Category: কক্সবাজার সদর

  • দক্ষিণ মুহুরি পাড়াতে নবম শ্রেণির শিক্ষার্থীকে ইভটিজিং ও ঘরবাড়ি লুটপাট ও ভাঙচুর করেছে

    দক্ষিণ মুহুরি পাড়াতে নবম শ্রেণির শিক্ষার্থীকে ইভটিজিং ও ঘরবাড়ি লুটপাট ও ভাঙচুর করেছে

    কক্সবাজার উপজেলা প্রতিনিধি মোঃহোসেন (সুমন),

    অদ্য২০/০৫/২০২২ইং তারিখে আনুমানিক রাত ৯.০০ ঘটিকার সময়।দক্ষিণ মুহুরি পাড়াতে নিজ বাড়িতে রাতে অন্ধকারে অনধিকারে ঘরে প্রবেশ করে নিজ মাতার-ছমুদা বেগম (৩২) এর সামনে তাঁর মেয়েকে ইচ্ছা বিরুদ্ধে ইভটিজিং করে, গত এক বছর আজ থেকে স্কুলে যাওয়া-আসার পথে, কু-প্রস্তাব রাজি না হওয়াতে। ভিকটিমের নিজ বাড়িতে।অনধিকার ঘরের ভিতরে প্রবেশ করে গায়ের জামায় ধরিয়া টানা হেচরা করে ও শরিলের বিভিন্ন ভাবে আঘাত করে, এবং ভিকটিমে আম্মাজান এগিয়ে আসলে তাকেও চুলের মুঠি দরিয়া মাটিতে ফুটিয়ে ফেলে, শরিলের বিভিন্ন স্থানে লোহার রড়,হাতরি, কাঠের বাটাম দিয়া রক্তাক্ত জখম করে, এবং মাথায় উপরে লোহার রড় দিয়ে বারি মারিয়া ক্ষতবিক্ষত করেও হাতে হাড়ভাঙ্গা জখম প্রাপ্ত হয়।

    ভিকটিমও মায়ের গলাতে থাকা মোট দের ভরি ওজনে চেন, কানের দুল চিনি নিয়ে ফেলে, আলমারি রক্ষিত ( ২০) হাজার টাকা এবং মূল্যবান আসবার পত্র নিয়ে যায়, ঘর বাড়ি ভাংচুরসহ ক্ষয়ক্ষতি পরিমান মোট মূল (এক লক্ষ 50000 টাকা) সহযোগী সন্ত্রাসী , চাঁদাবাজ, ইভটিজিং,কিশোরগঞ্জসহ বিভিন্ন অপরাধে জড়িত এই সন্ত্রাসী লোক গুলি, হলো ১নং-মিজানুর রহমান ২নং-ইয়াছিন উভয় পিতা -সৈয়দ করিম,সর্বসাং দক্ষিণ মুহুরি পাড়া ৪ নং ওয়ার্ড় ঝিলংজা সদর,থানাওজেলা কক্সবাজার সদর।

    এলাকার জনসাধারণের দাবি ইভটিজিং ও সন্ত্রাসীকে আইনের আওতাই এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।তাই কক্সবাজার সকল আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করতেছি।

  • সাতকানিয়া থেকে কক্সবাজারে বেড়াতে আসা টুরিস্ট থেকে টাকা পয়সা নিয়া গাড়িওয়ালা উধাও

    সাতকানিয়া থেকে কক্সবাজারে বেড়াতে আসা টুরিস্ট থেকে টাকা পয়সা নিয়া গাড়িওয়ালা উধাও

    স্টার রিপোর্টার কক্সবাজার,

    আজকে ঈদের ৩য় দিনে সাতকানিয়া থেকে কক্সবাজারে বেড়াতে আসা টুরিস্ট থেকে টাকা পয়সা নিয়া এই নাম্বারে১১০২৬০ গাড়িটি উধাও। টুরিস্ট কলাতলী ডলফিনের একটু উপরে সবাই একসাথে ঝড় হয়ে তাঁকে,টুরিস্ট থেকে কিছু কথা জিজ্ঞেস করলে তাঁর বলে আমারা সাতকানিয়া থেকে ১০হাজার টাকা দিয়া একটি পিকআপ ভাড়া করে কক্সবাজার আসি,ঐ গাড়িতে আমাদের মালামাল আছে বলেন তারা মালামাল হলো দুইটি বড় বড় সাউন্ড বক্স, এবং যে লোকে গাড়িটা ভাড়া করে দেয় সেই লোকটিও গাড়ির সাথে উধাও হয়ে যায়।টুরিস্ট যখন ঘুরতে বীচের দিকে নেমেছে, ঘুরে এসে দেখে তাদের গাড়িটি উধাও হয়ে যায়।

  • কক্সবাজার কলাতলী চন্দিমা মাঠ ঝিলংজা ১ন ওয়ার্ড় যাতাযত ধর্মীয় ভাবগাম্বী মধ্যে দিয়া ঈদুল ফিতরের নামাজ আদায়

    কক্সবাজার কলাতলী চন্দিমা মাঠ ঝিলংজা ১ন ওয়ার্ড় যাতাযত ধর্মীয় ভাবগাম্বী মধ্যে দিয়া ঈদুল ফিতরের নামাজ আদায়

    মোঃ হোসেন সুমনঃ- কক্সবাজার উপজেলা প্রতিনিধি,

    কক্সবাজার কলাতলী চন্দিমা মাঠ ঝিলংজা ১নং ওয়ার্ড়ে যাতায়াত ধর্মীয় ভাবগাম্বী মধ্যে দিয়া ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লি। একমাস সিয়াম পালন করে আসলো ঈদুল ফিতর। সিয়াম পালনের মূল উদ্দেশ্য হলো আল্লাহুকে কাছে পাওয়া জন্য। আল্লাহুর নৈকট্য লাভের আশায়। তাই সারাবিশ্ব মুসলিম নারী পুরুষ সবাই সিয়াম পালন করেন।ঈদ মানি হলো ধনী গরীব ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এক সাথে খুশি করা।

    এবং দুঃখ কষ্ট হানাহানি ভুলে একে অপরের সাথে মিলিত হওয়া। ও ঈদের দিন রোজা রাখা হারাম, ঈদেরদিন নতুন কাপড় পড়া সুন্নত ঈদেরদিন নামাজে যাওয়া সময় মিষ্টি জাতি খাবার খাওয়া ও সুন্নাত।

  • কক্সবাজার জেলা বাসী কে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছে জানিয়েছে কক্সবাজার দক্ষিণ আদর্শ গ্রামের সমাজের সাধারন সম্পাদক

    কক্সবাজার জেলা বাসী কে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছে জানিয়েছে কক্সবাজার দক্ষিণ আদর্শ গ্রামের সমাজের সাধারন সম্পাদক

    কক্সবাজার উপজেলা প্রতিনিধি মোঃ হোসেন (সুমন),

    কক্সবাজার জেলাবাসী কে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন,কক্সবাজার আদর্শ গ্রাম সমাজের সাধারন সম্পাদক খাইরুল ইসলাম সোহেল।

    তিনি বলেন,
    ব্যক্তি জীবনকে সুন্দর, পরিশুদ্ধ ও সংযমী করে গড়ার লক্ষ্যে মু’মিন মুসলমানদের মাসব্যাপী সিয়াম সাধনার পর অনাবিল আনন্দের বার্তা নিয়ে ঈদুল ফিতর সমাগত।

    বিশ্ব মুসলিমের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। উৎসব মানুষের আনন্দময় স্বত্তার জাগরণ ঘটায়। তার আত্মাকে মিলনের বোধে উদ্দীপ্ত করে। ঈদ মুসলমানদের জীবনে আল্লাহ তা’আলার এক অমূল্য নিয়ামত। ঈদুল ফিতরের উৎসব সমাজের সকল ভেদাভেদ ও সীমানা অতিক্রম করে মানুষে মানুষে মহামিলন ঘটায়। সৃষ্টি করে পরষ্পরের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছাবোধ।

    ধনী-গরিব, উঁচু-নীচুনির্বিশেষে সকল মানুষকে নিবিড় ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে। হানাহানি, হিংসা, বিদ্বেষ এবং তিক্ততার গ্লানি থেকে মানুষের মনকে এক অনাবিল স্বর্গীয় শান্তি ও সম্প্রীতির বোধে উদ্দীপ্ত করে ঈদুল ফিতরের উৎসব।
    পবিত্র এই উৎসবের দিনে প্রতিটি মুসলমান নর-নারী সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ হয়ে আনন্দকে একত্রে উপভোগ করতে হবে।

    ঈদুল ফিতর নির্মল আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিয়ে একটি গুরুত্বপূর্ণ মর্মবাণী মানবজাতির কাছে পৌছে যায় তা হচ্ছে ‘সকলের তরে সকলে আমরা,এই মর্মবাণী মানসিক কদর্য, অন্যায়, অবিচার ও নিষ্ঠুর সামাজিক অসাম্যকে অতিক্রম করে এক নিবিড় ভ্রাতৃত্ববোধের প্রেরণা জাগায়। আর এই প্রেরণায় উদ্দীপ্ত হয়ে সমাজের অপেক্ষাকৃত দরিদ্র, অবহেলিত ও বঞ্চিত মানুষের প্রতি সাহায্য ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়া মুসলমান হিসাবে আমাদের কর্তব্য। চাঁদাবাজীর জুলুম, সন্ত্রাস-সহিংসতা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সত্ত্বেও ঈদ আমাদের জাতীয় জীবনে সংস্কৃতির দ্যোতক, আবহমান কাল থেকে শুভেচ্ছা ও আনন্দের আদান-প্রদান।

    ঈদুল ফিতরের দিনে আমি আল্লাহর দরবারে মোনাজাত করবো কক্সবাজারজেলা বাসীসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ,শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির।

    শুভেচ্ছা
    খাইরুল ইসলাম সোহেল
    কক্সবাজার ঝিলংজা ১নং ওয়ার্ড় এর বর্তমান সাধারণ সম্পাদক আদর্শ গ্রাম সমাজ।

  • কক্সবাজার জেলার সদর থানাধীন ভারুয়াখালী এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ০২ টি দেশীয় অস্ত্র, ০৫ টি রামদা ও ০২ টি ছোরাসহ দুইজন গ্রেফতার করা হয়েছে

    কক্সবাজার জেলার সদর থানাধীন ভারুয়াখালী এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ০২ টি দেশীয় অস্ত্র, ০৫ টি রামদা ও ০২ টি ছোরাসহ দুইজন গ্রেফতার করা হয়েছে

    মোঃ হোসেন সুমন -কক্সবাজার উপজেলা প্রতিনিধি,

    র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার সদর থানাধীন ভারুয়াখালী ইউপিস্থ ০৯ নং ওয়ার্ডের উল্টাখালী এলাকার একটি বসতঘরে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য মজুদ করতঃ বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ০২/০৪/২০২২ খ্রিঃ আনুমানিক ০০.৪০ ঘটিকায় উক্ত স্থানে পৌঁছে ১। লাল মিয়া (৫৫), পিতা-মৃত এজার মিয়া, ২। মোহাম্মদ কলিম উল্লাহ (২৩),পিতা-লাল মিয়া, মাতা-মিনু আরা বেগম, উভয় সাং-উল্টাখালী, ০৯ নং ওয়ার্ড, ইউপি-ভারুয়াখালী, থানা-সদর, জেলা-কক্সবাজার আটক করে।

    ঐ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ০১ নং আসামীর শয়ন কক্ষের খাটের নিচ হতে ০২ টি ওয়ানশুটারগান, ০৫ টি রামদা ও ০২ টি ছোরা উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

  • কক্সবাজার জেলাবাসী কে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছে জানিয়েছে কক্সবাজার পূর্ব কলাতলী আদর্শ সমাজ কমিটি

    কক্সবাজার জেলাবাসী কে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছে জানিয়েছে কক্সবাজার পূর্ব কলাতলী আদর্শ সমাজ কমিটি

    মোঃহোসেন সুমন:-কক্সবাজার উপজেলা প্রতিনিধি,

    কক্সবাজার জেলাবাসী কে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন,কক্সবাজার পূর্ব কলাতলী আদর্শ সমাজ কমিটির সভাপতি সৈয়দ আলম ও সাধারণ সম্পাদক এখলাছ চৌধুরী।

    তারা বলেন,
    ব্যক্তি জীবনকে সুন্দর, পরিশুদ্ধ ও সংযমী করে গড়ার লক্ষ্যে মু’মিন মুসলমানদের মাসব্যাপী সিয়াম সাধনার পর অনাবিল আনন্দের বার্তা নিয়ে ঈদুল ফিতর সমাগত।

    বিশ্ব মুসলিমের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। উৎসব মানুষের আনন্দময় স্বত্তার জাগরণ ঘটায়। তার আত্মাকে মিলনের বোধে উদ্দীপ্ত করে। ঈদ মুসলমানদের জীবনে আল্লাহ তা’আলার এক অমূল্য নিয়ামত। ঈদুল ফিতরের উৎসব সমাজের সকল ভেদাভেদ ও সীমানা অতিক্রম করে মানুষে মানুষে মহামিলন ঘটায়। সৃষ্টি করে পরষ্পরের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছাবোধ।

    ধনী-গরিব, উঁচু-নীচুনির্বিশেষে সকল মানুষকে নিবিড় ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে। হানাহানি, হিংসা, বিদ্বেষ এবং তিক্ততার গ্লানি থেকে মানুষের মনকে এক অনাবিল স্বর্গীয় শান্তি ও সম্প্রীতির বোধে উদ্দীপ্ত করে ঈদুল ফিতরের উৎসব।
    পবিত্র এই উৎসবের দিনে প্রতিটি মুসলমান নর-নারী সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ হয়ে আনন্দকে একত্রে উপভোগ করতে হবে।

    ঈদুল ফিতর নির্মল আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিয়ে একটি গুরুত্বপূর্ণ মর্মবাণী মানবজাতির কাছে পৌছে যায় তা হচ্ছে ‘সকলের তরে সকলে আমরা,এই মর্মবাণী মানসিক কদর্য, অন্যায়, অবিচার ও নিষ্ঠুর সামাজিক অসাম্যকে অতিক্রম করে এক নিবিড় ভ্রাতৃত্ববোধের প্রেরণা জাগায়। আর এই প্রেরণায় উদ্দীপ্ত হয়ে সমাজের অপেক্ষাকৃত দরিদ্র, অবহেলিত ও বঞ্চিত মানুষের প্রতি সাহায্য ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়া মুসলমান হিসাবে আমাদের কর্তব্য। চাঁদাবাজীর জুলুম, সন্ত্রাস-সহিংসতা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সত্ত্বেও ঈদ আমাদের জাতীয় জীবনে সংস্কৃতির দ্যোতক, আবহমান কাল থেকে শুভেচ্ছা ও আনন্দের আদান-প্রদান।

    ঈদুল ফিতরের দিনে আমি আল্লাহর দরবারে মোনাজাত করবো কক্সবাজারজেলা বাসীসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ,শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির।

    শুভেচ্ছা
    সভাপতি সৈয়দ আলম ও সাধারণ সম্পাদক এখলাছ চৌধুরী
    কক্সবাজার ঝিলংজা ১নং ওয়ার্ড় এর বর্তমান পূর্ব কলাতলী আদর্শ সমাজ পরিচালনা কমিটি।

  • কক্সবাজার জেলা ঈদগা ময়দানে ধর্মপ্রাণ মুসল্লী ঈদের নামাজ আদায় করবেন

    কক্সবাজার জেলা ঈদগা ময়দানে ধর্মপ্রাণ মুসল্লী ঈদের নামাজ আদায় করবেন

    কক্সবাজার প্রতিনিধি,

    কক্সবাজার সদরে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে কক্সবাজার ঈদগা ময়দানে সকাল ৯টার সময়। ধর্মপ্রাণ মুসল্লির সঙ্গে কক্সবাজার সংসদ সদস্য ঈদের নামাজ আদায় করবেন। আর করবে জেলা দায়িত্বরত কূটনীতিক বিন্দু, জেলা বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন দলের নেতৃবৃন্দ ।

    সরকারি উচ্চতর কর্মকর্তা এবং কক্সবাজার পৌরসভার মেয়রে সাথে তাকবে কাউন্সিলরাম। কক্সবাজার শহরে এই ঈদগা ময়দান হলো সবচেয়ে বড় ময়দান,

  • কক্সবাজার সদর ইসলামাবাদ নোংগর ঝিলংজা ১নং ওয়াড়ে পাহাড় কেটে অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণ করার অভিযোগ উটেছে

    কক্সবাজার সদর ইসলামাবাদ নোংগর ঝিলংজা ১নং ওয়াড়ে পাহাড় কেটে অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণ করার অভিযোগ উটেছে

    মোঃহোসেন (সুমন)কক্সবাজার সদর উপজেলা প্রতিনিধি।

    আনোয়ার নামের একব্যক্তি লম্বা ২০০ফুট পাহাড় কেটে অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণ করতেছে। এই জমিটি দখল ও বন বিভাগের সরকারি গাছ পালা কেটে বহুতল ভবন নির্মাণ কাজ চলতেছে দিনরাত চব্বিশ ঘণ্টা ধরে। জমিটি সরকারি খাস জায়গা। সর জমিনে দেখা গেলো । পাহার কাটা কাজও চলতেছে বহুতল ভবন নির্মাণের কাজ। বাড়ির কোন লোকদের পাওয়া যায়নি। নির্মাণ শ্রমিকদের কাজ থেকে বৈধ কাগজ পএ কথা জানতে চাইলে কোন সঠিক উত্তর দিতে পারে নাই।এই ধরনের পাহাড় কেটে ফেলে কক্সবাজার এলাকা গুলি সুন্দর নষ্ট হয়ে যাবে এবং সরকারি বন বিভাগের গাছ কেটে ফেলে বনের সুন্দর নষ্ট হয়ে যাবে। কক্সবাজার পাহাড় ও বন বিভাগ ক্ষতির মুখে। তাই কক্সবাজার সদরে পাহাড় ওবন দখল বাজের হাত থেকে বাঁচাতে হবে অতী জরুরী। কক্সবাজার উন্নয়ন কৃতক পক্ষ, বন বিভাগ, পরিবেশ অদি দপ্তর,এবং জেলা প্রশাসকের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি।।

  • কক্সবাজার চন্দিমা মাঠ ঝিলংজা ১নংওয়ার্ড়ে ঈদের ফিতরে নামাজ মঙ্গলবার

    কক্সবাজার চন্দিমা মাঠ ঝিলংজা ১নংওয়ার্ড়ে ঈদের ফিতরে নামাজ মঙ্গলবার

    কক্সবাজার উপজেলা প্রতিনিধি মোঃহোসেন (সুমন)

    কক্সবাজার চন্দিমা মাঠ ঝিলংজা ১নংওয়ার্ড়ে ঈদের ফিতরে নামাজ আদয় করবেন বায়তুল নুর ইসলামিয়া জামে মসজিদে এই মসজিদে আর নামাজ পড়বেন এলাকার সমাজের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ আর এলাকার জন সাধারন মানুষের তাই এই মসজিদে ঈদের নামাজ পড়ার জন্য সুন্দর ব্যবহার করা হয়েছে। একও সময়ে পাশে এলাকা দক্ষিণ আদর্শ গ্রাম মসজিদে ঈদের নামাজ পড়া হবে।এইখানে সকল মুসলিম নারী পুরুষ এবং জাতির উদ্দেশ্যে দোয়া মুনাজাত করা হবে।

  • কক্সবাজার সুগন্ধ বীচ এর রাস্তার মাথা ২০/৩০টাকা চা বলিয়া টুরিস্ট ও এলাকার মানুষকে হয়রানির অভিযোগ

    কক্সবাজার সুগন্ধ বীচ এর রাস্তার মাথা ২০/৩০টাকা চা বলিয়া টুরিস্ট ও এলাকার মানুষকে হয়রানির অভিযোগ

    সমন কক্সবাজার।

    কক্সবাজার সুগন্ধ বীচ এর রাস্তার মাথা ২০/৩০টাকা চা বলিয়া টুরিস্ট ও এলাকার মানুষকে হয়রানি করতেছে সুগন্ধা বীচে কিছু চা বিক্রেতা। তাই এই দোকান গুলিকে সরে জমি এসে তদারকি করতে হবে।টুরিস্ট হয়রানি বন্ধ করতে হবে।সবাই দৃষ্টি আকর্ষণ করতেছি। কথিত কিছু লোক টাকা খেয়ে সুগন্ধা রাস্তার মাথাই এই দোকান গুলি বসাই দেওয়া হয়। তাই এই দোকানের জন্য মানুষ এর হাঁটা চলা কষ্ট হয়।ভ্রাম্যমান দোকানের জন্য বীচে সুন্দর নষ্ট হয়ে যাচ্ছে। অতীত জরুরী ভাবেই এই দোকান বসা বন্ধ করতে হবে। ভ্রাম্যমান দোকান বসার কোন অনুমতি নাই। তা শর্তেও দোকান গুলি বসে।কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ , জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর,বীজ ম্যানেজমেন্ট কমিটি, বীচ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি।