Category: কক্সবাজার জেলা

  • উখিয়ার কুতুপালং এর বৃহৎ শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গা দুই গ্রুপের সংঘর্ষে রোহিঙ্গা নিহত ২

    উখিয়ার কুতুপালং এর বৃহৎ শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গা দুই গ্রুপের সংঘর্ষে রোহিঙ্গা নিহত ২

    নিজস্ব প্রতিবেদক 

     

    কক্সবাজার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নে অবস্থিত দেশের বৃহৎ রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প কুতুপালং এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    নিহতরা হলেন কুতুপালং ক্যাম্প ওয়েস্ট এর ডি ৫-ব্লকের মৃত সৈয়দ আলমের ছেলে ইমাম শরীফ (৩২) এবং ডি ব্লকের মৃত ইউনুস এর পুত্র শামসুল আলম (৪৫)

    আজ রবিবার (৪ অক্টোবর) ভোর চারটা থেকে মাদক কারবারিরা ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের লক্ষ্যে দফায় দফায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে, এতে আরও অন্তত ২০ জন আহত হয়েছে।
    আহতদের কি উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প পার্শ্ববর্তী হাসপাতাল গুলোর মধ্যে ভর্তি করা হয়েছে।

    নিহত দুই রোহিঙ্গার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

    জানা যায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিচালনা কমিটির চেয়ারম্যান হাফেজ মাওলানা জালাল আহমদ জানান মাদক নিয়ন্ত্রণের লক্ষ্যে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল অনেকদিন থেকে এর আগেও দুই গ্রুপের মধ্যে বেশ কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।

    বৃহৎ শরণার্থী ক্যাম্প কুতুপালং আইন-শৃংখলার দায়িত্বে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক আতিক রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

    উখিয়া থানার নবাগত ওসির আহমদ সঞ্জুর মোর্শেদ জানান, দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় নিহত দুই জনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

    একাধিক রোহিঙ্গারা জানাই সম্প্রতি পুলিশি কার্যক্রম স্থবিরতার কারণে ক্যাম্পের অভ্যন্তরে সন্ত্রাসীরা দাপিয়ে বেড়াচ্ছে।
    ক্যাম্পের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারের জন্য সরকারের নিকট আবেদন জানিয়েছেন রোহিঙ্গা মাঝিরা।

    ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • অরিজিন হাসপাতালের ৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১১ সেপ্টেম্বর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

    অরিজিন হাসপাতালের ৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১১ সেপ্টেম্বর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

    UkhiyaVoice24.Com

     

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ-এর নিজস্ব প্রতিবেদক 

    চট্টগ্রামের দক্ষিণ কক্সবাজার জেলার উখিয়ার  একমাত্র সেবামূলক ২০ শয্যা বিশিষ্ট বেসরকারি প্রতিষ্ঠান অরিজিন হাসপাতাল ১১ সেপ্টেম্বর ২০১৫ সালে যাত্রা শুরু করে উখিয়ার প্রাণ কেন্দ্র কোর্টবাজার তৌফাইল মাতেমা শপিং কমপ্লেক্সের ২য় তলায়।

    প্রতিবছর বর্ষপূর্তি উপলক্ষে মানবিক দিক বিবেচনা করে অসহায়, গরিব, হতদরিদ্র, সু-চিকিৎসা বঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে থাকে হাসপাতাল কর্তৃপক্ষ।
    এই ধারাবাহিকতায় আগামী ১১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ফ্রি রোগী দেখবেন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ১০ জন ডাক্তার যথাক্রমে

    ডাঃ রবিউর রহমান রবি ,

    ডা: আদনান ওয়ালিদ,
    ডা: মেরাজ হোসেন চয়ন, ডা: এহসান উল্লাহ সিকদার, ডা: তৌহিদুজ্জামান, ডা: আরিফা মেহের রুমি, ডা:মাসুমা নাসরিন শিফা, ডা: ফারজানা সুলতানা, ডা: সাবরীনা মাহামুদ, ডা: ফারহানা রহমান। এই দিন সকল পরীক্ষা- নিরীক্ষায় ৩৫% ছাড় দেওয়া হবে। এই তথ্য নিশ্চিত করেন অরিজিন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুস।

    প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল করিম জানান, এই ফ্রি ক্যাম্পে দশ হাজারের অধিক রোগীকে বিনামূল্যে সেবা প্রদান করা হবে, এলাকার সম্মানিত ব্যক্তিদের সম্মাননা ক্রেস্ট প্রদান সহ মহামারি করোনা ভাইরাস থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হবে। সর্বোপরি সকল ধর্ম,বর্ণ ও বিভিন্ন শ্রেণীর মানুষকে সেবা নেওয়ার জন্য আহ্বান করেন।

    উল্লেখ্য, আগামীকাল ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে ফ্রি ডাক্তার দেখানোর জন্য নিন্মোক্ত নাম্বারে সিরিয়াল নেওয়া হবে।

    হাসপাতাল সিরিয়েল-এর জন্য যোগাযোগ করুন

    ফোনঃ ০১৮৩২-৪৬৬৭৩০।

     

    হাসপাতাল পরিচালনার পক্ষে মুহাম্মদ ইউনুছ ভাই।

  • উখিয়ার কোটবাজার অরিজিন হাসপাতালের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ?? UkhiyaVoice24.Com

    উখিয়ার কোটবাজার অরিজিন হাসপাতালের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ?? UkhiyaVoice24.Com

    উখিয়া ভয়েস ২৪ ডটকম

     

    সাইফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।

     

    দক্ষিণ কক্সবাজারের একমাত্র সেবামূলক ২০ শয্যা বিশিষ্ট বেসরকারি প্রতিষ্ঠান অরিজিন হাসপাতাল ১১ সেপ্টেম্বর ২০১৫ সালে যাত্রা শুরু করে উখিয়ার প্রাণ কেন্দ্র, ব্যস্ততম শহর কোর্টবাজার তোফাইল মাতেমা শপিং কমপ্লেক্সের ২য় তলায়।

    প্রতিবছর বর্ষপূর্তি উপলক্ষে মানবিক দিক বিবেচনা করে অসহায়, গরিব, হতদরিদ্র, সু-চিকিৎসা বঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে থাকে হাসপাতাল কর্তৃপক্ষ।
    এই ধারাবাহিকতায় আগামী ১১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ফ্রি রোগী দেখবেন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ১০ ডাক্তার যথাক্রমে।

    ডা: রবিউর রহমান রবি , ডা:আদনান ওয়ালিদ,
    ডা: মেরাজ হোসেন চয়ন, ডা:এহসান উল্লাহ সিকদার, ডা: তৌহিদুজ্জামান, ডা: আরিফা মেহের রুমি, ডা:মাসুমা নাসরিন শিফা, ডা: ফারজানা সুলতানা, ডা: সাবরীনা মাহামুদ, ডা:ফারহানা রহমান। এই দিন সকল পরীক্ষা- নিরীক্ষায় ৩৫% ছাড় দেওয়া হবে। এই তথ্য নিশ্চিত করেন অরিজিন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুস।

    প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল করিম জানান, এই ফ্রি ক্যাম্পে দশ হাজারের অধিক রোগীকে বিনামূল্যে সেবা প্রদান করা হবে, এলাকার সম্মানিত ব্যক্তিদের সম্মাননা ক্রেস্ট প্রদান সহ মহামারি করোনা ভাইরাস থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হবে। সর্বোপরি সকল ধর্ম,বর্ণ ও বিভিন্ন শ্রেণীর মানুষকে সেবা নেওয়ার জন্য আহ্বান করেন।

    উল্লেখ্য, ৯ সেপ্টেম্বর থেকে ফ্রি ডাক্তার দেখানোর জন্য নিন্মোক্ত নাম্বারে সিরিয়াল নেওয়া হবে।

  • ইসলামি মাহাছ এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

    ইসলামি মাহাছ এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

    রোহিঙ্গা ডেস্কঃ

    ছবি দেওয়া আছে, আরছা গ্রুপের   

     

    কক্সবাজার জেলার উখিয়া টেকনাফ এলাকায় অবস্থিত রোহিঙ্গা রিফুজি ক্যাম্পে গত কয়একদিন ধরে যে সন্ত্রাসী হামলা গুলো হচ্ছে, সেই অত্যাচারি হামলার মুলহুতা হচ্ছে আরছার সন্ত্রাসী বাহিনীরা।

    ২০১৭সালে রোহিঙ্গারা রিফুজি হওয়ার পূর্বে দেশে থাকা অবস্থায় শুরু করে ক্যাম্পে রিফুজি হওয়ার পরেও।

    ২০১৬সালের অক্টোবর মাস থেকে শুরু করে এপর্যন্ত সাধারণ রোহিঙ্গাদের উপর যে নির্যাতন নিপীড়ন হচ্ছে বলারমত ভাষা নেই (বিশেষ করে ক্যাম্পে সাধারণ রোহিঙ্গাদের উপর যে নির্যাতন নিপীড়ন  হচ্ছে) সবগুলো আরছার সন্ত্রাসী বাহিনীরা করে যাচ্ছে বলে রোহিঙ্গাদের অভিযোগ।

    আরো বলেন, আরছার সন্ত্রাসী বাহিনীরা ক্যাম্পে সাধারণ রোহিঙ্গাদের উপর জুলুম নির্যাতন লাগাতার চালিয়ে যাওয়ার পরেও শেষ পর্যন্ত অভিযোগের বুঝাটা তুলে দিচ্ছে ইসলামি মাহাছ নামের একটি গ্রুপের উপরে,

    এব্যাপারে সাধারণ রোহিঙ্গারা বলেন, বাংলাদেশের রিফুজি ক্যাম্পে ইসলামি মাহাছ নামের কোন সদস্য আমরা দেখিনিই এবং চিনি না।

    তারা আরো বলেন, ২/৩ অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদের ইসলামি মাহাছ নামের গ্রুপের বিরুদ্ধে যে অভিযোগ প্রকাশিত হয়েছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি।

    সঠিক তদন্তের মাধ্যমে অবিলম্বে আরছা সন্ত্রাসী হামলাকারীদের কে আইনের আওতায় এনে বিচার করা হউক।

  • কক্সবাজারের চকরিয়া হারবাং ইউনিয়নের চেয়ারম্যান  মা- মেয়েকে গ্রু চুরির অপরাদের নামে নির্যাতন।।। লাইভে আসলেন মুফতী রাজি সাহেব

    কক্সবাজারের চকরিয়া হারবাং ইউনিয়নের চেয়ারম্যান মা- মেয়েকে গ্রু চুরির অপরাদের নামে নির্যাতন।।। লাইভে আসলেন মুফতী রাজি সাহেব

    উখিয়া ভয়েস ২৪ ডটকম 

     

     

    জাঁহেলি যোগের মত নির্যাতন, আজ আমাদের সমাজেও হয়েগেল।

    এ ঘটনা নিয়ে মানবতা ও সামাজিকতার পক্ষে লাইভে আসলেন, তরুণ মুফাচ্ছির  

    আল্লামা মুফতী সাখাওয়াত হোসেন রাজি সাহেব (হাফিজাহুল্লাহ)    https://www.facebook.com/sakhawathossainrazi/videos/997746740676717/

     

    https://www.facebook.com/sakhawathossainrazi/videos/997746740676717/

  • উখিয়ার টাইপালং সিকদার পরিবারের শামশু সিকদার-এর জানাযা সম্পন্ন।।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

    উখিয়ার টাইপালং সিকদার পরিবারের শামশু সিকদার-এর জানাযা সম্পন্ন।।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

    উখিয়া ভয়েস ২৪ ডটকম

     

     

    নিজস্ব প্রতিবেদক

    উখিয়া উপজেলার রাজা পালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের টাইপালং সিকদার পরিবারের ছেলে শামশুল হক সিকদার (প্রকাশ শামশু সিকদার) সুলতান মাহমুদ চৌধুরীর আব্বাজানের জানাযা মাওঃ রফিক সাহেবের ইমামতিতে সম্পন্ন।
    জানাযায় উপস্থিত ছিলেন, কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফের দুই দুইবার নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য, বিশিষ্ট সমাজ ও দানবীর, জনাব আলহাজ্ব আব্দুর রহমান বদি এমপি,
    বিশিষ্ট শিক্ষানূরাগী,উখিয়া উপজেলা পরিষদের মান্যবর চেয়ারম্যান, জননেতা জনাব আলহাজ্ব অধ্যক্ষ হামিদুল চৌধুরী, উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি,জননেতা জনাব মকবুল হোসেন মিথুন।

    জানাযার হাজার হাজার মুসল্লির সমাগমে সাবেক সংসদ বদি বলেন, আমরা কেও চিরকাল থাকতে পারব না, মায়ের পেঠ থেকে আসার সময় সিরিয়েল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়েল নেই।
    তিনি আরো বলেন আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনায় ১ বার সূরা ফাতিহা ও ৩ বার সূরা ইখলাছ পড়ে মহান মালিকের দরবারে দোয়া প্রার্থনা করি এবং মরহুমের পরিবারের প্রতি শোক সমবেদনা যানায়।

  • চকরিয়ার হারবাং গরু’চোর আখ্যা দিয়ে মা-মেয়েকে পশুরমত বেধে জাহেলী যুগের নির্যাতন।।। UkhiyaVoice24.Com

    চকরিয়ার হারবাং গরু’চোর আখ্যা দিয়ে মা-মেয়েকে পশুরমত বেধে জাহেলী যুগের নির্যাতন।।। UkhiyaVoice24.Com

    উখিয়া ভয়েস ২৪ ডটকম

     

     

    ওসমান আল হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি।

    গরুচোর আপবাদ দিয়ে মা-মেয়েকে একদল বখাটে ও ১নং হারবাং ইউনিয়নের চেয়ারম্যান মিরানুল ইসলাম পশুরমত নির্যাতন করেছে।

    ঘটনাটি ঘটেছে গত ২১ আগস্ট শুক্রবার দুপুরে কক্সবাজার চকরিয়া উপজেলার ১নং হারবাং ইউনিয়নের পহরচাদাঁ গ্রামে।

    ঘটনাটি শুক্রবার ঘটলে গণমাধ্যমের বদৌলতে ঘটনাটি ভাইরাল হয় গতকাল বিকেল থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদের তুমুল ঝড় উঠে। সবার একটাই দাবী ঘটনায় সংশ্লিষ্ট নরপশুদের শাস্তি চাই। মা-মেয়ে অপরাধী হলে তাদের বিচার আছে, এভাবে মায়ের জাতিকে শাস্তি দেয়া যায় না। ইত্যাদী ইত্যাদী প্রতিবাদে ভাসছে ভার্চুয়াল জগত।

    তারা শুধু পিটিয়ে ক্ষান্ত হননি, মা-মেয়েকে মোটা রশিতে বেধে প্রকাশ্যে শত শত মানুষের সমাগম দিয়ে টেনে হিচড়ে পরিষদে নিয়ে যায়। পরিষদের নির্লজ্জ চেয়ারম্যান মিরানুল ইসলামও তাদেরকে নির্মমভাবে বেদড়ক পেটান।

    নির্লজ্জ চেয়ারম্যানের প্রচন্ড প্রহারের এক পর্যায়ে মা-মেয়ের শারীরিক অবস্থা আশংকা জনক হলে চেয়ারম্যান মিরান পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মা-মেয়েকে উদ্ধার করেন এক পর্যায়ে তাদের শারীরিক অবস্থা গুরুতর হলে পুলিশ মা-মেয়েকে চকরিয়া হাসপাতালে ভর্তি করান।

    তবে এখনো তারা প্রচন্ড ট্রমায় আছেন। তাদের শারীরিক অবস্থা এখনো আশংকা মুক্ত নয় বলে জানিয়েছেন। কর্তব্যরত চিকিৎসক।

    এবিষয়ে চকরিয়া ১নং হারবাং ইউনিয়নে অবস্থিত তদন্ত কেন্দ্রের পরিদর্শক আমিনুল ইসলামের কাছে বিষয়টি সম্পর্কে গণমাধ্যম কর্মীরা

    জানতে চাইলে তিনি বলেন, গত শুক্রবার বিকেলে ইউনিয়ন পরিষদ মারফত চোর গ্রেফতারের খবর পাঠালে আমরা ফোর্স পাঠিয়ে গুরতর অবস্থায় মা-মেয়েকে উদ্ধার করে পুলিশী হেফাজতে নিয়ে আসি।

    আমরা মা-মেয়েকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করিয়েছি। ‍পরিদর্শক আমিনুল িইসলাম আরো জানান, পহরচাদা গ্রামের একজন ব্যাক্তি গরু চোরির অভিযোগ দায়ের করার কারণে মা-মেয়েসহ মোট ৫জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে মা-মেয়েসহ ৪জনের বাড়ি চট্টগ্রাম, পটিয়া উপজেলার শান্তিরহাটে। অপর একজনের বাড়ি পেকুয়া থানাধীন লাল ব্রিজ এলাকায়।

    চেয়ারম্যানের তত্বাবধানে মা-মেয়ের ওপর নির্যাতন চালানো হয়েছে কিনা জানতে চাইলে পরিদর্শক আমিনুল ইসলাম জানান। তদন্ত করে বিস্তারিত জানতে পারব। তবে অভিযুক্ত চেয়ারম্যান মিরানুল ইসলামের ব্যাপারে কেউ এখনো অভিযোগ করেনি।

    ‘আমাদের ফোর্স যখন পরিষদে পৌছেঁ তথন শত শত উৎসুক জন জনতা ভীড় জমিয়েছিল। তবে আমরা তৎক্ষণাত জনতার রোষানল থেকে মা-মেয়েকে উদ্ধার করাটাই আমরা প্রধান্য দিয়েছি।

    আমরা ভুক্তভোগী কিংবা অন্যকারো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।’ তবে শুক্রবার দুপুরের ঘটনাং একাধিক প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে জানিয়েছেন,

    এক দফা মা-মেয়ের ওপর নির্যাতনের ষ্টিম রোলার চালানোর পর ১নং হারবাং ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি চেয়ারম্যান মিরান চৌকিদার (গ্রাম পুলিশ) পাঠিয়ে মা-মেয়েকে মোটা রশিতে বেধে দিবালোকে প্রকাশ্যে টেনে হিচড়ে ইউনিয়ন পরিষদে নিয়ে এসে দ্বিতীয় দফা বেদড়ক পেটানোর পর। উপুর্যপুরী নির্যাতন শেষে তারাই হারবাং পুলিশ তদন্তকেন্দ্রে ফোন করে গুরু চোর অখ্যাদিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এ ব্যাপারে চকরিয়া উপজেলা ইউএনও সৈয়দ সামশুল তাবরীজ স্যারের কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে আজ ১২টার দিকে জাতীয় নিউজ পোর্টাল ঢাকা সমাচারকে জানান। গত শুক্রবারের অনাকাঙ্খিত ঘাটনাটির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন ইতি মেধ্যে দু‘টি তদন্ত কমিটি গঠন করেছে। ইতিমধ্যে মাঠ র্পাযায়ে তদন্ত কমিটি কাজ করছে। রিপোর্ট হাতে এলে বিস্তারিত জানাতে পারবো সে দিন আসলে কি ঘটেছে।

    অভিযুক্ত ১নং হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরানুল ইসলামের সাথে একাদিকবার যোগাযোগ করতে চাইলে তার মুঠোফোনে (01812-368489) যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়।

  • ইসলামী যুব আন্দোলন টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন কমিটি গঠন সম্পন্ন।।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

    ইসলামী যুব আন্দোলন টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন কমিটি গঠন সম্পন্ন।।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

    UkhiyaVoice.24Com

     

     

     

    ওসমান আল হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি।

    কক্সবাজার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
    অদ্য (১৬ আগষ্ট’২০ইং) রবিবার সকালে বাহারছড়া হাফিজিয়া মাদরাসার হল মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন জামালপুর সদর উপজেলা পূর্ব শাখার উদ্যোগে শাখার আহবায়ক মাওলানা ওসমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা রফিকুল্লাহর সঞ্চালনায় টেকনাফ উপজেলার আওতাধীন বাহারছড়া ইউনিয়ন কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন টেকনাফ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল খালেক জিহাদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন টেকনাফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সেলিম পারভেজ বিন জাফর।

    উক্ত সভায় প্রধান অতিথি আব্দুল খালেক জিহাদী বাহারছড়া ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করে ২০২০-২১ ইংরেজি সেশনের নবাগত দায়িত্বশীলদেরকে শপথ বাক্য পাঠ করিয়ে টেকনাফ উপজেলা যুব আন্দোলনের সাধারন সম্পাদক সেলিম পারভেজ বিন জাফরের আখেরী মোনাজাতের মধ্যদিয়ে সভার সমাপ্তি হয়।
    ২০২০-২১ ইংরেজি সেশনের দায়িত্বশীল হয়েছেন।
    সভাপতি-মাওলানা মুহাম্মদ ওসমান গনী
    সহ সভাপতি-মাওলানা মনির আহমদ
    সাধারন সম্পাদক,মাওলানা রফিকুল্লাহ
    যুগ্ন সম্পাদক, হাফেজ আবু ছিদ্দিক
    সাংগঠনিক সম্পাদক, মাওলানা জসিম উদ্দিন
    দপ্তর সম্পাদক, মাওলানা মুহাম্মদ আলম
    অর্থ সম্পাদক, হাফেজ হেলাল উদ্দিন
    প্রচার সম্পাদক, হাফেজ আব্দুল্লাহ
    প্রকাশনা সম্পাদক, ক্বারি নুরুল আলম।

    উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
    ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ বাহারছড়া ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি মাওলানা মুফতী হাসান মোহাম্মদ গালিবসহ ছাত্র আন্দোলনের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল প্রমূখ।

  • উখিয়ার পালংখালী ফারিরবিল আলিম মাদরাসায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত।। UkhiyaVoice24.Com

    উখিয়ার পালংখালী ফারিরবিল আলিম মাদরাসায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত।। UkhiyaVoice24.Com

    UkhiyaVoice24.Com

     

     

     

    দেশের অন্যান্য স্থানের ন্যায় জেলার ঐতিহ্যবাহী ও প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ফারিরবিল আলিম মাদরাসায় ও যথাযোগ্য মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।

    দিনব্যাপী অনুষ্টানমালার মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতকরন, আলোচনা সভা, স্মৃতিচারন, খতমে কুরআন ও দোয়া মাহফিল।
    মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ নুরুল বশর এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মাদরাসা গভর্ণিং বডির সভাপতি এম. এ মনজুর ৭৫ সালের ১৫ আগস্ট নৃংশস ও বর্বর হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান। বঙ্গবন্ধুসহ সেদিন শাহাদতবরণকারী সকল মরহুমদের আত্নার মাগফেরাত কামনা করেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন 15 আগস্ট এর মত এরকম ন্যাক্কারজনক ঘটনা যাতে আর কখনো না ঘটে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। আজকের শোককে শক্তিতে পরিনত করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কাজ করে যেতে হবে দেশ ও সমাজের কল্যানে।
    এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্ণিং বডির শিক্ষানুরাগী সদস্য মাষ্টার নুর হোছাইন, সদস্য মাষ্টার মোখতার আহমদ, খলিল আহমদ ও মাদরাসার শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।
    পরে অনুষ্ঠানের সভাপতি ও মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুল বশরের সমাপনী বক্তব্য ও মোনাজাতের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস উদযাপন অনুষ্ঠান সমাপ্ত হয়।

  • টেকনাফের হ্নীলা ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বঙ্গবন্ধুর ৪৫ শাহাদাৎ বার্ষিকী পালন

    টেকনাফের হ্নীলা ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বঙ্গবন্ধুর ৪৫ শাহাদাৎ বার্ষিকী পালন

    উখিয়া ভয়েস 24 ডটকম

     

     

     

    ওসমান আল হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি।

    কক্সবাজার, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। ১৫ আগস্ট শনিবার ভোর থেকেই টেকনাফের হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীর উদ্যোগে কালো ব্যাচ ধারণ, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ
    কালো পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, মাস্ক বিতরণসহ এতিম অসহায়দের জন্য কাঙ্গালি ভোজের আয়োজন করেন। পরে ইউনিয়ন হলরুমে ১৯৭৫সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের যারা নিহত হয়েছে তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে খতমে কুরআন মাহফিল ও শোক দিবসের আলোচনা সভা ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি রাশেদ মাহমুদ আলীর সভাপতিত্বে দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়, প্রধান অতিথি ছিলেন, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী। হ্নীলা ইউনিয়ন আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলসহ
    সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের কর্মী বৃন্দ ও এক কালের তুখোড় ছাত্র নেতা তারেক মাহমুদ রনিসহ গণমাধ্যম কর্মী লুতফুর আমীন প্রমুখ উপস্থিত ছিলেন।