Category: কক্সবাজার জেলা

  • রামু উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হলেন মর্জিয়া বেগম।। উখিয়া ভয়েস২৪ ডটকম

    রামু উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হলেন মর্জিয়া বেগম।। উখিয়া ভয়েস২৪ ডটকম

    নিজস্ব প্রতিবেদক

    কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মর্জিয়া বেগম রামু উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন। কৃতি শিক্ষক মর্জিয়া বেগমের সার্বিক পারফরম্যান্স বিবেচনা করে বিচারকমন্ডলী তাকে মহিলা ক্যাটাগরিতে জাতীয় শিক্ষা পদক ২০২৩ এর জন্য শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসাবে মনোনীত হলেন।

    মেধাবী ও কর্মপাগল মর্জিয়া বেগম হচ্ছেন-আবুল হোসেন ও রশিদা বেগম এর কন্যা। তিনি বিবিএস (অনার্স) সহ প্রথম শ্রেণিতে এমবিএস পরীক্ষা সম্পন্ন করেছেন। এছাড়া ডিপিএড, বিএড, এমএড করেছেন কৃতিত্বের সাথে।

    সফল শিক্ষক মর্জিয়া বেগম উপজেলা পর্যায়ে মহিলা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসাবে মনোনীত হওয়ায় মহান আল্লাহর কাছে শোকরিয়া জ্ঞাপন করে এজন্য তিনি রামু’র উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবু শামীম, ইউআরসি ইন্সট্রাক্টর আজিজুল হক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু নছর মোঃ হাছান, সৈয়দ নজরুল ইসলাম, জুরি বোর্ডের সকল সদস্য সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। যাঁরা তাঁকে সবসময় সাহস যুগিয়েছেন, সঠিক ও যথার্থ নির্দেশনা দিয়েছেন। তাঁর দায়িত্বশীলতা, নিষ্ঠা ও শ্রমকে মূল্যায়ন করেছেন। মর্জিয়া বেগম তার সহকর্মীদেরও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন। যাঁরা সবসময় তাঁর পথ চলায় পাশে থেকেছেন, অনুপ্রেরণা যুগিয়েছেন।

    অদম্য ইচ্ছাশক্তি সম্পন্ন মর্জিয়া বেগম বলেন, এ অর্জন আমাকে প্রেরণা ও প্রত্যয়ে সমৃদ্ধ করেছে। আরো এগিয়ে যেতে পথ দেখিয়েছে।

    ভবিষ্যতে জেলা পর্যায়ে আরো বৃহত্তর পরিসরে সফলতা অর্জনে মর্জিয়া বেগম মহান আল্লাহর অসীম রহমত, সংশ্লিষ্ট সকলের দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেন।

  • কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত,বিএনপির সংঘটিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উখিয়া স্টেশন চত্বরে উখিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ

    কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত,বিএনপির সংঘটিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উখিয়া স্টেশন চত্বরে উখিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ

    কজল আইচ।

    কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত,বিএনপির সংঘটিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উখিয়া স্টেশন চত্বরে উখিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হইবে।

    উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান মেয়র, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি, জেলা আওয়ামী লীগ নেতা রনজিত দাশ, জেলা আওয়ামী লীগ নেতা নুরুল আজিম কনক। উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্না পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের সভাপতি / সাধারণ সম্পাদক বৃন্দ।

  • আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকায় কক্সবাজারের “স্টাফ রিপোর্টার” হলেন আরিফুল্লাহ নূরী

    আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকায় কক্সবাজারের “স্টাফ রিপোর্টার” হলেন আরিফুল্লাহ নূরী

    মোঃ :হোসেন (সুমন)

    বাংলাদেশের জনপ্রিয় ও শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকায় “স্টাফ রিপোর্টার” কক্সবাজার হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আরিফুল্লাহ নূরী।

    আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান এর স্বাক্ষরিত পেডে (স্বারক নং: ০১০৭২০২৩/এবিবি/জেপ্র/নিয়োগ/(৪৪) এই নিয়োগ প্রদান করেন। নিয়োগপত্রে আরিফুল্লাহ নূরীর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন তিনি।

    এদিকে, আরিফুল্লাহ নূরী কক্সবাজারের বহুল জনপ্রিয় গণমানুষের দৈনিক গণসংযোগ পত্রিকার মফস্বল সম্পাদক ও জেলার সর্বপ্রথম প্রতিষ্ঠিত সদর উপজেলা প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

    আরিফুল্লাহ নূরী বলেন, জাতীয় দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকায় কাজ করার সুযোগ পেয়ে আমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান স্যারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকা কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। অর্পিত দায়িত্ব পালনে সহযোগিতা করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

  • কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বোরহানের নেতৃত্বে পালিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি

    কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বোরহানের নেতৃত্বে পালিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি

    কক্সবাজার জেলা প্রতিনিধি মো :হোসেন (সুমন)

    বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি বোরহান উদ্দিন খোকনের নেতৃত্বে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়েছে।

    ১৭ জুলাই (সোমবার) সকাল ১০টায় সদর উপজেলার পিএমখালীর বিভিন্ন সড়কে প্রায় ১০০ চারা রোপণ করা হয়। এসময় সাধারণ মানুষসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বোরহান উদ্দিন খোকন বলেন, শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের অভিভাবক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ভাইয়ের নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

    বোরহান উদ্দিন খোকন বলেন, সৃষ্টির বুকে প্রাণিকুলের বেঁচে থাকার পেছনে বৃক্ষের রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। বৃক্ষ মূলত পরিবেশ, আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখে।পৃথিবীকে বসবাসের উপযোগী করতে ও প্রাকৃতিক বিপর্যয়ের করাল গ্রাস থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই।

    তিনি আরো বলেন, ‘গাছ শুধু আর্থিকভাবেই দেশের জন্য ফলপ্রসূ হবে না, সারা দেশে সবুজ বেষ্টনী গড়ে তোলার ক্ষেত্রেও সহায়ক হবে। উপকূলীয়বাসীরা সারা বছর নদী ভাঙনের আতঙ্কে থাকেন। বিশেষ করে বাঁকখালী তীরবর্তী পিএমখালী, ঝিলংজা ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নের বহু সাধারণ মানুষের ফসলি চাষের জমি ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া প্রতিবছর বন্যার কবলে পড়তে হয় এই অঞ্চলের মানুষের। বন্যা মোকাবিলা ও নদীভাঙন রোধে গাছের ভুমিকা রয়েছে। গাছ আমাদের পরিবেশের এক গুরুত্বপূর্ণ উপাদান। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের বৃহৎ পরিসরে বনায়ন করা দরকার। প্রাণ-প্রকৃতি রক্ষায় বৃক্ষরোপণে সাধারণ মানুষদের উদ্বুদ্ধ করাই আমাদের মূল উদ্দেশ্য। এছাড়াও পরবর্তীতে জেলাব্যাপী এই বৃক্ষরোপন কর্মসূচী চলমান থাকবে বলে জানান তিনি।

  • মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-এর জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ওয়াল্টন মোবাইল ট্যাবলেট ট্যাপ বিতরণ করা হয়

    মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-এর জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ওয়াল্টন মোবাইল ট্যাবলেট ট্যাপ বিতরণ করা হয়

    নিজস্ব প্রতিবেদকঃ

    মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-এর জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ওয়াল্টন মোবাইল ট্যাবলেট ট্যাপ বিতরণ করা হয়েছে।

    উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ওয়াল্টন মোবাইল ট্যাবলেট ট্যাপ বিতরণ করেন উখিয়া-টেকনাফের গরীব-দূখী মেহনতী মানুষের প্রিয়নেতা সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ্ব আব্দুর রহমান বদি এমপি। এসময়  উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমরান হোসেন সজীব, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, শিক্ষা কর্মকর্তা বদরুল আলম, নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ইরফান উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক রতন দে সহ উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

  • বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে উখিয়া উপজেলা আওয়ামী লীগের আওতাধীন রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে উখিয়া উপজেলা আওয়ামী লীগের আওতাধীন রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক

    গতকাল ২০ জুন, ২০২৩ খ্রিঃ মঙ্গলবার উখিয়া উপজেলার সদর রাজাপালং ইউনিয়ন পরিষদের হলরুমে বিকেল ৪টায় অনুষ্ঠিত সভার আগামী ২৩ জুন, বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে উখিয়া উপজেলা আওয়ামী লীগের আওতাধীন রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

    রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সালাহউদ্দিন মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা সঞ্চালনানা করেন রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এটি এম রশিদ।

    উক্ত সভায় অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজুল হক রিয়াজ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল হক খাঁন।

    বক্তব্য রাখেন উখিয়া রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও সকল ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের সভাপতি /সাধারণ সম্পাদকবৃন্দ।

    সভাপতি মোঃ সালাহউদ্দিন মেম্বার বক্তব্যে বলেন, ইনশাআল্লাহ আগামী নির্বাচনেও শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করে আমরা এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কাজ করে যাব। তাই আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উখিয়া উপজেলা আওয়ামী লীগের আওতাধীন, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল সংগঠন সম্মিলিতভাবে সর্বোচ্চ লোক জমায়েত করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চক্রান্তকারীদের দেখিয়ে দেব, আওয়ামী লীগ এখনো মাঠেই আছে।