Category: ঘুমধুম

  • নাইক্ষ‍্যংছড়ির ঘুমধুম থেকে ৯৪ ক‍্যান বিদেশী বিয়ার উদ্ধার

    নাইক্ষ‍্যংছড়ির ঘুমধুম থেকে ৯৪ ক‍্যান বিদেশী বিয়ার উদ্ধার

    মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি:

    নাইক্ষ‍্যংছড়ি ঘুমধুম তদন্ত পুলিশ ফাড়ি কর্তৃক ঘুমধুম ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ডের আজুখাইয়া এলাকা হতে মালিক বিহীন ৯৪ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করেছে পুলিশ।
    শুক্রবার রাত ১২ টা ৩০ মিনিটে সময় গোপন সংবাদের ভিত্তিতে মালিক বিহীন অবস্থায় বেদেশী তৈরি উক্ত বিয়ার গুলো উদ্ধার করা হয়েছে।
    এ বিষয়ে নাইক্ষ‍্যংছড়ি থানা অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মাদকের বিরুদ্ধে পুলিশের ব‍্যাপক তৎপরতা অব্যাহত আছে।

  • নাইক্ষ‍্যংছড়ির তমব্রুতে বিজিবির মহা পরিচালক মেজর জেনারেল নাজমুল হাসান

    নাইক্ষ‍্যংছড়ির তমব্রুতে বিজিবির মহা পরিচালক মেজর জেনারেল নাজমুল হাসান

    মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি:

    নাইক্ষ্যংছড়ি উপজেলার আওতাধীন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনস্হ তুমব্রু বিওপির দায়িত্ব পূর্ণ তুমব্রু কোনার পাড়া শূন্য লাইনস্হ রোহিঙ্গ্যা শিবির ও তুমব্রু বিওপি পরিদর্শ করেছেন বিজিবির মহা পরিচালক।

    বৃহস্পতিবার ১টা থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত বিজিবির নবনিযুক্ত মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান NDC, PSC, নাইক্ষ্যংছড়ি জোনের আওতাধীন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনস্থ তুমব্রু বিওপি এবং তুমব্রু বিওপির দায়িত্ব পূর্ণ এলাকা সীমান্ত পিলার ৩৪-৩৫ এর মধ্যবর্তী স্থান তুমব্রু কোনারপাড়া রোহিঙ্গ্যা শিবির ক্যাম্প পরিদর্শন করেন।

    গত ১৮/০১/২৩ ইং জাতিগত সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ARSA এবং RSO গ্রুপের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘর্ষের পরবর্তীতে অগ্নিসংযোগের ফলে উক্ত রোহিঙ্গ্যা শিবিরটি সম্পূর্ণ পুড়ে যায়।
    পরিদর্শনকালে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেঃকর্ণেল মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ, তুমব্রু বিওপিতে কোনার পাড়া রোহিঙ্গ্যা ক্যাম্প ও চলমান পরিস্থিতি সম্পর্কে ব্রিফ প্রদান করেন।
    পরে মহাপরিচালক তুমব্রু বিওপি’র সৈনিক লাইন,ডিউটি পোস্ট পরিদর্শন করেন এবং তুমব্রু বিওপিতে সঙ্গীয় অফিসার এবং সৈনিকদের সাথে দুপুরের মধ্যাহ্ন ভোজে অংশ নেন।
    পরিদর্শনশেষে বিজিবির মহাপরিচালক ঘুমধুম সড়ক হয়ে রামু সেক্টর এর উদ্দেশ্য রওনা করেন বলে সুত্রে জানা যায়।
    উক্ত পরিদর্শনকালে উপস্থিত ছিলেনঃ কক্সবাজার রিজিয়ন কমান্ডার, রামু সেক্টর কমান্ডার ও ঢাকা থেকে আসা অন্যান্য অফিসার গণ।

  • নাইক্ষ‍্যংছড়ির বাইশফাড়িতে ১০০লিটার চুলায় মদ উদ্ধার

    নাইক্ষ‍্যংছড়ির বাইশফাড়িতে ১০০লিটার চুলায় মদ উদ্ধার

    মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি:

    নাইক্ষ‍্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের কক্সবাজার ৩৪ বিজিবির বাইশফাড়ি বিওপি কর্তৃক দায়িত্ব পূর্ণ মক্করটিলা এলাকা হতে মালিক বিহীন জারকিন ভর্তি আনুমানিক ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে শুক্রবার বিকেল ৪টা ২৫মিনিটের সময়।
    ধারনা করা হচ্ছে স্থানীয়ভাবে তৈরি উক্ত চুলায় মদ গুলো পাশ্ববর্তী কক্সবাজার জেলার কোন এক জায়গাই পাচার করার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ফেলে রেখে গা ঢাকা দেয় চোরাকারবারিরা।

  • অবৈধ কাঠ পোড়ানোর দাযে নাইক্ষ্যংছড়ি দুই ইটভাটায় ১ লক্ষ টাকা জরিমানা

    অবৈধ কাঠ পোড়ানোর দাযে নাইক্ষ্যংছড়ি দুই ইটভাটায় ১ লক্ষ টাকা জরিমানা

    কপিল উদ্দিন জয় বান্দরবান জেলা প্রতিনিধি,

    নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বিবিএম ব্রিকস ও এইচকেবি ব্রিকস নামের দুই
    ইট ভাটায় অভিযান পরিচালন
    করে
    ৫০,হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
    রবিবার -২২ জানুযারি
    উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা দুপুর ২:৩০টার সময় ইটভাটা দুটিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন। দুই
    ইট ভাটায় জ্বালানি কাঠ পোড়ানোর অপরাধে এই জরিমানা আদায় করা হয়। বিবিএম ব্রিকসের মালিক ফরিদ আহমেদ (৪৭) এবং এইচকেবি ব্রিকসের মালিক হায়দার আলী (৪৫) এর কাছ থেকে এই জরিমানা আদায় করা হয়।

    এই সময় উপজেলা নির্বাহী অফিসার জানান, টেকসই উন্নয়নের জন্য পরিবেশ সুরক্ষা অপরিহার্য। ইট ভাটায় জ্বালানী কাঠ পোড়ানো এবং পাহাড়ের মাটি ব্যবহার করার দণ্ডনীয় অপরাধ। আজকের অভিযান সকলের কাছে বার্তা পৌঁছে দেয়ার প্রয়াস মাত্র, ভবিষ্যতে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।

  • নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিদেশি ১২৯০০ প‍্যাকেট সিগারেট আটক

    নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিদেশি ১২৯০০ প‍্যাকেট সিগারেট আটক

    কপিল উদ্দিন জয় বান্দরবান জেলা প্রতিনিধিঃ

    বিজিবি কর্তৃক মালিক বিহীন বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়েছে।

    বৃহস্পতিবার ভোর ৫টার সময় কক্সবাজার ৩৪ বিজিবির অধীনস্থ রেজুআমতলী বিওপি কর্তৃক নাইক্ষ‍্যংছড়ির ঘুমধুম ইউনিয়নে মগঘাটা নামক এলাকার একটি রাবার বাগানে অন্যত্র পাচার করার জন্য গোপনে রাখা অবস্থায় মালিকবিহীন নিম্নোক্ত বিভিন্ন প্রকার বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার করে বলে জানাগেছে ।
    উদ্ধারকৃত বিভিন্ন প্রকার সিগারেটের এর মধ্যে রয়েছে
    ৪৫০০ প্যাঃ বার্মিজ তৈরি Mond,
    ৪৫০০ প্যাঃ বার্মিজ SO
    ৩৯০০ প্যাঃ বার্মিজ ORIS সহ মোট ১২৯০০ প‍্যাকেট সিগারেট।
    উদ্ধারকৃত বার্মিজ সিগারেট গুলো ধ্বংসের জন্য কক্সবাজার ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
    উল্লেখ্য নাইক্ষ‍্যংছড়ি- মিয়ানমার সীমান্ত এলাকার কিছু দুর্গম জায়গা দিয়ে স্থানীয় চোরাকারবারীরা রাতের আঁধারে সময় সুযোগ বুঝে স্থানীয় প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে রাজস্ব বিহীন অবৈধ সিগারেট বাংলাদেশের অভ্যন্তরে এনে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিয়ে অধিক মুনাফা লাভের জন্য বেপরোয়া হয়ে উঠেছে বলে জানা গেছে।

  • ঘুমধুম ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে একাধিক মামলায় জড়িতরা পদ প্রত্যাশী।

    ঘুমধুম ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে একাধিক মামলায় জড়িতরা পদ প্রত্যাশী।

    নিজস্ব প্রতিবেদক:

    আগামী ১০ নভেম্বর নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

    কাউন্সিলকে কেন্দ্র করে তৃণমূলের নেতা-কর্মিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দিপনা পরিলক্ষিত হচ্ছে। এদিকে আহ্বায়ক কমিটি কর্তৃক দেওয়া হয়েছে প্রচারনার জন্য বেশ কিছু নির্দেশনা।

    সম্মেলনে সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক পদে বিগত ৫ তারিখ ফরম সংগ্রহ করেছেন ৪জন সভাপতি , ৫ জন সাধারন সম্পাদক পদে এবং সাংগঠনিক সম্পাদক পদে ২জন প্রার্থী।

    গত ৬ নভেম্বর ফরম জমা দেন সকল মনোনয়ন সংগ্রহকারীরা এবং সম্মেলন প্রস্তুতি কমিটি যাচাই-বাছাই করে সকলের  মনোনয়ন ফরম বৈধ ঘোষনা করেন এবং প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন।

    আগামী জাতীয় নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ত্রি-বার্ষিক কাউন্সিলে মাদক ও চোরাকারবারী কাউকে নির্বাচিত না করে স্বচ্ছ এবং সংগঠনকে আরো এগিয়ে নিতে যারা ভূমিকা রাখতে পারবে তাদেরকেই গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় কাউন্সিলররা।

    তবে কাউন্সিলর, প্রার্থী এবং নেতাকর্মীদের অভিযোগ, প্রার্থীদের মাঝে অনেকে রয়েছে যাদের একের অধিক মাদক ও চোরাকারবার মামলার আসামি।

    সভাপতি প্রার্থী খালেদ সরোয়ার হারেচের (প্রতীক চেয়ার) দুইটি মামলা রয়েছে, যার মধ্যে বিশেষ ক্ষমতা আইনে নাইক্ষ্যংছড়ি থানাতে একটি  মামলা (জি আর নং-১৩৭/১২, তারিখ ২১/০৫/২০১২) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উখিয়া থানায় অপর একটি ইয়াবার মামলা ছিল (জি আর নং-৪৪২/২০,  তারিখ ২০/০৯/২০২০

    অপর সভাপতি প্রার্থী আব্দুর রশিদ (প্রতিক ছাতা) এর নাইক্ষ্যংছড়ি থানায় মাদক আইনে একটি ইয়াবার মামলা রয়েছে (জি আর নং-৩২০/১৬, তারিখ ১৬/১১/১৬)।

    এছাড়া সাংগঠনিক সম্পাদক  প্রার্থী কবির আহমদের (প্রতীক গোলাপ ফুল) নাইক্ষ্যংছড়ি থানায় এবং কক্সবাজার থানায় দণ্ডবিধি-১৮৬০এ দুইটি মামলা রয়েছে।

    ত্রি-বার্ষিক সম্মেলনের প্রার্থীরা নিজেদের প্রতীক নিয়ে  ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের কাউন্সিলরদের কাছে দোয়া ও ভোট চেয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

    এদিকে সরজমিনে গিয়ে  প্রার্থীদের সাথে সম্মেলনের বিষয়ে জানতে চাইলে সভাপতি প্রার্থী ওসমান সরওয়ার জানান, সম্মেলনে কাউন্সিলররা মাদক ব্যবসার  সাথে জড়িত কাউকে নির্বাচিত করবেন না বলে আশাবাদী।

    অপর সভাপতি প্রার্থী খালেদ সরওয়ার হারেচ বলেন, তার জানা মতে যারা মনোনয়ন দিয়েছেন তাদের মধ্যে মাদক সংশ্লিষ্ট কেউ নাই, রোহিঙ্গাদের মাধ্যমে মাদক কারবারে আমাদের এলাকা ব্যবহার হচ্ছে।   জেলা নেতৃবৃন্দ, মাননীয় পার্বত্য মন্ত্রী এবং কাউন্সিলররা যেটা সিদ্ধান্ত দেন তিনি মেনে নেবেন।

    ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান এবং সভাপতি প্রার্থী এ.কে.এম জাহাঙ্গীর আজিজ জানান, ভৌগোলিকভাবে আমাদের ইউনিয়নটি খুবই স্পর্শকাতর এবং সীমান্তবর্তী এলাকা এখানে    ক্লিন ইমেজের যোগ্য-দক্ষ নেতৃত্বের বিকল্প নেই। সম্মেলনে কাউন্সিলর এবং জেলা-উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেটা মাথায় রেখে নেতৃত্ব নির্বাচন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

    সাধারণ সম্পাদক পদপ্রার্থী নুর হোসেন জানান, যদি কাউন্সিলররা তাকে যোগ্য মনে করেন, তবে তাকে জয়যুক্ত করবেন বলে আশাবাদী।

    সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মোঃ ফরিদ মাদক মুক্ত নেতৃত্ব গঠনের জন্য কাউন্সিলরদের আহবান জানান।

    স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীদের সাথে কথা বলে জানা যায়, তারা বঙ্গবন্ধুর আদর্শের নেতৃত্ব আওয়ামী লীগে দেখতে চায়, দীর্ঘদিন ধরে নাইক্ষ্যংছড়ি উপজেলাতে বিতর্কিত ও সুবিধাবাদীরা আওয়ামী লীগের কমিটির নেতৃত্বে আছেন। আসন্ন সম্মেলনে তারা আশাবাদী সঠিক নেতৃত্ব নির্বাচন করবে নীতি নির্ধারকেরা, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করবে।

    এদিকে প্রার্থীদের মধ্যে সভাপতি পদে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে সাবেক সভাপতি খালেদ সরওয়ার হারেচ এবং বর্তমান চেয়ারম্যান এ.কে.এম জাহাঙ্গীর আজিজজের মধ্যে। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিপক্ষে নির্বাচন করা সহ বিভিন্ন বিতর্কিত কর্মকান্ড এবং মাদককারবারে সংশ্লিষ্টতা থাকায় খালেদ সরওয়ার হারেচকে কাউন্সিলর এবং নীতি নির্ধারকেরা নেতৃত্বে না আনার সম্ভাবনা রয়েছে।  এক্ষেত্রে জাহাঙ্গীর আজিজ এগিয়ে থাকবেন। আর সাধারণ সম্পাদক পদেও নতুন মুখ আসার জোর সম্ভাবনা রয়েছে।

  • ঘুমধুম হাইস্কুল কেন্দ্র এসএসসি পরীক্ষার্থীদের উখিয়া কুতুপালং কেন্দ্রে বাসে করে আনা হলো

    ঘুমধুম হাইস্কুল কেন্দ্র এসএসসি পরীক্ষার্থীদের উখিয়া কুতুপালং কেন্দ্রে বাসে করে আনা হলো

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ,উখিয়া।

    পার্বত্য চট্টগ্রামের বান্দরবান
    নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এসএসসি পরীক্ষার্থীদের বাসে করে উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করেছে পুলিশ ও ছাত্রলীগ। অদ্য ১৭ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ শনিবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম উচ্চবিদ্যালয়ের মাঠে শনিবার সকাল ৭ ঘটিকার দিকে কয়েক শত এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা জড়ো হয়।

    উদ্দেশ্য, সেখান থেকে ১৭ কিলোমিটার দূরে পাশের জেলা কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং উচ্চবিদ্যালয় কেন্দ্রে যাওয়া। কারণ, ঘুমধুমের তুমব্রু সীমান্তের বিপরীতে মিয়ানমারের রাখাইন রাজ্যের পাহাড়ে দেশটির নিরাপত্তা বাহিনী বেপরোয়া গুলিবর্ষণ, আর্টিলারি ও মর্টার সেল নিক্ষেপ করছে, যার কিছু এসে পড়ছে বাংলাদেশ ভূখণ্ডে। গোলা এসে পড়ার ঘটনায় গতকাল শুক্রবার রাতে শূন্যরেখার আশ্রয়শিবিরের মোহাম্মদ ইকবাল নামের এক রোহিঙ্গা কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে ৫ পাঁচজন। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় ঘুমধুম উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্রটি সরিয়ে উখিয়ায় স্থানান্তর করা হয়েছে।

    ঘুমধুম কেন্দ্রের এসএসসি পরীক্ষার্থীদের উখিয়ার কেন্দ্রে পৌঁছে দিতে একাধিক বাসের ব্যবস্থা করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ। এ ছাড়া কক্সবাজার জেলা পুলিশ দুটি বাস ও স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অন্যান্য যানবাহন করে শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। বাসগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপত্তা দিয়ে কেন্দ্র পর্যন্ত পৌঁছে দিয়েছে উখিয়া থানার পুলিশ। ঘুমধুম থেকে কুতুপালং কেন্দ্রে পৌঁছাতে বাসের সময় লাগে ৩৩০ থেকে ৩৫ মিনিট।

  • জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২২ আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন

    জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২২ আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন

    এডমিন প্রকাশক

    পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউনিয়নের রেজু গর্জনবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে কেয়ার বাংলাদেশ- GRAUS গ্রাউস ও Save The Children কর্তৃক আয়োজিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়।

    বৃহস্পতিবার ১০ মার্চ ২০২২ খ্রিঃ বিকাল ২ ঘটিকার দিকে কেয়ার বাংলাদেশ, GRAUS ও সেইভ দ্যা চিল্ড্রেন কর্তৃক এ আয়োজন করা হয়। উক্ত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২২ উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও সেইভ দ্যা চিল্ড্রেন প্রকল্প কর্মকর্তা দুর্যোগ ও জরুরি শিক্ষা কার্যক্রম অফিসার জনাব মোঃ ফারুক হোসাইন, সেইভ দ্যা চিল্ড্রেন প্রকল্প কর্মকর্তা- ইঞ্জিনিয়ার জনাব রেদওয়ান আহমাদ, অত্র রেজু গর্জনবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এবং উখিয়া ভয়েস২৪ ডটকম এর পরিচালক জনাব মোঃ ছৈয়দ হামজা সাহেব, এনজিও GRAUS ফিল্ড সুপারভাইজার জনাবা জান্নাতুল ফেরদৌস, জনাবা, মেহেরুন্নেছা,

    অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীদের মধ্যে উপস্থিত ছিলেন, পারভীন আক্তার, উকচাইন চাকমা প্রমুখসহ স্কুল সভাপতি ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    উক্ত আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের পুরষ্কার বিতরণ করেন এবং প্রধান শিক্ষকের সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

  • কেয়ার বাংলাদেশ কর্তৃক আয়োজিত কমিউনিটি স্বেচ্ছাসেবকদের দুর্যোগ প্রস্তুতি বিষয়ক প্রশিক্ষণ ও স্কুল পরিদর্শন সম্পন্ন

    কেয়ার বাংলাদেশ কর্তৃক আয়োজিত কমিউনিটি স্বেচ্ছাসেবকদের দুর্যোগ প্রস্তুতি বিষয়ক প্রশিক্ষণ ও স্কুল পরিদর্শন সম্পন্ন

    এইচ এম শাহাব উদ্দিন তাওহীদ, প্রকাশক।

    পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউনিয়নের রেজু গর্জনবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে অদ্য ৮ মার্চ ২০২২ খ্রিঃ মঙ্গলবার সকাল ১০.৩০ ঘটিকার দিকে কেয়ার বাংলাদেশ, GRAUS ও সেইভ দ্যা চিল্ড্রেন কর্তৃক আয়োজিত ২দিন ব্যাপী কমিউনিটি স্বেচ্ছাসেবকদের দুর্যোগ প্রস্তুতি, জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ ও স্কুল পরিদর্শন সম্পন্ন করা হয়।

    উক্ত কমিউনিটি স্বেচ্ছাসেবকদের দুর্যোগ প্রস্তুতি, জেন্ডার বিষয়ক প্রশিক্ষণের সমাপনী দিন ও স্কুল পরিদর্শনে উপস্থিত ছিলেন পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষা অফিসার জনাব ত্রিরতন চাকমা, এনজিও সেইভ দ্যা চিল্ড্রেন প্রকল্প কর্মকর্তা দুর্যোগ ও জরুরি শিক্ষা কার্যক্রম অফিসার জনাব মোঃ ফারুক হোসাইন, সেইভ দ্যা চিল্ড্রেন প্রকল্প কর্মকর্তা- ইঞ্জিনিয়ার
    জনাব রেদওয়ান আহমাদ, এনজিও GRAUS ফিল্ড সুপারভাইজার জনাবা জান্নাতুল ফেরদৌস, জনাবা, মেহেরুন্নেছা,

    অত্র শিক্ষা প্রতিষ্ঠান রেজু গর্জনবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান  শিক্ষক ও UkhiyaVoice24.Com এর সম্পাদক জনাব মোঃ ছৈয়দ হামজা, সিরাজুল হক, পারভীন আক্তার, উকচাইন চাকমা প্রমুখ সহ স্কুল সভাপতি ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম শুভ জন্মদিনে করোনা টিকা দেয়া হচ্ছে- জাহাঙ্গীর আজিজ

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম শুভ জন্মদিনে করোনা টিকা দেয়া হচ্ছে- জাহাঙ্গীর আজিজ

    নিজস্ব প্রতিবেদক

    বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে ইউনিয়নের জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম শুভ জন্মদিন উপলক্ষে যারা কোভিড-১৯ করোনা টিকার রেজিষ্ট্রেশন করেছেন তারা টিকার কার্ড নিয়ে এবং যারা এখনো রেজিষ্ট্রেশন সম্পন্ন করেন নি তারা রেজিষ্ট্রেশন সম্পন্ন করে
    অদ্য ২৮ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ মঙ্গলবার সকাল ৮.৩০ ঘটিকা হইতে ঘুমধুম উচ্চ বিদ্যালয় ও ফাত্রাঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করোনার টিকা (কোভিড-১৯ ভ্যাকসিন) দেওয়া হচ্ছে।
    এবং পরবর্তী টিকা গ্রহণের সম্ভাব্য তারিখ আগামী ২৯ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ বুধবার, স্থানঃ বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

    “দেশ বাঁচাতে বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে সরকার, পরিবার বাঁচাতে টিকা নেওয়ার দায়িত্ব আপনার”

    জনস্বার্থেঃ
    এ.কে.এম জাহাঙ্গীর আজিজ, চেয়ারম্যান
    ৩নং ঘুমধুম ইউনিয়ন পরিষদ, নাইক্ষ্যংছড়ি বান্দরবান।