Category: বাঁশখালী

  • বাঁশখালীতে আসন্ন ইউপি নির্বাচনে যারা নৌকা পেয়েছেন।

    বাঁশখালীতে আসন্ন ইউপি নির্বাচনে যারা নৌকা পেয়েছেন।

    আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

    বাঁশখালীর প্রায় ১৪ টি ইউনিয়ন থেকে নৌকার প্রতিকের জন্য আবেদন করেছেন প্রায় ৪৯ জন প্রার্থী। তারমধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় যারা নৌকা পতিক পেয়েছেন ;
    ১নং পুকুরিয়া- বোরহান উদ্দিন।
    ২নং সাধনপুর – মহিউদ্দিন খোকা।
    ৩নং খানখানাবাদ- জসিম হায়দার।
    ৪ নং বাহারছড়া – তাজুল ইসলাম।
    ৫নং কালিপুর – আনম শাহাদাত আলম।
    ৬নং (ক) বৈলছড়ী- কফিল উদ্দিন।
    ৬নং (খ) কাথারিয়া- ইবনে আমিন।
    ৭নং সরল- রশিদ আহমদ চৌধুরী।
    ৯নং (ক)গন্ডামারা- জাহেদুল ইসলাম মার্শাল।
    ৯নং (খ) শীলকূপ -কায়েস সরওয়ার সুমন।
    ১০নং চাম্বল- মুজিবুল হক চৌধুরী।
    ১১নং পুইছড়ী- তারেক রহমান।
    ১২ (ক) শেখেরখীল – মোহাম্মদ ইয়াছিন।
    ১২নং (খ) ছনুয়া- মুজিবর রহমান।

  • বাঁশখালী ইউপি নির্বাচনে যারা নৌকা পেয়েছেন

    বাঁশখালী ইউপি নির্বাচনে যারা নৌকা পেয়েছেন

    মোঃ রেজাউল আজিম (বাঁশখালী প্রতিনিধি)

    বাঁশখালীর প্রায় ১৪ টি ইউনিয়ন থেকে নৌকার প্রতিকের জন্য আবেদন করেছেন প্রায় ৪৯ জন প্রার্থী। তারমধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় যারা পেয়েছেন ;
    ১নং পুকুরিয়া→ বোরহান উদ্দিন।
    ২নং সাধনপুর → মহিউদ্দিন খোকা।
    ৩নং খানখানাবাদ→ জসিম হায়দার।
    ৪ নং বাহারছড়া → তাজুল ইসলাম।
    ৫নং কালিপুর → আনম শাহাদাত আলম।
    ৬নং (ক) বৈলছড়ী→ কফিল উদ্দিন।
    ৬নং (খ) কাথারিয়া→ ইবনে আমিন।
    ৭নং সরল→ রশিদ আহমদ চৌধুরী।
    ৯নং (ক)গন্ডামারা→ জাহেদুল ইসলাম মার্শাল।
    ৯নং (খ) শীলকূপ -কায়েস সরওয়ার সুমন।
    ১০নং চাম্বল→ মুজিবুল হক চৌধুরী।
    ১১নং পুইছড়ী→ তারেক রহমান।
    ১২ (ক) শেখেরখীল → মোহাম্মদ ইয়াছিন।
    ১২নং (খ) ছনুয়া→ মুজিবর রহমান।

  • মনোনয়ন পত্র জমা দিলেন কাথারিয়ার সাবেক মেম্বার আনোয়ার ইসলাম মিয়া

    মনোনয়ন পত্র জমা দিলেন কাথারিয়ার সাবেক মেম্বার আনোয়ার ইসলাম মিয়া

    মোঃ রেজাউল আজিম (বাঁশখালী প্রতিনিধি)

    বাঁশখালী ৬নং কাথারিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার আনোয়ার ইসলাম মিয়া আজ ১৩ মে জুমাবার সাধারণ সদস্যের মনোনয়ন পত্র জমা দিলেন।

    তিনি বলেন; আলহামদুলিল্লাহ ২০১৪ সালে ৫নং ওয়ার্ড থেকে পুরো বাঁশখালীতে সমস্ত মেম্বার প্রার্থীর চেয়ে বিপুল ভোটে আমার এলাকার মানুষ আমাকে জয় যুক্ত করছেন। আমি বিগত ১৪ সালে মেম্বারের দায়িত্বে থাকা কালীন আমার দায়িত্ব যথাযথ পূরণ করেছি সেই সুবাদে এলাকার সমস্ত মান্যগণ্য ব্যাক্তি এবং সাধারণ মানুষের আনুরুধে আবারও আমি আমার ৫ নং ওয়ার্ডের সাধারণ সদস্যের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র নিয়ে আজকে জুমাবার জমা দিলাম। আমি আশাবাদী আমার নির্বাচনী এলাকায় মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে এবং এলাকা সর্বসাধারন মানুষের দোয়া ও সমর্থনে আমি আবারও বিপুল ভোটে বিজয় হবো ইনশাল্লাহ।

    আরও অসংখ্য সমর্থকরা বলেন, আমাদের এলাকায় আনোয়ার ইসলাম মিয়া ভাই যখন ২০১৪ সালে মেম্বার ছিলেন তখন প্রচুর উন্নয়ন করছেন এবং এবারো আমরা তাকে মেম্বার বানাবো ইনশাল্লাহ।

  • রমজানের শেষে ঈদের শপিং এর জুয়ার বাঁশখালী উপজেলার ছোট বড় সমস্ত মার্কেটে

    রমজানের শেষে ঈদের শপিং এর জুয়ার বাঁশখালী উপজেলার ছোট বড় সমস্ত মার্কেটে

    মোঃ রেজাউল আজিম- (বাঁশখালী প্রতিনিধি),

    বাঁশখালীতে জমজমাট ঈদের বাজার, জলদি উপজেলা লক্ষী স্কয়ার, জিএস প্লাজা, মিয়ার বাজারের চৌধুরী নিউ মার্কেট এবং গুনাগরী সপ্নীল সুপার মার্কেট সহ হাজী আব্দুল গণি প্লাজা। আজ ২৯ শে রমজান আর মাত্র ঈদের বাকি একদিন। তাই বেশ জমজমাট বাঁশখালী জলদী এবং গুনাগারির বিভিন্ন মার্কেট গুলো । মার্কেটে সারাক্ষণ থাকে ক্রেতাদের উপচে পড়া ভিড়।
    বিকেল বেলার সময় মার্কেটে আরও জমজমাট বেশি। পছন্দের জিনিসপত্র কিনতে ব্যাস্ত সব বয়সের নারী-পুরষ।

    বাঁশখালী বিগ বাজার থেকে শুরু করে ছোট বড় সকল প্রকারের দোকান গুলোতে। সাধারণের পদভারে মার্কেট গুলোর সমস্ত বিক্রেতারা নির্ঘুম। উপজেলার আওতাধীন বড় বড় বাজারগুলোতে ঈদ যতই ঘনিয়ে আসছে ক্রেতাদের ভিড় ততই বাড়ছে।
    দোকানীরাও ক্রেতাদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে। বেচাকেনা বেশি হওয়ায় দোকানের কর্মচারীর সংখ্যা ও বৃদ্ধি করা হয়েছে।

    বাঁশখালীর বিভিন্ন এলাকা থেকে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে জামজটের কারণে অনেকে বাধ্য হয়ে বাঁশখালী থেকে কেনাকাটা করছেন। উপজেলা সদর, মিয়ারবাজার, গুনাগরি, কালীপুর, চাম্বল বাজার, প্রেমবাজারের প্রধান সড়কে এই মার্কেটগুলোকে বিভিন্ন ধরনের লাইটিংয়ে সাজানো হয়েছে বর্ণিল সাজে। একই সাথে ফুটপাতের দোকানগুলোকেও আকর্ষণীয় করে সাজিয়ে তোলা হয়েছে। উপজেলা সদরের ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায়, দেশিয় পোশাকের চেয়ে ভারতীয় পোশাক বেশি পছন্দ করছে মহিলারা।

    বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দিন জানান, আসন্ন ঈদকে সামনে রেখে বিভিন্ন বাজারে ক্রেতা সাধারণের নিরাপদ কেনাকাটা নিশ্চিত করতে বিভিন্ন বাজারে আইনশৃংঙ্খলা বাহিনীর বিশেষ টিম মোতায়েন করা হয়েছে।

  • বাঁশখালীতে প্রবাসী ওলামা সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

    বাঁশখালীতে প্রবাসী ওলামা সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    বাঁশখালীতে প্রবাসী ওলামা সোসাইটির ইফতার মাহফিল ও আলোচনা সভা আজ (শনিবার) বিকেলে বাঁশখালী পৌরসভার গ্রীণপার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা আমীর মাওলানা বোরহান উদ্দীন আল রাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার বক্তব্য রাখেন, বাঁশখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট দিদারুল ইসলাম, জলদী বড় মাদরাসা সাবেক মুহতামিম মাওলানা নুরুল হক সুজিশ, বৈলছড়ি মাদরাসার সাবেক পরিচালক মাওলানা আজিজুর রহমান, মাওলানা মুফতি ওবায়দুল্লাহ, সংগঠনের মহাসচিব মাওলানা মহিউদ্দিন খান জসিম, সোসাইটির আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আবদুল হান্নান, সংগীত শিল্পী মাওলানা আসহাব উদ্দীন আল আজাদ, দারুল কারীম মাদরাসার পরিচালক সাংবাদিক মাওলানা শফকত হোসাইন চাটগামী, মাওলানা সোহাইল, মাওলানা ইব্রাহিম, মাওলানা নুরুল আলম ফারুকী, মাওলানা রফিকুল ইসলাম বোয়ালী, মাওলানা মোস্তাক প্রমুখ।
    ইফতার মাহফিলে সোসাইটির পক্ষ থেকে বাঁশখালীর অন্ধ, প্রতিবন্ধিসহ অসহায় আলেমদের তালিকা করে তাদের সহযোগিতার ঘোষণা দেন।

    ছবি ক্যাপশন : বাঁশখালী প্রবাসী ওলামা সোসাইটির ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন সংগঠনের চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দীন আল রাজী।

  • ৩০ শে এপ্রিল শনিবার বাঁশখালী প্রবাসী ওলামা সোসাইটির ইফতার মাহফিল

    ৩০ শে এপ্রিল শনিবার বাঁশখালী প্রবাসী ওলামা সোসাইটির ইফতার মাহফিল

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    আগামী ৩০ শে এপ্রিল শনিবার , বিকাল ০৩ টা থেকে বাঁশখালী উপজেলা গ্রীন কনভেনশন হলে, চট্টগ্রাম বাঁশখালী প্রবাসী ওলামা সোসাইটির উদ্যোগে, মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে, উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করবেন সোসাইটির কেন্দ্রীয় চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ বোরহানউদ্দিন আল রাজী ও অনুষ্ঠান সঞ্চালনায় সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মহিউদ্দিন খান জসিম।

    বাঁশখালী প্রবাসী ওলামা সোসাইটির ইফতার মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ঐতিহ্যবাহী দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা নিকেতন বাঁশখালী চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম মাদরাসার প্রধান পরিচালক পীরে কামেল আলহাজ্ব আল্লামা শাহ্ আবদুল জলিল সাহেব দাঃবাঃ
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
    বাঁশখালী পৌরসভার সম্মানিত মেয়র এডভোকেট তোফায়েল বিন হোসাইন, এছাড়া উক্ত ইফতার মাহফিলে আরো উপস্থিত থাকবেন বাঁশখালী উপজেলার ওলামা মাশায়েখ, সাংবাদিক, বুদ্ধিজীবী, আইনজীবী, ব্যবসায়ী ও সমাজের কেটে খাওয়া সাধারণ মুসল্লীসহ সমাজের গান্যমান্য বর্গ বৃন্দ।

    সোসাইটির লক্ষ উদ্দেশ্য নিয়ে কেন্দ্রীয় মহাসচিবের বক্তব্য
    জনপদের উন্নয়নে প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠা, স্বনির্ভরতা অর্জন ,দারিদ্র্য বিমোচনে বিশ্বের বুকে লাল-সবুজের পতাকাবাহী বাঁশখালী উপজেলার একদল তরুণ যুবা বুদ্ধিদীপ্ত চৌকস মননশীল মেধাবী ইমাম খতিব,ইন্জিনিয়ার,আইটিবিশেষজ্ঞ, শিক্ষক, ব্যবসায়ী সহ ভিন্ন ভিন্ন পেশার রেমিট্যান্স ফাইটার ও দেশে অবস্থানরত (দশ পার্সেন্ট) প্রতিভাবান শিক্ষক, ইমাম,খতিব, মুফতি, মুহাদ্দিস,আইনজীবী, সাংবাদিক, আর্কিটেক্ট, পেশাজীবি ব্যবসায়ীদের সমন্বয়ে অরাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ঐক্যবদ্ধ প্লাটফর্ম “চট্টগ্রাম বাঁশখালী প্রবাসী ওলামা সোসাইটি”

    চট্টগ্রাম বাঁশখালী প্রবাসী ওলামা সোসাইটির এই মহত আয়োজনটি সামাজিক কাজের অংশ হিসাবে সদস্যদের কল্যাণ ফান্ডের অর্থায়নে, ঐতিহাসিক মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল কে আল্লাহ তা’আলার কামিয়াব করুক, আমিন।

  • যোগ্য মেয়র হিসেবে জনগনের মুখে মুখে এডভোকেট তোফাইল বিন হোসাইন

    যোগ্য মেয়র হিসেবে জনগনের মুখে মুখে এডভোকেট তোফাইল বিন হোসাইন

    মোঃ রেজাউল আজিমঃ- (বাঁশখালী-প্রতিনিধি),

    গত ২৬ এপ্রিল মঙ্গলবার হঠাৎ বাঁশখালী পৌর সদরে ইফতারের পুর্ব মুহুর্তে এক মালবাহী ট্রাক নষ্ট হয়ে জেমে আটকে পড়ে। চলার পথে নব-নির্বাচিত মেয়র এডভোকেট তোফাইল বিন হোসাইন এর চোখে পড়লে নিজের গাড়ি থেকে নেমে যায়। সর্ব সাধারণ মানুষের সাথে ঐ গাড়িতে হাত লাগিয়ে সহযোগীতায় অংশ নেন মেয়র সাহেব।

    এ দৃশ্য জনগনের চোখে পড়লে জনগন আনন্দিত হন যোগ্য মেয়র পেয়েছি বলে।
    সাধারণ মানুষের মন্তব্য :- এমন প্রতিশ্রুতি ভোটের আগে বিভিন্ন প্রার্থীরা দেখাতো কিন্তু ভোটের পরে কোন খবর থাকেনা। এমন জনপ্রতিনিধি হওয়া চাই আমাদের মেয়র সাহেবের মত। আমরা মনে করি এই কাজে হাত বাড়ানোর কারণে মেয়রের মান সম্মান কমে নাই বরং বেড়েছে। আমজনতা ধন্যবাদ জানিয়ে গাড়িতে তুলে দেন মেয়র সাহেব কে।

  • বাঁশখালীতে আওয়ামীলীগের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

    বাঁশখালীতে আওয়ামীলীগের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ ২৭ শে এপ্রিল রোজ বুধবার বিকালে বাঁশখালী উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, মহিলালীগ ও ছাত্রলীগের আয়োজনে উপজেলার পৌর সদর আওয়ামীলীগ অফিস কার্যালয়ের মাঠ প্রাঙ্গনে বাঁশখালী উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ তাজুল ইসলামের সঞ্চলনায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম (১৬) বাঁশখালী আসনের সাংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী পৌর সভার মানবতার মেয়র এডভোকেট তৌফাইল বিন হোসাইন, ৭নং সরল ইউনিয়ন চেয়ারম্যান রশিদ চৌধুরী, কালীপুর চেয়ারম্যান আ,ন,ম শাহাদাত আলম, চাম্বল ইউনিয়ন চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বৈলছড়ী ইউনিয়ন চেয়ারম্যান কফিল উদ্দিন চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুবলীগ, মহিলালীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেন বাংলাদেশ আগামী বিশ্ব রোল মডেল হতে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ বাংলাদেশকে এগিয়ে নিতে গণতন্ত্রের স্বপ্নদ্রষ্ট্রা মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

    পরে সকলের শান্তি কামনায় আল্লাহ তা’আলার নিকট সকল নেতৃবৃন্দ যেন সত্যিকার মুসলমান হয়ে জীবনযাপন করতে পারে মতো দোয়া কামনা করেন এবং সকলে ইফতার গ্রহণের মধ্যে দিয়ে দেশ ও জাতির শুভ কামনা করে আলোচনা সভা ও ইফতার মাহফিল সমাপ্ত হয়।

  • সৌদিআরবে বিভিন্ন মসজিদে ইমাম ও দেশের মুখ উজ্জল করছেন চট্টগ্রামের হাফেজ ও আলেমরা

    সৌদিআরবে বিভিন্ন মসজিদে ইমাম ও দেশের মুখ উজ্জল করছেন চট্টগ্রামের হাফেজ ও আলেমরা

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    সম্প্রতি দেশ-বিদেশে বিভিন্ন কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহন করেছেন বাংলাদেশি হাফেজে কুরআনরা। মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে প্রতি বছরই কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী হাফেজে কুরআনরা তারাবির ইমামতি করে লাল সবুজের পতাকা ও বাংলাদেশের মান সম্মান বৃদ্ধি করে চলেছেন। চট্টগ্রাম থেকে সমাপ্ত হওয়া হাফেজে কোরআনরা সেই সম্মানকে সামনে রেখেই সৌদি আরবের প্রায় মসজিদে তারাবি পড়িয়ে নিজেদের যোগ্যতা প্রমানের পাশাপাশি দেশের মুখ উজ্জল করছেন।

    চট্টগ্রামের ছেলে সৌদি প্রবাসী হাফেজ মাওলানা মোঃ তৌহিদুল ইসলামের তার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আলহামদুলিল্লাহ চট্টগ্রামের হাফেজে কুরআনরা সৌদিতে তারাবির ইমামতি করে লাল সবুজের পতাকা ও বাংলাদেশের মান সম্মান সর্বদা বৃদ্ধি করেছেন। তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে সৌদিআরবে প্রবাস জীবনে আছি। এবার মনে ভিন্নরকম প্রশান্তি পাচ্ছি। বিভিন্ন সৌদি মসজিদে চট্টগ্রামের হাফেজে কুরআনরা তারাবির নামাজ পড়াচ্ছে। তাদের কন্ঠে কুরআন তেলাওয়াত শুনে সৌদি সহ বিভিন্ন দেশের মুসল্লিরা সন্তুুষ্টি প্রকাশ করছে। এতে নিজের দেশের হাফেজদের যোগ্যতা ও আত্মবিশ্বাস দেখে গর্বে বুক ভরে উঠে।

    এবারও শতাধিক চট্টগ্রামের হাফেজে কুরআন সৌদিতে তারাবি ও নামাজের ইমামতি করছেন। তাদের মধ্যে অন্যতম জেদ্দার আল বাওয়াদী মসজিদে রাঙ্গুনিয়ার সরফভাটা গ্রামের হাফেজ ক্বারী ইব্রাহীম।সৌদির মাহাইল আছির মসজিদুল ফালাহ মসজিদে বাঁশখালী বড়ঘোনা গ্রামের হাফেজ মাওলানা মোহাম্মদ রহমত উল্লাহ। আবাহা সৌদি আরব জামে আবু বকর মসজিদে সাতকানিয়ার হাঙ্গরমুখের মাওলানা জমির উদ্দিন। জেদ্দার মসজিদ আল ফারুকে ইমামতি করছেন সাতকানিয়ার ছমদর পাড়ার মাওলানা ক্বারী রায়হান উদ্দীন। সৌদি আরবের জামে আবুবকর মসজিদে সাতকানিয়ার হাঙ্গরমূখ গ্রামের হাফেজ তাওহিদুল ইসলাম। সৌদি আরবের মাহাইল আছির উসমান বিন আফফান (রাঃ) মসজিদে দোহাজারীর হাফেজ মাওলানা ইদ্রিস মোসলেহ। সৌদির জামে কানাহ্ বিলা মসজিদে চন্দনাইশের দোহাজারীর হাফেজ এমদাদুল্লাহ। সৌদির জামে আল বুরুজ এয়ারফোর্ট মসজিদে বাঁশখালীর বৈলছড়ি গ্রামের হাফেজ হুদ। সৌদির তায়েফে চন্দনাইশের দোহাজারীর হাফেজ মাওলানা মুজাহিদ উল্লাহসহ প্রমূখ।

  • রমজানের পরেই আনুষ্ঠানিক ভাবে চালু হচ্ছে বাঁশখালী মডেল মাদ্রাসা

    রমজানের পরেই আনুষ্ঠানিক ভাবে চালু হচ্ছে বাঁশখালী মডেল মাদ্রাসা

    মোঃ রেজাউল আজিমঃ- (বাঁশখালী-প্রতিনিধি),

    সাংবাদিক মাওঃ শফকত হোসাইন চাটগামীর প্রতিষ্ঠিত, বাঁশখালী পৌরসভায় অবস্থিত দারুল কারীম পরিচালিত (ভিআইপি শাখা) বাঁশখালী মডেল মাদ্রাসা রমজানের পর আনুষ্ঠানিক ভাবে পাঠ্য কার্যক্রম চালু হচ্ছে।

    পরিচালকের বক্তব্য :- বাঁশখালী মডেল মাদরাসা হবে সম্পুর্ণ জাকাত ফিৎরা ও ছদকা মুক্ত। আন্তর্জাতিক মানের শিক্ষক দ্বারা পরিচালিত বাঁশখালীর এই ব্যতিক্রমী মাদরাসাটিতে থাকবে শিক্ষার্থীদের জন্য সব ধরণের সুযোগ সুবিধা। থাকবে দারোয়ান ও সার্বক্ষনিক সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তা ব্যবস্থা। পলাতক ছাত্রদের জন্য কঠোর নজরদারি ও নিরাপত্তা প্রদান। কাপড় ছোপড় পরিস্কার, ধোয়া ও আইরনের জন্য ফ্রি লন্ড্রি ব্যবস্থা। আর স্বাস্থ্য ও মানসম্মত ৩ বেলা উন্নতমানের খাবার ও নাস্তা তো আছেই। হিফজের সাথে জেনারেল ৫ম শ্রেণী পযর্ন্ত বাংলা ইংরেজি ও গণিত শিক্ষা প্রদান। ফলে একটা ছাত্র হাফেজ হওয়ার পাশাপাশি ৫ম শ্রেণীতে উত্তীর্ণ হবে। ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

    ভর্তির সাথে যা যা থাকছে,,
    বালিশ, কম্বল, বেডসিট, মশারী, পাঠবই, কোরআন শরীফ, ব্যাগ, ডায়েরী মাদরাসা থেকে ফ্রি সরবরাহ করা হবে।
    রমজানের পরই উদ্বোধন ইনশাআল্লাহ। বিস্তারিত সরাসরি অথবা টেলিফোনে জানতে পারবে।
    বাঁশখালী মডেল মাদরাসার কার্যক্রম সফল হোক সেই দোয়া কামনা করি।