Category: ঢাকা

  • স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান’’  সলঙ্গায় আছিয়া বছির মেডিকেল সেন্টার এর শুভ উদ্বোধন

    স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান’’ সলঙ্গায় আছিয়া বছির মেডিকেল সেন্টার এর শুভ উদ্বোধন

    সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি,

    সিরাজগঞ্জের সলঙ্গায় থানামোড়ে মীর প্যালেসে ’’স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান’’ আছিয়া বছির মেডিকেল সেন্টার এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ২০ ফেব্রুয়ারী ২২ রোজ রবিবার বিকাল ৫ ঘটিকায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে।

    এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠান পরিচালক মোঃ আফছার উদ্দিন, মোঃ মোজাহারুল ইসলাম, মোঃ বছির উদ্দিন প্রাং, চিকিৎসক মোঃ আখতার হোসেন হিরন, মোঃ মোস্তফা জামান, মোঃ মোখতার হোসেন, জিসকা ফার্মার আবু রায়হান, ড্রাগ ইন্টাঃ এর হুমায়ন মিয়া, একমির কামরুল ইসলামসহ অনেক গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

    পরিশেষে মাওঃ মোঃ ইসমাইল হোসেন এর দোয়া পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়েছে।

  • ভারতের কর্নাটকে হিজাব বিতর্কে ঢাকায় বিক্ষোভ মিছিল

    ভারতের কর্নাটকে হিজাব বিতর্কে ঢাকায় বিক্ষোভ মিছিল

    ওমর ফারুক,

    ভারতের কর্ণাটক রাজ্যে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের সাথে সংহতি এবং হিজাব নিষিদ্ধের প্রতিবাদে আজ ০৯ ফেব্রুয়ারি’২২ বুধবার রাত ৮টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে টিএসসিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    ভারতে হিজাবের অধিকার কেড়ে নেয়ার ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানিয়ে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম বলেন, ভারতের সেক্যুলার সংবিধান অনুযায়ী নিজস্ব ধর্মীয় বিধান পালন ও পোশাক পছন্দের বিষয়টি একজন মানুষের সাংবিধানিক অধিকার। কিন্তু কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ও মুসলিম বিদ্বেষ ছড়িয়ে দেয়ার জন্য কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধের মতো সংবিধান বিরোধী নির্লজ্জ সিদ্ধান্ত নিয়েছে। এর জেরে ভারতে মুসলিম বিদ্বেষের ঘটনা ঘটেছে। কোথাও বাসে পাথর বৃষ্টি, কোথাও পুলিশের লাঠিচার্জের মতো ঘটনা ঘটেছে।

    কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ বলেন, ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হলে এর প্রভাব বাংলাদেশেও পড়ার সম্ভাবনা আছে। তাই, সরকারের উচিৎ এই ইস্যুতে কূটনীতিক তৎপরতা জোরদার করে দেশের সম্প্রীতি রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।

    উল্লেখ্য যে, গত মাসে ভারতের উদিপি জেলায় এক সরকারি কলেজে ৬ মুসলিম ছাত্রী অভিযোগ করেন, হিজাব পরে তাদের ক্লাসে ঢুকতে নিষেধ করা হয়েছে। ওই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদিপি ও অন্যান্য জেলায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ নিয়ে মামলাও হয় হাইকোর্টে। যা নিয়ে সহিংসতা ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারতে।

    ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন-এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম হুসাইন মৃধা, প্রশিক্ষণ সম্পাদক নূরুল বশর আজিজী, ঢাবি সহ-সভাপতি ইয়াসিন আরাফাতসহ কেন্দ্রীয়, ঢাবি ও শাখা নেতৃবৃন্দ।

  • অনৈতিক কাজে সহযোগিতা করার দায়ে হোটেল ম্যানেজারের জেল

    অনৈতিক কাজে সহযোগিতা করার দায়ে হোটেল ম্যানেজারের জেল

    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    বিরামপুরে শহরের ঢাকা আবাসিক বোডিং এ অনৈতিক কাজে সহযোগিতার দায়ে হোটেলের ম্যানেজার মাহফুজুল ইসলামকে (৪০) কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত হলেন-উপজেলার খাঁনপুর ইউনিয়নের ঝগড়ুপাড়া গ্রামের মো. মকলেছ আলীর ছেলে।

    (৩১জানুয়ারি) সোমবার দুপুরে পৌর শহরের ষ্টেশন রোডে ওই আবাসিক হোটেলে অভিযান চানান ভ্রাম্যমাণ আদালত। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে শহরের ঢাকা আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। অনৈতিক কাজে সহযোগিতা করার দায়ে হোটেলের ম্যানেজার মাহফুজুল ইসলামকে
    ১৮৬০ এর ২৯১ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

  • খালেদা জিয়ার বিষয়ে যৌথ সভা ডেকেছে বিএনপি

    খালেদা জিয়ার বিষয়ে যৌথ সভা ডেকেছে বিএনপি

    নিউজ ডেস্ক,

    দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশের চিকিৎসার বিষয়ে কর্মসূচি ও এ ব্যাপারে দলের অবস্থান নেতাদের সামনে তুলে ধরতে যৌথ সভা ডেকেছে বিএনপি।

    আজ বুধবার দুপুর ১টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সভায় সভাপতিত্ব করবেন।

    সকালে চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসনের বিষয়ে যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সহসাংগঠনিক ও সম্পাদকদের নিয়ে যৌথ সভা করবেন মহাসচিব।

    দলীয় সূত্র বলছে, যৌথ সভা থেকে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার বিষয়ে কর্মসূচি দেবে বিএনপি। গত সোমবার বিএনপি স্থায়ী কমিটির সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত হয়েছে।

    সূত্র : আজকের পত্রিকা

  • এক ঘন্টার মধ্যে রাজধানীর ছয়টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা।

    এক ঘন্টার মধ্যে রাজধানীর ছয়টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা।

    মোঃ রাকিব”বিশেষ প্রতিনিধিঃ

    আচমকাই রাজধানীর ছয় স্থানে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল ( ১২ ই নভেম্বর ) বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে মতিঝিল, প্রেসক্লাব সংলগ্ন সচিবালয় মোড়, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, বংশাল, শাহবাগ ও খিলগাঁও এলাকায় ছয়টি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

    ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাসেল শিকদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর দেড়টার দিকে বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এর কিছুক্ষণ পরই আবার খবর আসে শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে বাসে আগুন লেগেছে।

    তিনি আরও জানান, প্রেসক্লাবের সামনে, গুলিস্তানে রমনা ভবনের সামনে, মতিঝিলে মধুমিতা সিনেমা হলের সামনে এবং নয়াবাজার ও শাহজাহানপুর এলাকায় মোট ছয়টি বাসে আগুন দেওয়া হয়েছে। তবে সবগুলো বাসের আগুনই নির্বাপণ করা হয়েছে। কোনো ধরনের হতাহতের সংবাদ আমরা এখন পযর্ন্ত পাইনি।

    অপরদিকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনায় যারা জড়িত আছে তাদের কিছু লোককে আমারা শনাক্ত করেছি। আরো বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ‘যারাই এই সহিংসতা ও বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। তাদের প্রত‍্যেককেই আইনের আওতায় আনা হবে।

  • ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস ঘেরাও হবে

    ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস ঘেরাও হবে

    ঘেরাও হবে, দূতাবাস ঘেরাও হবে।

    ফ্রান্সে প্রকাশ্যে বহুতল ভবনে রাসূল সা. এর ব্যঙ্গ কার্টুন প্রকাশের প্রতিবাদে ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস ঘেরাও করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামী ২৭ অক্টোবর (মঙ্গলবার) ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস ঘেরাওয়ের এ কর্মসূচি হাতে নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ওইদিন সকাল ১০টায় রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে জমায়েত অনুষ্ঠিত হবে। দূতাবাস অভিমূখে বিশাল গণমিছিলে নেতৃত্ব দিবেন আন্দোলনের সংগ্রামী আমীর হযরত পীর সাহেব চরমোনাই।

    এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, দেশে চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্নীতি, দুঃশাসন, নারী নির্যাতন-ধর্ষণ দেশকে চরম সঙ্কটে ঠিলে দিয়েছে। নারী নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে। তিনি বলেন, সকল অস্থিরতা থেকে মুক্তি পেতে ইসলামের অনুশাসনে ফিরে আসতে হবে। ইসলাম ছাড়া মানবতার মুক্তি সম্ভব নয়।

    গতকাল শনিবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরা ১০নং সেক্টর সি শেল কমিউনিটি সেন্টারে বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে আলোচনাকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সৈয়দ মোঃ ফজলুল করীম রহ. ইসলামিক রিচার্স সেন্টার বাস্তবায়ন কমিটি ঢাকা মহানগর উত্তর আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ। বিশেষ অতিথি ছিলেন মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ ও আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা। বক্তব্য রাখেন মাওলানা আরিফুল ইসলাম, হাজি আবু সাঈদ, আলহাজ্ব আনোয়ার হোসাইন, এ্যাড. শওকত হোসাইন প্রমূখ।

    পীর সাহেব চরমোনাই বলেন, দেশে আইনের শাসন না থাকায় নারী নির্যাতন ও ধর্ষণ সীমাহানভাবে বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, ধর্ষণ বন্ধ করতে হলে এর উৎসগুলো আগে বন্ধ করতে হবে। সেইসাথে শিক্ষার সকল স্থরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। পাড়ায় মহল্লায় ধর্ষণবিরোধী কমিটি গঠন করে ধর্ষণ বন্ধে ইসলামের বিধান তুলে ধরতে হবে।

    পীর সাহেব বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ফলে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। বর্তমান বাজার ব্যবস্থা পুরোপুরি ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে। প্রশাসন দায়সারা দু একটি অভিযান পরিচালনা করেই শেষ। প্রকৃত অর্থে এই খণ্ডকালীন অভিযান বাজারে কোনো প্রভাব ফেলার পরিবর্তে বাজারকে আরও উস্কে দিচ্ছে। ফলে সাধারণ ও শ্রমজীবী মানুষ একদিকে কর্মহীন, অন্যদিকে নিত্যপণ্যের দাম বেশি হওয়া দিশেহারা। এ অবস্থায় খাদ্য বিভাগের আওতায় বাজারে ওএমএস চালু, টিসিবির মাধ্যমে খাদ্য-পণ্য বিক্রি বাড়ানো এবং প্রশাসনের সমন্বিত বাজার তদারকি জোরদারের দাবি জানান তিনি।