Category: নাইক্ষ্যংছড়ি

  • নুরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণ করেই ভালো পয়েন্ট পেয়ে ধন্য মনে করেন

    নুরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণ করেই ভালো পয়েন্ট পেয়ে ধন্য মনে করেন

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ।

    অদ্য ২৫ ডিসেম্বর ২০২৪ খ্রি: বুধবার দুপুর ০.০১ টার দিকে নুরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল প্রকাশ। কেন্দ্রীয় সনদ পরীক্ষায় পার্বত্য ঘুমধুম ইউনিয়নের ভেতবনিয়া বাজার জামে মসজিদ সংলগ্ন রওজাতুল কুরআন মাদ্রাসা’র নুরানী বিভাগের ২১ জন ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ১৯ জন এ প্লাস ২ জন এ পেয়ে পাশ করেছেন বলে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান পরিচালক মাওলানা ইউনুস সরওয়ার সাহেব। সর্বশেষ ২০২৫ শিক্ষাবর্ষের ছাত্র ছাত্রীদের পড়ালেখা আরো এগিয়ে নিতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন পরিচালক।

  • সোনাইছড়ি আল-ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ২০২৪ সালের প্রথম অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়

    সোনাইছড়ি আল-ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ২০২৪ সালের প্রথম অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়

    মাওলানা আবু সুফিয়ান, সোনাইছড়ি নাইক্ষ্যংছড়ি

    পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার স্বনামধন্য দ্বীনি শিক্ষা কেন্দ্র সোনাইছড়ি আল-ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ২০২৪ সালের প্রথম অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

    উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন জনাব নুরুল আজিম চৌধুরী- সভাপতি অত্র মাদ্রাসা, অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা হেলাল উদ্দিন জাফরি সাহেবের সঞ্চালনায় ৯ম শ্রেণির ছাত্র মাসউদ এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
    অত্র অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –
    জনাব বশির আহমদ – উপদেষ্টা সভাপতি অত্র মাদ্রাসা।
    জনাব নুরুল আলম মেম্বার -সাধারণ সম্পাদক অত্র মাদ্রাসা, জনাব আব্দুল করিম সাহেব – সমাজ সরদার বৈদ্যরছড়া।

    জনাব আব্দুল আজিজ -ক্যাশিয়ার বৈদ্যরছড়া কেন্দ্রীয় জামেমসজিদ, জনাব মুফিজ সওদাগর -সাধারণ সম্পাদক বৈদ্যরছড়া কেন্দ্রীয় জামেমসজিদ।
    জনাব আবছার আহমদ- শিক্ষার্থী অভিভাবক সহ আরো অনেক অভিভাবক গন।
    (অনুষ্ঠানটি সাজানোর জন্য সহযোগিতা করেছেন আমার সকল সহযোদ্ধা গন) বিশেষ করে আমি আমার উপস্থিত সকল অভিভাবক গনকে ধন্যবাদ জানালেন পরিচালক, কারণ বছরের শুরুতে এভাবেই ছাড়া দিবেন আমি কল্পনা করি নাই বলও উল্লেখ করেন তিনি। এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন

    পরিশেষে প্রিয়দের কাছে দোয়ার আরজ প্রতিষ্ঠানের উন্নতির জন্য।

  • রেজু গর্জনবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়

    রেজু গর্জনবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ।

    পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার দক্ষিণ অঞ্চলের সীমান্ত পাশ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউনিয়নের রেজু গর্জনবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পহেলা জানুয়ারি-২০২৪ খ্রিঃ সোমবার সকাল ০৯ ঘটিকার দিকে স্কুল অফিস কক্ষে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।

    উক্ত বই বিতরণ উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, বাবুল কান্তি চাকমা ভুলু, ইউপি সদস্য ঘুমধুম ইউনিয়ন পরিষদ, প্রধান শিক্ষক মোহাম্মদ সৈয়দ হামজা, সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবকসহ স্কুল পরিচালনা কমিটি।

    নিউজ ডেস্কঃ উখিয়া ভয়েস২৪ ডটকম।

  • পাওনা টাকা চাইতে গিয়ে ঘুমধুমের অবৈধ ইটভাটার মালিক অনিত‌্য বড়ুয়ার নেতৃত্বে হামলায় রক্তাত্ব যুবক

    পাওনা টাকা চাইতে গিয়ে ঘুমধুমের অবৈধ ইটভাটার মালিক অনিত‌্য বড়ুয়ার নেতৃত্বে হামলায় রক্তাত্ব যুবক

    নিজস্ব প্রতিবেদক বান্দরবান:

    নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুমের ফাত্রাঝিরি গ্রামে এসআরবি নামের এক অবৈধ ইটভার মালিক অনিত‌্য বড়ুয়ার কাছে পাওনা টাকা চাইতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার জসিম উদ্দিন নামের এক যুবক।

    শনিবার (০৮ এপ্রিল ) নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুম ফাত্রাঝিরি গ্রামে এসআরবি ইট ভাটা নামক স্থানে রাত ৯ টার দিকে উক্ত ইট ভাটার মালিক অনিত‌্য বড়ুয়ার কাছে কাছে পাওনা টাকা চাইতে যায় ঘুমধুম বড়বিল এলাকার বদিউর রহমানের ছেলে মোঃ জসিম(৩০)। এতে ইটভাটার মালিক অনিত‌্য বড়ুয়া টাকা না দিয়ে অশ্লিল ভাষায় গালমন্দ করতে করতে এক পর্যায়ে অনিত্য বড়ুয়া এবং অনিত্য বড়ুয়ার ম‌্যানেজারসহ ৫/৬ জন ইট দিয়ে জসিমের মাথায় আঘাত করলে মাথার ডান পাশে চোখের উপরে কেটে যায়। এতে আহত জসিম মাটিতে লুটিয়ে পড়ে।

    পরবর্তীতে আহত জসিমের আত্বীয় স্বজনরা খবর পেলে গিয়ে আহত জসিমকে উদ্ধার করে চিকিৎসার জন‌্য হাসপাতালে নিয়ে যায়।

    হামলাকারীরা হল: ইটভাটার মালিক উখিয়ার ২নং রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পাড়ার সুদীর বড়ুয়ার ছেলে – অনিত্য ও মরিচ্যা বউ বাজার, উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ‌্যা বউ বাজার এলাকার ঝুমু বড়ুয়ার ছেলে মিমু বড়ুয়া।

    এদিকে আহত জসিম উদ্দিনের পরিবারের সদস‌্যরা সাংবাদিকদের জানান, ইটভাটার মালিক অনিত‌্য বড়ুয়ার কাছে পাওনা টাকা চাইতে গেলে তিনি সন্ত্রাসী হামলা করে জসিমকে আহত করে আমরা থানায় মামলা করব এবং এর ন‌্যায় বিচার চাই।

    এ প্রসঙ্গে জানতে অভিযুক্ত ইটভাটার মালিক অনিত‌্য বড়ুয়ার কাছে এই নাম্বারে 01730629820 যোগাযোগের চেষ্টা করাহলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব‌্য নেয়া সম্ভব হয়নাই।

    উল্লেখ‌্য: ইটভাটার মালিক অনিত‌্য বড়ুয়ার বিরুদ্ধে পাহাড় কেটে মাটি সংগ্রহ ও গাছ কেটে পরিবেশ ধবংস করার বিস্তর অভিযোগ উঠেছে। অনিত‌্য বড়ুয়া অদৃশ‌্য শক্তির যোরে ঘুমধুমে দাপটের সাথে এসব অবৈধ কাজ কর্ম করে বেড়াচ্ছে বলে সুত্রে যানাযায়।

  • ঘুমধুমে ৩৪ বিজিবির উদ্যোগে ৩০০ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

    ঘুমধুমে ৩৪ বিজিবির উদ্যোগে ৩০০ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

    কপিল উদ্দিন (জয়)বান্দরবান জেলা প্রতিনিধিঃ

    বিজিবি কর্তৃক চোরাচালান ও আইন শৃঙ্খলা বিষয়ক জনসচেতনামুলক মতবিনিময় সভা এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

    রোববার ৫টার সময় নাইক্ষ্যংছড়ি জোনের আওতাধীন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনস্হ তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ ঘুমধুম ইউনিয়ন পরিষদ হল রুমে কক্সবাজার ৩৪ বিজিবি কর্তৃক আয়েজিত চোরাচালান ও আইন শৃঙ্খলা বিষয়ক জনচেতনামুলক মতনিনিময় সভা এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতারী সামগ্রী বিতরণ করা হয়েছে।
    উক্ত মতবিনিময় সভা ও ইফতারী সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সাইফুল ইসলাম চৌধুরী পদাতিক সাথে অপস্ অফিসার মেজর মোহাম্মদ আনোয়ার হোসেন পিএসসি, সহকারী পরিচালক এডি শফিকুল ইসলাম এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদ ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ , নাইক্ষংছড়ি থানার অফিসার ইনচার্জ টান্টু সাহা, স্থানীয় মেম্বার এবং কারবারি,গন্যমান্য ব্যক্তি বর্গ এবং স্থানীয় সংবাদ কর্মী।
    উক্ত মতবিনিময় সভায় চেয়ারম্যান, অধীনায়ক, মেম্বারসহ গন্যমান্য ব্যক্তিবর্গরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
    সভাশেষে বিজিবি স্হানীয় গরীব ও দুস্থদের জনসাধারণের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৩০০ প্যাকেট, ইফতার সামগ্রী বিতরণ করে।
    উক্ত ইফতার সামগ্রী পেয়ে স্থানীয় গরীব দুঃখীদের মাঝে খুশির আমেজ লক্ষ্য করা গেছে।

  • তুমব্রু বাইশপারী সীমান্তে গরুসহ চোরাইপন্যের নতুন সিন্ডিকেটের উৎপত্তি : নেতৃত্বে ইউপি সদস্য সহ ৩ জন।

    তুমব্রু বাইশপারী সীমান্তে গরুসহ চোরাইপন্যের নতুন সিন্ডিকেটের উৎপত্তি : নেতৃত্বে ইউপি সদস্য সহ ৩ জন।

     

    নিজস্ব প্রতিবেদক বান্দরবান:

    নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে চোরাইপন্য পাচারে একের পর এক সিন্ডিকেট সক্রিয় হতে দেখা যাচ্ছে। কেউ মায়ানমারের গরু পাচারে সক্রিয় কেউ বিদেশী সিগারেট কিংবা নিষিদ্ধ চোরাইপন্য পাচারে সক্রিয়।
    তারই ধারাবাহিকতায় কুতুপালং এলাকার প্রবীন বড়ুয়ার ছেলে সুশিল বড়ুয়ার(৪৫)’র নেতৃত্বে ঘুমধুমে সক্রিয় হয়েছে নতুন এক সিন্ডিকেট ।

    এই সিন্ডিকেটের বিরুদ্ধে অবৈধ ব‌্যবসা ও মায়ানমারের নিষিদ্ধ পন্যসহ মাদক পাচারের অভিযোগ তুলেছে বাইশপারির স্থানীয় বাসিন্দারা । শুধু তাই নই তার বিরুদ্ধে রয়েছে বাইশপারির সীমান্ত দিয়ে মায়ানমার থেকে গরু পাচার ও অসংখ্য নারী কেলেঙ্কারীর অভিযোগও।

    তার এই সিন্ডিকেটের হর্তাকর্তারা ধরা ছোঁয়ার বাহিরে থাকলেও তুমব্রু বাইশপাড়ি এলাকার সমশু আলমসহ বিভিন্ন এলাকার প্রভাবশালীর বেশ কয়েকজনের তথ্য উঠে এসেছে।
    গেল কয়েকদিন আগেও এই সিন্ডিকেট রাতের আধারে মায়ানমার থেকে চোরাই পথ ব‌্যবহার করে নিয়ে আসছে অবৈধ গরুর চালান। এই গরুর বৈধতা দিতে স্থানীয় জনপ্রতিনিধিরা মোটা অংকের টাকায় প্রত্যয়ন ও দিচ্ছে বলে প্রশাসনের একাদিক সুত্রে জানা গেচে। এমন কি এই সুশীল বড়ুয়া মায়ানমারে আসা যাওয়ার ঘটনাও বেশ রহস্যজনক।
    এসব অবৈধ গরু আমদানিতে সরকার হারাচ্ছে রাজস্ব অন‌্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় খামারীরা।
    এই সুশীল বড়ুয়া ও তার সিন্ডিকেটের গোয়েন্দা সংস্থার নজরদারি জরুরি হয়ে পড়েছে। গোয়েন্দা নজরদারিতে বেরিয়ে আসতে পারে তার এই এসব অবৈধ কালোবাজারির তথ্য। এমন মন্তব্য করেন বাইশপারির স্থানীয়রা।

    সুশিল বড়ুয়া উখিয়ার হলেও ঘুমধুমে রয়েছে তার নামে-বেনামে অত্যাধিক সম্পদ। বাইশপাড়ি এলাকায় রয়েছে সুশিল মার্কেট। তার এত সম্পদের পিছনে আইয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছে সচেতনমহল। বিগত কয়েক বছর আগেও তিনি ছিলেন সামান্য টিউবওয়েল মিস্ত্রি। অল্পদিনে এত সম্পদের মালিক বনে যাওয়া এই সুশিলের নৈপথ্যে কি রয়েছে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মাঝে।
    এদিকে সুশীল বড়ুয়া এসব কর্মকান্ডের কথা অস্বীকার করে প্রতিবেদককে বলেন, আমি এসব অবৈধ কর্মকান্ডে জড়িত নেই। অনেকেই আমার নাম ব্যবহার করে সীমান্ত দিয়ে এসব অবৈধ চোরাইপন্যের ব্যবসা করে যাচ্ছে। কেউ যদি আমার নাম ব্যবহার করে গরু পাচার ও অন্যান্য খারাপ কর্মকান্ড করে থাকে তাহলে আমার দুষ কি।

    এ প্রসঙ্গে জানতে চাইলে ঘুমধুম ইউপি চেয়ারম‌্যান একেএম জাহাঙ্গীর আজিজ বলেন, সুশিল বড়ুয়া ঘুমধুমের কেও নয়, তবে ঘুমধুম সীমান্তে এসে এসব অবৈধ কর্মকান্ডে জড়িত থাকার খবর স্থানীয়দের মাধ্যমে নিশ্চিত হয়েছি। তার বিষয়ে আমি প্রশাসনকে জানিয়েছি। আশাকরছি গোয়েন্দা সংস্থার মাধ্যমে সঠিক তথ্যের ভিত্তিতে প্রশাসন তার বিরুদ্ধে আইনগত ব‌্যবস্থা গ্রহন করবেন। এ বিষয়ে সরাসরি আমি বিজিবিকেও জানিয়েছি।

  • বিজিবি কর্তৃক মালিক বিহীন বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার

    বিজিবি কর্তৃক মালিক বিহীন বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার

    কপিল উদ্দিন জয় বান্দরবান জেলা প্রতিনিধিঃ

    বিজিবি কর্তৃক মালিক বিহীন বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়েছে।

    বৃহস্পতিবার ভোর ৫টার সময় কক্সবাজার ৩৪ বিজিবির অধীনস্থ রেজুআমতলী বিওপি কর্তৃক নাইক্ষ‍্যংছড়ির ঘুমধুম ইউনিয়নে মগঘাটা নামক এলাকার একটি রাবার বাগানে অন্যত্র পাচার করার জন্য গোপনে রাখা অবস্থায় মালিকবিহীন নিম্নোক্ত বিভিন্ন প্রকার বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার করে বলে জানাগেছে ।
    উদ্ধারকৃত বিভিন্ন প্রকার সিগারেটের এর মধ্যে রয়েছে
    ৪৫০০ প্যাঃ বার্মিজ তৈরি Mond,
    ৪৫০০ প্যাঃ বার্মিজ SO
    ৩৯০০ প্যাঃ বার্মিজ ORIS সহ মোট ১২৯০০ প‍্যাকেট সিগারেট।
    উদ্ধারকৃত বার্মিজ সিগারেট গুলো ধ্বংসের জন্য কক্সবাজার ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
    উল্লেখ্য নাইক্ষ‍্যংছড়ি- মিয়ানমার সীমান্ত এলাকার কিছু দুর্গম জায়গা দিয়ে স্থানীয় চোরাকারবারীরা রাতের আঁধারে সময় সুযোগ বুঝে স্থানীয় প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে রাজস্ব বিহীন অবৈধ সিগারেট বাংলাদেশের অভ্যন্তরে এনে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিয়ে অধিক মুনাফা লাভের জন্য বেপরোয়া হয়ে উঠেছে বলে জানা গেছে।

  • নাইক্ষ‍্যংছড়িতে কাঠ এবং ট্রাক সহ আটক-১

    নাইক্ষ‍্যংছড়িতে কাঠ এবং ট্রাক সহ আটক-১

    নিজস্ব প্রতিবেদক বান্দরবান

    বিজিবি টহল দল কর্তৃক জ্বালানি কাঠের ট্রাক সহ আসামি আটক করা করা হয়েছে।

    রবিবার বিকেল ৩টার সময় বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন এর অধিনস্হ রেজুপাড়া বিওপির সদস্যরা গোপন খবরের ভিত্তিতে পাহাড় হতে অবৈধভাবে কাট কেটে ইট ভাটায় জালানী হিসাবে ব্যাবহারের উদ্দেশ্যে যাওয়ার পথে বিশেষ টহল কমান্ডার মোঃ আওলাদ হোসেন এর নেতৃত্বে টহল দল কর্তৃক রেজু পাড়া বিওপি হতে আনু ১৫০ মিটার পূর্ব দিকে এবং সীমান্ত পিলার নং -৪১-৪২ হতে আনুঃ ০৩ কিঃমিঃ -পশ্বিম দিকে ফাত্রাঝিরি বাজার নামক স্থান হতে মোঃ ফাহিম (২০), পিতা- খাইরুল বশার, গ্রাম- রুহুল্লার ডেবা রত্না পালং পোষ্ট- রত্নাপালং, থানা- উখিয়া, জেলা- কক্সবাজারকে কাঠ সহ ০১ টি ডাম্পার ট্রাক (চট্র মেট্রো-ড ১১-০১০৫) আটক করা হয়। আটককৃত মালামালের সিজার মূল্য তের লক্ষ টাকা বলে সুত্রে জানা গেছে।
    আটককৃত আসামিকে নাইক্ষ্যংছড়ি থানায় এবং কাঠ ও ডাম্পার ট্রাক নাইক্ষ্যংছড়ি ফরেস্টে অফিসে জমা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

  • নাইক্ষ্যংছড়ি আ.লীগের সম্মেলনে,সভাপতি শফিউল্লাহ,সম্পাদক ক্যানোয়ান চাক

    নাইক্ষ্যংছড়ি আ.লীগের সম্মেলনে,সভাপতি শফিউল্লাহ,সম্পাদক ক্যানোয়ান চাক

    মোঃ ইফসান খান ইমন- নাইক্ষ‍্যংছড়ি,

    নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ কে সভাপতি ও বান্দরবান জেলাপরিষদ সদস্য ক্যানোয়ান চাককে সাধারণ সম্পাদক করা হয়েছে।
    শনিবার (১৮) বিকালে জেলা কমিটির নেতৃবৃন্দ এই কমিটি অনুমোদন করেন।

    এর আগে, শনিবার সকালে বালিকা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্মাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।
    উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ”র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: ইমরান সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বান্দরবান জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলাপরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা।বিশেষ অতিথির বক্তব্য দেন বান্দরবান জেলাপরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান জেলার সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া,জেলা আওয়ামী লীগের সদস্য মহিউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য আবু তাহের কোংপানী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগ সদস্য তসলিম ইকবাল চৌধুরী প্রমুখ।

    সম্মেলনের প্রথম অধিবেশন শেষে উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
    প্রসঙ্গত, ২০১৮ সালের ২মে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে…… সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ মোহাম্মদ ও মো: ইমরান সাধারণ সম্পাদক হন।