Category: কক্সবাজার জেলা

  • উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা সভা অনুষ্ঠিত

    উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক

    কক্সবাজারের উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে তৃণমূল পর্যায়ে স্বচ্ছতা, জনসম্পৃক্ততা, জবাবদিহীতা নিশ্চিত করণ ও জন অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় সরকারের টেকসই উন্নয়নের লক্ষ্যে রাজাপালং ইউনিয়ন পরিষদ ২০২৩-২০২৪ অর্থ বছরের উম্মুক্ত বাজেট সভা অনুষ্টান।

    “শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরে উন্নতি” এই স্লোগানকে ধারণ করে উক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জাহাঙ্গীর কবির চৌধুরী।

    ৩০ মে সকাল ১০ ঘটিকায় ২০২৩-২৪ অর্থ বছরের উম্মুক্ত বাজেট সভা অনুষ্ঠানে
    রাজাপালং ইউনিয়ন পরিষদের সচিব মৃনাল বড়ুয়া’র সঞ্চালনার মধ্যে দিয়ে উম্মুক্ত বাজেট সভায় তৃণমূল পর্যায়ে স্বচ্ছতা, জনসম্পৃক্ততা, জবাবদিহীতা মূলক

    উম্মুক্ত বাজেট সভায় মতামত ও পরামর্শ মূলক বক্তব্য রাখেন উখিয়া বাজার কমিটির সভাপতি একরামুল হক, উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরওয়ার আলম শাহীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে, ইউপি সদস্য নুরুল কবির, মীর শাহেদুল ইসলাম রোমান, হেলাল উদ্দিন, সরওয়ার কামাল পাশা, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রুখসানা বেগম, খুরশিদা বেগম, বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমদ, শিক্ষক আব্দুল খালেক, আকতার উদ্দিন টুনু, উখিয়া নিউজ ডটকমের সম্পাদক ওবাইদুল হক চৌধুরী, ইউপি সদস্য আব্দুল হক, মোহাম্মদ ইকবাল,সৈয়দ হামজা,সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শামসুন্নাহার, শিক্ষক রূপন দেওয়ানজী,গণমাধ্যম কর্মী কাজল আইচ,ছাত্রনেতা ইব্রাহিমসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    রাজাপালং ইউনিয়ন পরিষদের আগামী অর্থবছরের বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের সচিব মৃনাল বড়ুয়া। রাজাপালং ইউনিয়ন পরিষদের আগামী অর্থবছরের বিভিন্ন খাতের উপর মোট আয় ১ কোটি ৯৬ লাখ ১৫ হাজার ৮শত ৯৮ টাকা। বাজেটে বিভিন্ন উন্নয়ন মুলক কাজে ব্যায় ১ কোটি ৮০ লাখ ৪২ হাজার ৭শত ৯৮ টাকা।

    উন্মুক্ত বাজেট ঘোষণা শেষে রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, বাজেটে আমরা সময়পোযোগী ও জনকল্যানমূলক বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে রাখার চেষ্টা করেছি।
    তাই এ বাজেট যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে অর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সহায়ক হবে। এ জন্য আমি আমার ইউনিয়নের সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেণীপেশার জনগণের সহযোগিতা চাই। পরে তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড এবং ভবিষ্যত পরিকল্পনার বিষদ ব্যাখ্যা দেন।

    সভা শুরুতে কোরআন থেকে তেলোয়াত করেছেন মাস্টার আবদুল খালেদ, গীতা পাঠ শ্রী হারাধন চক্রবর্তী ও ত্রিপিটক পাঠ করেছেন কিরণ বড়ুয়া।

  • উখিয়া প্রেসক্লাব পরিদর্শন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ্ব আব্দুর রহমান বদি

    উখিয়া প্রেসক্লাব পরিদর্শন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ্ব আব্দুর রহমান বদি

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ।

    উখিয়া প্রেসক্লাব পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) এর সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি।

    অদ্য ২৫ মে ২০২৩ খ্রিঃ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকার দিকে উখিয়া প্রেসক্লাবের আকস্মিক পরিদর্শনে আসলে প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার ও সাধারণ সম্পাদক রতন কান্তি দে’র নেতৃত্বে প্রেসক্লাবের নেতৃবৃন্দরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

    পরে প্রেসক্লাব পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি।

    মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ারের সভাপতিত্বে রতন কান্তি দে’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ সদস্য জনাব আলহাজ্ব আব্দুর রহমান বদি।

    এসময় তিনি বলেন, “উখিয়া-টেকনাফের যে উন্নয়নের পরিবর্তনের ছোঁয়া লেগেছে তা কক্সবাজার জেলায় অনন্য। তাই প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট শুভ উদ্বোধন করেন জাহাঙ্গীর কবির চৌধুরী-UkhiyaVoice24.Com

    বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট শুভ উদ্বোধন করেন জাহাঙ্গীর কবির চৌধুরী-UkhiyaVoice24.Com

    নিজস্ব প্রতিবেদক

    কক্সবাজারের উখিয়াতে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    অদ্য ২৫ মে ২০২৩ খ্রিঃ বৃহস্প্রতিবার সকাল ১০ ঘটিকার দিকে উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী।
    প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির চৌধুরী মহোদয় বলেন, শিশুদের শারীরিক, মানসিক বিকাশের লক্ষ্যে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে এ আয়োজন। তৃণমূল পর্যায়ে প্রতিভা বিকাশের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে এ ধরণের আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। খেলোয়াড় তৈরীর লক্ষ্যে এ ধরণের আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানাই। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমুল পর্যায়ে ফুটবল আয়োজনের উদ্যোগের ফলেই সাফ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে বাংলাদেশ। তৃণমুল পর্যায়ে এ সকল প্রতিভাবান খেলোয়াড়দের পৃষ্ঠপোষকতা করলে সাফের ন্যায় আগামীতে আরও সাফল্যের ধারা অব্যাহত রাখবে।

    রাজাপালং ইউনিয়ন পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট বিভিন্ন স্কুলের ছেলে ও মেয়ে দল অংশ মিলে, আজ তাঁরোই ধারাবাহিকতায় উদ্বোধনী ম্যাচের খেলায় তুতুরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম রাজাপালং সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহন করেন।

    উখিয়া উপজেলা সহকারি শিক্ষা অফিসার শাহাদত হোসাইন আখন্দ সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলভী হারুনুর রশীদ, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ সালাহউদ্দিন মেম্বার, ইউপি সদস্য মীর শাহেদুল ইসলাম রোমান চৌধুরী, আওয়ামী লীগ নেতা কাজি আকতার উদ্দিন টুনু, ছাত্রলীগ নেতা মোঃ ইব্রাহিম সহ আগত রাজাপালং ইউনিয়নের বিভিন্ন স্কুল পর্যায়ের প্রধান শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুলাতলী একতা যুব উন্নয়ন সমবায় সমিতির নতুন ক্লাব শুভ উদ্বোধন করেন জাহাঙ্গীর কবির চৌধুরী

    উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুলাতলী একতা যুব উন্নয়ন সমবায় সমিতির নতুন ক্লাব শুভ উদ্বোধন করেন জাহাঙ্গীর কবির চৌধুরী

    নিজস্ব প্রতিবেদকঃ

    কক্সবাজারের উখিয়া উপজেলার সদর ৪নং রাজাপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের তুলাতলী পাড়া একতা যুব উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর নতুন ক্লাব শুভ উদ্বোধন করা হয়।

    উক্ত শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির

    অদ্য ২২ মে ২০২৩ খ্রিঃ সোমবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে নতুন ক্লাবটি শুভ উদ্বোধন করেন জাহাঙ্গীর কবির চৌধুরী। এছাড়াও অত্র ক্লাবের সার্বিক উন্নয়নের জন্য ১,০০০০০ এক লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন। এর পূর্বে উপস্থিত অতিথিবৃন্দদের মধ্যে আরো বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামীগ নেতা কাজি আকতার উদ্দিন টুনু, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম রশীদ, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ৭নং ওয়ার্ডের জনপ্রতিনিধি জনাব আব্দুর রহিম মেম্বার সাধারণ সম্পাদক জাফর আলম, ৯নং ওয়ার্ডে ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, ৬নং ওয়ার্ড আওয়ামীগের সাধারণ সম্পাদক কক্ট্রাক্টর মুফিজ উদ্দিন, হাতিমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোঃ ইব্রাহিম সহ অন্যান্য ব্যক্তিবর্গ। উক্ত ক্লাবের বর্তমান সভাপতি যুবলীগ নেতা ইমাম হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

  • ঐতিহাসিক ১৭ মে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উখিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগেআলোচনা সভা অনুষ্ঠিত

    ঐতিহাসিক ১৭ মে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উখিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগেআলোচনা সভা অনুষ্ঠিত

    কাজল আইচ, উখিয়া।

    কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ১৭ মে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১৭মে, ২০২৩ইং বিকেল ৩ ঘটিকা সময় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুম অনুষ্টিত আলোচনা সভার সভাপতিত্ব করেছন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী।

    অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখছেন
    উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জমির উদ্দিন, রিয়াজুল হক রিয়াজ, লিয়াকত আলী বাবুল,

    উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুল হক আজাদ, এম এ মঞ্জুর, ,তথ্যও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক রতন দে, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবুল হোসাইন আবু, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষযক সম্পাদক কাজি আকতার উদ্দিন টুনু, উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাহউদ্দিন মেম্বার,
    হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহজান সাজু, জালিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ সিকদার,

    উপজেলা আওয়ামী লীগের সদস্য সাহাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক আমানত উ়ল্লাহ সাকিব, জালিয়াপালং ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ তৈয়ব, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুভাস বড়ুয়া, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সোহেল বি এ, মো ইব্রাহিম, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মোঃ ইব্রাহিম, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক জাহেদ আলম,

    অনুষ্ঠান সঞ্চালনা করেছেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল হক খান ও রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম রশীদ,

    উক্ত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগ এর আওতাধীন সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • মায়ানমারে মানুষ বন্ধক রেখে ইয়াবা আমদানিকারী টেকনাফের কুখ্যাত ইয়াবা সম্রাট জকিরকে সহযোগীসহ গ্রেফতার করেছে র‍্যাব ১৫

    মায়ানমারে মানুষ বন্ধক রেখে ইয়াবা আমদানিকারী টেকনাফের কুখ্যাত ইয়াবা সম্রাট জকিরকে সহযোগীসহ গ্রেফতার করেছে র‍্যাব ১৫

    নিউজ ডেস্ক

    সম্প্রতি গত ১৫ জানুয়ারি ২০২৩ তারিখে ফেইসবুকসহ বিভিন্ন গনমাধ্যমে জসিম নামক একজন বাংলাদেশী নাগরিককে মিয়ানমারের ইয়াবা ডিলার কর্তৃক নির্যাতনের ভিডিও ভাইরাল হয়। উক্ত ভাইরাল ভিডিওতে কথিত জসিম নিজেই জানায় টেকনাফ হাজম পাড়ার সালেহ আহমদের ছেলে জকির নামক ইয়াবা ব্যবসায়ী তাকে মায়ানমারের ইয়াবা ডিলারের নিকট বন্ধক রেখে ২৫,০০,০০০/- (পঁচিশ লক্ষ) টাকার ইয়াবা নিয়ে আসে। উক্ত ইয়াবার টাকা পরিশোধ না করায় মায়ানমারের ইয়াবা ডিলারগণ কথিত জসিমকে শারীরিক নির্যাতন করে। ভিডিও প্রকাশের পরেই সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীরা আত্মগোপনে চলে যায়। বর্ণিত ঘটনা বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত হলে বিষয়টি র‌্যাবের দৃষ্টিগোচরে আসে এবং র‌্যাব-১৫, কক্সবাজার সংশ্লিষ্ট ঘটনার সাথে সম্পৃক্ত ও প্রকাশিত ব্যক্তিদের চিহিৃতসহ জড়িত মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের লক্ষ্যে টেকনাফ, উখিয়া ও মায়ানমার সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ র‌্যাবের আভিযানিক দল অভিযান অব্যাহত রাখে।

    গত ১৬ মে ২০২৩ খ্রিঃ র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি এর আভিযানিক দল বিশ্বস্থ সূত্রে অবগত হয়, বর্নিত ঘটনার ধারাবাহিকতায় টেকনাফের ইয়াবা গডফাদার জকিরসহ কতিপয় ইয়াবা ব্যবসায়ী মায়ানমার হতে ইয়াবা সংগ্রহ করে সাগর পথে মহেশখালী হয়ে বোট যোগে কক্সবাজার চৌফদন্ডী ঘাট হয়ে ঈদগাঁও এর উদ্দেশ্যে রওয়ানা করে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ১৬ মে ২০২৩ খ্রিঃ অুনমান ২০.০০ ঘটিকার সময় র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার ঈদগাঁও থানাধীন ঈদগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের আল মাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার মসজিদের সামনের পুকুরের পশ্চিম-উত্তর কর্ণারে পাকা রাস্তার উপর উপস্থিত হয়ে চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান পরিচালনার একপর্যায়ে অজ্ঞাতনামা সিএনজি থেকে নেমে দুইজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে র‌্যাবের আভিযানিক দল কর্তৃক ধৃত হয়। উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদ্বয়ের দেহ ও বাজারের ব্যাগ তল্লাশী করে তাদের হেফাজত হতে সর্বমোট ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

    আটককৃত ব্যক্তিদ্বয়ের বিস্তারিত পরিচয় ১। মোঃ জাকির আহমেদ প্রঃ জকির (৩৯), পিতা-মৃত-সালেহ আহমদ, সাং-হাজমপাড়া, কচুবনিয়ারছড়া, ০৭নং ওয়ার্ড, ২। মোঃ ইসমাইল (৩৫), পিতা-নুরুল বসর, মাতা-মাহমুদা খাতুন, সাং-হাজমপাড়া, ০৭নং ওয়ার্ড, উভয়থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এবং তাদের অপর এক সহযোগী র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দ্রুত পালিয়ে যায় মর্মে ধৃত আসামীদ্বয়ের নিকট থেকে জানা যায়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জকির জানায় যে, সে টেকনাফ ও উখিয়া থানা এলাকার ইয়াবা গডফাদার এবং তার সহযোগীদের সহায়তায় বিভিন্ন সময়ে বিভিন্ন লোককে সীমান্তবর্তী মায়ানমার এলাকায় বন্ধক রেখে ইয়াবার বড় বড় চালান নিয়ে আসে। আরো জানায় যে, ফেইসবুক, গনমাধ্যমসহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত আলোচিত ঘটনায় সে প্রত্যক্ষ্যভাবে জড়িত ছিল এবং গণমাধ্যমে প্রকাশিত জসিম তার পরিচিত লোককে মায়ানমারে বন্ধক রেখে ২৫,০০,০০০ (পঁচিশ লক্ষ) টাকার ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে। অদ্য উপরোল্লিখিত ইয়াবা ট্যাবলেটসহ র‌্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।

    প্রকাশ থাকে যে, সিডিএমএস যাচাই করে ধৃত আসামী (১) মোঃ জাকির আহমেদ প্রঃ জকির (৩৯) এর বিরুদ্ধে মাদক ব্যবসায়ের জড়িত থাকার অপরাধে কক্সবাজারের টেকনাফ থানাসহ ০৫টির অধিক মামলা রয়েছে।

    উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ বর্ণিত ঘটনার সাথে জড়িত ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে ।

  • কক্সবাজার পৌর নির্বাচনে ৭ মেয়রসহ ৮৮ প্রার্থীর মনোনয়নপত্র জমা

    কক্সবাজার পৌর নির্বাচনে ৭ মেয়রসহ ৮৮ প্রার্থীর মনোনয়নপত্র জমা

    কক্সবাজার প্রতিনিধি।

    কক্সবাজার পৌরসভার নির্বাচনের ঘোষিত তফশিল মতে মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় গতকাল মঙ্গলবার (১৬ মে) বিকাল পর্যন্ত ৮৮ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে মেয়র পদে ৭ জন, সংরক্ষিত নারী কাউন্সিলরের ৪ ওয়ার্ডে ১৬ জন এবং ১২ টি সাধারণ ওয়ার্ডে ৬৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

    কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ঘোষিত তফশিল মতে মনোনয়ন পত্র বাছাই ১৮ মে, প্রত্যাহারের শেষ সময় ২৫ মে আর ১২ জুন অনুষ্ঠিত হবে নির্বাচন।

    মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা নির্বাচন কার্যালয় ঘীরে ছিল মানুষের ভীড়। মেয়র, কাউন্সিলর প্রার্থীরা আচরণ বিধি না মেনে বিপুল সংখ্যক সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করতে যান। যদিও কার্যালয়ে প্রবেশের আগে কয়েকজন প্রবেশ করে মনোনয়ন পত্র দাখিল করেন।

    কক্সবাজার জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য মতে, মেয়র পদে মনোনয়নপত্র দাখিলকারি ৭ প্রার্থী হলেন, আওয়ামীলীলীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠণিক সম্পাদক মো. মাহাবুবুর রহমান চৌধুরী, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠণিক সম্পাদক মাসেদুল হক রাশেদ, তাঁর স্ত্রী জোসনা হক, স্বতন্ত্র প্রার্থী জগদীশ বড়ুয়া, মোহাম্মদ আল যুবায়ের চৌধুরী, সাবেক মেয়র সরওয়ার কামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. জাহেদুর রহমান।

    ৪ টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর হিসেবে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে ২ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর শাহেনা আকতার পাকি ও ফাতেমা বেগম। ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন, ৬ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর ইয়াছমিন আকতার, রোকেয়া আক্তার কেয়া, জেসমিন আকতার, হেলেনাজ তাহেরা, সাবেকুন্নাহার ও চম্পা উদ্দিন। ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৬ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর জাহেদা আক্তার, মমতাজ বেগম, সুমা দাশ, রোমেনা আফাজ, ছালেহা আক্তার, শাহিনা আক্তার শাহিন। ১০, ১১ ও ১২ ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ২ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর নাছিমা আকতার বকুল ও কোহিনুর ইসলাম।

    ১২ টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৬৫ প্রার্থী। এর মধ্যে ১ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৭ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর এসআইএম আক্তার কামাল আজাদ, জাহিদুল ইসলাম, মো. রিয়াজ উদ্দিন, মোস্তাক আহমদ, মো. আতিক উল্লাহ, রাহামত উল্লাহ ও আবদুল মান্নান। ২ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৫ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান, এম জাফর আলম হেলালী, শাহেদুল আলম, ফাতেমা শারমিন। ৩ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৬ জন। এরা হলেন, আবুল হোসেন, করিম উল্লাহ, মিঠুন কান্তি দাশ, আমিনুল ইসলাম, আবু আদনান, মোহাম্মদ আমিনুল ইসলাম। ৪ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন, ৯ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর মো. দিদারুল ইসলাম, আবদু গফ্ফর, মো. আবদুল মাজেদ, এহেছান উল্লাহ, মিজানুল করিম, আবদুল্লা আল মামুন রিয়াদ, শামশুল আলম, ওমর ফারুক ও সিরাজুল হক। ৫ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৫ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর সাহাব উদ্দিন, মামুনুর রশিদ, মো. তাহের আলম, গোলাম আরিফ লিটন, মোহাম্মদ জীবন। ৬ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন, ৬ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর ওমর সিদ্দিক, মো. জাবেদ মোস্তফা, ফজল করিম, মো. রিয়াজ মোর্শেদ, মোহাম্মদ শাহজাহান, মো. জসীম উদ্দিন। ৭ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৬ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, সরওয়ার ওসমান টিপু, শামশুল আলম, মো. সাফায়াত কামাল সৌরভ, মো. জাহেদুল হক ও জাফর আলম। ৮ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন, ৪ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর রাজবিহারী দাশ, খোরশেদ আলম চৌধুরী, বেলাল হোসেন ও উজ্জ্বল কর। ৯ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৩ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর মো. হেলাল উদ্দিন, জাহেদুল ইসলাম জাহেদ, আবু ওবায়েদ্দীন নাছের। ১০ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ২ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর সালাউদ্দিন সেতু ও আবছার কামাল। ১১ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৭ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর নুর মোহাম্মদ, মো. সেলিম রেজা, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, মো. শফিউল আলম, রিদুয়ান রশীদ, মো. মাইন উদ্দীন। ১২ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৫ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর এমএ মঞ্জুর, মো. এনামুল কবির, শামীম আহমেদ, মো. শহিদুল ইসলাম শহিদ, দিদারুল কবির।

    কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন, কক্সবাজার জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য বলছে, কক্সবাজার পৌরসভার ১২ টি ওয়ার্ডের বর্তমান ভোটার সংখ্যা ৯৪ হাজার ৮০২ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৪৯ হাজার ৮৭৯ জন ও নারী ভোটার ৪৪ হাজার ৯২৩ জন।

    কক্সবাজার পৌরসভার সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের ২৫ জুলাই। ওই নির্বাচনে মেয়র নির্বাচিত হন আওয়ামীলীগের প্রার্থী মুজিবুর রহমান। নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতিক নিয়ে রফিকুল ইসলাম, জামায়াত সমর্থিত নাগরিক কমিটির সরওয়ার কামাল ও জাতীয় পার্টির রুহুল আমিন শিকদার মেয়র পদে প্রার্থী ছিলেন।