Category: কক্সবাজার জেলা

  • উখিয়া থানা পুলিশের অভিযানে জাল টাকাসহ আটক-১ জন

    উখিয়া থানা পুলিশের অভিযানে জাল টাকাসহ আটক-১ জন

    উখিয়া রিপোর্ট

    গতকাল ০৯/০৪/২০২১ খ্রি. তারিখ দুপুর টা ১৫ মিনিটের সময় উখিয়া থানা পুলিশের একটি চৌকষ টিম অভিযান পরিচালনা করে উখিয়া থানাধীন ০২নং রত্নাপালং ইউপিস্থ কোর্টবাজার সাকিনে কোর্টবাজার মসজিদ রোড কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দক্ষিন পাশের গলির রাস্তার জনৈক আব্দুস শুকুর এর লন্ডির দোকানের সামনে হইতে রফিকুল ইসলাম (২৬ ), পিতা- মৃত কবির আহমদ, মাতা- মৃত গোলচেহের, সাং- পশ্চিম রত্না (নুরুল হুদার বাড়ীর পাশে), ০৯নং ওয়ার্ড, পোষ্ট- উখিয়া, ০২নং রত্নাপালং ইউপি, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার এর নিকট হইতে হাতে নাতে নগদ বাংলাদেশী জাল (২৫,০০০/-) টাকা উদ্ধার পূর্বক গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • উখিয়ার ডেইলপাড়া এলাকায় একটি সমাজসেবা মূলক সংগঠন উদ্বোধন করেন জাহাঙ্গীর কবির চৌধুরী

    উখিয়ার ডেইলপাড়া এলাকায় একটি সমাজসেবা মূলক সংগঠন উদ্বোধন করেন জাহাঙ্গীর কবির চৌধুরী

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ

     

    কক্সবাজার জেলার উখিয়া উপজেলার সদর রাজাপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ডেইল পাড়া এলাকায় একটি সমাজসেবা মূলক অরাজনৈতিক সংগঠন, ডেইল পাড়া ভাই ভাই ডেভেলপমেন্ট এ সংগঠনটি শুভ উদ্বোধন ও বনভোজনের আয়োজন করা হয়,


    উক্ত শুভ উদ্বোধন ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের দুই দুইবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী।
    উপস্থিতি ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ৭ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি বিশিষ্ট সমাজ সেবক জনাব আব্দুর রহিম মেম্বার, অত্র ক্লাবের সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক হারুন রশিদ, অর্থ সম্পাদক নুর মোহাম্মদ,
    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুরব্বী হোছাইন আলী সওদাগর (মেম্বার), তুলাতলী ভাই ভাই একতা সংঘের সভাপতি ইমাম হোসেন, বিশিষ্ট সমাজ বান্ধব ব্যক্তিত্ব দফাদার আবদুল হক প্রমুখ।

  • রাজাপালং ইউনিয়নের ওয়ার্ল্ড ভিশন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে চেয়ারম্যান জাহাঙ্গীর

    রাজাপালং ইউনিয়নের ওয়ার্ল্ড ভিশন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে চেয়ারম্যান জাহাঙ্গীর

    কাজল আইচ, উখিয়া

     

    রাজাপালং ইউনিয়নের ওয়ার্ল্ড ভিশন কর্তৃক আয়োজিত কাজের বিনিময়ে টাকা কার্যক্রম প্রকল্পের কাজ পরিদর্শনে যান রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী।

    সোমবার (১৫ মার্চ ২০২১) সকালে রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মহুরী পাড়ায় অবস্থিত আলীমুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে টেকনিক্যাল স্কুল এর উত্তর পাশ পর্যন্ত ব্রিক সলিং রাস্তা প্রকল্পের কাজ পরিদর্শন করে পরে ৭নং ওয়ার্ডের সিকদার বিল সংলগ্ন আব্দুর রহমানের বাড়ি হতে এলজিইডি রাস্তা সংলগ্ন মিম সওদাগরের দোকান পর্যন্ত ব্রিক সলিং রাস্তা প্রকল্পের কাজ পরিদর্শন করেন চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

    ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সামাজিক উন্নয়ন মুলক কার্যক্রমের উপকার ভোগীদের বাড়িতে গিয়ে পর্যবেক্ষণ করেন চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, এরপর তিনি উপকার ভোগীদের সাথে কথাও বলেন, সেলাই মেশিন দিয়ে মাস্ক তৈরি করেন সৈয়দা খাতুন, ছাগল পালন উপকারভোগী সবে মেহরাজ, দেশী মুরগী পালন করেন মনোয়ারা বেগম প্রমুখ।

    ইউএসএআইডি এর অর্থায়নে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় অবকাঠামো রাস্তার কাজ ও উপকারভোগীদের কাজের বিনিময় টাকা কার্যক্রম প্রকল্প উন্নয়নের কাজ অব্যাহত থাকবে।
    এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রতিনিধিরা।

  • টেকনাফ উপজেলার হ্নীলা ইউপি নির্বাচনে আবাও নৌকার প্রতিক নিয়ে নির্বাচন করতে চাই রাশেদ মাহমুদ আলী

    টেকনাফ উপজেলার হ্নীলা ইউপি নির্বাচনে আবাও নৌকার প্রতিক নিয়ে নির্বাচন করতে চাই রাশেদ মাহমুদ আলী

    এইচ এম তাওহীদের প্রতিবেদক

     

    কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার আসন্ন হ্নীলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে প্রার্থী হতে চান বর্তমান চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।

    তিনি উখিয়া-টেকনাফ আসন থেকে নির্বাচিত আ’লীগ দলীয় সাবেক সংসদ সদস্য, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও টেকনাফ উপজেলা আ’লীগের সভাপতি মরহুম অধ্যাপক মোহাম্মদ আলীর মেজ ছেলে ও হ্নীলা ইউনিয়ন আ’লীগের সভাপতি ।

    রাশেদ মাহমুদ আলী বলেন, আওয়ামী লীগ পরিবারের সন্তান হিসেবে, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকে প্রাণপ্রিয় সংগঠন আওয়ামী লীগ তথা জননেত্রী শেখ হাসিনার পক্ষে আন্দোলনে মাঠে ছিলাম, সামনেও থাকব ইনশাআল্লাহ।

    তিনি বলেন, এলাকার জনগণের চাওয়া ও দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা অনুযায়ী আগামী নির্বাচনে আমি আবারও অংশ নিতে চাই। দল আমাকে নৌকা প্রতীক দিলে আবারও বিপুল ভোটে নির্বাচিত জয় হব ইনশাআল্লাহ। মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ২নং হ্নীলা ইউনিয়নকে।

  • ইফা মহেশখালী উপজেলার সাবেক ফিল্ড সুপারভাইজার সৈয়দ মীর কাশেমের বিরুদ্ধে শিক্ষক সমিতির মানববন্ধ

    ইফা মহেশখালী উপজেলার সাবেক ফিল্ড সুপারভাইজার সৈয়দ মীর কাশেমের বিরুদ্ধে শিক্ষক সমিতির মানববন্ধ

    নিজস্ব প্রতিবেদক::

     

    দূর্নীতিবাজ ও শিক্ষকদের কাছ থেকে জোরপূর্বক উৎকোচ আদায়কারী ইসলামিক ফাউন্ডেশন মহেশখালী উপজেলা ফিল্ড সুপারভাইজার সৈয়দ মীর কাশেমের অপসারণ ও জোরপূর্বক আদায়কৃত টাকা ফেরৎ পাওয়া সহ সর্বোচ্চ শাস্তির দাবিতে ১লা মার্চ (সোমবার) সকাল ১১টায় ইসলামিক ফাউন্ডেশন মহেশখালী উপজেলা কার্যালয়ের সামনে, জাতীয় ইমাম সমিতি ও বুনিয়াদি শিক্ষক সমিতি ইসলামিক ফাউন্ডেশন মহেশখালী উপজেলার আয়োজনে, শিক্ষক সমাবেশ ও মানববন্ধন করেন।

    এসময় বক্তারা তাদের কাছ থেকে জোরপূর্বক উৎকোচ আদায়কৃত টাকা ফেরৎ না দিলে আদালতে মামলা করবেন বলে হুঁশিয়ারি দেন। এবং কোন ধরনের তদন্ত ছাড়া অব্যাহতি দেওয়া শিক্ষকদের চাকরি পূর্ণ বহাল রাখার দাবি জানান।

    উল্লেখ্য অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৬ সাল থেকে ধর্মবিষয়ক মন্ত্রনালয় হতে পরিচালিত ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১৪৮টি (চলমান) কেন্দ্রে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা, সহজ কোরআন শিক্ষা ও বয়স্ক শিক্ষা পরিচালনা করা হচ্ছে। কেন্দ্র সমূহের ভুক্তভোগী শিক্ষক মুহাম্মদ মফিজুর রহমান, মোঃ ছালেজ জঙ্গী, আবদু শুক্কুর, আবু তাহের সহ কয়েকজন শিক্ষক জানান, প্রকল্পের সুপার ভাইজার সৈয়দ মুহাম্মদ মীর কাশেম বিভিন্ন সময় শিক্ষকদের জিম্মি করে রাখে এবং অকথ্য ভাষায় গালিগালাজ, বেতন থেকে টাকা কর্তন করে নেয়া, ঘুষের বিনিময়ে শিক্ষক নিয়োগ সহ নানান দুর্নীতি করে আসছে। কোন শিক্ষক প্রতিবাদ করলে বিভিন্ন অযুহাত সৃষ্টি করে ঐ শিক্ষকদের চাকরিচ্যুত করেন। যার ভয়ে এতদিন অনেক শিক্ষক মুখ খুলেননি।

    শিক্ষকদের অভিযোগের প্রেক্ষিতে আরো জানা যায়, উক্ত কেন্দ্র সমূহে কর্মরত শিক্ষকদের বেতন সুপার ভাইজারের মাধ্যমেই আসে। সেই সুবাদে সুপার ভাইজার প্রত্যেক শিক্ষকের বেতন থেকে অর্ধেক টাকা কর্তন করে নিজে ভোগ করেন। এমনকি চলমান করোনা মহামারীতে প্রত্যেক শিক্ষক নিদারুণ কষ্টে জীবনযাপন করেছেন। মন্ত্রনালয় হতে মহেশখালীতে চলমান কেন্দ্রের শিক্ষকদের জন্য ৬ মাসের বেতন এক সাথে প্রদান করে। এই সুযোগকে অবৈধ ভাবে শিক্ষকদের জিম্মি করে কাজে লাগান সুপার ভাইজার সৈয়দ মোহাম্মদ মীর কাশেম। তিনি প্রত্যেক শিক্ষক থেকে বিভিন্ন অযুহাতে জোরপূর্বক ৬-১২ হাজার টাকা কর্তন করে রেখে দেন।

    শিক্ষকরা প্রতিবাদ করলে চাকরিচ্যুত করার হুমকি দেন। এদিকে ভুক্তভোগী শিক্ষকরা সুপার ভাইজারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে ইফা ডিজি, পিডি, কেন্দ্রীয় সমন্বয়ক ও প্রকল্পের জেলা প্রদানকে লিখিত অভিযোগ দেন। এছাড়াও গত ৩ জানুয়ারী প্রাক-প্রাথমিক ও সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের ভুক্তভোগী শিক্ষকরা মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিতও অভিযোগ দেন বলে জানা যায়।

    এদিকে এসব অভিযোগের ব্যাপারে বক্তব্য নিতে প্রকল্প পরিচালক সৈয়দ মোহাম্মদ মীর কাশের ব্যবহৃত (রবি, গ্রামীণ ফোন) দুটি ফোন নাম্বারে যোগাযোগ করে বন্ধ পাওয়া যাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান জানান, অভিযোগটি পাওয়ার পর উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। তারা পরবর্তী প্রয়েজনীয় ব্যবস্থা নিবেন।

  • রাজাপালং ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

    রাজাপালং ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

    কাজল আইচ, উখিয়া

     

    উখিয়া সদর রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হলো

    গতকাল ২৮ ফ্রেব্রুয়ারি ২০২১ রবিবার রাত ১০:০০ টায় উখিয়া ষ্টেশনে অস্থায়ী কার্যালয়ে অনুমোদন দেওয়া হয়।
    বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ উখিয়া সদর রাজাপালং ইউনিয়ন শাখার আওতাধীন ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ এর ৪১ সদস্য বিশিষ্ট কমিটি সাক্ষর সহকারে অনুমোদন প্রধান করেন উখিয়া সদর রাজাপালং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের
    আহবায়ক জয়নাল আবেদীন জয়,
    সদস্য সচিব মোক্তার আহাম্মদ শেখ,
    সিনিয়র যুগ্ন আহবায়ক নুরুল কবির নুরু, এসময় উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির সিনিয়র নেতৃবৃন্দরা।
    উক্ত অনুমোদিত কমিটির নব-নির্বাচিত সভাপতি: শ্রদ্ধেয় চাচা ছৈয়দ হোসাইন, ও
    সাধারণ সম্পাদক: মোহাম্মদ আবদুল্লাহ,
    সাংগঠনিক সম্পাদক: নুরুল আলম, দপ্তর সম্পাদক মনির আহাম্মদ, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রাসেল, সহ অনুমোদিত কমিটির নব-নির্বাচিত নেতৃবৃন্দের স্বাগত ও অভিনন্দন জানান।
    উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি অধ্যাপক হেলাল উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক শ্রী স্বপন শর্মা রনি মেম্বার,
    সাংগঠনিক সম্পাদক শেখ সুজন মাহমুদ জামাল, প্রচার সম্পাদক নুরুল ইসলাম বিজয়,
    হলদিয়া পালং ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আনোয়ার সিকদার, পালংখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি একরামুল হক, ও রাজাপালং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা নির্বাচিতদের স্বাগত জানিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তন্যয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ২৭ জুলাই ১৯৯৬ সালে প্রতিষ্ঠা লাভ করেন, এই সংগঠন শেখ হাসিনার ভ্যাংগাড় হিসেবে কাজ করে যাবে, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীকে বিজয়ী করাই হবে স্বেচ্ছাসেবক লীগের কাজ।

  • আমরা “৯৩”কক্সবাজার গ্রুপ এডমিন সম্রাটের জন্মদিন উপলক্ষে বন্ধু কাজল আইচ এর শুভেচ্ছাবাণী

    আমরা “৯৩”কক্সবাজার গ্রুপ এডমিন সম্রাটের জন্মদিন উপলক্ষে বন্ধু কাজল আইচ এর শুভেচ্ছাবাণী

    কাজল আইচ, উখিয়া।

     

    আমরা “৯৩” কক্সবাজার এর বন্ধু জেহাদ হাসান সম্রাটের জন্মদিন উপলক্ষে উখিয়ার বন্ধু কাজল আইচের এই শুভেচ্ছাবাণী।
    রবিবার (২৮ ফেব্রুয়ারী ২০২১) এদিনে পালন করা হয় আমরা “৯৩” কক্সবাজার এডমিন বন্ধু জেহাদ হাসান সম্রাটের শুভ জন্মদিন।

    শুভ জন্মদিন আমাদের “৯৩” প্রিয়বন্ধু সম্রাট, প্রার্থনা করব তোমার জীবনে রঙ্গিণ রঙ্গ ভরে উঠুক এবং তুমি যেন চিরকাল সুখী হও, হ্যাপী বার্থ ডে মাই ফ্রেন্ড,

    তুমি আমার জীবনে প্রবেশ না করলে ভালোবাসা আসল অর্থ হয়তো আমি জানতে পারতামনা, সব কিছুর জন্য তোমাকে অনেক ধন্যবাদ।
    আজকের এই বিশেষ দিনে অনেক ভালোবাসা রইল,
    আশাকরি আজকের এই বিশেষ দিনে প্রত্যেকটি মূহুর্তে যেন আনন্দ এবং খুশীর মধ্যে দিয়ে ভরে উঠুক,
    জন্মদিন প্রত্যেক বছর ফিরে-উল্টে আসে,কিন্তু তোমার মতো বন্ধু আমার জীবনে একবারই এসেছে,
    তুমি আমার জীবনে আসার জন্য আমি খুব আনন্দিত।

    তোমার এই স্পেশাল দিনে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানালাম।
    আশাকরি আজকের এদিনে তোমার জীবনে অনেক হাসি এবং খুশিতে ভরে উঠুক আমার প্রিয়বন্ধু জেহাদ হাসান সম্রাটের একটি অসাধারণ দিনের জন্য তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানালাম,
    সারাজীবন যেন আমি তোমার বন্ধু হয়ে পাশে থাকতে পারি, আজকের দিনটা অনেক মজার উপভোগ করে কাঠাও খুব ভালো থেকো বন্ধু।
    আমি তোমাকে জানাতে চাই তুমি আমার জীবনে সবচেয়ে বড় জয়,ভালোবাসা এবং সাপোর্টের জন্য তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু শুভ জন্মদিন জেহাদ হাসান সম্রাট,

    শুভেচ্ছান্তেঃ কাজল আইচ, উখিয়া।

  • উখিয়া সদর রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কাউন্সিল অধিবেশন চুড়ান্ত

    উখিয়া সদর রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কাউন্সিল অধিবেশন চুড়ান্ত

    কাজল আইচ, উখিয়া

     

    বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ উখিয়া সদর রাজাপালং ইউনিয়ন শাখার আওতাধীন ৬নং ওয়ার্ডের
    কাউন্সিল অধিবেশনে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক জয়নাল আবেদীন জয় এর সভাপতিত্বে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়,
    অনুষ্ঠান শুরুতেই সম্মানিত অতিথিদের মধ্যে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা।

    শুক্রবার (২৬ ফেব্রুয়ারী ২০২১) সন্ধ্যা (০৭) টায় উখিয়া ফলিয়াপাড়া মাঠে এ কাউন্সিল অধিবেশন ও ত্রিবার্ষিক সম্মেলন অধিবেশন অনুষ্ঠিত হয়।

    উক্ত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী,

    উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক স্বপন শর্মা রনি,
    বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কৃষকলীগ নেতা কাজী আক্তার উদ্দিন টুনু,
    সাবেক জেলা ছাত্রলীগ নেতা উমর খান, উখিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সুজন মাহমুদ জামাল, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হক, সাবেক জেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, উখিয়া উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইব্রাহিম, সিনিয়র যুগ্ন আহবায়ক নুরুল কবির, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলো, যুগ্ম আহবায়ক আবছার কামাল, যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইসমাইল, যুগ্ম আহবায়ক এস এম নিজাম, সহ সম্মেলন প্রস্তুতি কমিটির সিনিয়র নেতৃবৃন্দরাও উপস্থিতি

    উক্ত কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানে নব-নির্বাচিত সভাপতি ছৈয়দ হোসাইন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সহ নবনির্বাচিত নেতৃবৃন্দের স্বাগত ও অভিনন্দন জানান।
    আয়োজনে : রাজাপালং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ।

  • উখিয়ার ২নং রত্নাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ভিজিডি চাউল সংগ্রহের কার্ড বিতরণ করলেন চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী

    উখিয়ার ২নং রত্নাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ভিজিডি চাউল সংগ্রহের কার্ড বিতরণ করলেন চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী

    নিজস্ব প্রতিবেদক

     

    উখিয়া উপজেলার ২নং রত্নাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ভিজিডি চাউল সংগ্রহের কার্ড বিতরণ করলেন রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব খাইরুল আলম চৌধুরী।


    গতকাল ২৫/০২/২০২১ইং তারিখ অত্র ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কামারিয়ারবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপকারভোগীদের উপস্থিতিতে এক অনুষ্ঠানের মাধ্যমে জনাব চেয়ারম্যান উপকারভোগীদের হাতে ২০২১-২০২২ ভিজিডি চক্রের কার্ড বিতরণ করেন। এ সময় ৬নং ও ১নং ওয়ার্ডের ইউ.পি সদস্য এবং এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপিস্থিত ছিলেন।


    এ সময় জনাব চেয়ারম্যান- স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে উপকারভোগীদের জাতীয় পরিচয়পত্র এবং ছবি উন্মুক্তভাবে পরিষদে জমা গ্রহণ পরবর্তী লিস্ট সম্পন্ন করে কার্ড সরাসরি হাতে হাতে পৌছে দেওয়ার চেষ্টা করে অবশেষে বিতরণ করতে পারায় আল্লাহর কাছে শোকরিয়া আদায় করেন।
    তিনি বলেন- ইউনিয়ন পরিষদের সকল সেবা প্রান্তিক জনগণের কাছে পৌছানোর বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে গেছেন।
    উপস্থিত সকলের কাছে তিনি সামনের দিনগুলি যাতে সম্মানের সাথে পার করতে পারেন তার জন্য দোয়া চান।

  • চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীকে নিয়ে জন্মদিন পালন করেন সাংবাদিক ওয়াহিদ রুবেল

    চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীকে নিয়ে জন্মদিন পালন করেন সাংবাদিক ওয়াহিদ রুবেল

    কাজল আইচ, উখিয়া।

     

    বৃহস্পতিবার সন্ধ্যায় উখিয়া ফানুস রেস্টুরেন্টে সাংবাদিক ওয়াহিদ রুবেলের জন্মদিন পালন করা হয়।


    উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সিনিয়র সাংবাদিক রাসেল চৌধুরী, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সায়ীদ আলমগীর সহ একঝাঁক সাংবাদিক।