Category: পটিয়া

  • জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসায় গভীর রাতে ভাংচুর ও সন্ত্রাসী হামলাসহ মুহতামিমকে জোরপূর্বক ইস্তফা নামায় স্বাক্ষর করালেন আব্দুর রহিম গ্রেফতার

    জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসায় গভীর রাতে ভাংচুর ও সন্ত্রাসী হামলাসহ মুহতামিমকে জোরপূর্বক ইস্তফা নামায় স্বাক্ষর করালেন আব্দুর রহিম গ্রেফতার

    ছগির চৌধুরীর প্রতিবেদন।

    মূল নায়ক: আবদুর রহীম ওরফে রাজন ওরফে জ.ঙ্গি আবদুর রহীম ও ভূমিদস্যু রাজন। পটিয়ার বিভিন্ন গভীর পাহাড়ে ট্রেডিং পরিচালনা করে বলে অভিযোগ রয়েছে। এ ধরনের অভিযোগে অতীতে গ্রেফতারও হয়েছিল। পরবর্তীতে নিজের জ.ঙ্গিপনা লোকাতে স্থানীয় আওয়ামী রাজনীতিতে অনুপ্রবেশ করে এবং নিজস্ব একটা বলয় গড়ে তুলে।

    তার রয়েছে নিজস্ব বাহিনী, যার অত্যাচারে এলাকাবাসী ভীষণ ক্ষুব্ধ। কবরস্থান, মসজিদের ওয়াকফ সম্পত্তি ও দুর্বল মানুষের জমি দখল করে প্লট বানিয়ে বিক্রি করে। এজন্য এলাকাবাসী তাকে ভূমিদস্যু হিসেবে চেনে। মানহাজী ও সন্ত্রাসীদের সাথে তার গভীর সম্পর্ক রয়েছে। আর দ্বিচরিত্রের মানহাজীরাও তাদের ভাষায় কাগজে কলমে তা.গু.তি হিসেবে ধর্তব্য ব্যক্তিরই সাহায্য নিয়ে পটিয়া মাদরাসায় সন্ত্রাসী হামলা চালায়।

    কিন্তু তারা ভুল জায়গায় হাত দিয়েছে। এটা একটা সুশৃঙ্খলা, আদব ও আখলাকের প্রতিষ্ঠান। এখানে কোনো উশৃঙ্খল, বেয়াদব ও বদমায়েশের স্থান নেই। গতকালের আবনায়ে জামেয়ার সভায় সবাই একবাক্যে বলেছেন যে, মানহাজিদের কবর রচনা হবে পটিয়া মাদরাসা থেকেই। ইনশাআল্লাহ। এটাই শেষ ঘটনা, তাদের এমন সাজা দিতে হবে যাতে ভবিষ্যতে অন্য কোনো প্রতিষ্ঠানে এমন ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত না করতে পারে। সারাদেশের ওলামায়ে কেরাম এটাকে সন্ত্রাসী কলাপ আখ্যায়িত করেছেন। সুতরাং এরা সন্ত্রাসী।

  • জামিয়া পটিয়া মাদরাসায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রামুতে আঞ্চলিক ইত্তেহাদুল মাদারিসের জরুরি সভা অনুষ্ঠিত

    জামিয়া পটিয়া মাদরাসায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রামুতে আঞ্চলিক ইত্তেহাদুল মাদারিসের জরুরি সভা অনুষ্ঠিত

    প্রেস বিজ্ঞপ্তি- ২৯ অক্টোবর-২০২৩ ইং

    দক্ষিণ এশিয়ার অন্যতম দ্বীনি শিক্ষাকেন্দ্র আল-জামিয়া আল- ইসলামিয়া পটিয়ায় সন্ত্রাসী বাহিনী দ্বারা পরিচালিত ধ্বংসযজ্ঞ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেছে ইত্তেহাদুল মাদারিস ঈদগাঁও, রামু-কক্সবাজার সদর (কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড আঞ্চলিক শাখা)। উদ্ভূত পরিস্থিতিতে আয়োজিত সংগঠনের জরুরি সভা থেকে এ নিন্দা জ্ঞাপন করা হয়।
    রবিবার (২৯ অক্টোবর ) বাদ আছর রামু চাকমারকুল জামিয়া দারুল উলুম অফিস কক্ষে জামিয়া দারুল উলুম চাকমারকুল এর মুহতামিম ও আঞ্চলিক বোর্ডের সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে এ সভায় সূচনা বক্তব্য রাখেন, রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার মুহতামিম ও ইত্তেহাদুল মাদারিস ঈদগাঁও, রামু- কক্সবাজার সদর এর সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফ।

    সভায় নেতৃবৃন্দ বলেন, গত ২৮ অক্টোবর দিবাগত গভীর রাতে মুখোশধারী সন্ত্রাসী বাহিনী দ্বারা দক্ষিণ এশিয়ার অন্যতম দ্বীনি শিক্ষাকেন্দ্র আল-জামিয়া আল- ইসলামিয়া পটিয়ায় মারাত্মক ধ্বংসযজ্ঞ ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক ও চরম নিন্দনীয়। প্রখ্যাত বুযুর্গ মনীষী আল্লামা মুফতি আজিজুল হক সাহেব রহ. এর তাকওয়া ও ইখলাসের ওপর প্রতিষ্ঠিত উপমহাদেশের এই বহুল সমাদৃত দ্বীনি শিক্ষাকেন্দ্রে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এভাবে ধ্বংসযজ্ঞ পরিচালনা করা এবং শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ বিনষ্ট করা জামিয়ার ইতিহাসে নজিরবিহীন এবং আমাদের আকাবির ও আসলাফের সম্পূর্ণ নীতি ও আদর্শ বিরোধী । এতে করে মাকবূল ও স্বনামধন্য এ মারকাযী দ্বীনি শিক্ষাঙ্গনের সুনাম ও মর্যাদা চরমভাবে ক্ষুন্ন হয়েছে । যা এদারার ফাজেলানসহ লক্ষ লক্ষ শুভাকাঙ্ক্ষীদের হৃদয়কে মারাত্মকভাবে আহত করেছে।
    আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি জামেয়ার সুযোগ্য মুহতামিম, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সেক্রেটারি জেনারেল, তাহফিজুল কুরআন সংস্থা বাংলাদেশের মাহাসচিব মাওলানা ওবায়দুল্লাহ হামযাহর নিরাপত্তা নিশ্চিত ও বৈধ শুরা কর্তৃক তাঁর ওপর অর্পিত জামিয়া পরিচালনার দায়িত্বকে সবধরনের ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা মুক্ত করণে সংশ্লিষ্ট দায়িত্বশীল ওলামায়ে কেরামের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

    এ জরুরি সভায় বক্তব্য রাখেন, ধাউনখালী মাদ্রাসার মুহতামিম ও জেলার প্রবীণ আলেমেদ্বীন মাওলানা মোহাম্মদ মুসলিম, হ্নীলা জামিয়া দারুচ্ছুন্নাহর পরিচালক মাওলানা আফসার উদ্দিন চৌধুরী, জামিয়া এমদাদিয়া আজিজুল উলুম পোকখালীর মুহতামিম মাওলানা আজিজ উদ্দিন, কক্সবাজার রহমানিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি সোলাইমান কাসেমী, রামু মাজহারুল উলূম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ হারুন, খুরুশকুল তালিমুদ্দিন মাদ্রাসার মুহতামিম মাওলানা এমদাদুল্লাহ, ঈদগাঁও বোয়ালখালী মাদ্রাসার পরিচালক মাওলানা নুরুল হাকিম, লাইট হাউজ মাদ্রাসার পরিচাালক মাওলানা মুহাম্মদ আলী , রামু জামেয়াতুল উলূম মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ শামসুল হক , ধলিরছড়া আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা শাহেদ নুর কুতুবি, নাইক্ষ্যংছড়ি মাদ্রাসার পরিচালক মাওলানা জালাল উদ্দিন প্রমুখ।

    এছাড়াও মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আব্দুল খালেক, মাওলানা আব্দুচ সত্তার, মাওলানা রিদওয়ানুল কাদির, মাওলানা মুহিব্বুল্লাহ, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা হাফেজ দেলাওয়ার হোছাইন, মাওলানা ছৈয়দ নুর, মাওলানা নুর মুহাম্মদ, মাওলানা ইকবাল তাওহীদি, মাওলানা কফিল উদ্দিনসহ সদর রামু, ঈদগাঁও, উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন মাদ্রাসার পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • পটিয়ার আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন হাফিজুর রহমানের মোনাজাতের মাধ্যমে সম্পন্ন

    পটিয়ার আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন হাফিজুর রহমানের মোনাজাতের মাধ্যমে সম্পন্ন

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    বিশ্বময় শান্তি ও মুসলিম উম্মাহ’র কল্যাণ কামনার মাধ্যমে আল-জামিয়া পটিয়ার দু’দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সফলভাবে সম্পন্ন

    ২২ ও ২৩ শে ডিসেম্বর (বৃহস্পতি ও জুমাবার) আল-জামিয়ার দু’দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে, আল-হামদুলিল্লাহ।

    গত বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় জামিয়ার শায়খুল হাদীস ও প্রধান মুফতি আল্লামা হাফেজ আহমদুল্লাহ (দাঃ বাঃ)-এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আরম্ভ হয়।

    উক্ত মহাসম্মেলনে আলোচকগণের মধ্যে অন্যতম ছিলেন, আল্লামা ইয়াহইয়া (হাফি.) মুহতামিম দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।আল্লামা মুফতী রুহুল আমীন দাঃবাঃ, খতীব বায়তুল মুকাররম জাতীয় মসজিদ ঢাকা। আল্লামা হাফেজ এমদাদুল্লাহ মুহতামিম, বায়তুল হুদা মাদরাসা হাটহাজারী। আল্লামা সালাহ উদ্দীন নানুপুরী, মুহতামিম, জামিয়া উবাইদিয়া নানুপুর। মাওলানা আবদুল বাসেত খান সিরাজী, সিরাজগঞ্জ। আল্লামা মুফতী মীযানুর রহমান সাঈদ, ঢাকা। আল্লামা সাঈদুল আলম আরমানী, লোহাগাড়া।মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, কুয়াকাটা। ডক্টর আ ফ ম খালিদ হোসেন জিরি। ডক্টর মাওলানা মাহমুদুল হাসান আল-আযহারী,লন্ডন । আল্লামা হাসান জমীল সাহেব, ঢাকা। মুফতী কেফায়তুল্লাহ শফীক টেকনাফ, আল্লামা যাকারিয়া সাহেব, মুফতি জসীমুদ্দিন, হাফেজ আব্দুল হক রামু প্রমুখ।

    ২৩ শে ডিসেম্বর জুমাবার আসর পর্যন্ত ধারাবাহিকভাবে আলোচনা অব্যহত ছিল। বক্তাগণ নির্ধারিত বিষয়ে আলোচনা করেন। পরিশেষে মুসলিম উম্মাহর কল্যাণ ও মুক্তি কামনা করে মুনাজাত পরিচালানা করেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকি কুয়াকাটা (হাফি.)। হাজার হাজার মুসল্লির কান্নাভেজা মুনাজাত ও দোয়ার মাধ্যমে আল-জামিয়ার দু’দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সমাপ্ত হয়।

  • আগামী ৩ ও ৪ নভেম্বর-২২ বৃহস্পতি জুমাবার পটিয়া জিরি মাদরাসার ১১৬ তম বার্ষিক সভা

    আগামী ৩ ও ৪ নভেম্বর-২২ বৃহস্পতি জুমাবার পটিয়া জিরি মাদরাসার ১১৬ তম বার্ষিক সভা

    ,,আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

    দেশের ঐতিহ্যবাহী শতবর্ষী ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদরাসার ১১৬ তম বার্ষিক সভা আগামী বৃহস্পতি ও শুক্রবার (৩ ও ৪নভেম্বর) মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

    মঙ্গলবার (০১ নভেম্বর ২২) সাংবাদিক আলমগীর ইসলামাবাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন জিরি মাদরাসার শিক্ষক মাওলানা রহিম উল্লাহ।
    জানা গেছে, চট্টগ্রাম জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়ার মুহতামিম আল্লামা সুলতান যওক নদভী, হাটহাজারী মাদরাসার মুহতামিম মাওলানা ইয়াহিয়া, ঢাকা যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম ও বেফাকের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান, ঢাকা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতীব মুফতী রুহুল আমীন, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, অধ্যক্ষ মিজানুর রহমান (দেওনা পীর ) মাওলানা খোরশেদ আলম কাসেমী, মুফতী নজরুল ইসলাম কাসেমী, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, মাওলানা আজিজুল হক মাদানি, পটিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতী রেজাউল করীম আবরারসহ দেশবরেণ্য ওলামায়ে কেরামগন এ সভায় বয়ান করবেন।

    আল জামিয়াতুল আল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদরাসার মুহতামিম মাওলানা খোবাইব বিন তৈয়্যব বার্ষিক সভা সার্বিকভাবে সফল করার জন্য দেশবাসী ও সর্বস্তরের তৌহিদী জনতার প্রতি যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়েছেন।

  • জমকালো আয়োজনে চট্টগ্রাম মহানগর সাংবাদিক ইউনিটি প্রস্তুতি সভা

    জমকালো আয়োজনে চট্টগ্রাম মহানগর সাংবাদিক ইউনিটি প্রস্তুতি সভা

    মোঃওয়াশিম, চট্টগ্রাম:

    “চট্টগ্রাম মহানগর সাংবাদিক ইউনিটি” সাংবাদিকদের শক্তিশালী সংগঠন গড়ার প্রত্যয়ে, নতুন নেতৃত্বের বিকল্প নাই। তারই রূপরেখা তৈরি করতে জামাল খানস্থ চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে সংগঠনের প্রথম প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়।

    শুক্রবার (২৮ শে অক্টোবর) বিকাল ৪ টায় অনুষ্ঠিত সভায় প্রধান উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের
    সাংবাদিকদের আইকন, দৈনিক দেশ বার্তা পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক লায়ন আবু ছালেহ্ ।

    চট্টগ্রাম মহানগর সাংবাদিক ইউনিটির প্রধান উদ্যোক্তা লায়ন আবু ছালেহ্ বলেন, আমরা শোষণমুক্ত বৈষম্যহীন জাতি প্রতিষ্ঠার অঙ্গীকার করে মুক্তিযুদ্ধ করলেও স্বাধীনতার পর থেকে যে ধারায় চলতে শুরু করি, তাতে এই অঙ্গীকার অর্থহীন হয়ে পড়ে। সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে নতুন নতুন সংগঠনের প্রয়োজন হয়। সংগঠন ছাড়া ব্যক্তি শক্তিশালী হতে পারে না, সংগঠনের নীতি-আদর্শের পাশাপাশি থাকতে হবে ঐক্যবদ্ধ। আমি আশা করি, সেই ঐক্য সংগঠনকে শক্তিশালী করার মধ্য দিয়ে অধিকার আদায়ের পথকে সুগম করবে।

    এতে উপস্থিত সাংবাদিকরা বলেন, সংগঠনকে আরও মজবুত করতে হলে, সাংবাদিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বক্তারা আরো বলেন, সকলের ঐক্যমতের ভিত্তিতে, যোগ্য নেতৃত্ব নির্বাচিত করে, সংগঠনের হাতকে শক্তিশালী করার জন্য,সকল নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান।

    এসময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক প্রিয় চট্টগ্রাম পত্রিকার নির্বাহী সম্পাদক মির্জা ইমতিয়াজ শাওন, দৈনিক দেশবার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক রেজা মোহাম্মদ জামশেদ, ইতিহাস ৭১ টিভির প্রকাশক সম্পাদক প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা,দৈনিক ইনফো বাংলা পত্রিকার সহ-সম্পাদক অমিত চক্রবর্তী, দৈনিক নিউজের সহ-সম্পাদক এম বদরুজ্জামান কামাল, ইতিহাস ৭১ টিভির নির্বাহী সম্পাদক রতন বড়ুয়া, স্বাধীন নিউজ পত্রিকার বার্তা সম্পাদক রবিউল হাসান, অনলাইন তালাশের সম্পাদক মো. পারভেজ আহমেদ,দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার রিপোর্টার মো,ওয়াসিম
    দৈনিক দেশবার্তা পত্রিকার ব্যুরো চীফ মো. আনিসুর রহমান ফরহাদ,সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার মো. জুবাইর,দৈনিক যায়যায় কাল পত্রিকার স্টাফ রিপোর্টার মো. শফিকুল ইসলাম, দৈনিক বসুন্ধরা পত্রিকার ব্যুরো প্রধান ফৌজুল আজাদ চৌধুরী,দৈনিক মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আশরাফ উদ্দিন, দৈনিক সন্ধ্যাবানী পত্রিকার স্টাফ রিপোর্টার মো.শফিউল আজম রুবেল, দৈনিক বসুন্ধরা পত্রিকার স্টাফ রিপোর্টার মো. ফিরোজ খান, দৈনিক একুশে সংবাদ পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি মো.নুরুল আবসার কায়সার, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার আমিনুল হক রিপন, চাটগাঁ সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি লায়ন এস বি জীবন,নিউজ ভিশনের নির্বাহী সম্পাদক মো. শহিদুল ইসলাম, মো. সোলায়মান কাসেমী, দৈনিক তথ্য বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি আনিসুর রহমান, এশিয়ান টিভি রিপোর্টার মনজুরুল ইসলাম, ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি মো.ইসমাইল হোসেন, দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার নয়নশীল, অপরাধ অনুসন্ধান পত্রিকার বিভাগীয় প্রধান হান্নান হীরা,দৈনিক মাতৃভূমি পত্রিকার উপজেলা প্রতিনিধি জুবাইর বিন জিহাদী, রবিন শীল, তানভীর আহমদ, মো. আশরাফ হোসাইন, তাওহিদুল ইসলাম, ইব্রাহিম মিটু, এস এম রেজাউর রহমান, মো. মাসুম বাবুল, এম এ নাঈম, মো. ওমর ফারুক, দিদারুল আলম, মো. আব্বাস আলী (টিটু), মোহাম্মদ সারোয়ার হোসেন, মনসুর আলম মুরাদ, মো. শহিদুল ইসলাম মাসুম, মিলন বৈদ্য শুভ, তানভীর আহমদ, ওসমান গনি শাকিল, আফজাল হোসাইন, নাসির উদ্দিন মজুমদার, মো. রিপন হোসেন, মো. মনিরুল ইসলাম প্রমূখ

  • পটিয়া মাদরাসার ভারপ্রাপ্ত পরিচালক,আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ

    পটিয়া মাদরাসার ভারপ্রাপ্ত পরিচালক,আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার ভারপ্রাপ্ত মুহতামিম হিসেবে নিযুক্ত হয়েছেন আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ। বর্ষীয়ান আলেমেদ্বীন, আল জামিয়া ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক ও শায়খুল হাদিস এবং আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব প্রথিতযশা আলেমেদ্বীন আল্লামা আব্দুল হালিম বোখারী রহ. এর ইন্তিকালে এ পদটি শূন্য হয়। মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ এর আগে জামিয়ার নায়েবে মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

    এর আগে, মঙ্গলবার (২১ জুন) সকাল ১০টায় চট্টগ্রাম শহরের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আল্লামা আবদুল হালীম বোখারী ইন্তোকাল করেন। রবিবার (১৯ জুন) বাদ মাগরিব হঠাৎ শ্বাস কষ্টজনিত রোগে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পরে তাকে আইসিইউতে স্থানান্তর করেন। সেখানেই তিনি ইন্তিকাল করেন

    মঙ্গলবার রাত ১০টায় জামিয়ার প্রধান গেইটে লাশ রেখে জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মাঠে জামিয়ার প্রধান মুফতী ও মুহাদ্দিস মুফতী হাফেজ আহমদুল্লাহর ইমামতিতে লাখো মুসল্লির অংশগ্রহণে জানাযা অনুষ্ঠিত হয়। পরে জামিয়ার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ‘মাকবারায়ে আজিজ’ নামক কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

  • একজন অসহায় শিক্ষার্থীর হাতে বই তুলে দিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম

    একজন অসহায় শিক্ষার্থীর হাতে বই তুলে দিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম

    বিশেষ প্রতিনিধি,

    বাংলাদেশ পুলিশ পেশাগত দায়িত্বের পাশাপাশি দেশের যেকোন জরুরী পরিসেবা এবং সামাজিক, মানবিক ও উৎসাহ মূলক কার্যক্রমে অসহায় মানুষের পাশে থেকে মানবিক কাজ করে যাচ্ছেন পটিয়া থানার চৌকস পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম।

    তিনি অসহায় দরিদ্র মানুষের কল্যাণে সর্বদা পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে যাচ্ছেন ক্রমাগত। তেমনি ভাবে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক কার্যক্রমে পাশে থেকেছেন সর্বদা।

    ২৮শে ফেব্রুয়ারী”২০২২ইং সোমবারে একজন অসহায় হতদরিদ্র শিক্ষার্থী ওসি তদন্ত রাশেদুল ইসলামকে ফোনের মাধ্যমে জানান আর্থিক সংকটের কারণে বই কিনতে পারছে না। কাঙ্খিত সাফল্য অর্জনের জন্য তার কিছু বইয়ের প্রয়োজন। ঠিক সে সময়ে মানবিক পুলিশ অফিসার, পটিয়া থানার সম্মানিত পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম নৈতিক দায়িত্ববোধ থেকে নিজ অফিসে তাকে ডেকে তার প্রয়োজনীয় বই সমূহ প্রদান করে এক মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

    ওসি তদন্ত রাশেদুল ইসলামের দেওয়া বইগুলো পেয়ে আবেগে আপ্লুত হয়ে উঠেন ওই শিক্ষার্থী। তিনি ওসি তদন্ত রাশেদুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল ও সু-স্বাস্থ্য কামনা করেন। তার এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানান। পরবর্তী জীবনে মহৎ অফিসার হওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন।

    তিনি এরপূর্বে লোহাগাড়ায় থাকাকালীন সময়ে অনেক অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। লোহাগাড়া উপজেলাবাসী আজও তাকে স্মরণ করে।

    প্রিয় ভাইয়ের জন্য সবসময় আন্তরিক দোয়া ও ভালোবাসা অবিরত।