Category: চট্টগ্রাম

  • ৯৯তম চরমোনাই বার্ষিক ফাল্গুন এর মাহফিল আনুষ্ঠানিকভাবে শুরু হলো

    ৯৯তম চরমোনাই বার্ষিক ফাল্গুন এর মাহফিল আনুষ্ঠানিকভাবে শুরু হলো

    আলমগীর ইসলামাবাদী:- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, চরমোনাই মাহফিল দুনিয়াবি উদ্দেশে নয় বরং পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই মাহফিল প্রতিষ্ঠা করা হয়েছে। সুতরাং এখানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য সাধনের জন্য আসার প্রয়োজন নেই। যদি এমন কেউ এসে থাকেন তবে নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধির জন্য প্রস্তুতি গ্রহণ করুন।

    বুধবার (১৫ ফেব্রুয়ারি) বাদ জোহর চরমোনাই মাদ্রাসার মূল মাঠসহ মোট ৬টি মাঠ নিয়ে অনুষ্ঠিত চরমোনাইর বার্ষিক মাহফিলের উদ্বোধনী অধিবেশনে এসব কথা বলেন তিনি।

    রেজাউল করীম বলেন, যারা চরমোনাইতে নতুন এসেছেন, তারা দুনিয়ার ধ্যান-খেয়াল বিদায় করে দিয়ে আখিরাতের খেয়াল-ধ্যান অন্তরে জায়গা দেন। দিল থেকে বড়ত্ব এবং আমিত্ব ভাব বের করে দিয়ে আল্লাহর কুদরতি পায়ে নিজেকে বিলীন করে দিতে হবে। সদা-সর্বদা আল্লাহর জিকিরের মাধ্যমে দিলকে তরতাজা রেখে আল্লাহর ওলি হয়ে চরমোনাই থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি নিতে হবে।

    চরমোনাই পীর তার উদ্বোধনী বয়ান শেষে মাহফিলের নিয়ম-কানুন সম্পর্কে বিশদ বর্ণনা দেন। এ বছর মাহফিলে ভারতের দেওবন্দ, সৌদি আরব ও পাকিস্তানের বিশিষ্ট ওলামায়ে কেরাম অংশ নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন।

    এ ছাড়া মাহফিলে আগত মুসল্লিদের ৬ হাজার হালকায় বিভক্ত করে হাতে-কলমে সালাত ও ইসলামের বুনিয়াদি বিষয়ে বাস্তব প্রশিক্ষণ দেওয়া হয়। আগত মুসল্লিদের প্রাথমিক চিকিৎসার জন্য ১০০ শয্যা বিশিষ্ট অস্থায়ী মাহফিল হাসপাতাল স্থাপন করা হয়েছে। এতে ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে আরও ৪০ জন চিকিৎসকের সমন্বয়ে চিকিৎসাসেবা পরিচালিত হচ্ছে। ৬টি অ্যাম্বুল্যান্স ও ১টি স্পিডবোট মাহফিল হাসপাতালে কার্যক্রমে নিয়োজিত রয়েছে। মাঠে অসুস্থ হয়ে পড়া রোগীকে মাহফিল হাসপাতালে পৌঁছানোর জন্য নিযুক্ত রয়েছে বিশেষ স্বেচ্ছাসেবক বাহিনী। ৬টি মাঠে মাহফিলের শৃঙ্খলা রক্ষায় প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক নিযুক্ত করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে বাংলাদেশ মুজাহিদ কমিটির নিজস্ব নিরাপত্তা বাহিনী।

    সারা দেশ থেকে আগত মুসল্লিদের খাবারের জন্য প্রত্যেকটি মাঠের চারদিকে সুপেয় নিরাপদ পানির ব্যবস্থা রাখা হয়েছে। তিন দিনব্যাপী বিশাল এ মাহফিলে দ্বিতীয় দিন সারা দেশ থেকে আগত ওলামায়ে কিরামদের নিয়ে ওলামা সম্মেলন ও শেষদিন সকালে সারা দেশ থেকে আগত ছাত্র-জনতাকে নিয়ে ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত হবে।
    আগামী ১৮ ফেব্রুয়ারি (শনিবার) সকাল সাড়ে ৮টায় চরমোনাই পীরের আখেরি বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী বিশাল এ মাহফিলের কার্যক্রম শেষ হবে।

  • চট্টগ্রামে জাতীয় সাংবাদিক সংস্থার ৪২ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত

    চট্টগ্রামে জাতীয় সাংবাদিক সংস্থার ৪২ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত

    ,,আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

    জাতীয় সাংবাদিক সংস্থা ৪২তম বছরে পদার্পণ করায় চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিটির উদ্যোগে আজ ১২ ফেব্রুয়ারী২৩- সোমবার সকাল ১১ টায় ন্যাশনাল গ্রামার স্কুল, বাড়ি নং৪/এ, লেইন নং ০৭, রোড নং ০১ব্লক- এ, হালিশহরে, চট্টগ্রামে বিভাগের বিভাগীয় কমিটির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি জনাব খায়রুল ইসলামের সভাপতিত্বে কেক কেটে ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে
    উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেফায়েত উল্লাহ কায়সার, বাবুল মিয়া বাবলা, মাসুদ আলম সাগর, কেএম রুবেল, মোবারক হোসেন ভূঁইয়া, বশির আহমেদ রুবেলসহ জেলা ও বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।

  • বান্দরবানের লামায় ফাইতং – বানিয়ার ছড়া ইজিবাইক টমটম সমবায় সমিতি লিঃ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে,

    বান্দরবানের লামায় ফাইতং – বানিয়ার ছড়া ইজিবাইক টমটম সমবায় সমিতি লিঃ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে,

    নিজস্ব প্রতিবেদক বান্দরবান :

    বান্দরবানের লামায় ফাইতং – বানিয়ার ছড়া ইজিবাইক টমটম মালিক -শ্রমিক সমবায় সমিতি লিঃ আলোচনা সভা রেজিঃ নং ৭২৬ বিশাল আলোচনা সভা ও সুধী সমাবেশ। (১০ ফেব্রুয়ারী) শুক্রবার বিকালবেলা ফাইতং স্টেশন।
    অনুষ্ঠান উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন, বরইতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জমান, প্রধান অতিথি হিসেবে ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মো. ওমর ফারুক, বিশেষ অতিথি আওয়ামিলীগ সহসভাপতি মাহামুদুর রহমান শুক্কুর, যুগ্ম সাধারণ সম্পাদক, শেখ এইচ এম আহসান উল্লাহ, শ্রমিক ইাউনিয়ন সমিতি, সাধারণ সম্পাদক আবু মুছা, বরইতলী ৫নং ওয়ার্ড মেম্বার মোঃ আলমগীর, যুবলীগ নেতা সাদ্দাম হোসাইন শাহীন, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন জয়, সাংবাদিক মোঃ ইসমাইলুল করিম, মহিলা মেম্বার মহিলা আওয়ামিলীগ সভাপতি শাহেদা ইয়াসমিন শাহেদা।

    আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি থোয়াইম্রা মার্মা, সমিতি সাধারণ সম্পাদক মোহাম্মদ বশিরসহ ইজিবাইক টমটম মালিক-শ্রমিক সমবায় সমিতি লিঃ সদস্য বৃন্দা প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, উক্ত সমিতি সভাপতি মোহাম্মদ মোকাদ্দেস, সঞ্চালনায় করেন ফরহাদ আহমদ সজল।

    বিশেষ অতিথি সাদ্দাম হোসাইন জয় বক্তব্য বলেন, পুরো ফাইতং-বানিয়ার ছড়া ইজিবাইক টমটম এই ইউনিয়নে যাত্রী সাধারণের যোগাযোগ পরিসেবার ক্ষেত্রে ইজিবাইক টমটম যুগান্তকারী ভূমিকা রাখবে বলে এ সমিতির নেতারা আশাবাদী। সমিতির স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে তিনি স্থানীয় প্রশাসনসহ জনপ্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করেন।

    বিশেষ অতিথি শেখ এইচ এম আহসান উল্লাহ বলেন, ‘সমগ্র ফাইতং-বানিয়ার ছড়া ইজিবাইক টমটম মালিক -শ্রমিক সমবায় সমিতি লিঃ’ নামে এ সংগঠন ইতোমধ্যে জেলা সমবায় কার্যালয় থেকে নিবন্ধন লাভ করেছে। নিবন্ধন নং- ৭২৬। সম্প্রতি ফাইতং বাজারের এ সমবায় সমিতির কমিটি গঠিত হয়। সমবায় সমিতি আইন ২০০১এর ১৮(২) এবং সমবায় সমিতি বিধিমালা ২০০৪ এর ৩২ (১) বিধিমতে কমিটি গঠিত হয়েছিল।

    অনুষ্ঠান উদ্বোধন মোহাম্মদ ছালেকুজ্জমান এবং অতিথিরা বক্তব্য বলেন, ফাইতং-বানিয়ার ছড়া ইজিবাইক টমটম মালিক -শ্রমিক সমবায় সমিতি লিঃ সমৃদ্ধি কামনা করে দিক নির্দেশনা প্রদান করেন। এতে দেশ ও দশের কল্যাণে এই সমিতি’কে কাজ করার আহ্বান জানান। ইজিবাইক টমটম মালিক-শ্রমিক সমবায় সমিতির রেজিষ্ট্রেশন সহযোগিতা এ ধরনের আয়োজনে যারা শ্রম দিয়েছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

    অনুষ্ঠান প্রধান অতিথি মোঃ ওমর ফারুক বলেন, ইজিবাইক টমটম মালিক-শ্রমিক সমবায় সমিতি লিঃ সবার আখেরাত কে আজীবন স্মরণ রেখে শ্রমিকদের টমটম চালানো আহবান এবং যাত্রীদের সর্বদা সম্মানের সহিত ব্যবহার করে গাড়ি চলাতে বলে। তিনি আরো বলেন, এক সময়ে এলাকায় রাস্তা তেমন গাড়ি চলাচল করতে পারতো না। বর্তমানে সরকারের ডিজিটাল উন্নয়ন বাংলাদেশ করার কারণে সব শ্রমিকরা সহজে গ্রামে গাড়ি চলাচল করছে। যা একটি উন্নয়ন অভূতপূর্ব পরিবর্তন বলে তিনি দাবি করেন।

    পরিশেষে সকল অতিথিবৃন্দ কে সাথে নিয়ে কেক কেটে অনুষ্ঠানিক কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়।

  • নাইক্ষ‍্যংছড়ির ঘুমধুম থেকে ৯৪ ক‍্যান বিদেশী বিয়ার উদ্ধার

    নাইক্ষ‍্যংছড়ির ঘুমধুম থেকে ৯৪ ক‍্যান বিদেশী বিয়ার উদ্ধার

    মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি:

    নাইক্ষ‍্যংছড়ি ঘুমধুম তদন্ত পুলিশ ফাড়ি কর্তৃক ঘুমধুম ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ডের আজুখাইয়া এলাকা হতে মালিক বিহীন ৯৪ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করেছে পুলিশ।
    শুক্রবার রাত ১২ টা ৩০ মিনিটে সময় গোপন সংবাদের ভিত্তিতে মালিক বিহীন অবস্থায় বেদেশী তৈরি উক্ত বিয়ার গুলো উদ্ধার করা হয়েছে।
    এ বিষয়ে নাইক্ষ‍্যংছড়ি থানা অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মাদকের বিরুদ্ধে পুলিশের ব‍্যাপক তৎপরতা অব্যাহত আছে।

  • খাগড়াছড়ি’তে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

    খাগড়াছড়ি’তে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক খাগড়াছড়ি,

    বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে খাগড়াছড়িতে গণ অধিকার পরিষদ এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে ছাত্র অধিকার পরিষদ খাগড়াছড়ি জেলার রফিকুল ইসলামের সঞ্চালনা ও জেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ইঞ্জি. থোয়াই চিং মং চাক ও ছাত্র অধিকার পরিষদ এর কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন। প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক বলেন, বর্তমান সরকারের নৈরাজ্য ও লাগামহীন দ্রব্যমুল্যের উর্ধ্বগতি দ্রুত কমিয়ে না আনলে গণঅধিকার পরিষদ দেশের আপামর জনসাধারণকে নিয়ে আগামীতে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন। প্রধান বক্তা লোকমান হোসেনের বক্তব্যে বলেন তেল, গ্যাস ও বিদ্যুৎ বিল বর্তমান সরকার যে হারর বৃদ্ধি করছে তা অনতিবিলম্বে কমাতে হবে। আরো বলেন তিন পার্বত্য জেলায় সংসদীয় আসন বৃদ্ধি করতে হবে। দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে দেশে ন্যায়বিচার ও বৈষম্য মূলক বাংলাদেশ গড়ার জন্যে গণ অধিকার পরিষদে যোগ দিন। আগামীর বাংলাদেশ গণ অধিকার পরিষদের বাংলাদেশ।

    বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সদস্য সচিব ইব্রাহিম খলিল, ছাত্র অধিকার পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান ও ছাত্র অধিকার পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার জাতি-গোষ্ঠী বিষয়ক সম্পাদক পাইশিখই মারমাসহ আরো অনেকে বক্তব্য রাখেন। এছাড়াও খাগড়াছড়ি জেলা বিভিন্ন উপজেলার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমেদ এর ইন্তেকাল

    চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমেদ এর ইন্তেকাল

    ,,আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

    চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ মারা গেছেন। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।

    রোববার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৩৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে মোছলেম উদ্দিন আহমদ স্ত্রী ও চার মেয়ে রেখে গেছেন।

  • সেন্টমার্টিনে পর্যটন মন্ত্রণালয় কর্তৃক স্থায়ী কমিটির বৈঠক সম্পন্ন

    সেন্টমার্টিনে পর্যটন মন্ত্রণালয় কর্তৃক স্থায়ী কমিটির বৈঠক সম্পন্ন

    মোস্তাক আহমদ টেকনাফ:।

    দেশের একমাত্র প্রবাল দ্বীপ মেন্টমার্টিনে একাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৩তম বৈঠক সম্পন্ন করেছেন।
    শনিবার(৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সেন্টমার্টিনে দ্বীপ ব্যবস্থাপনা ও তথ্য কেন্দ্রের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    সভায় অপরিকল্পিত ভাবে হোটেল-মোটেল নির্মাণ সেন্টমার্টিন দ্বীপে এখনই যেই স্থাপনা আছে তা দ্বীপের ধারণ ক্ষমতার বাইরে তাই দ্বীপে নতুন করে আর কোন স্থাপনা নির্মাণ করার কল্পনা করা যাবে না । তাই যে কোনো মূল্যে নতুন করে আর অবৈধ স্থাপনা না করার ব্যাপারে আলোচনা করা হয়।

    সেন্টমার্টিনকে রক্ষার্থে দ্বীপের স্থানীয় মানুষজন, হোটেল মালিক, ট্যুর অপারেটর ও জাহাজ মালিক সবাইকে এগিয়ে আসতে হবে ও সচেতন হওয়ার জন্য মতপ্রকাশ করেন। তাই দ্বীপ রক্ষার্থে করণীয় সকল কিছু করতে ঐক্যবদ্ধ হয়ে সকল কার্যক্রমের সাথে একাত্মতা প্রকাশ করেন বৈঠকে উপস্থিত বক্তারা।

    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী’র সভাপতিত্বে বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মাহবুব আলী, সংসদীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, কানিজ ফাতেমা আহমেদ বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, সাবেক সাংসদ আব্দুর রহমান বদি, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন এমরান, ইউএনও মো. কামরুজ্জামান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    বৈঠক শেষে সংশ্লিষ্ট সকলে সেন্টমার্টিন ব্লু মেরিন রিসোর্ট এ রাত্রীযাপন করবেন এবং আগামীকাল সেন্টমার্টিন ত্যাগ করবেন বলে জানা যায়।

  • ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম (পূর্ব)জেলা সম্মেলন অনুষ্ঠিত

    ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম (পূর্ব)জেলা সম্মেলন অনুষ্ঠিত

    আলমগীর ইসলামাবাদী:- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলার উদ্যোগে ০৩ ফেব্রুয়ারী-২৩ইং শুক্রবার সকাল ০৯ টায় পটিয়া উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম (পূর্ব)জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ড. বেলাল নূর আজিজী
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুফতি দেলাওয়ার হোসেন সাকি, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাওলানা নুরুল ইসলাম জিহাদী, (ছদর, বাংলাদেশ মুজাহিদ কমিটি, চট্টগ্রাম পূর্ব জেলা), মাওলানা আবু তৈয়ব, (সভাপতি, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড, চট্টগ্রাম পূর্ব জেলা) হাফেজ মাওলানা আব্দুল্লাহ তাওহীদ (সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম পূর্ব জেলা, মুহাম্মদ আবছার উদ্দিন (সভাপতি, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম পূর্ব জেলা) এতে পটিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতিসহ বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

    এতে, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলার সকল অঙ্গ সংগঠন এর বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ এবং থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলার ২০২৩-২০২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।

    সভাপতি : মাওলানা আব্দুল হামিদ
    সহ-সভাপতি : মাওলানা মুহাম্মদ ইউনুছ
    সহ-সভাপতি : হাফেজ মাওলানা জাহেদুল হক
    সহ-সভাপতি : মাওলানা ওমর ফারুক জিরভী
    সেক্রেটারি : মাওলানা আবুল কালাম
    জয়েন্ট সেক্রেটারি : মাওলানা আব্দুর রাজ্জাক রাহমানী
    এসিস্টেন্ট সেক্রেটারি : মুহাম্মাদ আবছার হোসেন
    সাংগঠনিক সম্পাদক :মোহাম্মদ মারুফুল ইসলাম
    প্রশিক্ষণ সম্পাদক : মাওলানা আবু তৈয়ব
    অর্থ সম্পাদক :মোহাম্মদ আব্দুল আজিজ
    প্রচার সম্পাদক :মোহাম্মদ হুমায়ুন কবির
    দফতর সম্পাদক :মোহাম্মদ সাইফুল্লাহ খালেদ।

  • সাংবাদিকরা নিরব জাতীর পাহারাদার বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম

    সাংবাদিকরা নিরব জাতীর পাহারাদার বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম

    আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

    স্বাধীন বাংলাদেশের ঠিক অল্প কিছুদিন পর ১৯৮২ সালের এই দিনে ঢাকায় কিছু প্রবীণ সাংবাদিকদের হাত ধরেই প্রতিষ্ঠিত হয় জাতীয় সাংবাদিক সংস্থা। সাংবাদিক ও সাংবাদিকতায় অনন্য অবদান রাখা সরকারী নিবন্ধিত সংবাদকর্মীদের এই সংগঠনটির আজ গৌরবের ৪১ বছর পূর্ণ হতে যাচ্ছে। দিনটিকে স্মরণীয় করে রাখতে জাতীয় সাংবাদিক সংস্থার ৪১ বছর উদযাপন করেছে সংগঠনটি। একইভাবে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে চট্টগ্রাম মহানগর ও বিভাগীয় কমিটির উদ্যোগে
    ০৩ ফেব্রুয়ারী-২৩ইং শুক্রবার বিকাল ৫ টায় নগরির আগ্রাবাদস্থ রাজ প্রাসাদ কমিউনিটি সেন্টারে কেক কাটা, আলোচনা সভা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করে।
    প্রবীণ এই সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আলমগীর গনী, ইলিয়াস আহমেদ, মো.খায়রুল ইসলাম, সংস্থার মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম।
    এ সময় বক্তারা বলেন, ‘সাংবাদিকরা দেশের নিরব পাহারাদার। তারা দেশ, সরকার, জনপ্রতিনিধি তথা নীতিনির্ধারকদের সহযোগী। তাঁরা জনপ্রতিনিধিদের ছায়া স্বরুপ। সংবাদকর্মী প্রতিনিধিদের পাশে থাকে সব সময়। একজন সংবাদকর্মী নীতিনির্ধারকদের সহজ পথটি দেখিয়ে দিতে সাহায্য করে। সাংবাদিক রাজনীতিবীদের বিপরীত কর্মকান্ডের যেমন গঠনমূলক সমালোচনা করে তাঁকে সাহায্য করেন। তেমনি প্রতিনিধির দেশ ও সমাজ কল্যাণমূলক কাজের জন্য আরো উৎসাহিত করতে চালিয়ে যান পৃষ্ঠা ভরপুর তাঁর লেখনি। সাংবাদিক কারো বন্ধু নয়। আবার কারো শত্রুতা করাও সংবাদকর্মীর কাজ নয়। সাংবাদিক তাঁর দু’চোখ ও তথ্য উপাত্তের মাধ্যমেই তাঁর কলম চর্চা করেন। একজন কলম সৈনিক তাঁর কলমের সাথে কখনো আপোষ করে না। একজন লেখক জনপ্রতিনিধির পিছনে তাঁর ভাল-মন্দের নির্বাচক। এক কথায় বলা যায় একটি সংবাদ পত্র ও একজন গণমাধ্যমকর্মীর গুরুত্ব অপরিসীম। তাই সাংবাদিককে হতে হবে দায়িত্বশী। প্রচার করতে হবে বস্তুনিষ্ঠ সঠিক সংবাদ।
    এতে আরো উপস্থিত ছিলেন, মাসুদ আলম সাগর, নুরুল আলম, কে এম রুবেল, মনজুর আহমেদ সোহেল, বশির আহমেদ, মোবারক হোসেন ভূইয়া, শাকিল, বাবুল মিয়া বাবলা, আনোয়ারুল হক, মিয়া ফারুক, তুষার কান্তি বড়ুয়া, মো. সেলিম উদ্দিন ভুইঁয়া, মো. কামরুল ইসলাম,আলমগীর ইসলামাবাদীসহ প্রমুখ নেতৃবৃন্দ।
    অনুষ্ঠান সঞ্চালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক কেফায়েতুল্লাহ কায়সার ও দিলরুবা খানম।

  • ইসলাম ও ধর্ম বিরোধী পাঠ্য বই বাতিল না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে-আল্লামা আবদুল আউয়াল

    ইসলাম ও ধর্ম বিরোধী পাঠ্য বই বাতিল না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে-আল্লামা আবদুল আউয়াল

    ,,আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

    বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের অনেক বিজ্ঞ প্রফেসর ডারউইনের বিবর্তন মতবাদকে অবৈজ্ঞানিক এবং অযৌক্তিক বলে প্রমাণ করেছেন। ইতিমধ্যে রোমানিয়া, সাউথ কোরিয়া, তুরস্ক, সুইজারল্যান্ড, বৃটেন, আমেরিকাসহ বিভিন্ন রাষ্ট্রে সিলেবাস থেকে এই থিউরি বাদ দেয়া হয়েছে। এমনকি বাংলাদেশে ইংলিশ মাধ্যমের শিক্ষা; যা ক্যামব্রিজ ইউনির্ভাসিটির সিলেবাস অনুযায়ী প্রবর্তিত, সেখানে এ লেভেল পযন্ত এই বিবর্তনের উল্লেখই নেই। ৬ষ্ঠ শ্রেণির ‘ইতিহাস ও সামাজিক বিজ্ঞান’ অনুশীলনী বইয়ে বিবর্তনবাদের ইতিহাস উল্লেখ করে বানর থেকে ধারাবাহিকভাবে মানুষে রুপান্তর হওয়ার অবৈজ্ঞানিক এবং অবান্তর চিত্র দেখানো হয়েছে। বিবর্তনবাদ নিয়ে নুতন করে বলার কিছু নেই। এটা স্পষ্টত ইসলামসহ বিশ্বের সকল ধর্মের মৌলিক ধারণার বিরুদ্ধে। এই বিবর্তনবাদকে বাংলাদেশের কোমলমতি বাচ্চাদের মনে চাপিয়ে দেয়া আদতে কোন বিজ্ঞান চর্চা না বরং ইসলাম ও ধর্ম বিরোধী একটি এজেন্ডা। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরণের কোন বিতর্কিত ধারণা বাংলাদেশের শিক্ষার্থীদের শিখতে দেয়া যাবে না।

    আজ ০৩ ফেব্রæয়ারী ২০২৩ইং শুক্রবার, বাদ জুমা, চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদের উত্তর গেইটে ওয়াসা চত্বরে, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসি’র সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর আল্লামা আব্দুল আউয়াল।

    সমাবেশে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সিনিয়র সদস্য আলহাজ্ব আবুল কাশেম মাতাব্বর, সেক্রেটারি আল মুহাম্মদ ইকবাল, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক, ইমদাদুল কবির ভূঁইয়া, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি, শ্রমিকনেতা ওয়ায়েজ হোসেন ভূইয়া, নগর সংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইবরাহীম খলিল, চট্টগ্রাম মহানগর প্রচার সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, মুফতী ইবরাহীম আনোয়ারী, ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম মহানগর এর সভাপতি মুহাম্মদ তাজুল ইসলাম শাহীন, ইসলামী শ্রমিক আন্দোলনের নেতা মুহাম্মদ শরীফ চৌধুরী, ডবলমুরিং থানা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি, মুহাম্মদ সাইফুদ্দিন শিপন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান প্রমুখ।

    প্রধান অতিথি আরো বলেন, সাম্প্রতি সুইডেনে ও নেদারল্যান্ডে যেভাবে ঘোষণা দিয়ে পবিত্র কুরআনে অগ্নিসংযোগ করে বিশ্বের কোটি কোটি মানুষের বিশ্বাস ও শ্রদ্ধার প্রতি আঘাত করা হয়েছে তা অকল্পনীয়। কোন সভ্য সমাজে এই ধরণের আচরণ চিন্তাও করা যায় না। ইসলামের সাথে পশ্চিমাদের আচরনে এটা দিবালোকের ন্যায় প্রমাণিত হয়েছে যে, ইউরোপ আজো মধ্যযুগীয় সংকীর্ণ চিন্তা থেকে বের হতে পারেনি। সুইডেনে ও নেদারল্যান্ডে যা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানাচ্ছি যে, সুইডেন ও ডেনমার্কের রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে জোড়ালো প্রতিবাদ জানাতে হবে।
    জমিয়তুল ফালাহ মসজিদের সামনে ওয়াসা চত্বর থেকে লালখানবাজার হয়ে দেওয়ানহাট মোড়ে গিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মিছিল সমাপ্ত করা হয়।