Category: চট্টগ্রাম

  • হাটহাজারীতে লাখো বক্তদের উপস্থিতিতে আমিরে হেফাজত আল্লামা আহমদ শফী(রহ.)এর জানাজা সম্পন্ন

    হাটহাজারীতে লাখো বক্তদের উপস্থিতিতে আমিরে হেফাজত আল্লামা আহমদ শফী(রহ.)এর জানাজা সম্পন্ন

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    চট্টগ্রামের হাটহাজারীতে লাখো বক্তদের উপস্থিতিতে আল্লামা আহমদ শফী (রহ.) এর জানাজা সম্পন্ন
    দেশের শীর্ষ কওমী আলেম ও হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীর নামাজে জানাজা লাখো বক্তদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। আজ শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২০ ইং দুপুর ২টা ১৩ মিনিটের দিকে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তার বড় ছেলে মাওলানা মোহাম্মদ ইউসুফ মাদানি।
    এর আগে দেশের শীর্ষ এই আলেমকে শেষ বিদায় জানাতে লাখো মানুষের ঢল নামে চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা অভিমুখে।

    শনিবার ভোর থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন লাখো ভক্ত-অনুসারীরা।
    জনতার ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় প্রশাসনকে। তাই জানাজায় যোগ দিতে আসা জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে হাটহাজারী বাস স্টেশন থেকে যানবাহন চলাচল বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
    জানাজা উপলক্ষে এলাকাজুড়ে বাড়ানো হয় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা।

    নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব ও পুলিশ বাহিনীর সদস্যদের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয় হাটহাজারী, পটিয়া, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িতে। এছাড়াও ৪ উপজেলায় দায়িত্ব পালন করেন ৭জন ম্যাজিস্ট্রেট।
    শনিবার সকাল ৯টার দিকে ঢাকা থেকে আল্লামা শফীর মরদেহ পৌঁছায় তার দীর্ঘদিনের কর্মস্থল হাটহাজারী মাদ্রাসায়। এরপর তার লাশ জনসাধারণের দেখার জন্য উম্মুক্ত করে দেওয়া হয়।
    শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশ বরেণ্য এই আলেম।
    শতবর্ষী আল্লামা আহমদ শফী দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত জটিলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

  • হাটহজারী মাদরাসার ছদরে মুহতামীমের ইন্তেকালে শোক প্রকাশ

    হাটহজারী মাদরাসার ছদরে মুহতামীমের ইন্তেকালে শোক প্রকাশ

    শোক বার্তা

     

    হাটহাজারী মাদরাসার ছদর
    মুহতামীম, বিখ্যাত আলেম ও বুজুর্গ হজরত আল্লামা শাহ আহমদ শফির ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। তার জীবনের ভালো কাজ সমূহ কবুল আর মান্জুর কামনা করে তার গুনাহ সমূহ মহান রব্বুল আলামীনের শাহী দরবারে ক্ষমা চাচ্ছি।

    তদুপরি মরহুমের শোক সন্তপ্ত পরিবার, সাগরিদ এবং ভক্তবৃন্দের সাথে সমবেদনা জ্ঞাপন করে ২০১৩ সালে হজরতের নেতৃত্বে নাস্তিক
    মুরতাদ,মুশরিকদের বিরুদ্ধে শতাব্দীকালের ৬ এপ্রিল ঐতিহাসিক ‘লংমার্চ’ এবং ৫ মে ‘ঢাকা অবরোধে’র কারণে বাংলার জমীন থেকে নাস্তিকদের অপতৎপরতা
    সিংহভাগ হ্রাস পাওয়ায় তার প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করছি; তার উল্লেখিত অবদান যা জাতীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। সাথে সাথে মরহুমের বিদেহী রুহের আত্মার মাগফিরাত কামনা করছি।

    শোকবার্তা প্রেরক
    আলমগীর ইসলামাবাদী
    যুগ্ম সম্পাদক
    বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলা।

  • শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীর ইন্তেকালে আল্লামা বাবুনগরীর গভীর শোক

    শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীর ইন্তেকালে আল্লামা বাবুনগরীর গভীর শোক

    আল্লামা বাবুনগরীরশোক বার্তা

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও দারুল উলুম হাটহাজারীর দীর্ঘদিনের মোহতামীম শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হাটহাজারী মাদরাসার স্বনামধন্য মুহাদ্দিস ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী।

    গতকাল ১৮ ই সেপ্টেম্বর শুক্রবার সন্ধায় সংবাদমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় আল্লামা বাবুনগরী বলেন- আল্লামা শাহ আহমদ শফী সাহেব হুজুর আমার উস্তাদ ও মুরুব্বি ছিলেন। হুজুরের ইন্তেকালে আমি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।

    আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন- আল্লামা আহমদ শফী সাহেব হুজুর তাঁর হায়াতে যে সকল দ্বীনি খিদমাত আঞ্জাম দিয়েছেন তা সকলের নিকট স্মরণীয় হয়ে থাকবে।

    আল্লামা জুনায়েদ বাবুনগরী মরহুমের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, মহান প্রভুর দরবারে আমি দুআ করি, আল্লাহ তাআলা তাঁর সকল দ্বীনি খেদমতকে কবুল করুন এবং ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন, আমিন।

  • আল্লামা শাহ্ আহমদ শফী’র ইন্তেকালে বায়তুশ শরফের পীর সাহেব আল্লামা আবদুল হাই নদভী’র গভীর শোক প্রকাশ

    আল্লামা শাহ্ আহমদ শফী’র ইন্তেকালে বায়তুশ শরফের পীর সাহেব আল্লামা আবদুল হাই নদভী’র গভীর শোক প্রকাশ

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    শোক বার্তা

     

    হাটহাজারী আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসা (হাটহাজারী মাদ্রাসা) এর মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে এক বিবৃতি প্রদান করেছেন বায়তুশ শরফের পীর সাহেব আল্লামা মোহাম্মদ আবদুল হাই নদভী (মু.জি.আ)।
    বিবৃতিতে পীর সাহেব বলেন, প্রতিথযশা বরেন্য আলেমদ্বীন আল্লামা শাহ আহমদ শফী (রাহঃ) কোরআন-হাদিসের শিক্ষা বিস্তার এবং দ্বীনের খেদমতে সারা জীবন ত্যাগ করেছেন। তিনি ছিলেন অত্যন্ত দূরদৃষ্টিসম্পন্ন একজন বিদগ্ধ আলেমেদ্বীন। দেশ-বিদেশ রয়েছে তাঁর বিশেষ সুনাম-খ্যাতি। প্রতিথযশা মুহাদ্দিস, মুফাসসির ও ফকিহ হিসেবে তাঁর পাণ্ডিত্যপূর্ণ, যৌক্তিকতায় ভরা পাঠদান ছিল শিক্ষার্থীদের কাছে অত্যন্ত প্রাণবন্ত। সুবক্তা, সুলেখকও ছাড়াও তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক। তাঁর সুযোগ্য নেতৃত্বেই কওমী সনদের সরকারী স্বীকৃতি আদায় ও সরকারী চাকুরীতে প্রবেশের অনুকূল পরিবেশ তৈরির মাধ্যমে কওমী শিক্ষার্থীদের সরকারের মূলস্রোতে অন্তর্ভূক্তির সুযোগ তৈরি হয়। পীর সাহেব বায়তুশ শরফ আরো বলেন, নাস্তিক ও কাদিয়ানীসহ ইসলাম বিদ্বেষী বিভিন্ন অপঃশক্তির অপতৎপরতা রোধে আল্লামা শাহ আহমদ শফী’র সংগ্রাম স্বর্ণাক্ষরে লিখা থাকবে। তিনি মহান রাব্বুল আ’লামিনের দরবারে মরহুমের মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারকে ছবরে জামিল ধারনের তৌফিক কামনা করেন।

  • আল্লামা শাহ্ আহমদ শফির ইন্তেকালে উখিয়া ভয়েস ২৪ কন্ঠ ডটকম পরিবারের গভির শোক প্রকাশ

    আল্লামা শাহ্ আহমদ শফির ইন্তেকালে উখিয়া ভয়েস ২৪ কন্ঠ ডটকম পরিবারের গভির শোক প্রকাশ


    আমীরে হেফাজত আল্লামা আহমদ শফীর ইন্তেকালেউখিয়া ভয়েস২৪কন্ঠ ডটকম পরিবারের গভির শোক প্রকাশ

    শুক্রবার সন্ধ্যায় তিনি রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা আলতাফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

    এর আগে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে ঢাকায় আনা হয়েছিল। এরপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে থাকা আল্লামা শফীকে এয়ার অ্যাম্বুলেন্সে শুক্রবার সন্ধ্যার আগে ঢাকায় এনে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।সন্ধা ৬.২০ মিনিটের সময় ইন্তেকাল করেন।

    উল্লেখ্য, প্রায় শতবর্ষী আল্লামা আহমদ শফী দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

  • আল্লামা শপি সাহেবকে মুহতামিম থেকে অব্যাহতি দিয়ে ছদরে মুহতামিম নিযুক্ত

    আল্লামা শপি সাহেবকে মুহতামিম থেকে অব্যাহতি দিয়ে ছদরে মুহতামিম নিযুক্ত

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    গতকাল শূরার চুড়ান্ত সিদ্ধান্ত!

    হাটহাজারী মাদরাসায় আনাস মাদানীর সোচ্ছাচারিতা এবং নিরীহ ছাত্রদের ওপর জুলুমের বিরুদ্ধে সৃষ্ট প্রতিবাদের ফলে গত বুধবার এবং বৃহস্পতিবার দুদফা মজলিশে শূরার বৈঠক থেকে নিম্ন সিদ্ধান্ত সমূহ গ্রহণ করা হয়।

    ১. মাওলানা আহমদ শফি সাহেব কে মুহতামিমের পদ থেকে অব্যাহতি দিয়ে সদরে মুহতামিম নিযুক্ত।

    ২. হাটহাজারী মাদরাসার পরবর্তী মুহতামিম নিযুক্ত না হওয়া পর্যন্ত মজলিশে শূরা পরিচালনার জিম্মাদারি পালন করবে।

    ৩. শফিপুত্র মাওলানা আনাস কে হাটহাজারী মাদরাসা থেকে স্থায়ীভাবে বহিষ্কার।

    ৪. আনাসের চামচা হিসেবে স্বীকৃত ও রোহিঙ্গা নেতা হিসেবে পরিচিতি মাওলানা নুরুল ইসলামকে সব দায়িত্ব থেকে অব্যাহতি।

    ৫. কোন ছাত্রকে আন্দোলনের জন্য হয়রানি করা হবেনা মর্মে ঘোষণা।

    ৬. আনাস কর্তৃক ভর্তি বাতিল ছাত্রদের ভর্তির সুযোগ দেওয়া হবে।

    ১৭/৮/২০২০ ইংরেজী রোজ বৃহস্পতিবার উপস্থিত শুরা সদস্য এবং সিনিয়র উস্তাদদের সম্মিলিত সিদ্ধান্তে উপরোক্ত সিদ্ধান্ত গুলো গ্রহণ করা হয়।

  • হাটহাজারী মাদ্রাসা বন্ধের নির্দেশ শিক্ষা অধিদপ্তরের।

    হাটহাজারী মাদ্রাসা বন্ধের নির্দেশ শিক্ষা অধিদপ্তরের।

     

    মুহাম্মাদ সাইফুল্লাহ আল মনির
    বিশেষ প্রতিনিধি,

    চট্টগ্রামের মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।

    শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সহকারী সচিব সৈয়দ আসগর আলী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, গত ২৪ আগস্ট কওমি মাদ্রাসাসমূহের কিতাব বিভাগের কার্যক্রম শুরু ও পরীক্ষা গ্রহণের জন্য কতিপয় শর্তসাপেক্ষে অনুমতি প্রদান করা হয়।

    কিন্তু আরোপিত শর্তসমূহ যথাযথভাবে প্রতিপালিত না হওয়ায় চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসাটি পুনরাদেশ না দেয়া পর্যন্ত নির্দেশক্রমে বন্ধ করা হলো।

    প্রসঙ্গত, বিভিন্ন দাবিতে বুধবার থেকে হাটহাজারী মাদ্রাসায় বিক্ষোভ করছে ছাত্ররা।

    এ সময় মাদ্রাসার পরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীসহ বিভিন্ন শিক্ষকের রুমে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

    এর আগে বুধবার রাতে ছাত্রদের আন্দোলনের মুখে হাটহাজারী মাদ্রাসা থেকে প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষা সচিব মাওলানা আনাস মাদানীকে অব্যাহতি দেয়া হয়।

    সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে আবারও লাঠি হাতে পুরো মাদ্রাসার নিয়ন্ত্রণ নেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

    মাদ্রাসার সব গেট তালাবদ্ধ করে রাখার পাশাপাশি সহকারী পরিচালক মাওলানা শেখ আহমদ, মুফতি জসিম ও মাওলানা ওমরের রুমে ভাঙচুর চালানো হয়।

    হাটহাজারী মাদ্রাসার অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক ভিডিওতে মাদ্রাসার পরিচালক ও হেফাজত আমির আল্লামা আহমদ শফীর কক্ষেও ভাঙচুর চালানোর অভিযোগ করা হয়েছে।

    শেষ খবর পাওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য মাদ্রাসার মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন। অন্যদিকে মাদ্রাসার ভেতরে শিক্ষার্থীরাও তাদের আন্দোলন অব্যাহত রেখেছে।

  • শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে মাদ্রাসার পড়ালেখার পরিবেশ ফিরিয়ে আনতে হবে- ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর

    শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে মাদ্রাসার পড়ালেখার পরিবেশ ফিরিয়ে আনতে হবে- ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    গতকাল ১৭ সেপ্টেম্বর’২০ বৃহস্পতিবার বিকাল ৫ টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর এর আয়োজনে নগর সভাপতি রিদওয়ানুল হক শামসীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিন এর সঞ্চালনায় নগরীর দেওয়ানহাট মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ আল-আমিন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হাটহাজারী মাদ্রাসা শিক্ষার্থীদের এ আন্দোলন বহুদিনের চেপে রাখা ক্ষোভের বহিঃপ্রকাশ । এই ক্ষোভ দমন করার জন্য মাদরাসার শিক্ষার্থীদের উপর যেকোন ধরনের হয়রানি এবং প্রশাসনের অনৈতিক হস্তক্ষেপ যেন না করে শিক্ষার্থীদের নৈতিক দাবী…

  • ছাত্রদের আন্দোলন শুরার সিদ্ধান্তঃ আনাস মাদানিকে বহিষ্কার

    ছাত্রদের আন্দোলন শুরার সিদ্ধান্তঃ আনাস মাদানিকে বহিষ্কার

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    ছাত্রদের আন্দোলন শুরার সিদ্ধান্তঃ আনাস মাদানিকে বহিষ্কার

    ৫দফা দাবীতে আন্দোলনরত ছাত্রদের দাবীর পেক্ষিতে বাদ এশা হাটহাজারী মাদরাসার মজলিশে শুরা তাদের ১ম দফা বাস্তয়নের ঘোষণা দিয়েছেন।

    একটু আগে আন্দোলনরত ছাত্ররা মাইকে শুরার লিখিত সিদ্ধান্ত পাঠ করে শোনান।

    মাইকে ঘোষণা দেয়া হয়, আল্লামা আহমদ শফী ও মাদ্রাসার শিক্ষক ও শুরার কিছু সদস্যের উপস্তিতিতে আনাস মাদানিকে মাদ্রাসা থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়ছে। এবং ছাত্রদেরকে মাদ্রাসায় সর্বপ্রকার হয়রানি না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

  • হাটহাজারী মাদরাসা থেকে আনাস মাদানিকে বহিস্কার করতে ছাত্রদের প্রতিবাদী আন্দোলন

    হাটহাজারী মাদরাসা থেকে আনাস মাদানিকে বহিস্কার করতে ছাত্রদের প্রতিবাদী আন্দোলন

    UkhiyaVoice24.Com

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা আহমদ শফী দা. বা. ছেলে আনাস মাদানির অপকর্মে অতিষ্ঠ হয়ে তাকে মাদরাসা থেকে বহিস্কারসহ ৫দফা দাবিতে আজ বুধবা ১৬ সেপ্টেম্বর ২০২০ ইং
    বাদ জোহর হতে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হাটহাজারী মাদরাসায় ছাত্রদের আন্দোলন চলছে।
    আনাস মাদানীর অপকর্মের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত সোশ্যাল মিডিয়ায় আন্দোলন হলেও মাঠে আন্দোলনের সূচনা আজই হয়েছে।

    হাটহাজারীর বর্তমান পরিস্থিতি নিয়ে জানতে পেরেছি, আজ বাদ জোহর থেকে সকল ছাত্র মাঠে নেমে আনাস মাদানিকে বহিষ্কারসহ ৫দফা দাবিতে মিছিল-শ্লোগান দিচ্ছে।
    ছাত্ররা আনাস মাদানীর রুমের তালা ভেঙে তাকে খুঁজে না পেয়ে তার আসবাবপত্র বাহিরে ছুড়ে ফেলে দিয়েছে। আসর পর্যন্ত এই অবস্থায় আছে, ছাত্ররা মাঠেই নামাজ আদায়ের ঘোষণা দিয়েছে।

    এদিকে ৩টা থেকে পুলিশ গেইটের বাহিরে অবস্থান নিলেও গেইট বন্ধ থাকায় ভেতরে প্রবেশ করতে পারছেনা, এবং পুলিশের তরফ থেকেও কোন মারমুখী আচরণ পাওয়া যায়নি। এই পর্যন্ত ছাত্রদের আন্দোলন শান্তিপূর্ণই আছে।

    এদিকে মাদরাসার সকল উস্তাদদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্দোলনকারী ছাত্রদের পক্ষ থেকে সকল উস্তাদের রুমের সামনে বিশেষ পাহারার ব্যবস্থা করা হয়েছে।