Category: বিরামপুর

  • বিরামপুরে নিজ বাড়িতে পুঁতে রাখা অর্ধগলিত লাশ উদ্ধার করল পুলিশ

    বিরামপুরে নিজ বাড়িতে পুঁতে রাখা অর্ধগলিত লাশ উদ্ধার করল পুলিশ

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

    বিরামপুর পৌর শহরের এক গরু ব্যবসায়ী ৭ দিন নিখোঁজের পর পুলিশ তার নিজ বাড়িতে পুঁতে রাখা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে।

    মঙ্গলবার (২৪ মে) বিকেলে পৌর শহরের পূর্বপাড়া মহল্লা নিজ বাড়ি থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে।

    স্বজনেরা জানান, বিরামপুর শহরের পূর্বপাড়া মহল্লার মৃত: সুজার উদ্দিনের পুত্র খাদেমুল ইসলাম (৭৫) বাড়িতে একাই বসবাস করতেন। গত মঙ্গলবার (১৭ মে) সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। খাদেমুল ইসলাম পেশায় একজন গরু ব্যবসায়ী। এঘটনায় খাদেমুলের ছেলে রায়হান কবির (২২ মে) বিরামপুর থানায় একটি সাধারণ ডাইরী করেন।

    বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, মঙ্গলবার বিকেলে নিখোঁজের বাড়ি অনুসন্ধান করতে গিয়ে প্রাচীর সংলগ্ন মাটি দেখে সন্দেহ হলে সেখানে মাটি খুঁড়ে নিহতের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। লাশের ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। এঘটনায় তার স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ উদ্ধারের সময় বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।

  • খাদেমুল কে ফিরে পেতে চায় তার পরিবার

    খাদেমুল কে ফিরে পেতে চায় তার পরিবার

    এস এম মাসুদ রানা- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    বিরামপুর পৌর শহর থেকে খাদেমুল ইসলাম নামে এক গরু ব্যবসায়ী ৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এঘটনায় তার ছেলে বিরামপুর থানায় সাধারণ ডাইরী করেছেন।

    নিখোঁজের স্বজনেরা জানান, বিরামপুর পৌর শহরের পূর্বপাড়া মহল্লার মৃত: সুজার উদ্দিনের পুত্র খাদেমুল ইসলাম (৭৫) বাড়িতে একাই বসবাস করতেন। গত মঙ্গলবার (১৭ মে) সন্ধ্যায় ঘরে তালা লাগিয়ে বাহিরে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। খাদেমুল ইসলাম পেশায় একজন গরু ব্যবসায়ী। বিভিন্ন হাট-বাজারে গরু বেচা কেনা করে জীবিকা নির্বাহ করতেন।

    স্বজনেরা কোন সন্ধান না পাওয়ায় খাদেমুলের ছেলে রায়হান কবির বিরামপুর থানায় (২২ মে) সাধারণ ডাইরী করেছেন। খাদেমুলের মুখমন্ডল লম্বাকার, গায়ের রং উজ্জ্বল শ্যাম, উচ্চতা ৫-৪’ পরনে সাদা সার্ট ও লুঙ্গি পরিহিত ছিলো। তিনি বিরামপুরের আঞ্চলিক ভাষায় কথা বলেন। কেউ তার সন্ধান জানলে, বিরামপুর থানায় সংবাদ দেওয়ার জন্য উদ্বিগ্ন পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে

  • বিরামপুরে ঝড়ে ঘরবাড়ি,বিদ্যুতের খুটি,গাছপালা বিদ্যালয় ও মাঠের ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি

    বিরামপুরে ঝড়ে ঘরবাড়ি,বিদ্যুতের খুটি,গাছপালা বিদ্যালয় ও মাঠের ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি

    এস এম মাসুদ রানা, বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    কালবৈশাখী ঝড়ে দিনাজপুর জেলার বিরামপুরে ঘরবাড়ি,বিদ্যুতের খুটি,গাছপালা ও মাঠের ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে উড়ে গেছে বিরামপুর পৌর শহরের মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের টিন, ক্ষতিগ্রস্থ হয়েছে সাইকেল গ্যারেজ, বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ।

     

    শনিবার (২১ মে) সরেজমিনে দেখা যায়, গত বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যা রাতে বৃষ্টির সঙ্গে প্রবল বেগে ঝড় শুরু হলে কাঁচা ঘরবাড়ি ও গাছপালা ভেঙে ও উপড়ে পড়ে। ঝড়ে উড়ে গেছে পৌর শহরের মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের হল রুমের টিন, ক্ষতিগ্রস্থ হয়েছে সাইকেল গ্যারেজ,বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। সেই সঙ্গে মাঠে থাকা অধিকাংশ জমির ধান হেলে পড়েছে ও পানিতে ডুবে গেছে, ভুট্টা, মরিচ ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়।বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ও তার ছিঁড়ে বন্ধ হয় বিদ্যুৎ সঞ্চালন।

     

    উপজেলায় বিদ্যুৎ বিভাগ গাছ সরিয়ে ও ছেঁড়া তার মেরামত করে পুনরায় বিদুৎ সরবরাহ স্বাভাবিক রাখেন। এ অবস্থায় ক্ষতি কমাতে কৃষি অফিস দ্রুত এসব ধান কেটে ঘরে তোলার পরামর্শ দিচ্ছেন।

     

    স্থানীয় কৃষক সেকেন্দার আলী বলেন, আমি চলতি মৌসুমে ছয় বিঘা জমিতে শম্পাকাটারি ধান লাগিয়েছিলাম। এই ধান পাকতে অন্য ধানের চেয়ে একটু বেশি সময় লাগে।ইতোমধ্যে জমির ধান সব পেকে গেছে। কিন্তু, শ্রমিক সংকটের কারণে ধান ঘরে তোলা হয়নি। এরমধ্যে বৃহস্পতিবার রাতে হঠাৎ ঝড় বৃষ্টিতে আমার জমির সব ধান হেলে পড়েছে ও পানিতে ডুবে গেছে। আমার মতো আরও অনেকের একই অবস্থা। এতে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে গেলো।

     

    এদিকে বিরামপুর পৌর শহরের মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বলেন, ঝড়ে আমার বিদ্যালয়ের হল ঘরের টিনের চালাটি উড়ে যায়, ক্ষতিগ্রস্থ হয়েছে সাইকেল গ্যারেজ এবং বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ আছে। ঘরটি ও সাইকেল গ্যারেজ মেরামত করার মত কোন টাকা পয়সা বিদ্যালয় ফান্ডে নেই।

     

    তিনি আরো বলেন, এই মূর্হতে বিদ্যালয়ের পক্ষে সাইকেল গ্যারেজ ও ঘরটি মেরামত করা সম্ভব হচ্ছে না। কারণ, বিদ্যালয় ফান্ডে যে টাকা ছিল। তা দিয়ে কিছু দিন আগে বিদ্যালয়ের বিদ্যুৎ লাইন সংস্কারসহ বিদ্যালয়ের বেঞ্চ, টেবিল-চেয়ার তৈরি ও মেরামত করেছি।

     

    তিনি ঘরটি মেরামত জন্য স্থানীয় মাননীয় সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার সহ সকলের সহযোগিতা চেয়েছেন।

     

    বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু বলেন, ঝড়ে উপজেলায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে ঝড়ে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের টিন উড়ে যাওয়া কথা শুনেছি। মাননীয় সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি) মহোদয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত সাইকেল গ্যারেজ, হল রুম মেরামতসহ বিদ্যুৎ সংযোগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

  • বিরামপুরে গোপন বৈঠক চলাকালে জামায়াত-শিবিরের ৬ নেতা- কর্মী আটক

    বিরামপুরে গোপন বৈঠক চলাকালে জামায়াত-শিবিরের ৬ নেতা- কর্মী আটক

    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    বিরামপুর কলেজ বাজারে বৃহস্পতিবার (১৯ মে) সকালে গোপন
    বৈঠক ও মিছিল করার প্রস্তুতি কালে পুলিশ ধাওয়া করে জামায়াত শিবিরের
    ৬ নেতাকর্মীকে আটক করেছে। এসময় আরো অনেকে পালিয়ে গেছে।
    এঘটনায় এলাকাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে পুলিশ
    জামায়াত শিবিরের ১৬ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা করেছে।
    আটককৃতদের বৃহস্পতিবার (১৯ মে) দিনাজপুর আদালতে সোপর্দ
    করেছে।
    মামলা সূত্রে প্রকাশ, জামায়াতে ইসলামের দিনাজপুর জেলা আমির
    আনারুল ইসলামের আহবানে কলেজ বাজার এলাকায় মিছিল করার প্রাক্কালে
    গোপন বৈঠক চলাকালে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের
    পেয়ে তারা পালানোর সময় পুলিশ ৬ জনকে আটক করে এবং অনেকে
    পালিয়ে যায়। আটককৃতরা হলেন, পার্শ্ববর্তী হাকিমপুর উপজেলার
    পোকতারা গ্রামের মৃত: দছির উদ্দিনের পুত্র আমিনুল ইসলাম (৪২)
    (সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাকিমপুর), নয়াপাড়া গ্রামের মৃত:
    আব্দুল হালিমের পুত্র আব্দুল রাফি (২০), বাগিছা গ্রামের মৃত: ইছাহাক
    আলীর পুত্র আজহার আলী মন্ডল (৬৫), খাট্রা উছনা গ্রামের মৃত: হেজাব
    উদ্দিনের পুত্র আলতাফ হোসেন (৫০), নবাবগঞ্জ উপজেলার ছোট মহেশপুর
    গ্রামের হারুনুর রশিদের পুত্র নাজিম উদ্দিন (২০), তর্পনঘাট গ্রামের
    মৃত: নুরল আমিনের পুত্র রেজাউল ইসলাম (৩৫)। এঘটনায় পুলিশ ১৬ জনের
    নাম উল্লেখ করে বিরামপুর থানায় মামলা করেছে।
    বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, বিরামপুর কলেজ
    বাজারে মিছিল করার প্রাক্কালে গোপন বৈঠকের সময় ৬ জনকে আটক করা
    হয়েছে এবং এজাহার নামীয় অন্য আসামীরা পালিয়ে গেছে। অভিযানের
    সময় পুলিশ ২০টি বাঁশের লাঠি, দু’টি মোটর সাইকেল ও ৪টি
    জিহাদী বই জব্দ করেছে।

  • বিরামপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ “অনূর্ধ্ব-১৭” বালক ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

    বিরামপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ “অনূর্ধ্ব-১৭” বালক ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

    দিনাজপুরের বিরামপুরে উপজেলা পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ “অনূর্ধ্ব-১৭” বালক ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (১৮মে) বিকেল ৫ টায় সময় উপজেলা প্রশাসনের আয়োজনে বিরামপুর শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম মাঠে এই ফাইনাল খেলা অনুষ্টিত হয়।

    উক্ত খেলায় বিরামপুর পৌরসভা “অনূর্ধ্ব-১৭” ফুটবল দল বনাম খাঁনপুর ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল দল খেলায় অংশ গ্রহণ করে। এসময় খাঁনপুর ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল দলকে ০-১ গোলে পরাজিত করে বিরামপুর পৌরসভা “অনূর্ধ্ব-১৭” ফুটবল দল জয়ী হয়।

    জাতীয় “অনূর্ধ্ব-১৭” ফুটবল টুর্ণামেন্ট খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার।

    এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, প্যানেল মেয়র আব্দুল আজাদ মন্ডল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার রায়, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন,খাঁনপুর ইউপি চেয়ারম্যান চিত্ত রঞ্জন পাহান, জোতবানী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ন কবির বাদশা, যুব উন্নয়ন কর্মকর্তা জামিল উদ্দীন মন্ডল, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

    সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ও মন ভালো থাকে এবং মেধা বিকশিত হয়। শুধু তাই নয়, খেলাধুলার প্রতি আকৃষ্ট থাকলে, সকল অপরাধ মূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকা যায়। তাই খেলাধুলার বিকল্প নেই।

    এসময় খেলা পরিচালনা করার রেফারীর দায়িত্বে ছিলেন শ্রী. ভোলানাথ সরকার ও সহযোগী রেফারীদ্বয় হেলাল উদ্দীন সরকার, মুক্তি মাহমুদ খাঁন, আনোয়ারুল হাবীব রিটন ও মোস্তাফিজুর রহমান মাসুম এবং খেলাটির ধারাভাষ্যকারে ছিলেন আসাদুজ্জামান আসাদ।

  • বিরামপুর বাজারে উঠেছে নতুন লিচু

    বিরামপুর বাজারে উঠেছে নতুন লিচু

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    লিচুর জেলা দিনাজপুরের বিরামপুর উপজেলা শহর ও স্থানীয় হাট বাজারে পাকা

    লিচু উঠতে শুরু করেছে। শনিবার (১৪ মে) বিরামপুর হাটে নতুন লিচু কিনতে ক্রেতারা আগ্রহী হয়ে ওঠে।লিচু চাষী বিরামপুর উপজেলার দূর্গাপুর গ্রামের আয়েজ উদ্দিন জানান, তার বাগানে মাদ্রাজী জাতের লিচু পাকতে শুরু করেছে। বাগান থেকে প্রতি ১০০শ’ লিচু ১৬০ টাকা দরে পাইকাড়ি বিক্রি হচ্ছে। একটু বেশী দাম পাওয়ার আশায় তিনি শনিবার বিরামপুর হাটে লিচ ুবিক্রি করতে এনেছেন। হাটে প্রতি ১০০শ’ লিচু ১৮০-২০০ টাকা দরে বিক্রি করছেন। নবাবগঞ্জ থেকে বিরামপুর হাটে লিচু
    বিক্রি করতে আনা লিচু চাষী কৃষ্ণ জীবনপুর গ্রামের সাগর মিয়াও একই অভিমত ব্যক্ত করেন। বিরামপুর চকপাড়া গ্রামের সুমন মিয়া জানান, তিনি বেদেনা জাতের প্রতি ১০০শ’ লিচু ৩০০ টাকা দরে বিক্রি করছেন। তারা বলেন, এবার লিচুর পরিচর্যা খরচ বেড়ে যাওয়ায় তারা গত বছরের তুলনায় বেশী দামে লিচুবিক্রি করছেন।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল জানান,লিচুর মুকুল আসার পর প্রাকৃতিক ভাবে কিছু গুটি ঝরে পড়েছে। তবে উপজেলা কৃষি দপ্তরের সার্বিক পরামর্শে এলাকায় লিচুর ফলন ভালোহয়েছে।

  • বিরামপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর)

    প্রতিনিধি-“স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নাই” “বিশ্ব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান ও নার্সদের অধিকার সংরক্ষন করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে কেক কেটে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্টিত হয়েছে।

    বৃহস্পতিবার (১২মে) দুপুরে নার্সিং শাখা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিরামপুর, দিনাজপুর আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাহাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসারদ্বয় ডাঃ এইএম সামসুজ্জামান সরকার, ডাঃ জান্নাতুন ফেরদৌস, ডাঃ মনিরা পারভীন,নার্সিং সুপারভাইজার মোর্শেদা খাতুন প্রমুখ।

  • বিরামপুর সীমান্তে মাদক সহ ভারতীয় নাগরিক আটক

    বিরামপুর সীমান্তে মাদক সহ ভারতীয় নাগরিক আটক

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

    দিনাজপুরের বিরামপুরে ভারত সীমান্ত হতে বাংলাদেশে অনুপ্রবেশ কালে ২ বোতল ফেন্সিডিল ও ৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দিদারুল ইসলাম (২৬) নামের এক যুবকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    আটক দিদারুল ইসলাম দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার (ভারত) ভভিমপুর গ্রামের শামসুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাইগর ক্যাম্পের সুবেদার মজির হোসেন।

    জানতে চাইলে, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার (১১মে) সকালে ভারত বাংলাদেশ সীমান্তের বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের কসবা সাগরপুর গ্রামের সীমান্ত দিয়ে ভারত হতে বাংলাদেশে অভ্যন্তরে অবৈধ ভাবে অনুপ্রবেশ কালে ২ বোতল ফেন্সিডিল ও ৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দিদারুল ইসলামকে আটক করে ভাইগর ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিকেলে আটক ভারতীয় নাগরিক দিদারুলকে থানায় সোপর্দ করেন (বিজিবি)। এঘটনায় থানায় মামলা হয়েছে। আটককৃত আসামীকে আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন বলেও ওই পুলিশ কর্মকর্তা জানান।

  • মেগা প্রকল্পে আশুরার বিল হবে উত্তরবঙ্গের অ্যামাজন

    মেগা প্রকল্পে আশুরার বিল হবে উত্তরবঙ্গের অ্যামাজন

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

    আলো ঝলমলে পূর্ণিমা রাত। অদূরের শালবন থেকে ভেসে আসবে ঝিঁঝিঁপোকার শব্দ। চারপাশে মৃদু স্রোতে বয়ে যাওয়া দ্বীপসদৃশ বাংলোর দো’তলার ছাদে শুয়ে দেখা যাবে হাজারও জোনাকীর মেলা। গহীন বনে কল্পনার রাজ্যে হারিয়ে যাওয়া প্রকৃতিপ্রেমীদের ঘুম ভাঙবে শত পাখির মায়াবী কলতানে।

    উত্তরবঙ্গের অ্যামাজন খ্যাত দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার মধ্যে থাকা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আশুড়ার বিলকে ঘিরে এমনটাই স্বপ্ন দেখছেন স্থানীয় প্রশাসন। এ স্বপ্ন বাস্তবে রূপ দিতে স্থানীয় দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, দুই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বনবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ এলাকার উদ্যোক্তাদের সমন্বয়ে মাস্টার প্ল্যান তৈরি কাজ প্রায় শেষের পথে।

    স্থানীয় প্রশাসনের দাবি, এ মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এটি হবে বাংলাদেশের অন্যমত ও আকর্ষণীয় প্রাকৃতিক পর্যটন কেন্দ্র হবে। এখানে প্রতিদিন দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসবেন প্রকৃতিপ্রেমীরা। কর্মসংস্থান হবে প্রায় ৫০ হাজার নিম্ন আয়ের মানুষের। যাদের প্রতিদিন আয় হবে দুই থেকে পাঁচ হাজার টাকা। বাংলাদেশ সরকারের রাজস্ব খাতায় প্রতিবছর জমা হবে প্রায় এক কোটি টাকা।

  • বিরামপুরে রাস্তায় উপর খড় শুকানোর দুর্ঘটনার সংখ্যা বাড়ছে সচেতনতায় ইউ এন ও এর অভিযান

    বিরামপুরে রাস্তায় উপর খড় শুকানোর দুর্ঘটনার সংখ্যা বাড়ছে সচেতনতায় ইউ এন ও এর অভিযান

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

    বোরো মৌসুম আসলেই দিনাজপুরের বিরামপুর উপজেলার বিভিন্ন পাকা রাস্তায় ধান মাড়াই,খড় শুকানো ও ধান শুকানোসহ বিভিন্ন কাজ করতে দেখা যায় কৃষকদের। এতে রাস্তায় সাধারণ মানুষের চলাচলে যেমন বিঘ্ন হচ্ছে তেমনি দুর্ঘটনার সম্ভাবনাও বেড়ে যাচ্ছে। এ ধরণের কাজ থেকে বিরত রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে সচেতন করতে উপজেলা শহরে বের হয় উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।

    মঙ্গলবার (১০মে) বিকেলে উপজেলার দিওড় ইউনিয়নের বিভিন্ন পাকা রাস্তা পরিদর্শন করেন, উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, তদন্ত (ওসি) নওয়াবুর রহমান, এসআই নিহার রঞ্জন সরকার,উপজেলা প্রশাসনের স্টাফরাসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

    এবিষয়ে জানতে চাইলে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, রাস্তায় ধান মাড়াই,খড় শুকানো ও ধান শুকানোর কোন নিয়ম নেই। এতে সাধারণ মানুষের চলাচলে যেমন বিঘ্ন হচ্ছে তেমনি দুর্ঘটনার সম্ভাবনাও বেড়ে যাচ্ছে। এ ধরণের কাজ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করছি।তিনি আরো বলেন, উপজেলার ইউপি চেয়ারম্যানবৃন্দ ও ইউপি সদস্যদের সাথে নিয়ে উপজেলা প্রশাসন সচেতনতামূলক কাজ করে যাচ্ছে। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।