Category: নাইক্ষ্যংছড়ি

  • চাঁদা না দেয়ায় ঘুমধম ৮নং ওয়ার্ডের স্হানীয় বাসিন্দা ইউনিয়ন যুবলীগ কর্মী মোঃ রুবেল ও তার বাবা কে মারধর

    চাঁদা না দেয়ায় ঘুমধম ৮নং ওয়ার্ডের স্হানীয় বাসিন্দা ইউনিয়ন যুবলীগ কর্মী মোঃ রুবেল ও তার বাবা কে মারধর

    কফিল উদ্দিন জয়, নাইক্ষ্যংছড়ি রিপোর্টার

    নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু গর্জনবনিয়া ০৮ নং ওয়ার্ড এর চাইঙ্গাপ্রু চাকমা এর ছেলে সনজীব তংচংগ্যা(প্রকাশ)কান্ডালী কতৃক চাঁদা না দেয়ায় অত্র ওয়ার্ডের স্হানীয় বাসিন্দা ঘুমধুম ইউনিয়ন যুবলীগ কর্মী মো রোবেল ও তার বাবা কে মারধরের অভিযোগ উঠেছে।

    ★★রোবেল এর বাবা অভিযোগ করে বলেন,তারা খেটে খাওয়া মানুষ সে কারণে গত ২১-০৪-২১ সকাল ০৮ টার দিকে নুরুল কবীর চৌধুরীর মালিকানাধীন পাহাড়ে কাজ করতে যাই রোবেলের বাবা সহ ১৫ জন মানুষ।তখন উপরে উল্লেখিত সনজীব চাকমা প্রকাশ কান্ডালী চাকমা গিয়ে তাদের কাছে চাঁদা দাবী করে।তখন কিসের টাকা, কি জন্য কারন জানতে চাইলে কান্ডালী চাকমা জাফর আলম কে হাতে থাকা লাঠি দিয়ে এলোপাতাড়ি মারতে শুরু করে।খবর পেয়ে ঘটনা স্হলে রোবেল পৌঁছে কান্ডালী চাকমার কাছে টাকা চাওয়ার কারণ জানতে চাইলে কোন কথা ছাড়াই রোবেল কে ঐ একই লাঠি দিয়ে এলোপাতাড়ি মারলে অন্যান্যরা এসে রোবেল নিয়ে সবাই ০৮ নং ওয়ার্ডের মেম্বার কে অবিহিত করে।এলাকার মুরুব্বিদের সাথে কথা বলে জানা যায়,অভিযুক্ত কান্ডালী চাকমা সন্ত্রাসী টাইপের লোক।তার বিরুদ্ধে এলাকার মান্য গণ্য মানুষদের মারধরের অভিযোগ রয়েছে।উখিয়ার রত্বাপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল কবীর চৌধুরী বলেন,অভিযুক্ত কান্ডালী চাকমা নুরুল কবীর চৌধুরীর কাছেও চাঁদা চেয়ে তিনার গাড়িতে হামলা করেছিলেন।উক্ত বিষয়ে রোবেল বাদি হয়ে ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানা গেছে।
    আমি ঘুমধুম ইউনিয়ন যুবলীগের কর্মী হিসাবে নাইক্ষ্যংছড়ি থানার সুদক্ষ অফিসার ইনচার্জ শ্রদ্ধেয় জনাব আলমগীর হোসেন স্যারের কাছে ন্যায় বিচারের প্রত্যাশ রাখছি।

  • ঘুমধুমে ৩৬৬০ পিছ ইয়াবাসহ ওমর ফারুক আটক

    ঘুমধুমে ৩৬৬০ পিছ ইয়াবাসহ ওমর ফারুক আটক

    এমডি জসিম উদ্দীন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

    বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সুযোগ্য অফিসার ইনচার্জ, নাইক্ষ্যংছড়ি থানার দিক নির্দেশনায় এবং ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পুলিশ পরিদর্শক/নিঃ দেলোয়ার হোসেন এর সার্বিক তত্বাবধায়নে ১৮/০৪/২০২১খ্রিঃ তারিখ নাইক্ষ্যংছড়ি থানাধীণ ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই/নিঃ মুখলেছুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘুমধুম এলাকায় অভিযান পরিচালনা করে ২৩.১৫ ঘটিকার সময় আসামী ওমর ফারুক এর হেফাজত হইতে ৩৬৬০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।এ বিষয়ে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।

  • নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন কতৃক বঙ্গবন্ধু জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন কতৃক বঙ্গবন্ধু জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
    এম ডি জসিম উদ্দীন।

    আজ ১৭ মার্চ। স্বাধীন বাংলাদেশের স্থপতি, রাজনীতির মহাকবি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন।নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত জাতির জনকের জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি আর ভালবাসা।

    উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাবা সাদিয়া আরেফীন কচি,প্রধান অতিথি নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামিলীগ সভাপতি শফিউল্লাহ মোহোদয়,আমন্ত্রীত অতিথি হিসেবে ছিলেন মাননীয় মহোদয়ের মন্ত্রী প্রতিনীধি জনাব খাইরুল বশর মহোদয়।বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি আলমগীর হোসেন,প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক জনাব ইমরান মেম্বার।বক্তব্য রাখেন উপজেলা সেস্বাসেবক লীগের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মেম্বার,নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নুরুল আবসার মহোদয়।
    বক্তৃতাই বক্তারা বলেন,বাংলার স্বাধীনতার স্থপতি,বাঙ্গালী জাতির মুক্তির অগ্রদূত,সোনার বাংলা’র স্বপ্নদ্রষ্টা,বিশ্বের অবিসংবাদিত নেতা,যার জন্ম না হলে বাঙ্গালী জাতি কোনদিন স্বাধীনতার স্বাদ পেত না-সে মহান নেতা,জাতির পিতা বঙ্গবন্ধু’র শতবর্ষের জন্মদিনে জানাই বিনম্র ও গভীর শ্রদ্ধান্জলী।কামনা করি রুহের মাগফেরাত।জাতির পিতা বঙ্গবন্ধু’র জন্ম না হলে বাংলাদেশ নামের এই দেশটি বিশ্বে আলোকিত হতে পারত না।আমরা স্বাধীন হয়েছি।কিন্তু বঙ্গবন্ধু’র রক্তের ঋন জাতি কোনদিন শোধ করতে পারবে না।বাঙ্গালী জাতির স্বাধীনতা আর মুক্তির জন্যেই বঙ্গবন্ধু’র মত অপ্রতিরোধ্য নেতার জন্ম হয়েছিল।বঙ্গবন্ধু হত্যার চক্রান্তের সঙ্গে জড়িত স্বাধীনতা বিরোধী চক্র আজও সক্রিয়।বঙ্গবন্ধু’র রাজনৈতিক অাদর্শে উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে সেই অপশক্তিকে।বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা,বাংলার আপামর জনতার নেত্রী,জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বঙ্গবন্ধু’র সোনার বাংলা গড়ে তুলতে পারলেই কেবল জাতির পিতা বঙ্গবন্ধু’র আত্মা শান্তি পাবে।

  • ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত আনন্দ উদযাপন করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।

    ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত আনন্দ উদযাপন করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।

    এম ডি জসিম উদ্দীন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

     

    ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।

    রবিবার (০৭ মার্চ) বিকালে থানা চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যন অধ্যাপক মো: শফিউল্লাহ।

    অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল (পিপিএম সেবা)। নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাফর মো. সেলিম।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পৃথিবীর কালজয়ী ভাষণগুলোর অন্যতম। পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্তিকামী জনগণকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সেই ভাষণ ছিল এক মহামন্ত্র।

    একটি ভাষণ কীভাবে গোটা জাতিকে জাগিয়ে তোলে, স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উৎসাহিত করে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ তার অনন্য উদাহরণ।

    বক্তারা আরো বলেন, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত করাই ছিল বঙ্গবন্ধুর আজীবনের লালিত স্বপ্ন।

    এসময় উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন অফিসার অাবু জাফর ছালেহ, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহের কোম্পানি ,সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যন,জেলা আওয়ামিলীগ সদস্য তসলিম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক মো. ইমরান, বান্দর বান জেলা পরিষদের সদস্য ক্যানুওয়ান চাক, উপজেলা ভাইস চেয়ারম্যন মংহ্লা মার্মা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতিনিধি আলহাজ্ব খারুল বাশার, মুক্তিযোদ্ধ কমন্ডার রাজা মিয়া, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যন নুরুল আবছার ইমন।

    ঘুমধুম ইউপি চেয়ারম্যন ও উপজেলা আওয়ামিলীগ সহ-সভাপতি এ কে এম জাহাঙ্গীর আজিজ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সক্তার, ঘুমধুম তদন্ত কেন্দ্রে আইসি দেলোয়ার হোসেন, নাইক্ষ্যংছড়ি থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম, এসআই অরুন, এস আই মুহাম্মদ গোলাম মোস্তাফা, এস আই মুফিজুর রহমান, এসআই ফিরোজ আলম, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামিলীগের প্রচার সম্পাদক শামীম ইকবাল চোধুরী, সাধারণ সম্পাদক( ভা:) জাহাঙ্গীর আলম কাজল , দপ্তর ও প্রচার সম্পাদক জয়নাল আবেদ্দীন টুক্কু, সদস্য মো: ইউনুছ প্রমূখ।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন এস আই মো. আমিন। এছাড়া ৭ই মার্চ উপলক্ষে কেক কেটে আনন্দ আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। এরপর পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

  • মিয়ানমার সীমান্তে বিজিবি-মাদক কারবারী গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে

    মিয়ানমার সীমান্তে বিজিবি-মাদক কারবারী গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে

    এম ডি জসিম উদ্দীন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

     

    কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার সীমান্তে বিজিবি-মাদক কারবারী গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের খবর পাওয়া না গেলেও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশী করে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে।

    সোমবার সন্ধা সাড়ে ৬টার দিকে কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন ৪নং রাজাপালং ইউপির জলিলের গোদা নামক স্থানে এ ঘটনা ঘটে।

    কক্সবাজারস্থ ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.,কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ কতৃক রাতে প্রোরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

    তিনি জানান, ০১ মার্চ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুআমতলী বিওপি’র সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে।

    উক্ত সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপির একটি চৌকস আভিযানিক টহল দল কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন ৪নং রাজাপালং ইউপির জলিলের গোদা নামক স্থানে সেগুন বাগানের পার্শ্বে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে। পরবর্তীতে আনুমানিক সন্ধা সাড়ে ৬টার দিকে ৩-৪ জন চোরাকারবারী সীমান্ত এলাকা হতে বাংলাদেশের দিকে আসতে থাকে এবং বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা বিজিবি টহল দলকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। তৎক্ষণাৎ বিজিবি টহলদল তাদের জান-মাল, অস্ত্র-গোলাবারুদ এবং সরকারী সম্পদ রক্ষার্থে চোরাকারীরদের লক্ষ্য করে ফায়ার করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা লুঙ্গী দিয়ে মোড়ানো ব্যাগ ফেলে দ্রুত পাহাড়ী গহীন জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়।

    পরবর্তীতে টহল দল উক্ত স্থান হতে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ১,২০,০০০ (এক লক্ষ বিশ হাজার) পীস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ৩,৬০,০০,০০০/- (তিন কোটি ষাট লক্ষ) টাকা। উক্ত ফায়ারে চোরাকারবারীরা গুলিবিদ্ধ হয়েছে কি না সে বিষয়ে জানা যায়নি। উল্লেখিত ফায়ারে কোন ধরণের হতাহতের ঘটনা ঘটেনি।

    তিনি আরো জানান, চলতি বছরের শুরু থেকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল ৬ লাখ,৩৪ হাজার,৪৫৪ পিস বার্মিজ ইয়াবাসহ ৬৮ জন আসামী আটক করেছে।

  • বাইশারী ও দোছড়ি ইউনিয়নে নৌকার মনোনয়ন চেয়েছেন মোট ১১জন। এরমধ্যে বাইশারীতে ৭ ও দোছড়ি ইউনিয়নে ৪ জন মনোনয়ন প্রত্যাশা করেছেন

    বাইশারী ও দোছড়ি ইউনিয়নে নৌকার মনোনয়ন চেয়েছেন মোট ১১জন। এরমধ্যে বাইশারীতে ৭ ও দোছড়ি ইউনিয়নে ৪ জন মনোনয়ন প্রত্যাশা করেছেন

    এম ডি জসিম উদ্দীন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।

     

    বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ও দোছড়ি ইউনিয়নে নৌকার মনোনয়ন চেয়েছেন মোট ১১জন। এরমধ্যে বাইশারীতে ৭ ও দোছড়ি ইউনিয়নে ৪ জন মনোনয়ন প্রত্যাশা করেছেন। তারা সবাই চেয়ারম্যান পদপ্রত্যাশী।

    গত শুক্রবার দোছড়ি ও শনিবার বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় নিজেদের প্রার্থীতা ঘোষণা করেন এসব প্রার্থী। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য তৃণমূলের রেজুলেশন কেন্দ্রে পাঠানো নির্দেশনার আলোকে এই বর্ধিত সভার আয়োজন করা হয় বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান।

    বাইশারী ইউনিয়নে মনোনয়ন প্রত্যাশীরা হলেন, বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর, যুবলীগ সভাপতি আবুল কালাম, কৃষকলীগ সভাপতি আবু জাফর, ছাত্রলীগ সভাপতি এসএনকে রিপন, সেচ্ছাসেবকলীগ সভাপতি বাবুল হোসেন।

    এদিকে শুক্রবার একই বিষয়ে দোছড়ি ইউনিয়নেও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এই ইউনিয়নে নৌকা প্রতীক চেয়েছেন বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব হাবিব উল্লাহ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান, উপজেলা আওয়ামী লীগ সদস্য মো. আলম ও ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি নেছার আহমদ।

    বর্ধিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগ সহ সভাপতি আবু তাহের কোম্পানী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান, জেলা পরিষদ সদস্য ক্যনে ওয়ান চাক, উপজেলা ভাইস চেয়ারম্যান মংহ্লা ওয়াই মারমা, ডা. সিরাজুল হক, আবু তাহের বাহাদুর প্রমুখ।

  • নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বড়ইতলীতে একটি শহীদ মিনার নির্মানে জেলা আওয়ামিলীগ নেতা তসলিম ইকবাল চোধুরী

    নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বড়ইতলীতে একটি শহীদ মিনার নির্মানে জেলা আওয়ামিলীগ নেতা তসলিম ইকবাল চোধুরী

    এম ডি জসিম উদ্দীন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।

     

    নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বড়ইতলীতে একটি শহীদ মিনার নির্মানের প্রত্যয়ে…সু দুর নাইক্ষ্যংছড়ি থেকে এসে সরেজমিনে প্রত্যক্ষ ভাবে পরিদর্শন করে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,বান্দরবান জেলা আওয়ামিলীগের সম্মানিত সদস্য জননেতা তসলিম ইকবাল চোধুরী। সাথে ছিলেন ঘুমধুম ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক উপেন্দ্র লাল কারবারি,উপজেলা ছাত্রলীগ নেতা ফরিদ উল্লাহ,০৯ নংওয়ার্ড আওয়ামিলীগ সাধারণ সম্পাদক মেম্বার বদিউল আলম,বরইতলী জুনিয়র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ সহ এক ঝাক আওয়ামিলীগ ও যুবলীগ ছাত্রলীগের নেতৃত্বে এবং স্থানীয় জনতার উপস্থিতি লক্ষ্য করা যায়।জননেতা তসলিম ইকবাল চোধুরী এই মহৎ উদ্যোগ কে স্থানীয় সচেতন মহল এবং অত্র বিদ্যালয়ের অবিভাবক রা বর্তমান সময়ের ও পেক্ষাপটের জন্য এক মহা গুরুত্বপূর্ণ কাজ বলে সবার প্রসংশার দৃষ্টি কেড়েছেন। এই নিবন্ধে যেমন বলা হয়েছে, আপনি স্মার্টফোন এবং শীর্ষ ব্র্যান্ডগুলিতে আপনার উপলব্ধ ডিলগুলির নির্বাচন ব্রাউজ করতে পারেন এবং অন্বেষণ করতে পারেন cell phone পরিষেবা পরিকল্পনা যা আপনার প্রয়োজন অনুসারে সবচেয়ে ভাল।

  • রেজু বরইতলী উচ্চ বিদ‍্যালয়ের নবম শ্রেণির ছাত্র বাবু স্বপন তঞ্চঙ্গ‍্যাঁর মৃত্যুতে UkhiyaVoice24.Com এর নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি এম ডি জসিম উদ্দিনের শোক

    রেজু বরইতলী উচ্চ বিদ‍্যালয়ের নবম শ্রেণির ছাত্র বাবু স্বপন তঞ্চঙ্গ‍্যাঁর মৃত্যুতে UkhiyaVoice24.Com এর নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি এম ডি জসিম উদ্দিনের শোক

    নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধির প্রতিবেদক।

     

    বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু বরইতলী উচ্চ বিদ‍্যালয়ের নবম শ্রেণির ছাত্র, বাবু স্বপন তঞ্চঙ্গ‍্যাঁ

    গতরাতে নিজবাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছে।
    তাঁর এই অকাল মৃত্যুতে পরিবারের প্রতি গভীরভাবে মর্মাহত ও শোকাভিভূত করছি। তার মৃত্যুতে ঘুমধুম ইউনিয়ন যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক এবং উখিয়া ভয়েস২৪ডটকম এর নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি এম ডি জসিম উদ্দিনের গভীর শোক প্রকাশ করেছেন।

  • ঘুমধুমের ইউনিয়নের বরইতলী থেকে ৫০ হাজার ইয়াবাসহ ১ উপজাতি আটক

    ঘুমধুমের ইউনিয়নের বরইতলী থেকে ৫০ হাজার ইয়াবাসহ ১ উপজাতি আটক

    এম ডি জসিম উদ্দীন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

     

    নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের বরইতলী মগপাড়া হতে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক উপজাতি যুবক আটক হয়েছে।
    রোববার দিবাগত রাতে রেজুপাড়া বিওপির বিজিবির অভিযানে মেংক্যাইন তংচংগ্যা (২২) কে ইয়াবাসহ আটক করা হয়।

    কক্সবাজার -৩৪ বিজিবি ব্যাটলিয়ন অধিনায়ক লেঃকর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ ইয়াবাসহ উপজাতি ইয়াবা কারবারির মেংক্যাইনকে আটকের সত্যতা নিশ্চিত করেন।এক গোপন সংবাদের ভিত্তিতে রেজুপাড়া বিওপির সদস্যরা বড়ইতলী গ্রামের মংতাচিং তংচংগ্যার ছেলে মেংক্যাইন তংচংগ্যার বাড়ীর মাচাঙয়ের উপর হতে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়া আটককৃত ইয়াবা সে পাচারের লক্ষে গোপনে মজুদ করেছিল গণ্যমান্য লোকজনের
    উপস্থিতিতে রোববার দিবাগত রাত দেড়টার দিকে এসব ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় দেড়কোটি টাকা। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে কক্সবাজার -৩৪ বিজিবি ব্যাটলিয়ন অধিনায়ক লেঃকর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ জানান।এদিকে স্থানিয় মেম্বার ঘটনার সত্যতা স্বীকার করেন।

  • ঘুমঘুম পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ইয়াবা সহ যুবক আটক

    ঘুমঘুম পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ইয়াবা সহ যুবক আটক

     এম ডি জসিম উদ্দিন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

     

    জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমঘুম পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ইয়াবা সহ যুবক আটক।
    নাইক্ষ্যংছড়ি থানার ওসি
    আলমগীর হোসেন এর নির্দেশে ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এস আই মোখলেছুর রহমান ও এস আই রবিউলের বিশেষ অভিযানে সোমবার ৮ ফেব্রুয়ারী বিকাল ০৩টা ১৫ মিনিটে ৫৬০০ পিচ ইয়াবা সহ মোঃ জুনায়েদ (২৫) নামের এক রোহিঙ্গা যুবক কে আটক করেছে।
    আটক কৃত রোহিঙ্গা যুবক কে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।উক্ত বিষয়ের সত্যতা নিচ্ছিত করেছেন ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার মহোদয়।