Category: বাঁশখালী

  • বাঁশখালী এস আলম পাওয়ার প্ল্যান্টে এবার হাত-পা ঝলসে গেল শ্রমিকের

    বাঁশখালী এস আলম পাওয়ার প্ল্যান্টে এবার হাত-পা ঝলসে গেল শ্রমিকের

    আলমগীর ইসলামাবাদী- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    বড় ধরনের হতাহতের ঘটনায় কাজ শুরুর কয়েক বছরের মধ্যেই বেশ কয়েকবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের এস আলম পাওয়ার প্ল্যান্ট (কয়লা বিদ্যুৎ প্রকল্প)।

    এবার সেই বহুল আলোচিত এস আলম পাওয়ার প্ল্যান্টেই আগুনে হাত-পা ঝলসে গেছে সাহাদাত হোসেন (২২) নামে কর্মরত এক শ্রমিকের।

    শনিবার (২৫ জুন) বিকেল সাড়ে তিনটায় প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।
    জানা যায়, কাজের একপর্যায়ে তারপিন তেলের ড্রাম বিস্ফোরিত হয়ে সাহাদাত হোসেনের দুই হাত ও পা ঝলসে যায়। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে গণ্ডামারা পুলিশ ক্যাম্পের ইনচার্জ লিটন চাকমা বলেন, বিকেলে কয়েকজন শ্রমিক প্রকল্প এলাকায় গ্রান্ডিংয়ের কাজ করছিল। কাজের একপর্যায়ে তারপিন তেলের ড্রাম বিস্ফোরিত হয়ে সাহাদাত হোসেন নামে এক শ্রমিকের দুই হাত ও পা ঝলসে যায়।

    এ বিষয়ে জানতে গণ্ডামারা কয়লা বিদ্যুৎ প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমদকে ফোন করা হলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।

    প্রসঙ্গত, মো. সাহাদাত হোসেন গণ্ডামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকার শাই-ফকির বাড়ির বাসিন্দা। তিনি ওই প্রকল্পে শ্রমিকের কাজ করতেন।

  • বাঁশখালীতে ইউপি নির্বাচনে—চেয়ারম্যান পদে নৌকা ৭ ও স্বতন্ত্র ৬ বেসরকারিভাবে বিজয়ী।

    বাঁশখালীতে ইউপি নির্বাচনে—চেয়ারম্যান পদে নৌকা ৭ ও স্বতন্ত্র ৬ বেসরকারিভাবে বিজয়ী।

    আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

    নবম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৩টি ইউনিয়নের ভোট গ্রহণ শেষ হয়েছে।

    উপজেলার সরল ও গন্ডামারা ইউনিয়নে অনিয়ম-সহিংসতার খবর পাওয়া গেলেও বড় কোনো দুর্ঘটনা ছাড়াই অন্যান্য ইউনিয়নে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

    বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এসব ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো ১৩টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছে।

    এদিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তারা। বাঁশখালীতে সরকারদলীয় নৌকা প্রতীকে ৭ এবং স্বতন্ত্র ৬ প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

    নৌকা প্রতীকে বিজয়ীরা হলেন- খানখানাবাদ ইউনিয়নে জসিম উদ্দিন হায়দার, কালীপুর ইউনিয়নে আ.ন.ম শাহাদাত আলম, বাহারছড়া ইউনিয়নে তাজুল ইসলাম, বৈলছড়ি ইউনিয়নে মো. কপিল উদ্দিন, কাথরিয়া ইউনিয়নে ইবনে আমিন, সরল ইউনিয়নে রশিদ আহমদ চৌধুরী ও শীলকূপ ইউনিয়নে কায়েশ সরোয়ার সুমন।

    স্বতন্ত্র বিজয়ী প্রার্থীরা হলেন- পুকুরিয়া ইউনিয়নে আসহাব উদ্দিন, সাধনপুর ইউনিয়নে সালাহ উদ্দিন কামাল, গণ্ডামারা ইউনিয়নে লেয়াকত আলী, ছনুয়া ইউনিয়নে হারুণ অর রশিদ, পুঁইছড়ি ইউনিয়নে তারেক রহমান ও শেখেরখীল ইউনিয়নে মাওলানা মোরশেদুল ইসলাম ফারুকী।

  • বাঁশখালী ১৪ টি ইউনিয়নে ১৩ টিতে ১৫ জুন ইউপি নির্বাচন: অধিকাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

    বাঁশখালী ১৪ টি ইউনিয়নে ১৩ টিতে ১৫ জুন ইউপি নির্বাচন: অধিকাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    বাঁশখালীর ১৪ ইউনিয়নের ১৩টিতে ১৫ জুন বুধবার অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন। চাম্বল ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে। ১৩ ইউনিয়নে ভোটকেন্দ্রের সংখ্যা ১২৭টি। এরমধ্যে ১১৪টি ঝুঁকিপূর্ণ।

    জানা গেছে, বাঁশখালীর সরল, শিলকূপ, গন্ডামারা, শেখেরখীল, ছনুয়া, বাহারছড়া এ ছয়টি ইউনিয়ন খুবই ঝুঁকিপূর্ণ। পাশাপাশি ৪৭টি ভোটকেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ ও ৬৭টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।

    বাঁশখালী ইউপি নির্বাচনে ১১টি ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থীর বিপরীতে একই দলের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। বিদ্রোহী প্রার্থীর চ্যালেঞ্জের মুখে ক্ষমতাসীন দলের প্রার্থীরা। ইতোমধ্যে কয়েকটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা প্রকাশ্যে হুমকি দিয়েছে বিদ্রোহী প্রার্থীদের।

    সরলের চেয়ারম্যান প্রার্থী লেয়াকত আলী অভিযোগ করে বলেন, আমাকে ক্ষমতাসীন দলের প্রার্থী রশিদ আহমদ ও তার সমর্থকরা প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। আমি প্রচারণায় বের হতে পারছিনা। এখন তিনি প্রচারণার অংশ হিসেবে সামাজিক যোগাযযোগ মাধ্যমে ভিডিও লাইভ করে ভোটের প্রচারণা চালাচ্ছে।

    বাঁশখালীর ১২৭ টি ভোট কেন্দ্রের মধ্যে মাত্র ১৩টি ভোটকেন্দ্র আছে ঝুঁকিমুক্ত। উপকূলীয় খানখানাবাদ, বাহারছড়া, কাথরিয়া, সরল, গন্ডামারা ও ছনুয়া ইউনিয়নে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে এমনটি জানান সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা।
    পুকুরিয়ায় ৩টি, বাহারছড়ায় ১টি, কালীপুরে ১টি, সরলে ২টি, পুঁইছড়িতে ৩টি, শেখেরখীলে ১টি ও ছনুয়ায় ৪টি কেন্দ্র ঝুঁকিমুক্ত।

    আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিবেদন বলছে, পুকুরিয়ার ১০টি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৫টি, অধিক ঝুঁকিপূর্ণ ২টি। সাধনপুরের ৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৬টি ঝুঁকিপূর্ণ, ৩টি অধিক ঝুঁকিপূর্ণ, খানখানাবাদের ১১টি ভোটকেন্দ্রের মধ্যে ৪টি ঝুঁকিপূর্ণ ও ৭টি অধিক ঝুঁকিপূর্ণ, বাহারছড়ার ১০টি ভোটকেন্দ্রের মধ্যে ৫টি ঝুঁকিপূর্ণ, ৪টি অধিক ঝুঁকিপূর্ণ, কালীপুরের ৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৪টি ঝুঁকিপূর্ণ, ৪টি অধিক ঝুঁকিপূর্ণ, বৈলছড়ির ৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৪টি ঝুঁকিপূর্ণ, ৫টি অধিক ঝুঁকিপূর্ণ, কাথরিয়ার ৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৫টি ঝুঁকিপূর্ণ, ৪টি অধিক ঝুঁকিপূর্ণ, সরলের ১১টি ভোটকেন্দ্রের মধ্যে ৫টি ঝুঁকিপূর্ণ, ৪টি অধিক ঝুঁকিপূর্ণ, শীলকূপের ৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৮টি ঝুঁকিপূর্ণ, ১টি অধিক ঝুঁকিপূর্ণ, গন্ডামারার ১০টি ভোটকেন্দ্রের মধ্যে ৬টি ঝুঁকিপূর্ণ, ৪টি অধিক ঝুঁকিপূর্ণ, পুঁইছড়ির ১২টি ভোটকেন্দ্রের মধ্যে ৩টি ঝুঁকিপূর্ণ, ৬টি অধিক ঝুঁকিপূর্ণ, শেখেরখীলের ৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৬টি ঝুঁকিপূর্ণ ও ২টি অধিক ঝুঁকিপূর্ণ, ছনুয়ার ৯টি ভোটকেন্দ্রের মধ্যে ২টি ঝুঁকিপূর্ণ ও ৩টি অধিক ঝুঁকিপূর্ণ।

    উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম বলেন, ‘বাঁশখালীতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এখানে প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করবে,ইনশাআল্লাহ।

    নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ‘বাঁশখালীতে সুষ্ঠু নির্বাচন হবে। শান্তিপূর্ণ নির্বাচন করতে যেসব পদক্ষেপ দরকার সবই নেওয়া হবে। তাছাড়া এ পর্যন্ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২৩ জন চেয়ারম্যানপ্রার্থীকে জরিমানা করা হয়েছে। এ নির্বাচনে নিরাপত্তা বাহিনীর ফোর্স থাকবে। পাশাপাশি প্রয়োজনীয় সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেটও দায়িত্বে থাকবেন।

    তাছাড়া ঝুঁকিপূর্ণ চিহ্নিত কেন্দ্রগুলোকে বিশেষ নজরদারিতে রাখা হবে। জনগণ যাতে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে তার জন্য সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসন থাকবে শক্ত অবস্থানে।

  • জামিনে মুক্ত ভারতে আটক বাঁশখালীর ৩২ জেলে, দেশে ফেরার অপেক্ষায়

    জামিনে মুক্ত ভারতে আটক বাঁশখালীর ৩২ জেলে, দেশে ফেরার অপেক্ষায়

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভুলবশত ভারতের জলসীমায় ঢুকে পড়ায় ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাঁশখালীর ৩২ জেলে জামিনে মুক্ত।

    গত বৃহস্পতিবার (০৯ জুন) কাকদ্বীপের জজ কোর্ট থেকে তারা জামিন পান বলে জানিয়েছেন ভারতীয় আদালতে বাংলাদেশের প্রতিনিধি কাজ করা মুহাম্মদ আবুল বশর।

    তিনি জানান, ‘সম্প্রতি কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের আউট পোস্টে কর্মরত এক পুলিশ সদস্যের ছোড়া এলোপাথাড়ি গুলিতে ঘটনায় হাই কমিশন বন্ধ থাকায় বাংলাদেশের জেলেদের দেশে ফেরা নিয়ে একটু জটিলতা তৈরি হয়েছে। ভারতীয় হাই কমিশন পুশব্যাক দিলে আগামী কয়েকদিনের মধ্যে দেশে ফেরার প্রত্যাশা করছেন তিনি।

    উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ায় সে দেশের কোস্ট গার্ডের হাতে আটক হয় বাঁশখালীর ৩২ জেলেসহ ৮৮জন। গত চারমাস ধরে তারা সে দেশের কারাগারে বন্দি ছিলেন।

  • বাঁশখালী পাইরাং জামিয়া হাফসা (রাঃ) মাদ্রাসা থেকে হিফজ বিভাগের ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

    বাঁশখালী পাইরাং জামিয়া হাফসা (রাঃ) মাদ্রাসা থেকে হিফজ বিভাগের ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

    রেজাউল আজিম (চট্টগ্রাম-বাঁশখালী প্রতিনিধি)

    বাঁশখালীর সরল ইউনিয়নের পাইরাং এ অবস্থিত জামিয়া হাফসা (রাঃ) বালক-বালিকা মাদ্রাসা ও হেফজখানার দাউর বিভাগের ছাত্র মোঃ আবরারুল হক আবিদ (১২) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ কর্মকর্তা।

    গতকাল ৬ জুন (সোমবার) মাগরিবের পর মাদ্রাসায় গিয়ে সরাসরি হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মোঃ আলমগীরের সাথে কথা বলে জানতে পারি, ছেলেটার মা মাদ্রাসার মহিলা কিতাব বিভাগের শিক্ষিকা হিসেবে আছেন প্রায় ৮ থেকে ৯ মাস যাবত। রবিবার রাতে তার মা বাড়িতে চলে যায়, সোমবার সকালে ৮ টার সময় তার মা বাড়ী থেকে মাদ্রাসায় আসে, মাদ্রাসায় সোমবার সকাল ৭ টার সময় নাস্তার ছুটিতে নাস্তা করে নাই, হিফজের ছাত্রদের ঘুমের ছুটির সময় সকাল ১০ টায় হুজুর আলমগীর তাকে তার মায়ের কাছে নাস্তা করার জন্য পাঠান, নাস্তা করে আসার পর হাফেজ সাহেব হিফজের সকল ছাত্রদের ঘুমাইয়া প্রিন্সিপাল থেকে ছুটি নিয়ে বাহিরে যায়, হাফেজ সাহেব বাহির থেকে প্রায়১২ টার সময় এসে ছাত্রদের ঘুম থেকে ডেকে দেওয়ার পর আবিদ কে না দেখলে চারিদিক খুঁজাখুঁজি করেন। হুজুর তার সঙ্গিদের কাছে জিজ্ঞেস করলে তার পাশের ছেলে বলেন, আবিদ ১১টার সময় পস্রাব করতে বাথরুমে ঢুকতে দেখি তারপর আমি আবার ঘুমিয়ে পড়ি, এরপর প্রিন্সিপাল মাওলানা আনোয়ার এর সাথে আলাপ করলে জানতে পারি :- আমি ১১ টার সময় অফিসে ক্লাসরত অবস্থায় আবিদকে অফিস ক্রস করে যেতে দেখলে আমি তাকে ডাক দিয়েছি তবে সে বলেছে আমার ভালো লাগেনা তাই হাটতেছি বলে চলে যায় অফিসের পূর্ব পাশের রুমে ঢুকে যায় তবে অফিসে আর আসে নাই বলে কিছু বলা হয়নাই। ১২ টার সময় যখন চারিদিক খুঁজাখুঁজি হয় এক ফাঁকে তার ছোট ভাই ঐ রুমে উকি দিয়ে আবিদকে দেখলে তার মা ফারভিন আক্তার কে বললে, মা এসে দেখে ছেলে ঝুলন্ত অবস্থায়। সবাই জানা জানি হয়েগেলে প্রশাসনের উপস্থিতে প্রিন্সিপাল মাওঃ আনোয়ার ছাত্র আবিদের ঝুলন্ত লাশ নামায়। প্রশাসন লাশ থানায় নিয়ে গেলে বাঁশখালী থানা তদন্ত অফিসারকে ঘটনা স্থলে পাঠালে উপরের উল্লেখিত তথ্য ব্যতিত কোন তথ্য পায় নাই বলে জানান তদন্ত অফিসার। তদন্ত অফিসার আরও জানান আবিদের মায়ের সাথে বারবার কথা বলার চেষ্টা করলে মা ফারভিন বার বার বেহুশ হওয়ার কারণে কথা বলা হয় নাই।

    বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন এর সাথে মামলার বিষয়ে আলাপ হলে জানান, মা বাবার সম্মতিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে আরও বলেন ইউ ডি (অস্বাভাবিক মৃত্যু) মামলা করা হয়েছে।

  • বাঁশখালী চাম্বল ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করেছেন নির্বাচন কমিশন

    বাঁশখালী চাম্বল ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করেছেন নির্বাচন কমিশন

    রেজাউল আজিম (চট্টগ্রাম-বাঁশখালী) প্রতিনিধি

    চট্টগ্রামের বাঁশখালীতে আজ ৫ জুন (রোববার) চাম্বল ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করে দিলেন নির্বাচন কমিশন।

    চাম্বল ইউনিয়নের চেয়ারম্যানের বারবার দেয়া সাম্প্রতিক বক্তব্যের পর
    নির্বাচনি আচরণবিধি ভঙ্গ হওয়ার অভিযোগে নির্বাচনি তফসিল স্থগিতের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করায় তার বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে কমিশন।

    আজ ৫ জুন(রোববার) নির্বাচন কমিশনের এক বিবৃতিতে বলেন, আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য চট্টগ্রামের বাঁশখালী উপজেলাধীন চাম্বল ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

  • বাঁশখালী সরলের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব লেয়াকত আলীর উপর সন্ত্রাসী বাহিনীর হামলা

    বাঁশখালী সরলের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব লেয়াকত আলীর উপর সন্ত্রাসী বাহিনীর হামলা

    রেজাউল আজিম- (বাঁশখালী প্রতিনিধি),

    চট্টগ্রামের বাঁশখালীর সরল ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বাতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার ও তার সমর্থকের উপর আজ শুক্রবার বিকেলে সন্ত্রাসীদের সিনামা স্টাইল হামলায় বেশ কয়েকজন সমর্থকসহ তিনি আহত।

    আজ ৩ এ মে জুমাবার বিকেল ৪ ঘটিকার সময় ৭ নং সরল ইউনিয়নে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত তথ্য সমূহ স্বাতন্ত্র প্রার্থী আলহাজ্ব লিয়াকত আলী তালুকদারের ছেলে জানান :- আমার আব্বা অত্র ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এবং বর্তমান স্বাতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থী হন। আব্বার শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণায় প্রতিপক্ষ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রশিদ আহমেদের উপস্তিতিতে ও সরাসরি তার আদেশে অতর্কিত সশস্ত্র সন্ত্রাসী বাহিনীদের দ্বারা হামলা চালান। হামলা চালালে কমপক্ষে ২০ থেকে ২৫ জন সমর্থক হয়েছেন, হামলার নেতৃত্বদান কারিদের মধ্যে ছিলেন বাহার, সেলিম ( মেম্বার প্রার্থী) সহ সশস্ত্র সন্ত্রাসী বাহিনীরা।

    এতে গুরুতর আহত হন:- স্বাতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার (৭০) সহ যারা আহত হয়েছেন: মোঃ আমানুল্লাহ(৩২),মোঃ হাসান(২২), মোঃ আহমদুল্লাহ (৩০) সহ আরো প্রায় ২০/২৫ জন মতো গুরুতর আহত হন।

    এ বিষয়ে বাঁশখালী নির্বাচন অফিসার মোহাম্মদ ফয়সাল আহমেদ এর সাথে আলাপ করলে জানান, সরলের সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলেন।

    বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. কামাল উদ্দিন এর সাথে আলাপ করলে জানান, বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট অপরাধীর বিরুদ্ধে প্রদক্ষেপ নেওয়া হবে।

  • ইভিএম বানাইছে সরকার না হলে ভোট রাতেই নিয়ে নিতাম, নৌকা প্রার্থী মুজিব

    ইভিএম বানাইছে সরকার না হলে ভোট রাতেই নিয়ে নিতাম, নৌকা প্রার্থী মুজিব

    চট্টগ্রাম বাঁশখালী সংবাদদাতা,

    গত ২৮ মে শনিবার চট্টগ্রামের বাঁশখালী ১০নং চাম্বল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুজিবুল হক চৌধুরীর ১নং ওয়ার্ড ঘোদারপাড়ে পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় তাহার দলীয় নেতা এবং সমর্থকদের বিশাল সমাগম হয়।পথসভায় সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যের লাইভ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক চৌধুরী বক্তব্যের এক মুহুর্তে বলেন, ইভিএম ভোট যদি না হতো ভোট দেওয়ার জন্য কাউকে খুঁজতাম না সব ভোট আমি রাতেই দিয়ে দিতাম, আমি ঐ মাল সুযোগ পেলে একবারে ২০হাজার নিয়ে ফেলি এই বক্তব্যের বিষয়ে বিভিন্ন মিডিয়া ফোনে আলাপ করলে নৌকা প্রার্থী মুজিবুল হক বলেন,

    এটা সম্পূর্ণ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এডিট ভিডিও ভাইরাল করে। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তথ্য সূত্রে জানান, ভোটের দিন মারধরের হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে বারে বারে, নির্বাচন অফিসারের সাথে কথা বললে জানান, তদন্ত করে সঠিক তথ্য সূত্রে নির্বাচনের আচারণবিধি লংঘন হলে পদক্ষেপ নেওয়া হবে বলে জানায়। ভাইরাল হওয়া ভিডিওটি জনগণের চোখে পড়লে পুরো এলাকা জুড়ে সমালোচনার ঝড় বহে।

  • সমস্ত বাঁধা পেরিয়ে প্রার্থিতা ফিরে পেলেন, আলোচিত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আরিফ উল্লাহ

    সমস্ত বাঁধা পেরিয়ে প্রার্থিতা ফিরে পেলেন, আলোচিত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আরিফ উল্লাহ

    আলমগীর ইসলামাবাদী- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে গণ্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ প্রার্থিতা ফিরে পেয়েছেন।

    রবিবার (২৯ মে ২২) বিকাল ৪টায় হাইকোর্টের আপিল বিভাগে তার প্রার্থিতা বহাল রাখতে রিটার্নিং কর্মকর্তাকে আদেশ দিয়েছেন।

    বিচারপতি মুহাম্মদ খসরুজ্জামান এবং মুহাম্মদ ইকবাল কবীরের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ-১৫, এনেক্স-এ শুনানি শেষে আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার করেন। মাওলানা আরিফ উল্লাহর পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট খায়ের এজাজ মাসুদ ও অ্যাডভোকেট মুহাম্মদ মুসা।

    মাওলানা মোহাম্মদ আরিফ উল্লাহ চট্টগ্রাম জেলা প্রতিনিধিকে এ তথ্য নিশ্চিত করেন।

    এর আগে গত ১৭ মে যাচাই-বাছাইকালে আয়করের রশিদ জমা না দেওয়ার অভিযোগ এনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আরিফ উল্লাহর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

    সেই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আরিফ উল্লাহর পক্ষে আবেদন করা হলেও প্রথমে মনোনয়নপত্র বাতিলের আদেশ বহাল রেখে আপিলটি খারিজ করে দেন আদালত। পরে মনোনয়ন ফিরে পেতে ফের রিট করেন তিনি। শুনানি শেষে বিচারপতি মুহাম্মদ খসরুজ্জামান এবং মুহাম্মদ ইকবাল কবীরের যৌথ বেঞ্চ তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। একই সাথে প্রতীক বরাদ্দ দিয়ে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিতে রির্টানিং কর্মকর্তাকে নির্দেশ দেন।

    বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা সুত্রে জানা যায়, আগামী ১৫ জুন বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে গণ্ডামারা ইউনিয়নে চেয়ারম্যান পদে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    রিটার্নিং কর্মকর্তা ফয়সাল আলম জানান, উচ্চ আদালত থেকে মাওলানা আরিফ উল্লাহর প্রার্থিতা বহালের নোটিশ এখনও আমার কাছে পৌছায়নি। নোটিশ পৌঁছালে মাওলানা আরিফ উল্লাহকে প্রতীক দেওয়া হবে।

    প্রার্থিতা ফিরে পাওয়ার পর স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আরিফ উল্লাহ চট্টগ্রাম জেলা প্রতিনিধিকে বলেন, আমার নির্বাচনী এলাকা গণ্ডামারা এলাকাবাসীর দোয়ায় আমি প্রার্থিতা ফিরে পেয়েছি। গণ্ডামারাবাসীর কাছ থেকে কেউ আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না।

  • দীর্ঘ ৭ মাস কারা ভোগের পর মুক্তি পেলো এক পরিবারের ২সন্তান

    দীর্ঘ ৭ মাস কারা ভোগের পর মুক্তি পেলো এক পরিবারের ২সন্তান

    মোঃ রেজাউল আজিম- (বাঁশখালী-প্রতিনিধি),

    প্রায় ২১৭দিন কারা ভোগান্তির পর ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম দক্ষিন জেলার সাধারণ সম্পাদক বাঁশখালী জলদীর কৃতিসন্তান মাওলানা মোবারক হোসাইন আসিফ ও তার ছোট ভাই মঈনুল হাসান হাবিব আজ ২৩মে রোজ সোমবার সন্ধ্যা ৬টার সময় সারা দিন জেল গেইটে হয়রানির পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। এর আগে হাইকোর্ট তাদের জামিন মঞ্জুর হলেও বিচারকের সাক্ষরের জন্য অনেক ভোগান্তির পর মুক্তি পান ।

    বাঁশখালীতে গত ১৩ ই অক্টোবর ২০২১ ইং বুধবার কুমিল্লায় কোরআন অবমাননার ঘটনার পর বাঁশখালী জলদীতে সংঘটিত মিছিল ও সংখ্যালঘুর বসতবাড়িতে হামলার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার করা হলেও তিনি বলেন আমি নির্দোষ।

    তিনি আরও জানান! জলদি মিয়ার বাজার চৌধুরী নিউ মার্কেটের ২য় তালায় আমার এবং ছোট ভাইয়ের ব্যবসায়ী প্রতিষ্ঠান। আমার দোকানে কাজ করার সময় বুধবার রাত প্রায় ৯ টার সময় হঠাৎ করে এক বিশাল মিছিলের স্লোগান শুনা যায়, আমি দোকান থেকে বের হয়ে দেখলাম পরিস্থিতি খুবই ভয়াবহ, তৌহিদী জনতা বেশি উত্তজিত হলে আমি নিচে গিয়ে দেখি মিছিল টা কোন দলীয় নয় আমজনতার (স্বাতন্ত্র)। আমি এলাকার স্থানিয় এবং বাজার কমিটির দায়িত্বশীল হিসেবে সবাই আমাকে চিনে। সেই পরিচয়ে এক পুলিশ অফিসার আমাকে বলে, আপনি একটু মিছিল কারীদের শান্ত করুন। তাদের অনুরুধ রাখার জন্য আমি একটা ট্রাকের উপর উঠে মুসল্লীদের শান্ত হওয়ার জন্য আহ্বান করি এবং তাদের দাবী পুলিশ অফিসারকে উপস্থাপন করলাম, অফিসার মুসল্লীদের দাবী মেনে নিলে সবাই অফিসারের উপস্থিতিতে মিছিল শেষ করে দিয়ে সবাই নিজ নিজ গন্তব্যে চলে যায়, এই অপরাধে আমি গ্রেফতার।

    তিনি আরও জানান :- আমার কেইস পাটনার বেশিরভাগ মুক্তি পেলেও একেবারে দেরিতে মুক্তি পেলাম আমরা এক পরিবারের দুই ভাই।

    তারা দুই ভাইয়ের মুক্তিতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন সাংগঠনিক উপরস্থ দায়িত্বশীলগণ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ , ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলনের নেতা কর্মী সমর্থকরা।