Category: কক্সবাজার জেলা

  • কক্সবাজার ভারি বর্ষণে বন‍্যায় ক্ষতিগ্রস্ত ও পানি বন্দি এলাকায় দেখতে গেলেন এমপি কমল

    কক্সবাজার ভারি বর্ষণে বন‍্যায় ক্ষতিগ্রস্ত ও পানি বন্দি এলাকায় দেখতে গেলেন এমপি কমল

    ডেস্ক রিপোর্ট

    কক্সবাজারের সদর প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা কবলিত রামু ও নবগঠিত ৯ম ঈদগাঁও উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ও প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন জননেতা জনাব আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি।

    গত ২৮ জুলাই ২০২১ খ্রিঃ বুধবার সকাল থেকে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বন্যা কবলিত ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও দুর্গত মানুষের পাশে দাঁড়ান।
    পরিদর্শনকালে এমপি কমল রামু উপজেলার ফতেখাঁরকুল, কাউয়ারখোপ ইউনিয়নের দুর্গত মানুষের খবরা-খবর নেন এবং দুর্গত মানুষের প্রয়োজনীয় উদ্যোগ নেন। পরে তিনি নবগঠিত ঈদগাঁও উপজেলা ও রামু উপজেলার ঈদগড় সংযোগ সড়কের বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যান। এসময় খবর পেয়ে প্রবল বর্ষন ও কাদা অপেক্ষা করে ঈদগাঁও উপজেলার দরগাহপাড়ার নাসি খালে নিখোঁজ তিন সহোদরের উদ্ধার তৎপরতা পরিদর্শনে ছুটে যান এমপি কমল।
    পরিদর্শন কালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, ঈদগাঁও-ঈদগড় সড়ক দিয়ে ঈদগড়ের বিশ হাজারের অধিক এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের পঁচিশ হাজারের অধিক মানুষের চলাচল। ওই এলাকায় রাবার, পান, বিভিন্ন সবজি ও ফল উৎপাদন হয়। উৎপাদিত পণ্য বাজারজাত করতে চাষীদের ক্ষতির সম্মুক্ষিন হতে না হয় মতো প্রবল বর্ষনে বিধ্বস্ত হওয়া সড়কের অংশ বিশেষ জরুরী ভিত্তিতে সংস্কার করতে সংশ্লিষ্ট এলজিইডিকে উদ্যোগ নিতে বলা হয়েছে।
    এমপি কমল, নবগঠিত ঈদগাঁও উপজেলা ও রামু উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সমাজের বিত্তবানদের প্রতি বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। এমপি কমল প্রয়োজনে তাঁর সাথে যোগাযোগ করে দুর্গত অনাহারি মানুষের সেবায় এগিয়ে আসতে সকলের প্রতি অনুরোধ জানিয়ে যারা ইতিমধ্যে দুর্গতদের পাশে দাঁিড়য়েছেন তাদের প্রতি ধন্যবাদ জানান। তিনি বলেন বন্যা দুর্গত কোন মানুষ যাতে অনাহার না থাকে আমরা সে ব্যাবস্থা করবো। সকলের কাছে আমরা খাবার পৌঁছে দেব।
    পরিদর্শনকালে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইশতিয়াক আহমদ জয়, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মারুফ আদনান, সহ-সভাপতি মুন্না চৌধুরী, ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরওয়ার আলম চৌধুরী, রামু ফতেখাঁরকুল ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ফরিদুল আলম, কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির হিমু, ঈদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ছৈয়দ আলম, ঈদগড় ইউনিয়নের চেয়ারম্যান, রামু যুবলীগের যুগ্ম সম্পাদক ফিরোজ আহমদ ভুট্টো, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, সদর যুবলীগের সহ-সভাপতি মিজানুল হক, যুবলীগ নেতা ওসমান গণি, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু বক্কর ছিদ্দিক, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুরুব্বি, ছাত্র ও যুবসমাজের নেতৃবৃন্দ সাথে ছিলেন।
    অন্যদিকে বুধবার বিকেল থেকে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বন্যা দুর্গত অনাহারি মানুষের জন্য রান্না করা খাবার দুর্গতদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। আওয়ামী পরিবারের একদল স্বেচ্ছাসেবক এ খাবার পৌঁছে দিচ্ছেন বলে জানান রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক। তিনি জানান, বন্যাকবলিত সকল অসহায় মানুষ যাতে খাবার পায় এমপি কমল মহোদয় সে ব্যবস্থা করেছেন।

  • ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের সরকারি বরাদ্দ ১৫ শ পরিবারকে চাল বিতরন করেন- বদি

    ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের সরকারি বরাদ্দ ১৫ শ পরিবারকে চাল বিতরন করেন- বদি

    ইব্রাহীম মাহমুদ, টেকনাফ

    কক্সবাজারের টেকনাফ পৌরসভায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের সরকারি বরাদ্দ ১৫০০ শত পরিবারকে চাউল বিতরণ করেন, উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি এমপি

    আজ ১৫ জুলাই ২০২১ খ্রিঃ বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকার দিকে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া চৌধুরী পুকুর পাড়ে ৭ ও ৮ নং ওয়ার্ডের হত দরিদ্র ১৫০০ শত পরিবারের মাঝে এ চাউল বিতরণ করা হয়।

    করোনা মহামারিতে স্বাস্থ্যবিধি মেনে প্রায় ৩ ফুট দূরুত্ব বজায় রেখে পুকুর পাড়ে চাউলের বস্তাগুলো সাজিয়ে রাখা হয়। এর পর একা একা সবার মাঝে চাউল বিতরণ করেন কক্সবাজার-৪ উখিয়া টেকনাফ আসনের সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি এমপি।

    এসময় উপস্থিত ছিলেন টেকনাফ পৌরসভার ইঞ্জিনিয়ার পরাক্রম চাকমা ও সচিব মহিউদ্দিন ফয়েজী, কাউন্সিলগণের মধ্যে, নুরুল বশর নুরশাদ, নাজমা আলম, বাংলাদেশ মানবাধিকার কমিশনের টেকনাফ পৌর শাখার কমিটির নির্বাহী সদস্য আব্দুল গফুর ও নুরুল আলম প্রমুখ।

    সর্বশেষ সবাইকে ধন্যবাদ জানিয়ে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি এমপি চাউল বিতরণ সম্পন্ন করেন।

  • উখিয়ার পূর্ব ডিগলিয়া পালং ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন

    উখিয়ার পূর্ব ডিগলিয়া পালং ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন

    কাজল আইচ, উখিয়া।

    কক্সবাজারের উখিয়া উপজেলায় সদর রাজাপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পুর্ব ডিগলিয়া পালং তরুণ সংগঠনের উদ্যোগে খেলাটি আয়োজন করা হয়। ২৫ জুন ২০২১ খ্রিঃ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় পুর্ব ডিগলিয়া পালং খেলার মাঠে এ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

    উক্ত ফাইনাল খেলা রাজাপালং ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব ফজলুল করিমের সভাপতিত্বে ও মুহাম্মদ ইউনুস, শরিফুল ইসলাম বাদশাহ এর সঞ্চালনায় শুরু হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের দুই দুইবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী।


    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আক্তার উদ্দিন টুনু, উখিয়া উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট এটিএম রশিদ, রাজাপালং ইউনিয়ন যুবলীগের সভাপতি জনাব হানিফ সিদ্দিকী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেদ চৌধুরী ফরহাদ, রাজাপালং ইউনিয়ন পরিষদের দফাদার আব্দুল হক আকাশ ও স্হানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ প্রমুখ।

    এ ফাইনাল খেলায় অংশগ্রহণকারী একয় এলাকার খেলোয়াড়রা, পুর্ব ডিগলিয়া পালং মাঝের পাড়া (০২) গোলে বিজয়ী হন, অপরদিকে পর্ব ডিগলিয়াপালং স্টুডেন্ট ক্লাব (উত্তরপাড়া) (০)গোলে পরাজিত হয়েছে।

    খেলা শেষে প্রধান অতিথি হিসেবে চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী চ্যাম্পিয়ন ট্রফি বিজয়ীদের হাতে তুলে দেন এবং খেলার অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দরা বিজিতদে রানার্সআপ ট্রপি তুলে দিয়ে দুই দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানায় খেলা সম্পন্ন করেন।

  • উখিয়া ফরেস্ট রোড়ের ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী,দেখার কেউ নেই

    উখিয়া ফরেস্ট রোড়ের ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী,দেখার কেউ নেই

    শাহেদ হোছাইন মুবিন, উখিয়া।

    কক্সবাজারের উখিয়া ফরেস্ট রোড় এলাকার ময়লা-আবর্জনার পাহাড় থেকে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী।
    উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ ফরেস্ট রোড় এলাকার জনগণ প্রতিদিন কোন না কোন রোগে ভুগছে এ-ই দুর্গন্ধে কারণে।
    দীর্ঘ দিন ধরে পরিস্কার না করায় ময়লা আবর্জনার পাহাড়ে রুপ নিয়েছে এলাকাটি । রোগ জিবানো ছড়িয়ে পড়ছে চারদিকে অসুস্থ হচ্ছে স্থানীয়রা।
    ময়লা আবর্জনার যে ভয়ংকর দুর্গন্ধ তা হাড়ে হাড়ে টের পাচ্ছে,,, উখায়া উপজেলার মহিলা কলেজ ফরেট এলাকার জনগণ প্রতিদিন কোন না কোন রোগে ভুগছে এ-ই দুর্গন্ধে কারণে এলাকাবাসী কিন্তু জনপ্রতিনিধিরা সহ সংশ্লিষ্টরা কোন পদক্ষেপ নিচ্ছে না।

    গত কয়েক বছর যাবত এলাকায় সড়কের পাশে প্রতিদিন হাট-বাজার ও বাসা-বাড়ির ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে।এতে ময়লা-আবর্জনার পাহাড়ে পরিণত হয়েছে।

    এ সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে হাজারো যানবাহন। এসব যানবাহনের যাত্রীরাও ময়লা-আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ। এছাড়া স্থানীয় বাসিন্দারা তো আছেই। আবর্জনার পাহাড় থেকে বাতাসে আশপাশের এলাকাতেও এ দুর্গন্ধ ছড়াচ্ছে।

    আবর্জনার দুর্গন্ধে স্থানীয় ব্যবসায়ীদেরও দুর্ভোগসহ বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। এমনকি দুর্গন্ধের করণে ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নিতে বাধ্য হয়েছেন অনেক ব্যবসায়ী।
    আবর্জনার প্রায় এক কিলোমিটার উত্তরে রয়েছে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ পশ্চিমে রয়েছে উখিয়া দারোগা বাজার । আবর্জনার দুর্গন্ধে স্কুল কলেজ মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে।
    এলাকার বাসিন্দা মিজান বলেন, বাতাসে ময়লা-আবর্জানার স্তূপ থেকে দুর্গন্ধ বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। দুর্গন্ধে খোলা জায়গায় দাঁড়িয়ে বা বসে থাকাও যায় না। ময়লা-আবর্জনার কারণে এলাকায় মশা-মাছির উপদ্রব বেশি। প্রতিনিয়ত দুর্ভোগে থাকতে হচ্ছে। এর স্থায়ী সমাধান হওয়া দরকার। কর্তৃপক্ষ যদি এসব ময়লা-আবর্জনা সরিয়ে নিতো অথবা পরিকল্পনার মাধ্যমে এগুলো থেকে জৈব সার তৈরির ব্যবস্থা করতো তাহলে মানুষের দুর্ভোগ কমে যেত।

  • কক্সবাজার প্রেস ক্লাবকে ১০ লক্ষ টাকা অনুদান দিল পৌরসভা

    কক্সবাজার প্রেস ক্লাবকে ১০ লক্ষ টাকা অনুদান দিল পৌরসভা

    সাইফুল ইসলাম আজাদ,কক্সবাজার সদর প্রতিনিধি।

    কক্সবাজার প্রেস ক্লাবের নতুন ভবন নির্মাণের জন্য কক্সবাজার পৌরসভা ১০ লক্ষ টাকা অনুদান দিয়েছে।

    বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে পৌরসভার মেয়র মুজিবুর রহমান প্রেসক্লাব সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলামের হাতে অনুদানের এ চেক তুলে দেন।
    এ সময় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম তারিকুল আলম, পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলরবৃন্দ এবং পৌরসভার উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
    প্রেস ক্লাবের নতুন ভবন নির্মাণের জন্য অনুদান প্রদান করায় মেয়র মুজিবুর রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে সর্বস্তরের সাংবাদিক সমাজ কে ।

  • রামু ব্লাড ডোনার’স সোসাইটি পরিবারের ঈদ পরবর্তী মিলনমেলা ও আলোচনা সভা-২১

    রামু ব্লাড ডোনার’স সোসাইটি পরিবারের ঈদ পরবর্তী মিলনমেলা ও আলোচনা সভা-২১

    মুহাম্মদ ফয়সাল, রামু কক্সবাজার।

    শুক্রবার ৪জুন ২০২১ কক্সবাজারের রামু ব্লাড ডোনার’স সোসাইটির ঈদ পরর্বতী মিলন মেলা ও আলোচনা সভা-২১ সম্পুর্ণ হয়েছে।
    উক্ত ঈদ পরর্বতী মিলন মেলা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী অফিসার বাবু প্রণয় চাকমা
    প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক জনাব মোস্তাক আহমদ মহোদয়।


    এসময় বক্তারা বলেন একপর্যায়ে বর্তমান যুব সমাজের অধিকাংশ খুন ধর্ষন,ইয়াবা এগুলোর সাথে জড়িত, যারা এই সেচ্ছাসেবী কাজ করে যাচ্ছেন থাদেরকে ধন্যবাদ জানান, প্রধান অতিথি আরো বলেন তিনি যতদিন জীবিত থাকবে এবং রামু উপজেলাতে থাকবে ততদিন প্রর্যন্ত যদি কারো কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে নিঃসন্দেহে বলতে পারবেন।

    পরে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

  • মহেশখালীতে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

    মহেশখালীতে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

    মিছবাহ উদ্দীন আরজু, (মহেশখালী প্রতিনিধি)::

    মহেশখালী উপজেলার মাতারবাড়ীর জেলেপাড়া থেকে সাইটপাড়া পর্যন্ত দীর্ঘ ৫ কি.মি. স্থায়ী ও টেঁকসই বেড়িবাঁধের দাবিতে মাতারবাড়ীর শিক্ষিত যুব ও ছাত্র সমাজের মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

    আজ ২৮মে (শুক্রবার) বেলা ৪টায় মাতারবাড়ীর নয়াপাড়া এলাকা সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় উক্ত মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত হয়।

    এ সময় বক্তব্য রাখেন, ওয়াহেদ হোছাইন রুবেল, মোহাম্মদ শহিদ,মিজানুর রহমান,মাস্টার শাহাব উদ্দীন,অহিদুল কাদের অহিদ,নিশাত রহমান, মোহাম্মদ শাকিল সহ প্রমূখ। বক্তরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও মহেশখালী কুতুবদিয়া আসনের এমপি আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এর দৃষ্টি আকর্ষণ করে বলেন,“১৯৯৮ এর পর থেকে দীর্ঘ ২২ বছর ধরে এই বেড়িবাঁধটি কেবল নামে মাত্র সংস্কার করেছে। নানা দূর্যোগের সর্বপ্রথম এই বেড়িবাঁধটিই মাতারবাড়ীকে রক্ষা করে। সময়ে সময়ে বর্ষার আগে কেবল দায় এড়ানোর জন্য করা করা হতো। ঘূর্ণিঝড় ইয়াসের ফলে আজ সেই বেড়িবাঁধ বিলিন হয়ে গেছে। দ্রুত যদি এই বেড়িবাঁধ নতুন করে নির্মাণ করা না হয়, তাহলে মাতারবাড়ী হুমকির মুখে পড়তে পারে। তাই আমরা দ্রুত এই বেড়িবাঁধ নতুন করে নির্মাণের দাবি জানাচ্ছি।”

    উক্ত মানববন্ধনে সঞ্চালনায় ছিলেন, আব্দুর রহমান রিটন ও আব্দুল আমিন জয়। এ সময় মাতারবাড়ীর স্থানীয় যুব সমাজ ও বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

    জিও ব্যাগ না দিয়ে ইটের ব্লক দিয়ে মাতারবাড়ীর চারদিকে টেঁকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান স্থানীয়রা।গত ২৬শে মে ঘূ্ণিঝড় ইয়াস’র কারণে দীর্ঘ এক যুগের অধিক অরক্ষিত বেড়িবাঁধটি বিলিন হয়ে যায়। বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় প্রায় দুই শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়ে যায়।

    বার্তা প্রেরক-
    মিছবাহ উদ্দীন আরজু
    (মহেশখালী)
    মোবাঃ 01811323339

  • উখিয়ায় সৎ মা খুনের প্রধান আসামী আলমগীর স্ত্রীসহ আটক

    উখিয়ায় সৎ মা খুনের প্রধান আসামী আলমগীর স্ত্রীসহ আটক

    শাহেদ হোছাইন মুবিন, উখিয়া।

    কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের হরিণমারা গ্রামে ছেলের হাতে সৎ মা খুন হওয়ার ঘটনায় প্রধান আসামী আলমগীরকে স্ত্রী সহ আটক করেছে উখিয়া থানা পুলিশ।

    গতকাল ২৩মে (রবিবার) এসআই আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আত্নগোপনে থাকা অবস্থায় তাদের আটক করা হয়।

    এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, সৎ মা হত্যার ঘটনায় ঘাতক ছেলেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে স্ত্রীসহ আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

    উল্লেখ, গত ২ এপ্রিল, ২০২১ শুক্রবার ভোর ৭টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের আমিন পাড়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আমিনপাড়া গ্রামের হোসেনের (প্রকাশ লম্বা হোসেন) দুই স্ত্রী। দুই স্ত্রী ও সন্তানদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। যার সূত্র ধরে শুক্রবার কথা কাটাকাটির এক পর্যাযে হোসেনের বড় স্ত্রীর সন্তান আলমগীর (২৫) তার সৎ মা আনোয়ারা বেগমকে মাথায় ধারালো দায়ের কোপ দিলে সে ঘটনাস্থলে মারা যায়।

    নিহত আনোয়ারা হোসেনের-এর ২য় স্ত্রী। পারিবারিক বিরোধের জের ধরে তর্কাতর্কির এক পর্যায়ে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

  • উখিয়া কুতুপালং উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক শংকর বড়ুয়ার পরিবারের মাঝে চেক হস্তান্তর

    উখিয়া কুতুপালং উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক শংকর বড়ুয়ার পরিবারের মাঝে চেক হস্তান্তর

    শাহেদ হোছাইন মুবিন, উখিয়া। 

    উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সদ্য প্রয়াত সহকারী প্রধান শিক্ষক বাবু শংকর চন্দ্র বড়ুয়ার স্মরণে শোকসভা ও সহযোগিতার চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

    গতকাল শনিবার ২২/০৫/২১ইং, কুতুপালং উচ্চ বিদ্যালয় সংলগ্ন কোডেক সেন্টার হল রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এম এ মান্নান এর সভাপতিত্বে ও স্যার শংকর চন্দ্র বড়ুয়া কল্যাণ ট্রাস্টের আহবায়ক পলাশ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুপালং উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট ছমি উদ্দিন।

    প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের দপ্তর বিষয়ক সম্পাদক সাংবাদিক নুরুল হক খান, ২নং উত্তর ঘুনধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপন বড়ুয়া, ১নং উত্তর ঘুনধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক স্বপন বড়ুয়া, কক্সবাজার এবি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আবু তাহের, কক্সবাজার সরকারি কলেজের প্রভাষক ওবাইদুল হক জুবেল, স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন মেম্বার, গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা কফিল উদ্দিন, চীফ জুডিসিয়্যাল ম্যাজিস্ট্যাট কোর্টের স্টাফ মাহমুদুল হক মামুন, রেডক্রিসেন্ট অফিসার খাইরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী রিদুয়ানুল হক চৌধুরী, সহকারি শিক্ষক অরুপ বড়ুয়া তপু, ইসহাক, আব্দুল খালেক, প্রমি বড়ুয়া।

    অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন টিপু বড়ুয়া, স্থানীয় আওয়ামী নেতা অরবিন্দ বড়ুয়া ও আব্দুল আজিজ।

    শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক রাহুল বড়ুয়া আদিত্য, সহকারি শিক্ষক রুপন দেওয়ানজি, সহকারি শিক্ষিকা রিতা বালা দে, সহকারি শিক্ষিকা চম্পা চৌধুরী প্রমুখ।

    সভায় শোকপ্রস্তাব উপস্থাপন করেন স্যার শংকর চন্দ্র বড়ুয়া কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব মিজানুর রহমান।
    সবশেষে প্রাক্তন ছাত্রছাত্রী ও শিক্ষকমন্ডলি এবং ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সংগৃহীত অনুদান সর্বমোট ৫,৮৫,৩৮৭ টাকা (পাঁচ লক্ষ পঁচাশি হাজার তিনশত সাতাশি) টাকা প্রয়াত শিক্ষক শংকর চন্দ্র বড়ুয়ার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

  • উখিয়ার টাইপালং আদর্শ সমিতির উদ্যোগে বিবাহোত্তর সংবর্ধনা ও ঈদ পূর্ণমিলন ২০২১

    উখিয়ার টাইপালং আদর্শ সমিতির উদ্যোগে বিবাহোত্তর সংবর্ধনা ও ঈদ পূর্ণমিলন ২০২১

    নিজস্ব প্রতিবেদক

    UkhiyaVoice24.Com  কক্সবাজার জেলার উখিয়া উপজেলার সদর রাজাপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, টাইপালং আদর্শ সমিতির উদ্যোগে সংগঠনের অফিসে আয়োজিত বিবাহোত্তর সংবর্ধনা ও ঈদ পূর্ণমিলন মেলা ২০২১, ২৯তম মাসিক সাধারন সভা।

    উক্ত মাসিক ২৯তম সাধারণ সভা মুহাম্মদ মহিউদ্দিন এর পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে জনাব জসিম উদ্দিনের সভাপতিত্বে মাওলানা ছালেহ জুহুরের সঞ্চালনায় শুরু হয় মাসিক সাধারণ সভা।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসি ক্যামব্রিয়ান স্কুল রামু কক্সবাজার এর প্রতিষ্ঠাতা মাওলানা জিয়ার রহমান (জিয়া স্যার) প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সমাজিক অরাজনৈতিক মানবতার এই সংগঠন প্রয়োজন, ৫০ জন সদস্য পঞ্চাশ মায়ের সন্তান একসাথে তাকতে পারাটা হচ্ছে বড় ঐক্যবদ্ধ, তিনি আরো বলেন আমার পক্ষ থেকে সংগঠনের জন্য ১০০০০ টাকা অনুদান প্রদান করলাম এবং যতবার ব্লাড/রক্তের গ্রুপ টেস্ট করা হবে সব মেডিসিন আমি দেন ইনশাআল্লাহ।

    বিশেষ অতিথি বৃন্দদের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আদালতের উকিল এ্যাডভোকেট শফিউল করিম মিটু, বিশেষ অতিথির বক্তব্যে এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ বলেন সংগঠন করা বড় কাজ নয় টিকিয়ে রাখা বড়কাজ, ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে আপনারা এগিয়ে যাবেন কোনদিন বিপদ সম্মুখীন হবেন না, তিনি আরো বলেন সংগঠনের নাম আদর্শ সমিতি সেজন্য আমি বলছি রাসূল (সাঃ) এর আদর্শ অনুযায়ী চলতে হবে, তিনি হাতজোড় করে বলেন ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং আপনাদের বন্ধুদের নামাজের দাওয়াত দিবেন, মাদকে জড়িত হবেন না।

    রফিকুল ইসলাম রাইসুল(কবি), জাহাঙ্গীর কবির চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব আব্দুল আওয়াল,
    ইসলামি ব্যাংক কর্মকর্তা জনাব মোঃ ছালেহ জুহুর, পালং মডেল হাই স্কুলের সিনিয়র শিক্ষক মুহাম্মদ ইদ্রিস, বিনিয়োগ বিভাগের জনাব আব্দুল মাজেদ সওদাগর, দৈনিক আলোর দিগন্ত অনলাইন নিউজ এর উখিয়া প্রতিনিধি জনাব ওসমান সরওয়ার প্রমূখ।

    সমাজিক অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে গতবছর কোভিড-১৯ করোনা মহামারী সংক্রমণ পরিস্থিতিতে অসহায় কৃষকদের ৮৪০ শতক জমির ধান কেটে দিয়েছেন এবং বিনামূল্যে ব্লাড গ্রুপ টেস্ট সহ সকল মানবতার কাজে জড়িত আদর্শ সমিতি।

    অসহায় গরিব দূঃখি পরিবারের মাঝে বিবাহের সময় সাহায্য সহযোগিতা, গরিব মেধাবী স্কুল ছাত্র/ছাত্রীদের নগদ সহায়তা প্রদান করেন, গতকাল ১৫/০৫/২১ জুমাবার আদর্শ সমিতির পক্ষ থেকে মরহুম রোস্তম আলীর মাগফিরাত কামনা ও পরিবারের সদস্য ছেলেকে নগদ ৬০০০ টাকা প্রদান করেন।

    আদর্শ সমিতির দায়িত্বশীল ও সদস্য উদ্যোগ নিয়েছেন
    আগামী দুই তিন বছরের মধ্যে আমাদের টাইপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি আমরা একটি হাই স্কুল/ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত করবে বলেন।

    সদস্যদের মধ্যে বিবাহোত্তর সংবর্ধনা সম্মাননা ক্রেস্ট পেলেন
    মোঃ ইদ্রিস মাহিন,
    মোঃ ইন্জিনিয়ার তৌহিদুল ইসলাম,
    মোঃ রফিক উদ্দিন, মোঃ নুরুল আবছার, মোঃ মুবিন

    সকলের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক