Category: দিনাজপুর

  • প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে বিরামপুরে কর্মশালা

    প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে বিরামপুরে কর্মশালা

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (৬ জুন) বেলা ১১টায় বিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ডিজিটাল বাংলাদেশ, আশ্রয়ণ, বিদ্যুৎ, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সুরক্ষাসহ নানামুখী ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ ১০ উদ্যোগের উপর একটি প্রামাণ্যচিত্র তুলে ধরেন উপজেলা নির্বাহী অফিসের (ইউএনও) পরিমল কুমার সরকার।

     

    উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বারিউল করিম খান। প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু।

     

    এতে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, পৌরসভার প্যানেল মেয়র আব্দুল আজাদ বকুল, প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর আলম, একাডেমি সুপার ভাইজার আব্দুস সালাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও সুধীমন্ডলীবৃন্দ উপস্থিত ছিল ৷

  • বিরামপুরে জাতীয় জনশুমারি ও গৃহগণনাপ্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী

    বিরামপুরে জাতীয় জনশুমারি ও গৃহগণনাপ্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

    জাতীয় জনশুমারি ও গৃহগণনা ২০২২ উপজেলার পলিপ্রয়াগপুর ও মুকুন্দপুর ইউপি’র আংশিক গনণাকারী ও সুপারভাইজারদের নিয়ে চারদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

    শনিবার (৪ জুন) বিকালে বিরামপুর মহিলা ডিগ্রী কলেজের হলরুমে অধ্যক্ষ শিশির কুমারের সভাপতিত্বে চারদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন প্রধান অতিথি পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।

    জনশুমারি ও গৃহগনণা ২০২১ প্রকল্প বাংলাদেশ পরিসংখ্যান বুরো,পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা পরিকল্পনা মন্ত্রনালয়ের আয়োজনে জাতীয় জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মেসবাউল হক, উপজেলা পরিসংখ্যান জোনাল অফিসার, বিবিএস প্রশিক্ষক উৎপল চন্দ্র চৌধুরী, উপজেলা শুমারী সমন্বয়কারী আব্দুল গোফফার, কাউন্সিলর মোজাম্মেল হক প্রমুখ।

  • বিরামপুরে পথেঘাটে গাছে গাছে কাঁচাপাকা খেজুর

    বিরামপুরে পথেঘাটে গাছে গাছে কাঁচাপাকা খেজুর

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

    দিনাজপুর বিরামপুর পথেঘাট,খাল ও বিলের পাড়,বাড়ির আনাচেকানাচে থাকা খেজুর গাছে থোকায় থোকায় কাঁচা-পাকা খেজুরের ঝুলন্ত ঝোঁপা। আজ (১লা জুন) বিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় সরজমিনে পর্যবেক্ষণে দেখা যায় খেজুর ফলের সমারোহ। দেখা যায় বিরামপুর এলাকার পথ ঘাট বিলের পাড় রাস্তার ধারে দেখা যায় খেজুর ফল।

    উক্ত খেজুর ফল বছরে দুইবার হয়। তবে শীতকালে পাওয়া যায় যে,মিষ্টি সুস্বাদু রস,গরমকালেও খেজুরের বাম্পার ফলন। বিরামপুর বিভিন্ন স্থানে থাকা খেজুর গাছে থোকায় থোকায় ঝুলছে খেজুর। তা দেখে প্রতিটি মানুষের চোখ ধাঁধিয়ে যায়। উক্ত খেজুর গুলো পাকতে আরও ১০ থেকে ১৫ দিন সময় লাগতে পারে। সড়কের ধারে খেজুর গাছের খেজুরগুলো স্থানীয় ছেলে-মেয়েরা পেড়ে খেতেও শুরু করেছে। তবে এখনো খাওয়ার উপযোগী হয়নি,এখনও খেতে কষ কষ লাগছে, পাকলে তা আরও মিষ্টি হবে। উক্ত খেজুর ফল গুলো পাকলে অনেকেই এই পাকা খেজুর বাজারেও বিক্রি করে লাভবান হতে পারবেন বলে জনসাধারণের মন্তব্য।
    এবিষয়ে তকিপুর গ্রামের হাশিম রেজা বলেন,আমার বাড়ির পাশে তিনটি খেজুরের গাছ আছে,বয়স অনেক হয়েছে। তিনটি গাছেই প্রচুর খেজুর ধরেছে। কিছু দিনের মধ্যেই তা পাকবে বলে আশা করছি। কিন্তু গ্রামের ছোট ছেলেমেয়েরা এখনি পেড়ে খেতে শুরু করেছে বলে জানা যায়। যোগবানি বাজারের রাস্তার পাশে খেজুর পাড়ছিলো কিশোর জুয়েল। তিনি বলেন ,এখনো পাকেনি,খেতে একটু কোষ্টা (কষ) লাগে তবে খেতে বেশ ভালোও লাগে। বসুন্ধারা গ্রামের হাসান বলেন,এখন তো আর আগের মতো খেজুরের গাছ নাই। আমার একটা খেজুরে গাছ আছে,এইবার প্রথম ফল আসছে। অনেক খেজুর ধরেছে,দেখলে মন জুড়িয়ে যায়। আর কয়েক দিন পর খেজুরগুলো পারবো বলে মন্তব্য করেন। এতে করে বাড়িতে খাওয়া ও বাজারে বিক্রি করতে পারব বলে জানান। এবিষয়ে স্হানীয় জনসাধারণের নিকট জানতে চাইলে তারা বলেন,বাংলাদেশে প্রতিটি ফলের চাষে স্হানীয় কৃষি অফিসের দিকনির্দেশনা মূলক ব্যবস্হা গ্রহণ করে থাকেন এর পাশাপাশি খেজুর ফলের উপর বিশেষ নজর রাখলে অনেকাংশে বিভিন্ন স্তরের জনসাধারণ অনেক উপকৃত হবে বলে মন্তব্য করেন।

  • নির্মাণ শ্রমিক রাজমিস্ত্রী,রং মিস্ত্রী ও ইলেক্ট্রিক মিস্ত্রীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষেবিরামপুরে মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

    নির্মাণ শ্রমিক রাজমিস্ত্রী,রং মিস্ত্রী ও ইলেক্ট্রিক মিস্ত্রীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষেবিরামপুরে মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

    দিনাজপুরের বিরামপুর উপজেলায় পরিচালন ও উন্নয়ন প্রকল্পেরমাধ্যমে বিরামপুর নির্মাণ শ্রমিক ( রাজ মিস্ত্রী, রং

    মিস্ত্রী ও ইলেক্ট্রিক মিস্ত্রী )দের পেশেগত দক্ষতা বৃদ্ধির লক্ষে সোমবার (৩০মে)চার দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন।
    উপজেলা পরিষদ জনস্বাস্থ্য,স্যানিটেশন ও বিশুদ্ধ পানি সরবরাহ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে ইউএনও
    পরিমল কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী
    সাদিক বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, ভাইস চেয়ারম্যান মহিলা উম্মে কলছুম বানু,মেজবাউল ইসলাম, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার,
    ওসি সুমন কুমার মহন্ত, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিহুর
    রহমান প্রমুখ।

  • ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও জলাতঙ্ক অবহিতকরণ

    ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও জলাতঙ্ক অবহিতকরণ

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

    বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষে দিনাজপুর জেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান

    (এমডিভি) কার্যক্রম-২০২২ বাস্তবায়নে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে সোমবার
    সকালে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২ জুন থেকে ৬ জুন পর্যন্ত উপজেলার
    প্রতিটি ইউনিয়নে ৩টি এবং পৌরসভায় ৫টি সহ মোট ২৬টি টিম এই কার্যক্রম
    পরিচালনা করবে বলে সভায় জানানো হয়। অবহিতকরণ সভা শেষে একই স্থানে জাতীয় ভিটামিন
    ‘এ’ প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। আগামী ১২ জুন থেকে ১৫
    জুন পর্যন্ত চলবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।
    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাহাজুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক তাহাওয়ার হোসেন
    বেলাল, ইপিআই মাসুদ রানা, সিডিসি সুপারভাইজার (এমডিভি) ইশতিয়াক ইসলাম,
    উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম
    হোসেন প্রমূখ।

  • বিরামপুরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

    বিরামপুরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

    মা ও শিশুর জীবন বাঁচাতে, স্বাস্থ্য কেন্দ্রে হবে যেতে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার আয়োজনে দিনাজপুরের বিরামপুরে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে।

    শনিবার (২৮ মে) সকাল সাড়ে ১১টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে নিরাপদ মাতৃত্ব দিবসের আলোচনা সভা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে র‌্যালী অনুষ্টিত হয়।

    দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাহাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ এবিএম শাহরিয়ার ফেরদৌস হিমেল, ডাঃ শাহরিয়ার পারভেজ, সিনিয়র নার্স মোর্শেদা বেগম, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান, নার্স শিউলী হেমরম, নার্সিং সুপার ভাইজার হোসনে আরা, মিডওয়াউফ বিলকিস বেগম, এমটি ইপিআই মাসুদ রানা, স্বাস্থ্য পরিদর্শক তাহাওয়ার হোসেন বেলাল প্রমূখ।

    এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য ডাক্তার, নার্স ও স্টাফসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

  • পৌর শহরে সিসি ক্যামেরা স্থাপন উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

    পৌর শহরে সিসি ক্যামেরা স্থাপন উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

    দিনাজপুরের বিরামপুর পৌরসভার উদ্যোগে পৌর শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে মোড়ে সিসি ক্যামেরা স্থাপন উপলক্ষে মতবিনিময় সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২৫ মে) সকাল ১১টায় বিরামপুর পৌরসভা কার্যালয়ের কনফারেন্স সেন্টার এই মতবিনিময় সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    বিরামপুর পৌরসভা আয়োজনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠানে পৌরমেয়র অধ্যক্ষ আককাস আলীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু উপজেলা নির্বাহী অফিসার নিয়োগ পরিমল কুমার সরকার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি সুমন কুমার মহন্ত বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেজবাউল হক, প্যানেল মেয়র আব্দুল আজাদ মন্ডল, পৌর নিবার্হী কর্মকর্তা সেরাফুল ইসলাম।

    এসময় পৌর পরিষদের কাউন্সিলরবৃন্দ, পৌরসভা কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,বিরামপুর ব্যবসায়ী সমিতির সকল সদস্যবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

    জানতে চাইলে,বিরামপুর পৌরসভার মেয়র আককাস আলী বলেন, বিরামপুর পৌর শহরে গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে মোড়ে প্রায় ২০০টি সিসি ক্যামেরা স্থাপন করা হবে। আগামী পবিত্র ঈদুল আযহার আগে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন,

    পৌর মেয়র আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় বিরামপুর পৌর শহরকে সিসি ক্যামেরায় আওতায় নেওয়া হয়েছে। ফলে পৌর শহর এলাকায় প্রাই করেন ২০০টি পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। পর্যাক্রমে আরও বাড়ানো হবে।

    সিসি ক্যামেরা আওতায় হলে পৌর শহরে ইভটিজিং মাদক চুরি-ডাকাতি সহ সব ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব হবে। তিনি আরো বলেন সিসি ক্যামেরায় যদি কোন কিছু ধরা পড়ে তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সিসি ক্যামেরা স্থাপন হলে হলে শহরেল আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ পুলিশের পক্ষে অনেক সহজ হবে বলে মনে করেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।

    এদিকে বিরামপুর পৌরসভাকে শহরকে পুরো সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা কে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ। এটি যুগান্তকারী পদক্ষেপ উল্ল্যেখ করে বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান বলেন, সিসি ক্যামেরা স্থাপন হলে যেকোন অপরাধ সহজেই সনাক্ত করা যাবে। যার ফলে মানুষের মধ্যে অপরাধ প্রবণতা ও অনেকটা কমে যাবে।
    তাই এমন উদ্যোগকে এর জন্য পৌর মেয়র কে ধন্যবাদ জানাই ৷পৌর শহরে সিসি ক্যামেরা স্থাপন উপলক্ষে মতবিনিময় সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুর পৌরসভার উদ্যোগে পৌর শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে মোড়ে সিসি ক্যামেরা স্থাপন উপলক্ষে মতবিনিময় সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২৫ মে) সকাল ১১টায় বিরামপুর পৌরসভা কার্যালয়ের কনফারেন্স সেন্টার এই মতবিনিময় সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    বিরামপুর পৌরসভা আয়োজনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠানে পৌরমেয়র অধ্যক্ষ আককাস আলীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু উপজেলা নির্বাহী অফিসার নিয়োগ পরিমল কুমার সরকার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি সুমন কুমার মহন্ত বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেজবাউল হক, প্যানেল মেয়র আব্দুল আজাদ মন্ডল, পৌর নিবার্হী কর্মকর্তা সেরাফুল ইসলাম।

    এসময় পৌর পরিষদের কাউন্সিলরবৃন্দ, পৌরসভা কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,বিরামপুর ব্যবসায়ী সমিতির সকল সদস্যবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

    জানতে চাইলে,বিরামপুর পৌরসভার মেয়র আককাস আলী বলেন, বিরামপুর পৌর শহরে গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে মোড়ে প্রায় ২০০টি সিসি ক্যামেরা স্থাপন করা হবে। আগামী পবিত্র ঈদুল আযহার আগে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন,

    পৌর মেয়র আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় বিরামপুর পৌর শহরকে সিসি ক্যামেরায় আওতায় নেওয়া হয়েছে। ফলে পৌর শহর এলাকায় প্রাই করেন ২০০টি পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। পর্যাক্রমে আরও বাড়ানো হবে।

    সিসি ক্যামেরা আওতায় হলে পৌর শহরে ইভটিজিং মাদক চুরি-ডাকাতি সহ সব ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব হবে। তিনি আরো বলেন সিসি ক্যামেরায় যদি কোন কিছু ধরা পড়ে তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সিসি ক্যামেরা স্থাপন হলে হলে শহরেল আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ পুলিশের পক্ষে অনেক সহজ হবে বলে মনে করেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।

    এদিকে বিরামপুর পৌরসভাকে শহরকে পুরো সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা কে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ। এটি যুগান্তকারী পদক্ষেপ উল্ল্যেখ করে বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান বলেন, সিসি ক্যামেরা স্থাপন হলে যেকোন অপরাধ সহজেই সনাক্ত করা যাবে। যার ফলে মানুষের মধ্যে অপরাধ প্রবণতা ও অনেকটা কমে যাবে।
    তাই এমন উদ্যোগকে এর জন্য পৌর মেয়র কে ধন্যবাদ জানাই ৷

  • বিরামপুরে অনৈতিক কাজ করার দায়ে ২ জনের জেল

    বিরামপুরে অনৈতিক কাজ করার দায়ে ২ জনের জেল

    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

    দিনাজপুরের বিরামপুরে অনৈতিক কাজ করার দায়ে জিল্লুর রহমান (২৫) ও শ্রীমতি বিউটি রানী দাস (২৮) নামে দুইজনকে কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    বিনাশ্রম কারাদন্ড প্রাপ্তরা হলেন-উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের মৃত. বিকাশ চন্দ্র মহন্তের স্ত্রী শ্রীমতি বিউটি রানী দাস ও পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের সাকোপাড়া গ্রামের
    মজিবর রহমানের ছেলে জিল্লুর রহমান।

    বুধবার (১৮) সকালে উপজেলার মুকুন্দপুর গ্রামের বৈরাগীপাড়ায় এই অভিযান চানান ভ্রাম্যমাণ আদালত। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।

    উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার জানান,
    গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের বৈরাগী পাড়ায় অভিযান চালানো হয়। অনৈতিক কাজ করার দায়ে ১৮৬০ এর ২৯১ ধারায় জিল্লুর রহমানকে ২ মাস ও শ্রীমতি বিউটি রানী দাসকে ২৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

  • বিরামপুরে রোগী কল্যাণ সমিতির উদ্যোগে অসহায়,গরীব,হতদরিদ্র অসুস্থ রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ

    বিরামপুরে রোগী কল্যাণ সমিতির উদ্যোগে অসহায়,গরীব,হতদরিদ্র অসুস্থ রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ

    এস এম মাসুদ রানা বিরামপুর দিনাজপুর) প্রতিনিধি-

    দিনাজপুরের বিরামপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্দ্যোগে উপজেলা রোগী কল্যাণ সমিতি সহযোগিতায় উপজেলার বিভিন্ন অসহায়,গরীব,হতদরিদ্র অসুস্থ রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

    সোমবার (১৬মে) বেলা ১২ টার দিকে উপজেলা সমাজ সেবা কার্যালয়ে এসব অসহায়,গরীব,হতদরিদ্র অসুস্থ রোগীদের মাঝে এসব ঔষধ বিতরণ করেন, উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলাম।

    জানতে চাইলে, উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলাম বলেন, উপজেলায় যে সকল গরীব, অসহায় অসুস্থ রোগীরা ঔষধ কিনতে পারে না, আমাদের সমাজ সেবা অফিস থেকে তাদেরকে নিয়মিত রোগী কল্যাণ সমিতির সহযোগিতায় বিভিন্ন ঔষধপত্র প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় আজ গরীব অসহায় অসুস্থ রোগী পৌর এলাকার শিমুলতলী গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী রাহেলা বেগম ও উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ কাটলা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী জান্নাতুল আক্তার এই দুইজনকে ঔষধ প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন, আমাদের এই কার্যক্রম অব্যাহত রয়েছে।

  • বিরামপুরে সরাসরি কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহের শুভ উদ্বোধন

    বিরামপুরে সরাসরি কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহের শুভ উদ্বোধন

    বিরামপুরে সরাসরি কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহের শুভ উদ্বোধন

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি”-শেখ হাসিনার দর্শন কৃষকের উন্নয়ন” এই প্রতিপাদ্যকে আসনে রেখে দিনাজপুরের বিরামপুরে অভ্যন্তরীণ সরাসরি কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহে বোরো মৌসুমে পৌরসভা ও ইউনিয়ন ভিত্তিক কৃষক নির্বাচনের উম্মুক্ত লটারীর উদ্ধোধন করেন, প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু।

    সোমবার (১৬ মে) বিকেলে উপজেলা কনফারেন্স সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের মৌসুমে পৌরসভা ও ইউনিয়ন ভিত্তিক কৃষক নির্বাচনের উম্মুক্ত লটারী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল,খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোস্তাফিজার রহমান,চরকাই খাদ্য গুদামের (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান,প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ আর এম আল মামুন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার, উপজেলা চাউলকল মালিক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মিলার রবিউল ইসলাম, হাসানুজ্জামান হাসানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু বলেন, বর্তমান সরকার কৃষির উন্নয়নে নানা ধরণের পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। যে কারণে কৃষকরা এবার বাম্পার ফলনের পাশাপাশি ধান বিক্রিতে পেয়েছেন অভাবনীয় মূল্য। দেশের বৃহত্তর স্বার্থ বিবেচনা করে ব্যবসায়ীদেরকে তাদের ধান সংগ্রহ ও সরবরাহ কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ জানান তিনি।

    এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোস্তাফিজার রহমান দৈনিক গণকণ্ঠকে বলেন, পৌরসভা ও প্রত্যেক ইউনিয়নে ধানের ফলন অনুয়ায়ী ৭টি ইউনিয়নে মোট ২১২৩ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে। এর মধ্যে পৌরসভায় ২৩৬ মেট্টিকটন, ৭৯ জন কৃষক বাচাই করা হয়েছে,মুকুন্দপুর ইউনিয়নে ১১৯ মেট্রিকটন, ৪০ জন কৃষক বাচাই করা হয়েছে, কাটলা ইউনিয়নে ১৬৩ মেট্টিকটন, ৫৪ জন কৃষক বাচাই করা হয়েছে, খাঁনপুর ইউনিয়নে ৩৭৪মেট্টিকটন,১২৫ জন কৃষক বাচাই করা হয়েছে, দিওড় ইউনিয়নে ৩৬৭ মেট্টিকটন,১২২ জন কৃষক বাচাই করা হয়েছে,বিনাইল ইউনিয়নে ৪০২ মেট্টিকটন, ১৩৪ জন কৃষক বাচাই করা হয়েছে, জোতবানী ইউনিয়নে ৩৬৪ মেট্টিকটন ১২১ জন কৃষক বাচাই করা হয়েছে এবং পলিপ্রয়াগপুর ইউনিয়নে ৯৬ মেট্টিকটন ৩২ জন কৃষক বাচাই করা হয়েছে। তিনি আরো বলেন, প্রত্যেক কার্ডধারী কৃষকের কাছ থেকে ৩ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে।