Category: টেকনাফ

  • টেকনাফে ১৩ টি স্বর্ণের বার জব্দ

    টেকনাফে ১৩ টি স্বর্ণের বার জব্দ

    টেকনাফ প্রতিনিধি,

    কক্সবাজারের টেকনাফে ২ হাজার ১৫৯.৪৩ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

    রোববার (২৫ সেপ্টেম্বর) ভোর রাতে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন বরইতলী এলাকায় অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। দুপুরে টেকনাফ কোস্ট গার্ডের অফিসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন ইনচার্জ লে. কমান্ডার মো. আশিক আহমেদ এ তথ্য জানান।

    তিনি জানান, মিয়ানমার থেকে আসা ট্রলারে স্বর্ণ পাচার করার গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি দল বরইতলী প্যারাবন এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একজনকে দেখে থামার সংকেত দিলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে একটি বস্তা ফেলে প্যারাবনের ভেতরে ঢুকে পড়ে ওই ব্যক্তি। পরে ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

    স্টেশন ইনচার্জ আরও জানান, উদ্ধার করা স্বর্ণের বারগুলোর দাম ১ কোটি বায়ান্ন লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

  • বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে হোয়াইক্যং সার্ভিস সেন্টারে পিএফটি মিটিং অনুষ্ঠিত

    বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে হোয়াইক্যং সার্ভিস সেন্টারে পিএফটি মিটিং অনুষ্ঠিত

    টেকনাফ প্রতিনিধি::

    টেকনাফে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে হোয়াইক্যং সার্ভিস সেন্টার টেকনাফ, কক্সবাজার অফিসে প্রজেক্ট ফ্যাসিলিটেশন টিম (পিএফটি) মিটিং এর আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর অর্থায়নে আরটিএম ইন্টারন্যাশনালের কারিগরি সহায়তায় প্রজনন স্বাস্থ্য সেবার কার্যক্রম পুরুষ- মহিলা, বালক-বালিকা এবং ট্রান্সজেন্ডারদের মধ্যে কক্সবাজার, উখিয়া এবং টেকনাফে স্থানীয় এবং জোরপূর্ব বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের মাঝে প্রজনন স্বাস্থ্য সেবা. মানসিক স্বাস্থ্য সেবা এবং লিঙ্গ ভিত্তিক সহিংসতা বিষয়ক সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।

    উক্ত প্রকল্পের আওতায় ২২ সেপ্টেম্বর রোজ বৃহস্পাতিবার সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ১ ঘটিকা পর্যন্ত বন্ধুর, হোয়াইক্যং সার্ভিস সেন্টারে পিএফটি মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত মিটিং এর শুভেচ্ছা বক্তব্য এবং জানুয়ারী’২০২২ থেকে আগষ্ট’২০২২ পর্যন্ত প্রকল্পের অগ্রগতি বিষয় উপস্থাপন করেন মো: আমিনুর রহমান, সার্ভিস সেন্টার ম্যানেজার এবং উন্মুক্ত আলোচনায় সকলের প্রশ্নোত্তর প্রদান করেন মো: নাজমুল হক, ট্রেনিং কাম প্রোগ্রাম স্পেশালিষ্ট। একজন সমাজ সেবক হিসাবে পিএফটি সদস্যের দায়িত্ব এবং আগামীতে পিছিয়ে পড়া লিঙ্গ বৈচিত্রময় জনগোষ্ঠীকে কিভাবে সমাজের বোঝা নয় সম্পদ হিসাবে গড়ে তোলা যায় সেই লক্ষ্যে ’কাউকে বাদ দিয়ে নয়’ শ্লোগানকে সামনে রেখে সকল পিএফটি সদস্যগণ কাজ করার জন্য একমত পোষন করেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ সদস্য জালাল আহমেদ, স্থানীয় গন্যমান্য, সাংবাদিক, ধর্মীয় নেতা, এনজিও প্রতিনিধি, ছাত্র এবং আরটিএম ইন্টারন্যাশনালের প্রতিনিধি ডা: মারুফা আক্তার কোয়ালিটি এ্যাসুয়েরেন্স অফিসার এবং মো: মোদাসির হক ফিল্ড মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার প্রমুখ।

  • নাফনদীতে ভাসমান অবস্থা অজ্ঞাত যুবকের লাশ

    নাফনদীতে ভাসমান অবস্থা অজ্ঞাত যুবকের লাশ

    নিজস্ব প্রতিবেদন,

    কক্সবাজারের টেকনাফে নাফনদীতে অজ্ঞাত এক যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ।

    ২১ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১১টার দিকে টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ড নাইট্যংপাড়ার উত্তর দিক সংলগ্ন এলাকায় নাফনদী থেকে এই লাশটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান।

    তিনি জানান, সকালে স্থানীয়রা নাফনদীতে ভাসমান অবস্থা একটি মৃতদেহ দেখতে পায় এ সময় স্থানীয়রা থানায় খবর দেয়। এরপর এসআই মিল্টন খন্দকারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়, স্থানীয়দের সহযোগীতায় মৃতদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। তবে, তাৎক্ষণিকভাবে মৃতদেহটি কার সেটা নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।

  • ভিত্তিহীন ফেসবুক স্ট্যাটাস দিয়ে নিরীহ ২ যুবকের মানহানি (ক্ষুব্ধ স্থানীয়রা) বন্ধ করুন স্টাটাস বানিজ্য

    ভিত্তিহীন ফেসবুক স্ট্যাটাস দিয়ে নিরীহ ২ যুবকের মানহানি (ক্ষুব্ধ স্থানীয়রা) বন্ধ করুন স্টাটাস বানিজ্য

    নিজস্ব প্রতিবেদক:

    টেকনাফ উপকূলীয় অঞ্চলের নানা পেশার মানুষ ঝুঁকছে অবৈধ পথে মালয়েশিয়া প্রবেশ করতে।

    তবে এসব মানবপাচার চক্র রোহিঙ্গা ক্যাম্পের মাঝিমাল্লা বলে একাধিক সূত্রে: প্রমাণ মিলেছে।

    তার আগে ও বেশ কয়েক দফা উপকূলীয় অঞ্চলের বাহারছড়া উত্তর শিলখালী বাইলারছড়া ও শামলাপুর জাহাজ পুরা এলাকা থেকে অবৈধ পথে মালয়েশিয়া প্রবেশ করেছে, অনেকেই মায়ানমার থাইল্যান্ড মালয়েশিয়া অবস্থানে রয়েছে বলে ভিকটিমের পরিবার থেকে জানা গেছে।

    এদিকে স্থানীয়দের দাবি, বাহারছড়া উত্তর শিলখালী’র আব্দুল আমিনের পুত্র: আনিছুল ইসলাম ও ছালেহ আহাম্মদের পুত্র: জাকের হোসেন দুই যুবকের বিরুদ্ধে সাম্প্রতিক একটি উপকূলীয় সাংবাদিক ফোরাম নামে ফেসবুক আইডি থেকে তাদের ছবি দিয়ে মানবপাচারে জড়িত বলে মালয়েশিয়া গমনকারী জালালের পিতা খাইরুল আমিন একটি ফেসবুক ব্যবহারকারীকে ভুল তথ্য দিয়ে ভিত্তিহীন ও বানোয়াট স্টাটাস দিয়ে প্রশাসনকে বিভ্রান্ত করার পাশাপাশি দুটি পরিবারকে হয়রানি করছে।

    অন্যদিকে স্টাটাসের কমেন্টে সুশীল সমাজের জনপ্রতিনিধি সহ সাংবাদিক ও সচেতন মহলের ভিত্তিহীন স্টাটাসের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে দেখা গেছে।
    উল্লেখিত ফেসবুক পোস্টে’র কমেন্টে ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কাদেরের লেখাটি হুবহু তুলে ধরা হলো,(প্রিয় কলম সৈনিক আপনারা জাতির বিবেগ, নিউজ বুলেটিন করার সময় সঠিকভাবে তদন্ত করে যদি করা হয়, আমাদের হ্নদয়ের অনুভূতি আপনাদের প্রতি অনিবার্য থাকে, যেহেতু আনিস অদূর ভবিষ্যতে ছিলো কি-না এবং বর্তমানে আছে কি-না..? সুষ্ঠু তদন্ত করে প্রমাণ সহকারে নিউজ করা হক)
    ২য় কমেন্ট: পাচার রোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি ধর্মীয় মূল্যবোধের ব্যাপক প্রচার ও প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মানুষকে সদুপদেশের মাধ্যমে ইহকালীন লাঞ্ছনা ও পরকালীন ভয়াবহ পরিণতির কথা স্মরণ করে সচেতন থাকতে উদ্বুদ্ধ করা দরকার। তবে সুনির্দিষ্ট তত্ত্ব সাপেক্ষে বিবেচনা করে নাম প্রকাশ করা জন্য অনুরুধ করছি, কারণ আপনারা কলম সৈনিক কেউ যদি মিথ্যা তত্ত্ব দিয়ে ভালো কলম সৈনিকদের কে কুলোসিত করছে কি-না, যেহেতু মানুষের পারিবারিক সামাজিক দ্বন্দ্ব থাকে..?)

    অন্যদিকে উপকূলীয় সাংবাদিক ফোরাম নামে মালিকবিহীন যে ফেসবুক আইডি থেকে ভিত্তিহীন মিথ্যা বানোয়াট পোস্ট করা হয়েছে, সেই নামের আসল ফোরামের সভাপতি আনোয়ার হোসেনের কমেন্ট ও হুবুহু তুলে ধরা হলো
    (প্রিয় সহকর্মী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি সঠিক ডকুমেন্ট থাকলে নিউজ করতে সমস্যা নাই। কারো কান ফোঁসকানি কথা নিয়ে এভাবে মানহানি করা ভাল না)
    রনি ক্স কমেন্ট:(একজন নাগরিকে বিরোধে সংবাদ প্রচার করতে ১০০% প্রমান তাকতে হবে। সাধারণ জনগণের উপর বিত্তিহীন নিউজ করার কোনো সংবাদ গনম্যাধমের একক্তিয়ার নেই)
    মোঃ কফিল উদ্দিন কমেন্টে:( কার থেকে কপি করেছেন?
    নিউজ করার সময় পর্ব ১ অথবা ২
    এইসব লেখা শিখছেন কোত্থেকে।
    সুষ্ঠু তদন্ত করুন, নিরপেক্ষ হয়ে কাজ করা শিখবেন কবে?)

    এবিষয়ে অভিযুক্ত আনিসুল ইসলাম ও জাকের হোসেন বলেন, আমাদের বিরুদ্ধে ভিন্ন একটি ইস্যু নিয়ে খাইরুল আমিনের কেবল একটি পরিবার উঠেপড়ে লেগেছে, মানবপাচারে জড়িত সন্দেহে উপকূলীয় সাংবাদিক ফোরাম নামে একটি আইডি থেকে ভিত্তিহীন স্টাটাস দিয়ে আমাদের মান ক্ষুণ্ন করেছে।
    তবে খাইরুল আমিন এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে নারাজ হয়।

    আনিস আরো বলেন, আজিজ উল্লাহ নামের একজন ব্যক্তি নামধারী ফেসবুক সাংবাদিক উল্লেখিত ফোরাম থেকে আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক ফেসবুক স্ট্যাটাস দিয়ে আমাদের মান ক্ষুণ্ন করেছে, তার বিরুদ্ধে এর আগেও দেশ-বিদেশ পত্রিকায় মনখালী থেকে চাঁদাবাজির অডিও রেকর্ড ভাইরাল সহ বেশ কয়েকটি পত্রিকায় চাঁদাবাজি ও ফেসবুক বানিজ্যের অভিযোগ রয়েছে।

    তাঁরা আরো বলেন,সঠিক তদন্তের মাধ্যমে আমরা জড়িত থাকলে আমাদের ফাঁসি হওয়া উচিত।
    আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক ফেসবুক পোস্ট’কারীর বিরুদ্ধে শিঘ্রই আইনি আশ্রয় নেবো।

    এ বিষয়ে শামলাপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ নূর মোহাম্মদ জানান, মানবপাচার চক্র সক্রিয়, তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে,
    তবে আনিসুল ইসলাম ও জাকের হোসেনের বিরুদ্ধে টেকনাফ থানায় একটি জিডি করা হয়েছে।
    তদন্ত করা হচ্ছে, জড়িত থাকলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

  • টানা ৪১ দিন মসজিদে জামাতে নামাজ আদায় করে বাই সাইকেল উপহার পেল ৩৮ শিশু কিশোর- সাবেক এমপি বদি।

    টানা ৪১ দিন মসজিদে জামাতে নামাজ আদায় করে বাই সাইকেল উপহার পেল ৩৮ শিশু কিশোর- সাবেক এমপি বদি।

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ।

    কক্সবাজারের টেকনাফে টানা ৪১ দিন তাকবির উলার সাথে জামাতে নামাজ আদায় করায় সাইকেল উপহার পেয়েছে ৩৮ জন শিশু-কিশোর। তাদের প্রত্যেককে একটি করে নতুন সাইকেল উপহার দেয়া হয়েছে।

    ২ জুলাই শুক্রবার জুমার নামাজের পর পরই তাদের মাঝে সাইকেলগুলো বিতরণ করা হয়।

    আর আগেও দেশের বিভিন্ন জায়গায় নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে ধর্মভীরু সমাজসেবকদের উদ্যোগে সাইকেল উপহারের এরকম উদ্যোগ দেখা যায়।

    বিশেষজ্ঞদের মতে- এই উদ্যোগ দেশের নতুন প্রজন্মের মধ্যে ইসলাম শিক্ষা ও চর্চায় উৎসাহ প্রদানের ক্ষেত্রে দারুণ সংযোজন।

    জানা যায়, কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নতুন পল্লান পাড়া বায়তুন নুর জামে মসজিদে কক্সবাজার-৪ উখিয়া টেকনাফের সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ্ব আব্দুর রহমান বদি’র উদ্যোগে বায়তুন নুর মসজিদ প্রাঙ্গণে শিশু- কিশোরদের উপহারের সাইকেলগুলো বুঝিয়ে দেয়া হয়। তারা টানা ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ তাকবিরে উলার সাথে মসজিদে আদায় করেছেন বলে জানা যায়।

    সাইকেল বিতরণ উপলক্ষে সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি বলেন, এটা কেবল শুরু। সারাজীবন নিয়মিত এই অভ্যাস ধরে রাখতে হবে। সারাদেশে বিভিন্ন পাড়া মহল্লায় তাকবির উলার সাথে নামাজ আদায়সহ বিভিন্ন জরুরি দ্বীনি আমলের ক্ষেত্রে এ জাতীয় উৎসাহ দেয়ার চর্চা আরো বেশি করে শুরু হলে নতুন প্রজন্মের মধ্যে দ্বীনি ও নৈতিক জাগরণের স্পৃহা তৈরি হবে।

    সাবেক সংসদ বদি আরো বলেন- আমি উখিয়া টেকনাফের জনগনের পাশে ছিলাম, আছি, তাকব, ইনশাআল্লাহ।

  • টেকনাফে ভূট্টো হত্যা মামলার আসামীর হাতে এক ব্যক্তি গুলিবিদ্ধ’ থানায় অভিযোগ দায়ের

    টেকনাফে ভূট্টো হত্যা মামলার আসামীর হাতে এক ব্যক্তি গুলিবিদ্ধ’ থানায় অভিযোগ দায়ের

    নিজস্ব প্রতিবেদক

    কক্সবাজারের টেকনাফে দূর্বৃত্তদেরর গুলিতে মোহাম্মদ ইউনুছ (৪৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। তিনি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় তাঁর স্ত্রী ফাতেমা খাতুন বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানাগেছে। সে সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড নাজির পাড়া এলাকার হোসেন আহমদের ছেলে।
    গেল বুধবার (৩১ আগষ্ট) দুপুরে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের নাজিরপাড়া ও মৌলভীপাড়ার মধ্যবর্তী ব্রীজ সংলগ্ন মাঠে এই ঘটনা ঘটে। অভিযোগ পত্র মতে জানা যায়,
    বুধবার দুপুরে ইউনুছ প্রতিদিনের ন্যায় সদর ইউনিয়নের নাজির পাড়া ও মৌলভীপাড়া সীমানায় ব্রীজ সংলগ্ন মাঠে নিজের গরু চড়ানোর জন্য যায়।
    এসময় টেকনাফের আলোচিত নূরুলহক ভূট্টো হত্যা মামলার অন্যতম আসামী মৌলভী পাড়া এলাকার সুলতান আহমদের ছেলে আব্দুল আমিন (৩২) এর নেতৃত্বে একই এলাকার মৃত ফজল আহমদের ছেলে একরাম (৩৫), আব্দুল করিম ( ৪০), মো. বশরের ছেলে আবুল কালাম উরুফে কালাইয়া (৪০), মো. আমিনের ছেলে তৌকির আহমদ (৩০), আব্দুস সালামের ছেলে ফয়সাল (২০), উলামিয়ার ছেলে মো. খুরশেদ (২৬), মৃত হাবিব উল্লাহর ছেলে মীর আহমদ উরুফে পুতিয়া (৩২), সুলতান আহমদের ছেলে ইয়াছিন (২২) ইউনুছকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে।
    এসময় ইউনুছ দৌড়ে পালানোর সময় আব্দুল আমিন তার সাথে থাকা অস্ত্র দিয়ে গুলি করে। গুলিটি ইউনুছের বাম হাতে বিদ্ধ হয়। আশপাশের লোক জন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহত ইউনুছকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।এদিকে, আব্দুল আমিন, একরাম, তৌকির আহমদ ও ফয়সাল আলোচিত নূরুল হক ভূটো হত্যা মামলার অভিযুক্ত আসামী। যার (জি আর মামলা নং- ৪৪০)।
    এই ঘটনায় স্থানীয় ইউপি সদস্য এনামুল হক জানান, ঘটনার পরপরই স্থানীয় একটি নিউজ পোর্টালে সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্যের সাথে বাড়াবাড়ির জের ধরে নিজ ছেলের হাতে পিতা গুলিবিদ্ধ শিরোনামে একটি ভূলবাল বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে।
    মূলত ঘটনার আগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ সদর ইউনিয়নের চলমান কিছু প্রকল্প পরিদর্শনে ছিলাম। পরিদর্শন শেষে আমার ব্যক্তিগত মুটোফোনে স্থানীয় লোক জনের মাধ্যমে আমার ভগ্নিপতি ইউনুছ গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পেয়ে আমি টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে যাই,
    এবং তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতাল প্রেরণের ব্যবস্থা করে দিই।

    টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, ঘটনাটি সম্পর্কে অবগত আছি। তবে লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

  • টেকনাফে সামাজিক সম্প্রীতি,ধর্মের অহিংস ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    টেকনাফে সামাজিক সম্প্রীতি,ধর্মের অহিংস ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    ইব্রাহীম মাহমুদ, টেকনাফ

    টেকনাফে বেসরকারী সংস্থা ব্রাকের সহযোগিতায় এ্যালায়েন্স ফর কো-অপারেশন এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ (একলাব) এর পক্ষ থেকে সামাজিক সম্প্রীতি,ধর্মের অহিংস ও শান্তিপূর্ণ সবস্থান নিশ্চিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

    গতকাল ( ৩১আগষ্ট) দুপুর ২ টার দিকে সাবরাং ইউনিয়ন,৫নং ওয়ার্ড একলাবের অস্থায়ী কক্ষে মনিটরিং অফিসার জুনাইদের সভাপতিত্বে ট্রেনিং অফিসার মোহাম্মদ জনির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন,
    এ সময় উপস্থিত ছিলেন,
    টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাসান, সমাজ সেবা অফিসার খাইরুল ইসলাম,
    সাবরাং ইউনিয়ন পরিষদের, ১ ২ও ৩ নং ইউপি সদস্যা শাহিনা রহমান বি,এ ,
    সাবরাং ইউনিয়ন,৪ ৫ও ৬ এর ইউপি সদস্যা হাবিবা আক্তার, সাবরাং ইউনিয়ন, সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক কক্সবাজার পত্রিকার টেকনাফ প্রতিনিধি জসিম মাহমুদ, সাবরাং কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক,ও জাতীয় দৈনিক জনকন্ঠ পত্রিকার টেকনাফ প্রতিনিধি আমিনুল হক বাঁধন, সাবরাং কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কক্সবাজার সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুর রহমান,
    সাবরাং ইউনিয়ন কল্যাণ পরিষদের অর্থ সম্পাদক ও দৈনিক দৈনন্দিন পত্রিকার টেকনাফ প্রতিনিধি ইব্রাহীম মাহমুদ,টেকনাফ উপজেলা যুবলীগের প্রভাবশালী নেতা মোহাম্মদ হাসান, সাবরাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সমজিদা বেগম,কমিউনিটি লিডার আব্দুর রহিম, শাহপরীরদ্বীপ স্বেচ্ছাসেবক লীগের নেতা কামরুল ইসলাম রানা,এবং সাবরাং ইউনিয়নের বিভিন্ন মসজিদের খতীবগণ ও একলাবের কর্মচারীবৃন্দ।

  • ১০ম বারের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় টেকনাফ উপজেলা বিএমএসএফের ক্রেষ্ট প্রদান

    ১০ম বারের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় টেকনাফ উপজেলা বিএমএসএফের ক্রেষ্ট প্রদান

    ১০ম বারের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় টেকনাফ উপজেলা বিএমএসএফের ক্রেষ্ট প্রদান

    ইব্রাহীম মাহমুদ,টেকনাফ

    টানা ১০ম বারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান কে ক্রেস্ট প্রদান করেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, টেকনাফ উপজেলা শাখার বিএমএসএফের সকল নেতৃবৃন্দরা।

    (৩০ জুন) বৃহস্পতিবার দুপুরে টেকনাফ মডেল থানায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক মোঃ শেখ রাসেলের নেতৃত্বে ওসি হাফিজুর রহমান কে ক্রেস্ট প্রদান করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং টেকনাফ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি,বাংলাদেশ বেতার ও প্রতিদিনের সংবাদের প্রতিনিধি আবুল কালাম আজাদ,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কক্সবাজার জেলা শাখার আজীবন দাতা সদস্য ও দৈনিক আমাদের মাতৃভূমির প্রতিনিধি মোহাম্মদ ইউনুছ অভি,
    টেকনাফ উপজেলা উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি ও টেকনাফ মফস্বল সাংবাদিক ফোরামের সহ সভাপতি দৈনিক একুশে সংবাদের প্রতিনিধি আনোয়ার হোসেন,
    টেকনাফ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের আলোর প্রতিনিধি মোঃ শেখ রাসেল,উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক যায়াযায়দিন টেকনাফ প্রতিনিধি মোঃ আরাফাত সানি,টেকনাফ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের কোষাধক্ষ্য ও দৈনিক গণকন্ঠ পত্রিকার টেকনাফ প্রতিনিধি এম এ হাসান,টেকনাফ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের গবেষণা সম্পাদক ও দৈনিক অধিকারের টেকনাফ প্রতিনিধি মিজানুর রহমান মিজান,
    টেকনাফ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ও জাতীয় দৈনিক আমার সময়ের টেকনাফ প্রতিনিধি এস এন কায়সার জুয়েল,টেকনাফ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের ধর্মবিষয়ক সম্পাদক ও জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকা ও দৈনিক দৈনন্দিন পত্রিকার টেকনাফ উপজেলা প্রতিনিধি ইব্রাহীম মাহমুদ, টেকনাফ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সদস্য ও দৈনিক বুলেটিন পত্রিকার টেকনাফ প্রতিনিধি সাইফুল ইসলাম, টেকনাফ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সদস্য ও দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার প্রতিনিধি মোঃ সোহেল,টেকনাফ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সদস্য ও দৈনিক সমাচার পত্রিকার টেকনাফ প্রতিনিধি মোঃ কেফায়েত উল্লাহ,
    টেকনাফ উপজেলা উপকূলীয় সাংবাদিক ফোরামের সদস্য ও বঙ্গ টিভির প্রতিনিধি আমিনুল ইসলাম, টেকনাফ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সদস্য ও ডেইলি টেকনাফের বিশেষ প্রতিবেদক মোঃ শাব্বির প্রমুখ।

    এসময় টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হাফিজুর রহমান বলেন,
    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম,
    টেকনাফ উপজেলা শাখার সকল নেতৃবৃন্দেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

    তিনি আরো বলেন, সমাজের উন্নয়নের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অনিয়ম, দুর্নীতি, মাদকসহ অপরাধ মূলক কর্মকান্ডের বিরুদ্ধে বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশ করে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান করেন।

  • দিন-দুপুরে চলছে টেকনাফ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে ঘুষের দূর্নীতি

    দিন-দুপুরে চলছে টেকনাফ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে ঘুষের দূর্নীতি

    বিশেষ প্রতিনিধিঃটেকনাফ উপজেলা

    বাংলাদেশ সরকারের ঘোষণা অনুপাতে টেকনাফ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আইডি কার্ড করার জন্য টেকনাফ উপজেলার প্রত্যেক ইউনিয়নের যুবক-যুবতীরা ফাইল জমা দেয়,এই ফাইলগুলো তদারকি করে অনুমানিক ৩ মাস পর যাদের ফাইলের সব ডকুমেন্টস ঠিক আছে তাদের মোবাইল নাম্বারে এসএমএস পাঠিয়ে দেন টেকনাফ উপজেলা নির্বাচন অফিস থেকে।পরে যুবক-যুবতীরা অফিস থেকে ফাইল নিয়ে ছবি উঠানোর জন্য যাওয়া শুরু করে, তারই ধারাবাহিকতায় আজ কিছু মানুষ ছবি করার জন্য আসলে তাদের থেকে টেকনাফ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের ফারুক নামের একজন সহকর্মী মানুষ থেকে ঘুষ নেওয়ার দাবি করে। তিনি বলেন,টাকা ছাড়া কোন ধরনের ফাইল দেওয়া যাবে না।কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন,ফাইল জমা দেওয়ার সময়ও টাকা নেওয়া হয়নি,বিধায় এখন টাকা ছাড়া ফাইল দেওয়া যাবে না। আর যারা টাকা ছাড়া ফাইল নেওয়ার চেষ্টা করে, তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি আর গালিগালাজ করে তাড়িয়ে দেয়।পরে তাদের থেকে কারণ জিজ্ঞেস করতে চাইলে তারা উপরে উল্লেখিত তার কথাগুলো তুলে ধরে।স্থানীয়রা আরও বলেন,আমাদের সামনে ২ জন থেকে টাকা নেয় ৫০০ টাকা করে।তাদের মধ্যে একজন পুরুষ,নাম তার মোহাম্মদ কফিল উদ্দিন যিনি বাহারছড়া ইউনিয়নের একজন শিক্ষার্থী,অন্য একজন হলেন মহিলা,নাম তার আকলিমা সে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ার বাসিন্দা।পরে তাদের হাতে ফাইলগুলো দিলে তারা ছবি তুলে চলে আসে।
    তারা বলেন,এইরকম হলে আমরা কিভাবে আইডি কার্ড করবো?যে আইডি ছাড়া দেশে চলাফেরা করা অসম্ভব,শুধু তা-ই নই,সবকিছু অসম্ভব হয়ে পড়ে,সে আইডি কার্ড করতে সরকারি ফি ছাড়া অন্যায়ভাবে জোরপূর্বক ঘুষ নেওয়া কে বেমানান বলে তীব্র নিন্দা জানিয়ে তাকে চাকরি থেকে বরখাস্ত করার আবেদন করেন স্থানীয় মানুষেরা।কেন্দ্রীয় নির্বাচন অফিসার সহ কক্সবাজার জেলার নির্বাচন অফিসারের কাছে তারা আরও বলেন, যদি তাকে বরখাস্ত করা না হয় তাহলে আমরা কার্ড করবো না বলে দাবি জানান,স্থানীয়রা কেন্দ্রীয় নির্বাচন অফিসার সহ কক্সবাজার জেলার নির্বাচন অফিসারের সুদৃষ্টি কামনা করেন।

  • টেকনাফের বাহার ছড়া ইউনিয়নের শিলখালী এলাকায় মোস্তাকের গ্যাংদের হাতে গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এক বৃদ্ধ

    টেকনাফের বাহার ছড়া ইউনিয়নের শিলখালী এলাকায় মোস্তাকের গ্যাংদের হাতে গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এক বৃদ্ধ

    ইব্রাহীম মাহমুদঃ- টেকনাফ,

    কক্সবাজারের টেকনাফের বাহার ছড়া ইউনিয়নের শিলখালী এলাকার মোজাহেরুল ইসলাম নামের এক বৃদ্ধের নিজ বসতভিটা অবৈধ ভাবে দখলে নেওয়ার চেষ্টা। মানবপাচারকারী মোস্তাকের গ্যাংদের ধারালো দায়ের কোপে গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মোজাহেরুল ইসলাম নামে এক বৃদ্ধ।

    এ ঘটনায় আরো বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন,মোঃ শহীদুল্লাহ,
    বৃদ্ধ মোজাহেরুল ইসলামের বড় ভাই আনোয়ারুল ইসলাম, আব্দুল্লাহ উল্লাহ। তারা সকলেই কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    আহতদের পারিবারিক সুত্রে জানা গেছে,
    পূর্ব পরিকল্পিতভাবে গত ১৫ জুন বিকাল সাড়ে ৫টার দিকে টেকনাফের ৫নং বাহারছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড শীলখালী এলাকার মৃত মোঃ কবিরের পুত্র মুজাহেরুল ইসলামের নিজ বসতভিটা অবৈধ ভাবে দখলে নেওয়ার জন্য স্থানীয় সলিমুল্লাহ,হামিদুল হক নুরুল ইসলাম,এবাদুল হক, শামশুল আলম, নুরুল বশর, আবুল বশর, ছৈয়দুল বশর ও সন্ত্রাসী ও মানব পাচারকারী মোস্তাকের নেতৃত্বে এলোপাথাড়ি
    দা কিরিস দিয়ে কুপিয়ে আমাদের পরিবারের উপর হামলা চালায়।

    এসময় সন্ত্রাসী ও মানবপাচারকারী মোস্তাকের নেতৃত্বে গুরুতর আহত হয়েছে মোজাহেরুল ইসলাম,আনোয়ারুল ইসলাম, প্রবাসী মোঃ শহীদুল্লাহ, আব্দুল্লাহ সহ আমার পরিবারের আরো অনেকেই।

    স্থানীয়রা খবর পেয়ে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে আনলে
    বৃদ্ধ মোজাহেরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসকরা। বর্তমানে তিনি সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। অপরদিকে এ ঘটনায় বাকী গুরুতর আহতরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
    তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
    এদিকে এ হামলার ঘটনায় মোজাহেরুল ইসলামের পুত্র প্রবাসী মোঃ শহীদুল্লাহ বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় এজাহার দায়ের করেছেন।

    বৃদ্ধ মোজাহেরুল ইসলামের পুত্র প্রবাসী মোঃ শহিদুল্লাহ বলেন,আমি অনেক ধরে পরিবারের সদস্যদের সুখের জন্য মালেশিয়ায় প্রবাসে ছিলাম।
    আমি প্রবাস থেকে আমার মাতৃভূমি বাংলাদেশে এসেছি মাত্র কয়েকটা দিন হয়েছে। হঠাৎ করে সন্ত্রাসী ও মানবপাচারকারী মোস্তাকের গ্যাংরা আমার বৃদ্ধ বাবাসহ আমার পরিবারের উপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাথাড়িভাবে দা কিরিস দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
    বর্তমানে আমার বৃদ্ধ বাবা মোজাহেরুল ইসলাম চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
    বর্তমানে আমি সহ আমার পরিবারের লোকজন নিরাপত্তা হীনতায়। সন্ত্রাসী ও মানব পাচারকারী মোস্তাক আহমেদ, আমার পরিবারকে প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে আসছে রোহিঙ্গা সন্ত্রাসীদের দিয়ে হত্যা করবে বলে।

    বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় আছি। যে কোন মুহুর্তে আমাদের পরিবারের উপর অতর্কিত হামলা করতে পারে সন্ত্রাসী মোস্তাকের নেতৃত্বে। তাই আমি টেকনাফ উপজেলার সকল প্রসাশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে, উক্ত ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে উল্লেখিত সন্ত্রাসী বাহিনীদের আইনের আওতায় আনা না হলে আরো বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। বর্তমানে তাদের ভয়ে উক্ত এলাকা থমথমে উত্তেজনা বিরাজ করছে। কক্সবাজার জেলার সকল আইন শৃঙ্খলা বাহিনীর সু দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবারটি।
    এদিকে অভিযুক্তদের সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে,
    যোগাযোগ করা সম্ভব হয়নি।