Category: বাঁশখালী

  • শেখেরখীলে ইউপি চেয়ারম্যান মোরশেদুল ইসলাম ফারুকীর জানাজায় মুসল্লীদের ঢল।

    শেখেরখীলে ইউপি চেয়ারম্যান মোরশেদুল ইসলাম ফারুকীর জানাজায় মুসল্লীদের ঢল।

    ,,আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

    চট্টগ্রামের বাঁশখালী উপজেলার আওতাধীন ১২ নং(ক) শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা মজলিসে শুরা সদস্য, শেখেরখীল ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোরশেদুল ইসলাম ফারুকীর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার সময় উত্তর শেখেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্বে খোলা ময়দানে পীরে কামেল শাহ্ সুফি আল্লামা ইসহাক হুজুরের ইমামতিতে অনুষ্ঠিত নামাজে জানাজায় হাজার হাজার মুসল্লীরা অংশ গ্রহণ করেন।নামাজে জানাজায় আগত মুসল্লীদের উদ্দ্যশ্যে বক্তব্য রাখেন,চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল পরিচালক অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, সেক্রেটারী অধ্যক্ষ বদরুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম, বাঁশখালী পৌরসভার সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইনী, প্রয়াত সাবেক সাংসদ জাফরুল ইসলাম চৌধুরীর পুত্র জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

    উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল, সাবেক আমীর ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, সেক্রেটারি মাওলানা আরিফ উল্লাহ, পৌরসভা আমীর আবু তাহের, দক্ষিণ জেলা জামায়াত নেতা ও বাঁশখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবু নাছের, বারবাকিয়া ইউপির চেয়ারম্যান এইচ এম বদিউল আলম, সাধনপুর ইউপির চেয়ারম্যান কে. এম. সালাহ উদ্দিন কামাল, পুকুরিয়া ইউপির চেয়ারম্যান আসহাব উদ্দিন, অ্যাডভোকেট নুরুল আবছার, বাঁশখালী উপজেলার সাবেক আমীর অধ্যাপক নুরুল ইসলাম, অ্যাডভোকেট জাকের উল্লাহ্, মাওলানা মুনিরুল আলম, পুঁইছড়ি ইসলামীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, শেখেরখীল ইউপির সাবেক চেয়ারম্যান মাওলানা হামেদ হাসান, ছাত্রনেতা আইয়ুবুল ইসলাম, ও সর্বস্তরের নেতৃবৃন্দসহ হাজার হাজার মুসল্লীরা উপস্থিত হন।

    উল্লেখ্য, চেয়ারম্যান মোরশেদুল ইসলাম ফারুকী হৃদয় রোগে আক্রান্ত হওয়ায় চট্টগ্রাম নগরীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে তিনটার সময় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি শেখেরখীল ইউনিয়নের উত্তর শেখেরখীল মৌলভী পাড়া ১ নম্বর ওয়ার্ডের মাষ্টার মরহুম জিয়াউর রহমানের পুত্র। মৃত্যুকালে তাঁহার ছিলো ৫৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদরাসার আরবী প্রভাষকের দায়িত্বে ছিলেন। মৃত্যুকালে দুই ছেলে, এক কন্যা সন্তান ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

  • চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা।।উখিয়াভয়েস২৪ ডটকম

    চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা।।উখিয়াভয়েস২৪ ডটকম

    আলমগীর ইসলামাবাদী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ৪র্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন চট্টগ্রামের বাঁশখালীতে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ব্যতীত সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ। এতে নির্বাচনী ফলাফল ঘোষণায় দোয়াত কলম প্রতীকে বিপুল ভোটে জয়ী হলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম।

    ৫ জুন (বুধবার) সকাল ৮ টা থেকে শুরু হয় বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও প্রশাসনের সার্বিক তৎপরতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে বিকেল ৪ টা পর্যন্ত যথারীতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা শেষে উপজেলা প্রশাসন হলরুমে আনুষ্ঠানিক ভাবে ভোটের ফলাফল ঘোষণা করা হয়।ঘোষণাকৃত ফলাফলে (দোয়াত কলম) প্রতীকে ৬১ হাজার ৫১১ ভোট পেয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হলেন খোরশেদ আলম।

    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইমরানুল হক (আনারস) প্রতীক পেয়েছে ২১ হাজার ৯৭৯ ভোট, শেখ ফখরুদ্দিন চৌধুরী (ঘোড়া) প্রতীকে পেয়েছে ১২শ, ৬৯ ভোট, জাহেদুল হক চৌধুরী মার্শাল (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছে ৩৭৬ভোট।অপরদিকে মোহাম্মদ হুসাইন (বই) প্রতীকে ২১ হাজার ২১১ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী

    মোঃ আক্তার হোসেন (তালা প্রতীকে পেয়েছে ১৬ হাজার ২৬৭ ভোট, আরিফুজ্জমান (চশমা) প্রতীকে পেয়েছে ১৬ হাজার ১৮৩ ভোট, এম. এ মালেক মানিক (উড়োজাহাজ) প্রতীকে পেয়েছে ৫,০২৯ ভোট, আরিফুর রহমান সুজন (টিয়া পাখি) প্রতীকে পেয়েছে৮,১৮৮ ভোট, মোঃ ওসমান গণী (মাইক) প্রতীকে পেয়েছে ১০ হাজার ২৭০ ভোট, ইমরুল হক চৌধুরী ফাহিম টিউবওয়েল প্রতীক পেয়েছে ৬০৭৯ ভোট।

    মহিলা ভাইস চেয়ারম্যান পদে
    নুরীমন (ফুটবল) প্রতীকে ৪৫ হাজার ১৩০ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন,
    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রেহেনা আক্তার কাজেমী (কলস) প্রতীকে পেয়েছে ১৯ হাজার ৫৬০ ভোট, ইয়ামুন নাহার (প্রজাপতি) প্রতীকে পেয়েছে ১৭ হাজার ৩৪৮ ভোট।বাঁশখালী ভোটার সংখ্যা ৩লাখ ৭৬ হাজার ৯০৪জন। তন্মধ্যে সর্বমোট রেকর্ড হয়েছে ৮৭ হাজার ২০৬ ভোট।

    ফলাফল ঘোষণা করেন, উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জেসমিন আক্তার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা, এক্সিকিউটিভ ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার ভুমি আব্দুল খালেক পাটোয়ারী, কৃষি কর্মকর্তা আবু ছালেক,সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক, প্রকল্প বাস্তবায়ন উপ-সহকারী প্রকৌশল লিফটন সহ বিভিন্ন প্রিন্টস এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • রংগিয়াঘোনা মাদ্রাসার বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

    রংগিয়াঘোনা মাদ্রাসার বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

    রেজাউল আজিম -বাঁশখালী-প্রতিনিধি,

    আজ ২ ই মার্চ বৃহস্প্রতিবার চট্টগ্রামের বাঁশখালীর ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ রংগিয়াঘোনা মনছুরিয়া ফাযিল (ডিগ্রী)  মাদ্রাসায় শ্রেণী ভিত্তিক মেধা ও সর্বোচ্চ ফলাফল প্রাপ্তদের পুরষ্কার এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের সনদ প্রদানসহ পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি জনাব আছেফুর রহমান ফারুকী, সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাওলানা মোহাম্মদ ইছমাইল এবং এতে মাদ্রাসার বিভিন্ন ক্যাটাগরির শিক্ষকসহ গভর্ণিং বডির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
    বক্তারা এতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সার্বিক বিষয়ে আরও ভাল ফলাফল অর্জন করতে উদ্বুদ্ধ করেন।
    সবশেষে অধ্যক্ষ মহোদয়ের সমাপনী বক্তব্য ও পরবর্তী সভার কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা প্রদানের মধ্য দিয়ে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হয়।

  • বাঁশখালীত পল্লী আদর্শ একতা সংঘের ৮ম বর্ষপূর্তি উপলক্ষে ৪র্থ বারের মতো শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ

    বাঁশখালীত পল্লী আদর্শ একতা সংঘের ৮ম বর্ষপূর্তি উপলক্ষে ৪র্থ বারের মতো শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ

    আলমগীর ইসলামাবাদী:- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    চট্টগ্রাম জেলার আওতাধীন বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী চাম্বল ইউনিয়নের স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন পল্লী আদর্শ একতা সংঘের ৮ম বর্ষপূর্তি উপলক্ষে ৪র্থ বারের মতো শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান চাম্বল উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।

    বাঁশখালী সরকারি আলাওল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আজিজুর রহমানের সভাপতিত্বে ও এস.এম ওবাইদুল চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের সম্মানিত নির্বাহী অফিসার জনাব সাইদুজ্জামান চৌধুরী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ১০নং চাম্বল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক, বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন,চট্টগ্রাম জেলা মহানগর কমিটি, আরিফুল ইসলাম টিপু ও আফ্রিকা প্রবাসী বেলাল উদ্দীন সিকদার,জনাব আমিন শরীফ সওদাগর সহ অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা এইচ এম ফরহাদ সিকদার, এহছান উল্লাহ সভাপতি-রাইহানুল হুদা,সাধারণ সম্পাদক-এইচ এম আনোয়ারুল ইসলাম তানজুম, অর্থ-সম্পাদক এইচ এম রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক- মৌলানা জিয়া, সহ-সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম চৌধুরী , সহ-অর্থ সম্পাদক শহিদ উল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আনোয়ার,হাফেজ মাওলানা শাকের উল্লাহসহ শিক্ষার্থী, অভিভাবক এবং অত্র সংগঠনের সকল সদস্যবৃন্দ ২০১৫ সালে পল্লী আদর্শ একতা সংঘ এলাকার ছাত্র,শিক্ষক,প্রবাসী ও নানান পেশাজিবী ও জ্ঞানী-ব্যক্তিদের সমন্বয়ে প্রতিষ্ঠা লাভ করে।

    প্রতিষ্ঠালগ্ন থেকে পল্লী আদর্শ একতা সংঘ এলাকার দরিদ্র মেধাবী শিক্ষাবঞ্চিত ছেলে-মেয়েদের নানাভাবে সহায়তা দিয়ে আসছে, আজকেও তারা প্রায় ১০০ জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ।

  • মনকিচর তা’লীমুল কোরআন মহিলা মাদ্রাসার আয়োজিত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

    মনকিচর তা’লীমুল কোরআন মহিলা মাদ্রাসার আয়োজিত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

    মো: রেজাউল আজিম:- বাবাঁশখালী-প্রতিনিধি,

    চট্টগ্রামের বাঁশখালী উপজেলাস্থ পশ্চিম মনকিচর তা’লীমুল কোরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ২ দিন ব্যাপী বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিনে জুমাবার সকাল ১০ টা থেকে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
    গতকাল ২ ফেব্রুয়ারি বৃহস্প্রতিবার থেকে অনুষ্ঠিতব্য বার্ষিক মাহফিলের আজ দ্বিতীয় দিনে ৩ ফেব্রুয়ারি সকাল থেকে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

    এতে প্রথম দিন আলোচনা করেছেন, আল্লামা মুফতি জসিম উদ্দিন, হাটহাজারী বড় মাদ্রাসা। আল্লামা ফরিদ আহমদ আনছারী, মহাদ্দিস দারুল মা’আরিফ মাদ্রাসা চট্টগ্রাম। মাওলানা সৈয়দুল আলম কুতুবী, মাওলানা আনিছুর রহমান মেখল মাদ্রাসা, সাংবাদিক মাওলানা শফকত হোসাইন চাটগামী, পরিচালক বাঁশখালী মডেল মাদ্রাসা। মাওলানা ইমাম জাফর কক্সবাজার, মাওলানা আনিছুর রহমান, পরিচালক মনকিচর বড় মাদ্রাসা। মুফতি হেলাল উদ্দিন, শিক্ষক মনকিচর মাদ্রাসা। মাওলানা মোয়াজ্জেম হোসেন ফটিকছড়ি।

    আজ দ্বিতীয় দিন সকাল ১০ টা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের ক্বেরাত, হিফয ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
    এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, ক্বারি জাকারিয়া, শিক্ষক মনকিচর বড় মাদ্রাসা। হাফেজ এরশাদ, শিক্ষক দারুল মা’আরিফ মাদ্রাসা চট্টগ্রাম।শিল্পী আজগর হোসাইন ফাহিম, শিল্পী আব্দুল্লাহ আল মামুন, শিল্পী মোঃ রেজাউল আজিম, মাওলানা সেলিম, শিক্ষক মনকিচর তা’লীমুল কোরআন মহিলা মাদ্রাসা। এতে আরও উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা আতিকুর রহমান,মাওলানা আব্দুর রহিম, মাওলানা মনছুর আলম, মাওলানা হাসান, মাওলানা ফিরোজ।

    সুন্দর ও সুষ্ঠুভাবে দূর দূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা জুমার নামাজের পূর্বে সমাপ্ত ঘোষণা করেন।

  • বাঁশখালী প্রেসক্লাবে শফকত চাটগামী সভাপতি এবং শফি উল্লাহ সম্পাদক পদে নির্বাচিত হলেন

    বাঁশখালী প্রেসক্লাবে শফকত চাটগামী সভাপতি এবং শফি উল্লাহ সম্পাদক পদে নির্বাচিত হলেন

    মোঃ রেজাউল আজিম- বাঁশখালী প্রতিনিধি,

    আজ ১৫ নভেম্বর মঙ্গলবার চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় ও স্থানীয় দৈনিকে কর্মরত সাংবাদিকদের সংগঠন ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত বাঁশখালী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে।

    বাঁশখালী প্রেসক্লাবের উপদেষ্টামণ্ডলী ও কার্য নির্বাহী কমিটির নির্দেশনায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

    গতকাল বাঁশখালী আদালত ভবন সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয়ে দুপুরে সদস্যদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

    উপস্থিত সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এ্যাডভোকেট তকছিমুল গণী ইমন, এ্যাডভোকেট নাজমুল আলম চৌধুরী, সাবেক কাউন্সিলর শামসুল ইসলাম হেলাল, ব্যবসায়ী দিবস চক্রবর্তী। নির্বাচনে দৈনিক চট্টগ্রাম মঞ্চের প্রতিনিধি শফকত হোসাইন চাটগামীকে সভাপতি ও দৈনিক ইত্তেফাক ও সাঙ্গু প্রতিনিধি শাহ্ মোহাম্মদ শফি উল্লাহ সম্পাদক নির্বাচিত হন।

    এসময় নির্বাচন শেষে এ্যাডভোকেট তকছিমুল গণী ইমন ফলাফল ঘোষণা করেন।

  • সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী আর নেই

    সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী আর নেই

    ,আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

    সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী, বাঁশখালীর সাবেক সংসদ সদস্য আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)।

    মঙ্গলবার (৮ নভেম্বর২২) দুপুর দুইটার দিকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে সোমবার বিকেলে শারীরিক অসুস্থতা অনুভব করলে তাকে হাসপাতালে নেয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই কন্যাসহ অনেক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

    আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাঁশখালী আসন থেকে এমপি নির্বাচিত হয়ে বিএনপির গঠিত মন্ত্রীসভায় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হন। তিনি বিএনপির মনোনীত প্রার্থী হয়ে বাঁশখালী থেকে চারবার সংসদ সদস্যও নির্বাচিত হন। দীর্ঘদিন তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ১৯৯৬-৯৭ সালে চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য ছিলেন।

    এদিকে বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে বাঁশখালীতে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।

    আগামীকাল বুধবার সকাল দশটায় চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে প্রথম, দুপুর দুইটায় বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এবং দুপুর তিনটায় বাঁশখালী ডিগ্রী কলেজ মাঠে তৃতীয় জানাযা শেষে তাঁকে বাঁশখালীর কালীপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

  • বাঁশখালীর শীলকুপে অগ্নিকান্ডে তিন বসতঘর পুড়ে ছাই

    বাঁশখালীর শীলকুপে অগ্নিকান্ডে তিন বসতঘর পুড়ে ছাই

    ,আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

    বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের পশ্চিম শীলকূপ ৫ নম্বর ওয়ার্ডের মোয়াজ্জেম পাড়া তৈয়ার বাপের বাড়ী এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে তিন বসতঘরের ছয় পরিবারের নগদ টাকাসহ ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবার।

    বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে তিন বসতঘরের ছয় পরিবারের সর্বস্ব পুড়ে যায়। বাড়ির প্রয়োজনীয় আসবাবপত্র সহ ভিসার জন্য রেখে দেওয়া নগদ টাকাসহ পুড়ে যায় বলে জানান তারা।

    তিন বসতঘরের ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হল- মৃত বাদশা মিয়ার পুত্র আহমদ হোসেন, দেলোয়ার হোসেন, মু. জহির। কালু মিয়ার পুত্র মু. ইউনুছ, মু. ইদ্রিস ও সিদ্দিক আহমদের পুত্র আবু আহমদ।

    তাদের পরিবারের সাথে কথা বলে জানা যায়, আহমদ হোসেন এর বসতঘর থেকে বিদ্যুতের শর্ট সার্কিটে আগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে মুহূর্তের মধ্যে একচালা তিন বসতঘরের ছয়টি পরিবারের সর্বস্ব পুড়ে যায়। এতে তাদের ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে জানান তারা।

    বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন ও সিভিল ডিফেন্স এর টিম লিডার নুরুল বাশার কুতুবী জানান, ‘অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছাই। অভ্যন্তরিণ সড়কের বেহাল দশার কারণে ঘটনাস্থলে পৌছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের পরিবারের লোকজন এ ঘটনায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান। তবে এ ঘটনায় কোন লোকজন হতাহত হয়নি।

    আক্ষেপ করে তিনি আরো বলেন, ‘বাঁশখালীর লোকজনের কাছে ফায়ার সার্ভিসের জরুরী ফোন নম্বর সংগ্রহে নেই। অনেকেই আবার অগ্নিকান্ডের খবর দিলেও সঠিক লোকেশন দিতে পারেনা। আবার অভ্যন্তরীণ সড়কের বেহাল অবস্থার কারণে আমাদের ফায়ার সার্ভিসের গাড়ীও যথাসময়ে পৌছাতে পারেনা।’

    এ দিকে অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন শীলকূপ ইউপির সদস্য নুসরাত আলম, লাকী আক্তার। তারা ক্ষতিগ্রস্থ পরিবারদের কে পরিষদের পক্ষ থেকে সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

  • বাঁশখালীতে বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত/ বেশি ক্ষতি কৃষকদের

    বাঁশখালীতে বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত/ বেশি ক্ষতি কৃষকদের

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    জোয়ারের পানি অতিরিক্ত বেড়ে যাওয়ায় বাঁধ ভেঙে কয়েকটি পয়েন্টে পানি প্রবেশ করে লোকালয়ে

    ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব পড়েছে বাঁশখালীর উপকূলীয় অঞ্চলে। ২৪ অক্টোবর রাত ১০টার দিকে বাড়তে থাকে জোয়ার। অতিরিক্ত জোয়ারের প্রভাবে বেড়িবাঁধ ভেঙে উপকূলীয় এলাকার খানখানাবাদ, বাহারচড়া, সরল, কাথরিয়া, গন্ডামারা, শিলকূপ, চাম্বলের পশ্চিমাঞ্চল, শেখেরখীল, পুঁইছড়ি, ছনুয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নিম্নাঞ্চলের প্রায় ৭০ ভাগ বসতঘরে জোয়ারের পানি প্রবেশ করেছে। তলিয়ে গেছে মাছের ঘের, পুকুর ও রাস্তাঘাট। অনেক এলাকা পানিবন্দি হয়ে পড়েছে। ধানি জমিসহ ফসলি বিভিন্ন জমি পানির নিচে তলিয়ে গেছে। গতকাল বৃষ্টি ও ধমকা হাওয়া বাতাসে বিভিন্ন এলাকায় গাছ পড়ে বিচ্ছিন্ন আছে বিদ্যুৎ সংযোগ।
    স্বাভাবিকের চেয়ে ৩-৪ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে ফসলি জমি। উপজেলার নিম্নাঞ্চলে সবজি ক্ষেত ও ধানি জমি পানিতে ডুবে গেছে। এতে ক্ষেত নষ্ট হয়ে কৃষকদের অপূরণীয় ক্ষতির আশংকা করছে। প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে বেড়িবাঁধ নির্মাণ করা হলেও টেকসই বেড়িবাঁধ এখনো অধরাই থেকে গেল। বাঁশখালীর প্রায় ২৬ কিলোমিটার সমুদ্র সৈকত এলাকার বৃহত্তম অংশ জুড়ে এখনো অরক্ষিত বেড়িবাঁধ।

    শেখেরখীল থেকে স্থানীয় মোহাম্মদ আতাউর রহমান মানিক জানান, ‘আমাদের শেখেরখীল ব্রিজ হতে সরকার বাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার বেড়িবাঁধ অরক্ষিত। গতকাল রাতের জোয়ারের পানি অতিরিক্ত বেড়ে যাওয়ায় বাঁধ ভেঙে কয়েকটি পয়েন্টে পানি প্রবেশ করে লোকালয়ে। এতে সংলগ্ন এলাকার ৯৫ ভাগ বসতঘরে পানি প্রবেশ করেছে বলে জানান। তলিয়ে যায় মাছের প্রজেক্ট ও ধানি জমি।’

    শীলকূপ ইউপির সদস্য সিদ্দিক আকবর বাহাদুর বলেন, ‘জোয়ারের পানি বেড়ে যাওয়ায় জালিয়াখালী জলকদর খালের ২ নম্বর ওয়ার্ড এলাকায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি ডুকেছে। এতে নোয়াপাড়া, হেডপাড়ার বেশকিছু বসতঘরে পানি ঢুকেছে।
    সরল থেকে এম জসিমউদদীন মিছবাহ জানান, ‘ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে অতিরিক্ত জোয়ারের ফলে আমাদের নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে অনেক কৃষকের জীবন জীবিকার টমেটো ক্ষেত ডুবে গেছে। এতে করে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।’

    পানি উন্নয়ন বোর্ডর উপবিভাগীয় প্রকৌশলী প্রকাশন চাকমা বলেন, ‘বাঁশখালীর জলকদর খালের অরক্ষিত বেড়িবাঁধ সংস্কারের কাজ প্রক্রিয়াধীন। এ বিষয়ে আমাদের একটি প্রকল্প নিশ্চিতে আছে। জলকদর খালের দু’পাড়ের ভাঙনের কাজ সংস্কার করা হবে। কবে নাগাদ জলকদরের ভাঙনরোধে বেঁড়িবাঁধ নির্মাণ করা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘টেইকসই কাজ করতে অনুমোদন হওয়া লাগে। বড় আকারের কাজ এ মুহূর্তে সম্ভব না। বরাদ্দ পাওয়া সাপেক্ষে জরুরি কাজগুলো দ্রুতই সমাধান করা হবে।

  • বাঁশখালী রংগিয়াঘোনা মাদ্রাসায় দাখিল পরিক্ষার্থীদের দোয়া মাহফিল ২০২২

    বাঁশখালী রংগিয়াঘোনা মাদ্রাসায় দাখিল পরিক্ষার্থীদের দোয়া মাহফিল ২০২২

    মোঃ রেজাউল আজিম (বাঁশখালী-প্রতিনিধি)

    চট্টগ্রামের বাঁশখালী দক্ষিণ জলদি রংগিয়াঘোনা মনছুরিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ২০২২ সালের পরিক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    আজ ১২ সেপ্টেম্বর সোমবার সকাল ১১:৩০ মিনিটের সময় উক্ত দোয়া মাহফিল আরম্ভ হয়। দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা মীম সিদ্দিক ফারুকী সাহেব, সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের বর্তমান প্রিন্সিপাল মাওলানা ইসমাঈল সাহেব, ভাইস প্রিন্সিপাল মাওলানা এশফাকুর রহমান সাহেব, আরবী প্রভাষক মাওলানা শহিদুল্লাহ সাহেব, আরবী প্রভাষক মাওলানা মাহফুজুর রহমান, বিশিষ্ট ইতিহাসবিদ মাষ্টার আত্বহার ইকবাল সাহেব, বাংলা প্রভাষক মাষ্টার ইমরান বাচ্চু, জনাব মাষ্টার আজিজুল হক, মাওলানা মূসা সাহেব, মাওলানা মোজাম্মেল হক সাহেব, মাষ্টার বোরহান সাহেব, ইংরেজি প্রফেসর মাষ্টার আকতার হোসাইন, মাষ্টার আমির হোসাইন সাহেব, মাওলানা নুরুল কাদের সাহেব, মাওলানা আরমান হাকিম সাহেব, মাষ্টার নেওয়াজ মোহাম্মদ হিরু, সংবাদ কর্মী মোঃ রেজাউল আজিম প্রমুখ। আরও উপস্থিত ছিলেন, পরিক্ষার্থীসহ সকল শ্রেণির ছাত্র-ছাত্রী বৃন্ধ।

    বক্তারা পরিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীদের কন্যাণ মুলক আলোচনা এবং খাস ভাবে দোয়া করেন। পরিশেষে গভর্নিং বডি আল্লামা সিদ্দিক ফারুকী হাফিজাহুল্লাহর দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।