Category: পিরোজপুর

  • দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

    ২৬ মার্চ রবিবার সকাল ০৬:০৩ ঘটিকায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পুলিশের পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব শাহ ইফতেখার আহমেদ, পিপিএম মহোদয়।

    এ সময়ে জেলা পুলিশের চৌকস্ দলের ৩১ বার তোপধ্বনি প্রদানের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয় ।

    ১৯৭১ সালে বাঙালির উপর নেমে আসা পাহাড় সমান বিপদের মুখোমুখি দাঁড়িয়ে “প্রথম সশস্ত্র প্রতিরোধ” তৈরী করার দুঃসাহসী নজির স্থাপন করে রাজারবাগ পুলিশ লাইনের বাঙালি পুলিশ বাহিনী, যাকে প্রথম সশস্ত্র প্রতিরোধ হিসেবে ইতিহাস সাক্ষ্য বহন করে। গর্বিত পুলিশ সদস্যের এই সাহসী পদক্ষেপটাকেই এই ভাস্কর্যের বিষয় হিসেবে উপস্থাপন করা হয়েছে।

    উক্ত পুষ্পস্তবক অর্পণকালে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), দিনাজপুরসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

    এছাড়াও স্থানীয় সুধীজন রাজনৈতিক নেতৃবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • শীতার্ত অসহায় মানুষের পাশে কম্বল নিয়ে হাজির হলেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী

    শীতার্ত অসহায় মানুষের পাশে কম্বল নিয়ে হাজির হলেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

    কনকনে শীতে কাঁপছে সারাদেশ। এতে চরম বিপাকে পড়ছেন দিনাজপুরের বিরামপুর পৌর শহরের গরীব, অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষজন।

    এই শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন সমাজের গরীব, অসহায়, দুস্থ মানুষেরা। গরীব, অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের কষ্ট লাঘবে পৌর শহরের এক হাজার শীতার্ত মানুষের পাশে কম্বল নিয়ে হাজির হলেন বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আককাস আলী।

    আজ শুক্রবার জুম’আ নামাজ বাদ পৌরসভা কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কম্বল বিতরণ করছেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী। এসব কম্বল পেয়ে গরীব, অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও শীতার্ত মানুষের মুখে হাসি ফুটে উঠেছে এবং তারা আবেগে আপ্লুত হয়ে পড়েন।

    পৌর শহরের পশু হাসপাতালপাড়া মহল্লা থেকে শীতবস্ত্র নিতে এসে ৬৫ অর্ধ্ব দুঃস্থ মহিলা মোসলেমা বেগম বলেন, আমার শীতে কষ্ট হয় কথা শুনে বিরামপুর পৌরসভার মেয়র আককাস আলী আমাকে কম্বল নেওয়ার জন্য একটি টোকেন দিয়েছেন, কম্বল পেয়েছি। কম্বল দেওয়ায় পৌর মেয়রের জন্য আল্লাহর কাছে দু’হাত তুলে দোয়া করি।

    পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী বলেন, শীতে পৌরসভার গরীব, অসহায়, দুস্থ,
    শীতার্ত মানুষেরা যেন কষ্ট না পায়, সে জন্য তাদের পাশে এসে কম্বল নিয়ে দাঁড়িয়েছি। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।

  • বিরামপুর আদর্শ হাইস্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ

    বিরামপুর আদর্শ হাইস্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।

    দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আদর্শ হাইস্কুলের ২০২২ শিক্ষাবর্ষের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী প্রোগ্রাম ২৯ শে ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় বিদ্যালয় এর হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুহাদ্দিস ডক্টর এনামুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব নুর আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, বিরামপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ রেজাউল করিম সরকার সেলিম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ডা. রেজাউল করিম শামীম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোকছেদ আলী চৌধুরী, শিক্ষকবৃন্দের মধ্যে রেজাউল করিম, জান্নাতুন ফেরদৌস, সুলতান মাহমুদ সাদিক প্রমুখ।

    ২০২২ ইং শিক্ষাবর্ষের ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণির ফলাফল প্রকাশ করা হয় এবং প্রত্যেক শ্রেণি জিপিএ ৫ প্রাপ্তদের পুরস্কার বিতরণ করা হয়।

    প্রধান অতিথি বলেন, আদর্শ হাইস্কুল ইতোমধ্যে দিনাজপুর জেলার মধ্যে সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেছে। সুনামের ধারাবাহিকতা রক্ষার্থে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আরো যত্নবান হতে আহ্বান জানান।

  • হিলিতে বিএসএফকে বিজিবির মিষ্টি বিতরণ

    হিলিতে বিএসএফকে বিজিবির মিষ্টি বিতরণ

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

    জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি।

    মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার মাহবুবুর রহমান বিএসএফের ভারত হিলি ক্যাম্প কমান্ডার রোমানি সাহার হাতে মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা জানান। সেই সঙ্গে তারা কুশল বিনিময় করেন।
    এসময় সেখানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

    সীমান্তে দায়িত্বরত দুই বাহিনীর মাঝে যেন সৌহার্দ্য, সম্প্রতি ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকে-এ লক্ষ্যে হিলি সীমান্তে দীর্ঘদিন ধরেই দুদেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে দু বাহিনীর পক্ষ থেকে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়ে থাকে।

  • স্বরূপকাঠিতে ফুপার লাঠির আঘাতে প্রাণ গেল যুবকের

    স্বরূপকাঠিতে ফুপার লাঠির আঘাতে প্রাণ গেল যুবকের

    পিরোজপুর প্রতিনিদি মোঃ আশ্রাফুল ইসলাম

    পিরোজপুরের স্বরূপকাঠিতে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে ফুপার লাঠির আঘাতে নাজমুল ইসলাম নাইম নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

    উপজেলার বলদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিন্না গ্রামে মঙ্গলবার দুপুরে ওই ঘটনা ঘটে। ওই দিন রাতেই চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে নাঈমের মৃত্যু হয়।

    বুধবার দুপুরে নিহতের স্বজনরা লাশ নিয়ে স্বরূপকাঠি বাসষ্ট্যান্ডে পৌঁছালে নেছারাবাদ থানা পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।

    স্থানীয় ইউপি সদস্য বাবুল বাহাদুর ও প্রতিবেশিদের মাধ্যমে জানা গেছে, উপজেলার বলদিয়া ইউনিয়নের বিন্না গ্রামে মো. আলিমের ঘরে তার মেয়ের ননদ মুন্নি বেড়াতে আসে। সেই ঘর থেকে মুন্নির একটি মোবাইল হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার সময় ওই ঘরে আলিমের বোনের ছেলে সাগর উপস্থিত ছিল। এ সূত্র ধরে আলিমের ছেলে নাঈম তার ফুপাতো ভাই সাগরের কাছে মোবাইলের বিষয়ে জিজ্ঞাসা করলে এ নিয়ে উভয়ের মধ্যে কথার কাটাকাটি হয়। তাদের কথা কাটাকাটির মধ্যে সাগরের বাবা কাঞ্চন মিয়া এসে উপস্থিত হয়। এক পর্যায়ে কাঞ্চন ছেলের পক্ষ নিয়ে একটি কাঠের বাটলা দিয়ে নাইমের মাথায় আঘাত করে। সাথে সাথে নাইম মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। সেখান থেকে স্বজনরা নাঈমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে দ্রুত বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানকার ডাক্তার সাগরের অবস্থা সংকটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে বলে। রাতে ঢাকায় নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই কাঞ্চন ও তার পরিবারের লোকজন পালাতক রয়েছে।

    নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, লাশের সুরাতহাল করা হয়েছে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরণ করা হবে। নিহতের পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • বরিশাল বিভাগে বাকেরগঞ্জ থানায় গাঁজার বাগানের সন্ধান, ২৯টি গাছসহ গ্রেপ্তার-১

    বরিশাল বিভাগে বাকেরগঞ্জ থানায় গাঁজার বাগানের সন্ধান, ২৯টি গাছসহ গ্রেপ্তার-১

    পিরোজপুর প্রতিনিদি মোঃ আশ্রাফুল ইসলাম

    বরিশালের বাকেরগঞ্জ থানায় একটি বড় গাঁজার বাগানের সন্ধান পেয়েছে থানা পুলিশ। ওই বাগানের ২৯ টি গাঁজার গাছসহ চাষী নাছির খান (৩৮) কে গ্রেফতার করা হয়েছে।
    রবিবার (৫ জুন) দুপুর ২ টার সময় থানার এস আই মনির, এএসআই হাফিজ ও এএসআই শফিকের নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিরঙ্গল গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত নাছির খান বিরঙ্গল গ্রামের জাফর খানের পুত্র। সে পেশায় একজন ভ্যান চালক।
    বাকেরগঞ্জ থানা ওসি (তদন্ত) সত্য রঞ্জন খাসকেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা চাষী নাছির খানকে গ্রেফতার করা হয়েছে। সে গাঁজা সেবন করার উদ্দেশ্যেই তার নিজ বাড়ির আঙিনায় গাঁজা গাছের চাষ করছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হচ্ছে।

  • নেছারাবাদ ইন্দুর হট এ অগ্নিকাণ্ডে ৭ টি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত

    নেছারাবাদ ইন্দুর হট এ অগ্নিকাণ্ডে ৭ টি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত

    পিরোজপুর প্রতিনিধি:

    মোঃ আশরাফুল ইসলাম

    পিরোজপুর জেলার নেছারাবাদ থানা ইন্দুরহাট বন্দর গতকাল আনুমানিক রাত ৯.৪৫ মিনিটে একটি দোকানে আগুন লেগে যায় সেখান থেকে আস্তে আস্তে তার পাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে এবং আগুনের তেজ অতি দ্রুতই বৃদ্ধি পেতে লাগে। স্থানীয় লোকেরা বালতির সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিস এ ফোন করা হয় তৎক্ষণাৎ তারা অতি দ্রুতই চলে আসে এবং আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসেন। স্থানীয় চেয়ারম্যান এবং দায়িত্বরত ফায়ার সার্ভিসের অফিস এর সাথে কথা বলে জানা গিয়েছে যে তারা ধারণা করছে অগ্নিকাণ্ড শর্ট সার্কিট দিয়ে হতে পারে যে দোকানগুলোতে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয়েছে তাদের মাল সামগ্রী স্থানীয় লোকদের সাহায্য সহযোগিতায় পাশের দোকান গুলোতে সরিয়ে রাখতে সক্ষম হয়েছে। যেসব দোকানগুলোতে
    আগুন লেগেছে সে দোকানগুলো ছিল কাঠের তৈরি সেগুলো পুরোপুরি জ্বলে শেষ হয়ে গিয়েছে। দোকানদারদের সাথে কথা বলে জানা গিয়েছে যে তাদের অনেক টাকার ক্ষয়ক্ষতি শিকার হয়েছে।