Category: বিরামপুর

  • বিরামপুরে মাদকসম্রাট মোশাররফ হোসেন ফেন্সিডিলসহসহ পুলিশের হাতে আটক

    বিরামপুরে মাদকসম্রাট মোশাররফ হোসেন ফেন্সিডিলসহসহ পুলিশের হাতে আটক

    এস এম মাসুদ রানা বিরাম্পুর (দিনাজপুর) প্রতিনিধিঃ(০৮মে) বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে রাত্রী ৯:৪৫ ঘটিকার সময় বিরামপুর থানাধীন দিওর বটতলী বাজারে ঢাকাগামী মহাসড়কের পাশে ১৭০ বোতল আমদানি নিষিদ্ধ মাদক দ্রব্য ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ মোশারফ হোসেন (৩৫), পিতা- মোঃ মোখলেছার রহমান, সাং- কোচগ্রাম, থানাঃ বিরামপুর, জেলাঃ দিনাজপুরকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় বিরামপুর থানার মামলা নং-৪, জিআর-৯২/২২, ধারাঃ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(২)/২৫-ডি রুজু করা হয়েছে। ঘটনার সাথে সংশ্লিষ্ট ০৩ জন পলাতক আসামিকে গ্রেফতার করার জোর তৎপরতা অব্যাহত আছে। উদ্ধারকারী অফিসার এসআই/মোঃ এরশাদ মিয়া ও সঙ্গীয় অফিসার ফোর্স। অভিযান অব্যাহত আছে।গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরন প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত।

  • বিরামপুরে গাছের নিচে চাপা পড়ে বকুল হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু

    বিরামপুরে গাছের নিচে চাপা পড়ে বকুল হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

    দিনাজপুরের বিরামপুরে নিজ বাড়ির পাশে গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে বকুল হোসেন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

    শুক্রবার (৬ মে) গতকাল সকাল দশটার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের দামারপাড়া গ্রামে এই দূর্ঘটনা ঘটে। নিহত বকুল হোসেন দামারপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে।

    স্থানীয় ইউপি সদস্য সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে বকুল হোসেন তার নিজ বাড়ির পাশে একজন শ্রমিক নিয়ে একটি গাছ কাটছিলেন। এসময় বকুলের হাতের সঙ্গে গাছে বাধাঁনো দড়ি লাগানো ছিল। গাছ কাটার শেষ পর্যায়ে গাছটি হেলে পড়ার সাথে-সাথে বকুল ছিটকে পড়ে যায়। এসময় কাটা গাছের গুড়িটি বকুলের মাথায় পড়লে সে গুরুতর আহত হন ।স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

    জানতে চাইলে, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নিহতের পরিবারে কোন আপত্তি না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • বিরামপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

    বিরামপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

    এস এম মাসুদ রানা:- বিরামপুর (দিনাজপুর প্রতিনিধি,

    বিরামপুর পৌর এলাকার পলাশবাড়ি রেলগেটে বৃহস্পতিবার (৫ মে) ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু ঘটেছে।জিআরপি হিলি আইসি’র উপ-পরিদর্শক কায়কোবাদ আলী জানান, পার্বতীপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিরামপুরের পলাশবাড়ি রেলগেট
    অতিক্রম করছিল। এসময় প্রায় ৬০ বছর বয়সীঅজ্ঞাত এক বৃদ্ধ ঐ ট্রেনের নিচে
    কাটা পড়ে মৃত্যু বরণ করেছেন। নিহতের পরিচয় নিশ্চিত না হওয়ায় ময়না তদন্তের জন্য তার লাশ দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে।
    রেলগেট এলাকার দোকানী রায়হান জানান, নিহত বৃদ্ধের মুখের দাড়ি ও মাথার চুলে মেহেদী রং করা ছিল। তিনি সকাল থেকে এই এলাকায় ঘোরাফিরা
    করছিলেন এবং তিনি কথা বলতে পারেননা। ট্রেন চলাচলের সময় কেউ বেরিয়ার না ফেলায় ঐ বৃদ্ধ গেট পার হতে গিয়ে কাটা পড়েছেন।
    বিরামপুর এলাকার রেলগেট ওয়ে ম্যান আন্না বেগম জানান, পলাশবাড়ি রেলগেটের মাষ্টারোল ভিত্তিক গেটম্যান ইমরান আলী বিনা অনুমতিতে
    কয়েকদিন থেকে অনুপস্থিত রয়েছে।

  • বিরামপুরের কৃতি সন্তান হুমায়ুন কবির গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব হিসাবে পদোন্নতি পাওয়ায় সংবর্ধনা ও ঈদ পুর্ণমিলণী অনুষ্ঠান

    বিরামপুরের কৃতি সন্তান হুমায়ুন কবির গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব হিসাবে পদোন্নতি পাওয়ায় সংবর্ধনা ও ঈদ পুর্ণমিলণী অনুষ্ঠান

    এস এম মাসুদ রানা:- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুরে ফোরাম ৮২ কল্যাণ পর্ষদের আয়োজনে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও বিরামপুরের কৃতি সন্তান হুমায়ুন কবির গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব হিসাবে পদোন্নতি পাওয়ায় সংবর্ধনা ও ঈদ পুর্ণমিলণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার বিকেলে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পৌর মেয়র আককাস আলীর সভাপতিত্বে সংবর্ধনা ও ঈদ পুর্ণমিলণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব হিসাবে পদোন্নতি পাওয়া হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
    উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার,বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন,বিরামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পারভেজ কবির, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান,বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও আলতাফুজ্জামান মিতা, দিনাজপুর জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মাইকেল,প্রবীণ আইনজীবী এ্যাডভোকেট মাওলা বক্স, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক নিরঞ্জন, দিনাজপুর দক্ষিনাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক,বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিহুর রহমান প্রমুখ।

  • পবিত্র ঈদকে আনন্দমুখর ও দুর্ঘটনা এড়াতে উপজেলা ও থানা প্রশাসনের বিশেষঅভিযান

    পবিত্র ঈদকে আনন্দমুখর ও দুর্ঘটনা এড়াতে উপজেলা ও থানা প্রশাসনের বিশেষঅভিযান

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- বিরামপুরে পবিত্র ঈদুল ফিতরকে আনন্দমুখর ও দুর্ঘটনা এড়াতে উপজেলা ও থানা প্রশাসনের বিশেষ অভিযান।যানবাহনে অপ্রাপ্ত ড্রাইভিং, হেলমেট বিহীন, অতিরিক্ত যাত্রী ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বিভিন্ন পরিমাণে অর্থদণ্ড প্রদান করা হয়। ৪ মে বৈকাল ৩ ঘটিকায় বিরামপুর ঢাকা মোড় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব পরিমল কুমার সরকার ও বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব সুমন কুমার মোহন্ত। এই অভিযান পরিচালনার জন্য বিরামপুর বাসী উপজেলা প্রশাসন ও বিরামপুর থানা প্রশাসনকে ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করেছেন।

  • বিরামপুরে যুবলীগের সাবেক যুগ্ন-আহবায়ক এর আমন্ত্রণে বিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত

    বিরামপুরে যুবলীগের সাবেক যুগ্ন-আহবায়ক এর আমন্ত্রণে বিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত

    এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের বিরামপুরে যুবলীগের সাবেক যুগ্ন-আহবায়ক আলম হোসেনের আমন্ত্রণে বিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

    শনিবার (৩০ এপ্রিল) ব্লু-স্কাই রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক মশিহুর রহমান, সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার, সহ-সভাপতি এসএম মাসুদ রানাসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বিরামপুরে হারভেস্টার মেশিন বিতরণ

    বিরামপুরে হারভেস্টার মেশিন বিতরণ

    এস এম মাসুদ রানা:- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষিতে যান্ত্রিক করণের লক্ষ্যে সরকারি প্রণোদনা ভর্তুকি মূল্যে হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার (২৮এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে এই হারভেস্টার বিতরণ করেন, প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু।

    এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু,বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন,উপজেলা কৃষি কর্তকর্তা নিকছন চন্দ্র পাল, কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

  • বিরামপুর উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

    বিরামপুর উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার বিকেলে উপজেলা কনফারেন্স সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে উপজেলা পরিষদ সাধারন সভায় বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, সহকারি কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাসসুম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার রায়,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত,বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন প্রমুখ।

    এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।

  • নিজ বাড়ী হতে ইয়াবা ট্যাবলেট  ও  হেরোইন সহ ১ মাদক ব্যবসায়ী আটক

    নিজ বাড়ী হতে ইয়াবা ট্যাবলেট ও হেরোইন সহ ১ মাদক ব্যবসায়ী আটক

    এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ(২১ এপ্রিল)১৩ঃ৩০ ঘটিকার সময় বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিরামপুর পৌরসভাধীন ৪নং ওয়ার্ডস্থ ইসলামপাড়া গ্রামে নিজ বসত বাড়ির আঙ্গীনা হতে ১৭ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৬ পুরিয়া হেরোইন সহ মাদক ব্যবসায়ী মোঃ সোলাইমান হোসেন (৫০), পিতা-মৃত আব্দুল আজিজ, গ্রাম- ইসলামপাড়া, থানা- বিরামপুর, জেলা -দিনাজপুরকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় বিরামপুর থানার মামলা নং-১০, ধারাঃ ৩৬(১) সারণির ১০(ক)/৮(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন প্রক্রিয়াধীন বলে জানান বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত।

  • বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিলে এমপি শিবলী সাদিক

    বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিলে এমপি শিবলী সাদিক

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

    দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।

    বৃহস্পতিবার বিকেলে অফিসার্স ক্লাব চত্বরে
    উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি)।

    এসময় উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, সিনিয়র সহকারী পুলিশ সুপার বিরামপুর সার্কেল একেএম ওহেদুন্নবী, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক মশিহুর রহমান, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যানদ্বয়, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ,সাংবাদিকবৃন্দসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

    এর আগে অতিথিবৃন্দ অফিসার্স ক্লাবের ইনডোর স্পোর্টস গ্রাউন্ড এর শুভ উদ্বোধন করেন।