Category: দিনাজপুর

  • বিরামপুরে নৈশ্যকোচ চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

    বিরামপুরে নৈশ্যকোচ চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

    বিরামপুরে নৈশ্যকোচ চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
    বিরামপুরে রোববার (২৪ জুলাই) সকালে নৈশ্যকোচ চাপায় মোটর সাইকেল
    আরোহী এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
    ঘটনার তদন্তকারী কর্মকর্তা থানা পুলিশের উপ-পরিদর্শক আবু বকর সিদ্দিক
    যুগান্তরকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আসাদ নামের নৈশ্যকোচ
    বিরামপুর অতিক্রম করে ফুলবাড়ির দিকে যাচ্ছিল। উপজেলার দুর্গাপুর উচ্চ
    বিদ্যালয়ের কাছে দিনাজপুর-গবিন্দগঞ্জ মহাসড়কে বিপরীত দিক থেকে আসা
    একটি মোটর সাইকেলকে আসাদ নামে এক নৈশ্যকোচ চাপা দেয়। এতে
    ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী নজরুল ইসলাম (৪২) নিহত হন। তিনি
    পার্শ্ববর্তী ফুলবাড়ি উপজেলার সুজাপুর গ্রামের মৃত: জাহের উদ্দিনের ছেলে এবং
    গ্রামীণ ব্যাংক বিরামপুরের দিওড় শাখার কেন্দ্র ব্যবস্থাপক হিসাবে কর্মরত ছিলেন।
    বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত ঘটনা নিশ্চিত করে যুগান্তরকে জানান,
    অভিযোগ না থাকায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

  • বিরামপুরে মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

    বিরামপুরে মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

    বিরামপুরে মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- নিরাপদে মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (২৪ জুলাই) বেলা ১১টায় বিরামপুর পরিষদ থেকে বর্ণাঢ্য র‍্যালী শেষে উপজেলা অডিটরিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মেজবা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কাওসার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম, কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পাল, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা বিদ্যুৎ বর্মণ প্রমুখ।

    উপজেলা মৎস কর্মকর্তা মো. কাওসার হোসেন বলেন, সারা বাংলাদেশে ৭ জন মৎস্যচাষী স্বর্ণপদক পেয়েছেন। তার মধ্যে বিরামপুর উপজেলার সফল মৎসচাষী এএসএম তারেকুজ্জামান এলিনও স্বর্ণপদক পেয়েছেন।

     

    এসময় বিরামপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম মাসুদ রানা, সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার, চরকাই মৎস্য খামারের খামার ব্যবস্থাপক প্রফুল্ল চন্দ্র রায়সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলা মৎদ চাষীবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।

  • বিরামপুরে মাংস বিক্রেতাদের সঙ্গে পৌর মেয়রের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বিরামপুরে মাংস বিক্রেতাদের সঙ্গে পৌর মেয়রের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

    অদ্য(১৫ ই জুন) বুধবার বিকেল ৩ ঘটিকায় বিরামপুর পৌরসভার কনফারেন্স রুমে পৌরমেয়র অধ্যক্ষ আক্কাস আলীর সভাপতিত্বে পৌরসভার মধ্যে সকল মাংস বিক্রেতার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছেI মাংস বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় কালে পৌর মেয়র বলেন, পৌরসভার মধ্যে নির্দিষ্ট স্থানে মাংস বিক্রি করতে হবে, সুস্থ ও সবল গরু জবাই করতে হবে, রোগবালাই গরু কেউ যেন জবাই না করে ৷ এছাড়াও তিনি বলেন, পৌরসভার পরিবেশ দূষণ যেন না হয় এ বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন | এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার এ আর এম আল মামুন, পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান মন্ডল, ২ নং ওয়ার্ড কাউন্সিলর নুর আলম, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোজাম্মেল হোসেন, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক ইসমাইল হোসেন, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা শাহজাদা চৌধুরী, পৌরসভার হিসাব সহকারি কর্মকর্তা রায়হান কবির চপল, সড়ক বাতি পরিদর্শক মসুদ রানা, অফিস সহায়ক আব্দুর রউফ সোহেল এছাড়াও সকল মাংস বিক্রেতা গণ উপস্থিত ছিলেন|

  • বিরামপুরে ঝরে পড়া শিশু বিষয়ে অবহিত করণ কর্মশালা

    বিরামপুরে ঝরে পড়া শিশু বিষয়ে অবহিত করণ কর্মশালা

    এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

    ঝরে পড়া শিশুদের শিক্ষা প্রকল্প বাস্তবায়ন বিষয়ে দিনাজপুর জেলার বিরামপুরে

    উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বাস্তবায়নাধিন ‘প্রত্যাশা বাংলাদেশ’ এনজিও’র আয়োজনে অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (১৫ জুন) সকাল ১০ টায় বিরামপুর উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে ঝরে পড়া শিশু বিষয়ে অবহিত করণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু ও মেজবাউল ইসলাম মেজবা, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, কৃষি অফিসার নিকছন চন্দ্র পাল, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর আলম, প্রাথমিক শিক্ষা অফিসার মিনারা বেগম, উপজেলা একাডেমি সুপার ভাইজার আব্দুস সালাম প্রমুখ।

    অঅবহিত করণ কর্মশালায় প্রাণি সম্পদ অফিসার ডা: এআরএম আল মামুন, মৎস্য অফিসার কাওসার হোসেন, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্পের সহকারী পরিচালক পারভেজ কবীর খান, প্রত্যাশা বাংলাদেশের নির্বাহী পরিচালক শাহরিয়ার কবির শোভন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

  • বিরামপুরে জুয়া খেলার সরঞ্জামদীসহ ৭ জুয়াড়ী গ্রেপ্তার

    বিরামপুরে জুয়া খেলার সরঞ্জামদীসহ ৭ জুয়াড়ী গ্রেপ্তার

    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

    দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরের থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামদী, নগদ টাকাসহ ৭ জন জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে।

     

    শনিবার (১১ জুন) দিবাগত সাড়ে ১১টায়
    বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্তের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এসআই নূর আলম সিদ্দিক, এসআই হরিদাস বর্মন, এসআই মামুনুর রশিদ, এসআই নিহার রঞ্জন সরকার, এসআই মোতাহারুল ইসলাম, এএসআই আনিছুর রহমান, এএসআই সুশীল চন্দ্র বর্মন, এএসআই আঃ হাকিম, এএসআই তবিবর রহমান, এএসআই আব্দুল ওহাবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পৌর শহরের ৭নং ওয়ার্ডের জনৈক ফারুক হোসেন (৪৫) এর মুরগীর খামারে ফর গুটির মাধ্যমে জুয়া খেলার আসরে অভিযান চালান। এসময় জুয়াড়ীদের হেফাজতে ও ঘটনাস্থল থেকে জুয়া খেলার ১৮ টি গুটি, ১টি প্লাষ্টিকের তৈরী ফর , ২ টি কালো রংয়ের প্লাষ্টিকের ডাবু, ১টি নীল রংয়ের পলিথিন, ২টি সাদা প্লাষ্টিকের বস্তা, নগদ ২৯,৪৮৭ টাকা, ২টি মোটর সাইকেল, ৮টি মোবাইল ফোন, ৩ চাকা বিশিষ্ট ১টি ইজিবাইক জব্দসহ ৭ জন জুয়াড়ীকে গ্রেপ্তার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে এজাহারনামীয় জ্ঞাত ৩ জন জুয়াড়ীসহ অজ্ঞাতনামা ১০/১২ জন জুয়াড়ী কৌশলে পালিয়ে যায়।

     

    গ্রেপ্তারকৃত জুয়াড়ীরা হলেন, বিরামপুর পৌর শহরের শিমুলতলী (গড়েরপাড়া) গ্রামের মৃত আজিজার রহমানে ছেলে আশরাফুল ইসলাম(৩৬), মৃত মোফাজ্জল হোসেন মন্ডলের ছেলে মাহাবুব আলম বকুল (৫০), মৃত আলিমুদ্দিনের মনোয়ার (৩৩), ঘোড়াঘাট উপজেলা ঋষিঘাট গ্রামের মুকুল চন্দ্র সরকারের ছেলে শ্রী উত্তম কুমার সরকার (২৭), একই উপজেলার শ্যামনগর গ্রামের তছলিম উদ্দিনের ছেলে নওশাদ (৪৫), নবাবগঞ্জ উপজেলার ধরন্দা গ্রামের মৃত জসিমুদ্দিনের ছেলে দবিরুল ইসলাম(৫১), রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ছোট উজিরপুর গ্রামের মছির উদ্দিনের ছেলে মাহাবুল(৪৫)।

    বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় ১৮৬৭ সালের ৩/৪ ধারায় মামলা হয়েছে। মামলা নং-৬, তাং ১২/০৬/২০২২ইং।

     

    তিনি আরো বলেন, রবিবার (১২ জুন) বেলা ১২ টায় আসামীদের (জুয়াড়ী) দিনাজপুর বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। এজাহারনামীয় জ্ঞাত ৩ জন জুয়াড়ীসহ অজ্ঞাতনামা পলাতক জুয়াড়ীদের গ্রেপ্তারের জোর চেষ্টা অব্যাহত রয়েছে।

  • বিরামপুর মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

    বিরামপুর মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

    এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর)

    প্রতিনিধিঃদিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরের মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (১১ জুন) বেলা ১১টায় বিরামপুর পৌর শহরের মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের সভাপতিত্বে সহকারী শিক্ষক শামিম উর রহমানের সঞ্চালনায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠা সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোজ্জামেল হোসেন মন্ডল, বিশেষ অতিথি প্যানেল মেয়র আব্দুল আজাদ (বকুল), বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মাহবুব আলম নেনার, প্রধান শিক্ষক সুলতান মাহমুদ (ভারপ্রাপ্ত), শিক্ষকবৃন্দ, সুধীমন্ডলীবৃন্দ, অভিভাবকবৃন্দ, ছাতে-ছাত্রীবৃন্দ প্রমুখ।

    প্রধান অতিথি মোজ্জামেল হোসেন মন্ডল
    বলেন, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড’। একমাত্র সূ-শিক্ষায় দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। এরই ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রত্যেক শিক্ষার্থীকে বাস্তবতার উপর পাঠদানের পরামর্শ প্রদান করেন। তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবক ও প্রতিষ্ঠানের এসএমসি সদস্যদেরও সব সময় সজাগ দৃষ্টি রাখতে হবে। তবেই শিক্ষার্থীরা মানসন্মত শিক্ষা অর্জন ভবিষ্যতে এদেশের উন্নয়নে জোরালো ভূমিকা রাখতে সক্ষম হবে।

    আলোচনা শেষে পরীক্ষার্থীর জন্য দোয়া পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের মাওলানা শিক্ষক এমদাদুল হক।

  • ভারতে মহানবী(সাঃ)কে অবমাননার প্রতিবাদে বিরামপুরে বিক্ষোভ মিছিল

    ভারতে মহানবী(সাঃ)কে অবমাননার প্রতিবাদে বিরামপুরে বিক্ষোভ মিছিল

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

    ভারতে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মুল মুমিনিন আয়েশা (রাঃ)কে নিয়ে কটূক্তি ও চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর দক্ষিণ জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (১০ জুন) বাদ জুম্মা ঢাকা মোড় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা মোড় বঙ্গবন্ধুর চত্বর সম্মুখে প্রতিবাদ সভায় মিলিত হয়।

    ওলেমা মাসাহেক শুরা সদস্য আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুফতি তারিক মাসুদ, মাওলানা আনিসুর রহমান, ডাক্তার নুরে আলম সিদ্দিক, মাওলানা সরোয়ার হোসেন, মাওলানা আনিসুর রহমান, মাওলানা কামাল আহমেদ, হাফেজ বেলাল, মাওলানা সিদ্দিকুর রহমান, মাস্টার হারুনুর রশিদ, মাওলানা আলহাজ্ব মোশারফ হোসেন প্রমুখ

    বক্তারা বলেন,মহানবী হযরত মুহাম্মদ সাঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব,যার শান ও মান আকাশচুম্বী, যার চরিত্র সমগ্র পৃথিবীর সকল মানুষের জন্য আদর্শ,স্বয়ং আল্লাহ তায়ালা তাঁর চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন।তাঁর এমন মহান চরিত্রের উপর অবমাননাকর বক্তব্য যে সকল কুলাঙ্গাররা প্রদান করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় ভাবে নিন্দা প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

    মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুসলমানদের প্রাণ ও ঈমান,অনতিবিলম্বে এর উপযুক্ত প্রতিক্রিয়া না আসলে আরও তীব্র বিক্ষোভ কর্মসূচির ডাক আসবে বলে বক্তারা আশ্বস্ত করেছেন,এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রকাশ জন্য আহবান করেন।

  • বিরামপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা মূলক কর্মশালা

    বিরামপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা মূলক কর্মশালা

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

    আপনার পরিবেশ দূষণ মুক্ত রাখুন, শেখ হাসিনার বাংলাদেশ দূষণ মুক্ত রাখুন” শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর জেলার বিরামপুরে পরিবেশ দিবস ২০২২ উপলক্ষ্য আয়োজিত সভা এবং ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমম্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এত আওতায় সরকারি পেশাজীবি, পরিবহন চালক, সাংবাদিকদের নিয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেনঅ অতিরিক্ত মহাপরিচালক,পরিবেশ অধিদপ্তর (অতিরিক্ত সচিব) মোঃ হুমাউন কবীর।

    বুধবার (৮ জুন) বিকেল সাড়ে ৩টায় বিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে
    উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
    অতিরিক্ত মহাপরিচালক,পরিবেশ অধিদপ্তর (অতিরিক্ত সচিব) মোঃ হুমাউন কবীর,বিশেষ অতিথি দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন পিবিএম(বার), সিভিল ডাঃ এ এইচ এম বোরহান-উল ইসলাম সিদ্দিকী, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, বিশেষ বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, বিশেষ অতিথি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ মোমেনুল হক, পরিবেশ অধিদপ্তর রংপুরের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন,পার্বতীপুর ল্যাম্ব হাসপালের পরিচালক খায়েল স্কর্ট প্রমুখ।

     

    এতে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, বিরামপুর সরকারি কলেজের, অধ্যক্ষ ফরহাদ হোসেন, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার, সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল (বিরামপুর-নবাবগঞ্জ) এ কে এম ওহিদুন্নবী, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, পৌরসভার প্যানেল মেয়র আব্দুল আজাদ বকুল, উপাধ্যক্ষ মেজবাউল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর আলম, সমাজসেবা অফিসার রাজুল ইসলাম, প্রধান শিক্ষক আরমান হোসেন, একাডেমি সুপার ভাইজার আব্দুস সালাম, পৌর কাউন্সিলবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, ইউপি মেম্বারবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, পরিবহন চালকবৃন্দও সুধীমন্ডলীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বিরামপুরে শিক্ষার উন্নয়নে শির্ষক মতবিনিময় ও আলোচনা সভা

    বিরামপুরে শিক্ষার উন্নয়নে শির্ষক মতবিনিময় ও আলোচনা সভা

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

    “শিক্ষা জাতির মেরুদণ্ড” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলার বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে “শিক্ষার উন্নয়ন সমম্বিত শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

     

    বুধবার (৮ জুন) বেলা ১১টায় বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে শিক্ষার উন্নয়ন সমম্বিত শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত মহাপরিচালক,পরিবেশ অধিদপ্তর (অতিরিক্ত সচিব) মোঃ হুমাউন কবীর,বিশেষ অতিথি রাজউক উত্তরা মডেল কলেজের প্রাক্তন ভাইস প্রিন্সিপাল তালেবুল ইসলাম সরকার, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী প্রমুখ।

     

    প্রধান অতিথি অতিরিক্ত মহাপরিচালক,পরিবেশ অধিদপ্তর (অতিরিক্ত সচিব) মোঃ হুমাউন কবীর বলেন, একমাত্র সূ-শিক্ষায় দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। এরই ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রত্যেক শিক্ষার্থীকে বাস্তবতার উপর পাঠদানের পরামর্শ প্রদান করেন। তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবক ও প্রতিষ্ঠানের এসএমসি সদস্যদেরও সব সময় সজাগ দৃষ্টি রাখতে হবে। তবেই শিক্ষার্থীরা মানসন্মত শিক্ষা অর্জন ভবিষ্যতে এদেশের উন্নয়নে জোরালো ভূমিকা রাখতে সক্ষম হবে।

     

    উক্ত শিক্ষার উন্নয়নে শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভায় শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও সুধীমন্ডলী উপস্থিত ছিলেন।

  • বিরামপুরে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত এক মহিলা নিহত

    বিরামপুরে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত এক মহিলা নিহত

    এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

    দিনাজপুর জেলার বিরামপুরে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাতনামা এক মহিলা (৫০) নিহত।

    মঙ্গলবার (৭ জুন) রাত্রী সোয়া ৩টার দিকে বিরামপুর উপজেলার দিনাজপুর- গোবিন্দগঞ্জ মহাসড়কের ৪নং দিওড় ইউনিয়নের মমতাজ ফিলিং স্টেশনের পার্শ্ব থেকে সড়ক দূর্ঘটনার আহত অজ্ঞাতনামা গুরুতর আহত এক মহিলাকে উদ্ধার করা হয়। তবে আহত মহিলাটির পরিচয় পাওয়া যায়নি। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) নওয়াবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

     

    বিরামপুর থানার এসআই মামুনুর রশিদ মামুন জাতীয় সেবা ৯৯৯ ও স্থানীয়দের বরাদ দিয়ে জানান, মঙ্গলবার (৭ জুন) রাত্রী সোয়া ৩ টার দিকে সড়ক দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুতর আহত অবস্থায় অজ্ঞাতনামা এক মহিলা (৫০) কে উদ্ধার করে, বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এখনো পর্যন্ত অজ্ঞাতনামা মহিলাটির পরিচয় পাওয়া যায়নি। লাশ পুলিশের হেফাজতে রয়েছে। তবে অজ্ঞাতনামা মহিলাটির পরিচয় জানার চেষ্টা অব্যাহত রয়েছে।