Category: জাতীয়

  • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৩য় স্থানকারী তাকরিমকে অভিনন্দন জানান ইসলামী ছাত্র সংস্থা

    আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৩য় স্থানকারী তাকরিমকে অভিনন্দন জানান ইসলামী ছাত্র সংস্থা

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ।

    আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী বাংলাদেশের তাকরিমকে ডেইলপাড়া করইবনিয়া ও পূর্ব ডিগলিয়া পালং ইসলামী ছাত্র সংস্থার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।

    সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ৪২তম বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা’য় তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের কৃতি সন্তান হাফেজ সালেহ আহমদ তাকরিম

    ২২ সেপ্টেম্বর-২০২২ খ্রিঃ বুধবার রাতে মক্কার পবিত্র হারামাইন শরিফে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের মধ্যে তৃতীয় বিজয়ী হিসেবে তাকরিমের নাম ঘোষণা করা হয়। হাফেজ সালেহ আহমদ তাকরিম গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম এর প্রতিষ্ঠিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকা’র শিক্ষার্থী। উল্লেখ্য, তাকরিম গত ২৮ শে মে ২০২২ খ্রিঃ তারিখে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হয়।

    কুরআন হিফজের এই প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জন হাফেজ অংশ নেয়। হাফেজ সালেহ আহমাদ তাকরিম টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামের হাফেজ আব্দুর রহমানের ছেলে।

    প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে তাকরিমকে ১ লক্ষ রিয়াল, সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের প্রতিনিধি হিসেবে তার উপদেষ্টা ও মক্কা নগরীর গভর্নর খালেদ আল ফয়সাল বিন আবদুল আজিজ এবং দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ বিন আবদুল আজিজ আলে শেখসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

    ১১১ দেশের ১৫৩ জন হাফেজে কোরআন এর মধ্যে তৃতীয় স্থান অর্জন করায় হাফেজ সালেহ আহমদ তাকরিমকে উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী অরাজনৈতিক সমাজিক সংগঠন ডেইলপাড়া করইবনিয়া ও পূর্ব ডিগলিয়া পালং ইসলামী ছাত্র সংস্থার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

  • বাল্য বিবাহ প্রতিরোধ, মাতৃমৃত্যু হার হ্রাস, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধসহ প্রতিটি ক্ষেত্রে সংসদ সদস্যগণের মতামতের গুরুত্ব দেওয়া হয়- স্পীকার।

    বাল্য বিবাহ প্রতিরোধ, মাতৃমৃত্যু হার হ্রাস, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধসহ প্রতিটি ক্ষেত্রে সংসদ সদস্যগণের মতামতের গুরুত্ব দেওয়া হয়- স্পীকার।

    জাতীয় ডেস্কঃ-

    বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, এসপিসিপিডি প্রকল্পের আওতায় বাল্য বিবাহ প্রতিরোধ, মাতৃমৃত্যু হার হ্রাস, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধসহ প্রতিটি ক্ষেত্রে সংসদ সদস্যগণের মতামতের গুরুত্ব দেওয়া হয়। এসবের প্রতিটি ক্ষেত্রে সংসদ সদস্যগণ উৎসাহহের সাথে অংশগ্রহন করে তাঁদের মতামত প্রদান করেন।

    এসপিসিপিডি প্রকল্পের আওতায় বাল্য বিবাহ প্রতিরোধ, মাতৃমৃত্যু হার হ্রাস, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধসহ প্রতিটি ক্ষেত্রে সংসদ সদস্যগণের মতামতের গুরুত্ব দেওয়া হয়।

    আজ সংসদ ভবনস্থ শপথ কক্ষে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর কারিগরি সহায়তায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক বাস্তবায়নাধীন এসপিসিপিডি প্রকল্পের আওতায় “ফুল ইমপ্লিমেন্টেশন অফ দ্য আইসিডি এজেন্ডা এ্যাজ এ্যান এক্সিলারেটর ফর দ্য এসডিজি’স” কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্পীকার এসব কথা বলেন।

    কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ,ফ,ম রুহুল হক এমপি। এছাড়াও ডা. আব্দুল আজিজ এমপি,আনোয়ারুল আবেদীন খান এমপি,মেরিনা জাহান এমপি,অপরাজিতা হক এমপি কর্মশালায় বক্তব্য প্রদান করেন।

    কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনএফপিএ’র চিফ অফ হেল্থ ড. ভিভাভেন্দ্রা রাঘুভানশি, ইউএনএফপিএ’র পিপিআর প্রধান এম শহীদুল ইসলাম পিএইচডি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক ড মোঃ মাঈনুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন এসপিসিপিডি প্রকল্পের প্রকল্প পরিচালক যুগ্ম-সচিব এম এ কামাল বিল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম। কর্মশালার শেষে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং এ পর্বে সংসদ সদস্যগণ মূল্যবান মতামত প্রদান করেন।

    স্পীকার বলেন, বিভিন্ন দেশের সরকার মাতৃমৃত্যু হ্রাস,শিশু মৃত্যু হ্রাস,কারিগরী শিক্ষা প্রদান,যুব উন্নয়ন,নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ,নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে। কিন্তু জাতীয় সংসদ এগুলো নিয়ে কাজ করে এমন উদাহরণ বিশ্বে কম। সেক্ষেত্রে বাংলাদেশের সংসদ অনেক এগিয়ে আছে।

    উল্লেখ্য, সম্প্রতি নিউইয়র্ক সফরকালীন স্পীকারের সাথে ইউএনএফপিএ এবং ইউএনডিপি এর প্রতিনিধির সাথে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তারা বাংলাদেশ জাতীয় সংসদের এ কার্যক্রমের প্রশংসা করেন।

    বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে. এম. আব্দুস সালাম এর সভাপতিত্বে হাবিবুর রহমান এমপি, এস এম জগলুল হায়দার এমপি,উম্মে কুলসুম স্মৃতি এমপি,এম এ মতিন এমপি, প্রান গোপাল দত্ত এমপি,আরমা দত্ত এমপি, সৈয়দা রুবিনা আক্তার এমপি,খঃ মমতা হেনা লাভলী এমপি,আদিবা আনজুম মিতা এমপি এবং সংসদ সদস্যবৃন্দ ও ইউএনএফপিএ’র প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    স্বাক্ষরিত
    (মোঃ তারিক মাহমুদ)
    পরিচালক (গণসংযোগ)
    মোবাইল-০১৯৫৭২০৬৫৮৬

  • উখিয়ার গয়ালমারা দাখিল মাদ্রাসায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালিত ও র‍্যালি আয়োজন করা হয়।

    উখিয়ার গয়ালমারা দাখিল মাদ্রাসায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালিত ও র‍্যালি আয়োজন করা হয়।

    ওমর ফারুক উখিয়া -কক্সবাজার।

    স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উখিয়া উপজেলা’র ২নং রত্নাপালং ইউনিয়ন এর গয়ালমারা দাখিল মাদ্রাসায় র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহাফিল উদযাপন করা হয়।

    আজ(১৫আগষ্ট২০২২)গয়ালমারা দাখিল মাদ্রাসা সংলগ্ন হলরুমে এই আয়োজন করা হয়।এতে প্রথম শ্রেনি থেকে দশম শ্রেণি পর্যন্ত সকল ছাত্র/ছাত্রী উপস্থিত থেকে এক কিলোমিটার পথ অতিক্রম করে র‍্যালি ও মাদ্রাসার হলরুমে রচনা,কবিতা,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর চিত্র অংকনের প্রতিযোগীতার আয়োজন করা হয়।

    সভায় প্রথম অধিবেশনে( সুপার) মাওলানা দিল মুহাম্মদ এর সভাপতিত্বে মাস্টার হাসেম এর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক মাস্টার আবুল হোসাইন।

    তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি মানুষ হিসেবে ছিলেন সকল গুণের অধিকারী। তিনি কৃষিশিক্ষা, কৃষি গবেষণা ও সম্প্রসারণের গোড়া পত্তন করেন। তিনি আরো বলেন, আমরা কথা ও পোষাকে নয় কাজের মাধ্যমে বঙ্গবন্ধুকে ভালবেসে স্ব স্ব অবস্থান থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সক্ষম হবো।

    মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আবুল কালাম বলেন,বঙ্গবন্ধু আপদমস্তক একজন বাঙালী ছিলেন, বাঙালী জাতির মুক্তির ত্রাতা হিসেবে তিনি বাংলার মাটিতে জন্মেছিলেন, বাংলাদেশের মানুষের উন্নয়ন ও মুক্তি ছাড়া তাঁর অন্য কোন ভাবনা ছিলোনা।

    সভায় সভাপতির বক্তৃতায় অত্র প্রতিষ্টানের পরিচালক মাওলানা দিল মুহাম্মদ বলেন, বঙ্গবন্ধু ছিলেন রাজনীতির কবি এবং অবিসংবাদিত জাতীয়তাবাদী নেতা। তাঁর মতো জাতীয়তাবাদী নেতা সমসাময়িক বিশ্বে ছিল বিরল। তিনি স্বাধীনতার স্বপ্ন দেখেছেন, বাঙালীকে স্বপ্ন দেখিয়েছেন এবং স্বাধীনতা উপহার দিয়েছেন।

    আলোচনা শেষে অত্র মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষিকা মিলে ছাত্র ছাত্রীদের প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার হাতে তুলে দেন।

    এবং ১৫ আগস্টে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত, দেশ ও জাতির সমৃদ্ধি, মঙ্গল কামনা করে কোরআনের কিছু সুরা তেলওয়াত করে এবং বিশেষ দোয়ার আয়োজন শেষে সভা সমাপ্তি ঘোষণা করা হয়।

  • বিরামপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর)

    প্রতিনিধি-“স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নাই” “বিশ্ব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান ও নার্সদের অধিকার সংরক্ষন করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে কেক কেটে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্টিত হয়েছে।

    বৃহস্পতিবার (১২মে) দুপুরে নার্সিং শাখা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিরামপুর, দিনাজপুর আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাহাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসারদ্বয় ডাঃ এইএম সামসুজ্জামান সরকার, ডাঃ জান্নাতুন ফেরদৌস, ডাঃ মনিরা পারভীন,নার্সিং সুপারভাইজার মোর্শেদা খাতুন প্রমুখ।

  • স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজয়ের শোভাযাত্রা পালন করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন

    স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজয়ের শোভাযাত্রা পালন করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন

    নিজস্ব প্রতিনিধি।

    কক্সবাজারের উখিয়া উপজেলার উখিয়া স্টেশন সড়কে বাংলাদেশ আওয়ামী লীগ উখিয়া উপজেলা শাখা’র উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ৫০ বছর পূর্তি উদযাপনে বিজয়ের শোভাযাত্রার আয়োজনে অংশগ্রহণ করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগসহ সকল আওয়ামী ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দরা সম্মিলিত হয়ে স্বাধীনতার বিজয় দিবস উপলক্ষে এক বিশাল বিজয়ের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার ১৮ ডিসেম্বর ২০২১ খ্রিঃ বিকাল ৪ টার দিকে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ হইতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উখিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক বিশাল বিজয় শুভাযাত্রা শুরু হয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিজয় দিবস উপলক্ষে শোভাযাত্রার আয়োজনের মধ্যেদিয়ে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পথসভার মধ্য দিয়ে সম্পন্ন করা হয়।

    উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের তিন তিন বারের নির্বাচিত চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী ককক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবুল মনছুর চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম কন্ট্রাক্টর , উখিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব নুরুল হুদা, উখিয়া উপজেলা আওয়ামী লীগের শ্রম-বিষয়ক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক জনাব সাংবাদিক নুরুল হক খাঁনসহ অসংখ্য উখিয়া উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামীলীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল আওয়ামী এবং অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজয় শোভাযাত্রার মিছিলে মিছিলে অংশগ্রহণ করেন।

    সর্বশেষে প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

    নিউজ ডেস্ক উখিয়া ভয়েস টুয়েন্টিফোর ডটকম।

  • ইনানীতে ২ সেচ্ছাসেবী সংগঠনের যৌথ প্রযোজনায় শোক দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

    ইনানীতে ২ সেচ্ছাসেবী সংগঠনের যৌথ প্রযোজনায় শোক দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক

    জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী রক্ত সরবরাহকারী সংগঠন প্রতিজ্ঞা ব্লাড ডোনেশন ফাউন্ডেশন কক্সবাজার ও ইনানী ইসলামী যুব ঐক্য পরিষদ।

    এই দুই সংগঠনের যৌথ উদ্যোগে আজ ১৫ ই আগস্ট রবিবার সকাল ১০:৩০ মিনিট থেকে ৫.০০মিনিট পর্যন্ত ইনানী চারা বটতলী এস,আলম মার্কেটের সামনে অর্থাৎ (মাওলানা জাকের উল্লাহ ফার্মেসীর সামনে) বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পাইন ২০২১অনুষ্ঠিত হয়।

    উক্ত কর্মসূচির মাধ্যমে প্রায় ২ শতাধিক নারী, পুরুষ, শিশু এবং বয়োবৃদ্ধের রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদান বিষয়ক সচেতনতা বিবৃতি প্রদান করা হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওলিউর রহমান

    বক্তব্যে তিনি মাদক ও সমাজের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সংশোধন হতে না পারলে ইনানী ছেড়ে নিজেদের পালিয়ে যাওয়ার জন্য বলেছেন অন্যথায় ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন।

    তিনি ইনানীকে মাদক ও অপরাধ মুক্ত করার জন্য সকলের কাছে আন্তরিক সযোগিতা চেয়েছেন।

    এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক সেলিম উদ্দিন বাপ্পী সহ এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবর্গ।

    আয়োজকরা জানান, তারা দেশব্যাপী বিভিন্ন জেলায় ফ্রি ক্যাম্পেইন করে রক্তদাতাদের একটা বৃহৎ ডাটাবেজ তৈরি করবেন।

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফলে অসঙ্গতি,ক্ষোভে ফুসছে শিক্ষার্থীরা-নুর আহমেদ সিদ্দিকী

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফলে অসঙ্গতি,ক্ষোভে ফুসছে শিক্ষার্থীরা-নুর আহমেদ সিদ্দিকী

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    গত (২০ জুলাই২১) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ ২০১৯ এর ফলাফল প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রকাশিত ফলাফলে পাশের হার দেখানো হয়েছে ৭২ শতাংশ। এই ফলাফলে অসঙ্গতি আছে বলে জানিয়েছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।কাঙ্ক্ষিত ফলাফল না হওয়ায় ক্ষোভে ফুসছে তারা।চট্টগ্রাম সরকারী মহসিন কলেজের বিভিন্ন শিক্ষার্থীদের সাথে আজ (২৭ জুলাই ২১) মঙ্গলবার বিকাল ৩ টার দিকে চট্টগ্রামের বিভিন্ন কলেজের ছাত্রদের সাথে কথা বলে জানা গেছে একটি ডিপার্টমেন্টে ৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২১ জন একই বিষয়ে ফেল করেছে। চট্টগ্রাম সরকারী মহসিন কলেজ থেকে পাস করা জাহেদুল ইসলাম জানান,
    তাদের ডিপার্টমেন্টে মাত্র ৪৫ জন ছাত্র ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছে।কিন্তু তাদের মধ্যে থেকে ২১ জন ছাত্র ছাত্রী একই বিষয়ে ফেল করার কোন মানে হতে পারেনা। যাদের ফেল দেখানো হয়েছে তাদের মধ্যে ভালো ছাত্র ছাত্রীও রয়েছে।নিশ্চয়ই জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ফলাফলে অসঙ্গতি রয়েছে।

    একই কলেজের শিক্ষার্থী জহিরুল বলেন,আমি অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবো।জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমন অসঙ্গতি কখনো মানা যায়না।আজ আমাদের মন ভালো নেই।কেন শিক্ষার্থীদের সাথে এমন আচরণ করা হয়েছে?২০২০ সালে মার্চের ৩০ তারিখ পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও করোনার অজুহাতে পরীক্ষা পেছানো হয়েছে।দেড় বছর পর ফলাফল প্রকাশ করেছে তাতেও অসঙ্গতি এবং মাত্রাতিরিক্ত ফেল আমাদের ডিপ্রেশনে ফেলে দিয়েছে।উচিত ছিল শিক্ষার্থীদের প্রতি সদয় আচরণ করা।

    চট্টগ্রাম সরকারী কলেজের দর্শন বিভাগের ছাত্র ফরিদুল করিম জানান,জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফলে সে সন্তুষ্ট নয়।আশানুরূপ ফল না পাওয়ায় সে ক্ষোভ প্রকাশ করেছে।চট্টগ্রাম সরকারী মহসিন কলেজের দর্শন বিভাগের ছাত্র ইমাম হোসেন জানায়,সে চার বছরে কোন সাবজেক্টে ফেল করেনি।অথচ সম্প্রতি প্রকাশিত ফলাফলে তাকে মনোদর্শন বিষয়ে ফেল দেখানো হয়েছে।সে ক্ষোভ প্রকাশ করে বলে,জাতীয় বিশ্ববিদ্যালয় আদৌ পরীক্ষার খাতা মূল্যায়ন করে কিনা সন্দেহ থেকে যায়।সে অবশ্যই বোর্ড কে চ্যালেঞ্জ করবে বলে জানিয়েছে।

    এ বিষয়ে জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়েরর উপচার্য অধ্যাপক মশিউর রহমান দায় নিতে নারাজ।তিনি বলেন,পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা আর পরীক্ষার খাতা মূল্যায়ন করেছে শিক্ষকরা।উপস্থিত থাকার পরও যদি ফেল আসে তাহলে খতিয়ে দেখা হবে।তিনি আরো জানান,ফলাফলে কোন অসঙ্গতি থাকলে তা পুনঃনিরক্ষণের জন্য ২৯জুলাই বৃহস্পতিবার থেকে ২১ আগস্ট শনিবার রাত ১২ টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

  • কাঠালবাড়ীতে স্পিডবোট ডুবিতে ২৭জনের মৃত্যুতে শোক প্রকাশ-পীর সাহেব চরমোনাই

    কাঠালবাড়ীতে স্পিডবোট ডুবিতে ২৭জনের মৃত্যুতে শোক প্রকাশ-পীর সাহেব চরমোনা

    আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    স্পিডবোট ও বালুর জাহাজ সংঘর্ষে নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপুরণ দিতে হবে
    -মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই

    কাঠালবাড়িতে স্পিডবোট ও নোঙ্গর করা বালুভর্তি জাহাজের সাথে সংঘর্ষে নারী-পুরুষ, শিশুসহ ২৭ জন মানুষ নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।

    আজ এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বহীনতা ও উদাসীনতার কারণে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করে মাওয়া থেকে ছেড়ে যাওয়া স্পিডবোটটি কাঠালবাড়ীতে বালুভর্তি জাহাজের সাথে সংঘর্ষে এমন প্রাণহানির ঘটনা ঘটেছে। মাহে রমজানের শেষপ্রান্তে এমন ঘটনায় নিহতদের পরিবারে যাদের কারণে শোকের ছায়া নেমে এসেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

    তিনি বলেন, দুর্নীতিবাজদের কারণে বার বার একই ঘটনা ঘটলেও ঘটনার আসল রহস্য উদঘাটিত না হওয়ায় দোষীরা ধরা ছোয়ার বাইরে থেকে যায়। তিনি বলেন, নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপুরণ দিতে হবে। পীর সাহেব বলেন, মাওয়া ঘাটসহ দেশের সকল নদীবন্দরের স্পিডবোট এবং সকল নৌযান চলাচলে সরকারী বিধি যথাযথভাবে অনুসরণ করে পরিচালনার জন্য নৌপরিবহন মন্ত্রণালয়, কোষ্টগার্ড ও নৌ-পুলিশকে জবাবদিহিতামূলক প্রত্যেক যানের ছবিসহ যাবতীয় তথ্য সংরক্ষণ করার ব্যবস্থা করতে হবে।

  • আলেম-ওলামাদের ঢালাওভাবে গ্রেফতার ও হয়রানীর কারণে লকডাউন প্রশ্নবিদ্ধ হয়েছে-পীর সাহেব চরমোনাই

    আলেম-ওলামাদের ঢালাওভাবে গ্রেফতার ও হয়রানীর কারণে লকডাউন প্রশ্নবিদ্ধ হয়েছে-পীর সাহেব চরমোনাই

    এইচ এম আলমগীর ইসলামবাদী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    আলেম-ওলামাদের ঢালাওভাবে গ্রেফতার ও হয়রানীর কারণে লকডাউন প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

    আজ এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, দেশের নিরীহ নিরাপরাধ আলেম ওলামাদের গ্রেফতার ও হয়রানীর কারণে সরকারের চলমান লকডাউন কঠোরভাবে সমালোচিত হয়েছে। তিনি বলেন, যে মুহুর্তে মহামারি প্রকট আকার ধারণ করছে, সাধারণ মানুষের জীবনযাত্রা চরম দূর্বিষহ হয়ে উঠছে এবং সর্বত্র মানুষ আতঙ্কিত; এহেন পরিস্থিতিতে আলেম ওলামাদের অযথা হয়রানী নির্যাতন কোনভাবেই মেনে নেয়া যায় না।

    তিনি বলেন, দেশে মাদরাসা শিক্ষকসহ আলেম-ওলামাদের গণহারে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা নেই। পবিত্র রমাযানের শুরুতেই দেশের আলেম-ওলামা ও মাদরাসা শিক্ষকদের সরকার গণহারে গ্রেফতার করছে ও রিমান্ডে নিয়ে নির্যাতন চালাচ্ছে। সরকারের এই আচরণ অত্যন্ত অমানবিক ও দুঃখজনক।

    পীর সাহেব চরমোনাই বলেন, গত কয়েক দিনে সারাদেশে শত শত নিরীহ আলেম-ওলামা, মাদরাসা শিক্ষক ও ছাত্র গ্রেফতার করা হয়েছে। যেকোনো ইসলামবিরোধী ইস্যুতে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রতিবাদ করা দেশের আলেম-ওলামার নৈতিক দায়িত্ব। তাদের এই নৈতিক দায়িত্ব পালনে বাধাদান ও তাদেরকে গ্রেফতার মেনে নেয়া যায় না। তিনি আলেম ও মাদরাসা শিক্ষকদের অবিলম্বে গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবি জানিয়ে গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তির দাবি জানান।

    পীর সাহেব চরমোনাই বলেন, দেশের কোনো শ্রেণিপেশার মানুষই আজ নিরাপদ নয়। বাঁশখালীতে বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং পবিত্র রমজানের ইফতার, সাহরি ও তারাবিহ ঠিক রেখে কর্মঘণ্টা নির্ধারণের দাবিতে আন্দোলন করছিলেন শ্রমিকরা। কেন এবং কোন পরিস্থিতিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশের গুলি চালাতে হলো তা খতিয়ে দেখতে হবে। পবিত্র রমজানে এমন হতাহতের ঘটনা মেনে নেওয়া যায় না।

    পীর সাহেব চরমোনাই নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় নিহত ও আহতদের যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।

  • আলেমদের গ্রেফতার কোনোভাবেই মেনে নেয়া যায় না : চরমোনাই পীর

    আলেমদের গ্রেফতার কোনোভাবেই মেনে নেয়া যায় না : চরমোনাই পী

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    আলেমদের গ্রেফতার কোনোভাবেই মেনে নেয়া যায় না : চরমোনাই পীর
    দেশে আলেমদের গ্রেফতারে চলমান লকডাউন কঠোরভাবে সমালোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

    রোববার (১৮ এপ্রিল ২১) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক গ্রেফতারের পরই এই বিবৃতি আসে।
    বিবৃতিতে চরমোনাই পীর বলেন, ‘দেশের নিরীহ নিরাপরাধ আলেমদের গ্রেফতার ও হয়রানির কারণে সরকারের চলমান লকডাউন কঠোরভাবে সমালোচিত হয়েছে। যখন মহামারি প্রকট আকার ধারণ করছে,
    সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠছে, তখন আলেমদের অযথা হয়রানি-নির্যাতন কোনোভাবেই মেনে নেয়া যায় না।’
    সরকারের আচরণ অমানবিক ও দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে মাদরাসা শিক্ষকসহ আলেমদের গণহারে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা নেই। পবিত্র রমজানের শুরুতেই দেশের আলেম ও মাদরাসা শিক্ষকদের সরকার গণহারে গ্রেফতার করছে ও রিমান্ডে নিয়ে নির্যাতন চালাচ্ছে।’
    যেকোনো ইসলামবিরোধী ইস্যুতে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রতিবাদ করা দেশের আলেমদের নৈতিক দায়িত্ব বলে উল্লেখ করেন মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, তাদের এই দায়িত্ব পালনে বাধা দান ও গ্রেফতার মেনে নেয়া যায় না।’

    উল্লেখ্য, রোববার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ। গ্রেফতার পর তাকে প্রথমে পুলিশের তেজগাঁও বিভাগে নেয়া হয়। সেখানে কিছু সময় রাখার পর তেজগাঁও থানায় নেয়া হয়।

    তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশিদ বলেন, ২০২০ সালে মোহাম্মাদপুরে একটি ভাঙচুরের মামলায় মামুনুলকে গ্রেফতার দেখানো হয়েছে।