Category: প্রেস বিজ্ঞপ্তি

  • ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবসে শহীদ মিনারে কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

    ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবসে শহীদ মিনারে কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

    প্রেস বিজ্ঞপ্তি:

    মহান বিজয় দিবসে জেলার সর্বপ্রথম পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

    ১৬ ডিসেম্বর ২৩ ইং শনিবার সকালে কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার আরিফুল্লাহ নূরী ও সাধারণ সম্পাদক, দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি নুরুল আলম সিকদারের নেতৃত্বে শহীদদের স্মরণে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

    এতে উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দু শুক্কুর, সহ-সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শায়েক আহমদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুজিবুল হক, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আবছার কামাল, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক ইয়াছিন আরাফাত, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ হোসেন সুমন ও মোঃ সাহাব উদ্দিন সিকদার প্রমুখ।

    এসময় সদর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

    উল্লেখ্য, ২০২১ সালে কক্সবাজার জেলার সর্বপ্রথম প্রতিষ্ঠিত সদর উপজেলা প্রেসক্লাব নীতি নৈতিকতাকে সাথে নিয়ে পেশাদারিত্বকে সমুন্নত রেখে দেশ ও জাতি গঠনে অপরিসীম ভূমিকা পালন করছে।

  • জামিয়া পটিয়া মাদরাসায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রামুতে আঞ্চলিক ইত্তেহাদুল মাদারিসের জরুরি সভা অনুষ্ঠিত

    জামিয়া পটিয়া মাদরাসায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রামুতে আঞ্চলিক ইত্তেহাদুল মাদারিসের জরুরি সভা অনুষ্ঠিত

    প্রেস বিজ্ঞপ্তি- ২৯ অক্টোবর-২০২৩ ইং

    দক্ষিণ এশিয়ার অন্যতম দ্বীনি শিক্ষাকেন্দ্র আল-জামিয়া আল- ইসলামিয়া পটিয়ায় সন্ত্রাসী বাহিনী দ্বারা পরিচালিত ধ্বংসযজ্ঞ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেছে ইত্তেহাদুল মাদারিস ঈদগাঁও, রামু-কক্সবাজার সদর (কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড আঞ্চলিক শাখা)। উদ্ভূত পরিস্থিতিতে আয়োজিত সংগঠনের জরুরি সভা থেকে এ নিন্দা জ্ঞাপন করা হয়।
    রবিবার (২৯ অক্টোবর ) বাদ আছর রামু চাকমারকুল জামিয়া দারুল উলুম অফিস কক্ষে জামিয়া দারুল উলুম চাকমারকুল এর মুহতামিম ও আঞ্চলিক বোর্ডের সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে এ সভায় সূচনা বক্তব্য রাখেন, রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার মুহতামিম ও ইত্তেহাদুল মাদারিস ঈদগাঁও, রামু- কক্সবাজার সদর এর সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফ।

    সভায় নেতৃবৃন্দ বলেন, গত ২৮ অক্টোবর দিবাগত গভীর রাতে মুখোশধারী সন্ত্রাসী বাহিনী দ্বারা দক্ষিণ এশিয়ার অন্যতম দ্বীনি শিক্ষাকেন্দ্র আল-জামিয়া আল- ইসলামিয়া পটিয়ায় মারাত্মক ধ্বংসযজ্ঞ ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক ও চরম নিন্দনীয়। প্রখ্যাত বুযুর্গ মনীষী আল্লামা মুফতি আজিজুল হক সাহেব রহ. এর তাকওয়া ও ইখলাসের ওপর প্রতিষ্ঠিত উপমহাদেশের এই বহুল সমাদৃত দ্বীনি শিক্ষাকেন্দ্রে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এভাবে ধ্বংসযজ্ঞ পরিচালনা করা এবং শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ বিনষ্ট করা জামিয়ার ইতিহাসে নজিরবিহীন এবং আমাদের আকাবির ও আসলাফের সম্পূর্ণ নীতি ও আদর্শ বিরোধী । এতে করে মাকবূল ও স্বনামধন্য এ মারকাযী দ্বীনি শিক্ষাঙ্গনের সুনাম ও মর্যাদা চরমভাবে ক্ষুন্ন হয়েছে । যা এদারার ফাজেলানসহ লক্ষ লক্ষ শুভাকাঙ্ক্ষীদের হৃদয়কে মারাত্মকভাবে আহত করেছে।
    আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি জামেয়ার সুযোগ্য মুহতামিম, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সেক্রেটারি জেনারেল, তাহফিজুল কুরআন সংস্থা বাংলাদেশের মাহাসচিব মাওলানা ওবায়দুল্লাহ হামযাহর নিরাপত্তা নিশ্চিত ও বৈধ শুরা কর্তৃক তাঁর ওপর অর্পিত জামিয়া পরিচালনার দায়িত্বকে সবধরনের ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা মুক্ত করণে সংশ্লিষ্ট দায়িত্বশীল ওলামায়ে কেরামের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

    এ জরুরি সভায় বক্তব্য রাখেন, ধাউনখালী মাদ্রাসার মুহতামিম ও জেলার প্রবীণ আলেমেদ্বীন মাওলানা মোহাম্মদ মুসলিম, হ্নীলা জামিয়া দারুচ্ছুন্নাহর পরিচালক মাওলানা আফসার উদ্দিন চৌধুরী, জামিয়া এমদাদিয়া আজিজুল উলুম পোকখালীর মুহতামিম মাওলানা আজিজ উদ্দিন, কক্সবাজার রহমানিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি সোলাইমান কাসেমী, রামু মাজহারুল উলূম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ হারুন, খুরুশকুল তালিমুদ্দিন মাদ্রাসার মুহতামিম মাওলানা এমদাদুল্লাহ, ঈদগাঁও বোয়ালখালী মাদ্রাসার পরিচালক মাওলানা নুরুল হাকিম, লাইট হাউজ মাদ্রাসার পরিচাালক মাওলানা মুহাম্মদ আলী , রামু জামেয়াতুল উলূম মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ শামসুল হক , ধলিরছড়া আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা শাহেদ নুর কুতুবি, নাইক্ষ্যংছড়ি মাদ্রাসার পরিচালক মাওলানা জালাল উদ্দিন প্রমুখ।

    এছাড়াও মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আব্দুল খালেক, মাওলানা আব্দুচ সত্তার, মাওলানা রিদওয়ানুল কাদির, মাওলানা মুহিব্বুল্লাহ, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা হাফেজ দেলাওয়ার হোছাইন, মাওলানা ছৈয়দ নুর, মাওলানা নুর মুহাম্মদ, মাওলানা ইকবাল তাওহীদি, মাওলানা কফিল উদ্দিনসহ সদর রামু, ঈদগাঁও, উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন মাদ্রাসার পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

    প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

    প্রেস বিজ্ঞপ্তি

    টেকনাফের অনলাইন নিউজ পোর্টালে টেকনাফ ৭১, আমাদের টেকনাফ,ডেইলি টেকনাফে প্রকাশিত” টেকনাফের সাগরপথে মানব পাচারকারী সক্রিয়, জড়িতরা ধরা ধরাছোঁয়ার বাইরে ও টেকনাফ সদরের মেরিন ড্রাইভ সংলগ্ন নাফ মেরিন শিশু পার্ক দক্ষিণ পাশে খুনকার পাড়াস্হ নারিকেল বাগান ঘাট দিয়ে মানব পাচার চলছে তাদের বিশাল সিন্ডিকেট রয়েছে এবং অবৈধ অস্ত্র রয়েছে ” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোছর হয়েছে, যা দেখে আমি শুরু দুঃখ পাইনি বরং বিচলিত হয়েছি।এ সংবাদটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ‍্য প্রনোদিত।আমার এলাকার একটি কুচক্রী মহল আমার মান সন্মান ক্ষুন্ন করার জন‍্য সাংবাদিক ভাইদের কাছে ভূল তথ‍্য দিয়ে মিথ্যা সংবাদ প্রচার করছেন যা সত্যি দুঃখজনক।

    আমি বাংলাদেশ সরকারের প্রচলিত আইন মান‍্যকারী শান্তিপ্রিয় একজন শান্ত স্বভাবের মানুষ।বাংলাদেশের আইনের প্রতি এবং সকল প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বলতে চাই,আপনারা আমার এলাকায় এসে দেখুন আমি কোন অবৈধ কাজে জড়িত আছি কিনা।আমি দীর্ঘদিন যাবত অত্যন্ত সুনামের সহিত বটতলী বাজারে আমার বাবার ছোট হোটেলে রুটির কারিগর হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছি।আশপাশের বাহারছড়া ঘাট,মহেশখালিয়া পাড়া ঘাট ঐদিকে কুরাবুইজ্জা পাড়া ঘাট দিয়ে প্রতিদিন মানবপাচার হচ্ছে বলে লোক মুখে শুনা যায়।এলাকার অনেকেই এ অবৈধ কাজ চালিয়ে লক্ষ লক্ষ টাকার মালিক হচ্ছে কিন্তু ষড়যন্ত্র করে আমার নামে মিথ্যা তথ‍্য দিয়ে আমার মান সন্মান নষ্টের পায়তারা করছেন আসল মানবপাচারকারিরা।

    আমি প্রশাসনকে বিনয়ের সহিত বলতে চাই,যারা প্রকৃত মানবপাচার কাজে জড়িত রয়েছেন তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হউক।আমি চাই এ এলাকা থেকে মানবতা বিরোধি এ ঘৃন‍্য কাজ চিরতরে বন্ধ হউক।
    আমার বিরুদ্ধে প্রকাশ করা মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে পরিশেষে সঠিক অপরাধীদের তথ‍্য তুলে ধরে সংবাদ প্রকাশের জন‍্য সাংবাদিক ভাইদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।

    মোঃ ইয়াছিন
    পিতা- আমজাল হোসেন
    মহেশখালীয়া পাড়া,টেকনাফ সদর ইউনিয়ন।টেকনাফ কক্সবাজার।

  • হলদিয়া পালং ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন সম্পন্ন

    হলদিয়া পালং ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন সম্পন্ন

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    ১৪ মে ২০২২ ইং, দুপুর ২টায়
    হলদিয়া পালং আদর্শ কমিউনিটি সেন্টার হলরুমে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ হলদিয়া পালং ইউনিয়ন ৩নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন সভায় নব নির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আমির হোসেন।

    সম্মেলন অনুষ্ঠান শুরুর আগে জাতীয় সংগীতের মধ্যদিয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন উখিয়া -টেকনাফ সাংগঠনিক টিম, উপজেলা – ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

    সম্মেলন ও কাউন্সিল অধিবেশন সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উখিয়া-টেকনাফের সাংগঠনিক টিম প্রধান শাহ আলম চৌধুরীর প্রকাশ (রাজা শাহ আলম) মহোদয়।

    হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে সম্মানিত বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন
    কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাংগঠনিক টিম সদস্য সচিব ইউনুছ বাঙালি। উখিয়া-টেকনাফের সাবেক সংসদ ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য ও উখিয়া-টেকনাফের সাংগঠনিক টিম সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য ও উখিয়া-টেকনাফের সাংগঠনিক টিম সদস্য কবি আদিল উদ্দিন চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম, উখিয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রাসেল চৌধুরী।

     

    হলদিয়া পালং ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিল ও সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ১৫০ জন সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি /সম্পাদক কে স্বতঃস্ফূর্ত
    ভাবে ভোটের মাধ্যমে সভাপতি/ সাধারণ সম্পাদক প্রার্থী নির্বাচিত করেন,

    হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজল করিম সিকদারের সঞ্চালনায় হলদিয়া পালং ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ভোটের মাধ্যমে সুষ্ট সুন্দর করে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত সম্মেলনে সভাপতি প্রার্থী সাইফুল ইসলাম ঘড়ি মার্কা ৫৪ ভোটে বিজয় হয়েছে, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমিনুল হক ছাতা মার্কা নিয়ে ৫২ ভোট ও সাকের আলী আনারস ৩৮ ভোট। সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমির হোসেন ফুটবল মার্কা নিয়ে ৭৬ ভোটে সাধারণ সম্পাদক বিজয় হয়েছে, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামাল উদ্দিন মোরগ মার্কা নিয়ে পেয়েছেন ৭১ ভোট।

  • রংপুরে সরকারি কর্মচারিদের দাবি আদায় ঐক্য পরিষদ ফোরামের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

    রংপুরে সরকারি কর্মচারিদের দাবি আদায় ঐক্য পরিষদ ফোরামের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

    শরিফা বেগম শিউলী স্টাফ রিপোর্টার

    রংপুরে সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ ফোরামের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মে) বিকাল ৩টায় স্থানীয় টাউন হল চত্বরে ৭ দফা দাবি আদায়ের লক্ষে সরকারি কর্মচারি ঐক্য পরিষদের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ হলো জাতীয় ভিত্তিক সংগঠন সমূহের সমন্বয়ে গঠিত জোট। সমাবেশে নেতারা ৭ দফা দাবি উত্থাপন করেন দাবিগুলোর মধ্যে কর্মচারীদের জন্য মর্গ ভাতা, বৈষম্য মুক্ত ৯ম পে স্কেল প্রদানের লক্ষ্যে পে-কমিশন গঠন, ১০ ধাপে বেতন স্কেল নির্ধারণ, টাইম স্কেল বহালসহ তাদের দাবিগুলো আদায়ের ক্ষেত্রে প্রধানমন্ত্রীসহ সংশ্লিস্ট মহলের সহযোগীতা কামনা করেন। আলোচনা সভায় সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদের উপদেষ্টা আব্দুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদের লালমনিরহাট জেলার সাংগঠনিক সম্পাদক শরিফ মিজানুর রহমান, দিনাজপুর মহিলা বিষয়ক সম্পাদক জেসমিন রহমান, নীলফামারীর সহ সম্পাদক মুনজুর রহমান, পার্বতীপুর যুগ্ন আহবায়ক কালাম উল্লা, রংপুর সহ সভাপতি বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মামুন, মহিলা সম্পাদক সামছুন্নাহার প্রমূখ।##

  • ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জালিয়াপালং ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

    ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জালিয়াপালং ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

      প্রেস বিজ্ঞপ্তি-

    ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জালিয়াপালং ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

    ওমর ফারুক সহকারী বার্তা সম্পাদক উখিয়া ভয়েস ২৪.কমঃ-

    গত ০৭/০৫/২২ মে, শনিবার বিকাল তিন ঘঠিকার সময়, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ, উখিয়া থানার আওতাধীন জালিয়াপালং ইউনিয়ন শাখার ২০২২ সেশনের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি ও শপথ পাঠ অনুষ্ঠান সম্পূর্ণ করা হয়।

    এতে উপস্থিত ছিলেন,
    ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, উখিয়া থানা শাখার সংগ্রামি সভাপতি মোহাম্মদ ওমর ফারুক এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উখিয়া থানা শাখার সংগ্রামী সভাপতি সাইফুল্লাহ চৌধুরী সহ প্রমূক।
    বক্তারা বক্তব্য দিয়ার পরে জালিয়াপালং ইউনিয়ন শাখাকে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করার জন্য বলেন, গত ২৪এপ্রিল ২০২২ইং আহবায়ক কমিটির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

    যারা দায়িত্বে মনোনীত হয়েছেন,
    ১. সভাপতিঃ-মোঃ ইমরান মাহমুদ
    ২. সহ-সভাপতিঃ- মোঃআব্দুল্লাহ
    ৩. সাধারণ সম্পাদকঃ মোঃ জুনায়েদ

    উপরে উল্লেখিত এই তিনজন থানা শাখা কর্তৃক মনোনীত।

    ৪. সাংগঠনিক সম্পাদকঃ মোঃ সালাউদ্দীন কাদের
    ৫. দা’ওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদকঃ মোঃ হুমায়ুন কবির।
    ৬.তথ্য গবেষণা ও প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ মোঃ খালেদ মাহমুদ
    ৭. অর্থ সম্পাদকঃ-মোঃ নাছির উদ্দীন।
    ৮. সাহিত্য বিষয়ক সম্পাদকঃ-মোঃ মোরশেদ
    ৯. সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকঃ-মোঃ মাসউদ
    ১০. ছাত্র ও কল্যাণ সম্পাদকঃ-মোঃ মিজানুর রহমান।
    ১১. সদস্য-০১ঃ-মোঃ আব্দুল্লাহ
    ১২. সদস্য-০২ঃ-মোঃ- খাইরুল আমিন

    নবগঠিত এই কমিটিকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, উখিয়া থানা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন।

    বার্তা প্রেরক—————————————
    মোঃ খালেদ মাহমুদ , তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জালিয়াপালং ইউনিয়ন শাখা।