Category: দিনাজপুর

  • বিরামপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী

    বিরামপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী বিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

    বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পৌর মেয়র বলেন, বিরামপুর প্রেসক্লাবের একটি ঐতিহ্যবাহী সংগঠন। নব-নির্বাচিত কমিটি বিরামপুরের উন্নয়ন,অগ্রগতি ও অসহায় মানুষের জন্য লেখনিতে ব্যাপক ভূমিকা রাখবেন বলে মনে করেন। তিনি সংগঠনটির উত্তর উত্তর সাফল্য কামনা করেন ও সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

    শুভেচ্ছা বিনিময়কালে নব-নির্বাচিত কমিটির সভাপতি আকরাম হোসেন,সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান, সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার, সহ-সভাপতি এসএম মাসুদ রানা,সাংগঠনিক সম্পাদক এবিএম মুসা,কার্যকারী সদস্যবৃন্দ আঃ রশীদ, মাহাবুব রহমান, রায়হান কবির চপল, মিজানুর রহমান, আঃ রউফ সোহেল উপস্থিত ছিলেন।

  • হঠাৎ বৃষ্টিতে নষ্ট কাছা ইট ,লক্ষ লক্ষ টাকার ক্ষতি

    হঠাৎ বৃষ্টিতে নষ্ট কাছা ইট ,লক্ষ লক্ষ টাকার ক্ষতি

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    গত (৪ ফেব্রুয়ারি) শুক্রবার ভোর থেকে প্রবল বৃষ্টি ও বাতাশে দিনাজপুরের বিরামপুর উপজেলার ৭টি ইটভাটার ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ভাটার মালিকদের লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানা যায়। (৭ ফেব্রুয়ারি) সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় যে, উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের টাটকপুর (খয়েরপাড়া) এলাকায় মেসার্স এমডিডি বিক্স ও মেসার্স এমডিবি বিক্সের ইট ভাটায় রোদে শুকাতে দেওয়া কাঁচা ইটগুলো বৃষ্টির পানির নিচে ডুবে আছে।

    এছাড়াও আগুনে পোড়ানোর আগে শুকানো সারি সারি করে রাখা ইট গুলোও বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে। মেসার্স এমডিডি বিক্সের মালিক মহসীন সরকার দুলাল বলেন, শুক্রবার থেকে প্রবল বৃষ্টির কারণে আমার ভাটার প্রায় ১৫-১৬ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন, এমন পরিস্থিতিতে এবছর আর ভাটা চালু করা সম্ভব হবেনা। জানা যায়, দেশের উত্তরের সব জেলা গুলোতেই এই বৃষ্টি ও বাতাস হয়েছে।

  • শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক পেলেন, ওসি সুমন কুমার মহন্ত

    শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক পেলেন, ওসি সুমন কুমার মহন্ত

    এস এম মাসুদ রানা:- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং সামগ্রিক কর্ম মূল্যায়নে দিনাজপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত। এছাড়াও সামগ্রিক কর্ম মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন একই থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) এরশাদ মিয়া।

    শনিবার (৫ ফেব্রুয়ারি) দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন সভাকক্ষে জেলা পুলিশের আয়োজনে জানুয়ারী/২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে ওসি সুমন কুমার মহন্ত’র হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম-পিপিএম (বার)।

    পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে ওসি সুমন কুমার মহন্ত বলেন, এই পুরস্কার বিরামপুরবাসীর, স্থানীয় গণমাধ্যমকর্মী ও থানায় কর্মরত সকল অফিসার ফোর্সের অর্জন। এই পুরস্কার আমার অফিসার ফোর্স এর কর্মস্পৃহাকে আরো বেগবান করে তুলবে।তিনি আরও বলেন, আগামী দিনে বিরামপুর বাসীর জন্য আমরা আরো ভালো কিছু করতে চাই।

    সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শচীন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)মো. মমিনুল করিম,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো.আসলাম উদ্দিন, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • জমে থাকা পানির কারণে আলুর ব্যাপক ক্ষতি

    জমে থাকা পানির কারণে আলুর ব্যাপক ক্ষতি

    এস এম মাসুদ রানা:- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    দিনাজপুরেরবিরামপুরে একদিনের টানা বৃষ্টিতে আবাদি আলুর জমিতে ব্যাপক পানি জমেছে। এই জমে থাকা পানির কারণে আলুর ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

    আর কিছু দিন পরেই আলু তোলার সময়, এরইমধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টির কারণে আলুর জমি এখন পানির নিচে। এ অবস্থায় যদি ৩-৪ দিন থাকে, তা হলে আলু নষ্ট হতে পারে।
    আলুচাষি মনসুর জানান, হঠাৎ বৃষ্টিতে আলু জমিতে পানি জমেছে। জমিয়ে থাকা পানিগুলো সেচ দেওয়া হচ্ছে। পানি জমি থেকে সরে গেলে আলুর ক্ষতির সম্ভাবনা কম থাকবে৷ পুনরায় বৃষ্টি হলে আলু পানিতে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতি হতে পারে। তবে রোববার অথবা সোমবার থেকে টানা রোদ দেখা দেয় তাহলে আলু কিছুটা রক্ষা পেতে পারে।

    বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পাল জানান, এবার আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা এক হাজার ৬৫o হেক্টর জমিতে। চলতি শীত মৌসুমে আলুর চাষাবাদ হয়েছে এক হাজার ৭০৫ হেক্টর জমিতে।
    কৃষি অফিসের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

  • বিরামপুরে শীতের মাঝে বৃষ্টি ও ঝড়ে জনজীবন বিপর্যস্ত

    বিরামপুরে শীতের মাঝে বৃষ্টি ও ঝড়ে জনজীবন বিপর্যস্ত

    ​এস এম মাসুদ রানাঃ+ বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুরে গত এক সপ্তাহ শৈত্য প্রবাহর পর শুরু হয়েছে ঝড়ো বৃষ্টি। বৃষ্টি আর শীতল দমকা হাওয়া বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বৃহস্পতিবার দিবাগত ভোর রাাত থেকে শুরু হওয়া এই ঝড়ো বৃষ্টি শুক্রবার দুপুর প্রর্যন্ত চলে। দুপুরের পর বৃষ্টি থামলেও থামেনি দমকা হাওয়া।

    দিনাজপুর আবহাওয়া অফিস জানায় দেশের সর্বচ্চ ৪০ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকড করেছে আবহাওয়া অফিস। আগামী ২৪ ঘন্টায় তাপ মাত্রা আরো হ্রাস পেতে পারে, এতেকরে শীতের তীব্রতা আরো একধাপ বৃদ্ধি পাবে। এদিকে ঝড়ো বৃষ্টি আর শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যর দাম বৃদ্ধি, অন্যদিকে আয়ের পথও বন্ধ। তাই পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছে এই সকল শ্রমজিবী মানুষ।

    ঝড়ো বৃষ্টির কারনে ঘরবন্ধি হয়ে পড়েছে মানুষ, অতিপ্রয়োজন ব্যাতিত ঘরের বাহিরে বের হয়নি কেউ। সকাল ১১ টায় পৌর শহরের প্রাণকেন্দ্র ঢাকা মোড়ে গিয়ে দেখা যায়, শহরের দোকাপাঠ বন্ধ কয়েকজন শ্রমজিবী মানুষ ছাড়া জনশূন্য রাস্তা-ঘাট। হোটেল রেস্তরা গুলো খোলা থাকলেও তেমন কোন লোকজন নেই।

    এদিকে অসময়ের বৃষ্টিপাতে ফসলহানীর আশঙ্কা করছেন কৃষকরা। কৃষকরা বলেন এখন মাঠে বীজ আলু রয়েছে, এই আলু আগামীতে বীজ আলু হিসেবে ব্যবহার হবে, কিন্তু অসময়ে বৃষ্টি পাতের ফলে মাঠে বীজ আলু পঁচে যাওয়ার আশঙ্কা রয়েছে, এতেকরে আগামী আলু রোপন মৌসুমে আলুর বীজ সংকট দেখা দিতে পারে। এছাড়া শীতের সবজি শীম ফুলকপির ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

  • ক্রসিংয়ে নেই ব্যারিয়ার গেট, দড়ি দিয়ে থামানো হয় গাড়ি-নিহত ৩

    ক্রসিংয়ে নেই ব্যারিয়ার গেট, দড়ি দিয়ে থামানো হয় গাড়ি-নিহত ৩

    বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    প্রাইভেট কারে করে ডাইভিং লাইসেন্স পরীক্ষা দিতে যাওয়ার সময় দিনাজপুরের বিরামপুর উপজেলায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের মূখোমূখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় প্রাইভেট কারে থাকা তিন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহত স্বজনদের দাবি রেল কর্তৃপক্ষের উদাসিনতায় এমন ঘটনা ঘটেছে।

    (০২ জানুয়ারি) গতকাল বুধবার সকাল সাড়ে ৬টার দিকে বিরামপুর উপজেলার দিনাজপুর- গোবিন্দগঞ্জ মহাসড়কে ঘোড়াঘাট রেলগুমটি নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন, রংপুর বদরগঞ্জ উপজেলার সর্দারপাড়া এলাকার ইসলাম হোসেনের ছেলে মাসুম হোসেন (৪৪), পার্বতীপুর উপজেলার শাহপাড়া খাগড়াবান্দ এলাকার আব্দুল হালিম শাহার ছেলে হাফিজুর রহমান শাহ (৩৯)। আব্দুল আজিজ এর পুত্র সুজন (৪৪)গ্রাম লোহানী থানা বদরগঞ্জ নিহতের স্বজরা জানান, তারা পার্বতীপুর মধ্যপাড়া পাথরখনিতে বিভিন্ন পেশায় চাকুরি করছিলেন। সৈয়দপুর রেলওয়ে থানার সহকারি পুলিশ সুপার (সদর) তবারক আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টায় দিকে একটি প্রাইভেট কার করে (ঢাকা মেট্রো- ক-১১-২৩৩২) জয়পুরহাট বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছিল। ঘন কুয়াশার ফলে কিছু দেখতে না পেয়ে কারের চালক রেলক্রসিংয়ের উপর গাড়ি তুলে দেন। এসময় ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই তিন ব্যক্তি মারা যান।

    নিহত হাফিজুর রহমানের মামাতো ভাই রায়হান বলেন, হাফিজুর রহমান জয়পুরহাট বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইন্সেসের পরীক্ষা দিতে যাচ্ছিল। ভাই মধ্যপাড়া পাথর খনিতে চাকুরি করতেন। মহাসড়কে ব্যরিয়ার থাকলে হয়তো এমন ঘটনা ঘটতনা।রেল কর্তৃপক্ষের উদাসিনতায় এমন ঘটনা ঘটেছে।

    গেট নং ই/১০১ সি স্থানের রেলওয়ের গেটম্যান হিসেবে দায়িত্বে থাকা সাইফুজ্জামান বলেন, সকাল সাড়ে ৬টার দিকে কুড়িগ্রাম গামী কুড়িগ্রাম এক্সেপ্রেস ট্রেনটি আসতেছিল। এসময় মহাসড়কে ব্যরিয়ার না থাকায় দড়ি দিয়ে গাড়ি পারাপার বন্ধ করা হয়। কুয়াশাই প্রাইভেট কারটি দ্রুত ওই এলাকায় প্রবেশ করলে দড়ি ছিড়ে লাইনের ওপর উঠে যায়। মূহুত্বেই ট্রেনটি কারে ধাক্কা দিলে প্রায় ১শ হাত দূরে ছিটকে যায়। এতে কারের তিনজন ব্যক্তি নিহত হয়।
    খোঁজ নিয়ে জানা গেছে, দিনাজপুর- গোবিন্দগঞ্জ মহাসড়কের ওই স্থানে প্রায় ৭দিন থেকে ট্রেন আসার সময় মহাসড়কের দ্রুতগামী পরিবহন গুলোকে থাকানোর জন্য যে ব্যরিয়ারটি ব্যবহার করা হয় সেটি নষ্ট হয়ে পড়ে আছে। ফলে কয়েকদিন থেকে ওই স্থানে ব্যরিয়ারের পরিবর্তে দড়ি দিয়ে ট্রেন আসার সময় রাস্তায় দ্রুতগামী পরিবহন গুলোকে থাকানো হয়।

    এদিকে স্থানীয়দের অভিযোগ দিনাজপুর থেকে-গোবিন্দগঞ্জ মহাসড়ক প্রসস্ত করার কাজ প্রায় শেষ দিকে কিন্তু ঘোড়াঘাট রেলগুমটি এই এলাকায় রেলের পাশে রাস্তাটি আগের অবস্থানেই রয়েছে। ফলে প্রায়ই যানজট লেগে থাকে। এছাড়াও বিরামপুরে স্থায়ীভাবে ট্রাক টার্মিনাল না থাকায় সেখানে শত শত ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। এতে করে প্রসন্ত রাস্তাটি ছোট হয়ে যায়। ফলে প্রায় এই রাস্তাটিতে দূর্ঘটনা ঘটে।

    এদিকে জিআরপি পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বলেন, কুড়িগ্রাম ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংর্ঘষের ঘটনায় তিন ব্যক্তি নিহত হয়েছেন।আমরা দ্রুদত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহগুলো উদ্ধার করেছে। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ চলছে। খুব দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    জানতে চাইলে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, মহাসড়কে ইতোমধ্যে নতুন ব্যরিয়ার লাগানোর কাজ চলছে।