ব প্রতিনিধি।

    অদ্য ৯ জানুয়ারি ২০২২ খ্রিঃ রবিবার সকাল ১০ ঘটিকার দিকে কক্সবাজার জেলা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের উদ্যোগে অফিসার ও ফোর্সের সমন্বয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত কিট প্যারেড এর অভিবাদন গ্রহণ শেষে প্যারেডে উপস্থিত সকালের কিট সামগ্রী পরিদর্শন করেন পুলিশ সুপার জনাব মোঃ হাসানুজ্জামান, পিপিএম। পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের সকল সদস্যকে উত্তম পোষাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সু-শৃঙ্খল জীবনযাপন ও পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান। এছাড়াও যে সকল পুলিশ সদস্যের কিট সামগ্রী পাওনা রয়েছে তাদেরকে সংগ্রহ করার নির্দেশ প্রদান করেন।

  • আইডিয়াল সোসাইটির উদ্যোগে ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল খেলায় বিজয় হলেন পূর্ব ডিগলিয়া করইবনিয়া ক্রিকেট দল

    আইডিয়াল সোসাইটির উদ্যোগে ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল খেলায় বিজয় হলেন পূর্ব ডিগলিয়া করইবনিয়া ক্রিকেট দল

    নিজস্ব প্রতিনিধি।

    শনিবার ৮ জানুয়ারি-২০২২ খ্রিঃ বিকাল ৪ ঘটিকার দিকে আব্দুর রহিম মেম্বার এর বাড়ির পাশ্ববর্তী খেলার মাঠে, উখিয়া উপজেলার সদর রাজাপালং ইউনিয়নের একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, আইডিয়াল সোসাইটি নামক একটি সমাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্ণামেন্ট।

    উক্ত ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল খেলায় একদিকে অংশগ্রহণ করলেন, পূর্ব ডিগলিয়া ও করইবনিয়া ক্রিকেট দল, অপর দিকে অংশগ্রহণ করলেন ডেইলপাড়া ক্রিকেট দল, দুই ক্রিকেট দলের খেলোয়াড় বৃন্দদের চমৎকার সিক্স ও পৌর দেখিয়ে দর্শকদের আনন্দ উল্লাসে পরিনত করলেন।

    দুই দলের ক্রিকেট ফাইনাল খেলায় ৯৬ রানে টার্গেট দিলেন ডেইলপাড়া খেলোয়াড় বৃন্দ অপরদিকে পূর্ব ডিগলিয়া পালং ও করইবনিয়া ক্রিকেট দলের খেলোয়াড় বৃন্দ ৯৬ রানের টার্গেট ভেঙ্গে বিজয় লাভ করে চ্যাম্পিয়ন কাপ গ্রহণ করেন।

    যুব সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে হলে খেলাধুলা’র বিকল্প নেই বলে মন্তব্য করেন উখিয়া উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি, কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও Ukhiya24 এর সম্পাদক জনাব সাংবাদিক শফিউল ইসলাম আজাদ।

    অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলার সদর রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সকল খেলোয়াড় বৃন্দদের আন্তরিক অভিনন্দন জানান জনাব আব্দুর রহিম মেম্বারসহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    Exif_JPEG_420
  • উখিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা (মাদক) সহ একজন মাদক কারবারি গ্রেফতার

    উখিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা (মাদক) সহ একজন মাদক কারবারি গ্রেফতার

    নিজস্ব প্রতিনিধি।

    বৃহস্পতিবার ৬ জানুয়ারি ২০২২ খ্রিঃ বিকাল ১৬.৪০ ঘটিকার দিকে উখিয়া থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে কক্সবাজারের উখিয়া থানাধীন ০৫ নং পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকা হইতে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত আসামী ১, মোঃ আজিজুল হক জলু (৫২), পিতা-মৃত বাচা মিয়া, সাং বালুখালীর ছরা, (০১ নং ওয়ার্ড), ০৫ নং পালংখালী ইউপি, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার এর হেফাজত হতে ৫০০০ হাজার পিস ইয়াবা (মাদক) উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

    গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২১

    উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২১

    নিজস্ব প্রতিনিধি।

    কক্সবাজারের উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বিজ্ঞান প্রযুক্তি সমাহার ডিসপ্লে পরিদর্শন ও ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ -২০২১ শুভ উদ্বোধন করা হয়।

    উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যে রাখেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবুল হোসাইন সিরাজী, উপজেলা শিক্ষা একাডেমির সুপারভাইজার বদরুল আলম, উপ কৃষি কর্মকর্তা সোহেল রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন, কুতুপালং সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রুপন দেওয়ানজী’র সঞ্চালনায় ও আরো থাকছেন অপরাপর উপজেলা কর্মকর্তা সহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

    “স্মার্টফোনে আসক্তি পড়াশোনার ক্ষতি” তাঁরোই অংশ বিশেষ উখিয়া বহুমূখী সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ৫ ও ৬ জানুয়ারি ২০২২ খ্রিঃ দুই দিনব্যাপী বিজ্ঞান প্রযুক্তি নিয়ে বিভিন্ন রকমারি সমাহারের ডিসপ্লে পরিদর্শন করার মধ্যে দিয়ে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ -২০২১ পালিত হচ্ছে।

    বিজ্ঞান প্রযুক্তি নিয়ে বিভিন্ন উপকরণ সমাহরের ডিসপ্লে প্রতিযোগীতা মূলক অংশ নিয়েছেন উখিয়া উপজেলার বিভিন্ন সরকারি উচ্চ বিদ্যালয়ের মধ্যে থেকে
    পালং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ, থাইংখালী উচ্চ বিদ্যালয়, কুতুপালং উচ্চ বিদ্যালয়, উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, বালুখালী কাশেমিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ,পালংখালী সরকারি উচ্চ বিদ্যালয়, মরিচ্যাপালং সরকারি উচ্চ বিদ্যালয়, ভালুকিয়া পালং সরকারি উচ্চ বিদ্যালয়, আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়, উখিয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়, উখিয়া ডিগ্রি কলেজ, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজ, ফারির বিল মিনহাজুল কোরআন আলিম মদ্রাসা, নুরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয় ও সোনার পাড়া উচ্চ বিদ্যালয়।

    বিজ্ঞান প্রযুক্তি বিষয় নিয়ে বিভিন্ন আলোচনার বক্তব্যের আগে, বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠান শুভ উদ্বোধন করে, শেষে বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান প্রযুক্তির ডিসপ্লে সমাহারের পরিদর্শন করেন অতিথিবৃন্দ, শিক্ষক শিক্ষীকা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।