Category: টেকনাফ

  • কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং সাম্মা পাড়ার শিশুসহ একই পরিবারের ৫ জন ইসলাম ধর্ম গ্রহণ

    কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং সাম্মা পাড়ার শিশুসহ একই পরিবারের ৫ জন ইসলাম ধর্ম গ্রহণ

    ইসমের বিজয়

    টেকনাফ উপজেলার হোয়াইক্যং বৌদ্ধ ধর্মাবলম্বী একই পরিবারের ৫ জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।ধর্মান্তরিতরা হলেন টেকনাফ হোয়াইক্যং সাম্মা গ্রামের মৃ’ত সুধীর চন্দ্র সিংহের ছেলে প্রভাষক অমর সিংহ (৫২), তার স্ত্রী শিবানী সিংহ (৩৭), ছেলে দীপ্ত সিংহ (১৭ বছর ৯ মাস), ইমন সিংহ (১৬ বছর ৮ মাস) ও মে’য়ে পুষ্পিতা সিংহ (২ বছর)।

    জানা যায়, প্রভাষক অমর সিংহ (৫২) ও তার পরিবারের সদস্যরা ইসলামের প্রতি আকৃ’ষ্ট হয়ে স্বপরিবারে ইসলাম ধর্ম গ্রহণে আ’গ্রহী হন। এরই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার কক্সবাজার জেলা সিনিয়র জু’ডিশিয়াল ম্যা’জিস্ট্রেটের আ’দালতে স্ব-শ’রীরে হাজির হয়ে পরিবারের ৫ সদস্য ইসলাম গ্রহণ করেন।

    এ সময় তারা বিজ্ঞ সিনিয়র জু’ডিশিয়াল আ’দালতের ম্যা’জিস্ট্রেট মুহাম্ম’দ জালাল উদ্দিনের সম্মুখে হলফনামায় স্বাক্ষর করেন। হলফকারীকে শনাক্ত করেন আ’দালতের আইনজীবি অ্যাডভোকেট মোঃ শাহ আলম।

    ধর্মান্তরিত হওয়ার পর অমর সিংহ এর পরিবর্তে ওমর ফারুক, তার স্ত্রী শিবানী সিংহের শিরিন সুলতানা, ছেলে দীপ্ত সিংহের আহমেদ দাউদ দীপ্ত, ইমন সিংহের আহমেদ ইমতিয়াজ ইমন ও মে’য়ে পুষ্পিতা সিংহের নাম সামিয়া নূর রাখা হয়।

    ওমু’সলিম থেকে মু’সলিম হওয়া হোয়াইক্যং বাজারের কলেজের প্রভাষক ওমর ফারুক জানান, দীর্ঘদিন থেকে মু’সলমানদের রীতি-নীতি পর্যালোচনা করে আল্লাহ এবং প্রিয় নবী হযরত মোহাম্ম’দ (সা.) প্রতি বিশ্বাস রেখে স্ব-পরিবারে বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করি”। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

    আল্লাহ তা’য়ালা তাদের জানে মালে বরকত দান করুক,, আমিন।

  • টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

    টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

     

    টেকনাফে অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

    গতকাল রবিবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রঙ্গীখালী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

    আটককৃত মাদক কারবারিরা হলেন, কক্সবাজার সদরের মোহাজের পাড়া এলাকার জয়নাল আবেদীন সুফির ছেলে সোহেল (১৯) ও উখিয়ার বালুখালী পশ্চিম পাড়া এলাকার মৃত আব্দুল আমিনের ছেলে মোঃ জুনায়েদ (১৯)।

    র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব অভিযান পরিচালনা করে টেকনাফের হ্নীলার রঙ্গীখালী গ্রামের মইন উদ্দিন কলেজের বিপরীতে টেকনাফ-কক্সবাজার মেইন রোডের পূর্ব পাশ সংলগ্ন ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করলে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুইজন মাদক কারবারী ব্যাগসহ পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী র‍্যাব তাদের ধৃত করে। এসময় তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশী করে মোট ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

    পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা স্বীকার করে তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফ এর সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

    তিনি বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • টেকনাফ উপজেলার হ্নীলা ইউপি নির্বাচনে আবাও নৌকার প্রতিক নিয়ে নির্বাচন করতে চাই রাশেদ মাহমুদ আলী

    টেকনাফ উপজেলার হ্নীলা ইউপি নির্বাচনে আবাও নৌকার প্রতিক নিয়ে নির্বাচন করতে চাই রাশেদ মাহমুদ আলী

    এইচ এম তাওহীদের প্রতিবেদক

     

    কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার আসন্ন হ্নীলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে প্রার্থী হতে চান বর্তমান চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।

    তিনি উখিয়া-টেকনাফ আসন থেকে নির্বাচিত আ’লীগ দলীয় সাবেক সংসদ সদস্য, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও টেকনাফ উপজেলা আ’লীগের সভাপতি মরহুম অধ্যাপক মোহাম্মদ আলীর মেজ ছেলে ও হ্নীলা ইউনিয়ন আ’লীগের সভাপতি ।

    রাশেদ মাহমুদ আলী বলেন, আওয়ামী লীগ পরিবারের সন্তান হিসেবে, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকে প্রাণপ্রিয় সংগঠন আওয়ামী লীগ তথা জননেত্রী শেখ হাসিনার পক্ষে আন্দোলনে মাঠে ছিলাম, সামনেও থাকব ইনশাআল্লাহ।

    তিনি বলেন, এলাকার জনগণের চাওয়া ও দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা অনুযায়ী আগামী নির্বাচনে আমি আবারও অংশ নিতে চাই। দল আমাকে নৌকা প্রতীক দিলে আবারও বিপুল ভোটে নির্বাচিত জয় হব ইনশাআল্লাহ। মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ২নং হ্নীলা ইউনিয়নকে।

  • টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী তারেক মাহমুদ রনির দু’আ কামনা করেছেন

    টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী তারেক মাহমুদ রনির দু’আ কামনা করেছেন

    কক্সবাজার জেলা প্রতিনিধি।

     

    আসছে ২৫ ফেব্রুয়ারি, ২০২১ টেকনাফ উপজেলা ছাত্রলীগের বহুল প্রতীক্ষিত সম্মেলন। এ আকাঙ্ক্ষিত সম্মেলনকে ঘিরে হাজার হাজার তৃণমূল কর্মীদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস উদ্দীপনা। ঝিমিয়ে পড়া হাজার হাজার নেতাকর্মী এখন উজ্জীবিত। সবাই সোস্যাল মিডিয়া সোচ্চার হয়ে নেতৃত্বের পরিবর্তনের কথা বলে পোস্ট করছেন।

    দক্ষিণ এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন ও শিক্ষা শান্তি প্রগতি এর ধারক বাহক এর নাম বাংলাদেশ ছাত্রলীগ। দেশের বিভিন্ন পর্যায়ে এই সংগঠনের সুনাম অক্ষুণ্ণভাবে জড়িয়ে আছে।
    এই সংগঠনের অন্যতম ও গুরুত্বপূর্ণ একটি শাখার নাম কক্সবাজার জেলার আওতাধীন টেকনাফ উপজেলা।

    শিক্ষা শান্তি প্রগতি এই ছায়াতলে হাজার হাজার নেতাকর্মীর স্থান রয়েছে এই অঞ্চলে। এই অঞ্চলের গুরুত্বপূর্ণ একজন সুশিক্ষিত ও মার্জিত ছাত্রনেতার নাম তারেক মাহমুদ রনি। যার জন্ম আওয়ামীলীগ পরিবারের। সদ্য প্রয়াত সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ আলীর কনিষ্ঠ পুত্র তারেক মাহমুদ রনি
    এছাড়া তিনি কক্সবাজার জেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদকের এই গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন।
    আওয়ামীলীগ পরিবারের এই ছাত্রনেতা যেমন এক পরিচ্ছন্ন ছাত্রলীগ নেতা তেমনি কর্মীদের জন্য এক নিবেদিত প্রাণ।
    তারই ধারাবাহিতায় আগামী ২৫ শে ফেব্রুয়ারি টেকনাফ উপজেলা ছাত্রলীগের সম্মেলন ও কাউন্সিল এর সভাপতি পদপ্রার্থীর একজনের নাম এই তারেক মাহমুদ রনি। তিনি সভাপতি পদপ্রার্থী হিসেবে আগাম ঘোষনা দিয়েছেন এবং টেকনাফের সর্বস্তরের জনগণের কাছে দোয়া চেয়েছেন।
    এছাড়া কর্মীবান্ধব ছাত্রলীগ নেতা হিসেবে রনি যেন সবার কাছে এক উজ্বল নক্ষত্র। কক্সবাজার জেলা আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের এক চোখের মনি তারেক মাহমুদ রনি। তাই পদপ্রার্থী পছন্দের তালিকার তুমুল শীর্ষে রেখেছে এই ছাত্রনেতাকে।

  • টেকনাফে বসত বাড়ি থেকে মাদক ইয়াবার উদ্ধার

    টেকনাফে বসত বাড়ি থেকে মাদক ইয়াবার উদ্ধার

    টেকনাফ সদর, প্রতিনিধি।

     

    টেকনাফে মালিকবিহীন ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
    তবে এসময় কোন ইয়াবা ব্যবসায়ীকে আটক করতে পারেনি পুলিশ।

    ১৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ভোর রাতে টেকনাফ উপজেলার অন্তর্গত হোয়াইক্যং ইউনিয়ন খারিঙ্গাঘোনা এলাকা থেকে ইয়াবার এই চালানটি উদ্ধার করতে সক্ষম হয়।

    অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার (ওসি) হাফিজুর রহমান বলেন,গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি টেকনাফ হোয়াইক্যং ইউনিয়ন খারিঙ্গাঘোনা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন’র বসত বাড়িতে ইয়াবার একটি চালান মজুদ রয়েছে। উক্ত সংবাদের তথ্য অনুযায়ী, এসআই মুজিবর এর নেতৃত্বে পুলিশের একটি দল ঐ বাড়িতে অভিযান পরিচালনা করে ঘরের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২০ হাজার ইয়াবাবর্তী একটি পোটলা উদ্ধার করা হয়।

    তিনি আরো জানান, এই অভিযানটি পরিচালনা করার সময় পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক মাদক কারবারী ‘আনোয়ার’ কৌশলে পালিয়ে যায়।
    উদ্ধারকৃত ইয়াবার চালানের সাথে জড়িত থাকার অপরাধে আনোয়ারকে পলাতক আসামী করে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।

  • টেকনাফে পুলিশের অভিযানে ইয়াবাসহ এক নারী আটক

    টেকনাফে পুলিশের অভিযানে ইয়াবাসহ এক নারী আটক

    টেকনাফ প্রতিনিধি।

    কক্সবাজারে টেকনাফে পৌরসভা শাপলা চত্বর টমটম গাড়িতে অভিযান চালিয়ে ৩ হাজার ও নগদ ১ লাখ টাকাসহ এক মহিলা পাচারকারীকে আটক করেছে পুলিশ। আটককৃত আসামী হল, সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার মোঃ জয়নাল এর স্ত্রী রাশেদা বেগম (৩০)।

    ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৫ টার সময় টেকনাফ পৌরসভা শাপলা চত্বর থেকে এসব ইয়াবাসহ আটক করা হয়।

    বিষয়টি নিশ্চত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান বলেন, মঙ্গলবার বিকালে গোপন সংবাদে খবরে থানা পুলিশের এসআই বাতেন, জায়েদ সানাউল-এর নেতৃত্বে একটি দল টেকনাফ পৌরসভা শাপলা চত্বরে টমটম গাড়িতে অভিযান চালিয়ে এক নারীকে আটক করে। এসময় তার সাথে থাকা ব্যাগের ভেতর থেকে ৩ হাজার পিস ইয়াবা ও নদগ এক লাখ টাকা উদ্ধার করা হয়।

    তিনি বলেন, আটককৃত নারীর বিরুদ্ধে মাদক মামলা দিয়ে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে।

  • টেকনাফ সওতুল হেরা সোসাইটিকে ল্যাপটপ উপহার দিলেন ইউএনও সাইফ

    টেকনাফ সওতুল হেরা সোসাইটিকে ল্যাপটপ উপহার দিলেন ইউএনও সাইফ

    ইকবাল আজিজ, টেকনাফ প্রতিনিধি

     

    টেকনাফ উপজেলার সামাজিক উন্নয়নমূলক সংগঠন সওতুল হেরা সোসাইটির সদস্যদের হাতে ল্যাপটপ উপহার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সাইফ ।

    ৭ই ফেব্রুয়ারি প্রশাসনিক ভবনের ইউএনও কার্যালয়ে সংগঠনের সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
    এতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাহমুদুল্লাহ রিয়াদ, কেন্দ্রীয় সেক্রেটারি মাওঃ ইবরাহিম রাহি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওঃ ইকবাল আজিজ, টেকনাফ সদর সভাপতি মাওঃ ইউছুফ কাদের, সাবরাং ইউনিয়ন সভাপতি মাওঃ নুর ফাইসাল ও আব্দুস সালাম প্রমুখ ।সাংগঠনিক কার্যক্রম অগ্রগতি লক্ষ্যে সাইফুল ইসলাম সাইফ (ইউএনও) বলেন, মহামারী করোনাকালীন ও দুর্যোগপূর্ণ কঠিন পরিস্থিতিতে টেকনাফ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন সওতুল হেরা সোসাইটি, সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় সাংগঠনিক কার্যক্রম আরো গতিবৃদ্ধির লক্ষ্যে তাদের সারপ্রাইস । আশা করি, বন্ধন অটুট থাকলে এমন সংগঠন সামাজিক কাজে অগ্রণী ভূমিকা রাখবে, আমি তাদের সফলতা কামনা করি ।
    তিনি আরো বলেন, গত ৫ নভেম্বর ২০১৯ তারিখ হতে টেকনাফ উপজেলার প্রসাশনিক (ইউএনও) দায়িত্ব পালন করে আসছি, সুত্রে জানতে পারি বান্দরবান জেলায় এডিসি হিসেবে পদুন্নীত হয়েছি । কালের পরিবর্তনে বিদায় শব্দটি খুব বেদনাময়, তারপরও সময়ে চলে যেতে হয়। অতএব সকলের ভালোবাসা ও দেওয়া একান্ত কামনা ।

    সভাপতি জানান, দীর্ঘ এক বছরের অধিক আমরা টেকনাফ উপজেলা ভিত্তিক সামাজিক উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী বিভিন্ন কাজ করে আসছি, প্রশাসনিক, সামাজিকসহ আরো ব্যক্তিগতভাবে যারা আমাদেরকে সহযোগিতা করে আসছেন সবাইকে ধন্যবাদ ।
    বিশেষ করে, ইউএনও সাইফুল ইসলাম সাইফ আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন যা সহজে ভুলার নয় ।

    তাহার বদলিতে আমরা সওতুল হেরা পরিবার গভীর মর্মাহত, আর পদোন্নতিতে অনেক খুশি, দোয়া করি আল্লাহ যেন তাহাকে উত্তম বদলা দান করে এবং মর্যাদা সম্পন্ন করে ।

  • কর্মসৃজন প্রকল্পের কাজে বদলে যাচ্ছে টেকনাফ ২ নং হ্নীলা ইউনিয়নের মেঠোপথ

    কর্মসৃজন প্রকল্পের কাজে বদলে যাচ্ছে টেকনাফ ২ নং হ্নীলা ইউনিয়নের মেঠোপথ

    ওসমান আল-হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি।

     

    কক্সবাজার টেকনাফ ২ নং হ্নীলা ইউনিয়নে চলতি ২০২০-২১ইং অর্থবছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী ১ম পর্যায়ে ৩৮০জন শ্রমিক এবং ৩০লাখ ৬০হাজার টাকার বিনিময়ে প্রত্যন্ত এলাকায় ১০টি সড়ক সংস্কার এবং নতুন করে নির্মাণের ফলে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ এই প্রকল্পের টাকায় অনিয়ম-দূর্নীতি না হলে দুঃসময়ে দরিদ্র মানুষের যেমন কর্মসংস্থান হয় তেমনি গ্রামীণ অবকাঠামোর উন্নয়নও ঘটে। আগামীতে এই ব্যাপারে আরো সর্তক থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।

    জানা যায়, চলতি ২০২০-২১ইং অর্থ বছরের কর্মসৃজন প্রকল্প ১ম পর্যায়ে ৪০দিনের কাজে হ্নীলা ইউনিয়নে ৯টি প্রকল্পের মাধ্যমে মরিচ্যাঘোনা আব্দুল জাব্বার সিকদার রোড হতে পশ্চিমে দপ্তরী কবিরের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ। স্থানীয় ইউপি মেম্বার বশির আহমদ ৩৫জন শ্রমিক এবং ২লাখ ৮০হাজার টাকার বিনিময়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করেছেন।
    এই ব্যাপারে স্থানীয় বাসিন্দা দপ্তরী কবির,আব্দু রহিম,আলমূল মোস্তফা,শাহ আলম,হাসিনা বেগম জানান, এই রাস্তাটি নির্মাণ হওয়ার ফলে আমরা সহজে প্রয়োজনীয় পণ্যাদি নিয়ে যাতায়াত করতে পারব এবং ছেলে-মেয়েরা বর্ষাকালে স্কুল-মাদ্রাসায় যেতে পারবে। এইজন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।
    নাইক্ষ্যংখালী মুসলিম পাড়া ব্রীজ হতে নবনির্মিত আশ্রয় কেন্দ্র হয়ে পূর্বদিকে বেড়িবাঁধ পর্যন্ত রাস্তা নির্মাণ। ফরিদুল আলম মেম্বার ৪০জন শ্রমিক এবং ৩লাখ ২০হাজার টাকার বিনিময়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করেছেন। স্থানীয় উপকারভোগী হেলাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, কালাইয়া, ছৈয়দ আলম, জাহেদা বলেন এই প্রকল্প লুটপাট প্রকল্প নামে পরিচিত থাকলেও আমাদের এলাকায় এইবার চোখে পড়ার মতো কাজ হয়েছে।

    মাষ্টার সাবেকুন নাহারের বাড়ি হতে পূর্বদিকে চৌধুরী বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ এবং প্রধান সড়ক হতে ঊলুচামরী কোনার পাড়া ব্রীজ পর্যন্ত রাস্তা পূনঃ নির্মাণ। সংরক্ষিত মহিলা মেম্বার নাসরিন পারভীন ৯৫জন শ্রমিক এবং ৭লাখ ৬০হাজার বিনিময়ে এই প্রকল্প ২টি বাস্তবায়ন করেছেন। স্থানীয় বাসিন্দা নাসির উদ্দিন, জাফর, সফিক, ছৈয়দুল আমিন, আতিক, স্কুল কর্মচারী সাইফুল বলেন, গুরুত্বপূর্ণ এই সড়ক ২টি একটি গ্রামের মানুষের চলাফেরার ভেঅগান্তি দূর করেছে আরেকটি হ্নীলা ফুলের ডেইল এবং গুহাফার মধ্যে যোগাযোগ সহজ করে দিয়েছে।

    পশ্চিম পানখালী উত্তর পাড়া বেলালের বাড়ি হতে উত্তর-পশ্চিম দিকে আবুল বশরের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ। হোছাইন আহমদ মেম্বার ৩৫জন শ্রমিক এবং ২লাখ ৮০হাজার টাকার বিনিময়ে এই প্রকল্প বাস্তবায়ন করেছেন। স্থানীয় বাসিন্দা বেলাল, মোঃ আলম, খলিল আহমদ, মৌঃ শব্বির, জহর আলী বলেন, বর্ষাকালে ভাঙ্গা পুকুরের পাড় দিয়ে চলাফেরা করা খুবই কষ্টকর ছিল। এই রাস্তাটি সংস্কারের ফলে আমাদের যোগাযোগ ব্যবস্থা সহজতর হয়েছে।

    লেচুয়াপ্রাং মত্তিকাটা (ইসলাম মিয়ার বাড়ি হতে লেচুয়াপ্রাং কবর স্থান পর্যন্ত) রাস্তা পূনঃ নির্মাণ। প্যানেল চেয়ারম্যান আবুল হোছন মেম্বার ৩৫জন শ্রমিক এবং ২লাখ ৮০হাজার টাকার বিনিময়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করেছেন। স্থানীয় ইসলাম মিয়া, ফরিদ, সলিম, রহিম উল্লাহ বলেন, আমরা কৃষি কাজ ও পাহাড়ে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করি। এই সড়কটি নির্মাণ ও সংস্কারের ফলে আমাদের ক্ষেতে উৎপাদিত পণ্য পরিবহনে সহজতর হয়েছে।

    লেদা পুছিঙ্গা পাড়া (এইচকে আনোয়ারের প্রজেক্টের রাস্তা হতে দক্ষিণে লেদা খাল পর্যন্ত) পুনঃ রাস্তা নির্মাণ। নুরুল হুদা মেম্বার ৩৫জন শ্রমিক এবং ২লাখ ৮০হাজার টাকার বিনিময়ে এই প্রকল্প বাস্তবায়ন করছেন। স্থানীয় আবুল কালাম, তৈয়ম গোলাল, নাগু মিয়া, জসিম বলেন, এই রাস্তাটি নির্মাণের ফলে আমাদের চলাফেরা সহজ হয়েছে।

    খন্ডার কাটা আমির আলীর বাড়ি হতে উত্তর দিকে নুর নবীর বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ। সংরক্ষিত মহিলা মেম্বার ফরিদা বেগম ৩৫জন শ্রমিক এবং ২লাখ ৮০হাজার টাকার বিনিময়ে এই প্রকল্প বাস্তবায়ন করছেন। স্থানীয় গৃহবধু মুন্নী, বৃদ্ধা সলেমা, কৃষক ছৈয়দ নুর বলেন, আমরা দীর্ঘদিন ধরে চলাচলের রাস্তা নিয়ে কষ্টে ছিলান। গাড়ি চলতে না পারায় কোন রোগী পরিবহনে ভোগান্তি পোহাতে হত। এখন ইনশল্লাহ আমাদের জন্য ভাল হয়েছে।

    মধ্যম দমদমিয়া সোনা মিয়ার বাড়ি হতে জাফরের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার। মোহাম্মদ আলী মেম্বার ৩৫জন শ্রমিক এবং ২লাখ ৮০হাজার টাকার বিনিময়ে এই প্রকল্প বাস্তবায়ন করছেন। সোনা মিয়া, নুর কবির, নুর নাহার বলেন, এই রাস্তাটি সংস্কারের ফলে ক্ষেত-খামার এবং স্কুল-মাদ্রাসায় যেতে ছেলে-মেয়ে ও লোকজনকে আর ভোগান্তি পোহাতে হবেনা।

    লেদা বিওপি ক্যাম্পের পেছনে নুর মোহাম্মদের বাড়ি হতে উত্তর দিকে নাজির হোছনের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ। সংরক্ষিত মহিলা মেম্বার মর্জিনা আক্তার ৩৫জন শ্রমিক এবং ২লাখ ৮০হাজার টাকার বিনিময়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করেছেন। স্থানীয় বাসিন্দা নবী হোছন, মোবারক, জাফর, ঈমান হোছন বলেন এই সড়কটি নির্মাণের ফলে দুই গ্রামের মধ্যে যাতায়াত সহজ হল।

    এই ব্যাপারে ২ নং হ্নীলা ইউপি সচিব শেখ ফরিদুল আলম জানান, এসব প্রকল্প সমুহ অনিয়ম-দূর্নীতির উর্ধ্বে উঠে এসব প্রকল্প বাস্তবায়নে এমপি,উপজেলা চেয়ারম্যান ও ইউএওর নির্দেশনায় এবং চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীর তত্ত্বাধানে ১ম পর্যায়ে ৪০দিনব্যাপী এই কর্মসংস্থান কর্মসূচীর মাধ্যমে অতিদরিদ্রদের কর্মসংস্থান হয়েছে। পাশাপাশি গ্রামীণ জনপদের রাস্তা-ঘাটের উন্নয়ন ঘটেছে। আমি মনে করি এই প্রকল্প এই ইউনিয়নে সফলভাবে বাস্তবায়ন হয়েছে।
    হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন,আমি জনগণের সেবার জন্য বাবার স্বপ্ন নিয়ে জনসেবায় এসেছি। তাই সরকারী বরাদ্ধ সমুহ সাধারণ মানুষের কল্যাণে ব্যবহারের জন্য সচেষ্ট রয়েছি বলে আজ এই প্রকল্প সরেজমিনে তদারকির মাধ্যমে গ্রামীণ জনপদে সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থার উন্নতি হয়েছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।

  • টেকনাফ ইসলামী আন্দোলন নেতা আলহাজ্ব নজির আহমদ এর ইন্তেকাল, জানাজা সম্পন্ন

    টেকনাফ ইসলামী আন্দোলন নেতা আলহাজ্ব নজির আহমদ এর ইন্তেকাল, জানাজা সম্পন্ন

    প্রফেসর রাশেদ আনোয়ার, প্রতিবেদক

     

    ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলার সম্মানিত উপদেষ্টা, সাবেক উপজেলা সহ-সভাপতি, আন্দোলনের টেকনাফ পৌরসভার সাবেক সভাপতি, বাংলাদেশ মুজাহিদ কমিটি টেকনাফ উপজেলার সাবেক সদর জনাব আলহাজ্ব নজির আহমদ আজ রোববার ভোর ৫:৩০ টা সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
    মরহুম টেকনাফের আলহাজ্ব আব্দুল মজিদ’র (প্রকাশ দেওয়াল হাজী) তৃতীয় সন্তান।
    তাহার মৃত্যুতে কক্সবাজারের ইসলামী আন্দোলন পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। একান্ত প্রিয় অভিভাবককে হারিয়ে ইসলামী আন্দোলন শোকে আচ্ছন্ন।
    মরহুমের নামাজে জানাযা আজ আসরের নামাজের পর অনুষ্ঠিত হয়। জানাযা নামাযের পর হাতিয়ার ঘোনা কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। জানাযা নামাযের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কক্সবাজার জেলা সেক্রেটারী মাওলানা মোহাম্মদ শোয়াইব, জামেয়া দারুস সুন্নাহ হ্নীলার সদরে মুহতামিম প্রখ্যাত মুহাদ্দিস মাওলানা কারী মুখতার আহমদ।
    জানাজার নামাজে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক প্রভাষক রাশেদ আনোয়ার, বামুকের জেলা নায়েবে সদর আলহাজ্ব বদিউল আলম, ইসলামী শ্রমিক আন্দোলনের কক্সবাজার জেলা সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান কন্ট্রাক্টর, বামুকের জেলা সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার দপ্তর সম্পাদক মাওলানা সেলিম উল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা ইসমাইল জাফর, ইসলামী আন্দোলন টেকনাফ উপজেলা সেক্রেটারী হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক হাফেজ নুরুল হুসাইন ফাহিম, বামুক এর উপজেলা-সদর মাওলানা হাফিজ উল্লাহ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জিয়াউল হক, ইসলামের যুব আন্দোলন টেকনাফ উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মালেক জিহাদীসহ ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
    এদিকে আলহাজ্ব নজির আহমদের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, সেক্রেটারী মাওলানা মোহাম্মদ শোয়াইব, সাংগঠনিক সম্পাদক প্রভাষক রাশেদ আনোয়ার।
    বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন টেকনাফের ইসলামী আন্দোলনের ইতিহাসে মরহুম ছিলেন একজন নিবেদিতপ্রাণ কর্মী। ইসলামী আন্দোলনের জন্য পীর সাহেব চরমোনাই নেতৃত্বে ইসলামি হুকুমত প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান টেকনাফ তথা সমগ্র দেশবাসী আন্তরিকতার সাথে স্মরণে রাখবে। নেতৃবৃন্দ মরহুমের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি মহান আল্লাহর দরবারে মরহুমের জন্য জান্নাতের উচ্চ মাকাম প্রার্থনা করেন।
    উল্লেখ্য মৃত্যুকালে ৬৭ বছর বয়সে তিনি স্ত্রী, চার পুত্র, তিন কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে যান।

  • তারেক মাহমুদ রনির পক্ষ থেকে টেকনাফবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন

    তারেক মাহমুদ রনির পক্ষ থেকে টেকনাফবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন

    ওসমান আল হুমাম কক্সবাজার জেলা প্রতিনিধি

     

    তারেক মাহমুদ রনির নতুন বছর নিয়ে স্মৃতিচারন- জীবন চলে জীবনের গতিতে। ২০২০ শেষে চলে আসছে নতুন আরেকটি বছর ২০২১!
    সফলতা-ব্যর্থতা, আনন্দ-বেদনা, হাসি-কান্না সব মিলিয়েই কাটে আমাদের প্রতিটা বছর। কিন্তক এই বছরটি যেন আমাদের প্রজন্মের সবচেয়ে বেদনাময় একটি বছর। করোনা মহামারীতে সারা বিশ্বে লাখ লাখ মানুষের প্রাণহানি গোটা বছরই আমাদেরকে করে রেখেছে ঘরবন্দীর মতো জীবন। এরই মধ্যে চলে এলো নতুন আরেকটি বছর ২০২১। সময় এবার নতুন বছরকে বরণ করে নেয়ার। করোনাকে বিদায় দিয়ে হয়ত এই ২০২১ হয়ে উঠবে আবার একটি স্বাভাবিক বছর। আমরা ফিরে পাবো স্বাভাবিক জীবনযাত্রা।

    বাঙালিদের নতুন বছরের সবচেয়ে বড় আমেজ পাওয়া যায় বাংলা নতুন বছরে। যদিও ইংরেজি নতুন বছরকেও বরণ করতে ভুলিনা আমরা। কারণ, জীবনের প্রতিদিনের হিসেব রাখি তো আমরা ইংরেজি বছরকে মাথায় রেখেই। তাই নতুন আরেকটি বছরকে ঘিরে কত পরিকল্পনা, আশা ভরসার বিষয় জড়িয়ে থাকে।
    সদ্য বিদায়ী বছরটি আমার জীবনের জন্য বড় বেদনাদায়ক, গত ১৩ নভেম্বর উখিয়া-টেকনাফের সাবেক সংসদ আমার বাবা অধ্যাপক মুহাম্মদ আলীকে হারিয়েছি। করোনালব্দে দেশ বহুগুনীজনকে হারিয়েছে। আমি তাদের রূহের আত্মার মাগফিরাত কামনা করি।

    উৎসব প্রিয় আমরা প্রতিটি উৎসবেই আনন্দ ভাগ করে নিয়ে থাকি প্রিয়জনদের সাথে।
    এই করোনা মহামারী সময় টি নিজে সচেতনতা ভাবে জীবনের পথ চলবো, তাতে নিজ পরিবার, সমাজ ও রাষ্ট্র সুস্বাস্থ্যে রাখবো।