Category: টেকনাফ

  • টেকনাফ বাহারছড়া সন্ত্রাসীদের হামলায় এক বৃদ্ধ গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

    টেকনাফ বাহারছড়া সন্ত্রাসীদের হামলায় এক বৃদ্ধ গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

    বিশেষ প্রতিনিধি,

    কক্সবাজারের টেকনাফের বাহার ছড়া ইউনিয়নের শিলখালী এলাকার বৃদ্ধ মোজাহেরুল ইসলাম
    এর নিজ বসতভিটা অবৈধ ভাবে দখলে নেওয়ার চেষ্টা। সন্ত্রাসী ও মানবপাচারকারী মোস্তাক বাহিনীর ধারালো দায়ের কোপে গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মোজাহেরুল ইসলাম নামে এক বৃদ্ধ।

    এ ঘটনায় আরো বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন,মোঃ শহীদুল্লাহ,
    বৃদ্ধ মোজাহেরুল ইসলামের বড় ভাই আনোয়ারুল ইসলাম, আব্দুল্লাহ উল্লাহ। তারা সকলেই কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    আহতদের পারিবারিক সুত্রে জানা গেছে,
    পূর্ব পরিকল্পিতভাবে গত ১৫ জুন বিকাল সাড়ে ৫টার দিকে টেকনাফের ৫নং বাহারছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড শীলখালী এলাকার মৃত মোঃ কবিরের পুত্র মুজাহেরুল ইসলামের নিজ বসতভিটা অবৈধ ভাবে দখলে নেওয়ার জন্য স্থানীয় সলিমুল্লাহ,হামিদুল হক নুরুল ইসলাম,এবাদুল হক, শামশুল আলম, নুরুল বশর, আবুল বশর, ছৈয়দুল বশর ও সন্ত্রাসী ও মানব পাচারকারী মোস্তাকের নেতৃত্বে এলোপাথাড়ি
    দা কিরিস দিয়ে কুপিয়ে আমাদের পরিবারের উপর হামলা চালায়।

    এসময় সন্ত্রাসী ও মানবপাচারকারী মোস্তাকের নেতৃত্বে গুরুতর আহত হয়েছে মোজাহেরুল ইসলাম,আনোয়ারুল ইসলাম, প্রবাসী মোঃ শহীদুল্লাহ, আব্দুল্লাহ সহ আমার পরিবারের আরো অনেকেই।

    স্থানীয়রা খবর পেয়ে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে আনলে
    বৃদ্ধ মোজাহেরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসকরা। বর্তমানে তিনি সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। অপরদিকে এ ঘটনায় বাকী গুরুতর আহতরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
    তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
    এদিকে এ হামলার ঘটনায় মোজাহেরুল ইসলামের পুত্র প্রবাসী মোঃ শহীদুল্লাহ বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় এজাহার দায়ের করেছেন।

    বৃদ্ধ মোজাহেরুল ইসলামের পুত্র প্রবাসী মোঃ শহিদুল্লাহ বলেন,আমি অনেকদিন ধরে পরিবারের সদস্যদের সুখের জন্য মালেশিয়ায় প্রবাসে ছিলাম।
    আমি প্রবাস থেকে আমার মাতৃভূমি বাংলাদেশে এসেছি মাত্র কয়েকটা দিন হয়েছে। হঠাৎ করে সন্ত্রাসী ও মানবপাচারকারী মোস্তাকের বাহিনীরা আমার বৃদ্ধ বাবাসহ আমার পরিবারের উপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাথাড়িভাবে দা কিরিস দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
    বর্তমানে আমার বৃদ্ধ বাবা মোজাহেরুল ইসলাম চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
    বর্তমানে আমি সহ আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায়। সন্ত্রাসী ও মানব পাচারকারী মোস্তাক আহমেদ, আমার পরিবারকে প্রতিনিয়ত হুমকি- ধমকি দিয়ে আসছে রোহিঙ্গা সন্ত্রাসীদের দিয়ে হত্যা করবে বলে।

    অভিযুক্ত মোস্তাকের বক্তব্য নিতে চাইলে মোবাইল রিসিভ করেনি।
    বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় আছি। যে কোন মুহুর্তে আমাদের পরিবারের উপর অতর্কিত হামলা করতে পারে সন্ত্রাসী মোস্তাকের নেতৃত্বে। তাই আমি টেকনাফ উপজেলার সকল প্রসাশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে, উক্ত ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে উল্লেখিত সন্ত্রাসী বাহিনীদের আইনের আওতায় আনা না হলে আরো বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। বর্তমানে তাদের ভয়ে উক্ত এলাকা থমথমে উত্তেজনা বিরাজ করছে। কক্সবাজার জেলার সকল আইন শৃঙ্খলা বাহিনীর সু দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবারটি।

  • সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ইব্রাহীম মাহমুদ- টেকনাফ,

    সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    আজ ১৮ জুন (শনিবার) বিকেল ৩টার সময় সাবরাং নয়াপাড়া নবী হোসেন উচ্চ বিদ্যালয়ের হল রুমে বাংলাদেশ আওয়ামী লীগ সাবরাং ইউনিয়ন আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব সোনা আলীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবুল কালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবরাং ইউনিয়ন,৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ শরীফ মেম্বার,সাবেক ইউপি সদস্য সব্বির আহমদ, জেলা যুবলীগ নেতা মোহাম্মদ ইসমাইল সিআইপি, হাজী মীর আহমদ, সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান মেম্বার প্রমুখ।

    সিনিয়র সদস্য মোহাম্মদ ইসমাঈল সিআইপি বলেন,
    দলে মীর জাফরের উপদ্রব বেড়েছে,দলে থাকতে হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মত কাজ করতে হবে।

    সভাপতির বক্তব্যে আহ্বায়ক আলহাজ্ব সোনা আলী বলেন,আমি সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগে থাকতে আমার কর্মীর উপর কোন কেউ ষড়যন্ত্র করলে নিজ দায়িত্বে তার পাশে থাকব।

    যুগ্ম আহ্বায়ক আবুল কালাম বলেন, সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগকে উজ্জীবিত করতে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।

    এসময় আরো উপস্থিত ছিলেন, টেকনাফ সদর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

  • তথ্য কমিশনের উদ্যোগে টেকনাফে তথ্য অধিকার আইন ২০০৯ বিযয়ক “প্রশিক্ষণ কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে

    তথ্য কমিশনের উদ্যোগে টেকনাফে তথ্য অধিকার আইন ২০০৯ বিযয়ক “প্রশিক্ষণ কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে

    ইব্রাহীম মাহমুদ- টেকনাফ,

    বাংলাদেশ তথ্য কমিশনের উদ্যোগে টেকনাফে তথ্য অধিকার আইন ২০০৯ বিযয়ক “প্রশিক্ষণ কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার ১৮ জুন সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কায়সার খসরুর সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
    সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম। এবং বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আখতার মিলি উপস্থিত ছিলেন।

    ঢাকা থেকে আগত তথ্য কমিশনের সহকারী পরিচালক (প্রশিক্ষন) মোঃ সালাহ উদ্দিন, “তথ্য পেলে জনগণ নিশিত হবে সুশাসন” তথ্য অধিকার সহায়িকায় তথ্য অধিকার আইন ২০০৯ সনের ২০ নং আইন তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের নিমিত্তে বিধান করিবার লক্ষ্যে প্রণীত আইন নিয়ে এবং জনগণ কোন দপ্তর হতে কোন কোন তথ্য সহজে পাবে তার উপর বিস্তারিত প্রশিক্ষণ উপস্থাপন করেন।

    স্বাগত বক্তব্যে রাখেন উপজেলা নিবাহী অফিসার মোহাম্মদ কায়সার খসরু। “তথ্য পাবে জনগণ আসবে দেশে সুশাসন- সবাই মিলে তথ্য দিলে আলোকিত সমাজ মিলে” প্রতিপাদ্য নিয়ে তিনি বলেন, দেশের সরকারি কিংবা বেসরকারি ক্ষতি নয়, নাগরিক স্বার্থ প্রয়োজন রয়েছে এমন তথ্য পাওয়া একজন নাগরিকের মৌলিক অধিকার। রাষ্ট্রের মালিক জনগণ তাই রাষ্ট্রের সুশাসন নিশ্চিত করতে দেশের নাগরিকের এ অধিকার সম্পর্কে আইনী প্রক্রিয়া জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

    প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান নুরুল আলম বলেন, দেশকে উন্নয়ন করতে হলে দেশের নাগরিকের অধিকার নিশ্চিতকরণে সকল দাপ্তরিক কার্যক্রমে নাগরিকদের সহযোগিতা করতে হবে। রাষ্ট্রের ক্ষতি নয় কিন্তু নাগরিকের অধিকার সংশ্লিষ্ট যে কোন তথ্য জনগন চাইলে প্রশাসন দিতে বাধ্য। সুতরাং সোনার বাংলাদের গড়তে হলে তথ্য দিয়ে সোনার ফসল ফলাতে হবে।

    বাংলাদেশ গেজেট ২০০৯ তথ্য অধিকার আইন নিয়ে ৩৭ টি ধারায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন, টেকনাফ মডেল থানার পুলিশ অফিসার নুরে আলম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শওকত হোসেন, উপজেলা মাধ্যমিক অফিসার আনন্দ ভৌমিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এমদাদ হোসেন, উপজেলা একাডেমি সুপার ভাইজার নুরুল আবছার, টেকনাফ সরকারি ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক, উপজেলা তথ্য সেবা অফিসার তাছলিমা আকতারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং মাধ্যমিক/উচ্চমাধ্যমিক শিক্ষা প্রধান ও সাংবাদিকবৃন্দ।

  • কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের জরুরী বর্ধিত সভায় টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

    কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের জরুরী বর্ধিত সভায় টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

    সংবাদ বিজ্ঞপ্তি,

    বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ টেকনাফ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরওয়ার আলম সভাপতি ও আবদুল হককে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট টেকনাফ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
    ১৭ জুন (শুক্রবার) বিকাল ৪ টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের জরুরী বর্ধিত সভায় সভাপতি মো: রহিম উদ্দিন ও সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল এ পূর্ণাঙ্গ কমিটিকে অনুমোদন করেন।
    বর্ধিত সভায় সভাপতিত্ব করেন, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: রহিম উদ্দিন।
    সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েলের পরিচালনায় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন-জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এড. একরামুল হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, এডভোকেট রিয়াজ মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক এম. ওসমান সরওয়ার আলম চৌধুরী, রুস্তম আলী চৌধুরী, প্রচার সম্পাদক জয়নাল আবেদিন, সমাজ কল্যান সম্পাদক কুতুব রানা, যুব ও ক্রীড়া সম্পাদক মো: মোস্তফা, কৃষি বিষয়ক সম্পাদক হাজী জসিম উদ্দিন, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক আনছার উল্লাহ সিকদার পাপ্পু, সদস্য বাবুল হোসেন রনি, উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অধ্যাপক হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক স্বপন শর্মা রনি, চকরিয়া উপজেলা সভাপতি শওকত আলমসহ কক্সবাজার জেলা, উপজেলা, পৌরসভার সভাপতি/সম্পাদক এবং নেতৃবৃন্দরা প্রমূখ।

  • টেকনাফের শাহপরীর দ্বীপে পুকুরে পড়ে এক শিশুর মৃত্যু

    টেকনাফের শাহপরীর দ্বীপে পুকুরে পড়ে এক শিশুর মৃত্যু

    ইব্রাহীম মাহমুদ- টেকনাফ,

    কক্সবাজার টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৮ নং ওয়ার্ড শাহ্পরীর দ্বীপ কোনার পাড়ায় পুকুরে পড়ে ৩ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।মৃত শিশুটি শাহ্ পরীর দ্বীপ ডেইল পাড়ার এনায়েত উল্লাহর ছেলে মোহাম্মদ সাহাদ (৩)।

    শিশুটির পিতা এনায়েত উল্লাহ অধিকারকে জানান,বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ১১টার দিকে শাহ্পরীদ্বীপ হাজ্বী বশির আহমদ উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র থেকে ভিটামিন-এ ক্যাপসুল টিকা গ্রহণ করে সমবয়সী বাচ্চাদের সাথে বাড়ি ফেরার সময় অন‍্যান‍্য বাচ্চাদের সাথে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়।খবর পেয়ে এলাকাবাসীসহ পুকুরে খোঁজাখুঁজি করে মোহাম্মদ সাহাদ(৩)কে ১২টার দিকে পুকুরে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়।

    এরপর দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষনা করে।

  • নিজ পরিবারের নিকট ৩৫ তম মানসিক রোগী হস্তান্তর করলো মারোত

    নিজ পরিবারের নিকট ৩৫ তম মানসিক রোগী হস্তান্তর করলো মারোত

    ইব্রাহীম মাহমুদ- টেকনাফ,

    মানসিক রোগীদের তহবিল (মারোত) এর প্রশংসনীয় উদ্যোগে টেকনাফে ২ বছর পর মানসিক রোগী মোহাম্মদ মোস্তফা (৪৪)কে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এটি ৩৫তম মানসিক রোগী নিজ পরিবারের মাঝে হস্তান্তর। মারোত এর আগে আরও ৩৪জন মানসিক ভারসাম্যহীন রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে।

    ১৬ই জুন দুপুর ১২.০১ মিনিটে এক অনাড়ম্বর অনুষ্টানে মোঃ মোস্তফাকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
    মানসিক রোগীদের তহবিল (মারোত) এর সভাপতি আবু সুফিয়ান জানান, জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলায় পাখিমারা গ্রামের আবদুল মজিদ মুন্সি র ছেলে মোহাম্মদ মোস্তফা । দুই বছর আগে বেড়াতে গিয়ে বাড়ি থেকে বের হয়েছিল আর ফিরেনি । মানসিক ভারসাম্য হারিয়ে ঘুরতে ঘুরতে চলে আসে টেকনাফ পৌরসভা এলাকায়। ঘুরাঘুরি করত, তাকে কেউ তেমন চিনতে পারেনি।

    নিয়মিত মারোত এর খাবার নিয়ে খেত। কিছুদিন আগে মারোত সেচ্ছাসেবী টেকনাফ আর এফ এল প্রতিষ্ঠান এর স্বত্বাধিকারী মোহাম্মদ ফেরদৌস ইসলাম এর ব্যাবসায়ীক প্রতিষ্ঠান এর সামনে ঘুরাঘুরি অবস্থায় এক মানসিক রোগী দেখতে পেয়ে খোজ খবর নেন এবং নিয়মিত খাবার দেন, ইতিমধ্যে সে কিছুটা সুস্থ হয়ে উঠলে নাম ঠিকানা সংগ্রহ করে প্রশাসনের সহযোগিতায় পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করলে তারা মানসিক রোগী মোস্তফাকে তাদের মাঝে নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করে। সে সুত্র ধরে তার আত্নীয়স্বজন তাকে নিতে জামালপুর থেকে টেকনাফ আসেন।

    তার বড় ভাই মোহাম্মদ আবু বক্কর আকন্দ ও ভাগিনা মোহাম্মদ আবু রায়হান উপস্থিত ছিলেন। মারোতের পক্ষ থেকে তাদেরকে রিসিভ করে পরিবার পরিজনদের সাক্ষাতের সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
    মানসিক ভারসাম্যহীন মোস্তাফাকে পরিবারের কাছে তুলে দেওয়ার সময় সংগঠনের পক্ষ থেকে এক সংক্ষিপ্ত আলোচনা সভা মানসিকঠ রোগীদের তহবিল (মারোত) এর সভাপতি আবু সুফিয়ানেরঠ সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।

    এতে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কাইসার খসরু, উপজেলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, সংগঠন এর প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল, টেকনাফ পৌর আওয়ামী লীগ সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, উপদেষ্টা সাইফুল ইসলাম, মারোত ত্রান ও পুনর্বাসন সম্পাদক মোহাম্মদ ফেরদৌস ইসলাম ,সদস্য মোশাররফ হোসেন, জয়েন্ট সেক্রেটারি মোবারক হোসাইন ভুঈয়া, সাংগঠনিক সম্পাদক মিরাস উদ্দিন, পল্লী চিকিৎসক রুপন শর্মা সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হস্তান্তর শেষে মারোত এর পক্ষে ভিক্টিম এর পরিবার র নিকট শুভেচ্ছা জানানো হয়।

    এসময় ভিক্টিমের পরিবারের পক্ষ থেকে মারোতকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

  • শাহপরীরদ্বীপের মোঃ হেলাল উদ্দিন ও জয়নাব বেগমের নোটারী এফিডেভিট মূলে বিবাহ সম্পন্ন

    শাহপরীরদ্বীপের মোঃ হেলাল উদ্দিন ও জয়নাব বেগমের নোটারী এফিডেভিট মূলে বিবাহ সম্পন্ন

    নিউজ ডেস্ক,

    মোঃ হেলাল উদ্দিন (২২)
    পিতা হাবিবুর রহমান, সাং- দক্ষিণ পাড়া
    ৭নং ওয়ার্ড শাহপরীরদ্বীপ সাবরাং ইউনিয়ন ও জয়নাব বেগম (১৯) পিতা হাজী মীর আহমদ সাং-দক্ষিণ পাড়া ৭নং ওয়ার্ড শাহপরীরদ্বীপ সাবরাং ইউনিয়ন,উপজেলা টেকনাফ,জেলা কক্সবাজার। আমরা দু’জনই সুস্থ বিবেক বুদ্ধি সম্পন্ন পুরুষ ও মহিলা হই।পরিচয়ের সূত্র ধরে দীর্ঘদিন ধরে আমরা একে অপরকে ভালোবেসে আসছি।
    এবং ভালবাসাকে বাস্তবে রুপদানের লক্ষ্যে আমরা উভয় পক্ষ ইসলাম শরীয়তের রীতিনীতি অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া ককসবাজারস্থ নোটারী পাবলিকের কার্যালয়ে হাজির হয়ে বিবাহ সম্পন্ন করেছি। যার প্রাঃ নাং ১৫৬/২২,
    গেল ১৩-০৬-২০২২ ইংরেজি।

    আমারা দু’জনই সরকারের আইনকে শ্রদ্ধাপূবর্ক ইসলামী শরীয়া মতে ৬ লক্ষ টাকা দেন মোহর ধার্য্য করে,
    নগদ ৩ লক্ষ টাকা বাকি ৩ লক্ষ টাকার বিনিময়ে বর্তমানে স্বামী-স্ত্রী হিসাবে ঘর সংসার চালিয়ে যাচ্ছি। স্বামী-স্ত্রী হিসাবে উভয়ে সুখে-শান্তিতে দাম্পত্য জীবন অতিবাহিত করার জন্য সকলের নিকট দোয়া কামনা করছি

    অত্র বিবাহে আমাদেরকে কেউ প্রভাবিত ও প্ররোচিত করে নাই। আমরা স্বেচ্ছায়,সজ্ঞানে সাক্ষী গনের সম্মুখে আইনগত স্বীকৃতি স্বরূপ বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া হলফনামা সম্পাদন করিলাম। আমরা সকলের দোয়া কামনা করছি।

  • শাহপরীরদ্বীপের মোঃ হেলাল উদ্দিন ও জয়নাব বেগমের নোটারী এফিডেভিট মূলে বিবাহ সম্পন্ন

    শাহপরীরদ্বীপের মোঃ হেলাল উদ্দিন ও জয়নাব বেগমের নোটারী এফিডেভিট মূলে বিবাহ সম্পন্ন

    নিউজ ডেস্ক:

    মোঃ হেলাল উদ্দিন (২২)
    পিতা হাবিবুর রহমান, সাং- দক্ষিণ পাড়া
    ৭নং ওয়ার্ড শাহপরীরদ্বীপ সাবরাং ইউনিয়ন ও জয়নাব বেগম (১৯) পিতা হাজী মীর আহমদ সাং-দক্ষিণ পাড়া ৭নং ওয়ার্ড শাহপরীরদ্বীপ সাবরাং ইউনিয়ন,উপজেলা টেকনাফ,জেলা কক্সবাজার। আমরা দু’জনই সুস্থ বিবেক বুদ্ধি সম্পন্ন পুরুষ ও মহিলা হই।পরিচয়ের সূত্র ধরে দীর্ঘদিন ধরে আমরা একে অপরকে ভালোবেসে আসছি।
    এবং ভালবাসাকে বাস্তবে রুপদানের লক্ষ্যে আমরা উভয় পক্ষ ইসলাম শরীয়তের রীতিনীতি অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া ককসবাজারস্থ নোটারী পাবলিকের কার্যালয়ে হাজির হয়ে বিবাহ সম্পন্ন করেছি। যার প্রাঃ নাং ১৫৬/২২,
    গেল ১৩-০৬-২০২২ ইংরেজি। আমারা দু’জনই সরকারের আইনকে শ্রদ্ধাপূবর্ক ইসলামী শরীয়া মতে ৬ লক্ষ টাকা দেন মোহর ধার্য্য করে,
    নগদ ৩ লক্ষ টাকা বাকি ৩ লক্ষ টাকার বিনিময়ে বর্তমানে স্বামী-স্ত্রী হিসাবে ঘর সংসার চালিয়ে যাচ্ছি। স্বামী-স্ত্রী হিসাবে উভয়ে সুখে-শান্তিতে দাম্পত্য জীবন অতিবাহিত করার জন্য সকলের নিকট দোয়া কামনা করছি

    অত্র বিবাহে আমাদেরকে কেউ প্রভাবিত ও প্ররোচিত করে নাই। আমরা স্বেচ্ছায়,সজ্ঞানে সাক্ষী গনের সম্মুখে আইনগত স্বীকৃতি স্বরূপ বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া হলফনামা সম্পাদন করিলাম। আমরা সকলের দোয়া কামনা করছি।

  • মিয়ানমারের পণ‍্য ও ইয়াবাসহ আটক ১

    মিয়ানমারের পণ‍্য ও ইয়াবাসহ আটক ১

    ইব্রাহীম মাহমুদ,টেকনাফ

    কক্সবাজারের টেকনাফ কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ৩শ পিস ইয়াবাসহ ১জন আটক হয়েছে।আটককৃত ব‍্যক্তি হলেন টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলী ৯নং ওয়ার্ডের দিল মোহাম্মদের ছেলে মোহাম্মদ আবু তাহের। বুধবার(১৫ জুন) দুপুর ২টার দিকে কেরুনতলী ঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

    কোস্ট গার্ড পুর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে.এস এম তাহসিন রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ,বুধবার ১৫ জুন কেরুনতলী ঘাট সংলগ্ন এলাকায় মাদক পাচার হবে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন কেরুনতলী ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালীন সময় আনুমানিক ২ ঘটিকায় কেরুনতলী খালে একজন ব্যক্তিকে কিছু বস্তা পানিতে ভাসিয়ে নিয়ে আসতে দেখা যায় ।লোকটিকে সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাকে থামার সংকেত দেয় কিন্তু লোকটি না থেমে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।এমতাবস্থায় কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে মো.তাহের ( ২৫ )কে আটক করে।

    তিনি আরও জানান,পরবর্তীতে বস্তাটি তল্লাশী করে অভিনব কায়দায় চায়ের প্যাকেটে লুকায়িত অবস্থায় ১৫হাজার ৩০০ পিস ইয়াবা , ১৩২ প্যাকেট রিচ কফি , ৮৫ প্যাকেট হ্যাপি টি মিক্স এবং ২৭ প্যাকেট ক্যালসিয়াম পাউডার জব্দ করা হয়।
    জব্দকৃত ইয়াবা এবং আটককৃত ব্যক্তিকে পরবর্তী
    আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • টেকনাফে স্থলবন্দর কর্তৃপক্ষের উদ্যোগে ২১তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন ও সেবা সপ্তাহ অনুষ্ঠিত

    টেকনাফে স্থলবন্দর কর্তৃপক্ষের উদ্যোগে ২১তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন ও সেবা সপ্তাহ অনুষ্ঠিত

    ইব্রাহীম মাহমুদঃ টেকনাফ,

    স্থল পথে বানিজ্য বৃদ্ধি,দেশে আনবে উন্নয়ন ও সমৃদ্ধি।
    এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে সারা দেশের ১৪ টি স্থল বন্দরের ন্যায় টেকনাফ স্থল বন্দরে ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও স্হল বন্দর সেবা সপ্তাহ (১৪-২০জুন ২০২২) বিশাল কেক কেটে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১৪ জুন টেকনাফ স্থলবন্দরের হল রুমে স্হল বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক পরিদর্শক রামেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে বন্দরের কাষ্টম রাজস্ব কর্মকর্তা মোঃ শাহিন আকতার প্রধান অতিথি হিসেবে কেক কেটে এর উদ্বোধন করেন।

    এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনাইটেড গ্রুপের টেকনাফ স্হল বন্দরের ব্যবস্হাপক আনোয়ারুল ইসলাম,সি,এন্ড,এফ,এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আবদুল আমিন,সহ কাষ্টম সহকারী রাজস্ব কর্মকর্তা বৃন্দ,আমদানি, রপ্তানি কারক,বানিজ্য ব্যবসায়ী ও বন্দরে নিয়োজিত সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন,স্হলবন্দর কর্তৃপক্ষের টেকনাফ বন্দরের হিসাব রক্ষন কর্মকর্তা সালা উদ্দিন প্রমুখ।

    উপস্থিত বক্তরা বলেন,বাংলাদেশের স্থল পথে আমদানি রপ্তানি কার্যক্রম কে সহজতর ও গতিশীল করার লক্ষ্যে ২০০১ সালের ১৪ জুন ( ২০০১সালের ২০ নং আইন) এর ধারা ৪ (১) অনুযায়ী সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ প্রতিষ্টিত হয়।