Category: দিনাজপুর

  • দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

    ২৬ মার্চ রবিবার সকাল ০৬:০৩ ঘটিকায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পুলিশের পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব শাহ ইফতেখার আহমেদ, পিপিএম মহোদয়।

    এ সময়ে জেলা পুলিশের চৌকস্ দলের ৩১ বার তোপধ্বনি প্রদানের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয় ।

    ১৯৭১ সালে বাঙালির উপর নেমে আসা পাহাড় সমান বিপদের মুখোমুখি দাঁড়িয়ে “প্রথম সশস্ত্র প্রতিরোধ” তৈরী করার দুঃসাহসী নজির স্থাপন করে রাজারবাগ পুলিশ লাইনের বাঙালি পুলিশ বাহিনী, যাকে প্রথম সশস্ত্র প্রতিরোধ হিসেবে ইতিহাস সাক্ষ্য বহন করে। গর্বিত পুলিশ সদস্যের এই সাহসী পদক্ষেপটাকেই এই ভাস্কর্যের বিষয় হিসেবে উপস্থাপন করা হয়েছে।

    উক্ত পুষ্পস্তবক অর্পণকালে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), দিনাজপুরসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

    এছাড়াও স্থানীয় সুধীজন রাজনৈতিক নেতৃবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ফুলবাড়ি ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন এবং শীতবস্ত্র বিতরণ

    ফুলবাড়ি ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন এবং শীতবস্ত্র বিতরণ

    এস এম মাসুদ রানা- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    ১৪ই ডিসেম্বর শনিবার সকাল ১০ ঘটিকায় ফুলবাড়ি ব্যাটালিয়ন ২৯ বিজিবি এর অধিনায়ক লেফটেন কর্নেল আলমগীর কবির পিএসসি কর্তৃক অধীনস্ত রসুলপুর ও আমড়া সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত ৫০০ জন দুস্থ ও অসহায় শীতার্ত জনসাধারণের মাঝে শীতবস্ত্র বস্ত্র বিতরণ করা হয়।

    এছাড়াও ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি আওতাধীন রসুলপুর ও আমড়া ফাঁড়ি এলাকা হতে আগত ২৯০ জন গরিব ও দুস্থ জনসাধারণের মাঝে বিনামূল্যে ঔষধ সামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। উক্ত শীতবস্ত্র এবং বিনামূল্যে ঔষধ সামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুলবাড়ি ব্যাটালিয়ন ২৯ বিজিবি এর অধিনায়ক লেফটেন্ট কর্নেল আলমগীর কবির, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, স্থানীয় জনপ্রতিনিধিগণ ও গণমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

  • বিরামপুরে ট্রেনে কাটা এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

    বিরামপুরে ট্রেনে কাটা এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।

    বিরামপুর উপজেলার মৌপুকুর গ্রামে রেল লাইনের উপর থেকে বুধবার ভোরে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে বিরামপুর থানা পুলিশ।

    বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত ঘটনাস্থলে উপস্থিত থেকে জানান- মৌপুকুর গ্রামে রেল লাইনের উপর অজ্ঞাত নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশে সংবাদ দেয়। থানা পুলিশ রেল পুলিশে সংবাদ দিলে পার্বতীপুর জিআরপি থানার উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে রেললাইন থেকে লাশ উদ্ধার করে পার্বতীপুর রেলওয়ে স্টেশন থানায় নিয়ে যায়। অজ্ঞাত নামা নারীর বয়স ৩৫ বছর এবং তার পরনে শাড়ি পড়া ছিল। স্থানীয়দের ধারণা, রাতের কোন এক সময় ট্রেন থেকে পড়ে নারীটি আঘাত প্রাপ্ত হয়ে নিহত হয়েছে।

    ওসি সুমন কুমার মহন্ত আরও জানান, লাশটি উদ্ধার করে পার্বতীপুর রেলওয়ে স্টেশন থানায় পাঠানো হয়েছে।

    পার্বতীপুর জিআরপি থানার উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিক জানান, অজ্ঞাত নারীর ফিঙ্গারপ্রিন্ট টেস্ট এর মাধ্যমে পরিচয় পাওয়ার চেষ্টা চলছে।

  • বিরামপুরে জাতীয় শিক্ষাক্রম রুপরেখা বিস্তরণ শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন

    বিরামপুরে জাতীয় শিক্ষাক্রম রুপরেখা বিস্তরণ শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন

    এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

    দিনাজপুর জেলার বিরামপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষাক্রম রুপরেখা-২০২২ বিস্তরণ উপেজেলা পর্যায়ে শিক্ষক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।

    শুক্রবার (৬ জানুয়ারি) সকালে ৯টায় বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে জাতীয় শিক্ষাক্রম রুপরেখা ২০২২ বিস্তরণ ৫ দিনব্যাপী উপজেলা পর্যায়ে শিক্ষক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি খায়রুল আলম রাজু।

    এসময় বিশেষ অতিথি হিসেবে পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আক্কাস আলী,বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার, বিরামপুর সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ অদৈত্য কুমার অপু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর আলম, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, একাডেমি সুপার ভাইজার আব্দুস সালাম, সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ডিজিটাল টেকনোলজি বিষয়ের মাষ্টার ট্রেইনার মিজানুর রহমান মিজান, শ্যামল চন্দ্র সরকার, আশরাফুল আলম, বাংলা বিষয়ের মাষ্টার ট্রেইনার আঞ্জুমান আরা মিলি সহ সকল প্রশিক্ষণার্থী (ট্রেনিস) শিক্ষকমন্ডলী প্রমুখ উপস্থিত ছিলেন।

    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর আলম জানান, জাতীয় শিক্ষাক্রম রুপরেখা-২০২২ বিস্তরণ শিক্ষক প্রশিক্ষণ মাঠ পর্যায়ে শিখন-শেখানো কার্যক্রম পরিচালনা ও জাতীয় শিক্ষাক্রম রুপরেখা-২০২২ বিস্তরণ বাস্তবায়নের জন্য এই শিক্ষক প্রশিক্ষণ ৬-৭ ও ১৩-১৫ জানুয়ারি/২৩ইং ৫ দিনব্যাপী অনুষ্ঠিত হবে।
    সেই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার, সাম্য, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে ক্ষুধা-দারিদ্র মুক্ত ও ড়িজিটাল স্মার্ট বাংলাদেশ গড়াই নতুন কারিকুলামের মূল লক্ষ্য।

  • বিরামপুর আদর্শ হাইস্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ

    বিরামপুর আদর্শ হাইস্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।

    দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আদর্শ হাইস্কুলের ২০২২ শিক্ষাবর্ষের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী প্রোগ্রাম ২৯ শে ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় বিদ্যালয় এর হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুহাদ্দিস ডক্টর এনামুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব নুর আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, বিরামপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ রেজাউল করিম সরকার সেলিম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ডা. রেজাউল করিম শামীম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোকছেদ আলী চৌধুরী, শিক্ষকবৃন্দের মধ্যে রেজাউল করিম, জান্নাতুন ফেরদৌস, সুলতান মাহমুদ সাদিক প্রমুখ।

    ২০২২ ইং শিক্ষাবর্ষের ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণির ফলাফল প্রকাশ করা হয় এবং প্রত্যেক শ্রেণি জিপিএ ৫ প্রাপ্তদের পুরস্কার বিতরণ করা হয়।

    প্রধান অতিথি বলেন, আদর্শ হাইস্কুল ইতোমধ্যে দিনাজপুর জেলার মধ্যে সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেছে। সুনামের ধারাবাহিকতা রক্ষার্থে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আরো যত্নবান হতে আহ্বান জানান।

  • নানা আয়োজনের মধ্য দিয়ে বিরামপুরে পালিত হল বিশ্ব ডায়াবেটিস দিবস

    নানা আয়োজনের মধ্য দিয়ে বিরামপুরে পালিত হল বিশ্ব ডায়াবেটিস দিবস

     

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি

    আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।

    (১৪ নভেম্বর) সোমবার সকাল ১১টার সময় ধানহাটি মোড়(মেইন রোড) বিরামপুরে এই অনুষ্ঠান অনুষ্টিত হয়।

    বিরামপুর ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের আয়োজিত অনুষ্ঠানে বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক এর সঞ্চালনায় পৌর মেয়র ও বিরামপুর ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যক্ষ আককাস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা নিবার্হী কর্মকর্তা পরিমল কুমার সরকার, প্রাক্তন সির্ভিল সার্জন ডাঃ ইমার উদ্দিন কায়েস, বিরামপুর ডায়াবেটিক সমিতির মেডিকেল অফিসার ডাঃ মাইদুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মনসুর আলী মন্ডল, সাবেক পৌর কমিশনার ওবায়দুল মিনহাজ, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, হবিবুর রহমান, প্রাক্তন সহকারি অধ্যাপক মোজাম্মেল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন মন্ডল সুধীজন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    বিশ্ব ডায়াবেটিস প্রতিরোধে গণসচেতনতা নিয়মিত পরিশ্রম ও পরিনিয়মিত খাবারসহ প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট হাটতে হবে বলে সভায় বক্তারা উল্লেখ করেন।

    এসময় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানে বিনামুল্যে ডায়াবেটিস ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

  • ঘোড়াঘাটে ইউএনও হত্যাচেষ্টাঃ রবিউলের ১০ বছর কারাদণ্ড

    ঘোড়াঘাটে ইউএনও হত্যাচেষ্টাঃ রবিউলের ১০ বছর কারাদণ্ড

    এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর)

    প্রতিনিধি- মঙ্গলবার (৮ নভেম্বর) সকল ১০টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবাকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি রবিউল ইসলামকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

    দিনাজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক সাদিয়া সুলতানা এই রায় ঘোষণা করেন।রায়ে কারাদণ্ড ছাড়াও রবিউলের ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

    দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রবিউল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

  • বিরামপুরে চেয়ারম্যান পদ শূন্য ও ইউডিসি উদ্যোক্তা কে অব্যাহতি

    বিরামপুরে চেয়ারম্যান পদ শূন্য ও ইউডিসি উদ্যোক্তা কে অব্যাহতি

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মালেকের পদ শূন্য ঘোষণা করা হয়েছে। ওই ইউনিয়নের ৯ জন সদস্য তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনায় তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছেন স্থানীয় সরকার।

    সোমবার (৩১ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউপির চেয়ারম্যান আব্দুল মালেকের পদ শূন্য ঘোষণা করা হয়।চিঠিতে উল্লেখ, বিরামপুর উপজেলাধীন ৪ নং দিওড় ইউপি চেয়ারম্যান আবদুল মালেক মিয়ার বিরুদ্ধে বয়স্কভাত, বিধবাভাতা, ভিজিড়ি, ভিজিএফ’র চাল ও মাননীয় প্রধানমন্ত্রী’র ঈদ উপহারের চাল বিতরণে অনিয়মসহ বেশ কিছু অনিয়মের অভিযোগ তুলেছেন ওই ইউপি’র ৯ জন সদস্য।

    ৪নং দিওড় ইউপি চেয়ারম্যান আব্দুল মালেকের পদ শূন্য ঘোষণার বিষয়ে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯–এর ৩৫ (২) ধারা অনুযায়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডলের পদ শূন্য ঘোষণা হয়েছে। শিগগিরই এ–সংক্রান্ত গেজেট জারি করা হবে।

    এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল বলেন, আমার বিরুদ্ধে ইউপি সদস্য কর্তৃক আনীত অভিযোগগুলো সম্পুর্ণ বানোয়াট, মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। আমি খুব শীঘ্র এ বিষয়ে হাইকোর্টে রিট করব।

    অপরদিকে স্বাক্ষর জাল করাসহ বিভিন্ন অভিযোগে দিওড় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) উদ্যোক্তা মহিদুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার স্বাক্ষরিত দাপ্তরিক আদেশে এ তথ্য জানানো হয়।

  • নানা আয়োজনের মধ্য দিয়ে বিরামপুরে শিক্ষক দিবস পালিত

    নানা আয়োজনের মধ্য দিয়ে বিরামপুরে শিক্ষক দিবস পালিত

    এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

    “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু” শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর জেলার বিরামপুরে শিক্ষক দিবস পালিত হয়েছে।

    বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় বিরামপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান সড়ক প্রদর্শন শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

    শিক্ষক দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, আওয়ামী লীগের শ-সভাপতি শিবেশ কুন্ড, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মেজবা, বিরামপুর সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অদৈত্য কুমার রায়, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার, বিরামপুর চাঁদপুর ফাজিল মাদ্রার অধ্যক্ষ আ ছ ম হুমায়ন কবির, বিএম কলেজের অধ্যক্ষ সেলিম রেজা, বিরামপুর শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক ফারুক-ই- আজম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর আলম, প্রাথমিক শিক্ষা অফিসার মিনারা খাতুন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, রামকৃষ্ণপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার মতিন, রেলকলনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অ্যাম্বাসেডর শিক্ষক মামুনুর রশীদ, শিমুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা খাতুন, অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক নিরঞ্জ কুমার প্রমুখ।

     

    এতে কাটলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ আব্দুল হান্নান, কেটরা কলেজের অধ্যক্ষ আবু তাহের, বিরামপুর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান, বিএম কলেজের অধ্যক্ষ জিয়াউল করিম ডাবলু, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল ইসলাম, খাঁনপুর মাদ্রাসার সুপার শহিদুল ইসলাম, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা রাণী সরকার,এ্যাম্বাসেডর শিক্ষক প্রভাষক মেফতাহুন নাহার কবিতা, এ্যাম্বাসেডর শিক্ষক মিজানুর রহমান মিজান, এ্যাম্বাসেডর শিক্ষক তৌফিকুল ইসলাম রবি, এ্যাম্বাসেডর শিক্ষক বেনজির হক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানবৃন্দ, সহকারী শিক্ষকবৃন্দ, বিভিন্ন প্রিন্ট অ ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও জেলার শ্রেষ্ঠ শিক্ষক আব্দুল হাকিম মোল্লা।

  • বিরামপুরে গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে- শিবলি সাদিক এমপি

    বিরামপুরে গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে- শিবলি সাদিক এমপি

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর)

    প্রতিনিধি- (২১শে অক্টোবর) শুক্রবার বিকেল ৩ টায় বিরামপুর থানার আয়োজনে থানা চত্বরে পুলিশিং সেবা ত্বরান্বিত করার উদ্দেশ্যে গাড়ির চাবি হস্তান্তর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । ওসি সুমন কুমার মহন্তর সভাপতিত্বে উপ-পরিদর্শক এরশাদ মিঞার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য জনাব মোঃ শিবলী সাদিক এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুরের পুলিশ সুপার জনাব মোঃ সাহ ইফতেখার আহমেদ পিপিএম। সহকারী পুলিশ সুপার আসলামউদ্দিন, সহকারি পুলিশ সুপার মমিনুল করিম, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আককাস আলী, বিরামপুর নবাবগঞ্জ এর সিনিয়ার সহকারী সার্কেল এ কে এম ওহেদুন্নবী

    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জনগণের সেবা দোড়গড়াই পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর, তারই ধারাবাহিকতায় আজ বিরামপুর থানায় একটি নতুন গাড়ি হস্তান্তর করা হয়েছে, পুলিশ যেন যথাসময়ে জনগণের সেবা দিতে পারে।

    এসময় সুধীজনসহ,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বৃন্দ উপস্থিত ছিলেন।