Category: দিনাজপুর

  • নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ নিহত ৩

    নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ নিহত ৩

    এস এম মাসুদ রানা:- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    ৩o শে মার্চ বুধবার রাত ১১টার সময় দিনাজপুরের জেলার অন্তর্গত নবাবগঞ্জ উপজেলা নবাবপুর- কাঁচদহ আঞ্চলিক সড়কের আলমনগর বাজারের সামনে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা ছাত্রলীগের নেতাসহ তিন জন সড়ক দুর্ঘটনায় মারা যায়।

    নিহতরা হলেন উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে রিমন ইসলাম(২২), চকদলু নারায়নপুর গ্রামের মোঃ ইয়াসিন আলীর ছেলে কিবরিয়া ইসলাম (৩০) ও কাঁচদহ গ্রামের মোঃ জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন(২৩) এর মধ্যে কিবরিয়া ইসলাম উপজেলার বিনোদনগর ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ছিলেন।

    পুলিশ ও স্থানীয়রা জানান,রবিউল,রিমন,সাব্বির তিনজনই নবাবগঞ্জ বাজার থেকে মোটরসাইকেল যোগে কাঁচদহ বাজারে যাওয়ার পথে আলমনগর বাজারের সামনে পৌঁছালে কোন অজ্ঞাতনামা গাড়ি তাদের মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দেয়। এত মোটরসাইকেলের ৩ আরোহী গুরুতর আহত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

    নিহত সাব্বিরের চাচাতো ভাই বুলবুল আহমেদ জানান, সাব্বিরসহ বাকী দুজন কাঁচদহ নদী থেকে বালু উত্তলন ট্রাকের টাকা কালেকশন করতেন। প্রতিদিনের ন্যায় গতকালও টাকা নিয়ে নবাবগঞ্জে গেয়েছিল। কিন্তু তাদের ফিরে আসতে হলো লাশ হয়ে।

    নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান,সংবাদ পাওয়ার পরে ঘটনাস্থলে থানা পুলিশ উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।তবে নিহতদের পরিবারের সদস্যদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায়,লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।ঘাতক গাড়িটি আটকের চেষ্টা চলছে বলে জানান।

  • হিলি রেলস্টেশনে ১ বছর পর ভারতীয় চিটাগুড় আমদানি শুরু

    হিলি রেলস্টেশনে ১ বছর পর ভারতীয় চিটাগুড় আমদানি শুরু

    এস এম মাসুদ রানা:- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    এক বছর পর দিনাজপুরের হিলি রেলস্টেশনে ভারতীয় চিটাগুড় আমদানি শুরু হয়েছে। ৫০ টি ট্যাংকে (বিটিপিএন) ২ হাজার ৭৫০ মেট্রিকটন চিটাগুড় এসেছে এই স্টেশন। যা থেকে ভাড়া বাবদ সরকার পেয়েছে ১৮ লাখ ১২ হাজার ২৫০ টাকা।

    তপন কুমার বলেন, ‘ভারত থেকে বেনাপোল হয়ে ৫০ টি চিটাগুড়ের বিটিপিএন (ট্যাংক) দেশে এসে পৌঁছেছে। এর মধ্যে ৩৫ ট্যাংক বুধবার হিলি স্টেশনে এসে পৌঁছাই। বাকি ১৫টি ট্যাংক যশোরে অবস্থান করছে। ৫০ টি ট্যাংকে ২ হাজার ৭৫০ মেট্রিকটন চিটাগুড় আমদানি হয়েছে। যা থেকে ভাড়া সরকার পেয়েছে ১৮ লাখ ১২ হাজার ২৫০ টাকা।’

    তিনি আরও বলেন, ‘জয়পুরহাট চেম্বার অপ কমার্সের সভাপতি আনারুল হক এই চিটাগুড়গুলো ভারত থেকে আমদানি করছেন।’

  • হাকিমপুর উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হারুন, সম্পাদক লিটন

    হাকিমপুর উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হারুন, সম্পাদক লিটন

    এস এম মাসুদ রানা:- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুরের হাকিমপুর উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন হারুন-উর রশীদ হারুন। পাশাপাশি বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

    বুধবার (১৬ মার্চ) বিকেলে হাকিমপুর মহিলা কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে দিনাজপুর জেলা আ’লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

    হারুন-উর রশীদ হাকিমপুর পৌর আ’লীগের সাবেক সাধারন সম্পাদক ও হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন হাকিমপুর (হিলি) সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি।
    তাঁরা জেলা আ’লীগের সঙ্গে আলোচনা করে কমিটির অন্যান্য পদ পূরণ করবেন।

    সকালে শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বিভিন্ন ধরনের রঙিন বেলুন উড়িয়ে অতিথিদের নিয়ে সন্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী।

    উদ্বোধন শেষে বিলুপ্ত কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) ইমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে, সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা আ’লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদসদস্য এবং জেলা আ’লীগের অন্যতম উপদেষ্টা শিবলী সাদিক এমপি।

    বক্তব্য শেষে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে ২ জন এবং সাধারণ সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বীতা করেন। পরে ২০৬ জন কাউন্সিলারের ভোট প্রদানের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।সম্মেলনে নির্বাচন পরিচালনা করেন জেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল।

    এসময় জেলা আ’লীগ, উপজেলা আ’লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

  • বিরামপুরে যমুনা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট শুভ উদ্বোধন

    বিরামপুরে যমুনা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট শুভ উদ্বোধন

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুরের অন্যতম প্রসিদ্ধ ব্যবসা কেন্দ্র বিরামপুর উপজেলা শহরের ঝর্না সুপার মার্কেটে বৃহস্পতিবার (১০ মার্চ) যমুনা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে।

    এ উপলক্ষ্যে যমুনা ব্যাংকের পাঁচবিবি শাখা ম্যানেজার মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আবুল বরকত, ফার্স্ট অফিসার আল মাসুদ, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান, বিরামপুর এজেন্ট এস,এম রফিকুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ।

  • ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে হিলি সীমান্তের শূন্যরেখায় জড়ো হন দুদেশের মানুষ

    ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে হিলি সীমান্তের শূন্যরেখায় জড়ো হন দুদেশের মানুষ

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

     

    এক পাশে বাংলাদেশ আর অন্যপাশে ভারত। সীমান্তের শূন্যরেখায় নেই কোনো স্থায়ী শহীদ মিনার। দুই দেশের মানুষকে কাঁটাতারের বেড়া পৃথক করলেও ভাষার মাসে ভাষার প্রতি ভালোবাসা যেন তাদের এক করে দেয়। তাইতো এদিন ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সীমান্তের শূন্যরেখায় জড়ো হন দুদেশের মানুষ।

    দিনাজপুরের হিলি সীমান্তের কথা। প্রতিবছর এদিন ওই সীমান্তের শূন্যরেখায় দুদেশের মানুষের মিলনমেলা হলেও করোনা অতিমারির কারণে এ বছর তা সীমিত পরিসরে করা হয়েছে। এ বছর ভারত ও বাংলাদেশের মানুষেরা সীমিত পরিসরে সীমান্তের ওই এলাকায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন।

    সোমবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেইটের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাব পিলার সংলগ্ন শূন্যরেখায় দিবসটি পালন করা হয়। ভারতের তিওড় উজ্জীবিন সোসাইটি এবং বাংলাদেশের হাকিমপুর মুক্তিযোদ্ধা সংসদ দিবসটি পালনের আয়োজন করে ৷
    এসময় সেখানে অস্থায়ী শহীদ বেদীতে দুই দেশের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সেখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন আগতরা।

    এমন আয়োজনের বিষয়ে জানতে চাইলে ভারতের তিওড় উজ্জীবিন সোসাইটির সাধারণ সম্পাদক সূরুজ দাস বলেন, এপার বাংলা, ওপার বাংলার দুই দেশের মানুষের মেলবন্ধনে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছি। সারা বিশ্বে বাংলা ভাষা ছড়িয়ে পড়ুক এই বার্তা দেবার জন্য এবং সম্প্রীতি, ঐক্য ও মিলনের বার্তা দেবার জন্য আমাদের এই প্রয়াস।আয়োজক কমিটির সদস্য ‘আলোকিত সীমান্ত হাকিমপুর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’ নেতা জাহিদুল ইসলাম জাহিদ বলেন, দুই বাংলার মানুষেরা শূন্যরেখায় অস্থায়ী বেদিতে ফুলদিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। এখানে আমাদের ও ভারতের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমরা বিজিবি ও বিএসএফের অনুমতি নিয়ে শূন্যরেখায় এই আয়োজন করেছি।

    তিনি বলেন, ২০১৫ সাল থেকে আমরা শহীদ দিবসে এই আয়োজন করে আসছি। তবে করোনার কারণে এ বছর সীমিত আকারে করা হয়েছভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রতাব মল্লিক, সাপ্তাহিক আলোকিত সীমান্ত পত্রিকার সম্পাদক জাহিদুল ইসলাম।

    ভারতের পক্ষে ছিলেন- তিওড় উজ্জীবিন সোসাইটির সম্পাদক সূরুজ দাস, হিলি তুরা জয়েন্ট মুভমেন্ট কমিটির আহ্বায়ক নবকুমার দাস, হিলি সরকারি কলেজের অধ্যক্ষ নারবু শেরপা ও নবদিগন্তের কর্ণধার অমিত সাহা।

  • বিরামপুর উপজেলার ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটনে বিশেষ সম্মাননা স্বারক পুরস্কার পেলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মতিয়ার রহমান

    বিরামপুর উপজেলার ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটনে বিশেষ সম্মাননা স্বারক পুরস্কার পেলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মতিয়ার রহমান

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটনে গত ডিসেম্বর’২১ মাসের বিশেষ সম্মাননা স্বারক পুরস্কার পেয়েছেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মতিয়ার রহমান।

    বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিধি মেনে ‘মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভায়’ রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য (বিপিএম) এই ঘোষণা দেন।

    রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য (বিপিএম) এবং দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনের (বিপিএম-পিপিএম, বার) তার গতিশীল নেতৃত্বের প্রতিশ্রদ্ধা ও তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মতিয়ার রহমান জানান, আমার সব সময়ের চাওয়া, জনগণের নিরাপত্তা প্রদানের স্বার্থে সার্বক্ষণিক দায়িত্বশীল থাকা। আজকের এই স্বীকৃতি আমাকে আরো আন্তরিক ভাবে কাজ করার প্রেরণা জোগাবে।

    তিনি আরো বলেন, আগামীর পথচলায় আমার এই অবস্থান এবং দায়িত্ব যেন অতীতের মতো পালন করতে পারি, আপনাদের কাছে সেই দোয়া চাইছি। পাশাপাশি মাদক ও সন্ত্রাসসহ সব ধরনের অপরাধ বন্ধে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।

    বিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মতিয়ার রহমান অত্র থানায় যোগদানের পর প্রতিমাসে থানায় অপরাধ সভা, মাদক উদ্ধার, মামলা রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম, বিট পুলিশিং কার্যক্রম, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্য নিষ্ঠা, সততা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রাখাসহ সর্বোপরি সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে নিষ্ঠার সাথে বিরামপুর থানার সকল অফিসার ও ফোর্সদের নিয়ে নিরলস ভাবে কাজ করে গিয়েছিলেন।
    বর্তমানে তিনি বোচাগঞ্জ থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত রয়েছেন।

  • আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে গেছে গরুর গাড়ি ও ঘোড়ার গাড়ি

    আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে গেছে গরুর গাড়ি ও ঘোড়ার গাড়ি

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    মাত্র তিন/চার যুগ আগের কথা। দেশে তখন সড়ক যোগাযোগের এত প্রসার হয়নি। জেলা বা উপজেলাশহরের রাস্তায় বাস চলতে দেখা যেতো। গ্রামের কাচা-পাকা রাস্তা এ সব যানবাহনের উপযোগী ছিল না। গ্রামে চলতো গরু-মহিষ বা ঘোড়ার গাড়ি। গ্রাম্য এই বাহন কৃষক ব্যবহার করতো পণ্য পরিবহনে। গৃহবধূ বাবার বাড়িতে যেতো ছইওয়ালা গরুর গাড়িতে। তখন নদী মরে যায়নি। নৌপথ ছিল সচল।

    এই পথে যাতায়াত ছিল সহজ ও সাশ্রয়ের। দূর-দূরান্ত থেকে মালামাল বহনে নৌকার জুড়ি ছিল না। সম্ভ্রান্ত বংশের মানুষ ঘোড়ায় চড়ে চলাচল করতো। তখন গ্রামেগঞ্জে বিদ্যুৎ ছিল না। সন্ধ্যায় কেরোসিনের হারিকেন বা লাম্প জ্বলে উঠতো বাড়ি বাড়ি। রাতে ঘুটঘুটে অন্ধকার। দিনাজপুরের বিরামপুর উপজেলার মামুদপুর গ্রামের সোহেল বলেন তার ছোটবেলায় গরু-মহিষের গাড়ির প্রচলন ছিল। বাস-ট্রাক চলতে দেখেনি। গরুর গাড়িতে চড়ে তিনি বাবার বাড়ি বেড়াতে যেতেন। যাওয়া-আসার পথে রাত হলে গাড়ির সামনে হারিকেন জ্বালিয়ে রাখা হতো। জ্যোৎসার রাত হলে পথ চলতে সমস্যা হতো না। আরও পরে ঘোড়ার টমটম চালু হয়।

    তখন দূরে কোথাও গেলে টমটমে চড়ে যেতেন। তখন এত লোকজন ছিল না। রাস্তায় এত ভিড় ছিল না। আগের সেই দিনগুলো আজও খু্ঁজে ফেরেন তিনি। দেশের উত্তর- অঞ্চলের রংপুর জেলা বদরগঞ্জ কলারোয়া উপজেলার কামারালি গ্রামে মসজিদ রহমান খান (৮৩) বলেন, তিনি বিয়ে করতে গিয়েছিলেন গরুর গাড়িতে চড়ে। তখনকার দিনে সেটাই রেওয়াজ ছিল।

    তখন অন্য যানবাহন ছিল না। মানুষ ২০-২২ কিলোমিটার দূরের জেলাশহরে হেঁটে যেতেন। গ্রামের মাটির রাস্তায় কেউ কেউ ঘোড়ায় চড়েও চলাচল করতেন বলে জানান তিনি।

  • বিরামপুর প্রেসক্লাবের ব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠানে. এমপি শিবলী সাদিক

    বিরামপুর প্রেসক্লাবের ব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠানে. এমপি শিবলী সাদিক

    বিরামপুর প্রতিনিধি,

    বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) গতকাল দুপুরে বিরামপুর প্রেসক্লাব চত্বরে এই অনুষ্ঠান অনুষ্টিত হয়।

    এ উপলক্ষ্যে বিরামপুর প্রেসক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের বিদায়ী সভাপতি অধ্যক্ষ ডক্টর নূরুল ইসলামের সভাপতিত্বে এবং দৈনিক আজকের পত্রিকা বিরামপুর প্রতিনিধি মাহমুদুল হক মানিক এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি)। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার,উপজেলা ভাইস মেসবাউল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু,থানার অফিসার ইনচার্জ (ওসি)সুমন কুমার মহন্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামল কুমার রায়, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ ও প্রেসক্লাবের নির্বাচন কমিটির প্রধান নির্বাচন কমিশনার মেসবাউল হক, প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান প্রমূখ।

    অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সদস্যগণের শপথ বাক্য পাঠ শেষ শেষে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ও অতিথিবৃন্দসহ প্রেসক্লাবের নতুন ভবন নির্মানের লক্ষ্যে ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

  • বিরামপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ ইং অনুষ্ঠিত

    বিরামপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ ইং অনুষ্ঠিত

    এস এম মাসুদ রানা:- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রনালয়ের সহযোগিতায় এবং বিরামপুরউপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরেনারী হাসপাতালের আয়োজনে

    বুধবার (১৬ ফেব্র:) পাইলট হাইস্কুল মাঠে প্রাণি সম্পদ প্রদর্শনীকরা হয়েছে।
    এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারেরসভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান
    খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাছ আলী, উপজেলা ভাইসচেয়ারম্যান উম্মে কুলসুম বানু ও মেসবাউল ইসলাম মন্ডল, উপজেলা
    প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ এআরএম আল মামুন, মহিলা কলেজেরউপাধ্যক্ষ মেসবাউল হক, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম
    হোসেন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান প্রমূখ।

  • বিরামপুরে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধন

    বিরামপুরে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধন

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    বিরামপুর উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনেরউদ্বোধন করেছেন, দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলীসাদিক।মঙ্গলবার (১৫ ফেব্রæ:) দুপুরে গঙ্গাপুর উচ্চ বিদ্যালয়ে জাইকারঅর্থায়নে নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে স্কুল

    পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদকগোলজার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,
    দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। বিশেষ অতিথিছিলেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাসআলী, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, উপজেলাআওয়ামীলীগের সহ-সভাপতি নাড়– গোপাল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাষ্টার, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুলকালাম আজাদ প্রমূখ।

    এর আগে অতিথিবৃন্দ বিরামপুর শালবাগানবালিকা দাখিল মাদ্রাসার নতুন ভবন ও শালবাগান এতিমখানা মাদ্রাসারভবনের উদ্বোধন করেন।