Category: কক্সবাজার সদর

  • শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ কক্সবাজার জেলা পূর্ণগঠন কমিটি-২০২৫-২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

    শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ কক্সবাজার জেলা পূর্ণগঠন কমিটি-২০২৫-২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ, উখিয়া।

    ঐক্যবদ্ধ মিম্বার আলোকিত সমাজ, এই স্লোগান বুকে ধারন করে মাওলানা মুফতি শামিম মজুমদার হাফিজাহুল্লাহ’র হাতে গঠিত হয় আলেম ওলামা ও ইমাম মুয়াজ্জিনদের নিয়ে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ, এই সংগঠনে আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৫-২০২৬ সেশনের কক্সবাজার জেলা পূর্ণগঠন ও সদস্য তারবিয়াত সম্মেলন।

    ৮ ডিসেম্বর-২০২৪ খ্রি: রবিবার সকাল ১০ ঘটিকার দিকে কক্সবাজার সদর মডেল মসজিদ সংলগ্ন হলরুমে অনুষ্ঠিত হবে। প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন অত্র সংগঠনের চেয়ারম্যান মাওলানা মুফতি শামিম মজুমদার হাফিজাহুল্লাহ। বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা সভাপতি মাওলানা শায়েখ হারুন কুতুবী সাহেব হাফিজাহুল্লাহ। বিশেষ মেহমান জেলা সেক্রোটারি হাফেজ মাওলানা শাকের উদ্দিন ইউনুছী সাহেব হাফিজাহুল্লাহ। অংশগ্রহন করবেন হাফেজ মাওলানা এডভোকেট রিদওয়ানুল কবীর সাহেব হাফিজাহুল্লাহ’সহ জেলা উপজেলার আলেম, ওলামা মাশায়েখ ও মোয়াজ্জিনগণ উপস্থিত থাকবেন।

    সকলের নিকট দোয়া ও আমন্ত্রণ জানাচ্ছি।

  • কক্সবাজারের খরুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেবকে রাজকীয় বিদায়

    কক্সবাজারের খরুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেবকে রাজকীয় বিদায়

    নিউজ ডেস্ক:

    কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম মাওলানা ক্বারী নূরুল হক সাহেবের সম্মাননা ও বিদায় অনুষ্ঠান সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। গত ১৩ জুলাই-২০২৪ খ্রিঃ শনিবার, এসময় সম্মানিত ইমাম সাহেবকে প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে ৩,৫০,০০০/-, এলাকা বাসীর পক্ষ থেকে ৩,০০,০০০/-, মসজিদ কমিটির পক্ষ থেকে ১,০০,০০০/-, সর্বমোট=৭,৫০,০০০/- (সাত লাখ পঞ্চাশ হাজার টাকা) নগদ প্রদান করা হয়। তিনি সুদীর্ঘ তিন যুগ অর্থাৎ ৩৬ বছর অত্র জামে মসজিদে ইমাম হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। একজন ইমাম সাহেবকে এভাবে রাজকীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে পেনশন হিসেবে নগদ প্রদান করে বিদায় দেওয়ায় এলাকাবাসীসহ মসজিদ কমিটিকে শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ কক্সবাজার জেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

    প্রচারে: এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ, শানে সাহাবা খতিব কাউন্সিল উখিয়া উপজেলা শাখা।

  • মানবিক কাজের অংশ হিসেবে কক্সবাজার সদরের খরুলিয়া বাজারে সৃষ্ট অগ্নিকান্ডে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কার্যকরী ভূমিকা পালন করেছে র‍্যাব-১৫

    মানবিক কাজের অংশ হিসেবে কক্সবাজার সদরের খরুলিয়া বাজারে সৃষ্ট অগ্নিকান্ডে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কার্যকরী ভূমিকা পালন করেছে র‍্যাব-১৫

    প্রেস বিজ্ঞপ্তি

    মানবিক কাজের অংশ হিসেবে কক্সবাজার সদরের খরুলিয়া বাজারে সৃষ্ট অগ্নিকান্ডে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কার্যকরী ভূমিকা পালন করেছে র‌্যাব-১৫

    ১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশে বিবিধ অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। এরই পাশাপাশি বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মানুষের পাশে থেকে মানবিক কাজের অংশ হিসেবে বিভিন্ন মহতী উদ্যোগ গ্রহণ করে থাকে।

    ২। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে র‌্যাব-১৫, কক্সবাজার জেলার সদর থানাধীন খুরুলিয়া বাজারে অগ্নিকান্ডের খবর পেয়ে সিপিএসসি (কক্সবাজার ক্যাম্প) কোম্পানী কমান্ডার মেজর সাইফুল ইসলাম এর নেতৃত্বে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল ঘটনাস্থলে গমন করে। এ সময় অগ্নিকান্ডে ভয়বহতা ও আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ায় অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কার্যকরী ভূমিকা পালন করে র‌্যাব সদস্যরা। প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের ০৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডের কারণে বাজারের প্রায় ৩১টি দোকান পুড়ে গেছে এবং বৈদ্যুতিক শর্ট সার্কিট মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

    ৩। দায়িত্বাধীন কক্সবাজার ও বান্দরবান জেলায় জনসাধারণের নিরাপত্তায় সর্বদা পাশে রয়েছে র‌্যাব-১৫
  • ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবসে শহীদ মিনারে কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

    ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবসে শহীদ মিনারে কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

    প্রেস বিজ্ঞপ্তি:

    মহান বিজয় দিবসে জেলার সর্বপ্রথম পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

    ১৬ ডিসেম্বর ২৩ ইং শনিবার সকালে কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার আরিফুল্লাহ নূরী ও সাধারণ সম্পাদক, দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি নুরুল আলম সিকদারের নেতৃত্বে শহীদদের স্মরণে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

    এতে উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দু শুক্কুর, সহ-সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শায়েক আহমদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুজিবুল হক, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আবছার কামাল, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক ইয়াছিন আরাফাত, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ হোসেন সুমন ও মোঃ সাহাব উদ্দিন সিকদার প্রমুখ।

    এসময় সদর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

    উল্লেখ্য, ২০২১ সালে কক্সবাজার জেলার সর্বপ্রথম প্রতিষ্ঠিত সদর উপজেলা প্রেসক্লাব নীতি নৈতিকতাকে সাথে নিয়ে পেশাদারিত্বকে সমুন্নত রেখে দেশ ও জাতি গঠনে অপরিসীম ভূমিকা পালন করছে।

  • কক্সসবাজার সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র শুভ উদ্বোধন ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    কক্সসবাজার সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র শুভ উদ্বোধন ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    কক্সবাজার জেলা প্রতিনিধি মো :হোসেন (সুমন)

    জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে উদ্বোধনী হলো ধর্মপ্রাণ মুসল্লীদের এবাদাত, ইসলামিক জ্ঞান চর্চা, গবেষনাসহ ইসলামিক সংস্কৃতির সম্প্রসারণের জন্য উন্মুক্ত হলো কক্সবাজার সদর উপজেলা সহ ৩৪ জেলায় নব নির্মিত ৫০টি মডেল মসজিদ।এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয়,চতুর্সহ মোট ২৫০টি।

    ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ৮ হাজার ৭২২ কোটি টাকা ব্যায়ে কক্সবাজার সদর উপজেলাসহ সারাদেশে ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    এরই ধারাবাহিকতায় রবিবার (৩০ জুলাই) সকাল১০টা৩০ মিনিট এর দিকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে ৫ম পর্যায়ে নির্মিত ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্র একযোগে শুভ উদ্বোধন ঘোষণা করেন।

    অনুমোদিত প্রকল্পের নকশা অনুযায়ী ৪০ শতাংশ জায়গার উপর সরকারের নিজস্ব অর্থায়নে জেলা পর্যায়ে চারতলা ও উপজেলার জন্য তিনতলা এবং উপকূলীয় এলাকায় চারতলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।

    প্রতিটি মডেল মসজিদ নির্মাণের জন্য জেলা শহর ও সিটি করপোরেশন এলাকায় ১৫ কোটি ৬১ লাখ ৮১ হাজার টাকা, উপজেলা পর্যায়ে ১৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা এবং উপকূলীয় এলাকায় ১৩ কোটি ৬০ লাখ ৮২ হাজার টাকা ব্যয় নির্ধারণ করে প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার।

    এসব মডেল মসজিদে নারী-পুরুষের পৃথক ওযু ও নামাজ আদায়ের সুবিধা আছ, প্রতিবন্ধী মুসল্লিদের টয়লেটসহ নামাজের পৃথক ব্যবস্থা, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, ইমাম ট্রেনিং সেন্টার, ইসলামিক গবেষণা ও দীনি দাওয়া কার্যক্রম, হেফজখানা, শিশু ও গণশিক্ষার ব্যবস্থা, দেশি-বিদেশি পর্যটকদের আবাসন ও অতিথিশালা, মরদেহ গোসল ও কফিন বহনের ব্যবস্থা, হজ্জ যাত্রীদের নিবন্ধনসহ প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ ও গাড়ি পার্কিং, ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থা রাখা হয়েছে।

    কক্সবাজার সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্রের উদ্বাধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা ইউএনও মোহাম্মদ জাকারিয়া,আরও উপস্থিত ছিলেন,
    অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার মাসুম, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি, সংসদ সদস্য জাফর আলম এমপি , মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য কানিজ ফাতিমা,
    উপজেলা পরিষদ চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মজিবুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা কেন্দ্রীয় কমিটি ঢাকা, আরও
    উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কমান্ডার,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিপু সুলতান, আওয়ামী লীগ বিভিন্ন নেতৃবৃন্দ,
    স্থানীয় জনসাধারণ,ইমাম মোয়াজ্জেম, মহিলা আওয়ামী লীগ এর নেত্রী,এবং ইলেকট্রনিক মিডিয়া,প্রিন্ট মিড়িয়াসহ।

  • কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা হওয়া পারভেজ`র সাথে কোন সম্পৃক্ত নেই জন প্রিয় মেম্বার মনজুর আলমের

    কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা হওয়া পারভেজ`র সাথে কোন সম্পৃক্ত নেই জন প্রিয় মেম্বার মনজুর আলমের

    ইমরান তাওহীদ রানা- ঈদগাঁও,

    কক্সবাজার সদরে চৌফলদন্ডী ৯নং ওয়ার্ডের জন প্রিয় মেম্বার মনজুর আলম এর নাম ও ছবি ব্যাবহার করে অপপ্রচার চালা‌নো ভুয়া ফেইসবুক আই‌ডির বিরু‌দ্ধে আই‌সি‌টি আই‌নে মামলা প্রক্রিয়াধীন, বি‌দেশি সংস্থার নাম ভা‌ঙ্গি‌য়ে কো‌টি টাকা নি‌য়ে লাপাত্তা হওয়া সেই পার‌ভেজ এর সা‌থে চৌফলদন্ডী ইউ‌নিয়‌নের ৯নং ওয়া‌র্ডের জন‌প্রিয় মেম্বার মনজুর আল‌মের নাম জড়ি‌য়ে ভুয়া ফেইসবুক আ‌ই‌ডি‌তে নানান ধর‌নের মিথ‌্যা তথ‌্য দি‌য়ে ছবিসহ অপপ্রচা‌রে লিপ্ত হ‌য়ে‌ছে।

    যা মেম্বা‌রের জ‌ন্যে মানহা‌নিকর। ভুয়া স্ট‌্যাটাস‌টি জন‌প্রিয় মেম্বার মনজু‌রের দৃ‌ষ্টি‌গোচর হওয়ার সা‌থে সা‌থে ভুয়া ও মিথ‌্যা সংবা‌দের প্রতিবাদ জা‌নি‌য়ে‌ছে এবং ভুয়া ফেইস বুক আই‌ডির বি‌রো‌দ্ধে আই‌সি‌টি আই‌নে মামলা করার সিদ্ধান্ত নি‌য়ে‌ছে। মনজুর আলম দা‌বি ক‌রেন তার জন‌প্রিয়তায় ঈর্ষা‌ন্বিত হ‌য়ে বি‌রোধীরা অপপ্রচা‌রে লিপ্ত হ‌য়ে‌ছে।

    কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পারভেজ কো‌টি টাকা প্রতারনা ক‌রে লাপাত্তা। সে ঘর-মসজিদ, গভীর নলকূপ, মাদ্রাসাসহ বিদেশি সংস্থা মাধ্যমে করে দেওয়ার নামে প্রায় ৩ কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়া সেই প্রতারকের সাথে কক্সবাজার সদরের চৌফলদন্ডী ইউনিয়নের জনপ্রিয় মেম্বার মনজুর আলমের কোন সম্পৃক্ততা নেই। প্রতার‌কের সা‌থে ভুক্ত‌ভোগী‌দের লেন‌দে‌নের কোন সম‌য়েও জ‌ড়িত না থাকা স‌ত্ত্বেও প্রতিপক্ষরা সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে নানান ধর‌নের অপপ্রচার চালা‌চ্ছে।

    ভুক্ত‌ভোগীরা পার‌ভে‌জের প্রতারণার সা‌থে মেম্বার‌কে জড়া‌নোর তীব্র প্রতিবাদ জা‌নি‌য়ে ব‌লেন পার‌ভেজ মস‌জিদ, মাদ্রাসা, টিউবও‌য়েলের নাম ভা‌ঙ্গি‌য়ে কো‌টি টাকা নি‌য়ে এখন লাপাত্তা। এর সা‌থে মেম্বার‌কে কে‌নো জড়া‌নো হ‌চ্ছে তা কোন ভা‌বেই বোধগম‌্য নই কা‌রো। তারা আ‌রো ব‌লেন মনজুর মেম্বার জনপ্রতি‌নি‌ধি হি‌সে‌বে তা‌দের‌কে আই‌নি সহ‌যোগীতা করার আশ্বাস দি‌য়ে‌ছেন।

    মনজুর মেম্বার ব‌লেন দরকার বশত পার‌ভেজ‌কে আই‌নের মাধ‌্যমে খো‌জে বের ক‌রে তার এলাকা থে‌কে আত্মসাৎ করা কো‌টি টাকা উদ্ধা‌রে সকল ভুক্ত‌ভোগী‌কে জনপ্রতি‌নি‌ধি হি‌সে‌বে সব ধর‌নের সহ‌যোগীতা কর‌বেন।

  • কক্সবাজার পৌর নির্বাচনে ৭ মেয়রসহ ৮৮ প্রার্থীর মনোনয়নপত্র জমা

    কক্সবাজার পৌর নির্বাচনে ৭ মেয়রসহ ৮৮ প্রার্থীর মনোনয়নপত্র জমা

    কক্সবাজার প্রতিনিধি।

    কক্সবাজার পৌরসভার নির্বাচনের ঘোষিত তফশিল মতে মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় গতকাল মঙ্গলবার (১৬ মে) বিকাল পর্যন্ত ৮৮ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে মেয়র পদে ৭ জন, সংরক্ষিত নারী কাউন্সিলরের ৪ ওয়ার্ডে ১৬ জন এবং ১২ টি সাধারণ ওয়ার্ডে ৬৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

    কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ঘোষিত তফশিল মতে মনোনয়ন পত্র বাছাই ১৮ মে, প্রত্যাহারের শেষ সময় ২৫ মে আর ১২ জুন অনুষ্ঠিত হবে নির্বাচন।

    মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা নির্বাচন কার্যালয় ঘীরে ছিল মানুষের ভীড়। মেয়র, কাউন্সিলর প্রার্থীরা আচরণ বিধি না মেনে বিপুল সংখ্যক সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করতে যান। যদিও কার্যালয়ে প্রবেশের আগে কয়েকজন প্রবেশ করে মনোনয়ন পত্র দাখিল করেন।

    কক্সবাজার জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য মতে, মেয়র পদে মনোনয়নপত্র দাখিলকারি ৭ প্রার্থী হলেন, আওয়ামীলীলীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠণিক সম্পাদক মো. মাহাবুবুর রহমান চৌধুরী, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠণিক সম্পাদক মাসেদুল হক রাশেদ, তাঁর স্ত্রী জোসনা হক, স্বতন্ত্র প্রার্থী জগদীশ বড়ুয়া, মোহাম্মদ আল যুবায়ের চৌধুরী, সাবেক মেয়র সরওয়ার কামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. জাহেদুর রহমান।

    ৪ টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর হিসেবে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে ২ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর শাহেনা আকতার পাকি ও ফাতেমা বেগম। ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন, ৬ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর ইয়াছমিন আকতার, রোকেয়া আক্তার কেয়া, জেসমিন আকতার, হেলেনাজ তাহেরা, সাবেকুন্নাহার ও চম্পা উদ্দিন। ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৬ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর জাহেদা আক্তার, মমতাজ বেগম, সুমা দাশ, রোমেনা আফাজ, ছালেহা আক্তার, শাহিনা আক্তার শাহিন। ১০, ১১ ও ১২ ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ২ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর নাছিমা আকতার বকুল ও কোহিনুর ইসলাম।

    ১২ টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৬৫ প্রার্থী। এর মধ্যে ১ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৭ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর এসআইএম আক্তার কামাল আজাদ, জাহিদুল ইসলাম, মো. রিয়াজ উদ্দিন, মোস্তাক আহমদ, মো. আতিক উল্লাহ, রাহামত উল্লাহ ও আবদুল মান্নান। ২ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৫ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান, এম জাফর আলম হেলালী, শাহেদুল আলম, ফাতেমা শারমিন। ৩ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৬ জন। এরা হলেন, আবুল হোসেন, করিম উল্লাহ, মিঠুন কান্তি দাশ, আমিনুল ইসলাম, আবু আদনান, মোহাম্মদ আমিনুল ইসলাম। ৪ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন, ৯ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর মো. দিদারুল ইসলাম, আবদু গফ্ফর, মো. আবদুল মাজেদ, এহেছান উল্লাহ, মিজানুল করিম, আবদুল্লা আল মামুন রিয়াদ, শামশুল আলম, ওমর ফারুক ও সিরাজুল হক। ৫ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৫ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর সাহাব উদ্দিন, মামুনুর রশিদ, মো. তাহের আলম, গোলাম আরিফ লিটন, মোহাম্মদ জীবন। ৬ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন, ৬ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর ওমর সিদ্দিক, মো. জাবেদ মোস্তফা, ফজল করিম, মো. রিয়াজ মোর্শেদ, মোহাম্মদ শাহজাহান, মো. জসীম উদ্দিন। ৭ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৬ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, সরওয়ার ওসমান টিপু, শামশুল আলম, মো. সাফায়াত কামাল সৌরভ, মো. জাহেদুল হক ও জাফর আলম। ৮ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন, ৪ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর রাজবিহারী দাশ, খোরশেদ আলম চৌধুরী, বেলাল হোসেন ও উজ্জ্বল কর। ৯ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৩ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর মো. হেলাল উদ্দিন, জাহেদুল ইসলাম জাহেদ, আবু ওবায়েদ্দীন নাছের। ১০ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ২ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর সালাউদ্দিন সেতু ও আবছার কামাল। ১১ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৭ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর নুর মোহাম্মদ, মো. সেলিম রেজা, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, মো. শফিউল আলম, রিদুয়ান রশীদ, মো. মাইন উদ্দীন। ১২ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৫ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর এমএ মঞ্জুর, মো. এনামুল কবির, শামীম আহমেদ, মো. শহিদুল ইসলাম শহিদ, দিদারুল কবির।

    কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন, কক্সবাজার জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য বলছে, কক্সবাজার পৌরসভার ১২ টি ওয়ার্ডের বর্তমান ভোটার সংখ্যা ৯৪ হাজার ৮০২ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৪৯ হাজার ৮৭৯ জন ও নারী ভোটার ৪৪ হাজার ৯২৩ জন।

    কক্সবাজার পৌরসভার সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের ২৫ জুলাই। ওই নির্বাচনে মেয়র নির্বাচিত হন আওয়ামীলীগের প্রার্থী মুজিবুর রহমান। নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতিক নিয়ে রফিকুল ইসলাম, জামায়াত সমর্থিত নাগরিক কমিটির সরওয়ার কামাল ও জাতীয় পার্টির রুহুল আমিন শিকদার মেয়র পদে প্রার্থী ছিলেন।

  • সন্ত্রাসীদের হাত থেকে জীবন বাঁচাতে থানায় লিখিত অভিযোগ করেও শেষ রক্ষা পাচ্ছে না সৌদি আরব প্রবাসী আরফাতের পরিবার

    সন্ত্রাসীদের হাত থেকে জীবন বাঁচাতে থানায় লিখিত অভিযোগ করেও শেষ রক্ষা পাচ্ছে না সৌদি আরব প্রবাসী আরফাতের পরিবার

    ইমরান তাওহীদ রানা:- বার্তা সম্পাদক,

    কক্সবাজার সদর উপজেলা চৌফলন্ডীতে সন্ত্রাসীদের হাত থেকে জীবন বাঁচাতে থানায় লিখিত অভিযোগ করেও শেষ রক্ষা পাচ্ছে না সৌদি আরব প্রবাসী আরফাতের পরিবার।
    এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানায় জীবনের নিরাপত্তা চেয়ে ঘাতক চক্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ  করেন আরফাতের স্ত্রী ইসমত আরা।
    কিন্তু এ অভিযোগের পর ঘাতক চক্র আরও বেপরোয়া হয়ে ওঠে। জীবনের নিরাপত্তা চেয়ে অভিযোগ করাই তার প্রাণনাশের কারণ হয়ে ওঠে। শুক্রবার গভীর রাতে চৌফলন্ডী ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকায় আরফাতের পরিচালনাধীন দোকানে আসিয়া ১০ হাজার টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করিলে দোকানের হামলা ভাংচুর লুটপাট করে নিয়ে যায়।
    অভিযোগের সূত্রে জানা যায়, বর্ণিত এলাকার গুরা মিয়ার ছেলে ইউছুফ নবী,ইছাকের ছেলে রুবেল,গুরা মিয়ার ছেলে জসিম,বর্মাইয়া জাফরের ছেলে আবু শর্মার নের্তৃত্বে আরফাতের মালিকানাধীন দোকান এম ছিদ্দিক হইতে ১০ হাজার টাকা চাঁদা দাবী করেন।
    এসময় ছিদ্দিক থেকে দাবীকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করিলে দোকান করিতে দিবে না বলিয়া বিভিন্ন হুমকি ধমকি করিয়া দোকানে হামলা ভাংচুর লুটপাট করে ফ্রিজে কিরিস দিয়ে কোপাইয়া ফ্রিজ নষ্ট করে একটি মোবাইল নিয়ে যায়।এতে আনুমানিক অধ্যলক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে হয়েছে বলে উল্লেখ করেন।
    এই বিষয়ে অভিযোগযুক্ত ইউছুফ নবীর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনা বিষয় শিকার করে বলেন, আমাদের দাবীকৃত টাকা না পাওয়া পর্যন্ত হামলা ভাংচুর লুটপাট চলতে থাকবে।
    এঘটনার বিষয় জানতে স্থানীয় এমইউপি সদস্য মোঃ শাহাজাহানের যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,উভয় পক্ষ নিয়ে সমধানের চেষ্টা করা হয়েছিল।কিন্তু অভিযুক্ত ইউছুফ নবী গং স্থানীয় বিচার সালিশ মানে না।তাই সমাধান করা সম্ভব হয়নি।
    ভুক্তভুগী ইসমত আরা ঘটনার বিষয়ে স্থানীয়ভাবে সমাধানের জন্য একাধিকবার চেষ্টা করেও অভিযোগযুক্তরা স্থানীয় বিচার সালিশ না মানায়   সমাধানের মুখ দেখেনি।
    বিষযটি সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবার।
  • আদালতের ১৪৪ ধারা অমান্য করে বীরদর্পে চলছে দখলবাজদের ভবন নির্মাণের দৌরাত্ম

    আদালতের ১৪৪ ধারা অমান্য করে বীরদর্পে চলছে দখলবাজদের ভবন নির্মাণের দৌরাত্ম

    নিজস্ব প্রতিবেদক:

    কক্সবাজার জেলার সর্বপ্রথম প্রতিষ্ঠিত সদর উপজেলা প্রেসক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক নবচেতনার কক্সবাজার জেলা প্রতিনিধি নুরুল আলম সিকদারের পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নুরুল আলম সিকদার বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করেন। মামলা নং এম আর ৯৭/২০২৩ । মামলার আসামি রাশেদুল ইসলাম গং, পিতা মোঃ সেকান্দর।

    এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফৌজদারী কার্যবিধি ১৪৪ ধারা মোতাবেক টেকনাফ উপজেলা ভূমি কর্মকর্তাকে তদন্তপূর্বক প্রতিবেদন প্রদান ও টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশনা প্রদান করেন।

    এদিকে, উক্ত জমিতে আদালতের ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা মামলা চলমান থাকা অবস্থায় বীরদর্পে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে দখলবাজ সিন্ডিকেট। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আদালতের নির্দেশনাকে অমান্য করে অবৈধ টাকার জোরে দখলবাজদের দৌরাত্ম থেমে নেই।

    এছাড়াও এই দখলবাজ সিন্ডিকেট কিছুদিন পূর্বে সাংবাদিক নুরুল আলম সিকদারকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। এঘটনায় নুরুল আলম সিকদার বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি জিডি লিপিবদ্ধ করেন।

    জানা যায়, সাংবাদিক নুরুল আলম সিকদারের পৈতৃক সম্পত্তি জবর দখল করে একটি চক্র দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছে। এই সিন্ডিকেটের রাশেদুল ইসলামের বিরুদ্ধে মাদক আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে। অন্যজন মোজাহের মিয়া, সে ও রাশেদুল ইসলাম সম্পর্কে জামাই শশুর। দীর্ঘদিন ধরে এই চক্রটি জমি দখলের সাথে সম্পৃক্ত।

    এঘটনায় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, আদালতের নির্দেশনা মোতাবেক যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছি। তবে নির্মাণ কাজ চলমান সম্পর্কে আমি অবগত নয়। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করবো।

  • সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের সাথে সদর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

    সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের সাথে সদর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

    প্রেস বিজ্ঞপ্তি:

    কক্সবাজার জেলার সর্বপ্রথম প্রতিষ্ঠিত সদর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়ছারুল হক জুয়েলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

    আজ ১৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২.৩০ মিনিটে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এর নিজস্ব কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান নবনির্বাচিত সদর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

    এছাড়াও উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আরিফুল্লাহ নূরী, সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, সহ সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শাইখ আহমদ, সাংগঠনিক সম্পাদক রাশেদুল আলম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আবছার কামাল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রায়হান খান রাহাত, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃহোসেন (সুমন) প্রমুখ।

    উল্লেখ্য, কক্সবাজার জেলার সর্বপ্রথম পেশাদার সাংবাদিকগণের সমন্বয়ে গঠিত সংগঠন সদর উপজেলা প্রেসক্লাবের ২য় মেয়াদের নির্বাচন ২০২৩ সালের ১৪ জানুয়ারি সম্পন্ন হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে সাংবাদিক আরিফুল্লাহ নূরী ও সাংবাদিক নুরুল আলম সিকদার নির্বাচিত হন।