Category: টেকনাফ

  • বিএনপি-আওয়ামী লীগ মুখোমুখি সংঘর্ষ আহত ২০-২৫ জন

    বিএনপি-আওয়ামী লীগ মুখোমুখি সংঘর্ষ আহত ২০-২৫ জন

    মোস্তাক আহমদ টেকনাফ :

    কক্সবাজারের টেকনাফ উপজেলা হ্নীলা স্টেশন চত্বরে বিএনপি-আওয়ামী লীগের ধাওয়া পাল্টা সংঘর্ষ হয়। এতে ২০-২৫ জন আহত হয় বলে জানা যায়।

    বিকেলে (শনিবার ১১ ফেব্রুয়ারী) হ্নীলা স্টেশন চত্বরে দক্ষিণ দিকে এম সোলাইমান মার্কেটের সামনে আওয়ামী লীগের শান্তি সম্মেলন হয় এবং হ্নীলা উত্তর দিকে পালকি টিকেট কাউন্টার সামনে ইউনিয়ন উত্তর-দক্ষিণ বিএনপির পদযাত্রা সমাবেশ চলছিল। আওয়ামী লীগের শান্তি সম্মেলন শেষে মিছিল নিয়ে উত্তর দিকে ঘুরে আসতে না আসতে বিএনপি সমাবেশ থেকে একটি তাৎক্ষণিকভাবে সামনে একটি মিছিল বাহির করে এতে সংঘর্ষ বেঁধে যায়। দুই পক্ষ পাল্টা ধাওয়া পাল্টা সংঘর্ষ হয় প্রায় ২ ঘন্টা মতো দোকান পাট এবং গাড়িচোড়া ভাংচুর করা হয়। টেকনাফ-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে খবর পেয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনা স্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    এ বিষয়ে হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন আমরা হ্নীলা স্টেশন চত্বরের দক্ষিণ দিকে আমাদের দলের শান্তি ও স্মার্ট বাংলাদেশ প্রত্যয় নিয়ে সমাবেশ করেছিলাম, সমাবেশ শেষ করে মিছিল নিয়ে উত্তর দিক থেকে আসার পথে তারা আমাদের পথযাত্রাকে অচল করে দেয় এবং আমাদের উপর ক্ষিপ্ত হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে আমার গাড়ি ভাংচুর করে। যারা জড়িয়ে তাদের শান্তি আওতায় আনতে হবে বলে জানায়।

    উপজেলা বিএনপি সভাপতি এডঃ হাসান সিদ্দিকী বলেন আমাদের পূর্ব ঘোষিত ইউনিয়ন পদযাত্রা সভা দেশে দ্রব্য মূল্য উর্ধ্বগতি মিথ্যা মামলা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, দশ দফা কর্মসচী নিয়ে হ্নীলা উত্তর-দক্ষিণ শাখা সমাবেশ কর্মসূচী করেছিলাম। এ সময় আওয়ামী লীগের শান্তি কর্মসূচী নামের আমাদের সমাবেশের দিকে এগিয়ে এসে শান্তির নামে অশান্তি সৃষ্টি করেছে। তাদের আক্রমণে আমাদের ১০-১২ জন নেতা কর্মী আহত হয়েছে।

  • সেন্টমার্টিনে পর্যটন মন্ত্রণালয় কর্তৃক স্থায়ী কমিটির বৈঠক সম্পন্ন

    সেন্টমার্টিনে পর্যটন মন্ত্রণালয় কর্তৃক স্থায়ী কমিটির বৈঠক সম্পন্ন

    মোস্তাক আহমদ টেকনাফ:।

    দেশের একমাত্র প্রবাল দ্বীপ মেন্টমার্টিনে একাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৩তম বৈঠক সম্পন্ন করেছেন।
    শনিবার(৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সেন্টমার্টিনে দ্বীপ ব্যবস্থাপনা ও তথ্য কেন্দ্রের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    সভায় অপরিকল্পিত ভাবে হোটেল-মোটেল নির্মাণ সেন্টমার্টিন দ্বীপে এখনই যেই স্থাপনা আছে তা দ্বীপের ধারণ ক্ষমতার বাইরে তাই দ্বীপে নতুন করে আর কোন স্থাপনা নির্মাণ করার কল্পনা করা যাবে না । তাই যে কোনো মূল্যে নতুন করে আর অবৈধ স্থাপনা না করার ব্যাপারে আলোচনা করা হয়।

    সেন্টমার্টিনকে রক্ষার্থে দ্বীপের স্থানীয় মানুষজন, হোটেল মালিক, ট্যুর অপারেটর ও জাহাজ মালিক সবাইকে এগিয়ে আসতে হবে ও সচেতন হওয়ার জন্য মতপ্রকাশ করেন। তাই দ্বীপ রক্ষার্থে করণীয় সকল কিছু করতে ঐক্যবদ্ধ হয়ে সকল কার্যক্রমের সাথে একাত্মতা প্রকাশ করেন বৈঠকে উপস্থিত বক্তারা।

    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী’র সভাপতিত্বে বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মাহবুব আলী, সংসদীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, কানিজ ফাতেমা আহমেদ বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, সাবেক সাংসদ আব্দুর রহমান বদি, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন এমরান, ইউএনও মো. কামরুজ্জামান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    বৈঠক শেষে সংশ্লিষ্ট সকলে সেন্টমার্টিন ব্লু মেরিন রিসোর্ট এ রাত্রীযাপন করবেন এবং আগামীকাল সেন্টমার্টিন ত্যাগ করবেন বলে জানা যায়।

  • সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করণের লক্ষে ক্যাম্পে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত

    সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করণের লক্ষে ক্যাম্পে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত

    ইব্রাহীম মাহমুদ- টেকনাফ,

    কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পর্যায়ে হোষ্ট কমিউনিটির সাথে রোহিঙ্গা কমিউনিটির মধ্যে সামাজিক সম্প্রীতি বৃদ্ধিকরণ এবং সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করণে রোহিঙ্গা ক্যাম্পে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    এফ আই ভিডিবির আয়োজনে এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় গতকাল ক্যাম্প ২২ এর সিআইসি কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
    এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ক্যাম্প-ইন-চার্জ মোঃরফিকুল হক,কর্মশালায় সামাজিক সম্প্রীতি বৃদ্ধিকরনের উপর সামগ্রীক আলোচনা করেন, প্রকল্পের কো-অর্ডিনেটর,সালাউদ্দিন মল্লিক,আরো উপস্থিত ছিলেন,সিবিসিপি অফিসার নাজমা খাতুন,কেইস ম্যানেজমেন্ট অফিসার মো:শাহীন।

    টেকনিক্যাল কোঅর্ডিনেটর মো:মাহবুবুর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,এপিবিএন,এস আই বাংলাদেশ পুলিশ, এনএসআই,ডিএসবি এর সদস্যসহ ক্যাম্পে কর্মরত অনান্য এনজিওএর প্রতিনিধি এবং সিবিসিপি কমিটির সদসরা উপস্থিত ছিলেন।

  • টেকনাফে এফআ ইভিডিবির উদ্যোগে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এনজিও এপিবিএন সদস্যদের নিয়ে শিশু সুরক্ষার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত

    টেকনাফে এফআ ইভিডিবির উদ্যোগে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এনজিও এপিবিএন সদস্যদের নিয়ে শিশু সুরক্ষার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত

    ইব্রাহীম মাহমুদ:- টেকনাফ,

    কক্সবাজারের টেকনাফে এফআইভিডিবির উদ্যোগে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ক্যাম্প ২৪ এর সিআইসি কাযালয় ক্যাম্পে কর্মরত এনজিও এপিবিএন সদস্যদের নিয়ে শিশু সুরক্ষার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার দুপুরে হ্নীলা ইউনিয়ন,
    ক্যাম্প ২৪ এর সিআইসি কাযালয়ে সিবিসিপি কমিটির সদস্যদের উপস্থিতিতে শিশু সুরক্ষার জন্য শিশুর সাথে কিভাবে যোগাযোগ করার পাশাপাশি তাদের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করনের লক্ষে এক কর্মশালার আয়োজন করা হয়।

    এতে সিবিসিপি অফিসার শরিফ খানমের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ক্যাম্প-ইন-চার্জ মোঃ নজরুল ইসলাম। প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের এএইচপি প্রকল্পের চাইল্ড প্রটেকশান স্পেশালিষ্ট আতিকুর রেজা, এফআইভিডিবির টেকনিক্যাল কো অর্ডিনেটর মোঃ মাহবুবুর রহমান এবং কেইস ম্যানেজমেন্ট অফিসার চন্দনা রায় প্রমুখ।

  • টেকনাফে ২০টি স্বর্ণের বার ও ৫ কেজি কারেন্ট জাল সহ আটক -১

    টেকনাফে ২০টি স্বর্ণের বার ও ৫ কেজি কারেন্ট জাল সহ আটক -১

    মোস্তাক আহমদ টেকনাফ:।

    কক্সবাজারের টেকনাফে নাফনদী বেড়ীবাঁধ এলাকা থেকে ৩কেজি ৩২০গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার ও ৫কেজি কারেন্ট জাল সহ সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ ৮ নং ওয়ার্ডের মোহাম্মদ জাকারিয়ার ছেলে মো. ইয়াছ নুর (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ২ বিজিবি।

    বুধবার(১১ জানুয়ারি) রাত ৯টার দিকে টেকনাফ ২বিজিবি শাহপরীরদ্বীপ বিওপি’র দায়িত্বপূর্ণ ওবিএম পোস্ট এলাকা নাফনদী সংলগ্ন বেড়ীবাঁধ থেকে মো. ইয়াছ নুরকে স্বর্ণের বার ও কারেন্ট জাল সহ গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

    টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে টেকনাফ শাহপরীরদ্বীপ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৩ হতে আনুমানিক ৭০০ গজ উত্তর দিকে ওবিএম পোস্ট এলাকা দিয়ে স্বর্ণের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে।

    উক্ত সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের সার্বিক দিক নির্দেশনায় উপ-অধিনায়কের নেতৃত্বে টেকনাফ সদর ও শাহপরীরদ্বীপ বিওপির যৌথ একটি টহলদল নাফনদী বেড়ীবাঁধ এলাকায় অবস্থান করেন।

    কিছু সময় অবস্থা করার পর টহলদল দেখে নাফ নদীতে মৎস্য আহরণ শেষে জাল হাতে কেওড়া বাগানের ভেতর দিয়ে এক যুবক বেড়ীবাঁধ উঠলে।ওই সময় টহল দল তাকে গ্রেপ্তার করেন।

    এসময় তাকে তল্লাশী করে তার কোমরে অভিনব পদ্ধতিতে ফিটিং অবস্থায় নেটের জাল ও টেপ দিয়ে মুড়ানো ২টি স্বর্ণের বারের বেল্ট এবং ৫কেজি কারেন্ট জাল জব্দ করা হয়।পরবর্তীতে বেল্টগুলো খুলে ২০টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়।উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ৩কেজি ৩২০ গ্রাম।

    ২বিজিবি’র অধিনায়ক আরও জানান,গ্রেপ্তারকৃত যুবকের স্বীকারোক্তিতে উক্ত স্বর্ণ পাচারের সাথে আরও ২ জন চোরাকারবারী জড়িত রয়েছে।অভিযানে উদ্ধার হওয়া কারেন্ট জাল টেকনাফ কাষ্টম অফিসে ও স্বর্ণের বার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় (ট্রেজারী শাখায়) জমা করা হয়েছে।এবং ধৃত যুবক সহ জড়িত আরও দু’জনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয় বলে অধিনায়ক জানায়।

  • কক্সবাজার জেলার সেরা করদাতা হলেন,টেকনাফের উমর ফারুক

    কক্সবাজার জেলার সেরা করদাতা হলেন,টেকনাফের উমর ফারুক

    টেকনাফ উপজেলা রিপোর্টার

    কক্সবাজারের টেকনাফ স্থল বন্দরের আমদানি-রপ্তানিকারক বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক প্রথম বারের মতো সেরা তরুণ করদাতা” নির্বাচিত হয়েছেন।তিনি টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়ার বাসিন্দা মাতাব্বর হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক ও গৃহিনী ফেরুজা বেগমের দ্বিতীয় সন্তান। সে টেকনাফ সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও মরহুম আমির হোসাইন মেম্বারের নাতি এবং টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর হাফেজ মুহাম্মদ এনামুল হাসানের বড় ভাই।

    বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক টেকনাফ স্থলবন্দরের মেসার্স ফারুক ট্রেডার্স এন্ড মেসার্স রাফে ট্রেডার্স(সত্বাধিকারী)।সে ২০২১-২০২২ সালে কক্সবাজার জেলার কর অঞ্চলের সবোর্চ্চ আয়কর প্রদানকারি “সেরা তরুণ করদাতা” নির্বাচিত হয়েছেন।

    এ দিকে টেকনাফের উমর ফারুক কক্সবাজারের সেরা করদাতা নির্বাচিত হওয়ায় বিশাল গাড়ীর বহর নিয়ে তাকে টেকনাফ মেরিন ড্রাইভে রিসিভ করেন,টেকনাফ পৌর শ্রমিক লীগের সভাপতি,জিয়াউর রহমান জিয়া। টেকনাফ পৌরসভা ২নং ওয়ার্ডের কাউন্সিলরও টেকনাফ পৌর প্যানেল মেয়র হাফেজ এনামুল হাসান। সিনিয়র যুগ্ম আহ্বায়ক,এস এন কায়সার জুয়েল (সাংবাদিক) সদস্য সচিব ছৈয়দ আলম বকুল, শ্রমিক নেতা ছৈয়দ নুর, মুরশেদুল আলম বাবলুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন।

  • টেকনাফে অপহৃত ৮ জন বাড়ি ফিরেছে

    টেকনাফে অপহৃত ৮ জন বাড়ি ফিরেছে

    মোস্তাক আহমদ:- টেকনাফ,

    টেকনাফের উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ার জাহাজপুরা এলাকা থেকে অপহৃত ৮জন বাড়ী ফিরেছে।
    বুধবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় তারা আহতাবস্থায় বাড়ি ফিরেছেন। স্বজনরা তাদের চিকিৎসার জন্য টেকনাফ হাসপালে প্রেরণ করলে, গুরুতর আহত ৩জনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে প্রেরণ করেন বাকী ৫জন পুলিশ হেফাজতে রয়েছে বলেও ফিরে আসরা অপহৃতের নিকটাত্বীয়রা জানান।

     

    ফিরে আসা অপহৃতরা হলেন- বাহারছড়া ইউনিয়নের রশিদ আহমদের ছেলে মোহাম্মদ উল্লাহ, ছৈয়দ আমিরের ছেলে মোস্তফা কামাল, তার ভাই করিম উল্লাহ, মমতাজ মিয়ার ছেলে মো. রিদুয়ান, রস্তম আলীর ছেলে সলিম উল্লাহ, কাদের হোসেনের ছেলে নুরুল হক, রশিদ আহমদের ছেলে নুরুল আবছার ও নুরুল হকের ছেলে নুর মোহাম্মদ।

    গত রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড়ের খালে মাছ শিকার করতে গেলে সেখান থেকে তারা অপহৃত হন বলে দাবী করেন স্বজনরা।
    ৩ দিন ধরে প্রশাসনের লোকজন ও স্থানীয়সহ ৪ শতাধিক মানুষ পাহাড়ী অঞ্চলে অপহৃতদের নিস্ফল উদ্ধার অভিযান করে।
    অপহৃত পরিবারের সদস্য মোহাম্মদ হাবিব বলেন, অপহৃত ৮ জনকেই মুক্তিপণের টাকার জন্য নানানভাবে শারীরিক নির্যাতন করেছে অপহরণকারীরা। তাদের শরীরের বিভিন্ন জায়গায় নির্যাতনের ক্ষত রয়েছে। তারপরও অপহরণকারীরা তাদের ছেড়ে দিয়েছে। তারা বাড়ি ফিরেছেন তার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া। আর প্রশাসনসহ যারা উদ্ধার অভিযান চালিয়ে আমাদের পরিবারের পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
    ওসি আবদুল হালিম জানান, অপহৃতদের উদ্ধারের জন্য পাহাড়ের ঢালে-জঙ্গলে বিভিন্ন দুর্গম জায়গায় পুলিশের অভিযান চলমান ছিলো। খবর পেলাম বুধবার দিবাগত রাতে অপহৃতরা বাড়ি ফিরেছে। তারা একটু সুস্থ হোক। তারপর তাদের কাছ থেকে অপহরণের কারণসহ বিস্তারিত জানতে পারবো।
    বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল হালিম।

  • জিরো পয়েন্ট এলাকা হতে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

    জিরো পয়েন্ট এলাকা হতে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

    মোস্তাক আহমদ- টেকনাফ,

    কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়ন,
    জিরো পয়েন্ট সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় কোস্ট গার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।

    মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।
    তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ নভেম্বর আনুমানিক রাত ৩ ঘটিকার সময় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন সাবরাং জিরো পয়েন্ট সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় ২জন মোটর সাইকেল আরোহীর গতিবিধি সন্দেহ জনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাদেরকে থামার সংকেত দেয়। কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে তারা মোটর সাইকেলটি না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে।

    এসময় কোস্ট গার্ড সদস্যরা তাদেরকে ধাওয়া করলে সাবরাং ইউনিয়ন,৩নং ওয়ার্ড কাটাবনিয়া এলাকায় মোটরসাইকেল থেকে ১টি সাদা রঙের প্লাস্টিকের ব্যাগ রাস্তার পাশে বনের মধ্যে ফেলে রাস্তা পরিবর্তন করে দ্রুত গতিতে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ব্যাগটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে প্রায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। পরবর্তীতে জব্দকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

  • টেকনাফে স্কুলছাত্রী অপহরণ মাদককারবারি ও সন্ত্রাসী আব্বুইয়ার গ্রেফতার দাবিতে মানববন্ধন

    টেকনাফে স্কুলছাত্রী অপহরণ মাদককারবারি ও সন্ত্রাসী আব্বুইয়ার গ্রেফতার দাবিতে মানববন্ধন

    টেকনাফ প্রতিনিধি,

    কক্সবাজারের টেকনাফে স্কুল থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় ব্যাটারি চালিত রিক্সা থেকে জোর পূর্বক নামিয়ে তাসফিয়া আলম নামে এক ছাত্রীকে অপহরণ করেছিল স্থানীয় ইয়াবা কারবারি ও সন্ত্রাসী কামরুল ইসলাম ওরফে আব্বুইয়া। গত ২৬ অক্টোবর বিকালে এ ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে পুলিশের অভিযানে উদ্ধার হয় তাসফিয়া। পালিয়ে যায় অপহরণকারী আব্বুইয়া ও তার সহযোগীরা। ঘটনার পরে টেকনাফ থানায় গিয়ে মামলা করেন তাসফিয়ার বাবা শাহ আলম। তাসফিয়ার বাড়ি উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী মহেষখালীয়া পাড়ায়। অপহরণকারী আব্বুইয়ার বাড়িও একই এলাকায়।
    তাসফিয়া স্থানীয় নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী।

    তাসফিয়ার বাবা ও তার পরিবারের অপরাপর সদস্যদের ধারণা ছিল, মামলার পর অপহরণকারী আব্বুইয়া ও তার সহযোগীরা পালিয়ে বেড়াবে বা জেলে ঢুকবে। তাসফিয়া নিয়মিত আবারো স্কুলে যাবে। কিন্তু ঘটনা ঘটে বিপরীত। মামলার পর থেকে স্কুল ছাত্রী অপহরণকারী এলাকার চিহ্নিত মাদককারবারি আব্বুইয়া তাসফিয়ার বাড়িতে গিয়ে তার বাবা শাহ আলমকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে আসে।

    এতেও ক্ষান্ত হতে না পেরে আব্বুইয়া শাহ আলমের একটি বাগানের প্রায় দুই শতাধিক গাছ কেটে ফেলে। দিনদুপুরে আব্বুইয়ার সন্ত্রাসী কর্মকা-ে অতিষ্ট হয়ে শেষমেষ নিরাপত্তাহীনতায় তাসফিয়ার স্কুল যাওয়া বন্ধ করে দেয় পরিবার।
    এদিকে ঘটনার প্রায় সপ্তাহ দশদিন পার হলেও সন্ত্রাসী আব্বুইয়া এলাকায় ঘুরে বেড়ানোর পরও পুলিশ তাকে আটক করতে পারেনি। এদিকে চরম নিরাপত্তাহীনতায় দিন পার করছে মামলার বাদী তাসফিয়ার বাবা ও তার পরিবার। তবে পুলিশ দাবি করছে তারা আব্বুইয়াকে ধরতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন এবং অভিযানও অব্যাহত রয়েছে।
    এদিকে এসএসসি পরীক্ষার্থী তাসফিয়ার অপহরণকারী আব্বুইয়া ও তার সহযোগীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সহপাঠী স্কুল শিক্ষার্থীরা।

    আজ রবিবার দুপুর ১২ টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়েছে। এতে শিক্ষার্থী ছাড়াও শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
    এদিকে মানববন্ধনে তাসফিয়ার সহপাঠীরা দাবি করেছেন, ২৬ অক্টোবর ঘটনার পর থেকে তাসফিয়া ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিরাপত্তাভাবে তাসফিয়ার পড়ালেখা ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। তাসফিয়ার অপহরনকারী আব্বুইয়া ও তার সহযোগীরা এলাকায় এখনো দাপিয়ে বেড়াচ্ছেন। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে এসব অপরাধ দিনদিন বাড়বে।
    তাসফিয়ার স্কুল নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপম কান্তি বড়ুয়া বলেন, ঘটনার পর থেকে তাসফিয়ার স্কুলে আসা বন্ধ রয়েছে। পরিবারের পক্ষ থেকে নিরাপত্তাহীনতার কথা বলছেন। আমরা চাই এ ঘটনায় দোষীদের শাস্তি হোক, তাসফিয়ার স্কুলে ফেরার পথ সুগম হোক।
    স্কুল ছাত্রী তাসফিয়ার বাবা শাহ আলম জানান, গত ২৬ অক্টোবর আমার মেয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রিক্সা থেকে জোরপূর্বক নামিয়ে একটি কার গাড়িতে তুলে নেয়। পরে পুলিশ আমার মেয়েকে উদ্ধার করেন এবং আমি আব্বুইয়াসহ তার সহযোগিদের আসামি করে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করি। মামলার পর সে আমাকে এবং আমার পরিবারের সদস্যদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এমনকি মামলায় ক্ষুব্ধ হয়ে সে গত ১ নভেম্বর দিবাগত রাতে আমার একটি বাগানের প্রায় দুই শতাধিক গাছ কেটে ফেলে। সে নিজেকে র‌্যাবের সোর্স পরিচয় দেয়। কোমরে সবসময় অস্ত্র বহন করে। যে তার বিরুদ্ধে কথা বলে তাকে নানা ধরনের হুমকি ধমকি দেয়।

    পুরো এলাকায় সে এখন ত্রাসের রাজত্ব কায়েম করছে।
    পুলিশ জানায়, হোয়াইক্যং খারাংখালী মহেশখালীয়া পাড়ার মমতাজ মিয়ার ছেলে কামরুল ইসলাম ওরফে আব্বুইয়া এলাকার চিহ্নিত একজন মাদক কারবারি ও সন্ত্রাসী। তিনি অস্ত্র, মাদক, নারী ও শিশু নির্যাতন সহ চারটি মামলার পলাতক আসামী।

  • টেকনাফে একলাবের সহযোগিতায় যুব সম্প্রীতি ফোরামের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত

    টেকনাফে একলাবের সহযোগিতায় যুব সম্প্রীতি ফোরামের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত

    ইব্রাহীম মাহমুদ, টেকনাফ

    রক্তের গ্রুপ জানুন, প্রয়োজনের সময় জীবন বাঁচাতে সাহায্য করুন’ এ স্লোগানকে সামনে রেখে
    সাবরাং ইউনিয়ন,৩নং ওয়ার্ডে একলাবের সহযোগিতায় যুব সম্প্রীতি ফোরামের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
    ৫ নভেম্বর শনিবার সাবরাং ইউনিয়ন,৩নং ওয়ার্ড হারিয়া খালি সাইক্লোন শেল্টারের নিচ তলায় এ আয়োজন করা হয়। এ সময় বিনামূল্যে ৫ শতাধিক মানুষের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবরাং ইউনিয়ন পরিষদ, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য কবির আহমদ,
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
    একলাবের প্রোগ্রাম অফিসার পরিমল চাকমা।
    সাবরাং ইউনিয়ন,৩নং ওয়ার্ড ইউথ গ্ৰুপের উপদেষ্টা মোঃ রাশেল,৩ নং ওয়ার্ডের যুব সম্প্রীতি ফোরামের সভাপতি জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, সাংগঠনিক ৪নং ওয়ার্ডের ছাত্রলীগের সাধারণ সম্পাদক শওকত উসমান, একলাবের সহকারী মোঃ তারেক, আব্দুর রাজ্জাক,মোঃ আয়াজ, মহিলা বিষয়ক সম্পাদিকা আফিফা,মিনারা আক্তার,ছমিরা আক্তার প্রমুখসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
    একলাবের সহযোগিতায় এইরকম মানব সেবা মুলক কাজ করতে পেরে, যুব সম্প্রীতি ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক একলাবের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।