Category: বাঁশখালী

  • কেইস পাটনার বেশির ভাগ মুক্তি পেলেও হতভাগা এক পরিবারের দুই সন্তানের আজও মুক্তি মিলল না

    কেইস পাটনার বেশির ভাগ মুক্তি পেলেও হতভাগা এক পরিবারের দুই সন্তানের আজও মুক্তি মিলল না

    নিজস্ব প্রতিবেদক,

    বাঁশখালী পৌরসভার সম্ভ্রান্ত পরিবারের দুই সন্তান মাওলানা মোবারক হোসাইন আসিফ ও তার ছোট ভাই মঈনুল হাসান হাবিব এর জামিন মিললো না এখনো। তারা দুই জনই পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি, তাদের বন্দী হওয়ার পর বৃদ্ধ মা-বাবা স্ত্রী সন্তানের অবস্থা খুবই শোচনীয়।

    ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক, মাওলানা মোবারক হোসাইন আসিফ এক ছেলে এক মেয়ে সন্তানের বাবা। তার সন্তানদের মুখে শুনা যায়:- আমরা শেষ রাতে তাহাজ্জুদ পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলি বাবাকে যেন আমরা দ্রুত আমাদের মাঝে ফিরে পায়। এমনকি তার ছেলে বলে মোঃ আব্দুল্লাহ ইবনে মোবারক বলে :- একবার রাতে বাবা এসে আমাকে ঘুম থেকে ডেকে দেয়। আমি প্রথমে বাবাকে জড়িয়ে ধরি তারপর বাবা বলে, আব্বু আমি এখন চলে যায়। ছেলে বলল! আমি যেতে না দিলেও জোরপূর্বক আমাকে ছেড়ে চলে যায় বাবা। মেয়ে বলে, আমার সারারাত ঘুম আসেনা বাবাকে ছাড়া।

    গত ১৩ ই অক্টোবর ২০২১ ইং বুধবার কুমিল্লায় কোরআন অবমাননার ঘটনার পর বাঁশখালী জলদীতে সংঘটিত মিছিল ও সংখ্যালঘুর বসতবাড়িতে হামলার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার করা হলেও তিনি বলেন আমি নির্দোষ। তার পরিবারে পাঠানো চিঠিতে এবং তার কেইস পাটনার দের তিনি বলেন! জলদি মিয়ার চৌধুরী মার্কেটর ২য় তালায় আমার এবং ছোট ভাইয়ের ব্যবসায়ী প্রতিষ্ঠান। আমার দোকানে কাজ করি, বুধবার রাত প্রায় ৯ টার সময় হঠাৎ করে এক বিশাল মিছিলের স্লোগান শুনা যায়, আমি দোকান থেকে বের হয়ে দেখলাম পরিস্থিতি খুবই খারাপ, তৌহিদী জনতা বেশি উত্তজিত। নিচে গিয়ে দেখি মিছিল টা কোন দলীয় নয় আমজনতার। আমাকে সবাই চিনে হিসেবে এক পুলিশ অফিসার আমাকে বলে, আপনি একটু মিছিল কারীদের শান্ত করুন। তাদের অনুরুধ রাখার জন্য আমি একটা ট্রাকে উঠে মুসল্লীদের শান্ত হওয়ার জন্য আহ্বান করে তাদের দাবী পুলিশ অফিসারকে উপস্থাপন করলাম, অফিসার মুসল্লীদের দাবী মেনে নিলে সবাই অফিসারের উপস্থিতিতে মিছিল শেষে করে নিজ নিজ গন্তব্যে চলে যায়।

    মিছিলের ৩ দিন পর ১৭ ই অক্টোবর ২১ ইং রবিবার রাত ১০ টার সময় দোকান বন্ধ করার মুহুর্তে সিভিল ড্রেস পরিহিতা কয়েকজন পুলিশ অফিসার এসে বলে, হুজুর আপনাকে ওসি স্যারে ডাকেছে বলে নিয়ে যায় থানায়। থানায় যাওয়ার পর থেকে আজ পর্যন্ত স্যারের সাথে দেখাও হয় নাই কথা ও হয় নাই। তিনি পরিশেষে দেশবাসির কাছে দোয়া চাইলেন যেন দ্রুত আল্লাহ তায়ালা এই অপরাধীর শহর থেকে মুক্ত করেন।

  • ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলার আয়োজিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

    ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলার আয়োজিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

    রেজাউল আজিম (বাঁশখালী প্রতিনিধি)
    ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার কতৃক আয়োজিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনছারী বলেন, যত ধরণের অপকর্ম আছে সব ত্যাগ করে আমাদের তাক্বওয়াবান হতে হবে, তাক্বওয়া হাসিল করতে পারলে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝান্ডা নিয়ে সফল হতে পারবো।আমাদের উপরস্থ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা আছে সবাই তাক্বওয়াবান, যার ফলে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের দিন দিন সাফল্যের দিকে অগ্রসর।

    আজ ২২শে এপ্রিল (জুমাবার) বাঁশখালী উপজেলায় অবস্থিত গ্রীন চিলি রেস্তোরায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা সভাপতি মাওলানা আতাউল্লাহ ইসলামাবাদী সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

    তিনি আরো বলেন:- আগামী ১২ মে বাঁশখালীতে ও ২৭শে মে চট্টগ্রাম মহানগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইর আগমন উপেক্ষা করে সমস্ত দায়িত্বশীলদের বন্ধু-বান্ধব সবাইকে দাওয়াত দিয়ে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান করেন।

    সেক্রেটারী মাওলানা জসিম উদ্দিন এর পরিচালনায় আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন আনোয়ারা শাহমীরপুর মাদ্রাসার প্রধান মুফতি, মাওলানা মুফতি ইসহাক সাহেব, সহ-সভাপতি মাওলানা আবুল কালাম,প্রচারও প্রকাশনা সম্পাদক মাওলানা আমির হোসাইন নাছিরী, বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা মুজাম্মেল হক, বাংলাদেশ মুজাহিদ কমিটি বাঁশখালী উপজেলার সভাপতি মাওলানা নুরুল আমিন, ইসলামী যুব আন্দোলন বাঁশখালী উপজেলা সাধারণ সম্পাদক মাওঃ খালেদ সাইফুল্লাহ, ৭নং সরল ইউনিয়ন ৫নং ওয়ার্ডের মেম্বার পদ পার্থী ছৈয়দুল আলম, বিশিষ্ট মিডিয়া কর্মী এম. রেজাউল আজিম সহ ইসলামী আন্দোলন, যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের বিভিন্ন দায়িত্বশীল, কর্মী ও সমর্থকদের উপস্থিতে প্রধান অতিথির মোনাজাতের মাধ্যমে আলোচনা সভা ও ইফতার মাহফিল সমাপ্ত হয়।

  • পৌরসভা ৩নং ওয়ার্ড বাসিদের ভিন্ন ভিন্ন ঈদের জামায়াত না করার আহ্বান করেন মেয়র এড. তোফাইল বিন হোসাইন

    পৌরসভা ৩নং ওয়ার্ড বাসিদের ভিন্ন ভিন্ন ঈদের জামায়াত না করার আহ্বান করেন মেয়র এড. তোফাইল বিন হোসাইন

    রেজাউল আজিম (বাঁশখালী প্রতিনিধি)

    বাঁশখালী পৌরসভার নব নির্বাচিত মেয়র এডভোকেট তোফাইল বিন হোসেন, পৌরসভা ৩নং ওয়ার্ড বাসীদের প্রতি ভিন্ন ভিন্ন ঈদের জামাত না করে এক সাথে সালাত আদায় করার আহবান করেন।

    আজ ২২শে এপ্রিল ( জুমাবার) সৈয়দ বাহার উল্লাহ পাড়া হাফেজ মকবুল আহমদ জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজের পূর্বে কমিটি এবং মুসল্লীদের প্রতি এ আহ্বান জানান।

    কমিটি এবং মুসল্লীরা পাড়ার মসজিদের ঈদগাহ ছেড়ে যেতে রাজি না হলে মেয়র সাহেব বলেন, পুরো বছরে আমাদের একসাথে জমায়ত হওয়ার সুযোগ হয় না। আর এক জামাতে যত মুসল্লী বেশী হবে তত সওয়াবও বেশি হবে। বেশি সওয়াবের দিক বিবেচনা করে হলেও সবাইকে একসাথে ঈদের সালাত আদায় করার আহ্বান করেন।

    অবশেষে কমিটি বলেন :- মুসল্লিদের জোরপূর্বক আমরা পাঠাতে পারব না যাদের ইচ্ছা হবে তারা যাবে, ইনশাআল্লাহ

  • বাঁশখালী বৈলছড়ির সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল সহ অনুসারিরা মুক্তি পেয়েছেন

    বাঁশখালী বৈলছড়ির সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল সহ অনুসারিরা মুক্তি পেয়েছেন

    মোহাম্মদ রেজাউল আজিম (চট্টগ্রাম-বাঁশখালী)প্রতিনিধি

    বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ও বৈলছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আলীম, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সিকদার ও খাদিজাতুল খুবরা মহিলা মাদ্রাসার পরিচালক মাওঃ এরশাদুল্লাহ সহ মুক্তি পেয়েছেন।

    গত ২১ এপ্রিল রোজ বৃহস্প্রতিবার রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। এর আগে হাইকোর্ট তাদের জামিন মঞ্জুর করে । বাঁশখালীতে গত বছর সংখ্যালঘুর বসত বাড়ীতে হামলার জের ধরে পুলিশের দায়ের করা মামলায় চেয়ারম্যান ও তাঁর অনুসারিরা গত ৬ মার্চ ২০২২ ইং বাঁশখালী কোর্টে আত্মসমর্পণ করে।
    চেয়ারম্যান ও তাঁর অনুসারিদের মুক্তিতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, গন্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান লেয়াকত আলী সহ বাঁশখালী বিএনপি, যুবদল, ছাত্রদলের কর্মী সমর্থকরা।

  • বাঁশখালী উপজেলার এস আলম পাওয়ার পয়েন্ট পরিদর্শন করেন জনাব শেখ ইউসুফ হারুন(সিনিয়র সচিব)

    বাঁশখালী উপজেলার এস আলম পাওয়ার পয়েন্ট পরিদর্শন করেন জনাব শেখ ইউসুফ হারুন(সিনিয়র সচিব)

    মোঃ রেজাউল আজিমঃ- চট্টগ্রাম-বাঁশখালী প্রতিনিধি।

    গতকাল ১৩/৪/২০২২ ইং বাঁশখালীতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান জনাব শেখ ইউসুফ হারুন সাহেবের আগমনে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাইদুজ্জামান সাহেব অতিথি কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন।

    বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে প্রকল্পিত কয়লা বিদ্যুৎ এরিয়ায়, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান জনাব শেখ ইউসুফ হারুন(সিনিয়র সচিব) বাঁশখালী উপজেলার এস আলম গ্রুপ কর্তৃক প্রস্তাবিত বেসরকারি অর্থনৈতিক অঞ্চল-১ ও ২ এর স্থান পরিদর্শন করেন। পরিদর্শনে কালে সাথে ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাইদুজ্জামান চৌধুরী এবং অত্র সংস্থার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্ধ।

  • বাঁশখালীতে মন্দির ভাংচুর নামের নাটকীয় মিথ্যা মামলায় দীর্ঘ কারাবাসের পর বাঁশখালী কোর্ট হাজিরায় একসাথে আনন্দ ভাগাভাগি।

    বাঁশখালীতে মন্দির ভাংচুর নামের নাটকীয় মিথ্যা মামলায় দীর্ঘ কারাবাসের পর বাঁশখালী কোর্ট হাজিরায় একসাথে আনন্দ ভাগাভাগি।

    বাঁশখালীতে মন্দির ভাংচুর নামের নাটকীয় মিথ্যা মামলায় দীর্ঘ কারাবাসের পর বাঁশখালী কোর্ট হাজিরায় একসাথে আনন্দ ভাগাভাগি।

    মোহাম্মদ রেজাউল আজিম (চট্টগ্রাম-বাঁশখালী প্রতিনিধি)

    গত ১৩/১০/২০২১ ইং কুমিল্লায় কোরআন অবমাননার ঘটনার পর বাঁশখালীতে সংঘটিত মিছিল ও সংখ্যালঘুর বসতবাড়িতে হামলার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার করা হলেও সকলের জবানবন্দিতে বলেছেন তারা নির্দোষ।
    সেই মামলায় এমন ঘটনা ঘটছে বলে জানান, তাদের এমন নিরাপরাধ ব্যক্তিদের গ্রেফতার করেন বাস্তবে কোথায় মিছিল হয়ছে সেও জানে না। যেমন চন্দনাইশ,আনোয়ারা থানা থেকে এনে বাঁশখালী থানায় মামলা দিয়েছে। একজন ইউটিউবারের বক্তব্য হুবহু তুলে ধরা হল, বাঁশখালী জলদিতে যে মিছিলটি সংগঠিত হয়েছিল সেই মিছিল আমি প্রথম থেকে শেষ পর্যন্ত লাইভ দিয়েছিলাম, তবে সেই মিছিলে কোন ভাংচুর হয়নি আমার জানা মতে, আর সে মিছিলের শুরু হতে শেষ পর্যন্ত থানার বিভিন্ন পর্যায়ের অফিসাররা উপস্থিত ছিল, তাদের উপস্থিতিতে কোরআন অবমাননার বিচারের দাবী জানিয়ে মিছিল শেষ করে সবাই নিজ নিজ গন্তব্যে চলে যায়। ঘন্টাহানিক পর এমন দূরদর্শী একটি মিছিল এসে পূজা মন্ডপের গেইট ভাঙচুর করে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যারা জলদিতে ভাংচুর করছে, তাদের কেউ গ্রেফতার হয় নাই।

    এ মামলায় দীর্ঘ কারাবাসের পরে বাঁশখালী জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে প্রথম হাজিরায় সবাই একে অপরের সাথে দেখা পেয়ে আনন্দে ভাগাভাগি করেন। তাদের কাছ থেকে এসব তথ্য জানা যায়। সেই মামলার হাজিরায় উপস্থিত ছিল বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ কামরুল ইসলাম হোসাইনী,মাওলানা মোক্তার সিকদার বড়ঘোনা, মাস্টার জালাল উদ্দিন, মোঃ খোরশেদুল আলম চন্দনাইশ, মোহাম্মদ রেজাউল আজিম প্রমুখ,,,,,,,

  • বাঁশখালীতে অল্প সময়ে বালক-বালিকা পৃথক শাখায় শিক্ষার অগ্রগতি হচ্ছে দারুল কারীম মাদ্রাসা

    বাঁশখালীতে অল্প সময়ে বালক-বালিকা পৃথক শাখায় শিক্ষার অগ্রগতি হচ্ছে দারুল কারীম মাদ্রাসা

    মোঃ রেজাউল আজিমঃ- বাঁশখালী-চট্টগ্রাম প্রতিনিধি,

    চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পৌর সদরে অবস্থিত অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্টান দারুল কারীম মাদ্রাসা।

    বাঁশখালী পৌরসভায় উত্তর জলদী এলাকায় প্রতিষ্টিত অত্র মাদ্রাসা।

    মাদ্রাসাটি স্থাপিত ২০১৫ সাল। সাংবাদিক মাওলানা শফকত হোসাইন চাটগামীর প্রতিষ্ঠিত মাদ্রাসাটি।গত ৩ই রমজান ২০১৫ সালে উদ্বোধন হয়ে দ্রুতগতীতে চলতেছে মাদ্রাসার পাঠদান।

    মাওলানা শফকত হোসাইন চাটগামীর অক্লান পরিশ্রমে প্রতিষ্টান গত সাত বছর চলিত হয়ে আজ বাঁশখালীতে অল্প সময়ে সর্বোচ্চ সুনাম লাভ করলো মাদ্রাসাটি।

    মাদ্রাসা’র গত ২০১৫ সাল হতে আজ পর্যন্ত শিক্ষক-শিক্ষিকাদের রাত দিন মেহনত করে গড়ে তুলতেছে শতাধিক হাফেজ-হাফেজা।

    রাসুল (সাঃ)বলেন, তোমাদের মধ্যে ঐ ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়।( আল হাদিস)

    দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। (আল-হাদিস)
    দ্বীনি শিক্ষাই বাস্তবায়ন করাই ইসলামের মূল বৈশিষ্ট্য।
    সেই বৈশিষ্ট্যকে সামনে নিয়ে আরো বড় করে কওমি বালক-বালিকা মাদ্রাসা করার জন্য বাস্তবায়ন হতে যাচ্ছে মাদ্রাসাটি।

    এত অল্প সময়ে মাদ্রাসার সুনাম দেশ হতে দেশান্তরে ছড়িয়ে যাবে কল্পনা করতে পারেনাই বলে জানান এলাকা বাসিরা। যে মাদ্রাসার বার্ষিক মাহফিলে দেশের শীর্ষ স্থানীয় ওলামায়ে কেরাম গণের পদচরণ ঘটে। মাদ্রাসার শুরু থেকে এই পর্যন্ত যাদের আগমন হয় :- আল্লামা শাহ্‌ মোহাম্মদ তৈয়ব সাহেব (রাহঃ) মুহতামিম চট্টগ্রাম জিরি মাদ্রাসা
    আল্লামা জুনাঈদ বাবুনগরী (রহঃ) শায়খুল হাদিস হাটহাজারী আরবী বিশ্ব বিদ্যালয়
    আল্লামা শাহ্‌ আবু বকর (রহঃ) মুহতামিম, মনকিচর বড় মাদ্রাসা
    আল্লামা ইয়াহিয়া সাহেব (দাঃ বাঃ) মুহতামিম হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়
    মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই
    মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই
    আল্লামা মুফতি ইজহার সাহেব (দাঃ বাঃ) মুহতামিম চট্টগ্রাম শহর লালখান বাজার মাদ্রাসা
    আল্লামা শাহ্‌ নুর মোহাম্মদ সাহেব পীর সাহেব সরল
    আল্লামা শামসুদ্দিন জিয়া সাহেব (দাঃ বাঃ) গ্রেট মুফতি চট্টগ্রাম পটিয়া বড় মাদ্রাসা
    আল্লামা শাহ্‌ আব্দুল জলিল (দাঃ বাঃ) মুহতামিম চাম্বল বড় মাদ্রাসা
    আল্লামা হাফেজ তাজুল ইসলাম সাহেব মুহতামিম ফিরোজশাহ্‌ বড় মাদ্রাসা
    আল্লামা কুতুব উদ্দিন নানুপুরী সাহেবজাদা জমির উদ্দিন নানুপুরী (রহঃ)
    খতিবে বাঙ্গাল আল্লামা জুনাঈদ আল হাবিব ঢাকা
    আল্লামা হাফেজ তৈয়ব সাহেব, মুহতামিম সেগুনবাগান মাদ্রাসা চট্টগ্রাম
    আল্লামা আজিজু হক আল মাদানী মুহতামিম দারুল হিদায়া মাদ্রাসা চট্টগ্রাম,
    মাওলানা রিজওয়ান রফিকী ঢাকা
    দেশের সাড়াজাগানো বহুল আলোচিত বক্তা মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা
    আল্লামা ক্বারী আবদুর রহীম আল মাদানী
    মুফতি হাবিবুর রহমান মিসবাহ কুয়াকাটা
    মাওলানা রফিকুল ইসলাম মাদানী
    মাওলানা ক্বারী জুনাইদ আল হাবিব কুমিল্লা
    আরও বহু ওলামায়ে কেরামের আগমন হয়।

    মাদ্রাসার পরিচালক বলেন :- স্থানীয় ওলামা মাশায়েখ গণের সুপরামর্শ নিয়ে এই কাজ করা শুরু করে দিছিলাম আলহামদুলিল্লাহ এই পর্যন্ত নিয়মিতভাবে পাঠদান চলিত আছে, এই দারুল কারীমের পরিচালিত আরেকটি (ভি আই পি)শাখা বাঁশখালী মডেল মাদ্রাসা রমজানের পরে উদ্বোধন করতে যাচ্ছি, সামনে মাদ্রাসার উন্নতির জন্য দেশিবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।

  • বাঁশখালীতে ইমাম আজম আবু হানিফা (রহঃ) স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে হত দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

    বাঁশখালীতে ইমাম আজম আবু হানিফা (রহঃ) স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে হত দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    চট্টগ্রাম বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নস্থ “উত্তর মিনজিরিতলা ইমাম আজম আবু হানিফা (রহঃ) স্মৃতি ফাউন্ডেশন”র উদ্যোগে আজ ১১ এপ্রিল-২২ সোমবার দুপুর ২টায় এলাকার হত দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
    ইফতার বিতরণ পুর্ব সংক্ষিপ্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন সরল ইউনিয়ন ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য জনাব আলহাজ্ব নুর মুহাম্মদ সাহেব,
    সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন,
    অনুষ্টানের সভাপতি জনাব নুর মুহাম্মদ মেম্বার, প্রধান অতিথি, মাওলানা মাহমুদুল ইসলাম প্রধান উপদেষ্টা : আল্লামা আবুল কালাম (রহঃ) ইয়াং সোসাইটি। বিশেষ আতিথি হিসাবে বক্তব্য রাখেন,
    মাওলানা আবু তাহের সাহেব, ইমাম আমানুল্লাহ জামে মসজিদ,আরো বক্তব্য রাখেন উক্ত সংগঠনের উপদেষ্টা, মাওলানা জসিম উদ্দিন মিছবাহ, মাওলানা মুনিরুল ইসলাম, ও সংগঠনের সভাপতি, মাওলানা রিয়াদ হেসাইন।
    মেম্বার সাহেব বলেন, আমার এলাকার তরুণ আলেম ও ছাত্ররা এমন জনসেবা মুলক উদ্যোগকে স্বাগত জানাই। এলাকায় এরকম জনবান্ধন কর্মসূচি যত বেশী হবে এলাকার অসহায় মানুষের মুখে হাসি ফুটবে। আমি আপনাদের ডাকে সবসময় সাড়া দিব ইনশাআল্লাহ। এমন মহত উদ্যোগে আমি সর্বদা পাশে থাকবো।
    মাওলানা আবু তাহের সাহেব বলেন, এমন মহত ও সুন্দর জনবান্ধন কর্মসূচি আমি এই এলাকায় আর কখনো দেখি। এমন মহত উদ্যোগে সকলকে এগিয়ে আসতে হবে।
    অন্যান্য বক্তারা আরো বলেন যে, সমাজের তৃণমূল থেকে দারিদ্র্য বিমোচন করতে সমাজে বিত্তশালীদের এরকম উদ্যোক্তা সংগঠনের পাশে দাঁড়াতে হবে।
    এসময় ইমাম আজম আবু হানিফা (রহঃ) ফাউন্ডেশনের সর্বস্তরের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

  • ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাঁশখালী থানা শাখার উদ্যোগে স্মারকলিপি প্রদান।

    ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাঁশখালী থানা শাখার উদ্যোগে স্মারকলিপি প্রদান।

    ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাঁশখালী থানা শাখার উদ্যোগে স্মারকলিপি প্রদান।

    আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

    আজ (০৪ এপ্রিল ২২,সোমবার বিকাল ০২ সময়
    ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম জেলা [দক্ষিণ] এর আওতাধীন বাঁশখালী থানা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমযানের পবিত্রতা রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)এবং বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। সাথে সংগঠনের “তোহফায়ে রমজানুল মোবারক”, ক্যালেন্ডার ও ৩০ বছরের স্মরণিকা, পরিচিত ও ২২ সালের ক্যালেন্ডার হাদিয়া প্রদান করা হয় ।

    উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা এর সংগ্রামী সভাপতি : মুহাম্মদ আব্বাস, দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক শেখ মুহাম্মদ ওমর ফারুক, বাঁশখালী থানা উত্তরের সভাপতি : এম লোকমান হাকিম, দক্ষিণের সভাপতি : এইচএম একরামুল হাসান, বাঁশখালী পৌরসভার সভাপতি : মুহাম্মদ সরওয়ার হোসাইন তামিম ও ছাত্র নেতা মুহাম্মদ হাবিব উল্লাহ প্রমুখ।

  • বাঁশখালীতে শতবর্ষী ছড়া দখল করে ভবন নির্মাণ, প্রশাসনের অভিযানে আটক ১

    বাঁশখালীতে শতবর্ষী ছড়া দখল করে ভবন নির্মাণ, প্রশাসনের অভিযানে আটক ১

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    বাঁশখালী উপজেলার আওতাধীন শিলকূপ ইউনিয়নের পূর্ব-মনকিচর মোহাব্বত আলী পাড়া একটি জনবহুল গ্রাম।
    শীলকূপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকার এ গ্রামের মোহাব্বত আলী পাড়ার পূর্বদিকে বয়ে যাওয়া শতবর্ষী ছড়াটির উপরে অবৈধভাবে দখল করে নির্মাণ করা হচ্ছে পাকা স্থাপনা। প্রধান সড়ক হয়ে মনছুরিয়া বাজার হতে জালিয়াখালী নতুন বাজার পর্যন্ত সংযোগ সড়কের অদূরে মোহাব্বত আলী পাড়ার পূর্ব দিকে ব্রীজ দিয়ে বয়ে যাওয়া শতবর্ষী শীলকূপ ছড়াটি জালিয়াখালী খালের সাথে সংযুক্ত।
    এ শতবর্ষী ছড়া দিয়ে বর্ষাকালে পূর্ব-মনকিচর এলাকার অধিকাংশ চাষীদের ও মোহাব্বত আলীপাড়ার ৫শতাধিক পরিবারের পানি নিষ্কাশন হয়ে থাকে। এটি একমাত্র বিকল্প ছড়া।

    স্থানীয় ফয়েজ উল্লাহ্ নামে এক ব্যক্তি শত বর্ষী এই ছড়াটি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। শতবর্ষী এই ছড়াটি অবৈধভাবে ভরাটে এলাকাবাসী বাধা দিলে উল্টো হুমকি ধমকি দিয়ে যাচ্ছে ওই ব্যক্তি। এমনকি প্রয়োজনে সে অভ্যন্তরিণ সড়কটিও দখল করে নিবে বলে হুমকী দেয় এলাকাবাসীদের। দখলদার প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষ কাউকে কিছু বলার সাহস পায় না। এ ছড়াটি ভরাট হয়ে গেলে মোহাব্বত আলী গ্রামের ৫টি পাড়ার ৫ শতাধিক পরিবার বর্ষাকালে পানিবন্ধি হয়ে পড়বে। খবর পেয়ে আজ বৃহস্পতিবার( ৩১ মার্চ২২) দুপুরে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর ফারুকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে অবৈধভাবে ছড়া দখল করে পাকা স্থাপনা নির্মাণের অপরাধে ফয়েজ উল্লাহ্ (৪৮) কে ৭ দিনের কারাদণ্ড ও আগামী ৩ দিনের মধ্যে উক্ত নির্মাণ সামগ্রী অপসারণের নির্দেশ দেয়।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর ফারুক বলেন, শীলকূপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকার মোহাব্বত আলী পাড়ার শতবর্ষী ছড়াটির উপরে অবৈধভাবে দখল করে নির্মাণ করার খবর পেয়ে অভিযান পরিচালনা করে ১ জনকে আটক করা হয়েছে। এবং আগামী ৩ দিনের মধ্যে উক্ত ছড়া থেকে নির্মাণ সামগ্রী অপসারণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

    এ বিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, অবৈধ ভাবে ছড়া দখল করে স্থাপনা নির্মাণ করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ জনকে আটক করা হয়েছে। আগামী ৩ দিনের মধ্যে উক্ত ছড়া থেকে নির্মাণ সামগ্রী অপসারণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।