Category: কক্সবাজার জেলা

  • কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত,বিএনপির সংঘটিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উখিয়া স্টেশন চত্বরে উখিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ

    কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত,বিএনপির সংঘটিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উখিয়া স্টেশন চত্বরে উখিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ

    কজল আইচ।

    কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত,বিএনপির সংঘটিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উখিয়া স্টেশন চত্বরে উখিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হইবে।

    উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান মেয়র, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি, জেলা আওয়ামী লীগ নেতা রনজিত দাশ, জেলা আওয়ামী লীগ নেতা নুরুল আজিম কনক। উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্না পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের সভাপতি / সাধারণ সম্পাদক বৃন্দ।

  • আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকায় কক্সবাজারের “স্টাফ রিপোর্টার” হলেন আরিফুল্লাহ নূরী

    আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকায় কক্সবাজারের “স্টাফ রিপোর্টার” হলেন আরিফুল্লাহ নূরী

    মোঃ :হোসেন (সুমন)

    বাংলাদেশের জনপ্রিয় ও শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকায় “স্টাফ রিপোর্টার” কক্সবাজার হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আরিফুল্লাহ নূরী।

    আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান এর স্বাক্ষরিত পেডে (স্বারক নং: ০১০৭২০২৩/এবিবি/জেপ্র/নিয়োগ/(৪৪) এই নিয়োগ প্রদান করেন। নিয়োগপত্রে আরিফুল্লাহ নূরীর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন তিনি।

    এদিকে, আরিফুল্লাহ নূরী কক্সবাজারের বহুল জনপ্রিয় গণমানুষের দৈনিক গণসংযোগ পত্রিকার মফস্বল সম্পাদক ও জেলার সর্বপ্রথম প্রতিষ্ঠিত সদর উপজেলা প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

    আরিফুল্লাহ নূরী বলেন, জাতীয় দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকায় কাজ করার সুযোগ পেয়ে আমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান স্যারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকা কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। অর্পিত দায়িত্ব পালনে সহযোগিতা করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

  • কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বোরহানের নেতৃত্বে পালিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি

    কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বোরহানের নেতৃত্বে পালিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি

    কক্সবাজার জেলা প্রতিনিধি মো :হোসেন (সুমন)

    বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি বোরহান উদ্দিন খোকনের নেতৃত্বে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়েছে।

    ১৭ জুলাই (সোমবার) সকাল ১০টায় সদর উপজেলার পিএমখালীর বিভিন্ন সড়কে প্রায় ১০০ চারা রোপণ করা হয়। এসময় সাধারণ মানুষসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বোরহান উদ্দিন খোকন বলেন, শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের অভিভাবক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ভাইয়ের নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

    বোরহান উদ্দিন খোকন বলেন, সৃষ্টির বুকে প্রাণিকুলের বেঁচে থাকার পেছনে বৃক্ষের রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। বৃক্ষ মূলত পরিবেশ, আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখে।পৃথিবীকে বসবাসের উপযোগী করতে ও প্রাকৃতিক বিপর্যয়ের করাল গ্রাস থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই।

    তিনি আরো বলেন, ‘গাছ শুধু আর্থিকভাবেই দেশের জন্য ফলপ্রসূ হবে না, সারা দেশে সবুজ বেষ্টনী গড়ে তোলার ক্ষেত্রেও সহায়ক হবে। উপকূলীয়বাসীরা সারা বছর নদী ভাঙনের আতঙ্কে থাকেন। বিশেষ করে বাঁকখালী তীরবর্তী পিএমখালী, ঝিলংজা ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নের বহু সাধারণ মানুষের ফসলি চাষের জমি ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া প্রতিবছর বন্যার কবলে পড়তে হয় এই অঞ্চলের মানুষের। বন্যা মোকাবিলা ও নদীভাঙন রোধে গাছের ভুমিকা রয়েছে। গাছ আমাদের পরিবেশের এক গুরুত্বপূর্ণ উপাদান। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের বৃহৎ পরিসরে বনায়ন করা দরকার। প্রাণ-প্রকৃতি রক্ষায় বৃক্ষরোপণে সাধারণ মানুষদের উদ্বুদ্ধ করাই আমাদের মূল উদ্দেশ্য। এছাড়াও পরবর্তীতে জেলাব্যাপী এই বৃক্ষরোপন কর্মসূচী চলমান থাকবে বলে জানান তিনি।

  • মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-এর জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ওয়াল্টন মোবাইল ট্যাবলেট ট্যাপ বিতরণ করা হয়

    মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-এর জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ওয়াল্টন মোবাইল ট্যাবলেট ট্যাপ বিতরণ করা হয়

    নিজস্ব প্রতিবেদকঃ

    মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-এর জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ওয়াল্টন মোবাইল ট্যাবলেট ট্যাপ বিতরণ করা হয়েছে।

    উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ওয়াল্টন মোবাইল ট্যাবলেট ট্যাপ বিতরণ করেন উখিয়া-টেকনাফের গরীব-দূখী মেহনতী মানুষের প্রিয়নেতা সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ্ব আব্দুর রহমান বদি এমপি। এসময়  উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমরান হোসেন সজীব, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, শিক্ষা কর্মকর্তা বদরুল আলম, নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ইরফান উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক রতন দে সহ উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

  • বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে উখিয়া উপজেলা আওয়ামী লীগের আওতাধীন রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে উখিয়া উপজেলা আওয়ামী লীগের আওতাধীন রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক

    গতকাল ২০ জুন, ২০২৩ খ্রিঃ মঙ্গলবার উখিয়া উপজেলার সদর রাজাপালং ইউনিয়ন পরিষদের হলরুমে বিকেল ৪টায় অনুষ্ঠিত সভার আগামী ২৩ জুন, বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে উখিয়া উপজেলা আওয়ামী লীগের আওতাধীন রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

    রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সালাহউদ্দিন মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা সঞ্চালনানা করেন রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এটি এম রশিদ।

    উক্ত সভায় অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজুল হক রিয়াজ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল হক খাঁন।

    বক্তব্য রাখেন উখিয়া রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও সকল ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের সভাপতি /সাধারণ সম্পাদকবৃন্দ।

    সভাপতি মোঃ সালাহউদ্দিন মেম্বার বক্তব্যে বলেন, ইনশাআল্লাহ আগামী নির্বাচনেও শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করে আমরা এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কাজ করে যাব। তাই আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উখিয়া উপজেলা আওয়ামী লীগের আওতাধীন, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল সংগঠন সম্মিলিতভাবে সর্বোচ্চ লোক জমায়েত করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চক্রান্তকারীদের দেখিয়ে দেব, আওয়ামী লীগ এখনো মাঠেই আছে।

  • উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা সভা অনুষ্ঠিত

    উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক

    কক্সবাজারের উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে তৃণমূল পর্যায়ে স্বচ্ছতা, জনসম্পৃক্ততা, জবাবদিহীতা নিশ্চিত করণ ও জন অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় সরকারের টেকসই উন্নয়নের লক্ষ্যে রাজাপালং ইউনিয়ন পরিষদ ২০২৩-২০২৪ অর্থ বছরের উম্মুক্ত বাজেট সভা অনুষ্টান।

    “শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরে উন্নতি” এই স্লোগানকে ধারণ করে উক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জাহাঙ্গীর কবির চৌধুরী।

    ৩০ মে সকাল ১০ ঘটিকায় ২০২৩-২৪ অর্থ বছরের উম্মুক্ত বাজেট সভা অনুষ্ঠানে
    রাজাপালং ইউনিয়ন পরিষদের সচিব মৃনাল বড়ুয়া’র সঞ্চালনার মধ্যে দিয়ে উম্মুক্ত বাজেট সভায় তৃণমূল পর্যায়ে স্বচ্ছতা, জনসম্পৃক্ততা, জবাবদিহীতা মূলক

    উম্মুক্ত বাজেট সভায় মতামত ও পরামর্শ মূলক বক্তব্য রাখেন উখিয়া বাজার কমিটির সভাপতি একরামুল হক, উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরওয়ার আলম শাহীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে, ইউপি সদস্য নুরুল কবির, মীর শাহেদুল ইসলাম রোমান, হেলাল উদ্দিন, সরওয়ার কামাল পাশা, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রুখসানা বেগম, খুরশিদা বেগম, বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমদ, শিক্ষক আব্দুল খালেক, আকতার উদ্দিন টুনু, উখিয়া নিউজ ডটকমের সম্পাদক ওবাইদুল হক চৌধুরী, ইউপি সদস্য আব্দুল হক, মোহাম্মদ ইকবাল,সৈয়দ হামজা,সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শামসুন্নাহার, শিক্ষক রূপন দেওয়ানজী,গণমাধ্যম কর্মী কাজল আইচ,ছাত্রনেতা ইব্রাহিমসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    রাজাপালং ইউনিয়ন পরিষদের আগামী অর্থবছরের বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের সচিব মৃনাল বড়ুয়া। রাজাপালং ইউনিয়ন পরিষদের আগামী অর্থবছরের বিভিন্ন খাতের উপর মোট আয় ১ কোটি ৯৬ লাখ ১৫ হাজার ৮শত ৯৮ টাকা। বাজেটে বিভিন্ন উন্নয়ন মুলক কাজে ব্যায় ১ কোটি ৮০ লাখ ৪২ হাজার ৭শত ৯৮ টাকা।

    উন্মুক্ত বাজেট ঘোষণা শেষে রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, বাজেটে আমরা সময়পোযোগী ও জনকল্যানমূলক বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে রাখার চেষ্টা করেছি।
    তাই এ বাজেট যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে অর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সহায়ক হবে। এ জন্য আমি আমার ইউনিয়নের সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেণীপেশার জনগণের সহযোগিতা চাই। পরে তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড এবং ভবিষ্যত পরিকল্পনার বিষদ ব্যাখ্যা দেন।

    সভা শুরুতে কোরআন থেকে তেলোয়াত করেছেন মাস্টার আবদুল খালেদ, গীতা পাঠ শ্রী হারাধন চক্রবর্তী ও ত্রিপিটক পাঠ করেছেন কিরণ বড়ুয়া।

  • উখিয়া প্রেসক্লাব পরিদর্শন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ্ব আব্দুর রহমান বদি

    উখিয়া প্রেসক্লাব পরিদর্শন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ্ব আব্দুর রহমান বদি

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ।

    উখিয়া প্রেসক্লাব পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) এর সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি।

    অদ্য ২৫ মে ২০২৩ খ্রিঃ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকার দিকে উখিয়া প্রেসক্লাবের আকস্মিক পরিদর্শনে আসলে প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার ও সাধারণ সম্পাদক রতন কান্তি দে’র নেতৃত্বে প্রেসক্লাবের নেতৃবৃন্দরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

    পরে প্রেসক্লাব পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি।

    মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ারের সভাপতিত্বে রতন কান্তি দে’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ সদস্য জনাব আলহাজ্ব আব্দুর রহমান বদি।

    এসময় তিনি বলেন, “উখিয়া-টেকনাফের যে উন্নয়নের পরিবর্তনের ছোঁয়া লেগেছে তা কক্সবাজার জেলায় অনন্য। তাই প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।