Category: বাঁশখালী

  • বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হলো ৬৫ পরিবার

    বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হলো ৬৫ পরিবার

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল জলদাস পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬৫টির বেশি বসতঘর পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন কমপক্ষে আট ব্যক্তি। স্থানীয়ভাবে তারা চিকিৎসা নিচ্ছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় অর্ধকোটি টাকার মত।

    বুধবার(৭ সেপ্টেম্বর২২) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম চাম্বল বাংলাবাজার সংলগ্ন জলদাস পাড়ায় ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    ক্ষতিগ্রস্তরা হলেন— মৃদল জলদাস, বাদল জলদাস, সমীরণ জলদাস, হরি জলদাস, রতন জলদাস, পরিতোষ জলদাস, সাগর জলদাস (পাঁচ পরিবার), সুরেশ জলদাস, হরিপদ জলদাস, গুরুধন জলদাস, মধুরাম জলদাস, শ্রীনন্দ জলদাস, সন্দা মোহন জলদাস, সমীরণ জলদাস (দুই পরিবার), গোপাল জলদাস (৪ পরিবার) মতিলাল জলদাস (দুই পরিবার), সম্পদ জলদাস, সুকুমার জলদাস, রাজকুমার, সুধীর জলদাস, স্বপন জলদাস, রঞ্জুত জলদাস (দুই পরিবার), রামপ্রসাদ (৪ পরিবার), ভাটিরাম জলদাস (তিন পরিবার), রাখাল জলদাস ও যদুরাম জলদাস।

    স্থানীয় ও প্রত্যক্ষদর্শীারা জানায়, ‘ মিলন জলদাসের বাড়ি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঘনবসতি হওয়ায় মুহূর্তেই আগুন অন্য ঘরগুলোতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। কোন কিছুই রক্ষা করা সম্ভব হয়নি ‘

    বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন এর ইনচার্জ আযাদুল ইসলাম, খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানতে পেরেছি। আগুনে ৬০ থেকে ৬৫ পরিবারের সর্বস্ব পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে।’

  • বাঁশখালীত মডেল মাদরাসার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মুফতি ফয়জুল করিম শায়খে চরমোনাই

    বাঁশখালীত মডেল মাদরাসার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মুফতি ফয়জুল করিম শায়খে চরমোনাই

    আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

    বাঁশখালী মডেল মাদরাসার শুভ উদ্বোধনী অনুষ্ঠান (০২ সেপ্টেম্বর ২২) শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। বাঁশখালীর শীর্ষ আলেম ও চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক পীরে কামেল আল্লামা শাহ্ আবদুল জলিল সাহেব হুজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান ও খতমে বোখারী শরিফ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম নাছিরাবাদ বড় মাদরাসার পরিচালক মাওলানা আবদুল জাব্বার, বাঁশখালী জলদী বড় মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা নুরুল হক সুজিশ, ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম মহানগর সেক্রেটারী আলহাজ্ব আল মুহাম্মদ ইকবাল, বামুক চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বশীল মাওলানা জোবাইর আহমদ, বাঁশখালী ওলামা পরিষদের সভাপতি ও বাঁশখালী জামেয়া মিল্লিয়া আজিজিয়া সাবেক পরিচালক মাওলানা রফিকুল ইসলাম, বাঁশখালী জামেয়া মিল্লিয়া আজিজিয়ার পরিচালক মাওলানা এজাজ চৌধুরী, পটিয়ার বিশিষ্ট সমাজসেবক ও আলেম মাওলানা মোহাম্মদ উল্লাহ, বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা ছগির নোমানী, মাওলানা কাতেব নুরুল ইসলাম, মাওলানা মুফতি নুরুল হক, মনকিচর মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, ছনুয়া বড় মাদরাসার সাবেক মুহতামিম ও দিদারিয়া নুরুল উলুম মাদরাসার সহকারী পরিচালক মাওলানা আবুল কাসেম আজিজী, বাঁশখালী জামিয়া মিল্লিয়া আজিজিয়ার মাওলানা আবু তাহের, চাঁপাছড়ি মাদরাসা আবু বকর ছিদ্দিকের পরিচালক মাওলানা হাফেজ ইউসুফ সাঈদ, দারোগা বাজার মারকাজুল কোরআন মাদরাসার পরিচালক মাওলানা মাহমুদুল ইসলাম, বাহারছড়া সুলতানিয়া এমদাদুল উলুম বড় মাদরাসার সিনিয়র উস্তাদ ওসমান গণি, জাতীয় দৈনিক আশ্রয় প্রতিদিন চট্টগ্রাম মহানগর প্রতিনিধি আলমগীর ইসলামাবাদীসহ প্রমুখ।
    এর আগে বাদ জুমা থেকে খতমে বোখারী শরিফ শুরু হয়ে বাদ মাগরিব শেষ হয়।

  • বাঁশখালীর চাম্বল দুর্গম পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান, মূল কারিগর জাকির আটক

    বাঁশখালীর চাম্বল দুর্গম পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান, মূল কারিগর জাকির আটক

    আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

    চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব। কারখানাটিতে অভিযান চালিয়ে ১০টি অস্ত্রসহ অস্ত্র তৈরির মূল কারিগর জাকির হোসেনকে আটক করা হয়েছে।

    মঙ্গলবার (৩০ আগস্ট) উপজেলার চাম্বল নতুনপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

    আটক জাকির হোসেন (৫০) ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকার মৌলভী নুরুল হুদার ছেলে।

    বুধবার (৩১ আগস্ট) র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি বলেন, ‘পাঁচ থেকে ছয় দিনের মধ্যে ছোট ওয়ানশুটার গান জাতীয় অস্ত্র বানানো হতো ওই কারখানায়। একটি অস্ত্র তৈরির জন্য অস্ত্রের ক্যাটাগরিভেদে ১০ থেকে ৩০ হাজার টাকা নিতো। আটক জাকির ৭ থেকে ৮ বছর ধরে এই পেশার সঙ্গে জড়িত। সে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলের দৃষ্টি এড়াতে মাঝে মাঝে লোক দেখানো কৃষি কাজ করতো‘

    তিনি আরও বলেন, জাকিরসহ আরও তিন কারিগর মিলে অস্ত্র তৈরির সম্পূর্ণ কাজটি করতো। অস্ত্রের প্রকারভেদে তৈরী করতে তাদের ন্যূনতম পাঁচ থেকে পনেরো দিন সময় লাগে এবং অস্ত্র তৈরির কাঁচামাল স্থানীয় বিভিন্ন ওয়ার্কশপ থেকে সংগ্রহ করে নিয়ে এসে এই কারখানায় প্রস্তুত করতো তারা।

  • বাঁশখালীতে লাইসেন্স বিহীন ৪ ডায়াগনস্টিক সেন্টার ও ৩ হাসপাতালের কার্যক্রম বন্ধ।

    বাঁশখালীতে লাইসেন্স বিহীন ৪ ডায়াগনস্টিক সেন্টার ও ৩ হাসপাতালের কার্যক্রম বন্ধ।

    মোঃ রেজাউল আজিম (বাঁশখালী-প্রতিনিধি)

    চট্টগ্রামের বাঁশখালীতে আজ ২৯ আগস্ট সোমবার সকাল ১১.০০ টা হতে দুপুর ০১ টা পর্যন্ত অভিযান চালিয়ে বাঁশখালী উপজেলার পৌরসভা ও চাম্বল বাজারে লাইসেন্সবিহীন ২টি হাসপাতাল ও ৪ ক্লিনিকের বিরুদ্ধে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব খোন্দকার মাহমুদুল হাসান এর নের্তৃত্ব এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.শফিউর রহমান মজুমদার উপস্থিত ছিলেন।
    এই সময় লাইসেন্স না থাকায় চাম্বল জেনারেল হাসপাতাল, চাম্বল ন্যাশনাল হাসপাতাল, জলদী মাতৃসদন হাসপাতাল, জলদি ইউনিক ডায়াগনস্টিক সেন্টার, মা-মনি ডায়াগনস্টিক সেন্টার, মর্ডান ডায়াগনস্টিক সেন্টার ও মিনি ল্যাব ডায়াগনস্টিক গুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

    ইউনিক ডায়াগনস্টিক সেন্টার জলদি, মিনি ল্যাব জলদি, মা মণি ডায়াগনস্টিক সেন্টার জলদি, মর্ডান ডায়াগনস্টিক সেন্টার জলদি, ন্যাশনাল হাসপাতাল (প্রাঃ) লিঃ চাম্বল, জেনারেল হাসপাতাল চাম্বল এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

    উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. শফিউর রহমান মজুমদার বলেন, বাঁশখালী চাম্বল জেনারেল হাসপাতাল, চাম্বল ন্যাশনাল হাসপাতাল ও মাতৃসদন হাসপাতালসহ অনিবন্ধিত প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে চিহ্নিত করে সিলগালা দেওয়া হয়েছে।
    যদিও প্রতিষ্ঠান মালিকদের দাবি, তারা নিবন্ধনের জন্য দেড় বছর আগে অনলাইনে আবেদন করে টাকা ও কাগজপত্র জমা দিয়েছেন। এখনও নিবন্ধন নম্বর পাননি।

  • বাঁশখালী পুকুরিয়ায় অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন করায় কাউসার নামক এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা।

    বাঁশখালী পুকুরিয়ায় অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন করায় কাউসার নামক এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা।

    মোঃ রেজাউল আজিম (বাঁশখালী-প্রতিনিধি)

    আজ ২৪ আগস্ট বুধবার সকাল ৮.৩০ হতে দুপুর ০১ টা পর্যন্ত অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব খোন্দকার মাহমুদুল হাসান এর নের্তৃত্ব এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এই সময় পুকুরিয়া ৯ নং ওয়ার্ডে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে জনাব কাওসার (৩৮) কে বালু মহাল ও মাটি ব্যবস্থপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ৫০,০০০ টাকা জরিমানা করা হয়, এই সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৭০০ ফুট পাইপ জব্দ করে স্থানীয় সাধারণ সদস্য মামুনুর রশীদের জিম্মায় দেওয়া হয়।

  • বাঁশখালী সাধনপুরের চেয়ারম্যান কে.এম সালা উদ্দিন কামাল ইউনিয়ন পরিষদের যাবতীয় সেবা দিচ্ছেন ফ্রীতে।

    বাঁশখালী সাধনপুরের চেয়ারম্যান কে.এম সালা উদ্দিন কামাল ইউনিয়ন পরিষদের যাবতীয় সেবা দিচ্ছেন ফ্রীতে।

    মোঃ রেজাউল আজিম (বাঁশখালী-প্রতিনিধি)

    আজ ২০ আগস্ট শনিবার দুপু‌রে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মত‌বি‌নিময় ক‌রেন সাধনপুর ইউ‌নিয়ন প‌রিষ‌দের নব-‌নির্বা‌চিত চেয়ারম‌্যান তরুণ রাজনিতীবিদ জনাব কে.এম সালা উদ্দিন।
    জনগণ‌কে দেয়া প্রতিশ্রু‌তি পাল‌নে তিনি রাত দিন নিরলস ভা‌বে কাজ ক‌রে যা‌চ্ছেন। নি‌জের ব‌্যাক্তিগত তহ‌বিল থে‌কে সরকা‌রি ফি আদায় ক‌রে সম্পূর্ণ বিনা খর‌চে ইউ‌নিয়ন প‌রিষদ কর্তৃক নাগ‌রিক সেবা প্রদান কার্যক্রম চা‌লি‌য়ে যা‌চ্ছেন। যা অব‌্যাহত থাক‌বে ব‌লে জানি‌য়ে‌ছেন তি‌নি। এছাড়াও সরকা‌রি ব‌ন্ধের দি‌নেও জনগণ‌কে নাগ‌রিক সেবা প্রদান করায় ই‌তিম‌ধ্যে সক‌লের প্রশংসার পাত্র হ‌য়ে উ‌ঠে‌ছেন এই তরুণ জনপ্রতি‌নি‌ধি।
    ইতিমধ্যে পর্যন্ত ৪ হাজার জন্ম সনদ বিনা ফীতে বিতরণ করেছেন বলে জানান তিনি।

    অবশেষে চেয়ারম্যান কে.এম সালা উদ্দিন কামাল সকলের কাছে দোয়া চান যাতে জনগণের মন মত সেবা দিতে পারে।

  • বাঁশখালীতে বিভিন্ন হোটেল-রেস্টোরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি: ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

    বাঁশখালীতে বিভিন্ন হোটেল-রেস্টোরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি: ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

    ,,আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

    চট্টগ্রামের বাঁশখালীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় ৭ টি হোটেল-রেস্টুরেন্টকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    বুধবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

    অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন করায় উপজেলার হোটেল নিউ সাফরানকে ২৫ হাজার টাকা, হোটেল রয়েল মালঞ্চকে ২০ হাজার,ইয়েলো ক্যাফসিকেম ১৫ হাজার ,চাম্বল আদিবা ভাত ঘর এন্ড বিরানি হাউসকে ২০ হাজার টাকা,পুঁইছুড়ি হোটেল নিউ ধান সিঁড়িকে ১৫ হাজার , বাবলা হোটেলকে ১৫ হাজার টাকা, কামাল হোটেলকে ৫ হাজার টাকা এবং চাম্বল বাজার তাসফিয়া ইলেকট্রনিকস দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাইরে চাকচিক্য সাজিয়ে ভেতরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন হচ্ছিল।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অপরাধে ৭টি হোটেল-রেস্টুরেন্ট ও একটি অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ রাখায় এক ইলেকট্রনিকস দোকানকে ভোক্তা অধিকার আইনে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান পুরা বাঁশখালীতে অব্যাহত থাকবে।

  • বাঁশখালীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত

    বাঁশখালীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত

    আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

    বাঁশখালীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সফল সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম.পি.। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার কাজমী ,উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ৪ নং বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম,সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পৌর মেয়র এডভোকেট তোফায়েল বিন হোসাইন, কাথরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইবনে আমিন, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক সিকদার,পুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম আকতার,আওয়ামীগ নেতা আকতার হোছাইন,আওয়ামীগ নেতা ভিপি শামসুল আলম, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এম মনচুর আলী, পৌরসভা যুবলীগের আহবায়ক হামিদ উল্লাহ, বাঁশখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র রোজিয়া সোলতানা, কাউন্সিলর প্রণব দাশ, জমশেদ আলম, আক্তার হোসেন, কাঞ্চন বড়ুয়া, বদি আলম,মোঃ ইসহাক, উপজেলা আওয়ামী ওলামালীগের সভাপতি মাওঃআকতার হোছাইন,পুইছড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজুল কবির ফজু, কালিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,যুবলীগ নেতা সেলিম উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি নাঈমুল হক মাহফুজ, ইফতেখার হোসেন বাবু,ফৌজুল কবির, মুজিবুর রহমান, জামাল আহমদ, মোজাফফর আহমদ, কলেজ ছাত্রলীগ নেতা রুবেল,কলেজ ছাত্রলীগ নেতা জামিল, আরজু হায়দার সহ আওয়ামীগ,যুবলীগ, ছাত্রলীগ মহিলা আওয়ামী লীগ,যুব মহিলা লীগ নেতা কর্মী উপস্থিত ছিলেন।

  • বাঁশখালীর ১৩ জন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ সম্পন্ন।

    বাঁশখালীর ১৩ জন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ সম্পন্ন।

    আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

    শপথ বাক্য পাঠ করাচ্ছেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান

    চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৩ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন।বৃহস্পতিবার (৪ আগস্ট) বেলা ১২ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

    শপথ পাঠ অনুষ্ঠানের পর নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মোহাম্মদ মুমিনুর রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের বিশ্বাস ও আস্থার প্রতিফলন ঘটিয়ে সবাইকে সততা ও নিষ্ঠার সাথে জনসেবায় নিয়োজিত থাকতে হবে। যার যার এলাকায় ট্যাক্স নির্ধারণ করে ট্যাক্স আদায়ে গুরুত্ব দেওয়াসহ জন্ম-মৃত্যু নিবন্ধন, গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় বিরোধ নিষ্পত্তি, বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার ক্ষেত্রে নিজ নিজ এলাকার চেয়ারম্যানদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রতিটি ইউনিয়ন পরিষদের আওতাধীন বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পগুলো আন্তরিকতার সাথে বাস্তবায়ন করতে হবে। তৃণমূল জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহিত নানা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে হবে। এসময় ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনায় যেকোনো পরামর্শ ও সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক।
    শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    চট্রগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ নিলেন সদ্য অনুষ্টিত হওয়া বাশঁখালীর বিভিন্ন ইউনিয়ন থেকে নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন।
    ১/আসহাব উদ্দীন,স্বতন্ত্র বি এন পি।
    ২/সালাউদ্দীন কামাল স্বতন্ত্র
    ৩/জসিম হায়দার নৌকা
    ৪/তাজুল ইসলাম নৌকা
    ৫/সাহাদত আলম নৌকা
    ৬/খ -কফিল উদ্দীন নৌকা
    ৬/ক-ইবনে আমীন নৌকা
    ৭/রশিদ আহমদ নৌকা
    ৯/ক-কায়েস ছরোয়ার নৌকা
    ৯/খ-লিয়াকত আলী স্বতন্ত্র
    ১১/তারেকুর রহমান স্বতন্ত্র
    ১২/ক-হারুনর রশিদ স্বতন্ত্র
    ১২/খ-মোরশেদুল ইসলাম ফারুকী স্বতন্ত্র জামাত।

  • বাঁশখালী ওলামা পরিষদের নতুন কমিটি

    বাঁশখালী ওলামা পরিষদের নতুন কমিটি

    ,,আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”
    বাঁশখালীর আলেম ওলামাদের ঐক্যবদ্ধ সংগঠন “বাঁশখালী ওলামা পরিষদ” এর পুর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। একই সাথে ওলামা পরিষদের সকল সহযোগী সংগঠনের কার্যক্রমও বিলুপ্ত ঘোষণা করা হয়।

    আজ (৩০ জুন-২২) বৃহস্পতিবার সকালে বাঁশখালী জামেয়া মিল্লিয়া আজিজিয়া মাদরাসা মিলনায়তনে সংগঠনের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
    সংগঠনের সভাপতি মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারী মাওলানা ফুজাইল বিন আবদুল জলিল, মাওলানা আনিসুর রহমান বিন আবু বকর, মাওলানা মাহমুদুল ইসলাম, মুফতি হেলাল উদ্দিন,সাংবাদিক মাওলানা শফকত হোসাইন চাটগামী, মাওলানা ইউনুস, মাওলানা সোহাইল মাহমুদ, মাওলানা ওসমান প্রমুখ।
    পরে সর্বসম্মত সিদ্ধান্তক্রমে মাওলানা রফিকুল ইসলামকে আহবায়ক, মাওলানা ফুজাইল বিন আবদুল জলিলকে সদস্য সচিব, মাওলানা এজাজ চৌধুরী, মাওলানা আনিসুর রহমান,সাংবাদিক মাওলানা শফকত হোসাইন চাটগামী ও মাওলানা আলহাজ্ব ইসমাইলকে যুগ্ম আহবায়ক, মাওলানা ইউনুস, ক্বারী আবদুল ওয়াহেদ, মাওলানা সোহাইল মাহমুদকে যুগ্ম সদস্য সচিব, মাওলানা মাহমুদুল ইসলামকে অর্থ সচিব, মাওলানা ওসমান গণিকে প্রচার সচিব এবং মাওলানা ওসমান পুকুরিয়া মাদরাসা, মাওলানা হাফেজ জসিম উদ্দীন প্রেমাশিয়া, মাওলানা ইউসুফ বিন সাঈদ, মাওলানা ওসমান কাসেমী, মাওলানা আবদুল মাজেদ সরল, মাওলানা আবদুল মালেক সরল বড় মাদরাসা, মুফতি হেলাল উদ্দিন মনকিচর মাদরাসা, মাওলানা ইসমাইল চাম্বল মাদরাসা, মাওলানা জুনাইদ পুঁইছড়ি, মাওলানা মনসুর ছনুয়া ও মাওলানা জসিম উদ্দীন ছনুয়াকে সদস্য করে ২৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
    সভায় আগামী ১৪ জুলাই বৃহস্পতিবার বাঁশখালী গ্রীণ কমভেনশন সেন্টারে পটিয়া আল জামেয়ার মহাপরিচালক আল্লামা শাহ আবদুল হালিম বোখারী সাহেব হুজুর রহ. স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাছাড়া দ্রুততম সময়ে বাঁশখালী ওলামা পরিষদের পুর্নাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।