Category: টেকনাফ

  • আবছারকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে দাবি তাঁর পরিবারের

    আবছারকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে দাবি তাঁর পরিবারের

    ইব্রাহীম মাহমুদ:- টেকনাফ,

    কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড হলবনিয়া পাহাড় থেকে উদ্ধার হওয়া গলাকাটা লাশ মো. আবছার উদ্দিন(৩৫)কে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে দাবি তাঁর পরিবারের।

    নিহত মোঃ আবছারের পিতা আব্দুল গফুর জানান, গত বৃহস্পতিবার (১৭ মার্চ) তার ছেলে মো. আবছার উদ্দিন সহ স্থানীয় আব্দুল গফুর(৬০)হলবনিয়া পাহাড়ে মহিষ খুজঁতে গেলে আব্দুল গফুর ফিরে আসলেও মো. আবছার উদ্দিন ফিরে আসেনি।

    তিনি আরও জানান,বাহারছড়া হলবনিয়া গ্রামের আব্দুল শুক্কুরের স্ত্রী আজু মেহের(৪০)নামে ওই মহিলা সহ একই এলাকার জাফর আহমদের পুত্র জিয়াউর রহমান ইতি পুর্বেই একটি মহিষের বিষয়কে কেন্দ্রে করে মো.আবছার উদ্দিনকে হত্যার হুমকি দিয়ে আসছিলো।

    ঐ মহিষের ঘটনার বিষয়ে জের ধরে ছেলে মো. আবছার উদ্দিন কে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে বলে দাবি করেন তিনি।

    ঘটনার প্রত্যকদর্শী আব্দুল গফুর(৬০) জানান,বাহারছড়া হলবনিয়া গ্রামের আজু মেহের(৪০) এর বাড়ি থেকে ফিরে পাহাড়ে ডুকার মাঝ পথে হোয়াইক্যং খারাংখালি ০৯ নম্বর ওয়ার্ড কম্বনিয়া পাড়ার নুর মোহাম্মদ(২২) ও মো. আয়াস উদ্দিন(৩৩)সাথে দেখা হলে তারা পাহাড়ে তাদের কে অপেক্ষা করতে বলে।

    সে সময় পাহাড়ে জিয়াউর রহমানের সাথে তাদের দেখা হয়। এক পর্যায়ে মো. আবছারের উদ্দিনের সাথে মহিষের বিষয় জিয়াউর রহমানে সাথে তর্ক হয়। পরবর্তীতে মো. আবছার উদ্দিন কে সে আর খুঁজে পাইনি বলে জানান।

    জানা যায়, গেল শুক্রবার
    (১৮ মার্চ) টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন হলবনিয়া পাহাড় থেকে মো. আবছার উদ্দিনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

    এঘটনায় টেকনাফ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. হাফিজুর রহমান।

  • টেকনাফ উপজেলা বিএমএসএফের বনভোজন ও মিলন মেলা ২০২২ ইং সম্পন্ন

    টেকনাফ উপজেলা বিএমএসএফের বনভোজন ও মিলন মেলা ২০২২ ইং সম্পন্ন

    ইব্রাহীম মাহমুদ:- টেকনাফ প্রতিনিধি,

    সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশের বৃহত্তম সাংবাদিক সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে বার্ষিক বনভোজন ও মিলন মেলা ২০২২ ইং সম্পন্ন হয়েছে।

    (১৬ই মার্চ) দুপুরে টেকনাফ সী বীচ সংলগ্ন এলাকায় আলো রিসোর্টে অনুষ্ঠিত হয় উক্ত বনভোজন ও মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএমএসএফ এর সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির নব -নির্বাচিত সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহিদুল্লাহ
    টেকনাফ ট্রাফিক পুলিশ জোনের ইন্সপেক্টর ফারুক আল মামুন টেকনাফ উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুল কবির টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোলতান মাহমুদ
    বাহার ছড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান ১ হুমায়ূন কাদের
    টেকনাফ পৌরসভা শ্রমিক লীগের সভাপতি জিয়াউর রহমান জিয়া
    টেকনাফ উপজেলার মিনি পিকআপ সমিতির সভাপতি নুরুল আলম
    প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব তাহের নাঈম উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর হোসেন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন রাজ জেলা বিএমএসএফের বনও পরিবেশ সম্পাদক মোসলেম উদ্দিন জেলা সদস্য ফাহাদ আলী সায়েখ আহমেদ সহ টেকনাফ উপজেলা শাখার নেতৃবৃন্দ সভায় সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলার বিএমএসএফের সভাপতি ও নব-নির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কালাম আজাদ।

  • টেকনাফ উপজেলা কৃষক লীগের আনন্দ মিছিল

    টেকনাফ উপজেলা কৃষক লীগের আনন্দ মিছিল

    ইব্রাহীম মাহমুদঃ- টেকনাফ প্রতিনিধি,

    সীমান্ত উপজেলা টেকনাফে বাংলাদেশ কৃষক লীগ টেকনাফ উপজেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।এই উপলক্ষে আজ বুধবার ( ১৬ই মার্চ )
    দুপুরে নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা আনন্দ মিছিল নিয়ে হ্নীলা ইউনিয়ন থেকে গাড়ির বিশাল বহর নিয়ে টেকনাফ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদির সাথে শুভেচ্ছা বিনিময় করতে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আসেন।
    পরে উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নুরুল আলমের সাথে পৌরসভার অলিয়াবাদ যুবলীগ কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন।পরে উপজেলার ৬ ইউনিয়নের কৃষক লীগের সভাপতি ও সম্পাদকবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
    এসময় হাজার হাজার শুভাকাঙ্খীরা নব-নির্বাচিত সভাপতি জাহেদ হোসেন সম্রাট ও সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমানকে অভিবাদন জানান।
    এসময় নব -নির্বাচিত সভাপতি জাহেদ হোসেন সম্রাট বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ কৃষক লীগ টেকনাফ উপজেলা শাখার এই পবিত্র দায়িত্ব অর্পন করায় আমি কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।পাশাপাশি বাংলাদেশ আওয়ামীলীগের যে কোন আন্দোলন সংগ্রামে দলের স্বার্থে সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন‍্য নিরলস কাজ করে যাবো।
    নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান বলেন,বাংলাদেশ কৃষক লীগকে তৃণমূল পর্যায়ে সু-সংঘটিত করতে প্রত‍্যেক ইউনিয়ন পর্যায়ে কমিটির সবাইকে সাথে নিয়ে কাজ করে যাবো।

    এদিকে নব-নির্বাচিত টেকনাফ উপজেলা কমিটির নেতৃবৃন্দরা হ্নীলায় এক আলোচনা সভার আয়োজন করেন।এতে টেকনাফ উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,কৃষকলীগ সহ আওয়ামীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • সংবাদ প্রকাশের পর টেকনাফ তুলাতলীর রাস্তা পরিদর্শনে ইউপি চেয়ারম্যান

    সংবাদ প্রকাশের পর টেকনাফ তুলাতলীর রাস্তা পরিদর্শনে ইউপি চেয়ারম্যান

    টেকনাফ প্রতিনিধি,

    টেকনাফ সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তুলাতলী এলাকার দীর্ঘদিন সংস্কারবিহীন পড়ে থাকা বেহাল রাস্তাটির বিষয়ে জাতীয় ও স্থানীয় বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর স্থানীয় বাসিন্দাদের জনদূর্ভোগ পরির্দশন করেন সদর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ।
    আজ সোমবার(১৪ মার্চ) বিকালে সদর ইউনিয়নের তুলাতলী গ্রামের প্রাচীনতম যোগাযোগের রাস্তার বেহাল চিত্র পরিদর্শনে যান এ জনপ্রতিনিধি।

    এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় মেম্বার শাহ্ আলম শিকদার, টেকনাফ সাংবাদিক ফোরাম’র কার্যকরী সভাপতি মুহাম্মদ জুবাইর, যুবলীগ নেতা নুর কামাল, মোঃ আবদুল্লাহ, যুবনেতা জাফর আলম, মোঃ রফিক, হেলাল উদ্দীন, মোঃ ইউনুছ অভি প্রমুখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
    পরিদর্শন কালে চেয়ারম্যান বলেন, আমি জনগণের ন্যায্য সেবা করার উদ্দেশ্যে জনপ্রতিনিধিত্ব করছি।
    আপনাদের যে কোন সমস্যা আমাকে জানালে আমি তার সমাধানের চেষ্টা করবো। এলাকাবাসীর জনদূর্ভোগের সংবাদ দেখে আমি সরেজমিনে রাস্তাটি পরিদর্শনে আসি,ইনশাআল্লাহ যতদ্রুত সম্ভব জনদূর্ভোগ লাগব করা যায় তার চেষ্ঠা করা হবে।
    তিনি আরও বলেন তুলাতলীর এই রাস্তার টেকশই সংস্কারে প্রয়োজন মোটা অংকের বাজেট। তাই রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় এমপি শাহিন আকতার ও সাবেক এমপি আবদুর রহমান বদিসহ উর্ধ্বতন মহলে প্রস্তাবনা পাঠাবেন বলেন। সহযোগিতা কামনা করেন।


    প্রসঙ্গত: গত ৮ মার্চ থেকে বিভিন্ন গণমাধ্যমে স্বাধীনতার চার যুগ পেরিয়ে গেলেও উন্নয়ন বঞ্চিত টেকনাফের তুলাতলী সড়ক ও “রাস্তার বেহাল দশা, জনদূর্ভোগে এলাকাবাসী শীর্ষক এ হেডলাইনে সংবাদ প্রকাাশের পর মূহুর্তের মধ্যে ভাইরাল হলে ইউপি চেয়ারম্যানের নজরে আসে।

  • টেকনাফে রিয়েলমি মোবাইল শো-রুম উদ্বোধন

    টেকনাফে রিয়েলমি মোবাইল শো-রুম উদ্বোধন

    টেকনাফ প্রতিনিধি,

    টেকনাফ আলো শপিং কমপ্লেক্সে রিয়েলমি মোবাইল ফোন নিয়ে “নাফ ব্রান্ড সপ” এর নতুন শো-রুম উদ্বোধন করা হয়েছে। শো- রোম এর স্বত্বাধিকারী মোহাম্মদ তৈয়ব এর সার্বিক তত্বাবধানে
    আলো শপিং কমপ্লেক্স ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম সাইফী ও বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া ১ম সহসভাপতি আবু সুফিয়ান ফিতা কেটে এবং কেক কেটে উদ্বোধন করেন।

    এ সময় রিয়েলমি কোম্পানি এসিষ্ট্যান্ট সেলস ম্যানেজার ফয়সাল বিন রফিক, আলো শপিং কমপ্লেক্স ব্যাবসায়ী সমিতির সেক্রেটারি মোহাম্মদ ফারুক জামসেদ, মারোত এর উপদেষ্টা সাইফুল হাকিম, টেকনাফ ফারিয়া সভাপতি মিরাস উদ্দিন, নাফ মোবাইল সফট এর স্বত্বাধিকারী মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ আলম, নুরুল মোস্তফা, মোহাম্মদ ইসমাইল( ২) , মোহাম্মদ ফারুক, মোহাম্মদ হেলাল সহ বিভিন্ন প্রতিষ্ঠান এর কর্মকর্তা ও ব্যবসায়ীবৃন্দ।
    এসময় নাফ ব্র‍্যান্ড সপের স্বত্বাধিকারী মোহাম্মদ তৈয়ব জানান রিয়েলমি ব্রান্ড এর যেকোনো মোবাইল সেট ন্যায্য মুল্যে পাওয়া যাবে এই শো-রুমে।

    মোনাজাত শেষে এক প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

  • টেকনাফ উপজেলা নির্বাচন অফিসে টাকা ছাড়া কোন কাজ হয় না বলে অভিযোগ স্থানীয়দের এর মুলহুতা হচ্ছে শহীদ

    টেকনাফ উপজেলা নির্বাচন অফিসে টাকা ছাড়া কোন কাজ হয় না বলে অভিযোগ স্থানীয়দের এর মুলহুতা হচ্ছে শহীদ

    টেকনাফ প্রতিনিধি,

    কক্সবাজার টেকনাফ উপজেলা নির্বাচন অফিসে দরজা বন্ধ করে যে টাকা দেয় তাকে উপরে উঠিয়ে ছবি এবং যাবতীয় ডকুমেন্ট পত্র জমা নেই। এর মূলহুতা শহিদুল ইসলাম অফিস সহকারি। সে দীর্ঘ বছর টেকনাফ নির্বাচন অফিসে যোগদান করার কারণে এই কি অবস্থা সৃষ্টি হচ্ছে বলে এলাকার ভুক্তভোগী লোকজন এ কথা জানান।

    এ শহিদুল ইসলামের কথার ধরণ এমন যে সে একজন প্রধান নির্বাচন কমিশনার তাকে অনতিবিলম্বে টেকনাফ উপজেলা নির্বাচন অফিস থেকে বদলী করা না হলে এলাকার ভুক্তভোগী লোকজন বিহিত ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন এলাকাবাসী। এছাড়া তার অনেক অপকর্মের অনেক তথ্য বিবাহসহ আসবে পরবর্তী পর্বে।

  • টেকনাফ সদর ইউনিয়নে ১নং ওয়ার্ডের ২টি সড়ক উদ্বোধন করলেন সাবেক এমপি বদি

    টেকনাফ সদর ইউনিয়নে ১নং ওয়ার্ডের ২টি সড়ক উদ্বোধন করলেন সাবেক এমপি বদি

    ইব্রাহীম মাহমুদটেকনাফ,

    সীমান্ত উপজেলা টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মিঠাপানির ছড়া ও হাবির ছড়ায় ২টি নির্মানকৃত সড়কের উদ্বোধন করেন সাবেক এমপি বদি।

    আজ রবিবার (১৩ই মার্চ) দুপুরের সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলমের সভাপতিত্বে উখিয়া টেকনাফ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি প্রধান অতিথি হিসেবে সড়ক গুলোর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ,
    উক্ত ওয়ার্ড়ের মেম্বার রশিদ মিয়া, প্রকল্পের ঠিকাদার, ওয়ার্ড়ের সাবেক মেম্বার আহমদ হোসাইন ও লম্ববরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইলসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্প গুলো বাস্তবায়ন করেন

    এ ব্যাপারে উক্ত ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার রশিদ মিয়া জানান, আমাকে জনগণ যে উদ্দেশ্যে নিয়ে ভোট দিয়েছেন, তাদের দীর্ঘদিনের যাতায়াত, শিক্ষা, পানীয় জ্বলের সমস্যা সহ বিভিন্ন সমস্যা সমাধানের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেখানে আমাকে উখিয়া টেকনাফ-৪ আসনের সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদসহ আমার ওয়ার্ডের সমস্যাগুলো সমাধানের জন্য অত্যন্ত আন্তরিক। এভাবে মেম্বার রশিদ মিয়া ১নং ওয়ার্ডে জনসাধারণের মৌলিক সমস্যা, সড়ক, কালভার্ট ও সেতু নির্মাণের কাজ অব্যাহত রাখার জন্য পরিকল্পনা হাতে নিয়েছেন।

  • নোয়াপাড়া রহমানিয়া জামে মসজিদ সংস্কার কাজের উদ্বোধন

    নোয়াপাড়া রহমানিয়া জামে মসজিদ সংস্কার কাজের উদ্বোধন

    ইব্রাহীম মাহমুদঃ- টেকনাফ,

    টেকনাফ উপজেলা সাবরাং ইউনিয়নের ৬নং ওয়ার্ড নোয়াপাড়া রহমানিয়া জামে মসজিদ সংস্কারের উদ্দেশ্যে কাজের উদ্বোধন করা হয়েছে।
    স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে। নোয়াপাড়া রহমানিয়া জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
    সাবরাং ইউনিয়ন ৬নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য জানাব আবুল ফয়েজ মেম্বার।
    উপস্থিত ছিলেন সদ্য শায়িত নোয়াপাড়া রহমানিয়া জামে মসজিদের সভাপতি জানাব হাবিল আহমেদ,নোয়াপাড়া রহমানিয়া জামে মসজিদের সেক্রেটারি জয়নাল আবেদীন।
    নোয়াপাড়া রহমানিয়া জামে মসজিদের সহসভাপতি ও
    টেকনাফ বাস স্টেশন মোবাইল হেভেন -২ এর স্বত্বাধিকারী ওসমান গনি সাহেব।
    সাবরাং দক্ষিণ নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি মোঃ ফারুক।
    ব্যবসায়ী মোঃ শাকের
    মোঃ শফিকুর রহমান।
    সমাজ সেবক বশির ড্রাইভার।
    উপস্থিত ছিলেন নোয়াপাড়া রহমানিয়া জামে মসজিদের ইমাম ও খতিব জানাব মাওলানা মুর্তাজা সাহেব।
    সাবরাং নোয়াপাড়া রহমানিয়া জামে মসজিদের সংস্কারের দায়িত্ব নিলেন সাবরাং দক্ষিণ নয়াপাড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ও সাবরাং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জানাব মাহমুদুর রহমান।
    এসময় উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, আল্লাহর নিকট নামাজ সবচেয়ে উত্তম ও মুক্তির উপায়। মসজিদ নির্মাণ পুন্যের কাজ। মহান রাব্বুল আলামীন নৈকট্য লাভের এক মাত্র মাধ্যমে হলো নিয়মিত নামাজ আদায় করা। শেষে দেশের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে শেষ করা হয়।

  • টেকনাফ মডেল থানায় ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে এসপি হাসানুজ্জামান বলেন মাদক-মানব পাচারকারী দেশ ও সমাজের অভিশাপ

    টেকনাফ মডেল থানায় ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে এসপি হাসানুজ্জামান বলেন মাদক-মানব পাচারকারী দেশ ও সমাজের অভিশাপ

    ইব্রাহীম মাহমুদঃ- টেকনাফ কক্সবাজার প্রতিনিধি,

    পুলিশের প্রধান কাজ জনগনের জানমাল নিরাপত্তা রক্ষা ও অপরাধ দমনে ভূমিকা পালন করা। সমাজের একটা শ্রেণি ও অংশ বিশেষ সিন্ডিকেট করে মাদক ও মানব পাচার করছে। কিশোর ও কম বয়সীদের লোভনীয় ফাঁদের মাধ্যমে মাদক পাচারে জড়াচ্ছে। এসব অপকর্ম দেশের ভাবমুর্তি নষ্ট হচ্ছে। সেইসব অপরাধীরা রাষ্ট্রীয় শক্তির চেয়ে বড়না। তাদের পিছনে যতই ক্ষমতাধর ব্যক্তি থাকনা কেন কারও রেহাই নেই।

    পাশাপাশি মাদক ও মানব পাচারে অর্থদাতাদেরও ছাড় নেই। মাদক ও মানব পাচার প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এজন্য স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। মানব ও মাদক পাচারকারীদের অর্থলগ্নকারীদের ও কোন মতেই ছাড় দেওয়ায় হবে। তাদের ও আইনের আওতায় আনা হবে। এখানে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ক্যাম্প রয়েছে। তারা বাহিরে বাসা বাড়ী নিয়ে থাকলে থানা পুলিশের কাছে তালিকা করে জমা দিন।

    সাথে রোহিঙ্গাদের আশ্রয় দাতাদের ও তালিকা করে জমা দেওয়ার জন্য নির্দেশ দেন। যে কোন বিষয়ে কোন সহযোগিতার প্রয়োজনে আমাকে সরাসরি ফোন বা মসেজ দিন।
    পুলিশি সেবা পেতে লেনদেন বা হয়রানীর শিকার হচ্ছেন কি না তা সরাসরি জানার জন্যই ওপেন হাউজডের আয়োজন। টেকনাফ মডেল থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম।
    তিনি আরও বলেন মাদকবিরোধী, নারীনির্যাতন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে ।
    পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। যারা পুলিশকে ভুল তথ্য দিয়ে হয়রানি করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থ নেওয়া হবে। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে। মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহবান জানান তিনি।
    অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন শুধু আইনশৃংখলা বাহিনীর অভিযানে মাদক প্রতিরোধ করা সম্ভন না।

    এজন্য সামাজিক আন্দোলন প্রয়োজন। আমাদেরকে পারিবারিক ও সামাজিক ভাবে মাদক ও মানব পাচার বিরোধী আন্দোলন গড়ে তুলতে হবে। এজন্য উঠান বৈঠক ও প্রচারনা চালাতে হবে।
    মাদক সংশ্লিষ্টদের বাড়ী চিহ্নিত করে সাইন বোর্ড টাঙ্গানোর দাবী ও তুলেন বক্তারা। এছাড়া সম্প্রতি সদর, বাহারছড়া ও সাবরাং ঘাঁটদিযে মানব পাচার বেড়েছে বলেও বক্তারা বলেন।
    শনিবার(১২মার্চ) বেলা ১১টায় থানা চত্বরে ওপেন হাউজ-ডে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ) সার্কেল শাকিল আহমদ। মডেল থানার তদন্ত কর্মকর্তা আবদুল আলিম, অপারেশন অফিসার খোরশেদ, ট্রাফিক ইন্সপেক্টর ফারুক আল্ মামুন ভুঁইয়াসহ পদস্থ পুলিশ কর্মকর্তা ও উপস্থিত ছিলেন।
    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, পৌর মেয়র হাজী মোঃ ইসলাম, শাহপরীরদ্বীপ আওয়ামী লীগের সভাপতি সোনা আলী, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশের মাহমূদ আলী, বাহারছড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসাইন খোকন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার জাহেদ হোছাইন, সহ-সভাপতি জহির হোসেন এমএ, উপজেলা কমিউনিট পুলিশের সভাপতি মোঃ আলম বাহাদুর, পৌর কমিউনিটি পুলিশের সভাপতি সাইফ উদ্দীন খালেদ।
    উম্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, পৌর কাউন্সিলর কোহিনুর আকতার, হ্নীলা ইউপি মেম্বার মোঃ আলী, মহিলা মেম্বার নাসরিন পারভীন, সাবরাং ইউপি মেম্বার আবুল ফয়াজ, পুরান পল্লান পাড়ার কুলছুমা আকতার, হোয়াইক্যংয়ের আলমগীর চৌধুরী,
    হ্নীলা কমিউনিটি পুলিশের সভাপতি রেজাউল করিম, সাংবাদিক মোঃ আশেক উল্লাহ ফারুকী, নুরুল হোছাইন, নাছির উদ্দীন রাজ, সাইফ উদ্দীন মামুন, শেখ রাসেল, বাহারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফ উল্লাহ, কমিউনিট পুলিশের উপজেলা সাধারন সম্পাদক নজরুল ইসলাম, হোয়াইক্যংয়ের নুরুল আমিন প্রমুখ। স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ইলেক্ট্রনিক্স ও প্রিন্টমিডিয়ার নেতৃবৃন্দরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

  • স্বাধীনতা পরবর্তী উন্নয়নের ছোঁয়া লাগেনি বর্ষায় সাঁতরে-গ্রীষ্মে জঙ্গল কেটে চলছে টেকনাফের তুলাতলী বাসিন্দারা

    স্বাধীনতা পরবর্তী উন্নয়নের ছোঁয়া লাগেনি বর্ষায় সাঁতরে-গ্রীষ্মে জঙ্গল কেটে চলছে টেকনাফের তুলাতলী বাসিন্দারা

    ইব্রাহীম মাহমুদ, টেকনাফ কক্সবাজার প্রতিনিধি,

    স্বাধীনতার ৪ যুগ পেরিয়ে গেলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি টেকনাফ উপজেলার সাগর উপকুলীয় জনবহুল সম্ভাবনাময় পর্যটন এলাকার একটি রাস্তার। বর্ষা মৌসুমে ওই রাস্তায় পানি জমে কোমর ও হাঁটু পর্যন্ত, হয়ে যায় গর্ত। ভরপুর বর্ষায় সাঁতার কেটেই চলতে হচ্ছে হাজারো মানুষকে। এতে বছরের পর বছর চরম দুর্ভোগ পোহাচ্ছেন ওই এলাকার হাজারো বাসিন্দা।

    এ দশা টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের তুলাতলীর জনবহুল একটি সড়কের। যার অবস্থান কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়ক পর্যন্ত প্রায় ১:৫০ কিলোমিটারের রাস্তা।
    ভুক্তভোগী এলাকাবাসীরা বলেন, স্বাধীনতা পরবর্তী উন্নয়নের কাংখিত ছোঁয়া লাগেনি এই রাস্তায়। স্থানীয় জনপ্রতিনিধিরা নির্বাচনের আগে রাস্তাটি সংস্কার পূর্বক পাকা করে দেওয়ার বারংবার প্রতিশ্রুতি দিলেও তা প্রতিশ্রুতিই রয়ে যায়।
    এই রাস্তাটি বেহাল হওয়ার কারণে প্রতিদিনই কয়েক গ্রামের হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
    সরেজমিনে দেখাযায়, দেড় কিলোমিটারের ওই রাস্তায় লোকজন স্বাভাবিক চলাচল করতে পারছে না।

    পায়ে হেঁটে যাওয়াও হয়ে উঠেছে কষ্টকর। এতে চরমভাবে বাধাগ্রস্থ হচ্ছে সাগরে আহরিত মাছ ও উৎপাদিত কৃষী পণ্য বাজারজাত করনে।
    বিশ্ব্যবিদ্যালয়ের ছাত্র জাহেদ উল্লাহ জানান, ‘স্বাধীনতার ৫১ বছরেও আমাদের এ রাস্তায় কাংখিত উন্নয়ন চোখে পড়েনি। আমাদের প্রতিনিয়ত চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ এলাকার মানুষের প্রাণের দাবি, এ কাঁচা সড়কটি যাতে অতি দ্রুত সংস্কার করে পাকা রাস্তায় উন্নিত করা হয়।
    কৃষিরানী রহিমা আক্তার বলেন, ‘এই রাস্তা দিয়ে আমাদের ছেলেমেয়েদের স্কুলে যেতে হয়। তবে একটু বৃষ্টি হলেই পানি জমে থাকে। সে সময় পায়ে হেঁটেই যাওয়ায় কষ্টকর হয়।
    স্থানীয় বাসিন্দা মাওলানা নুর হোছাইন ও আহমদ হোছাইন জানান, কোনো রোগী বা গর্ভবতী নারীদের হাসপাতালে ও মৃতদের দাফন কাফনে কবরস্থানে নিয়ে যেতে চাইলে বিপদে পড়তে হয়। এলাকায় কেই মৃত্যু বরণ করলে কয়েক ঘন্টা লোকজন নিয়ে ঝোপজঙ্গল পরিস্কার করতে হয়।
    স্থানীয় সুত্রে আরও জানা যায়, জনসংখ্যার দিকে ওই গ্রামের প্রায় ১/২ হাজার লোকের চলাচলের পাশাপাশি বঙ্গোপসাগরে মাছ শিকারের যাওয়ার জন্য অতি গুরুত্বপূর্ণ সড়ক এটি। প্রতিদিন জেলেরা আসা যাওয়া করে এই সড়ক দিয়ে। অথচ টেকনাফ সদরের তুলাতলি গ্রামের এই সড়কটিতে উন্নয়নে কোন ছোঁয়া লাগেনি। দেখলে মনে হয় অভিভাবকহীন এ সড়ক। অন্যান্য গ্রামের সড়কের চাইতে এ সড়কটি অতিগুরুত্বপূর্ণ। জন চলাচলের এরাস্তাটির বেহাল অবস্থা হওয়ায় এলাকার জনসাধারনের নানামুখী সমস্যায় জর্জরিত।স্বাধীরতার ৫১ বছর পেরিয়ে গেলেও এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। পূর্ব পশ্চিম এ রাস্তাটি হচ্ছে স্থানীয় আজল নামের দোকান হতে মৃত মাওঃ আদুল মজিদের বাড়ির সামনে থেকে সমুদ্র সৈকত তথা কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ পর্যন্ত রাস্তাটির এমন নাজুক অবস্থা। প্রায় দেড় কিলোমিটারের বেশী রাস্তাটি দ্রুত বাস্তবায়নের দাবী উঠেছে সাধারন এলাকাবাসীর মধ্যে। তাই রাস্তাটি উন্নয়ন ও সংস্কার করে বর্ষা মৌসুমে জনদূর্ভোগ কমাতে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। যদি এই মৌসুমে রাস্তাটি উন্নয়ন করা না হয় তাহলে বর্ষা মৌসুমে মানুষের চলাচলে দূর্দশা চরমে পৌছবে বলে আশংকা করছে এলাকাবাসী। রাস্তাটি উন্নয়ন ও সংস্কার হলে সমুদ্রে মৎস আহরন, কৃষকদের যাতায়তে সহজতর হবে। ফলে মানুষের প্রয়াজনীয় ক্ষেত খামারের তরি তরকারী ও মৎস্য সহজেই বাজারজাত করনে বাঁধা গ্রস্ত হচ্ছে। এতে মানুষের আয় বাড়ার পাশাপাশি সরকারের বাড়বে রাজস্ব আয়। সদরের সবক‘টি গ্রামে উন্নয়নের ছোঁয়া লাগলে ও দীঘ বছর ধরে এ গ্রামটি উন্নয়নের আলো থেকে বঞ্চিত হচ্ছে। বিগত কয়েক বছরে একাধিকবার মাটি দিয়ে কিছুটা সংস্কারের চেষ্টা করলেও বর্ষার মৌসুমে ফের মাঠি সরে যাওয়ায় পূর্বের অবস্থায় ফিরে যায় রাস্তাটি। বর্ষা মৌসুমে ঐ রাস্তাদিয়ে স্কুল, কলেজ, মাদরাসায় পড়–য়া শিক্ষার্থীদের বিপদজনক অবস্থায় যাতায়াত করতে হয়।
    ওয়ার্ড যুবলীগ নেতা নুরুল কবির জানান, বহু যুগ থেকে স্থানীয়দের চলাচলের একমাত্র রাস্তা ছিল এটি। যাতায়াত ব্যবস্থা ভালো না থাকায় শুষ্ক মৌসুমে কোন রকম হাঁটা চলাচল করতে পারলেও বর্ষা মৌসুমে অতি কষ্টে গ্রামবাসীর চলাফেরা করতে হয়।
    তুলাতলী গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়, ৩টি জামে মসজি ও ফোরকানিয়া, নূরানী মাদরাসাসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। রাস্তা সংস্কার না হওয়ার কারণে মুসল্লী ও শিক্ষার্থীরা রয়েছেন বিপাকে।
    এ প্রতিবেদক সরেজমিনে গেলে স্থানীয় মুরব্বীরা জানান, রাস্তাটির সংস্কার হলে প্রচুর রাজস্ব আয় ও জনসাধারনের কষ্ট অনেকটাই লাগব হতো। বর্তমানে রাস্তাটি বালুমাটি দ্বারা এবং অনেকাংশ ঝোপ জঙ্গলে পরিনত হওয়ায় দিনের বেলায়ও ঐ রাস্তা দিয়ে চলাচলে ভীতিকর অবস্থায় পড়তে হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে টিলা ও বৃষ্ঠির পানি ঐ রাস্তাদিয়ে চলাচলের কারনে হাঁটু, কোমর পরিমাণ পর্যন্ত পানি জমে যায়। ফলে জনসাধরনকে পড়তে দূর্ভোগে। বিশেষ করে মহিলাদের কষ্ট বেড়ে যায়। এজন্য স্থানীয় সাংসদ ও সাবেক সাংসদ, উপজেলা চেয়ারম্যান এর সু-দৃষ্টি কামনা করছি।
    স্থানীয় সমাজ সেবক মোস্তাক আহমদ জানান, বর্ষায় পানি চলাচল ও শুকনা মৌসুম ঝোপড়ি থাকায় অনেক কষ্ট হয়। রাস্তাটি সংস্কার না করায় এলাকার মানুষ খুব কষ্টে রয়েছেন। বর্ষার সময় বৃষ্টির পানি জমে চলাচলে একদম অনুপযোগী হয়ে পড়ে। সড়কটি সংস্কার করা খুবই জরুরি। এজন্য এলাকার সব য়সের লোকেরা স্থানীয় র্বতমান সাংসদ শাহিন আকতার ও সাবেক সাংসদ আবদুর রহমান বদি, উপজেলা চেয়ারম্যান নুরুল আলম এর দৃষ্টি কামনা করেছেন।।
    স্থানীয় মেম্বার শাহ আলম জানান, সড়কটি উন্নয়নের জন্য বড় বাজেট প্রয়াজন। সংশ্লিষ্টদের সাথে কথা বলে উন্নয়নের জন্য উদ্যোগ নেয়া হবে।
    ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ জানান, আমি কয়েক মাস হলো চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্বপালন করছি। ইতি মধ্যে সদরের জমিদারী কাঁড়িসহ বেশ কয়েকটি রাস্তায় উন্নয়ন কাজ চলছে। শীঘ্রই তুলাতলীর রাস্তার কাজও শুরু হবে।